prem 4th october romantic kobita bratati bandopadhyay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • Romantic Bengali Kobita..
    কবিতার নাম - প্রেম .
    কবি - শুভ দাশগুপ্ত.
    কন্ঠে-- ব্রততী বন্দ্যোপাধ্যায়.

ความคิดเห็น • 1.4K

  • @SmitaPradhan
    @SmitaPradhan 3 ปีที่แล้ว +665

    কাউকে ভালো রাখতে যদি তার থেকে দূরত্ব বজায় রাখতে হয় তবে দূরত্বই ভালো।। ভালো থাক কাছের মানুষ।। নাহয় কল্পনার জগতে থাকলাম, সে বাস্তবে ভালো থাকুক😌

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  3 ปีที่แล้ว +18

      একেবারে ঠিক বলেছো ।।।👌👌👌

    • @moktaakter1985
      @moktaakter1985 3 ปีที่แล้ว +8

      Nice

    • @shrutigolpobengaliaudiosto5989
      @shrutigolpobengaliaudiosto5989 3 ปีที่แล้ว +7

      😊

    • @avijitkalsa5679
      @avijitkalsa5679 3 ปีที่แล้ว +13

      যখন সামনে গেলে সমস্যা
      দূরত্বে থাকুক না ভালো ভালোবাসার মানুষটা।
      আজ কারও কথা খুব মনে পড়ছে.....

    • @Bhaskar_99
      @Bhaskar_99 3 ปีที่แล้ว +4

      Nice

  • @499most.hajerakhatun2
    @499most.hajerakhatun2 3 ปีที่แล้ว +146

    " তাহলে তো তুমি আমায় হারাবে"...
    "তোমায় পাই নি তো কখনো"
    কথাটা সত্যিই অসাধারণ।

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  3 ปีที่แล้ว +3

      Hm.

    • @dr.neyamatubhuiyan147
      @dr.neyamatubhuiyan147 3 ปีที่แล้ว +3

      নিচিনপুরের রাজকুমার || নেয়ামত ভূঁইয়া
      সেই বালকবেলায় নিত্যকার গোসলের পরই
      তিন পুরুষের ঐতিহ্যধারি হাতির দাঁতের চিরুনিটা দিয়ে
      মা এমন যত্নে আমার আলপেট আঁচড়ে দিতেন
      যেন আজ আমার রাজ্যাভিষেক।
      আমার তেলতেলে মাথাটা একহাত দিয়ে বুকের উপর ঠেসে ধরে
      আরেক হাতে মাথা আঁচড়াতে আঁচড়াতে বলতেন,
      কপালের উপরে চুল পইড়া থাকলে মনা পাগলার মতন লাগে।
      আমি মা’র হাতের আগল থেকে আচমকা মাথাটা সরিয়ে নিয়ে
      এক হাঁটু ভেঙে কেস্কি লাফ দিয়ে বলতাম,
      আমিও মনা পাগলা, মনা পাগলা,
      কী মজা! কী মজা!
      অমন অলক্ষুণে কথায় মা’র চেহারাটা তক্ষুনি মলিন হয়ে যেতো
      আষাঢ়ের কালো মেঘে ঢেকে যেতো মায়ের উজ্জ্বল বদন।
      আমার বুকের পাশে আলতো করে একটা আদুরে চাটি মেরে মা বলতেন,
      থুর ! তুই ক্যান মনা পাগলা হতি যাবি!
      তুই হলি গিয়ে আমার রাজপুত্তুর,
      সাত রাজার ধন,
      রাজার দুলাল,
      নিচিনপুরের রাজকুমার।
      আমি আরো আদিখ্যেতা করে বলতাম,
      না, না। আমি রাজকুমার হবো না।
      আমি হবো শম্ভু আইসক্রিমঅলা।
      আইসক্রিমের ইয়া বড়ো বাক্সটা কাঁধে ঝুলিয়ে
      হাতঘন্টি বাজিয়ে পথে পথে হেঁকে বেড়াবো,
      ‘এই আইসক্রিম আছে, আইসক্রিম, ঠান্ডা আইসক্রিম!’
      মা আরেকটা চাটি মেরে বলতেন, ধুর বুদ্ধু!
      ঠান্ডা আইসক্রিম কী-রে?
      আইসক্রিম আবার গরমও অয় নাকি?
      আজ তুমি থাকলে দেখতে পেতে মা!
      তোমার রাজপুত্তুর এখন ক্যামন রাজা,
      কোন রাজ্যের?
      কারা তারে সেলাম ঠোঁকে, কারা করে কুর্ণিশ?
      প্রাসাদ ষড়যন্ত্রে তার দুধের গেলাসে
      কোন দুরাত্মারা মিশায় সাপের বিষ?
      তখ্‌ত-তাজে ঝিকমিকি কোন হিরা জহরত!
      হররোজ তার জোটে কিনা গোলাপ জলের শরবত!
      তাকে দেখে মাটিতে লুটায় কোন হাতির শূর?
      রাণির মুকুটে জ্বলে কতো দামি কোহিনূর!
      সে রাজা প্রজার দুঃখে কতোটা কাতর!
      তুমি থাকলে দেখতে পেতে মা,
      রাজমাতার জন্যেও রাজ্যের কত্তো সমাদর!
      মা-হীন দুনিয়াতে এই রাজকুমারের কী অন্তহীন নিগ্রহ!
      পঙ্খিরাজ ঘোড়া, সাত মহলার মুকুট, সপ্ত ডিঙ্গার বহর,
      আবীর গুলাল, হীরক খচিত তরোয়াল,
      রূপার ধনুক,অব্যর্থ ভ্রহ্মমাস্ত্র;
      মর্মের আবেগে লালিত ওসবই একে একে খোয়া গ্যাছে
      রাক্ষুসে বাস্তবতার পেটে।
      রাজদরবারে 'রাজ্যাভিষেক’র বদলে
      ‘কার্যাভিষেক’ হয়েছে ঘানিঘরে।
      যে সাম্রাজ্যের রাজসিংহাসনে আরোহণ করেছে
      তোমার রাকুমার!
      মা, তোমার রাজপুত্তুর এখন মুকুটহীন সম্রাট।
      যে রাজ্যে তোমার দুলালই রাজন
      রাজন্য দরবারি দারোয়ান
      সেরেস্তাদার হাকিম হেকিম গাড়োয়ান
      মশালদার বেহারা সূত্রধর বাহক
      চাপরাশি উজির নাজির নফর পাচক
      পাইক পেয়াদা লস্কর সিপাহি কথক
      খাজাঞ্চিদার পাঙ্খাপুলার বরকন্দাজ
      রাজসভাষদ অশ্বারোহী তীরন্দাজ,
      সব, একাই সব।
      তার সঙ্গি যদি কেউ থেকে থাকে,
      তা কেবল তারই ছায়া;
      অথচ একদিন তুমিই ছিলে তার ছায়া
      প্রশান্ত প্রসন্ন মমতার ।
      এতো দৈত্যাকার দায়ভার,
      এত্তোটুকুন কাঁধে ক্যামন করে
      কুঁজো হয়ে বয়ে নেয় তোর একরত্তি ছাওয়াল;
      হায় রে মায়ের দুলাল !
      এখন সাজলি তুই গেঁয়ো গাড়োয়াল;
      নাই তোর পঙ্খিরাজ, তরোয়াল, ঢাল
      নাই তোর তীর ধনুক, আবীর গুলাল।
      নিজের গাঁটেতে নেই এক কানাকড়ি;
      মাথার উপরে ঘোরে মহাজনি ছড়ি।
      জগত নিলো না জীবন যাপনের ভার,
      জীবনকে গিলে খেলো রাজ্যের উধার।
      মাঠে মাঠে ঘাস কেটে পরের ঘোড়ার,
      রাজার মতনই জীবন করে দিলি পার।
      -

    • @recitationbyrhea14
      @recitationbyrhea14 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/uX4LXESVYBQ/w-d-xo.html

    • @pradipgiri9811
      @pradipgiri9811 2 ปีที่แล้ว +1

      😭😭😭

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  2 ปีที่แล้ว +1

      @Alpana Manna right

  • @rubigoldar6935
    @rubigoldar6935 3 ปีที่แล้ว +87

    কতদিন পর শুনলাম । কত খুঁজেছি এই কবিতাটা। অসাধারণ ❤❤ আর কোনো ভাষা নেই বলার মতো।

  • @moumitasarkar230
    @moumitasarkar230 3 ปีที่แล้ว +29

    হঠাৎ করেই কবিতা টি আজ চোখে পড়লো।এর আগে কখনো শোনা হয়নি। কবিতাটি শোনার পর বলার মতো কোনো ভাষা নেই...

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  3 ปีที่แล้ว +1

      👍👍👍

    • @kahernaz
      @kahernaz ปีที่แล้ว

      th-cam.com/video/aFG4_cwueKA/w-d-xo.html

  • @oliver5734
    @oliver5734 3 ปีที่แล้ว +45

    এই কবিতাটা যতবার শুনি ততবারই আমায় নাড়া দিয়ে যায়, অন্তর থেকে নাড়া দিয়ে যায়🙏👏👏👏

  • @tapassengupta8361
    @tapassengupta8361 3 ปีที่แล้ว +56

    অনেকদিন পরে আবার শুনলাম কবিতাটা। আবার অশ্রু সজল হয়ে উঠলো দু'চোখ, ভাষা হারিয়ে গেল স্মৃতির সরণী বেয়ে। অসাধারন।
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    কবিকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @keytoyourlife14
    @keytoyourlife14 3 ปีที่แล้ว +178

    কাউকে ভালো রাখার জন্য যদি তাকে ছেড়ে দেওয়া উচিত তবে ছেড়ে দেওয়াই ভালো।আজ কারোর কথা খুব মনে পড়ছে

  • @sonalimandal9480
    @sonalimandal9480 8 หลายเดือนก่อน +2

    মন ছুঁয়ে গেল... কবিতাটির পরিনতি এমন হবে ভাবতে পারিনি ❤❤❤❤❤

  • @সাহিত্যনীড়-ফ৬ষ
    @সাহিত্যনীড়-ফ৬ষ ปีที่แล้ว +4

    অসাধারণ!
    কবিতার কথা কখনো কখনো বাস্তব হয়ে ওঠে!
    আমিও আমার প্রাণের থেকেও প্রিয় বন্ধুর জন্যই দূরত্ব বজায় রাখতে শুরু করলাম আজ থেকে,
    বুকে পুরনো স্মৃতির যন্ত্রণা,
    সীমাহীন কষ্ট হচ্ছে তবুও,
    কবিতার প্রধান চরিত্রের স্বপ্নকে আশ্রয় করেই পথ চলবো।
    কারণ যার মনে স্বপ্ন নেই, স্বপ্নের কল্পনা-কোলাজের রং নেই, সে মন যে বড়ো নিষ্ঠুর, কখনো বড্ড বাস্তবমুখী, স্বার্থপর, আত্মকেন্দ্রিক, আত্মসুখে মগ্ন এক যান্ত্রিক ব্যক্তিত্ব। দয়ামায়াহীন পাষাণ

  • @asmitabhattacharya7136
    @asmitabhattacharya7136 3 ปีที่แล้ว +71

    "তোমাকে আমি ভালোবাসি" এই কথা যে কত গভীর, তা আজ বুঝি, ভালোবেসে কাউকে ভালো রাখতে হলে প্রয়োজনে সে, যে ভালো বাসায় থাকতে চায়, সেথায় যেতে দেওয়া ভালো।
    চাওয়া-পাওয়ার নাম ভালোবাসা ভরা কামনা, কিন্তু পাখিকে মুক্ত করার নাম নিঃস্বার্থ ভালোবাসা।
    বেঁচে থাকতে চাই আমি নিঃস্বার্থ ভালোবাসায়, মেঘেদের ভিড়ে, তারাদের মাঝে।

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  3 ปีที่แล้ว +3

      অসা‌‌‌‌ধারন ‌।‌‌‌।।

    • @kahernaz
      @kahernaz ปีที่แล้ว

      th-cam.com/video/aFG4_cwueKA/w-d-xo.html

    • @BhorpetResortDigha
      @BhorpetResortDigha ปีที่แล้ว

      পাখী কে নিঃস্বার্থ ভালোবাসা যায়
      মানুষ কে নয় ।
      মেঘেদের মাঝে নিঃস্বার্থ ভালোবাসায় থাকা যায়না
      বৃষ্টি হয়ে নিচে আসতেই হবে ।
      হয়তো আপনি ঠিক
      কিন্তূ বাস্তব ভালোবাসায় চাওয়া পাওয়া থেকেই যায় ।

  • @debshreebhattacharya5807
    @debshreebhattacharya5807 3 ปีที่แล้ว +5

    খুব সুন্দর । স্বপ্ন না দেখলে হয়। কেও স্বপ্ন দেখেছিল আকাশে ওড়বে। চেষ্টা করলো । ঠিক পারলোনা। কিন্তু বিশ্বাস ছিল হবে । তার স্বপ্নকে কেও বিশ্বাস করল । অনেকেই করল । দুরে পৌঁছে দিলো । Aeroplane, spaceship, satellites শব হয়েছে তো। east has always given ideas(dreams) and west with science(technology) has transformed that idea into reality. But some people made weapons of destruction .

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  3 ปีที่แล้ว +1

      খুব সুন্দর বলেছো দিদি ।।।।ধন‍্যবাদ ।।

    • @recitationbyrhea14
      @recitationbyrhea14 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/uX4LXESVYBQ/w-d-xo.html

    • @rakhimandalasha4490
      @rakhimandalasha4490 3 ปีที่แล้ว +1

      Khub sundar ❤️

  • @abckon5862
    @abckon5862 ปีที่แล้ว +1

    আমি প্রথম শুনছি সত্যি অসাধারণ নিজের অজানতেই কখন যেন চোখ ভিজে গেল

  • @sopnerashai3846
    @sopnerashai3846 3 ปีที่แล้ว +17

    কিছুক্ষণ হারিয়েছিলাম স্বপ্নের মাঝে অসাধারণ আবৃত্তি

  • @swapnapaul9247
    @swapnapaul9247 3 ปีที่แล้ว +18

    অসম্ভব সুন্দর...!!.... এই কবিতাটি যেন আমার অদৃশ্য মনের পর্দায় মিশে গেছে....!!দৃষ্টির আড়াল হলেই কি তাকে দূরত্ব বলে দেওয়া যায়....!!!! নিশ্চয়ই না,,, তবে বোধকরি সম্পর্কে দূরত্ব ,, কিছুটা হলেও জরুরি,,, অন্য কোনো কারন চরিতার্থ করার জন্য না হলেও কাছের মানুষটিকে ভালো রাখার জন্য দূরত্ব দরকার....!... 💞💞

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  3 ปีที่แล้ว +2

      একেবারেই সঠিক ।

    • @manashisarkar9196
      @manashisarkar9196 ปีที่แล้ว

      Ekdam thik bolechhen ....bhalobasar manush k bhalo rakhte r nijeo bhalo thakte samporke majhe majhe duratwo khub e pryojon ....

  • @swapnabiswas2549
    @swapnabiswas2549 3 ปีที่แล้ว +15

    মন ছুঁয়ে যাওয়া লেখা আর অনন্য উচ্চারণে.. অদ্ভুত আবেশ সৃষ্টি করে কবিতাটি.. যতবারই শুনি আরও ভালো লাগে, নতুন করে।

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  3 ปีที่แล้ว

      Thanks

    • @satyajitpyne6462
      @satyajitpyne6462 2 ปีที่แล้ว +1

      সত্যিই খুব সুন্দর।।মন ছুঁয়ে গেলো❤️👌

  • @subhradey8660
    @subhradey8660 3 ปีที่แล้ว +5

    ভীষণ সুন্দর কবিতা। আবৃত্তিকারিনীর তো তুলনা হয় না

  • @rounakbose5968
    @rounakbose5968 2 ปีที่แล้ว +3

    অসাধারণ,অনবদ‍্য...
    সবার জীবনে এমন এক স্বপ্ন থাকে যেটা বাস্তবায়ন হওয়া খুবই মুশকিল তবুও মানুষ তার পেছনে ছোটে।
    শুধু বলব ভালো থাকুক না হওয়া প্রিয় মানুষটি।

  • @mdhelaluddin9899
    @mdhelaluddin9899 2 ปีที่แล้ว +1

    Ki sondhor kobita...eto sondhor kore kew bolte pare aj sonlam...wow very very nice

  • @antaramondal6489
    @antaramondal6489 3 ปีที่แล้ว +21

    মন ছুঁয়ে গেলো,,, চোখ ছলছল করে উঠল আর মনে হলো ভালোবাসা এমনি 💕🤗❤️

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  3 ปีที่แล้ว +2

      হ‍্যাঁ,মনে হয় ভালোবাসা এই রকম।।।

    • @rasmoniadhikari2974
      @rasmoniadhikari2974 2 ปีที่แล้ว

      th-cam.com/video/EDI045eaLps/w-d-xo.html

  • @rishab5502
    @rishab5502 3 หลายเดือนก่อน

    একপক্ষীয় ভালো বাসা।
    খুব প্রিয় কবিতা। অনেক খুঁজে পেলাম। মন ছুঁয়ে যাওয়া।

  • @mowsumibasu3010
    @mowsumibasu3010 3 ปีที่แล้ว +3

    মনটা ভারাক্রান্ত হয়ে গেল। কবিতাটা শুনে তোমাকে মনে পড়ছে। বেথুন কলেজের বান্ধবী মৌসুমী

  • @SangitaDas-jt2lw
    @SangitaDas-jt2lw 3 ปีที่แล้ว +9

    মন ছুঁয়ে যাওয়া কবিতা.... অসাধারণ 👌

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  3 ปีที่แล้ว +1

      ধন‍্যবাদ 💐💐💐💐

    • @sisirkantidey8717
      @sisirkantidey8717 2 ปีที่แล้ว

      আমি এই কবিতাকে ভীষণভাবে বুঝি।এর মধ্যে জে কতোখনি বেথাআছে আর কতো তেগ আছে।কিছু বলার নেই ।

  • @souravsaha634
    @souravsaha634 ปีที่แล้ว +23

    দিদি, তোমার কন্ঠ ঘুমন্ত হৃদয়ের স্পন্দন কে সজীব করিয়া তোলে।অপ্রকাশিত কোমল অনুভূতি গুলো জীবনকে অনাবিল প্রাণবন্ত করিয়া রাখে💜💜

  • @tiktokloversoumiily5217
    @tiktokloversoumiily5217 ปีที่แล้ว +2

    অপরূপ সুন্দর একটি কবিতা মন ভরিয়ে দিল জলে ভিজে গেল দুই চোখ ❤️❤️❤️😖😖

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  ปีที่แล้ว

      😢😢😢

    • @aninditadutta95
      @aninditadutta95 8 หลายเดือนก่อน

      কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো

  • @surjyakantakar4016
    @surjyakantakar4016 3 ปีที่แล้ว +5

    অসাধারন। প্রকৃত ভালোবাসা গুলো এমনি হয়, হারিয়ে যায়।

  • @ssb3097
    @ssb3097 2 ปีที่แล้ว +3

    কবিতাটি আগে অনেক বার শুনেছি। কিন্তু আজ, কবিতার সঙ্গে আমার বাস্তবটা মিলে গেলো। মিললো না শুধু আমার জীবনটা। ভালো থাকুক সে।

  • @Luxu6
    @Luxu6 2 ปีที่แล้ว +14

    এইভাবেই কতো স্বপ্ন অকালে ঝরে পড়ে, শুধু কাঁদলাম অঝোরে,আসলে সত্যি ই তাই আবেগ মানে বোকামি ,স্বপ্ন দেখা মানে মাথা পাগলের আখ্যা পাওয়া।

  • @MonMajhi5L
    @MonMajhi5L 4 หลายเดือนก่อน +1

    এই কবিতা গুলো যতবার শুনি মনে হয় আরো অনেক বেশি বেশি করে শুনতে ইচ্ছে করে

  • @Poet_Simon_Ali
    @Poet_Simon_Ali ปีที่แล้ว +3

    বাহ কি সুন্দর কন্ঠের উপস্থাপনা মনটা জুড়িয়ে গেল😊

  • @koushikbarman2200
    @koushikbarman2200 3 ปีที่แล้ว +2

    Heart touching 🙏🙏🙏
    Sotti bhasa nei..swarthopor hoye na,,antor diye..bhalobasa beche thakuk,,
    👍👍👍 ❤️❤️❤️

  • @burodas1904
    @burodas1904 3 ปีที่แล้ว +131

    যাঁকে ভালো বেসেছি তার ভালো থাকার জন্য তাকে ছেরে এসেছি কবিতা সুনে তাঁকে মনে পরে গেলো

    • @arindamchowdhury2577
      @arindamchowdhury2577 3 ปีที่แล้ว +5

      অসাধারণ

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  3 ปีที่แล้ว +15

      সত‍্যি ।।। এই তো জীবন ।
      "না পারি তাকে কাছে ডাকতে
      না পারি তাকে ভূলে থাকতে" ।।

    • @tiyasharakshit6569
      @tiyasharakshit6569 3 ปีที่แล้ว +3

      ha sotti

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  3 ปีที่แล้ว +2

      @@tiyasharakshit6569 একেবারে ।।।

    • @hosenkhan574
      @hosenkhan574 3 ปีที่แล้ว +8

      কাউকে ছেড়ে থাকা যে কি কষ্ট তা শুধু তারাই বুঝে যারা আপনজনদের ছেড়ে আছে

  • @gamingshuvo5620
    @gamingshuvo5620 3 ปีที่แล้ว +1

    Chokhe jol dhore rakhte parlm na.. Osadharon aktu kobita

    • @titassinha9725
      @titassinha9725 3 ปีที่แล้ว

      th-cam.com/video/JqA2fsIG6r4/w-d-xo.html

  • @smculturalcreation9728
    @smculturalcreation9728 2 ปีที่แล้ว +3

    নিঃস্বার্থ ভালোবাসা যে কতটা কষ্টদায়ক তা কবিতাটা শুনে আরও একবার বুঝে গেলাম।

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  2 ปีที่แล้ว

      একেবারে ঠিক।।

    • @kahernaz
      @kahernaz ปีที่แล้ว

      th-cam.com/video/aFG4_cwueKA/w-d-xo.html

  • @galposalpo7236
    @galposalpo7236 3 ปีที่แล้ว +2

    খুব পছন্দের একটা কবিতা । তাও আবার প্রিয় মানুষের কন্ঠে ,,,আহা

    • @sumitmondal02
      @sumitmondal02 3 ปีที่แล้ว

      🌼🥀
      বড়ো গল্পঃ এবং উপন্যাস খুব অল্প সময়ে শোনার জন্য, #thesummarybangla পরিবারের সঙ্গে থাকুন... চ্যানেলটি subscribe করতে ভুলবেন না!😊

  • @nehamondal7622
    @nehamondal7622 3 ปีที่แล้ว +3

    খুব মনে পরে গেল তার কথা তার কথা মনে আসতেই চোখের কোণে কখন যে জল চলে আসে 🙂🙂🙂🙂

  • @ripansen6076
    @ripansen6076 หลายเดือนก่อน

    Heart touching voice and lines... If you have to keep your distance from your loved one to keep him safe, then it is better to do so.

  • @dipchandroy7519
    @dipchandroy7519 3 ปีที่แล้ว +13

    "Tahole tumi to amake harabe.
    Timai paini to kokhono"
    Darun
    🙏

  • @LeenaGanguly-nw8pj
    @LeenaGanguly-nw8pj 8 หลายเดือนก่อน

    অপূর্ব
    কিন্তু খুব দুঃখের
    এক তরফা ভালোবাসা কোনদিন সার্থক হয়না

  • @shibanighosh3799
    @shibanighosh3799 ปีที่แล้ว +3

    ব্রততী , তোমার মধুর কণ্ঠে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শোনালে, এর জন্য অনেক ধন্যবাদ🙏💕

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  ปีที่แล้ว

      ভালো থাকবেন ।🙏🙏🙏

    • @kahernaz
      @kahernaz ปีที่แล้ว

      th-cam.com/video/aFG4_cwueKA/w-d-xo.html

    • @aninditadutta95
      @aninditadutta95 8 หลายเดือนก่อน

      কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤

  • @karabigupta689
    @karabigupta689 8 หลายเดือนก่อน +1

    Osadharon, sundor, tragedy bolei ki... Love is blind.😢

  • @chitrasvlogsong2870
    @chitrasvlogsong2870 ปีที่แล้ว +4

    খুব সুন্দর, কবিতাটা অনেকদিন পর শুনলাম আবার আজ থেকে ছয় সাত বছর আগে কবিতাটা পড়েছিলাম আর আজকে আপনার কন্ঠে শুনলাম ,কোথাও যেন একটা হারিয়ে গেলাম ক্ষণিকের জন্য

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  ปีที่แล้ว +1

      অনেক ধন‍্যবাদ ।

    • @aninditadutta95
      @aninditadutta95 8 หลายเดือนก่อน

      কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤

    • @chitrasvlogsong2870
      @chitrasvlogsong2870 8 หลายเดือนก่อน +1

      @@aninditadutta95 হ্যাঁ অবশ্যই শুনতে যাবো

  • @mintubiswas4021
    @mintubiswas4021 3 ปีที่แล้ว +2

    Osadharon ai kotha gulo sune amar chokhe jol chole elo 😭😭

  • @satyanweshi_byomkesh
    @satyanweshi_byomkesh 3 ปีที่แล้ว +11

    সুন্দর, পবিত্র, শান্ত, হৃদয়-বিদারক..! ❤️💔✨

  • @yeasminakter1171
    @yeasminakter1171 2 ปีที่แล้ว +1

    !!√অসাধারণ সুন্দর!! কবিতার আবৃত্তি শুনে বিষন ভালো লগগো!...

  • @joykumardas3816
    @joykumardas3816 3 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগতো , 7 বছর আগে ব্যাঙ্গালুরু থাকার সময় খুব শুনতাম,
    আজ অনেক দিন পরে শুনলাম

  • @mostaqueahmed146
    @mostaqueahmed146 ปีที่แล้ว

    খুব সুন্দর লাগলো কবিতা এবং আবৃত্তি, শুভকামনা রইল।

  • @moumitabhunia1218
    @moumitabhunia1218 3 ปีที่แล้ว +8

    উপসংহার টা খুবই মর্মাহত চোখে জলে এসে গেল

  • @priyankapranik7020
    @priyankapranik7020 2 ปีที่แล้ว +1

    Kotodin por sunlam sotti asadharon

  • @tarapalma6197
    @tarapalma6197 2 ปีที่แล้ว +4

    অসাধারণ আবৃতি। এ কবিতাটি যতবার শুনি, ততবার তৃষা বেড়ে যায় শুনতে। শুভ কামনা রইল।🌹🌹

    • @aninditadutta95
      @aninditadutta95 8 หลายเดือนก่อน

      কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤

  • @athenapaik16
    @athenapaik16 ปีที่แล้ว +1

    Anek din por sunlam
    Khub valo laglo 😊😊
    My favorite

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  ปีที่แล้ว +1

      অনেক ধন‍্যবাদ 👍👍👍

    • @athenapaik16
      @athenapaik16 ปีที่แล้ว +1

      @@biswaruplohar8709 🙏

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  ปีที่แล้ว

      @@athenapaik16 ভালো থাকবেন।

    • @athenapaik16
      @athenapaik16 ปีที่แล้ว +1

      @@biswaruplohar8709 upni o valo thakben

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  ปีที่แล้ว

      @@athenapaik16 নিশ্চয় ।। 🙏🙏🙏

  • @sampajana4795
    @sampajana4795 3 ปีที่แล้ว +3

    আমার এক প্রিয় কবিতা বলেই চলে ......
    অপূর্ব সুন্দর কবিতা ....

  • @bachhunandi4718
    @bachhunandi4718 8 หลายเดือนก่อน +1

    অনেকদিন পর ইউটিউব ঘাট তে ঘাট তে হটাৎ এসে পড়ল , শুনেও ফেললাম , আজও প্রতিটি বাঁশির সুর এর সাথে শরীরে কেমন যেন করে, লোম গুলো দাড়িয়ে উকি মারে । সত্যি অসাধারন ❤❤❤❤❤❤❤। কণ্ঠের সাথে বাঁশির সুর যেনো আমায় উন্মাদ করে দেই। না জানাই শ্রেয় ! জানতে চাইলে হয়তো আমার নয় শুধু প্রত্যেকের হয়তো দু চার লাইন প্রেক্ষ্যা পটে আঁকা বাঁকা কবিতার লাইন হতেই পারে ।।অসাধারন কবিতা , গা ছম ছম করে আজও 🫡

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  6 หลายเดือนก่อน

      ঠিক বলেছেন।

    • @mitalidebnath-nl8hs
      @mitalidebnath-nl8hs 4 หลายเดือนก่อน

      আমি নিজে কবিতা লিখি আমার কবিতা গুলো সোনার অনুরোধ রইলো ☺️🙏

  • @pratimamondal3066
    @pratimamondal3066 3 ปีที่แล้ว +8

    এত টাই মনোমুগ্ধকর আবৃত্তি যে বার বার শুনতে ইচ্ছে হয়🤗❤️🖤

  • @nilmondal5973
    @nilmondal5973 8 หลายเดือนก่อน +1

    ভালোবাসা বন্দিতে হয় না
    ভালোবাসা হয় খোলা আকাশে মুক্ত করাতে ❤❤
    তাই ভালোবাসা কে বাঁচতে দাও ভালোবাসা মতো করে ...
    ঐ যে রবি ঠাকুরের উনার সুন্দর গানের তাকে ব্যক্ত করেছেন"ভালোবেসে সখী নিভৃতে যতনে
    ‌‌আমার নামটা লিখ তোমার মনের ও মন্দিরে ...
    অনেকসময় ভালোভাসাকে ছেড়ে দিতে হয় ভালো রাখার স্বার্থে❤❤

  • @এসোশিখি-ফ৪ফ
    @এসোশিখি-ফ৪ফ 3 ปีที่แล้ว +5

    যদি আরো কারে ভালোবাসো
    যদি আরো ফিরে নাহি আসো..
    তবে তুমি যাহা চাও তাই যেনো পাও
    আমি যত দুঃখ পাই গো..
    আহা এই তো ভালোবাসা❤️❤️

  • @nilimadutta8968
    @nilimadutta8968 ปีที่แล้ว

    Sotti asadharon kobita r kobita path...Didi tomar kobita path amake roj beche thakar sokti dey....onk valo theko

  • @shinjini8856
    @shinjini8856 3 ปีที่แล้ว +3

    অসাধারণ বাচনভঙ্গি mam👌 প্রাণ জুড়িয়ে গেল।

  • @bagmitanandi3851
    @bagmitanandi3851 6 หลายเดือนก่อน +1

    অপূর্ব সুন্দর লাগল কবিতাটা ❤❤

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  6 หลายเดือนก่อน

      অনেক ধন‍্যবাদ।।

  • @JahidulIslam-zt5fl
    @JahidulIslam-zt5fl 3 ปีที่แล้ว +3

    কিছু সময় প্রিয় মানুষকে ভাল রাখতে, তাকে ত্যাগ করাটাই উত্তম মনে হয়৷ ভাল থাক প্রিয়।

  • @nibeditabhattacharjee1644
    @nibeditabhattacharjee1644 3 ปีที่แล้ว +1

    Ashadharon sundar.and ma'am your voice such a beautiful. Jotobar shuni totobar mon vore jai.

  • @taslimakhatun7683
    @taslimakhatun7683 3 ปีที่แล้ว +9

    হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @paritoshdas2285
    @paritoshdas2285 ปีที่แล้ว +1

    You're always outstanding heart touching 🌹🌹🌹🌄🌄🌄👌👌👌👍👍👍

  • @samimayeasmin1115
    @samimayeasmin1115 3 ปีที่แล้ว +5

    আবৃত্তি টি প্রথম আমি শুনেছিলাম 2017- তে🙂
    তখন খুব ভালো লেগেছিলো সযত্নে আমি একটা ডাইরীর মধ্যে আবৃত্তটি লেখে রেখেছিলাম। আজকে bookshelf টা গোছাতে গিয়ে দেখি ডাইরি টি এবং কি coincidence আমি এখনি গান শুনতে গিয়ে আবার আবৃত্তি টি শুনতে পেলাম।
    Thanks 😊🙏

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  2 ปีที่แล้ว +2

      অনেক ধন‍্যবাদ ।।।

  • @sanatanroy5483
    @sanatanroy5483 ปีที่แล้ว +1

    Onek din por sunlam.mind blowing

  • @swapnasathi3750
    @swapnasathi3750 3 ปีที่แล้ว +5

    স্বপ্ন না দেখলে মানুষ ভালো থাকবে কিভাবে?
    স্বপ্নতে সেই প্রিয় মানুষ টা বেঁচে থাকতে চাইলে থাকুক না সেই স্বপ্নে❤️❤️

    • @bindasbarshacreation2543
      @bindasbarshacreation2543 3 ปีที่แล้ว +2

      একদম ঠিক

    • @rokibuddin632
      @rokibuddin632 3 ปีที่แล้ว +1

      বেশ লেগেছে আপনার মন্তব্য

    • @swapnasathi3750
      @swapnasathi3750 3 ปีที่แล้ว +1

      @@rokibuddin632 thank you...
      যা সত্যি সেটাই তুলে ধরতে চেয়েছি শুধুমাত্র...

    • @recitationbyrhea14
      @recitationbyrhea14 3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/ExQ5Mg1XQaY/w-d-xo.html

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  3 ปีที่แล้ว +1

      একেবারে 👍👍👍

  • @dilipkumarnayek1039
    @dilipkumarnayek1039 5 หลายเดือนก่อน

    ভালোবাসা সত্যিই খুব দুঃখ দেয়,সিনেমাতেই ভালোবাসা পূর্ণতা পায়
    বাস্তব জীবনে ভালোবাসা গুলো হারিয়ে যায় নদীর স্রোতের মতো❤

  • @invoiceofsubhasish3764
    @invoiceofsubhasish3764 3 ปีที่แล้ว +3

    শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেছিলাম....🖤

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  2 ปีที่แล้ว +1

      অনেক ধন‍্যবাদ।।।

  • @lagnajitabhattacharya8208
    @lagnajitabhattacharya8208 3 ปีที่แล้ว +2

    Apurbo...prem to ektorphai hoe tate kono lenden thakena, thakle ta prem noe chukti.

  • @bonggirlruma3979
    @bonggirlruma3979 3 ปีที่แล้ว +3

    সত্যি, কবিতা শুনতে শুনতে গায়ে কাঁটা দিল।

  • @kobitayanjan9697
    @kobitayanjan9697 ปีที่แล้ว +2

    অসাধারন লাগলো। Kobitay anjan.

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  ปีที่แล้ว

      ধন‍্যবাদ।

    • @aninditadutta95
      @aninditadutta95 8 หลายเดือนก่อน

      কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো

  • @rajachakraborty441
    @rajachakraborty441 3 ปีที่แล้ว +3

    অনেক বছর পর কবিতাটি শুনলাম, খুবই সুন্দর,,,

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  3 ปีที่แล้ว +1

      ধন‍্যবাদ ।।।💐💐💐

  • @soumitraduari2485
    @soumitraduari2485 ปีที่แล้ว +2

    ভালোবাসা যদি কল্পনায় সুন্দর। আমি কল্পনায় ভালোবাসি। ভালো থাকুক কল্পনার ভালোবাসা।

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  ปีที่แล้ว

      Right

    • @Touhid-sTheory
      @Touhid-sTheory ปีที่แล้ว

      আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। কবিতা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।
      আমন্ত্রণ রইলো... 🥰

    • @aninditadutta95
      @aninditadutta95 8 หลายเดือนก่อน

      কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤

  • @sanjitsaw842
    @sanjitsaw842 3 ปีที่แล้ว +3

    অনেক সুন্দর,,, মনোমুগ্ধকর!! কোনো একজনের স্ট্যাটাসে লিঙ্ক থেকে দেখতে এলাম!! তার কাছে যদিও জিগেস করতে পারবোনা কিছু!! তবে হয়তো তার মন খারাপ, খুব মন খারাপ!!

  • @সয়ননাথসন্জয়
    @সয়ননাথসন্জয় ปีที่แล้ว +2

    হায়রে নিয়তি বড়ই অদ্ভুত বড়ই নির্মম আচ্ছা আমার ভাবতে খুব অবাক লাগে মানুষের কি স্বপ্ন দেখা পাপ না স্বপ্নই মানুষের জন্যে পাপ🤔🤔🤔

    • @aninditadutta95
      @aninditadutta95 8 หลายเดือนก่อน

      কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো

  • @mintupaul1979
    @mintupaul1979 2 ปีที่แล้ว +6

    6 বছর আগে কবিতাটি শুনেছি , যতবার শুনেছি স্তব্ধ হয়ে গেছি

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  2 ปีที่แล้ว +1

      অনেক ধন‍্যবাদ।।।

  • @sushmitadas5909
    @sushmitadas5909 3 ปีที่แล้ว +2

    Asadharon abriti ta amar khub favourite eta ami ageo onek bar sunechi video ta dekhe thakte parlam na abaro sunlam 2chokhe jol elo.

  • @dr.neyamatubhuiyan147
    @dr.neyamatubhuiyan147 3 ปีที่แล้ว +17

    ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা ||:আমৃত্যু বধির:||
    ‘দেয়ালেরও প্রাণ আছে;’
    কালের কালিমালুপ্ত
    অকথিত কথার গুপ্ত ধনাগার
    পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে
    আমার কানে ভেসে আসে
    এই ভুতুড়ে বাণি।
    হত চকিত আমি
    আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’
    আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন:
    ‘ কান নয়, প্রাণ;
    দেয়ালেরও প্রাণ আছে।’
    আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই
    প্রাণ না থাকলে কান থেকে লাভ কী!
    যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না।
    প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ
    কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে
    গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া,
    ডমরু-দামামা বাজিয়ে;
    (যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।)
    তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে
    অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে;
    আমার তো কান আছে,
    অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো!
    তাহলে কি আমারও প্রাণ নেই?
    যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না;
    বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট,
    রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর,
    ভর দুপুরে কাকের কা-কা,
    গোলাপ পাঁপড়ির পতন,
    ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ;
    কোনো কিছুই তখন তার কানে বাজেনা।
    আবার ভয়ে ভয়ে
    সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই;
    খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ:
    ‘দেয়ালেরও প্রাণ আছে;
    তাই দেয়ালেরা কানে শুনতে পায়;
    তোমার কান আছে; প্রাণ নেই,
    তাই বৈকল্যে তোমার কান;
    যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ।
    কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির,
    নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী;
    আমৃত্যু বধির।’
    #neyamatbhuiyandr

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  3 ปีที่แล้ว +1

      ধন‍্যবাদ 💐💐💐💐

    • @kahernaz
      @kahernaz ปีที่แล้ว

      th-cam.com/video/aFG4_cwueKA/w-d-xo.html

  • @bubaisaha6241
    @bubaisaha6241 4 หลายเดือนก่อน

    অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @lunachakraborty4142
    @lunachakraborty4142 3 ปีที่แล้ว +3

    অসাধারণ, অপূর্ব মনটা ভরে গেল ।

  • @siamhossain-
    @siamhossain- ปีที่แล้ว +1

    একদম মন ছুঁয়ে যাওয়া লেখা
    আর দিদির আবৃত্তি অসম্ভব সুন্দর ❤

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন। ধন‍্যবাদ।।।

  • @bindasbarshacreation2543
    @bindasbarshacreation2543 3 ปีที่แล้ว +6

    পৃথিবীটা গোল তাই একদিন না একদিন ঠিক দেখা হবে বন্ধু

  • @sanjoysarkarroll-0320
    @sanjoysarkarroll-0320 ปีที่แล้ว +2

    Mon chuye gelo...❤️🥺

  • @rajachakraborty441
    @rajachakraborty441 3 ปีที่แล้ว +3

    সমাজের একঘেয়ামির বাইরে কিছু মানুষ হয়, তারা হল ইশ্বর এর
    স্বপ্ন, মানবিক যুক্তির বাইরে,,,

  • @dipankarmondal6181
    @dipankarmondal6181 ปีที่แล้ว +4

    প্রেম স্বপ্নেই খুব সুন্দর🤗❤

    • @biswaruplohar8709
      @biswaruplohar8709  ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন।।।

    • @aninditadutta95
      @aninditadutta95 8 หลายเดือนก่อน

      কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো😊

  • @ahaanpaul8395
    @ahaanpaul8395 ปีที่แล้ว +2

    Amar gaye kata dicchilo,eto shundor kore apni bolen sotti sopner desh e pouche jai ❤️

    • @aninditadutta95
      @aninditadutta95 8 หลายเดือนก่อน

      কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤

  • @paromitagangully7358
    @paromitagangully7358 4 ปีที่แล้ว +3

    Asadharon... 🙏🙏

  • @pickludas2160
    @pickludas2160 7 หลายเดือนก่อน

    প্রথম শুনেছিলাম তখন আমি ফ্ররশত ইয়ারে পড়তাম। সেই থেকেই কবিতা আবৃত্তির প্রতি আসক্ত হয়ে যায়

  • @shashanka5951
    @shashanka5951 3 ปีที่แล้ว +3

    চোখে জল এনে দিল। অসাধারণ।

  • @sutapaghosh7478
    @sutapaghosh7478 ปีที่แล้ว +1

    Asadharan. Khub sundar didi, 🙏🏽👌

  • @sulagnagoswami5093
    @sulagnagoswami5093 3 ปีที่แล้ว +7

    মন ছুঁয়ে যাওয়া গল্প ❤️

  • @mukulpal6888
    @mukulpal6888 ปีที่แล้ว +1

    মন ছুঁয়ে গেলো,,অপূর্ব,চোখ বন্ধ করে শুনলাম,চোখে জল😢😢

  • @jayshreedas4382
    @jayshreedas4382 3 ปีที่แล้ว +5

    স্বপ্ন সে তো স্বপ্নই হয় ।
    আমি জানি স্বপ্ন ছেড়ে তুমি আসবে না কখনো বাস্তবে তাই তোমাকে নিয়ে হাটি স্বপ্নের সেই এবরো খবেরো পথে যে পথে হাটার নেই মানা ।

  • @mousumipal4174
    @mousumipal4174 หลายเดือนก่อน +1

    Apurbo

  • @mustafijurrahmanfuad8815
    @mustafijurrahmanfuad8815 2 ปีที่แล้ว +3

    ভালোবেসে সারাজীবন ভালোবাসতেই মন চাই🥰

    • @aninditadutta95
      @aninditadutta95 8 หลายเดือนก่อน

      কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤

  • @antikajana3426
    @antikajana3426 3 ปีที่แล้ว +2

    Asadharon........
    Hridoy choya kobita........

  • @sanghamitraroy4545
    @sanghamitraroy4545 3 ปีที่แล้ว +4

    ভাল শব্দের ওজন দিন দিন বেড়েই যায়।
    যে বোঝে বা যে বোঝে না ......
    দুজনের কাছেই

  • @rajanimakhal6015
    @rajanimakhal6015 2 ปีที่แล้ว +1

    মন ছুঁয়ে গেল। দারুণ কবিতা আবৃত্তি পাঠ।

  • @sushscreation3908
    @sushscreation3908 3 ปีที่แล้ว +4

    Kotobar sunechi... Tabuo aro sunte icchey kore... Nisartho bhalobasa... 😢

  • @kanumondal905
    @kanumondal905 2 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো দিদি ভাই। শুনে আমি ও স্বপ্নে ভেসে গেলাম।

    • @aninditadutta95
      @aninditadutta95 8 หลายเดือนก่อน

      কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤

  • @thehouseofall5261
    @thehouseofall5261 2 ปีที่แล้ว +6

    কাউকে না পেয়েও আজীবন ভালোবেসে যাওয়া যায়💔