মেনে আর মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর! যেখানে সবাই সম্পর্ক ছেদে ব্যাস্ত সেখানে আপনি সম্পর্ক টিকিয়ে রাখার আহবান করছেন। ❤ একটানা শুনছি বিরক্ত লাগছেনা,এটাই তো শিল্পীর বড় পাওয়া। ভালোবাসা রইলো বোন❤
আসলে উনি অত্যন্ত মেধাবী। নিজে গান লিখে নিজের সুর করে । ওনার মত মেধাবী শিল্পী মনে হয়না বাংলাদেশের আছে। কিন্তু উনি উনার যোগ্য সম্মান টা পাচ্ছে না। আশা করি ওনার গানটা সবাই শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন। উনি আমার খুবই প্রিয় একজন সেলিব্রেটি।
উনি গানের মাধ্যমে গঠনমূলক সমালোচনা করেন, সমাজের ইতিবাচক পরিবর্তনের কথা বলেন সেটা সমাজের কর্তাদের ভাল্লাগে না। যদি তেলবাজি করতেন তাহলে এতোদিন পুরষ্কার পেতেন। এই হচ্ছে আমাদের অবস্থা।
আমাদের জেনারেশন এর জন্য লিজেন্ড শিল্পী যার গানে জীবনের সব কিছু খুজে পাওয়া যায়। প্রেম প্রকৃতি প্রতিবাদ সব কিছু কি সুন্দর অবলীলায় সুরের মায়ায় আবদ্ধ করেছেন এই গুণী শিল্পী। অনেকে অনেক ভালোবাসা। ভালো থাকবেন।
এ যেনো শান্তি চুক্তির গান। গানটার প্রতিটি কথা জীবনধর্মী উপদেশমূলক, বাস্তব। জীবনের অপর নাম মেনে নেয়া, মানিয়ে নেয়া। দেশে এখন কথায় কথায় ডিভোর্স হয়। এই গানটি বিচ্ছেদ বা ডিভোর্স না হওয়ার কারণ হোক- এই প্রত্যাশা করি। সকলের জীবন সুন্দর হোক এই কামনা করি। ভালো থেকে সায়ান।
এটা আপনার আফসোস নাকি অন্যকিছু।উল্টো আফসোস আমাদের যে আমাদের নচিকেতা আছে,অঞ্জন দত্ত আছে কিন্তু সায়ান নেই।মহান রা কখনো জীবিত অবস্থায় সম্মান পায়না....আর কিছু বললাম না।
@@SouravDas-mk6pz সুমন একটা প্রবাহমান নদী, এরা সবাই সেই নদীর শাখা। সুমনের দেখানো পথেই এরা ছুটে চলছে অহর্নিশ। অথচ সুমনকে বলতে গেলে গুটিকয়েক মানুষ ছাড়া কেউ চেনেই না। অনুধাবন তো আরও অনেকদূরের কথা। যারা সুমনকে শুনতে জানে, তারা ভিন্নরকম মানুষ। সংখ্যায় যারা খুব কম।
এই গানটা শোনার পর আমার ভালবাসার মানুষটার মেসেঞ্জারে সেন্ড করি, তিন বছর পর আবার ফিরে এলো আগের মত করে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দেয়ার জন্য, ❤❤❤
জীবনের বাকি আছে কতটুকু আর একই সে আঘাত যদি ঘুরে আসে ফের, তার চেয়ে নিজেদেরই চলোনা সাজাই এখন ও তো ভালোবাসা বাকি আছে ঢের। তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে .. 🌻
তোমার গানের কথাগুলি খুবই সহজ সরল, সাধারণ মানুষের বোঝার মতো এবং তাতে দেওয়া সুরগুলি আরও সুন্দর। এইভাবে সত্যিকথাগুলো এত সহজ ভাবে এত সুন্দর ভাবে বলতে হয়তো তুমিই পারবে.. হয়তো তোমাকে দেখেই আরও সুন্দর একটা ভবিষ্যৎ আমাদের সামনে আসবে অন্তর থেকে ভালোবাসা from India ❤
আমি যতবার এই গানটি শুনি ততোবারই কমেন্ট এতগুলো দেখি সবার কমেন্ট পড়ে যা বুঝলাম এই গানের প্রতিটি কথার সাথে কমেন্টগুলো একাকার হয়েগেছে একজন শিল্পির স্বার্কতা এখানেই ধন্যবাদ সায়ান এগিয়ে যাও বহুদুর প্রতাশা রইল
প্রিয়… ১০ টা বছর একসাথে পথ চলার পরও, হয়তো, এখন আমি তোমার অনেক দুরের মানুষ, হয়তো তুমি আমায় আর ভালোবাসো না বলেই এতো সুন্দর একটা গান শুনতে এনাম। তাই তোমার জন্য আমার এক টুকরো স্মৃতি 💔রেখে গেলাম। কেউ যদি আমার মতো এক বুক কষ্ট নিয়ে এই গান টা শুনতে আসো তবে একটা কমেট বা লাইক করে যেও, নোটিফিকেশন পেয়ে আবারো ফিরে আসবো প্রিয় গানটা শুনতে, আর প্রিয় মানুষটার স্মৃতিচারণ করতে!😭 এভাবেই একদিন চলে যাবো সব ছেড়ে॥ ভুলে যাবে সবাই! তবুও যুগ যুগ থেকে যাবে আমার এই কমেন্ট শুধু তোমার স্মৃতি হয়ে!
আমার বিয়ের ১০বছর হতে চললো।কিন্তু কোথাও যেন একটা বন্ধন ছিঁড়ে গিয়েছিল।ভেবেছিলাম,চলে যাবো তাকে ছেড়ে😔কিন্তু এই গানটা আমাকে তাকে ছাড়তে দিলোনা❤আবারও একসাথেই পথ চলবো তার হাত ধরে ইনশাআল্লাহ😍 ধন্যবাদ সায়ান আপু।তোমার মত এত ভালো একজন শিল্পী আমাদের দেশের গর্ব ।
তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না দি, কিন্তু তোমার এই গান আমার ভেঙে যাওয়া সাজানো ছোট্ট সংসার কে জোড়া লাগিয়েছে। ছেড়ে যাওয়া যেখানে এত সহজ আজকাল তোমার এই গান আমাকে ফিরিয়ে এনেছে নতুন কাউ কে পাওয়ার আশার থেকে পুরাতন ভালোবাসা কে জড়িয়ে বাঁচার জন্য 😊 অনেক ভালোবাসা তোমার জন্য ❤️❤️❤️❤️
তার চেয়ে মেনে নেয়া যে যার মতন, এত গান নয় এক শান্তি চুক্তির এক ওনাবিল সুর সত্য বটে বা নিজের মনের এক গোপন সত্য কথা তুলে ধরা, সত্যিই অসাধারণ যখনই মন খারাপ হয় বা কোনো রকম নিজের মাঝে খারাপ অনুভূতি হয় তখনই গানটা শুনতে চলে আসি ইউটিউবে ধন্যবাদ প্রিয় সায়ান কে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য❤❤
এক জীবনে কোন মানুষই শতভাগ পরিপূর্ণ/পারফেক্ট নন। আমাদের জীবনের অপ্রাপ্তি/অপূর্ণতা ঘোঁচানোর উপকরণ অন্যের মাঝে খুঁজতে গিয়ে আবারও ব্যর্থতা ধরা দিবে নিশ্চিত। তাই পূর্ণতার উপকরণ অন্যের মাঝে না খুঁজে, মানুষ হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে সঙ্গীর অপূর্ণতাগুলো পূর্ণতায় রূপ দিতে আমরা একে অপরকে খোলা মনে সাহায্য করি। সম্পর্ককে দৃঢ়তার বন্ধনে আবদ্ধ করি। বিবেকবান মানুষ হিসেবে এ বোধটুকু আমরা ধারণ করতেই পারি। অসাধারণ সম্পর্কের অনন্য সাধারণ কথামালা উপহার দেয়ায় অসীম কৃতজ্ঞতা।
ভোর সাড়ে পাঁচটা নাগাদ বসন্তের হালকা শীতে কাঁথা মুড়িয়ে, কানে হেডফোন লাগাই গানটি শুনছি। এত্তো হৃদয় ছুঁয়ানো ভাবিওনি আর এতোই বাস্তবমুখী। সব লাইন আমার জন্য তৈরি হলো মনে হচ্ছে🌼🌻!
যারা কয়েক বছর সংসার করে, বিবাহ বিচ্ছেদের জন্য আগ্রহ প্রকাশ করছেন তাদের এই গানটি অনন্ত একবার হলেও শোনা উচিত, যদি গানের প্রতিটি কথা অনুভব করতে পারেন। কিয়ামত পর্যন্ত বিবাহ বিচ্ছেদের কথা মাথায় আসবে না। ধন্যবাদ প্রিয়, সায়ান, এত সুন্দর যুগ উপযোগী গান উপহার দেওয়ার জন্য।
আসলে আপনি সত্যি একজন মানবধরদি বাস্তববাদী সময়ের সেরা শিল্পী। বর্তমানে এই কল্পনার মাঝে আমাদের লুকিয়ে আছে পাহাড়ের জীবন, সংগ্রাম , স্বপ্ন ও প্রতিবাদের প্রতিচ্ছবি। আর এখন এই বিষ সমতলেও ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ, আরো এগিয়ে যাও ...
গানের প্রতিটি কথা অনেক মনে যোগ দিয়ে শুনেছিলাম। গানের প্রতিটি কথা বাস্তব জীবনে ঘঠে যাচ্ছে ঠিক তেমনটাই তুলে ধরা হয়েছে। এমন সুন্দর গান উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
যে অচল,তার সাতে,নিজেকে ও অচল করে,রেখেছি,তবুও, অবোধ শিশুর,মতো,মন কেন বুজেও,না বুজার বায়না,করে আসলে মন,যা চায় তা কখনো,হয় না,বৃথাই, মনগড়া সব,ভাবনা,মনে,হলেও,কিন্তু, কিছু, গল্প, আছে, তা,একদম সত্যি,
সায়ান অনেক শুভকামনা আপনার জন্য। বার বার শুনি,একেবারে মনোজগতের ভিতরে কোথায় যেন অবনত মন ফিরে যেতে চায়,কী অপূর্ব কথা,সুর কন্ঠ।চীড়ধরা সম্পর্কগুলো মেনে নিক একে অপরকে....
গানটার সুর এক কথায় অসাধারণ। পুরাতনকে জীবনে মানিয়ে নিয়ে চলার মধ্যেই শান্তি নতুনের মধ্যে কিছু দিন শান্তি পাওয়া যায় কিন্তু পরবর্তীতে আবার সেই অশান্তি ঝামেলা চলেই আসে জীবনে।
তোমার সাথে হেঁটে এতো খানি পথ আবার নতুন করে খুঁজবো কাকে? তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে তুমি মানো আমাকে আমি তোমাকে। তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে তুমি মানো আমাকে আমি তোমাকে। তোমার সঙ্গে আজ এসে এতো দূর এতোদিনে ভেঙ্গে গেছে কিছু মোহ তাই, নিজেকে প্রশ্ন করি হাত ধরে কার পড়ে থাকা পথটুকু পাড়ি দিতে চাই। তোমারও ভেঙেছে জানি স্বপ্নীল মন আমিও হেরেছি খুবই একই সে খেলায় পড়ন্ত বিকেলেরও যাই যাই ভাব তুমি আমি কাকে খুঁজি এই অবেলায় তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে তুমি মানো আমাকে আমি তোমাকে তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে তুমি মানো আমাকে আমি তোমাকে আবার প্রথম থেকে চেনাজানা আর বাছাবাছি শেষ হলে তারে দাও মন এমনও তো হতে পারে সেও শেষমেষ রইলো না থাকলো না মনের মতন জীবনের বাকি আছে কতটুকু আর একই সে আঘাত যদি ঘুরে আসে ফের তার চেয়ে নিজেদেরই সাজাই আবার এখনও তো ভালোবাসা বাকি আছে ঢের তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে তুমি মানো আমাকে আমি তোমাকে তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে তুমি মানো আমাকে আমি তোমাকে তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে তুমি মানো আমাকে আমি তোমাকে......
জীবনের বাকি আছে কতটুকু আর একই সে আঘাত যদি ঘুরে আসে ফের তার চেয়ে নিজেদেরই চলোনা সাজাই এখনও তো ভালবাসা বাকি আছে ঢের তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে।
কখনো কখনো পরিস্থিতির সাথে গান এমনভাবে মিলে যায় তখন আর কিছু বলার থাকে না৷ শুধু থাকে তীব্র যন্ত্রণা৷ এই যন্ত্রণাটাকেও বোধ হয় মানুষ ভালোবাসে নাহলে কেন বা এত যন্ত্রণার গান এত ভালো লাগবে। ❤️ সায়ান ❤️
You are one of the best lyrical geniuses Bangladesh ever had yet you are still so underrated. It is heartbreaking to see you not getting the recognition you deserve.
যাদের সম্পর্ক ভাঙতে বসেছি তাদের এই গানটা শুনলে মন জুড়ে যাবে। যে সম্পর্ক ভেঙে যাচ্ছে না ভাঙতে দেওয়া উচিত গানটা শুনে তাদের আবার জোড়া লাগানোর কথা আমি মনে করি। গানের সঙ্গে কথা সুর ভয়েস আমেজিং।
দুই দিন ধরে এই একটাই গান যে কতবার শুনলাম আর এই একটাই গান শুনে চলেছি। কি যে অদ্ভুত একটা শান্তি আছে গানটায় ❤❤ গানের কথা গুলো এতটাই মন কে ছুঁয়ে যায় যে মনে হয় সবটাই নিজের মনের কথা।
ধন্যবাদ সায়ান আপু, বরাবর এর মত খুবই সুন্দর জীবনমুখি বাস্তব কথা মালা দিয়ে গান লেখার জন্য। আর গায়কী তো মাশাআল্লাহ অপ্রতিদ্বন্ধি। আপনার তুলনা আপনি নিজেই। আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখুন।
বড়ো মন কেমনের গানের কথা গুলো। একদিন ফেসবুকে ঘুরতে ঘুরতে হঠাৎ সামনে এলো গানটি। অনিচ্ছা সত্ত্বেও শুনতে লাগলাম। তার পর একটা ঘোরের মধ্যে চলে এলাম । খুব অবলীলায় মনের গোপন কথা গুলো সুন্দর আর স্পষ্ট করে বলেছেন শিল্পী বন্ধু। আমার বেশ কিছু বন্ধুদের ও পাঠালাম। তাদের ও সেই এক কথা লাগাতার অনেক বার শুনেছে তারা। আমার মনে হয়েছে শিল্পী বন্ধু নিশ্চিতরূপে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বা গিয়েছেন না হলে এমন গানের কথা আসা সাধারণত কষ্টসাধ্য ব্যাপার। প্রতিদিন শুনি গানটি। নিয়মের মধ্যে পড়ে গেছে এই গানটি শোনা। শুভকামনা শিল্পী বন্ধু। সবসময় ভালো থাকুন🖤🖤🖤💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️
এর চেয়ে সুন্দর গান আর হয় না। সায়ানের চেয়ে মেধাবী শিল্পী আমার ৩৫ বছরের জীবনে দেখিনি, দেখার আশাও করিনা। নিশ্চিতভাবে বলতে পারি, তিনি বাংলাদেশের এবং বাংলা সঙ্গীত অঙ্গনের অতুলনীয় সম্পদ। বেঁচে থাকুক আমাদের সায়ান, হাজার বছর।
সবসময়ের মতোই অসাধারণ এবং বাস্তবতার সাবলীল চিত্র! বাংলাদেশের অন্য সকল লীরিসিস্টদের শিক্ষা নেয়া উচিৎ। বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ, একে সাজাতে পারলে কতটা সুন্দর হতে পারে চিন্তাও করতে পারবেন না! @Respect @Shayan
Usually I don’t comment on TH-cam songs/videos but this time I can't resist myself from commenting on this one. It’s a life oriented song at our late 20's 🙂
“জীবনের বাকি আছে কতটুকু আর একই সে আঘাত যদি ঘুরে আসে ফের তার চেয়ে নিজেদেরই চলোনা সাজাই এখনও তো ভালবাসা বাকি আছে চের তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে।” 😊
মেনে আর মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর! যেখানে সবাই সম্পর্ক ছেদে ব্যাস্ত সেখানে আপনি সম্পর্ক টিকিয়ে রাখার আহবান করছেন। ❤ একটানা শুনছি বিরক্ত লাগছেনা,এটাই তো শিল্পীর বড় পাওয়া। ভালোবাসা রইলো বোন❤
সত্যি কখন থেকে শুনছি কতো বার তার ঠিক নেই,,,,, তবুও ভালো লাগছে ভাঙ্গা মন যদি জোরা লাগে
so many likes but no replies let me fix it
'oiii[
কিছুটা বানিয়ে নেওয়া আর বাকিটা মানিয়ে নেওয়া ❤ কথামৃত
চলে গেলে আর ফিরে আসা হয় না। তবু ও মনে হয় সে আসবে
ওহ মাই গড! গান কি করে জীবনের জন্য এত বড় সত্য হয়ে যায়! এই একটা গান জীবনের কত বড় সিদ্ধান্ত নিতে লজিক্যালই হেল্প করলো।সেলেউট ইউ সায়ান।
সত্যিই ❤
সত্যি বলছেন ভাই যদি এই গানটার কথা বুজতে পারে আর মেনে নিলেই জীবন সুন্দর
সত্যিই অসাধারণ আমার জীবনের সঙ্গে মিলে গেছে
❤❤❤
মৌসুমী ভৌমিক সুনন।❤❤❤🎉🎉🎉
আসলে উনি অত্যন্ত মেধাবী। নিজে গান লিখে নিজের সুর করে । ওনার মত মেধাবী শিল্পী মনে হয়না বাংলাদেশের আছে। কিন্তু উনি উনার যোগ্য সম্মান টা পাচ্ছে না। আশা করি ওনার গানটা সবাই শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন। উনি আমার খুবই প্রিয় একজন সেলিব্রেটি।
উনি গানের মাধ্যমে গঠনমূলক সমালোচনা করেন, সমাজের ইতিবাচক পরিবর্তনের কথা বলেন সেটা সমাজের কর্তাদের ভাল্লাগে না। যদি তেলবাজি করতেন তাহলে এতোদিন পুরষ্কার পেতেন। এই হচ্ছে আমাদের অবস্থা।
আসলে আমরা গানের সৌন্দর্যের চেয়ে রুপের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হই বেশি তাই মেধাবীরা তাদের যোগ্য সম্মান টুকো পায় না।
ঈশ্বর তাকে তার যোগ্য সন্মান দিবেন.. এটা আমার বিশ্বাস।।
গানের মাধ্যমে তেল মারলে কে জানে হয়তো MP ও হয়ে যেতেন!!!!
এত অসাধারণ গান টা।❤❤।। শুনে চোখে জল এসে গেল😭😭
আমাদের জেনারেশন এর জন্য লিজেন্ড শিল্পী যার গানে জীবনের সব কিছু খুজে পাওয়া যায়। প্রেম প্রকৃতি প্রতিবাদ সব কিছু কি সুন্দর অবলীলায় সুরের মায়ায় আবদ্ধ করেছেন এই গুণী শিল্পী। অনেকে অনেক ভালোবাসা। ভালো থাকবেন।
এ যেনো শান্তি চুক্তির গান। গানটার প্রতিটি কথা জীবনধর্মী উপদেশমূলক, বাস্তব। জীবনের অপর নাম মেনে নেয়া, মানিয়ে নেয়া। দেশে এখন কথায় কথায় ডিভোর্স হয়। এই গানটি বিচ্ছেদ বা ডিভোর্স না হওয়ার কারণ হোক- এই প্রত্যাশা করি। সকলের জীবন সুন্দর হোক এই কামনা করি। ভালো থেকে সায়ান।
আমাদের হয়তো নচিকেতা কিংবা অঞ্জনদত্ত নেই কিন্তু আমাদের একজন শায়ান আছে,, অনেক অনেক ধন্যবাদ শায়ান,,,আরো কিছু পেতে চায় এই মন।।
Humm r8
ওখানে কিন্তু কবির সুমনও যোগ হবে।
এটা আপনার আফসোস নাকি অন্যকিছু।উল্টো আফসোস আমাদের যে আমাদের নচিকেতা আছে,অঞ্জন দত্ত আছে কিন্তু সায়ান নেই।মহান রা কখনো জীবিত অবস্থায় সম্মান পায়না....আর কিছু বললাম না।
সহমত
@@SouravDas-mk6pz সুমন একটা প্রবাহমান নদী, এরা সবাই সেই নদীর শাখা। সুমনের দেখানো পথেই এরা ছুটে চলছে অহর্নিশ। অথচ সুমনকে বলতে গেলে গুটিকয়েক মানুষ ছাড়া কেউ চেনেই না। অনুধাবন তো আরও অনেকদূরের কথা। যারা সুমনকে শুনতে জানে, তারা ভিন্নরকম মানুষ। সংখ্যায় যারা খুব কম।
ফাঁটল ধরা সম্পর্ক জোরা লাগাতে, প্রজন্মের পর প্রজন্ম অবদান রাখবে এই গানটি♥️♥️♥️
আসলেই ভাই #akash
You are right
একদম সত্যিই বলেছেন
এতবড় সত্যিটা এখনি বলে দিলেন😮
এই মেনে নেয়া টা, বেচে থাককা টা অর্থহীন।
তবুও আমরা বাচি , বাচতে হয়~
এই গানটা শোনার পর আমার ভালবাসার মানুষটার মেসেঞ্জারে সেন্ড করি, তিন বছর পর আবার ফিরে এলো আগের মত করে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দেয়ার জন্য, ❤❤❤
❤❤❤❤😊
আলহামদুলিল্লাহ, সতত শুভকামনা। প্রিয়, ভালোবাসার মানুষ কে নিয়ে সুখী হোন
আপনার কমেন্ট দেখে,,,আমার অনেক আনন্দ হচ্ছে
বাসা কোথায়, বলবেন প্লিজ
Koto vaggo ban apni,,,
বিচ্ছেদের যুগে থেকে যাওয়ার অনুপ্রেরণা ❤☺️
সত্যিই অসাধারণ ❤
সত্যি বলেছেন! দারুণ একটা গান লিখে গেছেন!!
জীবনের বাকি আছে কতটুকু আর
একই সে আঘাত যদি ঘুরে আসে ফের,
তার চেয়ে নিজেদেরই চলোনা সাজাই
এখন ও তো ভালোবাসা বাকি আছে ঢের।
তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে .. 🌻
দারুণ ভাবে সাজিয়ে তোলা কথা গুলো!
🎉❤🎉
অসাধারণ 😊
আপনিও এই গান শুনছেন? যে মনের কথা এত সুন্দর করে সাজাতে পারে অনায়াসে সে ফুলের ফুলের মত....
আহা!শান্তি চুক্তির গান❤️
হারিয়ে যাওয়ার যুগে একসাথে বাঁচার অনুপ্রেরণা🥰 #Shayan
❤
❤❤❤
❤❤❤
❤️
comment ta besh laglo
যারা বিচ্ছেদের পথে আছে, একবার যদি এই গানটা শুনতেন তারা দুজন ই, পথ আটকে যেত তাদের। পিছু ফিরতে বাধ্য হবেন।।
এত চমৎকার কথাগুলো আপনি ছাড়া কেউই ফুটিয়ে তুলতে পারতো না।
এই ছেড়ে যাওয়ার শহরে ফিরিয়ে আনার গান করার জন্য শুকরিয়া🌼
Lucky you are.
🎉পুরো ফাটিয়ে দিয়েছো শায়ান👌👌
আমি মেনে নিলাম সব,এখন সে মেনে নেয়ার পালা
তোমার গানের কথাগুলি খুবই সহজ সরল, সাধারণ মানুষের বোঝার মতো এবং তাতে দেওয়া সুরগুলি আরও সুন্দর। এইভাবে সত্যিকথাগুলো এত সহজ ভাবে এত সুন্দর ভাবে বলতে হয়তো তুমিই পারবে.. হয়তো তোমাকে দেখেই আরও সুন্দর একটা ভবিষ্যৎ আমাদের সামনে আসবে অন্তর থেকে ভালোবাসা from India ❤
আহা্... 😔 কি গভীর অনুভূতি!
আপনি শুধুই আমার একজন পছন্দের শিল্পি নয়, অদ্ভুত এক শ্রদ্ধা অনুভব করি আমি আপনার প্রতি। অসংখ্য ভালোবাসা শুভকামনা সবসময়।
আমিও তাকে অনেক পছন্দ করি। আপনি কোথায় থাকেন?
যতই প্রশংসা করা হবে কম হয়ে যাবে।এতো সুন্দর আর বাস্তবতায় ঘেরা গান এটা আপনার দ্বারা ই সম্ভব। ভালো থাকুন সবসময় এটাই কামনা করি।
গানটা শুনতে শুনতে কোথায় যেনো হারিয়ে গিয়েছিলাম..অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এতো সুন্দর সুন্দর গান আমাদের উপহার দেওয়ার জন্য ❤️❤️
আপনাকে অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর। গান উপহার দিবার জন্য ধন্যবাদ
Gan ta Sunte sunte sottie hariye giyechilam 🥲
অমৃত
Hi
S Dr f
এতো মধুর কন্ঠ। এতো চমৎকার নির্ভুল গানের কথা। এতো মুগ্ধকর মনোমুগ্ধকর অসাধারণ গান। এই গানের অনুভূতি পুরো শরীরকে স্পর্শ করে। আর কোনো অভিযোগ নেই ❤
আমি যতবার এই গানটি শুনি ততোবারই কমেন্ট এতগুলো দেখি সবার কমেন্ট পড়ে যা বুঝলাম এই গানের প্রতিটি কথার সাথে কমেন্টগুলো একাকার হয়েগেছে একজন শিল্পির স্বার্কতা এখানেই ধন্যবাদ সায়ান এগিয়ে যাও বহুদুর প্রতাশা রইল
বিচ্ছেদ কাম্য নয়,একসাথে এগিয়ে যাওয়াটাই কাম্য।
অনেক সুন্দর একটা গান,যারা বিচ্ছেদের কথা ভাবছেন সবার গানটা শোনা দরকার ❤️
অসাধারণ সুন্দর গানের কথা গুলো, অসাধারণ সুন্দর গায়কী কন্ঠ।
ভাবছি বিচ্ছেদের কথা আর ভাবছি নিজেদের কথা। তবু্ও আর কিছু করার নেই। বিচ্ছেদ ই যে শেষ পরিনতি ছিলো জীবনের।
@@alijaahed1355 আমিও যে সেম আপনার মতো,,অনেক ধৈর্য সোর্স করছি আর পারছি না,,,তাই বিচ্ছেদ ই মনে হয় একমাত্র পথ,,
মেনে নেওয়া....আর মানিয়ে নেওয়ার চাইতে উত্তম আর কি হতে পারে.... অসংখ্য ধন্যবাদ প্রিয় সায়ান....
খুবই সুন্দর একটা গান। মেনে নিয়ে বা মানিয়ে নিয়েই চলতে হয়।আর এটাই জীবন। সুন্দর গনের জন্য ধন্যবাদ।
কত মানুষের জীবনের সাথে মিলে গেলো,অসাধারণ সৃষ্টি 💗💗💗
"তার চেয়ে মেনে নাও যে যার মতন, তুমি মানো আমাকে আমি তোমাকে"
এর উপরে আর কোনো কথা আছে!
হুমম।
2024 সালে এসে খোঁজে পেলাম নিজের মতো শিল্পী❤
অনেক সময় মানিয়ে নিতে কষ্ট হলেও মেনে নিতে হয়,,,, জীবনর প্রয়োজনেই মেনে নিতে হয়।
সায়ান আপু ধন্যবাদ এত সুন্দর গান উপহার দেয়ার জন্য।
প্রিয়…
১০ টা বছর একসাথে পথ চলার পরও, হয়তো, এখন আমি তোমার অনেক দুরের মানুষ, হয়তো তুমি আমায় আর ভালোবাসো না বলেই এতো সুন্দর একটা গান শুনতে এনাম। তাই তোমার জন্য আমার এক টুকরো স্মৃতি 💔রেখে গেলাম। কেউ যদি আমার মতো এক বুক কষ্ট নিয়ে এই গান টা শুনতে আসো তবে একটা কমেট বা লাইক করে যেও, নোটিফিকেশন পেয়ে আবারো ফিরে আসবো প্রিয় গানটা শুনতে, আর প্রিয় মানুষটার স্মৃতিচারণ করতে!😭 এভাবেই একদিন চলে যাবো সব ছেড়ে॥ ভুলে যাবে সবাই! তবুও যুগ যুগ থেকে যাবে আমার এই কমেন্ট শুধু তোমার স্মৃতি হয়ে!
Same
আমার বিয়ের ১০বছর হতে চললো।কিন্তু কোথাও যেন একটা বন্ধন ছিঁড়ে গিয়েছিল।ভেবেছিলাম,চলে যাবো তাকে ছেড়ে😔কিন্তু এই গানটা আমাকে তাকে ছাড়তে দিলোনা❤আবারও একসাথেই পথ চলবো তার হাত ধরে ইনশাআল্লাহ😍
ধন্যবাদ সায়ান আপু।তোমার মত এত ভালো একজন শিল্পী আমাদের দেশের গর্ব ।
Hayre relation......valobasa keno puronu hoye jay bujhina...manus keno bodle jay....😥
@@priosongit6967 sottykar ar valobashle avabei sosta vabe dure soraye dey. Kno j tara amader moto kore valobashte pare na.
@@rubanajahan2905 চাইলেই সব সম্পর্ক থেকে বের হওয়া যায়না। ভালোবাসার থেকেও বড় বাঁধন হয়ে দাড়ায় মায়ার বাঁধন, সন্তানদের নিষ্পাপ মুখ গুলো!
তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না দি, কিন্তু তোমার এই গান আমার ভেঙে যাওয়া সাজানো ছোট্ট সংসার কে জোড়া লাগিয়েছে। ছেড়ে যাওয়া যেখানে এত সহজ আজকাল তোমার এই গান আমাকে ফিরিয়ে এনেছে নতুন কাউ কে পাওয়ার আশার থেকে পুরাতন ভালোবাসা কে জড়িয়ে বাঁচার জন্য 😊 অনেক ভালোবাসা তোমার জন্য ❤️❤️❤️❤️
Alhamdulillah
Chokhe pani chole ashlo,ei message ta dekhe. ❤
আলহামদুলিল্লাহ
bah ki sundor likha,,,sune onk bhalo laglo...
Onek chesta koreo ferate parine take🥹🥹
2:00 সায়ান আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের জীবন্ত কিংবদন্তি 💗
ভালোবাসা অবিরাম প্রিয় 🖤
গানটা অসম্ভব সুন্দর । সম্পরকের যত্ন করুন আর মেনে নিন মানিয়ে নিন । জীবনটা খুব ছোট। ধন্যবাদ সায়ন।
যেমন কথা, তেমন সুর।
আর গায়কি?
অনবদ্য।
ধন্যবাদ শায়ান।
উফ্... অ্যাত্তো শান্তি কেন আপনার কণ্ঠে! ❤
এই সিচুয়েশনে এই গানটার দরকার ছিলো ভীষণ। ভালো থেকো প্রিয় সায়ান, আমার ব্যক্তিগত আর্টিস্ট < 3
ধন্যবাদ শায়ান। সুন্দর কথা, সুর আর যত্ন করে গাওয়া… মন ভালো করে দেওয়া গান।অনেক ভালোবাসা❤️❤️🌺
তার চেয়ে মেনে নেয়া যে যার মতন,
এত গান নয় এক শান্তি চুক্তির এক ওনাবিল সুর সত্য বটে বা নিজের মনের এক গোপন সত্য কথা তুলে ধরা,
সত্যিই অসাধারণ যখনই মন খারাপ হয় বা কোনো রকম নিজের মাঝে খারাপ অনুভূতি হয় তখনই গানটা শুনতে চলে আসি ইউটিউবে ধন্যবাদ প্রিয় সায়ান কে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য❤❤
এটা শুধু গান নয়... এটা হারিয়ে যাওয়া মানুষকে কাছে আনার বার্তা...
শত মান-অভিমান মাথা নত করতে বাধ্য এই লাইন গুলোর কাছে...।
💝💝💝💝
এক জীবনে কোন মানুষই শতভাগ পরিপূর্ণ/পারফেক্ট নন। আমাদের জীবনের অপ্রাপ্তি/অপূর্ণতা ঘোঁচানোর উপকরণ অন্যের মাঝে খুঁজতে গিয়ে আবারও ব্যর্থতা ধরা দিবে নিশ্চিত। তাই পূর্ণতার উপকরণ অন্যের মাঝে না খুঁজে, মানুষ হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে সঙ্গীর অপূর্ণতাগুলো পূর্ণতায় রূপ দিতে আমরা একে অপরকে খোলা মনে সাহায্য করি। সম্পর্ককে দৃঢ়তার বন্ধনে আবদ্ধ করি। বিবেকবান মানুষ হিসেবে এ বোধটুকু আমরা ধারণ করতেই পারি।
অসাধারণ সম্পর্কের অনন্য সাধারণ কথামালা উপহার দেয়ায় অসীম কৃতজ্ঞতা।
আহা! শান্তি চুক্তির গান
SaYaN 💚
একজন মানুষ এতো টা ট্যালেন্টেট কিভাবে হয়!কি চমৎকার লিরিক্স, কি চমৎকার মনের ভাব প্রকাশ!কি চমৎকার সুর !❤
প্রতিটা লাইন নিজের সাথে মিলে গেছে ভালোবাসা সুন্দর 💝
আসলেই❤❤
সত্যি চমৎকার, প্রতিদিন ৩/৪বার শুনি 2:48
সত্যিই অসাধারণ। অতুলনীয় শায়ান এদেশে আজ মেধাবী মানুষের দাম নাই। নাইলে তাকে আমরা মাথায় করে রাখতাম।
এই ধরনের লেখা গান মধ্যরাতে অস্থির মন কে শান্ত রাখে। কিছু মানুষ যখন আমার মতো সব হারিয়ে ফেলে তখন এইগুলোই তার সাহচর্য
সায়ান, ট্যালেন্টেড একজন শিল্পী। উনার প্রতিটা গানের প্রতিটা কথা মিনিংফুল। উনার গান শুধু শোনা নয়। উপলব্ধির বিষয়।
অপূর্ব, অপূর্ব... আপনাকে নিয়ে আমি খুব গর্ব করি❤!! আমাদের একজন "সায়ান" আছে!!
স্রষ্টার এক অনন্য সৃষ্টি তুমি। ওয়াও❤
ভোর সাড়ে পাঁচটা নাগাদ বসন্তের হালকা শীতে কাঁথা মুড়িয়ে, কানে হেডফোন লাগাই গানটি শুনছি। এত্তো হৃদয় ছুঁয়ানো ভাবিওনি আর এতোই বাস্তবমুখী। সব লাইন আমার জন্য তৈরি হলো মনে হচ্ছে🌼🌻!
Same to you
অনেক দিনের পর মনটাকে হালকা মনে হলো যে জীবনের মানে মেনে নেওয়া, এটাই নিয়তির এটাই স্বাভাবিক, ভালো থাকবেন
বাস্তব জীবনের গানের সাথে।
ভালো থাকবেন সবাই।
জীবনের সংগীতটাই যেন ভেসে উঠল কয়েকটা পংঙ্কতিতে।
"" তার চেয়ে মেনে নাও যে যার মতন। ""
এত সুন্দর করে ফিরে আসার আকুতি জানানোপ্রিয় মানুষটাকে।এ যেন এক হৃদয় স্পন্দন শব্দ চারণ প্রতিটি বাক্য।
হারিয়ে ফেলা মানুষটাকে ফিরে পাওয়ার আনন্দের থেকে বেশি কিছু নেই এ পৃথিবীতে❣️
হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পাওয়া যায় না। সে সবসময়ের জন্য হারিয়ে গেছে।
আহা গান! আহা গানের কথা!
কত বাস্তবিক! ❤️
যারা কয়েক বছর সংসার করে, বিবাহ বিচ্ছেদের জন্য আগ্রহ প্রকাশ করছেন তাদের এই গানটি অনন্ত একবার হলেও শোনা উচিত, যদি গানের প্রতিটি কথা অনুভব করতে পারেন। কিয়ামত পর্যন্ত বিবাহ বিচ্ছেদের কথা মাথায় আসবে না।
ধন্যবাদ প্রিয়, সায়ান,
এত সুন্দর যুগ উপযোগী গান উপহার দেওয়ার জন্য।
Right
কিছু বলার নাই ,,,অনেক দিন পর আবার শুনা হলো লাভ ইউ❤❤❤
অনেকেই হয়তো জানেনা এই শিল্পির নাম।কিন্তু এনার প্রতিটা গান অসাধারণ👍👍👍
শায়ান
আসলে আপনি সত্যি একজন মানবধরদি বাস্তববাদী সময়ের সেরা শিল্পী। বর্তমানে এই কল্পনার মাঝে আমাদের লুকিয়ে আছে পাহাড়ের জীবন, সংগ্রাম , স্বপ্ন ও প্রতিবাদের প্রতিচ্ছবি। আর এখন এই বিষ সমতলেও ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ, আরো এগিয়ে যাও ...
সায়ান, আপনার এই গান বিচ্ছেদের antidote..... ❤
খুব ভালো থাকুন। প্রণাম নেবেন 🙏.... আরও কালজয়ীর অপেক্ষায় রইলাম 🤞
গানের প্রতিটি কথা অনেক মনে যোগ দিয়ে শুনেছিলাম।
গানের প্রতিটি কথা বাস্তব জীবনে ঘঠে যাচ্ছে ঠিক তেমনটাই তুলে ধরা হয়েছে।
এমন সুন্দর গান উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
মুগ্ধতার শেষ নেই, অনেক দিন ধরে ভাবছিলাম কবে নতুন কিছু আসবে,ধন্যবাদ অনেক ভালোবাসা রইল আপনার জন্য।
পেয়ে হারানোর যন্ত্রণা কতটা বিষাদময়, সে অবিজ্ঞতা সবার না হোক।
যথই বাধা আসুক না কেন তার পরও একসাথে চলুন চলার চেষ্টা করুন দিন শেষে ভালে থাকবেন
Shayan apur sokol gan ami sunchi khub valo lage akdom votor theke gan gulo ghai
আমি যাকে চাই সে আমাকে চায়না তবু ও মন ভালোবাসে তাকে কি আছে তার মাঝে জানে না এই মন সে যে আমার মনের মানুষ অনেক আপন জন,,, ❤️❤️
Ki korbo balo thakte parcina
যে অচল,তার সাতে,নিজেকে
ও অচল করে,রেখেছি,তবুও,
অবোধ শিশুর,মতো,মন কেন
বুজেও,না বুজার বায়না,করে
আসলে মন,যা চায় তা কখনো,হয় না,বৃথাই, মনগড়া
সব,ভাবনা,মনে,হলেও,কিন্তু,
কিছু, গল্প, আছে, তা,একদম
সত্যি,
সায়ান অনেক শুভকামনা আপনার জন্য। বার বার শুনি,একেবারে মনোজগতের ভিতরে কোথায় যেন অবনত মন ফিরে যেতে চায়,কী অপূর্ব কথা,সুর কন্ঠ।চীড়ধরা সম্পর্কগুলো মেনে নিক একে অপরকে....
গানটার সুর এক কথায় অসাধারণ।
পুরাতনকে জীবনে মানিয়ে নিয়ে চলার মধ্যেই শান্তি
নতুনের মধ্যে কিছু দিন শান্তি পাওয়া যায় কিন্তু পরবর্তীতে আবার সেই অশান্তি ঝামেলা চলেই আসে জীবনে।
এই গানের লিরিক শুনে সমাজ থেকে বিচ্ছেদ চলে যাক এই কামনা করি,,, ফিড়ে আসুক স্বামী স্ত্রী মুগ্ধতা ভালোবাসা, ধন্যবাদ সায়ান
অনৈতিক আপোষ যেনো ফিরতে না পারে, খুব খেয়াল!
তোমার সাথে হেঁটে এতো খানি পথ
আবার নতুন করে খুঁজবো কাকে?
তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে।
তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে।
তোমার সঙ্গে আজ এসে এতো দূর
এতোদিনে ভেঙ্গে গেছে কিছু মোহ তাই,
নিজেকে প্রশ্ন করি হাত ধরে কার
পড়ে থাকা পথটুকু পাড়ি দিতে চাই।
তোমারও ভেঙেছে জানি স্বপ্নীল মন
আমিও হেরেছি খুবই একই সে খেলায়
পড়ন্ত বিকেলেরও যাই যাই ভাব
তুমি আমি কাকে খুঁজি এই অবেলায়
তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে
তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে
আবার প্রথম থেকে চেনাজানা আর
বাছাবাছি শেষ হলে তারে দাও মন
এমনও তো হতে পারে সেও শেষমেষ
রইলো না থাকলো না মনের মতন
জীবনের বাকি আছে কতটুকু আর
একই সে আঘাত যদি ঘুরে আসে ফের
তার চেয়ে নিজেদেরই সাজাই আবার
এখনও তো ভালোবাসা বাকি আছে ঢের
তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে
তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে
তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে......
জীবনের বাকি আছে কতটুকু আর
একই সে আঘাত যদি ঘুরে আসে ফের
তার চেয়ে নিজেদেরই চলোনা সাজাই
এখনও তো ভালবাসা বাকি আছে ঢের
তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে।
❤❤❤❤❤
কি চমৎকার গুছানো কথা গুলো
😢
সুন্দর লিরিক্স
কখনো কখনো পরিস্থিতির সাথে গান এমনভাবে মিলে যায় তখন আর কিছু বলার থাকে না৷ শুধু থাকে তীব্র যন্ত্রণা৷ এই যন্ত্রণাটাকেও বোধ হয় মানুষ ভালোবাসে নাহলে কেন বা এত যন্ত্রণার গান এত ভালো লাগবে। ❤️ সায়ান ❤️
Right
Seitai
সত্যি অসাধারণ গান। এ জীবন দর্শন যদি সবাই মেনে নিতে পারে, পৃথিবীটা কত সুন্দর হবে।
Thanks!
Welcome!
বর্তমান প্রেক্ষাপটে, অনেক পরিবারের জন্যই এই গানের কথাগুলি প্রযোজ্য। অসম্ভব সুন্দর এবং বাস্তবসম্মত কথা।
গানটা ভীষণ স্পর্শকাতর,,,মন ছুঁয়ে যায় যতবার শুনি,,,অনেকদিন পর আজ আবারও শুনলাম ❤️❤️
কথা, সুর আর গায়কী - আবার সায়ানের বাজিমাত - just WOW! 🎶🧡
আহা কি আকুলতা কি আবেগ দিয়ে গানটি বানিয়েছেন যা প্রতিটি কোথার মিল খুজে পাওয়া যায় হারিয়ে যাওয়া স্মৃতির পাতায় ধন্যবাদ দিলাম হ্নদয় থেকে এগিয়ে চলো সুদুর প্রান্তে
আপনার গানের কথা, সুর যতবার শুনি, আপনার প্রতি অনুভূতি , ভালোবাসা আর শ্রদ্ধায় তত বার মন ভরে যায়❤️❤️🙏❤️❤️❤️❤️
কি দারুন বাস্তবতার অনুভূতির প্রকাশ।
আপনার গান শুনলে আপনাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে💞💞🙏🙏🙏💞💞
Right ✅️
কথার উপর তো দখল আছেই,সুর বৈচিত্র্য অনেক
You are one of the best lyrical geniuses Bangladesh ever had yet you are still so underrated. It is heartbreaking to see you not getting the recognition you deserve.
উনি যে এতো ভাল কিছু আমাদের উপহার দেয় আসলেই ভাবতে পারিনি খুব ভাল লাগল ❤️❤️❤️❤️❤️❤️❤️
যাদের সম্পর্ক ভাঙতে বসেছি তাদের এই গানটা শুনলে মন জুড়ে যাবে। যে সম্পর্ক ভেঙে যাচ্ছে না ভাঙতে দেওয়া উচিত গানটা শুনে তাদের আবার জোড়া লাগানোর কথা আমি মনে করি। গানের সঙ্গে কথা সুর ভয়েস আমেজিং।
অসাধারণ একটা গান লিখেছেন শায়ান আপু। সুরটা মোটামুটি। গলা আগের মতো নাই। তবু বলব অসাধারণ হয়েছে গানটা। এমন আর কেউ লিখেছে বলে মনে হয় না। দারুণ!
এভাবে মেনে নেয়াও অনেক কষ্টের। মেনে নিতে নিতে জীবন কেমন রংহীন হয়ে যায়।
একতরফা মেনে নিলে এমন হতে পারে।।
খুব সত্যি
দুই দিন ধরে এই একটাই গান যে কতবার শুনলাম আর এই একটাই গান শুনে চলেছি। কি যে অদ্ভুত একটা শান্তি আছে গানটায় ❤❤ গানের কথা গুলো এতটাই মন কে ছুঁয়ে যায় যে মনে হয় সবটাই নিজের মনের কথা।
একদম❤, আমি যেটা বলতাম আপনি বলে দিয়েছেন, সত্যি কি অদ্ভুত, শান্তি
Right ❤❤❤
ধন্যবাদ সায়ান আপু, বরাবর এর মত খুবই সুন্দর জীবনমুখি বাস্তব কথা মালা দিয়ে গান লেখার জন্য। আর গায়কী তো মাশাআল্লাহ অপ্রতিদ্বন্ধি। আপনার তুলনা আপনি নিজেই। আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখুন।
কী অসম্ভব সুন্দর কথা,সুর! মানিয়ে নিতে হয় সবক্ষেত্রেই,সেটাই উত্তম। কালোত্তীর্ণ গানের মর্যাদা পাবে এটি নিঃসন্দেহে!
অতীত খুঁজে পেয়েছিলাম। নাটকটা দেখার প্রতিটা মূহুর্তে মনে হয়েছে প্রিয় মানুষটার সাথে রয়ে দেখছি। প্রতিটা মূহুর্তে অনুভূতি কাজ করেছে
বড়ো মন কেমনের গানের কথা গুলো। একদিন ফেসবুকে ঘুরতে ঘুরতে হঠাৎ সামনে এলো গানটি। অনিচ্ছা সত্ত্বেও শুনতে লাগলাম। তার পর একটা ঘোরের মধ্যে চলে এলাম । খুব অবলীলায় মনের গোপন কথা গুলো সুন্দর আর স্পষ্ট করে বলেছেন শিল্পী বন্ধু। আমার বেশ কিছু বন্ধুদের ও পাঠালাম। তাদের ও সেই এক কথা লাগাতার অনেক বার শুনেছে তারা। আমার মনে হয়েছে শিল্পী বন্ধু নিশ্চিতরূপে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বা গিয়েছেন না হলে এমন গানের কথা আসা সাধারণত কষ্টসাধ্য ব্যাপার। প্রতিদিন শুনি গানটি। নিয়মের মধ্যে পড়ে গেছে এই গানটি শোনা। শুভকামনা শিল্পী বন্ধু। সবসময় ভালো থাকুন🖤🖤🖤💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️
Same to you ❤
বুকে ব্যাথা না থাকলে এত সুন্দর একটা গান লেখা যায়না।
এমন একটা গান যে গানে ১০০% মনের কথা দিয়ে সাজানো।অনেক শ্রদ্ধা সায়ানের জন্য। ❤❤❤❤
এর চেয়ে সুন্দর গান আর হয় না। সায়ানের চেয়ে মেধাবী শিল্পী আমার ৩৫ বছরের জীবনে দেখিনি, দেখার আশাও করিনা। নিশ্চিতভাবে বলতে পারি, তিনি বাংলাদেশের এবং বাংলা সঙ্গীত অঙ্গনের অতুলনীয় সম্পদ। বেঁচে থাকুক আমাদের সায়ান, হাজার বছর।
আজকেই প্রথমবার এই গানটা শুনলাম। কয়েকবার শুনে ফেললাম বিরক্তি লাগছে নাহ।❤
শায়ান সবসময় আমার প্রিয় শিল্পী। তার অনুভূতি খুবই চমৎকার। শায়ান, আমরা আপনার শৈল্পিক কারুকাজে মুগ্ধ। ❤️
অসাধারণ,
শায়ান এর সৃষ্টি যেন মন ভালো করা এক যাদুর কাঠি,
শায়ান
বাংলাদেশের গর্ব
বাংলাদেশের অহংকার
আমরা তাকিয়ে রইলাম সেদিনের অপেক্ষায়,
এমন যে একজন দারুন শিল্পী বাংলাদেশের আছে আজ জানলাম।কি অজ্ঞতা!
অসাধারণ গঠনমূলক গান সায়ান আপুর। ধন্যবাদ এমন ব্যাতিক্রম ধর্মীয় গান আমাদের উপহার দেওয়ার জন্য 🎉 ভালোবাসা রইলো ❤
মনোযোগ দিয়ে শুনলে অনেকের বিচ্ছেদ মাঝপথে থেমে যাবে এক কথায় অসাধারণ
এই গানের কথাগুলো আমার হৃদয় ছুয়ে দিয়েছে...
সবসময়ের মতোই অসাধারণ এবং বাস্তবতার সাবলীল চিত্র! বাংলাদেশের অন্য সকল লীরিসিস্টদের শিক্ষা নেয়া উচিৎ। বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ, একে সাজাতে পারলে কতটা সুন্দর হতে পারে চিন্তাও করতে পারবেন না!
@Respect
@Shayan
মুখে নতুন করে আর কিছু বলার দরকার নেই যা বলার আপনি সবটাই আপনার গানের মাধ্যমে প্রকাশ করেছেন..... সত্যিই অসাধারণ হয়েছে গানটা❤️😌
Usually I don’t comment on TH-cam songs/videos but this time I can't resist myself from commenting on this one. It’s a life oriented song at our late 20's 🙂
❤
We should. Especially on videos of such great artists so that it reaches other likeminded people too.
Love
আহ্!!! নিরব এক শান্তি চুক্তি!!
ফিরে আসুক তাদের বুকে সে সব ভালোবাসা যেগুলো অভিমানী..
❤❤❤
কতই না গভীর উপলব্ধি..... জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো......একটা গান যে জীবনের ওপর এতো প্রভাব বিস্তার করতে পারে তা আগে বুঝিনি❤❤❤
What a beautiful composition of emotion, reality and feelings to reunite two souls. Love it.
জীবনের বাকী আছে কতটুকু আর একই সে আঘাত যদি ঘুরে আসে ফের, তার চেয়ে নিজেদের সাজাই আবার এখনও তো ভালোবাসা বাকি আছে ঢের 😔🥀🥀
এত সুন্দর গান, জীবনের সাথে হুবহ মিলে যায়।দিনে কতবার শুনি তার হিসেব নায়।সত্যিই অপূর্ব ❤❤❤❤❤
এই গানটি শুনলে বিচ্ছেদের কথা মাথা থেকে চলে যাবে । ধন্যবাদ এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য।
ভালো থাকুক কিছু হারিয়ে কাতর হওয়া মানুষগুলো! ভালো থাকুক জীবনের সব ভেঙ্গে চুরমার করে চলে যাওয়া আরোকিছু মানুষ! 🎉
“জীবনের বাকি আছে কতটুকু আর
একই সে আঘাত যদি ঘুরে আসে ফের
তার চেয়ে নিজেদেরই চলোনা সাজাই
এখনও তো ভালবাসা বাকি আছে চের
তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে।” 😊
❤❤