গানটার মাঝে কি যেনো একটা পাই,,সত্যি তুমি পোড়া সুখি হয়তা লইতা জদি আমারে,,সব সময় বলতা আমি ছাড়া তুমি শূন্য,, তাইলে এখন কি ভাবে থাকো,,ভুল করেও কি মনে হয়না,, এক বারো এই মানুষটার কথা জারে রাইখা আসলা এলোমেলো করে,,, সুখ তুমি ও পাবানা কারন আল্লাহ তো আমারো সে তো সব জানে কি করছো আমার সাথে তুমি 😭😭😭
😢😢😢 আমি প্রায় আট বছর প্রেম করে এক বছর হয় বিয়ে করেছি। কিন্তু আল্লাহর কসম করে বলছি যাকে পাওয়ার জন্য যুদ্দ করেছিলাম সে একবছর দরে বিয়ের বয়সে একটা দিনও আমাকে ভালো থাকতে দেয় না।😢😢আল্লাহর কসম তাকে না পেলেই হয়তো আজ আমি সুখী হতাম 😢😢ভালোবাসা কল্পনাতেই সুন্দর
ক্যামনে গান আপনারা ভাই? গলা কাপে না? পানি আসে না চোখে? শুনতে শুনতে আমরাই কেঁদে ফেলি। ক্যামনে পারেন স্থির থাকতে? ভাই আপনি অনেক দিন বাঁচেন অনেক অনেক দিন… ♥
গানের বেশি ভিউ হয়ে গেলেই ঐইটা গান হয়ে যায়না,,আাহা!কত সুন্দর লিরিক,সুর,কন্ঠ।এই গানগুলো চিরদিন মানুষের মুখে মুখে থাকবে।। লুৎফর হাসান আংকেল একদম দর্শকের হৃদয় ছুয়ে গেছেন।। বেশি হিট গান বেশিদিন টিকেনা।যেমনঃঅপরাধী, এইগানের শিল্পীর এখন কোন খোঁজ নাই বললেই চলে।।এই গানের ভিউ নিয়ে আজকে একটা নিউজ ও বের হইছে আমাদের সময় থেকে লিখেছেন তারেক আনন্দ।
আজ ২০২৩ সালের শেষ দিন ৩১ শে ডিসেম্বার রাত ১১:০৫ মিনিট,কমেন্ট করে রেখে গেলাম যদি কেও একটা লাইক দেয় নটিফিকেশন পেয়ে আবার গানটা শুনবো, আর না চাওয়া পুরানো দিনের কথা গুলো মনে করবো,গানের কথা গুলো জীবনের সাথে মিলে গেছে , ২০২৪ সালের শুভ কামনা রইলো
প্রত্যেকটা ভালোবাসার মানুষ যদি, ছেড়ে যাওয়ার পর, এই আর্তনাথ গুলো দেখতে বা শুনতে পেত, তাহলে কখনোই ভালোবাসার প্রিয় মানুষটিকে, এভাবে ছেড়ে চলে যেতে পারত না।😢😢
আমি আজ প্রথম শুনছি এমন গান ও আছে।কত বার শুনেই যাচ্ছি।কত আহত বুকের মধ্যে যেনো আরও আঘাত করে যাচ্ছে সৌদি আরব থেকে রাত সাড়ে তিন টা বাঁজে এখনও শুনছি ।একটা চিৎকার করে বলতে ইচ্ছে করছে কেনো আমার জীবন টা নষ্ট করে দিলে।
সেই ঘুড়ি গান থেকে লুতফর ভাইর সাথে জানাশোনা। একাধারে এত বেশি প্রতিভাবান মানুষ এই জীবনে আর দেখি নাই। এই গান টা শুনলে শিরদাঁড়া বেয়ে কস্টের আর মনোবেদনার একটা হাহাকার নেমে আসে, গায়ের লোম দাঁড়িয়ে যায়। ভাল থাকবেন প্রিয় মানুষ। ভাল থাকবেন দুপুরের বাবা। ভাল থাকবেন প্রিয় শিল্পী। আপনাকে আর্টিস্ট বা শিল্পী বলতেই ভালোবাসি আমি।
কিছু বলার ভাষা নেই.. ‘ঘুড়ি’তে যেমন একটা কষ্ট, হতাশা, হাহাকার ছিলো, অনেক বছর পর ঠিক একই রকম কষ্ট-হাহাকার মাখা অসাধারণ একটা গান। সেই পুরোনো লুৎফর ভাই.. ❤️❤️❤️ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো.. হাজার গানের ভীড়ে অন্য রকম একটা গান ❤️
প্রিয় প্রাক্তন❤ দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেল, প্রথম প্রথম ভেবেছিলাম তোমাকে ছাড়া হয়তো বাঁচবো না! কিন্তু একটা সময় মানুষ মৃত্যু শোক ও ভুলে যায়। এটাই মানুষের নেচার 😢 তোমাকে ছাড়া আজ দিব্যি দিন কাটছে, আজকাল তোমাকে আর তেমন মনে পড়ে না। গত বছর কোন একজনের কাছে শুনেছিলাম তুমি নাকি বেশ ভালো আছো, আলহামদুলিল্লাহ আজকাল আমিও ভালো থাকা শিখে গেছি। আসলে মানুষ জাতি খুব বোকা! তারা মনে করে তারাই সবচেয়ে বড় পরিকল্পনাকারি! অথচ আল্লাহই সবচেয়ে বড় পরিকল্পনাকারী। যেখানে তোমায় ছাড়া মরে যাওয়ার কথা ছিল অথচ আজ দুজনেই সুখী। সুতরাং আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী। মানুষ জাতের মধ্যে কিছু অতিরিক্ত বোকা টাইপের আছে, যারা কিনা কোনদিন সুখী হতে পারেনা। তারা মনে করে আমি কিভাবে অতীতকে ভুলে যাব??!! আর এই ধারণাটাই ওদেরকে শেষ করে দেই।
ভালোবাসা না পাওয়াতেই বেশি সুন্দর। পেয়ে গেলেই দুঃখ ছাড়া কিছুই না। যে ২ টাকার বাদামে খুশি থাকতে সে ৫০ টাকার আইসক্রিম কিনে দিলেও বলে ভালোবাসা কমে গেছে। তোমাকে পেয়েও এ গানটা শুনে মনে হয় তুমি অনেক দুরে। তবে যতই কস্ট দাও ছাড়বো না তোমাকে।
আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে একটা প্রেম করছিলাম জানিনা সে আমাকে ভালোবাসছিল কি না আমি তাকে মন থেকেই ভালোবাসছিলাম তার জন্য পাঁচ বছর অপেক্ষা করে সামাজিক পারিবারিক ভাবে অনেক অপমানিত হয়েছি বদনামের ভাগী হয়েছি দুই হাজার ছয়ে অন্য একজন কে বিয়ে করেছি আল্লাহর রহমতে এই মানুষটা এতো ভালো যে সে আমাকে বিয়ের পর আল্লাহর ভয়ে সমস্ত বাজে নেশা ছেড়ে দিয়েছে ওমরা হজ্ব করেছে এবং আমাকে রানীর মতো রাখে আমার দুই মেয়ে এক ছেলে আর ঐ ছেলে এখনো বিয়ে করেনি আমি মনে করি কেউ কাউকে ভালোবাসলে সম্মান করা উচিত ভালোবাসাটা আল্লাহর নেয়ামত কেউ কাউকে ভালোবাসলে অপমান করতে নেই আর ভালোবাসার মধ্যে কোন শারিরীক চাহিদা ও থাকে না ভালোবাসার মানে হলো সামাজিক পারিবারিক ও অর্থনৈতিক ভাবে প্রতিপক্ষ কে ভালো রাখা সুস্থ রাখা সুখে রাখা
আমি যখনই মদ্যপান করি তখনি এই গানটা বারবার শুনি! আপসোস! কেমন আছো বন্ধু তুমি? এই প্রশ্নটাও আজ তাকে করতে পারিনা, যার ঊষ্ণ নিশ্বাসে একসময় ভিজতো আমার লোমশ বুক। সে যেন আজ নক্ষত্র মাইল দূরে।।
মায়া নামের একটা মেয়েকে ভালোবসতাম,, ২ বছর পর সম্পর্ক টা ভেঙে যায় ,,আজ ১৫ বছর পরে তাকে জিজ্ঞেস করতে চাই ,কেমন আছো বন্ধু তুমি তোমার ভাংগা সংসারে ,হইতা তুমি পুরা সুখি লইতা যদি আমারে 👏👏👏
কমেন্ট করলাম দেরি করে,বাট আমার চেয়ে কেহ বেশি এই গানটা শোনেনি আমি ১০০% শিউর,,আমি দিনে কমছে কম ৫ বার শুনি,তারও অধিকই শুনি বাট কমটাই বললাম।লুৎফুর হাসান বাংলাদেশে একটা উচ্চতর নাম।
কি বলবো ভাই বুঝতে পারছিনা।এতো সুন্দর লিরিক্স-এতো সুন্দর সুর-কন্ঠ বেয়ে যেন আবেগ ঝরে পড়ছে।কন্ঠ কাঁদছে এমন লাগলো পুরো গানেই 😔 আর কি এক্সপ্রেশন।গানটা পরিপূর্ণতা পেয়ে গেছে একদম। "জীবন তোমার এমন কেনো কেমন জানি আছো সুখেও নাই দুখেও নাই ক্যাম্নে জানি বাঁচো" কি বলবো এই লাইনগুলো নিয়ে?😶ভেতরটাতে টাচ করে গেছে ভাই। অবন্তী সিঁথি আপুর জন্যেও অনেক অনেক দোয়া। ভালো থাকবেন আপনারা❤
এটি গান নয় এ যেন আমার জীবনের প্রতিচ্ছবি। এই মুহুর্তেও গানটা শুনছি আর চোখের জলে বালিশ বেয়ে যাচ্ছে। আসলেই সে কেমন আছে? সবসময় চাইতাম তাকে সুখী রাখতে। সে জন্য তাকেও ছেড়ে চলে আসতে হয়েছে। অসাধারণ একটা মনের মত গান।
#Lutforhasan#Bhai আপনার এই গান টা যে আমি কত বার শুনেছি তার হিসাব করে বলা অসম্ভব। কলিজায় লাগে গানের কথা গুলো, আর গায়কী তো অসাধারণ। এই গান শুনতে শুনতে ধ্যানে বসা সম্ভব। আপনার ফ্যান হওয়ার জন্য ১০০০০ গানের দরকার নেই, এই একটা গানেই যথেষ্ট। এই গান এতো বেশি শুনি যে আমার মিসেস প্রায় বলে তোমার কিসের এতো বিরহ যে এই গান দিনে এতো বার শোনে, নাকি বিয়ের আগে কেউ তোমাকে ছ্যাকা দিয়েছে।
কেমন আছ বন্ধু তুমি
তোমার ভাঙা সংসারে
হইতা তুমি পুরা সুখী
লইতা যদি আমারে।
কেঁদে কেঁদে ভাসতো না আর
তোমার বালিস চাদর
বুক বিছাইয়া দিতাম তোমায়
করিতাম আদর৷
এমন ভালোবাসার মানুষ তুমি
পাইতা বলো কাহারে..
জীবন তোমার এমন কেন
কেমন জানি আছ
সুখেও নাই দুঃখেও নাই
কেমনে তবে বাঁচো।
বাঁচার উপলক্ষ আমিই
খুজলা তুমি কাহারে..
♥♥♥♥
কেমন হৃদয়ের কথা৷ আহা কবি! ❤️
😍🥰🖤
@@rekelbarua5572 করে মি
❤
গানটার মাঝে কি যেনো একটা পাই,,সত্যি তুমি পোড়া সুখি হয়তা লইতা জদি আমারে,,সব সময় বলতা আমি ছাড়া তুমি শূন্য,, তাইলে এখন কি ভাবে থাকো,,ভুল করেও কি মনে হয়না,, এক বারো এই মানুষটার কথা জারে রাইখা আসলা এলোমেলো করে,,, সুখ তুমি ও পাবানা কারন আল্লাহ তো আমারো সে তো সব জানে কি করছো আমার সাথে তুমি 😭😭😭
osadharon
কথা, সুর এবং গায়কীতে অসাধারণ এই ভালো গানটি ছড়িয়ে যাক সর্বত্রো।
আপনারা দুজনই টাঙ্গাইলের রত্ন ভাই। আমাদের গর্ব।
Apnar sathe Abanti Sithi er duet Cai vaiya
ভালোবাসা ভাই আমার
প্রতিভা কি টাঙ্গাইলে বেশি জন্মায়?
@@AshrafulIslam-bq6cw Salma easels Salma easels sdszfoozosXzzvso
আহা! অসাধারণ
ঘুম থেকে ওঠে'ই এ গানটা শুনি
আমি যখনি ফ্রি থাকি এই গানটা শোনি.আর কাছের মানুষটা মনে পরে.আর কি এমন হতো যদি আমরা এক হয়ে যেতাম।
সত্যি অসাধারণ গায়ের মধ্যে কেমন যেন একটা ঝাকি দেয়😢😢
আহ্ কি দরদ❤
গানটি সর্বত্র ছড়িয়ে পরুক এই কামনায় করছি আজ সকালে
২০৫০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম।
দারুণ গান
😢😢😢 আমি প্রায় আট বছর প্রেম করে এক বছর হয় বিয়ে করেছি। কিন্তু আল্লাহর কসম করে বলছি যাকে পাওয়ার জন্য যুদ্দ করেছিলাম সে একবছর দরে বিয়ের বয়সে একটা দিনও আমাকে ভালো থাকতে দেয় না।😢😢আল্লাহর কসম তাকে না পেলেই হয়তো আজ আমি সুখী হতাম 😢😢ভালোবাসা কল্পনাতেই সুন্দর
Agree with you
Right
ঠিক।
ভালোবাসার মানুষের সাথে বিয়ের পর ভালো থাকা যায় না।অজানা এক অশান্তিতে সময়গুলো কাটে।
ঠিক আমার মত।
কেউ ভালো নেই ভাই। আমি 5 বছরের সম্পর্ক। আমি তারে পাই নাই। মনে হয় ভালো থাকতাম।
আহা গান! শুনতে গেলেই কখন জানি চোখ ভিজে যায়..
আহা কি মায়া.......🙏🙏🙏
ধন্যবাদ ভাই
আহা কথা, সুর! 💐
প্রিয় লুৎফর ভাইয়ের কন্ঠে ওস্তাদ বারি সিদ্দিকী স্যার বার বার জীবন্ত হয়ে উঠেছে।। কে কে একমত আছেন ।। লাইক দিয়ে জানান।।।।
ধন্যবাদ
@@lutforhasan0 Love u ostad.
ভাই বাংলার গায়েনের সান্তার কন্ঠে গানটা শুনে ইউটিউবে,র্চাজ করলাম দেখি কার গান এটা। ভাই কথা এবং শুর এত সুন্দর, ১০ বার শুনেছি
ক্যামনে গান আপনারা ভাই? গলা কাপে না? পানি আসে না চোখে? শুনতে শুনতে আমরাই কেঁদে ফেলি। ক্যামনে পারেন স্থির থাকতে?
ভাই আপনি অনেক দিন বাঁচেন অনেক অনেক দিন… ♥
ভালোবাসা ভাই
ঠিক বলেছেন ভাই।
@@lutforhasan0 অসাধারণ পছন্দের একটি গান।
Pasan ty
সব মিলিয়ে অনেক সুন্দর লাগলো।
গানের বেশি ভিউ হয়ে গেলেই ঐইটা গান হয়ে যায়না,,আাহা!কত সুন্দর লিরিক,সুর,কন্ঠ।এই গানগুলো চিরদিন মানুষের মুখে মুখে থাকবে।। লুৎফর হাসান আংকেল একদম দর্শকের হৃদয় ছুয়ে গেছেন।। বেশি হিট গান বেশিদিন টিকেনা।যেমনঃঅপরাধী, এইগানের শিল্পীর এখন কোন খোঁজ নাই বললেই চলে।।এই গানের ভিউ নিয়ে আজকে একটা নিউজ ও বের হইছে আমাদের সময় থেকে লিখেছেন তারেক আনন্দ।
ভালো লাগা গান গুলোর মধ্য একটি গান,২০২৪ সালে কমেন্ট করলাম,
আজ ২০২৩ সালের শেষ দিন ৩১ শে ডিসেম্বার রাত ১১:০৫ মিনিট,কমেন্ট করে রেখে গেলাম যদি কেও একটা লাইক দেয় নটিফিকেশন পেয়ে আবার গানটা শুনবো, আর না চাওয়া পুরানো দিনের কথা গুলো মনে করবো,গানের কথা গুলো জীবনের সাথে মিলে গেছে , ২০২৪ সালের শুভ কামনা রইলো
আবার শুনেন দিলাম আপনাকে
সব মিলে যাছে
প্রত্যেকটা ভালোবাসার মানুষ যদি, ছেড়ে যাওয়ার পর, এই আর্তনাথ গুলো দেখতে বা শুনতে পেত, তাহলে কখনোই ভালোবাসার প্রিয় মানুষটিকে, এভাবে ছেড়ে চলে যেতে পারত না।😢😢
ধন্যবাদ
@mamun JB
প্রেমের বিয়ে ঠিকে না হঠাতে এক দুইটা
প্রেমেই আনন্দ বিয়ের পর তা বিষ হয়ে যায়
আপনার আশে পাশে চোখ মেলে মিলিয়ে নিবেন।
সার্থপর বেইমানরা কখনও বুঝবেনা তাদের কতোটা ভালোবাসা হয়েছে💔😭😭
Right 👍😢
@@poliislam9961ছেরে যাওয়ার মনুষ্যত্ব ই থাকে না,বুঝবে কি করে😊
আমি আজ প্রথম শুনছি এমন গান ও আছে।কত বার শুনেই যাচ্ছি।কত আহত বুকের মধ্যে যেনো আরও আঘাত করে যাচ্ছে সৌদি আরব থেকে রাত সাড়ে তিন টা বাঁজে এখনও শুনছি ।একটা চিৎকার করে বলতে ইচ্ছে করছে কেনো আমার জীবন টা নষ্ট করে দিলে।
মন ছুঁয়ে গেল,,,,, শুধুই মুগ্ধতা ❣️
বেঁচে থাকুক অনবদ্য সৃষ্টি।
যতবার গানটা শুনি অজানা কষ্টে চোখে পানি চলে আসে। কেমনে সম্ভব এতো সুন্দর করে গান গাওয়া। বাংলার #কালো#হিরা #Lutfurhasan#bhai
আহ্ কি গান
লুৎফর ভাই, এই কথাগুলোর জন্য সারাজীবন আপনার ভক্ত আমি। হুদয় কেপে উঠে
অসাধারণ কথা , সুর ও গায়কী ❤❤
অনেক ভালোবাসা এপার বাংলা থেকে
আহাঃ কলিজায় টান লাগে.....
কয়েকবার শুনলাম,,
বুকের ভেতর টা কেমন করে উঠলো ভাই। লিরিক্স টার সাথে সুর এমন ভাবে মিশেছে আর গায়কী তো প্রান জুড়ানো 🙏👌
অবন্তী ও অসাধারণ গেয়েছে 🥰
ধন্যবাদ দিদি
আমার ও সেইম
আহা কত দরদ দিয়া গাইলেন গানটা🥰
সেই ঘুড়ি গান থেকে লুতফর ভাইর সাথে জানাশোনা। একাধারে এত বেশি প্রতিভাবান মানুষ এই জীবনে আর দেখি নাই।
এই গান টা শুনলে শিরদাঁড়া বেয়ে কস্টের আর মনোবেদনার একটা হাহাকার নেমে আসে, গায়ের লোম দাঁড়িয়ে যায়।
ভাল থাকবেন প্রিয় মানুষ। ভাল থাকবেন দুপুরের বাবা। ভাল থাকবেন প্রিয় শিল্পী। আপনাকে আর্টিস্ট বা শিল্পী বলতেই ভালোবাসি আমি।
ধন্যবাদ
প্রিয় মানুষটা আমার সুখে নাই,,,,
গানটা শুনে যেনো তাহার সাথে কাটানো সময়টা খুব বেশী পিড়াদেয়😢😢😢😢
একটা কমেন্ট করে গেলাম যদি কোনদিন আমার ছেলে মেয়ে গানটা দেখে তাহলে বুঝবে বাবা মনে হয় প্রেম করে খুব কষ্টে ছিল
কিছু বলার ভাষা নেই..
‘ঘুড়ি’তে যেমন একটা কষ্ট, হতাশা, হাহাকার ছিলো,
অনেক বছর পর ঠিক একই রকম কষ্ট-হাহাকার মাখা অসাধারণ একটা গান।
সেই পুরোনো লুৎফর ভাই.. ❤️❤️❤️
হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো..
হাজার গানের ভীড়ে অন্য রকম একটা গান ❤️
ধন্যবাদ
বার বার শুনতে ইচ্ছে করে ভাই
সোলাইমান ভাইয়ের আইডিতে যমুনার পাড়ে গিয়ে গাইছেন সেটা শুনে ইউটিউবে শুনতে আসলাম দরদী কণ্ঠের প্রেমে পড়ে গেছি ভাই।❤🥰
Same
অসম্ভব সুন্দর
গত একসপ্তাহ ধরে গানটা শুনছি তাউ যেনো মনটা ভরছে না।।
কি চমৎকার গায়কী। 👌❤️❤️❤️❤️❤️
ধন্যবাদ
এই চমৎকার এই গানের কথাগুলো নিজের অজান্তে বুকের কোনে হালকা লারা মেরে দিল ধন্যবাদ লুৎজন্য ফুর রহমান ভাই
গানটা শুনি আর প্রাক্তনের কথা ভাবি..😊
জীবনের মিলে যায় প্রতিটা লাইন 🙂🙂
100%
একদম মিলে যাচ্ছে আমারো
Ahare
প্রিয় প্রাক্তন❤
দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেল, প্রথম প্রথম ভেবেছিলাম তোমাকে ছাড়া হয়তো বাঁচবো না! কিন্তু একটা সময় মানুষ মৃত্যু শোক ও ভুলে যায়। এটাই মানুষের নেচার 😢 তোমাকে ছাড়া আজ দিব্যি দিন কাটছে, আজকাল তোমাকে আর তেমন মনে পড়ে না। গত বছর কোন একজনের কাছে শুনেছিলাম তুমি নাকি বেশ ভালো আছো, আলহামদুলিল্লাহ আজকাল আমিও ভালো থাকা শিখে গেছি।
আসলে মানুষ জাতি খুব বোকা! তারা মনে করে তারাই সবচেয়ে বড় পরিকল্পনাকারি! অথচ আল্লাহই সবচেয়ে বড় পরিকল্পনাকারী। যেখানে তোমায় ছাড়া মরে যাওয়ার কথা ছিল অথচ আজ দুজনেই সুখী।
সুতরাং আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী।
মানুষ জাতের মধ্যে কিছু অতিরিক্ত বোকা টাইপের আছে, যারা কিনা কোনদিন সুখী হতে পারেনা। তারা মনে করে আমি কিভাবে অতীতকে ভুলে যাব??!! আর এই ধারণাটাই ওদেরকে শেষ করে দেই।
গানটা আগেও শুনেছি। আপনার ফেইসবুক পোস্ট দেখে আবার শুনতে আসলাম। আপনার "ঘুড়ি" গানটা দিয়ে আপনাকে চেনা জানা। তারপর ধীরেধীরে ফেইসবুকের মাধ্যমে জেনেছি আপনি একজন ভালো গায়ক ই নন কেবল,আপনি একজন ভালো লেখকও। শুভকামনা ভাই♥️🥀
Same
কিছু কিছু গান বার বার সুনলে সুনতে ইচ্ছে করে কিছু গান জীবনের সাথে এতবেশি মিশে যায় ভালো লাগলো
এতো মনোমুগ্ধকর হৃদয় ছোঁয়া গানে এতো কম ভিউ😮
কি অসাধারণ গান ভাই।
বুকের ভিতর থেকে কেপে উঠে...
ভালোবাসা না পাওয়াতেই বেশি সুন্দর। পেয়ে গেলেই দুঃখ ছাড়া কিছুই না। যে ২ টাকার বাদামে খুশি থাকতে সে ৫০ টাকার আইসক্রিম কিনে দিলেও বলে ভালোবাসা কমে গেছে। তোমাকে পেয়েও এ গানটা শুনে মনে হয় তুমি অনেক দুরে। তবে যতই কস্ট দাও ছাড়বো না তোমাকে।
প্রজন্মের পর প্রজন্ম এই গান শুনে যাবে।
এই গান হারিয়ে যাওয়ার নয়।
অসাধারণ লেখা,গায়কি। হারিয়ে যাবার সম্পুর্ন প্যাকেজ
অন্যরকম এক বেদনার সুর হৃদয়ে গিয়ে আঘাত হানলো ❤️ এখন পর্যন্ত সেরা জুটিগুলোর মধ্যে এটি একটি
ভালোবাসা ভাই
❤️
গানটা প্রথম থেকেই ভালো লাগতো আর এখন তো যাস্ট ফাটিয়ে দিয়েছেন।❤️❤️
ধন্যবাদ ভাই
দ্বিতীয় বারী সিদ্দিক।ভাই এই গান শত বছর বাঁচবে আমার বিশ্বাস
ধন্যবাদ
এটি আমার জীবনের বাস্তব নিয়ে গানটি। আমার খুবই প্রিয়। তাই চোখে পানি ধরে রাখতে পারলাম না!
যতই শুনি ততই মন ভরে যায় শুধু বারবার শুনতে মন চায়
গানটা অসাধারণ হয়েছে। অবন্তী সিঁথি আপনিও এত সুন্দর গান অসাধারণ
আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে একটা প্রেম করছিলাম জানিনা সে আমাকে ভালোবাসছিল কি না আমি তাকে মন থেকেই ভালোবাসছিলাম তার জন্য পাঁচ বছর অপেক্ষা করে সামাজিক পারিবারিক ভাবে অনেক অপমানিত হয়েছি বদনামের ভাগী হয়েছি দুই হাজার ছয়ে অন্য একজন কে বিয়ে করেছি আল্লাহর রহমতে এই মানুষটা এতো ভালো যে সে আমাকে বিয়ের পর আল্লাহর ভয়ে সমস্ত বাজে নেশা ছেড়ে দিয়েছে ওমরা হজ্ব করেছে এবং আমাকে রানীর মতো রাখে আমার দুই মেয়ে এক ছেলে আর ঐ ছেলে এখনো বিয়ে করেনি আমি মনে করি কেউ কাউকে ভালোবাসলে সম্মান করা উচিত ভালোবাসাটা আল্লাহর নেয়ামত কেউ কাউকে ভালোবাসলে অপমান করতে নেই আর ভালোবাসার মধ্যে কোন শারিরীক চাহিদা ও থাকে না ভালোবাসার মানে হলো সামাজিক পারিবারিক ও অর্থনৈতিক ভাবে প্রতিপক্ষ কে ভালো রাখা সুস্থ রাখা সুখে রাখা
ভাই,, অনেক সুন্দর লেগেছে গান ও গায়কী।
গানটা শুনে বুকটা কেঁপে উঠল। সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মত একটা গান। হইতা তুমি পুরা সখি লইতা যদি আমারে। 🥲🥲
আহা কি অসাধারণ মন কাড়া
ঘুড়ির পরে দ্বিতীয় সেরা গান।কত বার যে এ পর্যন্ত শুনেছি তার ঠিক নাই।
কি এক অসহায় আর্তনাদ।কলিজায় ধাক্কা লাগে।
অসাধারণ লিরিক ও অসাধারণ গায়কী
Lutfor Bhai, what a lyrics and tune, incomparable
দু'জনার অসাধারণ গায়কী আমি মুগ্ধ ❤❤❤❤
অদ্ভুত বাস্তব সুন্দর কথা র গান মানেই লুতফর হাসান ভাই,,,, 👌👌👌
ধন্যবাদ
ফেসবুক এ প্রিয় শিল্পী ইমন খানের কন্ঠে গানটি শুনে ইউটিউব এ দেখতে আসলাম❤❤ সত্যি অসম্ভব সুন্দর একটি গান❤❤
আমি যখনই মদ্যপান করি তখনি এই গানটা বারবার শুনি!
আপসোস! কেমন আছো বন্ধু তুমি? এই প্রশ্নটাও আজ তাকে করতে পারিনা, যার ঊষ্ণ নিশ্বাসে একসময় ভিজতো আমার লোমশ বুক।
সে যেন আজ নক্ষত্র মাইল দূরে।।
অসাধারণ, বলার ভাষা হারিয়ে ফেলছি ❤
মায়া নামের একটা মেয়েকে ভালোবসতাম,, ২ বছর পর সম্পর্ক টা ভেঙে যায় ,,আজ ১৫ বছর পরে তাকে জিজ্ঞেস করতে চাই ,কেমন আছো বন্ধু তুমি তোমার ভাংগা সংসারে ,হইতা তুমি পুরা সুখি লইতা যদি আমারে 👏👏👏
এটা যে কোন বিরহী মানুষ শুনলে কান্না করে দিবে নিশ্চিত।
বাহ চমৎকার কথামালা ও সুরে আবেশে হারিয়ে গিয়েছি। এক কথায় অভিভূত
ভালো রাখার নামই ভালোবাসা সে হোক আমার বা অন্য কারো 😊
আহা দরদ কন্ঠে ❤️
"জীবন তোমার এমন কেন
কেমন জানি আছ"
ধন্যবাদ আপু
চমৎকার একটি গান♥
কমেন্ট করলাম দেরি করে,বাট আমার চেয়ে কেহ বেশি এই গানটা শোনেনি আমি ১০০% শিউর,,আমি দিনে কমছে কম ৫ বার শুনি,তারও অধিকই শুনি বাট কমটাই বললাম।লুৎফুর হাসান বাংলাদেশে একটা উচ্চতর নাম।
আহা,এত সুন্দর গানও হয়।
Lutfor ভাই আপনি... বাংলা গানে অন্যরকম মাত্রা।
আহ্ কত সুন্দর কথা আর হৃদয় ছোঁয়া সুরে অসাধারণ পরিবেশনা, জয় হোক বাংলা গানের।
শত বছর আগে হেরে যাওয়া মানুষের কাছে ও এ-ই সুর আর কথা চোখ ভেজাবে😢
এক কথায় অসাধারণ
এক কথায় অসাধারণ। আমার শুনা সেরা গান❤
কি বলবো ভাই বুঝতে পারছিনা।এতো সুন্দর লিরিক্স-এতো সুন্দর সুর-কন্ঠ বেয়ে যেন আবেগ ঝরে পড়ছে।কন্ঠ কাঁদছে এমন লাগলো পুরো গানেই 😔 আর কি এক্সপ্রেশন।গানটা পরিপূর্ণতা পেয়ে গেছে একদম।
"জীবন তোমার এমন কেনো
কেমন জানি আছো
সুখেও নাই দুখেও নাই
ক্যাম্নে জানি বাঁচো"
কি বলবো এই লাইনগুলো নিয়ে?😶ভেতরটাতে টাচ করে গেছে ভাই।
অবন্তী সিঁথি আপুর জন্যেও অনেক অনেক দোয়া।
ভালো থাকবেন আপনারা❤
ধন্যবাদ
Bah...... Sundor .....
অনেক সুন্দর একটা গান।
একেবারে মন ছুয়ে গেল।❤❤
Ajke vai er post dekhe ganta shunlam...ki oshadaron gan
Ekhono shuntesi..
এমন একটা লেখা সুর এর গান যদি গাইতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। ভাই আপনি আমার একজন প্রিয় লেখক 💐
গানটা শুনে অতীত মনে পরে গেল❤
এ যেন আমার জন্য লিখা গান🙏🏻
চমৎকার গায়কী,চমৎকার গান
সবমিলিয়ে অস্থির রকম সুন্দর এই গান, গানের কথা। আপনাদের গায়কী আর সুরের কথাইবা কি বলি! অাহা...আহা...কি অসাধারণ 🌿
কৃতজ্ঞতা
গান দিয়ে হৃদয় পোরাচ্ছে💔💔💔
এক কথায় অসাধারণ,, মাঝে মধ্যে গানটা শুনতে চলে আসি
জীবনটা জানি এমনই।আজ প্রিয় মানুষটাকে পেলে এ গানটা শুনে কান্না করা লাগতোনা।গান যেন জীবনের কথাই বলে।
আহা হৃদয় ছুঁয়ে গেলো ❤❤
এটি গান নয় এ যেন আমার জীবনের প্রতিচ্ছবি। এই মুহুর্তেও গানটা শুনছি আর চোখের জলে বালিশ বেয়ে যাচ্ছে।
আসলেই সে কেমন আছে?
সবসময় চাইতাম তাকে সুখী রাখতে। সে জন্য তাকেও ছেড়ে চলে আসতে হয়েছে।
অসাধারণ একটা মনের মত গান।
#Lutforhasan#Bhai
আপনার এই গান টা যে আমি কত বার শুনেছি তার হিসাব করে বলা অসম্ভব।
কলিজায় লাগে গানের কথা গুলো, আর গায়কী তো অসাধারণ। এই গান শুনতে শুনতে ধ্যানে বসা সম্ভব। আপনার ফ্যান হওয়ার জন্য ১০০০০ গানের দরকার নেই, এই একটা গানেই যথেষ্ট।
এই গান এতো বেশি শুনি যে আমার মিসেস প্রায় বলে তোমার কিসের এতো বিরহ যে এই গান দিনে এতো বার শোনে, নাকি বিয়ের আগে কেউ তোমাকে ছ্যাকা দিয়েছে।
যার কাছে গানটা শুনেছিলাম আজকে তার কথা ভেবেই গানটা আবার শুনলাম
সুখেও নাই দুখেও নাই কেমনে জানি বাঁচো। দারুণ
ভাই
যদি একবার তাকে গানটি শুনাতে পারতাম, যে অভিমানে ছেড়ে গিয়ে এখন শূন্যতায় লুকিয়ে লুকিয়ে কাঁদে, গানটি শুনি নিজেই কেঁদেছি
আহা
অসম্ভব সুন্দর লাগলো গানটি। হৃদয় ছুঁয়ে গেলো।
কয়দিন ধরেই মুগ্ধ হয়ে শুনে যাচ্ছি গানটা।
ভালো গানগুলো ঠিকে থাকে যুগযুগান্তর।এটাও ঠিকে থাকবে বলেই বিশ্বাস।
ধন্যবাদ
@@lutforhasan0 ♥♥♥♥♥ আজ তো সকাল থেকে আপনার গানটাই গুনগুন করছি! একজনকে গানটার শেয়ারও করেছি।