দুঃসময় - রবীন্দ্রনাথ ঠাকুর | লাইন বাই লাইন কবিতার ব্যাখ্যা | নিভৃত বাংলা
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #দুঃসময়
#রবীন্দ্রনাথঠাকুর
#রবীন্দ্রনাথঠাকুরেরকবিতা
দুঃসময়
দুঃসময়
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে,
সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া,
যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে,
যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া,
মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে,
দিক্-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা--
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।
এ নহে মুখর বনমর্মরগুঞ্জিত,
এ যে অজাগরগরজে সাগর ফুলিছে।
এ নহে কুঞ্জ কুন্দকুসুমরঞ্জিত,
ফেনহিল্লোল কলকল্লোলে দুলিছে।
কোথা রে সে তীর ফুলপল্লবপুঞ্জিত,
কোথা রে সে নীড়, কোথা আশ্রয়শাখা!
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।
এখনো সমুখে রয়েছে সুচির শর্বরী,
ঘুমায় অরুণ সুদূর অস্ত-অচলে!
বিশ্বজগৎ নিশ্বাসবায়ু সম্বরি
স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে।
সবে দেখা দিল অকূল তিমির সন্তরি
দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা।
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।
ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি
ইঙ্গিত করি তোমা-পানে আছে চাহিয়া।
নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি
শত তরঙ্গ তোমা-পানে উঠে ধাইয়া।
বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি
"এসো এসো' সুরে করুণ মিনতি-মাখা।
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।
ওরে ভয় নাই, নাই স্নেহমোহবন্ধন,
ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা।
ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন,
ওরে গৃহ নাই, নাই ফুলশেজরচনা।
আছে শুধু পাখা, আছে মহানভ-অঙ্গন
উষা-দিশা-হারা নিবিড়-তিমির-আঁকা--
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।
খুব ভালো লাগলো
খুব সুন্দর
খুব উপকৃত হলাম, খুব ভালো ভাবে বুঝিয়েছেন স্যার। ধন্যবাদ
শুভকামনা
খুব ভালো লাগলো।
ধন্যবাদ
খুব সুন্দর ব্যাখ্যা
ধন্যবাদ
Very nice কিন্ত সাউন্ড সিস্টেম ভালো ছিলো না
এই ভিডিওতে মাইক্রোফোনে সমস্যা হয়েছিলো
Very nice
Thank you
সাউন্ড সিস্টেম টা খুব খারাপ ছিল
সুন্দর
ধন্যবাদ
খুব সুন্দর ব্যাখ্যা।
ধন্যবাদ
Sir,,, video er last er kichu kotha suna jay na kna
এই ভিডিওর সময় মাইক্রোফোন ঠিকমতো প্লাগইন হয়নি এজন্য সাউন্ডে একটু সমস্যা হয়েছে
স্যার, কল্পনা কাব্যের মদনভম্বের পর এবং মদনভম্বের পূর্বে এদোর একটু বিশ্লেষণ করলে উপকৃত হব।
Sir, apni jodi মদন ভস্মের পর কবিতাটি একটু বিশ্লেষণ করে দিতেন, খুব উপকৃত হতাম🙏 8February exam suru
Keep going sir... 💙🤎
ok, thank you.
Sound system onk baje.. Pls thik korar try koiren☹️🙏
ঠিক আছে। ধন্যবাদ
Khub ho lo Sir meaning ta bujhte pere
Sir ক্ষণিকা কাব্য এর আবির্ভাব কবিতা নিয়ে আলোচনা করবেন
sound khub distab
জী, এই ভিডিওতে একটু ডিস্টার্ব হয়েছে
পাখিকে কেন অন্ধ বলা হয়েছে কবিতায়
রাতে দেখে না তাই
অন্ধ কথাটির অর্থ কী ?
Audio quality ta olpo kharap
জী, এই ভিডিওতে একটু খারাপ আছে
শব্দটা পষ্ট নয়। সাইট শব্দ আম আমি করছে।
জী, মাইক্রোফোনে প্রবলেম হয়েছিলো
উ:! এত noise.! Sound system জঘন্য, বিরক্তিকর। মাঝখানে ১৪ সেকেন্ডের জন্য ভিডিও mute ও হয়ে গিয়েছিল। অপ্রয়োজনীয় গৌরচন্দ্রিকাও বড্ড বেশি। ভিডিও সম্পূর্ণ delete করে ভালোভাবে আবার upload করা উচিৎ
ধন্যবাদ মন্তব্য করার জন্য। এই ভিডিওতে মাইক্রোফোনটা ঠিকমতো প্লাগইন হয়নি। আর আপনি যে শেষ পর্যন্ত দেখেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ
Sound Quality Bad
😭😭
Sir gorne gor hocca nake
এই ভিডিওটার সময় মাইক্রোফোনে প্রবলেম হয়েছিলো
সাউন্ড সিস্টেম খারাপ