Sillery Gaon | Silk Route যাওয়ার আগে পাহাড়ের কোলে নিরিবিলি তে ১ দিন কাটালাম | Himalaya Homestay |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มี.ค. 2023
  • পাহাড়ের কোলে, সিকিমের Silk Route এর প্রথম stoppage হিসেবে অনেক মানুষ আসেন এই গ্রামে যার নাম হলো Sillery Gaon। এই ছোট্ট নিরিবিলি গ্রাম টি কালিম্পং থেকে মোটামুটি 25km এবং NJP থেকে প্রায় ৯০ km দূরে। আমাদের যেতে সময় লেগেছিল মোটামুটি ৪ ঘণ্টা মত। যানজট, বায়ু এবং শব্দ দূষণ থেকে এই গ্রামটি অনেকটা দূরে, তাই আমরাও বেছে নিয়েছিলাম এই নির্জন প্রান্তর। গ্রামে ঢোকার আগের 4 km রাস্তা কিন্তু একটু খারাপই। আসলে offbeat feel দেওয়ার জন্যই রাস্তা টি এরকম রাখা হয়েছে। তাই যারা sillery gaon যেতে চান তারা এটি মাথায় রাখবেন।
    👉 অনেক দিন আগে থেকেই আমাদের এই trip টি plan করা ছিল। বাচ্ছা এবং বয়স্ক লোকজন নিয়ে আমরা মোট ২৩ জন ছিলাম। যাত্রা শুরু করলাম sealdah station থেকে। উত্তরবঙ্গ express এ। Sealdah station থেকে ৭.৪০ এ ট্রেন ছাড়লো। Bandel থেকে ট্রেন divert করে দিয়েছিল জঙ্গিপুর এর দিকে। তাই ট্রেন NJP পৌঁছালো নির্ধারিত সময় থেকে ১.৫ ঘণ্টা late এ। আমরা NJP নামলাম প্রায় ৮ টা নাগাদ। আমাদের ৬ দিনের ট্রিপ ছিল। তাই গাড়ি আগে থেকেই booked ছিল।
    👉 Sillery gaon তে আমরা ছিলাম Himalaya Homestay তে। ভীষন সুন্দর, রং বেরংয়ের এই homestay তে অনেকগুলি ঘর আছে। সব ঘর গুলি তেই ৩ জন করে আরামসে থাকা যাবেই। ঘরের ভেতরে আছে দুটি খাট, প্রত্যেক খাটে দুটি করে রাখা কম্বল, আয়না, টেবিল, bed switch। Bathroom ও একদম পরিষ্কার। Basin, commode, gyser সব ই আছে। এখানে থাকতে গেলে জনপ্রতি ৮০০/৯০০ করে পড়বে। থাকা খাওয়া সমেত। গ্রাম এ ঢুকেই দেখি চারপাশের ফুল, এলাচ ক্ষেত, গাছ পালা, ছোট ছোট কটেজ, পাহাড়, সবই যেনো তৈরি হয়ে দাড়িয়ে আছে আমাদের কে স্বাগত জানানোর জন্য।
    👉 এখানে খাবার দাবার ও খুব tasty ছিল। সবাই মোটামুটি জানেন বোধহয় যে north bengal এর বেশিরভাগ জায়গা তেই কাঠের জ্বালে রান্না হয়। তাই খাবার এর স্বাদ আরও বেশি হয়। Lunch এ ছিল ভাত, ডাল, দু রকম সবজি, ডিমের কারি আর পাঁপড়। সন্ধ্যেবেলা liqur/দুধ চা, পকোড়া। Dinner এ ছিল মোটা মোটা একদম naan এর মত রুটি, আলুভাজা আর chicken কষা। সন্ধেবেলা আমরা একটু bonfire এর আয়োজন করে দিতে বলে ছিলাম। Chicken tandoori ছিল সঙ্গে। জনপ্রতি ১০০ টাকা extra দিতে হয়েছিল এর জন্য। Breakfast এ ছিল পুরি সবজি। একদম সকাল সকাল চা ও দেওয়া হয়েছিল।
    👉 দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু হাঁটাহাঁটি করতে বেড়িয়েছিলাম। জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে Ramitey View Point গেলাম সূর্যাস্ত দেখতে। জঙ্গল বেশ গভীর, অজস্র রকমের পাখি ও পোকার ডাক। ৩০ minutes হাটার পর শেষে একটু trekking পথ পেরিয়ে পৌছালাম Ramitey View Point. যদি weather ভালো থাকে তাহলে উত্তরবঙ্গের দুই সেরা আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা এই যুগলকে একত্রে নজরবন্দী করা যায় এখান থেকে।
    ওখানে পৌঁছে যা দেখলাম তা বর্ণনা করার মতন কোনো ভাষা আমার জানা নাই। আমরা সবাই মন্ত্র মুগ্ধের মত নিথর। কুয়াশা ঢাকা পাহাড়, নানান shade এর সবুজ এ ঢাকা পাহাড়, তিস্তা নদী, দূরের ছড়ানো ছিটানো ছোট ছোট গ্রাম, সর্পিল রাস্তা, আলো ছায়ার খেলা সবকিছু এক ফ্রেমে। সবাই বলে - 'কষ্ট করলে কেষ্ট মেলে'।
    সত্যি, এরকম কেষ্টর জন্য এরকম হাজার হাজার কষ্টের পথ পেরোনো যায়।
    👉 এখানে আরও কিছু দেখার জায়গা আছে। সেগুলি হলো:
    ১. Silent Valley: মূলত pine এর জঙ্গল এবং খুবই নিস্তব্দ। বলা বাহুল্য যে এই জন্যই নামকরণ ওরকম। গ্রাম থেকে ২০ minutes হাঁটা পথ। বনের নীরবতা, অজানা অদেখা পাখির কিচিরমিচির, মনোরম পাহাড়ি বাতাস এই জায়গাটিকে রহস্যময়ের পাশাপাশি romantic ও করে তুলেছে। এছাড়াও, এই স্থানের সবচেয়ে সুন্দর গ্রামবাসীরা আপনার হৃদয় জয় করবেই। আমরা অবশ্য এখানে যাইনি।
    ২. Damsung Fort: গ্রাম থেকে ৩০ minutes হাঁটা পথ। এটি একটি ঐতিহাসিক দুর্গ যা 1690 সালে লেপচা দের দ্বারা নির্মিত হয়েছিল। শেষ লেপচা রাজা গ্যাবো অচিওক এই দুর্গ থেকেই তার রাজ্য পরিচালনা করতেন। যদিও দুর্গটি মূলত ভুটানিদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ছিল, এই দুর্গটি 17 শতকের খ্রিস্টাব্দে লেপচা এবং ভুটিয়াদের মধ্যে দীর্ঘ জাতিগত যুদ্ধের সাক্ষী ছিল। দুর্গটি পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আক্রমণ থেকে রক্ষার জন্য ব্যবহার করা হয়। 1864 সালে অ্যাংলো-ভুটান যুদ্ধের পর, দুর্গটি ব্রিটিশদের দখলে চলে যায়। দুর্গটি আজ ধ্বংসাবশেষ যেখানে পর্যটকরা কেবল একটি আস্তাবলের ধ্বংসাবশেষ দেখতে পাবেন। যেখানে ঘোড়ারা জল পান করত এবং জলের উৎস যেখানে, সেখানে রানী স্নান করতেন। স্থানীয় লেপচা সম্প্রদায় ধ্বংসাবশেষ সংরক্ষণ এবং দুর্গের প্রয়োজনীয় সংস্কারের জন্য একটি সমিতি গঠন করেছে। একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ার কারণে এখান থেকে পাহাড় এবং সমতল ভূমির সুন্দর দৃশ্যে দেখা যায়। আমরা সকলে ঘুম থেকে উঠতে পারিনি। তাই r যাওয়া হয়নি।
    দ্বিতীয় দিন সকালে আমরা এখান থেকে Padamchen রওনা দি।
    #sillerygaon #northbengal #eastsikkim #silkroute
    Himalaya Homestay
    Map: maps.app.goo.gl/fNjaXRGwDB9rv...
    Phone: 9635005410 / 8016612447 / 9083521380
    Places covered in our silk route trip:
    Sillery Gaon
    Ramitey View Point
    Rishikhola/Reshi Khola
    Que Khola Falls
    Padamchen
    Zuluk
    Thambi View Point
    Zigzag Road
    Nathula Pass
    Nathang Valley
    Old Baba Mandir
    Kupup/Elephant Lake
    Jalsha View Point
    Jalsha Banglow
    Ramdhura View Point
    Ramdhura
    Lava
    Rishop
    Rhenock
    Siddhi Vinayak Mandir
    Lava Monestry
    Ichche Gaon

ความคิดเห็น • 45

  • @sumalyachatterjee007
    @sumalyachatterjee007 ปีที่แล้ว +2

    The most awaited vlog 😍 I'm just spellbound by the beauty.. editing ta video after video aro better hocche ♥️ ghore boshei travel hoye gelo!! 😬😬😬

    • @LimitlessBangali
      @LimitlessBangali  ปีที่แล้ว +1

      Thank you so much bhai ❤️
      It means a lot !!
      Many more to come 😉

  • @diptibagyoutuber7859
    @diptibagyoutuber7859 ปีที่แล้ว +1

    Ki sundor jaiga.. khub valo laglo video ta

  • @subhabag4781
    @subhabag4781 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @banglachando7004
    @banglachando7004 ปีที่แล้ว +2

    anek din por tomar vlg dekhlam...khub valo laglo

  • @chefpanda6602
    @chefpanda6602 ปีที่แล้ว +1

    osadharon vlog baniyecho...

  • @souvikpore9166
    @souvikpore9166 ปีที่แล้ว +1

    Khub sundor

    • @LimitlessBangali
      @LimitlessBangali  ปีที่แล้ว

      ধন্যবাদ ভায়া 😊

  • @Anucreation2330
    @Anucreation2330 ปีที่แล้ว +1

    বাহ খুব ভালো লাগলো ভিডিও টা

  • @sukhenmukherjee5993
    @sukhenmukherjee5993 ปีที่แล้ว +1

    Khub sundor hoyeche re arghya puro vlog ta dakhe abr jete iccha korche Next vlog r opekkha te roilam

    • @LimitlessBangali
      @LimitlessBangali  ปีที่แล้ว

      আরে কাকু 😍❤️🙏
      অনেক ধন্যবাদ 😊
      পরের vlog তাড়াতাড়িই আসবে 😊
      আর আমরা আবার যাবো ঘুরতে 😁

  • @dipusadhukhan5478
    @dipusadhukhan5478 ปีที่แล้ว +1

    😮

  • @sikhabanerjee1904
    @sikhabanerjee1904 ปีที่แล้ว +1

    Khub sundor...

  • @brahmapriyagoswami6167
    @brahmapriyagoswami6167 ปีที่แล้ว +2

    Darun❤

  • @Krishanu1013
    @Krishanu1013 ปีที่แล้ว +1

    Aharre! Bahare! Paharre!

  • @swatinaskar932
    @swatinaskar932 ปีที่แล้ว +1

    Darun👌👌

  • @mithudey237
    @mithudey237 ปีที่แล้ว +2

    Amazing 😎😎👍👍🔥

  • @Rasuyt
    @Rasuyt ปีที่แล้ว +1

    Bhaaaaa khub sundor Re puro ponchuuu❤❤

  • @siulimukherjee9373
    @siulimukherjee9373 ปีที่แล้ว +2

    Ufffff darun 🥰

  • @ishanibanerjee8739
    @ishanibanerjee8739 ปีที่แล้ว +1

    Darun......❤😊

  • @sandhyabhandari6585
    @sandhyabhandari6585 ปีที่แล้ว +1

    oshadharon hoyeche babu.. ❤️

  • @sharmisthadas7010
    @sharmisthadas7010 ปีที่แล้ว +1

    Wow ❤❤❤❤❤❤

  • @Krutarth_Vaishnav
    @Krutarth_Vaishnav ปีที่แล้ว +1

    Outstanding vlog dada, and the enjoyment you've done is making me jealous of you! 😀

  • @sreerrannabanna446
    @sreerrannabanna446 4 หลายเดือนก่อน +1

    Nice presentation 👌👍
    Ei homestay rasta theke kotota opore jodi bolen?

    • @LimitlessBangali
      @LimitlessBangali  2 หลายเดือนก่อน

      রাস্তা থেকে বেশ কিছু টা ওপরে, তবে homestay এর সামনে অবধি গাড়ি যায়।

  • @umashankarshaw9906
    @umashankarshaw9906 ปีที่แล้ว +1

    Dada amra ai homestay book korechi..... Homestay r manuser behavior kemom chilo??.. Ar overall homestay ta kemon chilo?

    • @LimitlessBangali
      @LimitlessBangali  ปีที่แล้ว

      Homestay khub e valo. Sobar behaviour o khub valo chilo. Khawa dawa, room sob besh valo.

    • @umashankarshaw9906
      @umashankarshaw9906 ปีที่แล้ว

      @@LimitlessBangali ha Dada amra akhane ase setai fell korchi.