মাশাআল্লাহ!সমবয়সী বৈবাহিক জীবন।সাথে অল্প বয়সে বিয়ে করেও তখন থেকে আজ পর্যন্ত কত সুন্দর বোঝাপড়া,দায়িত্ববোধ!গুরুত্ববহ আলোচনা ছিল।আপনাদের জুটিটা জনপ্রিয়তা পাচ্ছে দিনদিন।কারো নজর না লাগুক।আল্লাহ আপনাদের আমৃত্যু একসাথে থাকার তৌফিক দান করুক❤️
@@Aesthetic.Europa ভাইয়া কিছু মনে কইরেন না। এটা আমার জেনরাল অবসার্ভেশন। আমরা যখন ইসলাম নিয়ে কথা বলার অধিকার একটা নির্দিষ্ট শ্রেনী বাদে আর কাউকে দেইনা তখন আসলে একট সমস্যার সূত্রপাত হয়। তখন মানুষ ভয়ে লোকসমুক্ষে আর আল্লাহ তায়ালার নামটাও উচ্চারণ করে না এই ভয়ে যে- হায় হায় আমি তো ইসলাম সম্পর্কে সব জানি না, কিছু বললে যদি ভুল হয়ে যায়! ফলশ্রুতিতে কেউ আর ইসলাম নিয়ে কিছু বলে না, এবং আপাতদৃষ্টিতে ওই সোসাইটি টাকে দেখলে একটা godless সেক্যুলার সোসাইটি মনে হয়, লিবরেল সেক্যুলাররা মার্কেট পেয়ে যায়। অথচ এখানে বেশিরভাগ মানুষই চারদেয়ালের ভিতর ধর্মকে ভালোবাসে। কেউ ভুল করলে আমরা তাকে সংশোধন করে দেই, কারো মুখ না বন্ধ করি। আমরা কেউই তো ১০০% ভুলের ঊর্ধ্বে না।
@@Aesthetic.Europa ফিৎনা কি তৈরি করলো ভাই??? আমরা সবাই মুসলিম আর আমাদের কোথায় ধর্ম থাকবেই।কারণ ধর্মই আমাদের শিকড়। সমাজ পরের ব্যাপার। আর উনারা কোনো ধর্ম নিয়ে আলোচনা ও করে না। তাই অযথা উল্টা পাল্টা কথা বলবেননা না বুঝে ।
আমি ২০১৮ সালে আমি বিয়ে করেছি, আমার বয়স আমার ওয়াইফ এর বয়স সেইম। ৫ বছর হয়ে গেলো। আমি বাহিরে থাকি, মাঝে মাঝে বাসায় যায়৷ যতদিন বাহিরে থাকি, এর মধ্যে এমন কোনো দিন নাই বা ২৪ ঘন্টা নাই যার মধ্যে আমাদের কথা হয়নি বা গল্প হয়নি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে খুব ভালো রাখছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
" মানুষটা সঠিক হলে ভালোবাসা সুন্দর " এই কথাটাই আপনাদের জন্য সত্যি হয়েছে 🖤🖤 আর আপনাদের early marriage life অনেক সুন্দর ভাবে কেটেছে আপনাদের পারিবারিক বন্ধনটা অনেক দৃঢ় এবং অনেক গোছানো তাই। যেমন সুষমা ম্যাডাম সংসার সামলানোর ক্ষেত্রে তার শাশুড়ির থেকে যেভাবে সাহায্য পেয়েছে সব মেয়ে এটা পায়না। তাই সবদিক বিবেচনা করেই বিয়ের সিদ্ধান্তটা নেওয়া উচিত ; হোক সেটা Early marriage or late marriage..... যাহোক, নিরন্তর শুভকামনা 🖤🖤🖤
অন্তরের অন্তস্থল থেকে দুজনকে দোয়া রইল। উভয়ের মতো সমাজের সব দম্পতিরা যদি হতো। এতো মধুর সম্পর্ক , পরস্পরের প্রতি একে অপরের ভালোবাসা,প্রেম, শ্রদ্ধা ও আস্থা খুব সুন্দর ও অনুকরণীয় সবার। তোমাদের কে আবারও শুভকামনা ধন্যবাদ
এত সুন্দর কথাগুলো!!! পুরোটা খুবই মনোযোগ দিয়ে শুনেছি। আমি কখনো বড় বড় ভিডিও গুলা দেখি না। কিন্তু এই ভিডিওটা এত বড় তারপরেও কত মনোযোগ দিয়ে দেখলাম। বিন্দুমাত্র মনোযোগ হারায়নি। প্রতিটি কথায় গুরুত্বপূর্ণ এবং হৃদয় ছোঁয়া।বার বার দেখতে ইচ্ছে করছে। আর আপনাদের সম্পর্ক টা ও অসাধারণ!!! আলহামদুলিল্লাহ।।। স্যার,ম্যাম আমাদের জন্য দোয়া করবেন।।। সবধরনের টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আপনাদের মত প্রানবন্ত সম্পর্ক তৈরি করতে পারি।।। অনেক অনেক ভালবাসা আপনাদের জন্য।।।।
এতো অল্প বয়সে বিয়ে করার কারণে আল্লাহ বারাকাহ দিয়েছেন। কারণ, অল্প বয়সে বিয়ে করার কারণে আপনি গোনাহ থেকে মুক্ত থেকেছেন। গোনাহ মুক্ত জীবন টা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে যদিও আমরা প্রবৃত্তিকে বেছে নিয়েছি, যার কারণে আমাদের জীবন যাপন কঠিন হয়ে গেছে।
ডা: সুষমা আমার অত্যন্ত প্রিয়। ছেলেরা উনার মতো স্ত্রী ই আশা করে। উনাকে দেখে অন্যরা যদি কিছু শিখে তা আমাদের সমাজের জন্য অনেক উপকার হবে। ডা: কুশল অনেক কনফিডেন্ট। এটা ভালো লাগে। মাঝে মধ্যে উনাকে রাগী মনে হয়।
জাস্ট অবিশ্বাস্য। দুইজন কেই একসেটে পডকাস্টে দেখব ভাবতেই পারি নি। দু'জনই আমার খুব প্রিয়। এই পডকাস্টটা করার সময় স্যার আপনি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিলেন😩🤭 আপনাদের ভালোবাসা আরো অটুট হোক এই কামনাই করি🥰
কলকাতা থেকে বলছি । সত্যি অসাধারণ । ভারতে মেডিক্যাল এ চান্স পাওয়া মানে বিশাল ব্যাপার। একটাই প্রবেশিকা পরীক্ষা গোটা দেশে । 18 লাখ এর উপর পরীক্ষার্থী সিট মাত্র 80000 মানে এর জন্য প্রচুর পরীক্ষার্থী সুইসাইড পর্যন্ত করে । আমিও একজন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার্থী। তো এত চাপের মাঝে আপনাদের কনটেন্ট একটা স্নিগ্ধ হাওয়ার মতো । আমার এই প্রিপারেশন ফেস এ অনেক কিছু শিখেছি আপনাদের কাছে । আমার গুরুজন হিসেবে আপনাদের অনেকখানি শ্রদ্ধা ও ভালো বাসা জানাই।।
এটা ঠিক ডক্টর আপা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। কিন্তু ডক্টর সাহেব কত চরিত্র বান, ডক্টর, পরহেজগার, ও সএীকে খুব ভালো বাসেন।আলহামদুলিল্লাহ। আপনারা পরিবার ও সন্তান দের সহ সবাই সুন্দর ও সুস্থ হবেন ইনশাআল্লাহ আমিন। আপনারা খুব চমৎকার আলহামদুলিল্লাহ জুটি।রুপের চেয়ে গুন দরকার বেশি।বাস্তবতা।তারপর রুপ বোনাস।কিন্তু আললাহ সুবহানাতায়ালা প্রদত্ত। আলহামদুলিল্লাহ ভাবী খুব সুন্দর। আমরা প্রথম থেকে জানি আপনারা সামী সএী।আলহামদুলিল্লাহ। আপনাদের সুস্থ ও দীর্ঘ ও নেক হায়াত জীবন দোয়া করি আমিন।বাস্তব সমাজে আপনাদের পরামর্শ খুব জরুরি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
শিখলাম ❤❤ 1) সূরা বাকারা , তোমারা অনেক কিছু তোমাদের জন্য ভাল মনে করো আসলে তা খারাপ, আর তোমারা যেটা মনে করো খারাপ এটা তোমাদের জন্য ভাল । আল্লাহ ভাল জানেন তোমারা কিছুই জানো না । 2) জীবন অনুকূল থাকেলে সাঁতার কাঁটতে হয় , আর প্রতিকূলে থাকেলে ভেসে থাকতে হয় ।😢
আমার অনেক পছন্দের ম্যাম❤️আর স্যারকে ও খুব ভালো লাগে।সত্যি বলতে দুইজন প্রিয় মানুষ যাদের জন্য মন থেকে শ্রদ্ধা আসে।আল্লাহ তায়ালা আপনাদের আরও বেশি ভালো রাখুক।আমিন❤️
আমিও এমন চাই আমার জামায়ের পেটটা মোটা হোক, উনার বয়স ৫০+ আমি চাই উনাকে বয়স্ক দেখাক, উনাকে এট্রাকটিভ লাগুক এটা আসলে আমি চাইনা। আমি চাই ও যেমন আছে পুরোটা ই আমার থাক, যেমন আছে সেটাই আমার কাছে বেস্ট। উনি একটা মহিলা কলেজের টিচার, ডিএনসিসির প্লাটুন কমান্ডার। সব সময় মেয়েদের সাথে সময় কাটায়(৯-৫) টা মাস্ট। যতটুকু সময় বাসায় থাকছে তখনো ফোন বা নিজের রেস্ট নিয়ে বিজি থাকে। তাই আমি চাই ওর সৌন্দর্য বাড়ানোর দরকার নাই, যেমন আছে যাই আছে তাই থাকুক। আমার জিনিস যেটা সেটা আমারই হয়ে থাক।
অনেক কিছু শিখলাম।বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া লেসনগুলো অনেক সময় বেশি ইফেক্টিভ হয়।আশা করি কাজে লাগাতে পারবো।বিশেষ করে মা-বাবা,শশুড়-শাশুড়ি রিলেটেড কথাগুলো অনেক ভালো লেগেছে।
একসাথে চলতে গিয়ে এই সাপোর্টিভ মনমানসিকতাটা এই সময়ে এসে মেনটেইন করাটা খুবই টাফ হয়ে গেছে। শোঅফ আর উপন্যাস-নাটকের ফ্যান্টাসিগুলো অনেকের অস্থিমজ্জায় মিশে গেছে। আপনাদের গল্পগুলো বাস্তবতার সৌন্দর্য তুলে এনেছে। বারাকাল্লাহু ফিক।
@@IamDr.Kushal ভাইয়া, আর শুষমা আপু দুজন ই আমার খুব খুব প্রিয় দুজন ব্যাক্তিত্ব... খুব ভালো লাগে যখন আপ্নারা কমেন্ট এর রিপ্লাই বা লাইক দেন... অনেক দোয়া আপনাদের জন্য, আমার জন্যও দোয়া করবেন... খুব critical time পার করছি গত দু বছর ধরে... আপনাদের কথা গুলো অনেক সাহস দেয়.... ❤️
যাক আপনার কথাগুলো খুবই যুক্তিযুক্ত ভালো লেগেছে কিন্তু আপনি অল্প বয়েসি জীবনের বলছেন কিন্তূ 40 পরেউ বেশি বয়সে জীবনের জটিল সমস্যার দেখা যায় সেটা নিয়ে যানতে চাইছিলাম ধন্যবাদ আপনাকে
Apnader duijon ke Alllah nek hayat dik,somporko ta erokom sundor thakar pichone duijon er effort chilo,ache in sha Allah ajibon thakbe.Onk kichu shikhar ache ❤
ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আশা করি, চ্যানেলটির সাথেই থাকবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টিতে ভূমিকা রাখবেন।
আল্লাহ আপনাদের সকল প্রকার বদনজর থেকে হিফাজত করুক আর আপনাদের বৈবাহিক এবং পারিবারিক বন্ধন জান্নাত পর্যন্ত অটুট রাখুক.......বারিক আল্লাহু ফিকুম♥ প্রত্যেকের জীবনের স্ট্রাগল গুলোই ভিন্ন। তবে মিউচুয়াল আন্ডার্স্ট্যান্ডিং আর মিউচুয়াল রেসপেক্ট থাকাটা খুব গুরত্বপূর্ণ। আজকের টকশো থেকে কিছু অল্প হলেও কিছু বিষয় রিলেট করতে পেরেছি এবং নতুন কিছু শিখতেও পেরেছি। আপনাদের জন্য ভালোবাসা♥ আর হ্যাঁ আপুকে অবশ্যই সুন্দর সুন্দর জামদানী কিনে দিবেন...তিনি বলেছেন আপনি একটাও কিনে দেন নাই🤭
I don’t know when you guys started the journey of lifespring. But I have known you all since 2017 when I was going through a tough period of my life. I used to watch your videos although at that time, you hardly posted videos on several issues. Still I felt good. Now, my life is going pretty well Alhamdulillah. My goal of becoming a BCS cadre has been fulfilled. Yet, I feel thrilled while watching your videos. Thanks for spreading positivity ☺️
ভাইয়া আমার দেখা সেরা একটা ম্যাচুরিটি আর ভালো মন মানসিকতার ভদ্র লোকদের একটা ভিডিও দেখলাম,অনেক ভালো লেগেছে খুবই ন্যাচারাল ছিল আর সব মিলাইয়া অনেক ভাল্লাগছে😍
আপনাদের দুজনের জুড়ি টা খুবই খুবই সুন্দর লাগে,,,।।। আমি প্রথম যখন আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখি তখন আমি জানতাম না আপনারা জুটি,, কিন্তু আমি মনে মনে খুব চাইতাম যেন আপনারা দুজন জুটি হন।।। পরে বিষয়টি সত্যিই জেনে খুবই খুশি হয়েছিলাম।।।। আপনাদের বাকি বৈবাহিক জীবন যেন খুবই সুন্দর হয় 💓💓💕💕🥰🥰❣️🔥🔥🔥 আমার ডা. সুষমা রেজাকে খুব ভালো লাগে।।।।।😘😘😘😘😘।। আপনি খুবই খুবই mature Dr. Shushuma Reza, আপনি শুধু জ্ঞানী তাই নয় ,আপনি তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন 🖤🖤🖤
Adorable couple 💞 Glad you both did this podcast together enjoyed it a lot . This podcast has so many interesting things to learn loved it 🥰 May Allah keep you both safe and together for rest of your life Ameen love from Uk
স্যার, অনেক ছোট ছোট সমাধান ছিলো আপনাদের কথাবার্তায়। এক কথায় অসাধারণ একটা সেশন আপনাদের। মনে হচ্ছে, আমার কোন সমস্যা হইছে। এবং আমি সেটার সমাধানের জন্য অপেক্ষা করে ছিলাম আর সমাধান পেয়েও গেলাম। আপনাারা আমার কাছে অনেক ফেভারিট পারসোন । স্টুডেন্ট লাইফে আপনাদের কি কোন ফেভারিট পারসোন ছিলো? যার কথয় একটু হলেও আশ্বস্ত হতেন মা বাবা বা ফ্যামিলির বাইরে!?
আপনাদের দাম্পত্য জীবন ও দর্শন অতীতের কাঠিন্য অতিক্রম বর্তমান আর্থসামাজিক ভারসাম্য সবই অসাধারণ লাগলো।সর্বোপরি আপনাদের ধর্মদর্শন ও ধার্মিক জীবন খুবই ভালো লাগলো ।ভালো থাকবেন দোয়া রইলো।
অনেক গুরুত্বপূর্ণ আলোচনা,, যা সবার জীবনে অনেক অনেক সাহায্য করবে বলে মনে করছি। এই সময়গুলো তে এই টপিক গুলো অনেক এফেক্টিক করবে সকলের জীবনে। আপনাদের জন্য অনেক দোয়া ও কৃতজ্ঞতা। রব্বে কারীম আপনাদের সবসময় একসাথে রাখুন,ভালো রাখুন ঈমান ও স্বাস্থ্যে🤲🏻🤍
Hat's off to the parents ma Sha Allah You guys were able to get married Alhamdulillah at such an early stage & your parents were by your side . & The moment when ma'am said , " বউ কিন্তু একটাই" was really beautiful Barakalla sir & ma'am
I think that,apnader early marriage korai aj apnader ei pojontu position hoyeche.eta onnora ki bolbe jani ami mone kori best decision & obviously apnara support peyechen eta khub valo laglo..ekhn present time e marriage k community'r manushra onk hard kore felece as a result,onk brilliant students ache jara unsuccessfully life lead korce. And present time e premer j obstha er jonne onk students jhore porce... Ami mone kori jar joto taratarii beya hobe she totu taratarii tar goal set korte parbe In-sha-Allah... May Allah (swt:) always Blesses both of you🤲🤲🤲
Assala muwalaikum. Sir, I've always wished for u two to come and share about your struggle. Whatever u guys went through, u both had patience and supported each other , thats a great lesson for everyone. Thank u so much for spreading this much positivity. Especially the term "Feminism" explained by Mam, was really wonderful❤️
What a lovely couple MashaAllah! The way you guys were appreciating and supporting each other with honesty is really praiseworthy and hey to your long and happy conjugal life. And I sincerely believe that simplicity and decency are always powerful, sophisticated and likable! And the more properly educated, knowledgeable you are, the more simple and personable you are…wish you all the best…
আপনাদের আলোচনা সত্যি প্রশংসনীয় সত্যিই আপনারা অনেক সুখী মানুষ ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না দোয়া করি আরো সুখী হন আপনারা বাংলার প্রতিটি ঘরে ঘরে আপনাদের আপনাদের মত কাপল সৃষ্টি হোক মহান আল্লাহ তায়ালার কাছে এই দোয়াই করব ভালো থাকুন আপনারা
MashaAllah so cute couple...husband wife relationship should be like that! Friendly, respectful & lovely 💘 💖 😍 Patience is bitter but it's fruit is sweet! In every situation we should keep patience & depends on Allah! Doctor Apu r video regular dekhi onk informational & the way she explains so nice MashaAllah may Allah bless u both Duniyah & Akhirah❤️
অসাধারণ অসাধারণ টপিক। আমি অনেক যাবৎ এরুপ শিক্ষা মূলক বিডিও বানাতে চাইতাম।কিন্তু আজ মনের মত একটি বিডিও পেয়েছি।এবং সম্পূর্ণ বিডিও দেখেছি ও শুনেছি কথা গুলো।উভয়ের জন্য শুভ কামনা ও দোয়া রইল।আমার জন্য ও দোয়া করবেন।আমি অনেক গুলো রুগে আক্রান্ত। প্রশ্ন,আপনাদের মধ্যে কাহার বাড়ি ভোলা জিলাতে,?????? একবার ভোলার নাম উচ্চারণ করেছেন সে জন্য জিজ্ঞাসা। আমি ভোলা জিলার একজন মানুষ। ভোলা বাসি, ছেলেরা রান্না করতে চায়না-যদি ও এখন অনেকে রান্না করে
I hope these words of yours will help me a lot in my future life insha allah.. . It felt so good to hear your words, I feel a lot of courage in my heart. I am also getting married in a few months. It can be said at a very young age. I got a lot of courage listening to you. May Allah grant us the fate to be like you. Make dua for us and dua from your heart❣️
Kushol Bhai you are a very lucky person..you are highly loved and respected by bhabi.. great conversation sharing same level of intellect. Wishing someday me and my husband grow up to the level where we can connect like you guys..lots of love and good wishes for the beautiful couple..stay blessed 🙏🏼
Dear Dr Kushal sir Please keep up this show. It's a great source of knowledge. You even can't imagine how much I have leaned through your program. I am great fan of you and Shusama mam. Allah bless both of you. Keep me in your prayer.
Join my telegram channel to get regular posts on mental well being :
t.me/+ucd1OY68eEU5YjY9
মাশাআল্লাহ!সমবয়সী বৈবাহিক জীবন।সাথে অল্প বয়সে বিয়ে করেও তখন থেকে আজ পর্যন্ত কত সুন্দর বোঝাপড়া,দায়িত্ববোধ!গুরুত্ববহ আলোচনা ছিল।আপনাদের জুটিটা জনপ্রিয়তা পাচ্ছে দিনদিন।কারো নজর না লাগুক।আল্লাহ আপনাদের আমৃত্যু একসাথে থাকার তৌফিক দান করুক❤️
Thanks for your support
Ameen.
আমিন।
Ma-sha-Allah
Amin
এইরকম পারফেক্ট জুটি খুব কমই হয়। আপনাদের দুজনের চিন্তা ধারা কথা বলার ধরন এত সুন্দর। আপনাদের সংসার জীবনটা কাছ থেকে দেখতে ইচ্ছে। আল্লাহ বারাকা দান করুক
👍👍👍সত্যি বলেছেন।
Amin
শুসমা মেডাম এর মটিবেশনাল কথা গুলো শুনে আমরা অনুপ্রানিত হই। শ্রদ্ধা জানাই দুজন কে।
ভাই ভাল মানুষদের অনেক বড় এবং বেশী পরীক্ষা হয়।কথাটা মিলে নিবেন এবং সাবধান থাকবেন দুইজন।দুজনের জন্য দোআ রইল।
আসলে ওনারা শুধু সাইকোলজি নিয়ে কাজ করলে ঠিক আছে...বাট যখন ওনারা ইসলাম নিয়ে কথা বলে তখন ওনারা ফিৎনা তৈরি করছে।
@@Aesthetic.Europa ওনারা ধর্ম নিয়ে ওয়াজ মাহফিল করছেনা। অথবা উল্টাপাল্টা মিথ্যা কোনো তথ্যও দিচ্ছেননা। কোথা থেকে আপনি ফিতনা পাচ্ছেন ভাইয়া?
@@Aesthetic.Europa ভাইয়া কিছু মনে কইরেন না। এটা আমার জেনরাল অবসার্ভেশন।
আমরা যখন ইসলাম নিয়ে কথা বলার অধিকার একটা নির্দিষ্ট শ্রেনী বাদে আর কাউকে দেইনা তখন আসলে একট সমস্যার সূত্রপাত হয়। তখন মানুষ ভয়ে লোকসমুক্ষে আর আল্লাহ তায়ালার নামটাও উচ্চারণ করে না এই ভয়ে যে- হায় হায় আমি তো ইসলাম সম্পর্কে সব জানি না, কিছু বললে যদি ভুল হয়ে যায়!
ফলশ্রুতিতে কেউ আর ইসলাম নিয়ে কিছু বলে না, এবং আপাতদৃষ্টিতে ওই সোসাইটি টাকে দেখলে একটা godless সেক্যুলার সোসাইটি মনে হয়, লিবরেল সেক্যুলাররা মার্কেট পেয়ে যায়। অথচ এখানে বেশিরভাগ মানুষই চারদেয়ালের ভিতর ধর্মকে ভালোবাসে।
কেউ ভুল করলে আমরা তাকে সংশোধন করে দেই, কারো মুখ না বন্ধ করি। আমরা কেউই তো ১০০% ভুলের ঊর্ধ্বে না।
@@Aesthetic.Europa ফিৎনা কি তৈরি করলো ভাই??? আমরা সবাই মুসলিম আর আমাদের কোথায় ধর্ম থাকবেই।কারণ ধর্মই আমাদের শিকড়। সমাজ পরের ব্যাপার। আর উনারা কোনো ধর্ম নিয়ে আলোচনা ও করে না।
তাই অযথা উল্টা পাল্টা কথা বলবেননা না বুঝে ।
@@Aesthetic.Europa dddďdďdďdddďdddddddddddďddddddddddddďdddddddddd
আমি ২০১৮ সালে আমি বিয়ে করেছি, আমার বয়স আমার ওয়াইফ এর বয়স সেইম। ৫ বছর হয়ে গেলো। আমি বাহিরে থাকি, মাঝে মাঝে বাসায় যায়৷ যতদিন বাহিরে থাকি, এর মধ্যে এমন কোনো দিন নাই বা ২৪ ঘন্টা নাই যার মধ্যে আমাদের কথা হয়নি বা গল্প হয়নি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে খুব ভালো রাখছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
স্যার বা ম্যাডাম,
আপনাদেরকে খুব ভালো লাগে। দোয়া রইলো আপনাদের জন্য।
masha allah ❤
আফসোস হয়,আমার এমন সুযোগ হয় না।তার আমার কথা শোনার ধৈর্য নাই,রাগ আর অভিমান নিয়েই চলে আমাদের জীবন।
" মানুষটা সঠিক হলে ভালোবাসা সুন্দর "
এই কথাটাই আপনাদের জন্য সত্যি হয়েছে 🖤🖤
আর আপনাদের early marriage life অনেক সুন্দর ভাবে কেটেছে আপনাদের পারিবারিক বন্ধনটা অনেক দৃঢ় এবং অনেক গোছানো তাই। যেমন সুষমা ম্যাডাম সংসার সামলানোর ক্ষেত্রে তার শাশুড়ির থেকে যেভাবে সাহায্য পেয়েছে সব মেয়ে এটা পায়না। তাই সবদিক বিবেচনা করেই বিয়ের সিদ্ধান্তটা নেওয়া উচিত ; হোক সেটা Early marriage or late marriage.....
যাহোক, নিরন্তর শুভকামনা 🖤🖤🖤
সমস্যা নাই আপু আপনার সাথে ভাইয়াকে অনেক মানাইছে।আল্লাহ আপনাদোর জীবন সুখময় করে তুলুক।
আলোকিত দম্পতির লাইফজার্নি খুব মনোযোগ দিয়ে শুনে মন ভরে গেলো ।
💚💚💚💚💚
Thank you 🎉
আপনাদের দুজনের কাজ আমি একদম শুরু থেকে জানি। অনেক অনেক দোয়া আপনাদের জন্য, পরিবারের জন্য। আপনারা একটা সুস্থ বিপ্লব করেছেন বাংলাদেশে।
Thank you so much
অন্তরের অন্তস্থল থেকে দুজনকে দোয়া রইল। উভয়ের মতো সমাজের সব দম্পতিরা যদি হতো। এতো মধুর সম্পর্ক , পরস্পরের প্রতি একে অপরের ভালোবাসা,প্রেম, শ্রদ্ধা ও আস্থা খুব সুন্দর ও অনুকরণীয় সবার। তোমাদের কে আবারও শুভকামনা ধন্যবাদ
এত সুন্দর কথাগুলো!!! পুরোটা খুবই মনোযোগ দিয়ে শুনেছি। আমি কখনো বড় বড় ভিডিও গুলা দেখি না। কিন্তু এই ভিডিওটা এত বড় তারপরেও কত মনোযোগ দিয়ে দেখলাম। বিন্দুমাত্র মনোযোগ হারায়নি। প্রতিটি কথায় গুরুত্বপূর্ণ এবং হৃদয় ছোঁয়া।বার বার দেখতে ইচ্ছে করছে। আর আপনাদের সম্পর্ক টা ও অসাধারণ!!! আলহামদুলিল্লাহ।।। স্যার,ম্যাম আমাদের জন্য দোয়া করবেন।।। সবধরনের টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আপনাদের মত প্রানবন্ত সম্পর্ক তৈরি করতে পারি।।। অনেক অনেক ভালবাসা আপনাদের জন্য।।।।
Allah bless you bro ❤
আচ্ছা আপনারা এত্তো সুন্দর করে কিভাবে কথা বলেন!!মাশাল্লাহ 🖤
Alhamdulillah u r kind, amina ❤
মা শা আল্লাহ! কি সুন্দর! এরকম ভালোবাসার গল্প আদর্শ হওয়া উচিত ❤️
Thanks for your care
এতো ভাল লাগে এই কাপল টাকে। মাশা আল্লাহ, আল্লাহ আপনাদের হেফাজত করুন।
আমার ও ভীষণ ভালো লাগে এই কাপলকে।
ডা: সুষমা আমার অত্যন্ত প্রিয়। ছেলেরা উনার মতো স্ত্রী ই আশা করে। উনাকে দেখে অন্যরা যদি কিছু শিখে তা আমাদের সমাজের জন্য অনেক উপকার হবে।
এতো অল্প বয়সে বিয়ে করার কারণে আল্লাহ বারাকাহ দিয়েছেন। কারণ, অল্প বয়সে বিয়ে করার কারণে আপনি গোনাহ থেকে মুক্ত থেকেছেন। গোনাহ মুক্ত জীবন টা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে যদিও আমরা প্রবৃত্তিকে বেছে নিয়েছি, যার কারণে আমাদের জীবন যাপন কঠিন হয়ে গেছে।
Thanks
I agreed,,,
ভাই এবং ভাবি, আপনারা যে একসাথে বসে এভাবে সুন্দর করে কথা বলছেন এতেই বোঝা যায় কতটা সুখী আছেন আপনারা.... 🖤 মন থেকে ভালোবাসা রইলো 🖤
❤ alhamdulillah
Via, apu k jamdani detae hoba. Lovely couple.
Ok I'm pp I'm
ফ্যামিলি সাপোর্ট জরুরী, সেটা না থাকলে, কি হতে পারে ভাগ্যিস সেটা আপনারা বুঝতে পারেননি। দুটো পরিবার ই এত্ত ভালো, আলহামদুলিল্লাহ , ভালো লাগে আপনাদের দেখতে,, শুভ হোক আগামীর পথচলা।
Sotti bolechen apni
এভাবেই যেন হাসিখুশি ভাবে কেটে যায় সারাটি জীবন।😍
Thanks
ডা: সুষমা আমার অত্যন্ত প্রিয়। ছেলেরা উনার মতো স্ত্রী ই আশা করে। উনাকে দেখে অন্যরা যদি কিছু শিখে তা আমাদের সমাজের জন্য অনেক উপকার হবে। ডা: কুশল অনেক কনফিডেন্ট। এটা ভালো লাগে। মাঝে মধ্যে উনাকে রাগী মনে হয়।
সংসার সুখের হয় রমনীর গুনে, গুন বান স্বামী যদি থাকে তার সনে।
Life এ Struggling বা বাস্তবতা বুঝা প্রত্যেকের জন্য খুবই জরুরি।ধন্যবাদ বাস্তবতা তুলে ধরার জন্য।
Thanks for watching
স্যার,
এপিসোডটি আরো একটু লং হলে হয়তো আরো কিছু শিখতে পারতাম।আলহামদুলিল্লাহ সেরাদের সেরা জুটি
ভাই অসাধারণ একজন সহধর্মিণী পেয়েছেন। আপনাদের দুইজনের জন্যই দুয়া রইলো🤲🤲🤲
Thanks 🙏
পুরো পডকাস্ট টি শুনলাম।
মনে হচ্ছিল যে এটি ৩-৪ ঘন্টার হলেও পুরোটা শুনতাম।
Just অসাধারণ কাপল😍
Thanks for your words
আলহামদুলিল্লাহ। এতো ভালো লাগলো দুজনের কথা বলা।খুবই কান্না এসেগেলো।মাশাআল্লাহ
Allah bless you
মাশাআল্লাহ আমাদের এই বোনটি বাংলাদেশের সবগুলো বোনের আদর্শ হওয়া উচিৎ. দোয়া রইলো বোনটির জন্য
Jzk
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ।
মুগ্ধ হয়ে পুরো এপিসোড দেখলাম।। অনেক অনেক শিক্ষনীয় বিষয় পেলাম 🤲।। আল্লাহ আপনাদের দীর্ঘ নেক হায়াত করুন।।
Thank u
আপনাদের আজকের
শো থেকে অনেক উপকৃত হলাম। উভয়ের জন্য দোয়া এবং ভালোবাসা।
Thanks!
জাস্ট অবিশ্বাস্য।
দুইজন কেই একসেটে পডকাস্টে দেখব ভাবতেই পারি নি। দু'জনই আমার খুব প্রিয়।
এই পডকাস্টটা করার সময় স্যার আপনি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিলেন😩🤭
আপনাদের ভালোবাসা আরো অটুট হোক এই কামনাই করি🥰
Thanks dear ❤
মাশাআল্লাহ, আনেক Motivetional speech. আপনাদের মধ্যে শিক্ষা, আধুনিকতা ও ধার্মিকতা তিনটির সমন্বয় দেখে আরও বেশি ভালো লাগলো।
Thank you
আপনাদের ২ জনের আলাদা আলাদা ভিডিও দেখি, কিন্তু জানতাম না আপনারা husband, wife.
খুব ভালো লাগলো।মাশাল্লাহ
পুরো টা শুনলাম ভাল লাগছে, আমার কাছে মনে হচ্ছে আমার দেখা বেস্ট কাপল আপনারা, আপনাদের এ বন্ধন থাকুক চিরকাল, টেইক লাভ 😍😍
❤
মাশা'আল্লাহ। চমৎকার শিক্ষনীয় একটা ভিডিও। এই সময়ের ছেলেমেয়েদের জন্য খুব জরুরি। অনেক শ্রদ্ধা রইলো। আল্লাহ তায়ালা আপনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন।
Thanks 🙏
আসসালামুয়ালাইকুম Sir.... কেমন আছেন? DCC batch 20 💙
অনেক অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনাদের জন্য।
কলকাতা থেকে বলছি । সত্যি অসাধারণ ।
ভারতে মেডিক্যাল এ চান্স পাওয়া মানে বিশাল ব্যাপার। একটাই প্রবেশিকা পরীক্ষা গোটা দেশে । 18 লাখ এর উপর পরীক্ষার্থী সিট মাত্র 80000 মানে এর জন্য প্রচুর পরীক্ষার্থী সুইসাইড পর্যন্ত করে । আমিও একজন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার্থী। তো এত চাপের মাঝে আপনাদের কনটেন্ট একটা স্নিগ্ধ হাওয়ার মতো । আমার এই প্রিপারেশন ফেস এ অনেক কিছু শিখেছি আপনাদের কাছে ।
আমার গুরুজন হিসেবে আপনাদের অনেকখানি শ্রদ্ধা ও ভালো বাসা জানাই।।
Love u back
আমাদের এখানে ২ লাখ স্টুডেন্ট এক্সাম দেয় সিট সংখ্যা মাত্র ৫০০০😢😢😢
@@sneharahman4433 🥲🥲
তোমাদের আলাপন অনেকের জন্য শিক্ষনীয় দাওয়াত, উপমা এবং সমাজের জন্য কল্যাণ ধর্মীয় চিন্তা।। সুতরাং ছদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ
এটা ঠিক ডক্টর আপা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। কিন্তু ডক্টর সাহেব কত চরিত্র বান, ডক্টর, পরহেজগার, ও সএীকে খুব ভালো বাসেন।আলহামদুলিল্লাহ। আপনারা পরিবার ও সন্তান দের সহ সবাই সুন্দর ও সুস্থ হবেন ইনশাআল্লাহ আমিন। আপনারা খুব চমৎকার আলহামদুলিল্লাহ জুটি।রুপের চেয়ে গুন দরকার বেশি।বাস্তবতা।তারপর রুপ বোনাস।কিন্তু আললাহ সুবহানাতায়ালা প্রদত্ত। আলহামদুলিল্লাহ ভাবী খুব সুন্দর। আমরা প্রথম থেকে জানি আপনারা সামী সএী।আলহামদুলিল্লাহ। আপনাদের সুস্থ ও দীর্ঘ ও নেক হায়াত জীবন দোয়া করি আমিন।বাস্তব সমাজে আপনাদের পরামর্শ খুব জরুরি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
Thank you
শিখলাম ❤❤
1) সূরা বাকারা , তোমারা অনেক
কিছু তোমাদের জন্য ভাল মনে করো আসলে তা খারাপ, আর তোমারা যেটা মনে করো খারাপ এটা তোমাদের জন্য ভাল । আল্লাহ ভাল জানেন তোমারা কিছুই জানো না ।
2) জীবন অনুকূল থাকেলে সাঁতার কাঁটতে হয় , আর প্রতিকূলে থাকেলে ভেসে থাকতে হয় ।😢
আমার অনেক পছন্দের ম্যাম❤️আর স্যারকে ও খুব ভালো লাগে।সত্যি বলতে দুইজন প্রিয় মানুষ যাদের জন্য মন থেকে শ্রদ্ধা আসে।আল্লাহ তায়ালা আপনাদের আরও বেশি ভালো রাখুক।আমিন❤️
Thank you marea
আমার মাথায় চুল নাই যখন আপন মানুষ বলে তখন অনেক কষ্ট পাই
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুইজন মিলে গুড কম্বিনেশন।
আমিও এমন চাই আমার জামায়ের পেটটা মোটা হোক, উনার বয়স ৫০+ আমি চাই উনাকে বয়স্ক দেখাক, উনাকে এট্রাকটিভ লাগুক এটা আসলে আমি চাইনা।
আমি চাই ও যেমন আছে পুরোটা ই আমার থাক, যেমন আছে সেটাই আমার কাছে বেস্ট।
উনি একটা মহিলা কলেজের টিচার, ডিএনসিসির প্লাটুন কমান্ডার। সব সময় মেয়েদের সাথে সময় কাটায়(৯-৫) টা মাস্ট। যতটুকু সময় বাসায় থাকছে তখনো ফোন বা নিজের রেস্ট নিয়ে বিজি থাকে। তাই আমি চাই ওর সৌন্দর্য বাড়ানোর দরকার নাই, যেমন আছে যাই আছে তাই থাকুক। আমার জিনিস যেটা সেটা আমারই হয়ে থাক।
আপনাদের ২জনকে খুব বেশি ভালো লাগে।অনেক কিছু শিখার আছে আপনাদের থেকে।আল্লাহ যেনো আপনাদের নেক হায়াত বাড়িয়ে দেন।
Thanks for your doas
@@IamDr.Kushal You are most welcome,sir....
জানতে পেরে অনেক বেশি ভালো লাগলো যে আপনারা hasband wife আমি দু'জন কে personally অনেক বেশি লাইক করি। very adorable couple
Thank you so much
Masha allah.. কি সুন্দর আলচনা। দুই জনের understanding দেখার মতো। Alhamdulillah.. Onk doa kori..Allah apnader onk valo rakhuk..
মুগ্ধ হয়ে এপিসোডটা শুনলাম.... May Allah bless both of you ❤
Thank you dr
অনেক কিছু শিখলাম।বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া লেসনগুলো অনেক সময় বেশি ইফেক্টিভ হয়।আশা করি কাজে লাগাতে পারবো।বিশেষ করে মা-বাবা,শশুড়-শাশুড়ি রিলেটেড কথাগুলো অনেক ভালো লেগেছে।
Thanks for your feedback
একসাথে চলতে গিয়ে এই সাপোর্টিভ মনমানসিকতাটা এই সময়ে এসে মেনটেইন করাটা খুবই টাফ হয়ে গেছে। শোঅফ আর উপন্যাস-নাটকের ফ্যান্টাসিগুলো অনেকের অস্থিমজ্জায় মিশে গেছে। আপনাদের গল্পগুলো বাস্তবতার সৌন্দর্য তুলে এনেছে। বারাকাল্লাহু ফিক।
Thanks for your care
শুভ কামনা করছি। আল্লাহ আপনাদের দাম্পত্য জীবন কে সদাসুখী রাখুন।
আপনাদের গল্প থেকে যা কিছু শিখলাম... নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ❤️
More power to you
@@IamDr.Kushal ভাইয়া, আর শুষমা আপু দুজন ই আমার খুব খুব প্রিয় দুজন ব্যাক্তিত্ব... খুব ভালো লাগে যখন আপ্নারা কমেন্ট এর রিপ্লাই বা লাইক দেন... অনেক দোয়া আপনাদের জন্য, আমার জন্যও দোয়া করবেন... খুব critical time পার করছি গত দু বছর ধরে... আপনাদের কথা গুলো অনেক সাহস দেয়.... ❤️
যাক আপনার কথাগুলো খুবই যুক্তিযুক্ত ভালো লেগেছে কিন্তু আপনি অল্প বয়েসি জীবনের বলছেন কিন্তূ 40 পরেউ বেশি বয়সে জীবনের জটিল সমস্যার দেখা যায় সেটা নিয়ে যানতে চাইছিলাম ধন্যবাদ আপনাকে
I have no word to explain this podcast. পুরোটা মনোযোগ দিয়ে শুনেছি, একটুও বোরিং ফিল করিনাই, just অসাধারণ,
আপনাদের জন্য অনেক দোয়া রইল💚
Thank you😊
Apnader duijon ke Alllah nek hayat dik,somporko ta erokom sundor thakar pichone duijon er effort chilo,ache in sha Allah ajibon thakbe.Onk kichu shikhar ache ❤
ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ধন্যবাদ।
আমাদের জন্য দোয়া করবেন।
আশা করি, চ্যানেলটির সাথেই থাকবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টিতে ভূমিকা রাখবেন।
আল্লাহ আপনাদের সকল প্রকার বদনজর থেকে হিফাজত করুক আর আপনাদের বৈবাহিক এবং পারিবারিক বন্ধন জান্নাত পর্যন্ত অটুট রাখুক.......বারিক আল্লাহু ফিকুম♥
প্রত্যেকের জীবনের স্ট্রাগল গুলোই ভিন্ন। তবে মিউচুয়াল আন্ডার্স্ট্যান্ডিং আর মিউচুয়াল রেসপেক্ট থাকাটা খুব গুরত্বপূর্ণ। আজকের টকশো থেকে কিছু অল্প হলেও কিছু বিষয় রিলেট করতে পেরেছি এবং নতুন কিছু শিখতেও পেরেছি। আপনাদের জন্য ভালোবাসা♥
আর হ্যাঁ আপুকে অবশ্যই সুন্দর সুন্দর জামদানী কিনে দিবেন...তিনি বলেছেন আপনি একটাও কিনে দেন নাই🤭
Ameen
Sotti onek Valo lagle oder,,proud oy both , truly respect from my bottom heart❤️❤️❤️❤️❤️
Thanks
@IamDr.Kushal u r most welcome ❤️
মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের আরো বেশি সুখী করুন।
Thanks🎉
আল্লাহ তা'আলা যেন আপনাদেরকে পরিপূর্ণভাবে দ্বীনে প্রবেশ করার তৌফিক দান করুক এবং এই আধুনিক বিশ্বে আরও অবদান রাখার তৌফিক দান করুক।Best of Luck.
এমন বৌ জীবন সঙ্গী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার।
I don’t know when you guys started the journey of lifespring. But I have known you all since 2017 when I was going through a tough period of my life. I used to watch your videos although at that time, you hardly posted videos on several issues. Still I felt good. Now, my life is going pretty well Alhamdulillah. My goal of becoming a BCS cadre has been fulfilled. Yet, I feel thrilled while watching your videos. Thanks for spreading positivity ☺️
More power to you. Doas & love ❤
ভাইয়া আমার দেখা সেরা একটা ম্যাচুরিটি আর ভালো মন মানসিকতার ভদ্র লোকদের একটা ভিডিও দেখলাম,অনেক ভালো লেগেছে খুবই ন্যাচারাল ছিল আর সব মিলাইয়া অনেক ভাল্লাগছে😍
We are happy that you enjoyed is so much
না ঘুমিয়ে শুনতেছিলাম, সৌদি থেকে, আমরা ও তোমাদের মতো হবো ইনশাআল্লাহ ❤
❤❤❤❤
কুশল,
তোমার জন্য আমার অনেক দোয়া আর আদর l আমার মেয়েটাকে সব সময় দেখে আর ভালোবাসবে l সুখে থাকো, বাবারা l
Many thanks for your doas and kind words
আপনাদের দুজনের জুড়ি টা খুবই খুবই সুন্দর লাগে,,,।।। আমি প্রথম যখন আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখি তখন আমি জানতাম না আপনারা জুটি,, কিন্তু আমি মনে মনে খুব চাইতাম যেন আপনারা দুজন জুটি হন।।। পরে বিষয়টি সত্যিই জেনে খুবই খুশি হয়েছিলাম।।।।
আপনাদের বাকি বৈবাহিক জীবন যেন খুবই সুন্দর হয় 💓💓💕💕🥰🥰❣️🔥🔥🔥
আমার ডা. সুষমা রেজাকে খুব ভালো লাগে।।।।।😘😘😘😘😘।। আপনি খুবই খুবই mature Dr. Shushuma Reza, আপনি শুধু জ্ঞানী তাই নয় ,আপনি তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন 🖤🖤🖤
God bless you
Dr Susoma is so cute and her expression toward her husband so respectful and loving couple ma sha allah
God bless you
আমার মনেহয় এরা দেশের সেরা জুটি 💞💕💞
Amra sadharon manus vaia. But thanks for ur words
রান্না নিয়ে কথাগুলো অনেক ভালো লাগছে 😍😍্মেম যেভাবে বলছে তেমন ভাবে তো কেউ ভাবে নাহ 🥹🥹
Thanks for the support
সব মিলায়ে ভাল্লাগলো! শিখলাম জানলাম, নিজের অভিজ্ঞতার সাথে মেলালাম। মাঝে মাঝে হেসে উঠলাম, ইমোশনাল হতে গেলাম।
Enjoyed!
Fee-Amalillah! 💚💙
Thanks for the watch
অনেক কিছু জানার বুঝার আছে এই সেশনটায়। ধন্যবাদ এবং আপনাদের জন্য অনেক শুভকামনা রইলো।
Thank you bro
Adorable couple 💞
Glad you both did this podcast together enjoyed it a lot . This podcast has so many interesting things to learn loved it 🥰
May Allah keep you both safe and together for rest of your life Ameen love from Uk
Glad you enjoyed it!
I enjoy the conversation soo much !!
❤❤❤👍👍👏👏
Dr. Kushal apni ki hindu na Muslim
মাশা-আল্লাহ, সমবয়সী পরহেজগার দম্পতি। ❤আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুক।
Jazakallah khayran
ফ্রান্সে আসার আমন্ত্রণ রইলো স্যার ও ম্যাডাম উভয়ের প্রতি।
স্যার, অনেক ছোট ছোট সমাধান ছিলো আপনাদের কথাবার্তায়। এক কথায় অসাধারণ একটা সেশন আপনাদের।
মনে হচ্ছে, আমার কোন সমস্যা হইছে। এবং আমি সেটার সমাধানের জন্য অপেক্ষা করে ছিলাম আর সমাধান পেয়েও গেলাম। আপনাারা আমার কাছে অনেক ফেভারিট পারসোন ।
স্টুডেন্ট লাইফে আপনাদের কি কোন ফেভারিট পারসোন ছিলো? যার কথয় একটু হলেও আশ্বস্ত হতেন মা বাবা বা ফ্যামিলির বাইরে!?
I had a few good friends
মাশাআল্লাহ আপু আপনাদের দুইজন কে একসাথে দেখে খুব ভাল লাগলো আজ প্রথম দেখলাম ভাইয়াকে দোওয়া রইলো আপনারা যেন সবসময় ভালো এবং সুস্থ থাকেন
👍👍
সেরা সেরা ভাই। বেস্ট কাপল 💚।আল্লাহ জান্নাতেও একসাথে থাকার তাওফিক দিক। আমিন
❤️💙
আপনাদের দাম্পত্য জীবন ও দর্শন অতীতের কাঠিন্য অতিক্রম বর্তমান আর্থসামাজিক ভারসাম্য সবই অসাধারণ লাগলো।সর্বোপরি আপনাদের ধর্মদর্শন ও ধার্মিক জীবন খুবই ভালো লাগলো ।ভালো থাকবেন দোয়া রইলো।
অনেক গুরুত্বপূর্ণ আলোচনা,, যা সবার জীবনে অনেক অনেক সাহায্য করবে বলে মনে করছি।
এই সময়গুলো তে এই টপিক গুলো অনেক এফেক্টিক করবে সকলের জীবনে।
আপনাদের জন্য অনেক দোয়া ও কৃতজ্ঞতা। রব্বে কারীম আপনাদের সবসময় একসাথে রাখুন,ভালো রাখুন ঈমান ও স্বাস্থ্যে🤲🏻🤍
Much thanks
দোয়া রইল, আপু, ভাইয়া আপনাদের দুজনের জন্য।
Jzk
Hat's off to the parents ma Sha Allah
You guys were able to get married Alhamdulillah at such an early stage & your parents were by your side .
& The moment when ma'am said , " বউ কিন্তু একটাই" was really beautiful
Barakalla sir & ma'am
So true
@@IamDr.Kushal tnx for replying sir 🖤
May Allah bless you & your family members Ameen
Beautiful MashAllah
বেশ কয়েক বার ভিডিও টা প্লে করেও পুরাটা দেখতে পারিনি,তবে ভাঙা ভাঙা দেখছি।যাইহোক দেখে ভালই লাগছে,এবং ৫ দিনের ভিতর 1M ভিও ক্রস করবে বকে মনে হচ্ছে
Thanks for your support
Your podcast highly motivate me for choosing a profession like doctor 🖤
You got this!
আমার কাছে। অসাধারণ মনে হলো। দুজনকেই খুব পছন্দ করি। Love for both of you.
Thank you 💙
I was listening the whole podcast while doing my assingment, and it was a wholesome experience. oh my god.!!! May God bless you both sir and mam.
Glad you enjoyed it!
I think that,apnader early marriage korai aj apnader ei pojontu position hoyeche.eta onnora ki bolbe jani ami mone kori best decision & obviously apnara support peyechen eta khub valo laglo..ekhn present time e marriage k community'r manushra onk hard kore felece as a result,onk brilliant students ache jara unsuccessfully life lead korce. And present time e premer j obstha er jonne onk students jhore porce... Ami mone kori jar joto taratarii beya hobe she totu taratarii tar goal set korte parbe In-sha-Allah...
May Allah (swt:) always Blesses both of you🤲🤲🤲
Assala muwalaikum. Sir, I've always wished for u two to come and share about your struggle. Whatever u guys went through, u both had patience and supported each other , thats a great lesson for everyone. Thank u so much for spreading this much positivity.
Especially the term "Feminism" explained by Mam, was really wonderful❤️
Thanks brother ❤️
Assalamualaikum......yes....u r absolutely correct...... Thank's vhaia etto sundor kore explain korer jonne
The thumbnail should have been - we are perfect couple ever.....
What a lovely couple MashaAllah! The way you guys were appreciating and supporting each other with honesty is really praiseworthy and hey to your long and happy conjugal life. And I sincerely believe that simplicity and decency are always powerful, sophisticated and likable! And the more properly educated, knowledgeable you are, the more simple and personable you are…wish you all the best…
Thank you so much 😊
Ausadaron
খুব ভালো লাগলো কথাগুলো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন এবং আপনাদের জন্য শুভকামনা। ভালো থাকুন সবাইকে নিয়ে। আমিন।
আমিন।
I was smiling the whole time and being attentive to you both! It's a beautiful couple, mashallah. I learned a lot out of this podcast.
🥰🥰
Thank you so much!!
আপনাদের আলোচনা সত্যি প্রশংসনীয় সত্যিই আপনারা অনেক সুখী মানুষ ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না দোয়া করি আরো সুখী হন আপনারা বাংলার প্রতিটি ঘরে ঘরে আপনাদের আপনাদের মত কাপল সৃষ্টি হোক মহান আল্লাহ তায়ালার কাছে এই দোয়াই করব ভালো থাকুন আপনারা
Jzk
MashaAllah so cute couple...husband wife relationship should be like that! Friendly, respectful & lovely 💘 💖 😍
Patience is bitter but it's fruit is sweet! In every situation we should keep patience & depends on Allah!
Doctor Apu r video regular dekhi onk informational & the way she explains so nice MashaAllah may Allah bless u both Duniyah & Akhirah❤️
Thank you so much 😀
অসাধারণ অসাধারণ টপিক।
আমি অনেক যাবৎ এরুপ শিক্ষা মূলক বিডিও বানাতে চাইতাম।কিন্তু আজ মনের মত একটি বিডিও পেয়েছি।এবং সম্পূর্ণ বিডিও দেখেছি ও শুনেছি কথা গুলো।উভয়ের জন্য শুভ কামনা ও দোয়া রইল।আমার জন্য ও দোয়া করবেন।আমি অনেক গুলো রুগে আক্রান্ত।
প্রশ্ন,আপনাদের মধ্যে কাহার বাড়ি ভোলা জিলাতে,??????
একবার ভোলার নাম উচ্চারণ করেছেন সে জন্য জিজ্ঞাসা। আমি ভোলা জিলার একজন মানুষ।
ভোলা বাসি, ছেলেরা রান্না করতে চায়না-যদি ও এখন অনেকে রান্না করে
I'm from bhola sadar.
I hope these words of yours will help me a lot in my future life insha allah.. . It felt so good to hear your words, I feel a lot of courage in my heart. I am also getting married in a few months. It can be said at a very young age. I got a lot of courage listening to you. May Allah grant us the fate to be like you. Make dua for us and dua from your heart❣️
Best of luck
Thanks a lot❣️
❤️❤️❤️
aei akta podcast session atleast biyer aga amar jonno onek helpful hoilo, Thanks Sir & Mam both of you.
Glad it helped
Kushol Bhai you are a very lucky person..you are highly loved and respected by bhabi.. great conversation sharing same level of intellect. Wishing someday me and my husband grow up to the level where we can connect like you guys..lots of love and good wishes for the beautiful couple..stay blessed 🙏🏼
So nice of you
goof
যাদের,, জীবন,, ভালবাসার, কারণ,
নিয়ে,,, অপূর্ণতাই,,বোগে,, তাদের,
জীবনে,,শুধূই,,,,,একক,,গপ্ল,কাব্য,
কবিতা,ইত্যাদ্বী,,,,ঐএকেই,,স্্কেৎ,
নিয়ে,,বলতে থাকে
@@chyafrin🎉
খুবই গুরুত্বপূর্ণ সুন্দর একটি ভিডিও।
অত্যন্ত, অসম্ভব ভালো লাগল
Thank you
The way you guys respect and appreciate little things that means a lot.
Thanks ❤
অনেক দোয়া রইলো আপনাদের জন্য।
👍👍
▌ ৩০ মিনিট পূর্বে ও ভেবেছি এরা কি স্বামী-স্ত্রী
হা্ অবশেষে ❤️
Thanks for watching
1:29:00 don't do early marriage :|
1:32:00 - 1:35:00 successful marriage life trick
1:35:30 make niyyah first always, Allaah will make it easy
Thanks tawseef ❤
Dear Dr Kushal sir
Please keep up this show. It's a great source of knowledge. You even can't imagine how much I have leaned through your program. I am great fan of you and Shusama mam. Allah bless both of you. Keep me in your prayer.
Thank you, I will
মাশাল্লাহ আপনাদের জীবনের গল্প অসাধারণ লাগলো, পারফেক্ট কাপল ❤❤❤❤❤❤❤❤❤❤
রাইট❤❤