Ramdhura Tour|Tour Of Ramdhura In One Day|Offbeat North Bengal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #trendytraveller #kalimpong #offbeatnorthbengal
    Ramdhura Tour|Tour Of Ramdhura In One Day
    *****************************************************
    Note-This channel does not promote or encourage any illegal aclivities,all content provided by this channel is meant for Entertainment purpose only.
    Instagram : t...
    Facebook : / trendy-traveller-10604...
    কলকাতা থেকে শিলিগুড়ি : • Sealdah To Siliguri Tr...
    রামধুরা হোমস্টে : • Ramdhura Tour |Ramdhur...
    *****************************************************
    কালিম্পং শহর থেকে 15 কিমি দূরে অবস্থিত রামধুরা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট গ্রাম। রামধুরা নামটি দুটি শব্দের সংমিশ্রণ থেকে উদ্ভূত হয়েছে 'রাম' যিনি একজন হিন্দু দেবতা এবং 'ধুরা' অর্থ গ্রাম। গ্রামটি কালিম্পং শহরের কাছে অবস্থিত।
    কালিম্পং শহরটি একটি দীর্ঘ শৃঙ্গের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত। দুরপিন এবং দেওলো হল শৃঙ্গের দুটি চূড়া এবং কালিম্পং শহর দুটির মাঝখানে অবস্থিত। দেওলো পাহাড়ি এলাকা থেকে দুটি স্পার উত্তর দিকে নেমে গেছে তিস্তার দিকে। এই স্পারের একটিতে, দেওলো থেকে প্রায় 8 কিমি দূরে রামধুরা গ্রামের অবস্থান। কালিম্পং-এর কাছাকাছি হওয়ার অর্থ হল আপনি আধা ঘন্টার গাড়িতে শহরে পৌঁছাতে পারবেন, তবুও গ্রামের জীবনের নির্জনতা এবং নির্মলতা উপভোগ করুন।
    রামধুরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফুট উচ্চতায় অবস্থিত। সবুজ পাইন গাছের বন এবং পাহাড়ে ঘেরা রামধুরা পর্যটকদের জন্য একটি শান্ত পরিবেশ প্রদান করে। রামধুরার পর্যটকদের জন্য কিছু প্রধান আকর্ষণ হল এর অফবিট গন্তব্য এবং গ্রামীণ পরিবেশ, কাঞ্চনজঙ্ঘা পর্বতের একটি দুর্দান্ত মনোরম দৃশ্য এবং সবুজ উপত্যকার নীচে প্রবাহিত তিস্তা নদীর একটি দৃশ্য, উদ্ভিদ ও প্রাণীজগত।
    সিকিম দার্জিলিং অঞ্চলের যে কোনো হিল স্টেশনের প্রধান আকর্ষণ হল কাঞ্চনজঙ্ঘা পর্বতের দৃশ্য। রামধুরা পর্বতমালার একটি পরিষ্কার এবং দুর্দান্ত দৃশ্যের সাথে দান করা হয়েছে। এটি খুব বিখ্যাত সিল্ক রুট দেখার জন্য একটি ভিত্তি যা অর্ধ শতাব্দী আগে কালিম্পংকে তিব্বতের সাথে সংযুক্ত করেছিল। ইচেগাঁও এবং সিলরিগাঁওয়ের মধ্যে একটি জনপ্রিয় হাইক সহ নিকটবর্তী বনগুলিতে ট্রেকিং বিকল্পগুলি উপলব্ধ রয়েছে। কালিম্পং-এর সমস্ত দর্শনীয় বিকল্পগুলি রামধুরা দ্বারাও উপভোগ করা যেতে পারে, দুটি স্থানের সান্নিধ্যের কারণে।
    ডেলো ভিউ পয়েন্ট - রামধুরা গ্রাম থেকে মাত্র 8 কিমি দূরে, ডেলো ভিউপয়েন্ট পাহাড় এবং পাহাড়ের চূড়াগুলির একটি দুর্দান্ত প্যানোরামিক দৃশ্য সরবরাহ করে। এটি এমন একটি পার্ক যা এখানে বাচ্চাদের মানসম্পন্ন সময় কাটানোর একটি দুর্দান্ত সুযোগ দেয়। এখানে আসা পর্যটকদের জন্য এটি অন্যতম প্রধান আকর্ষণ। এখানে প্যারাগ্লাইডিংও করা হয়।
    কালিম্পং বিজ্ঞান কেন্দ্র - এটি ডেলো ভিউ পয়েন্টের কাছে, এটি একটি বিজ্ঞান যাদুঘর এবং চারপাশের পাহাড়গুলির একটি ভাল দৃশ্যও রয়েছে৷ এটি বাচ্চাদের এবং পরিবারের জন্য কিছু মানসম্পন্ন সময় কাটানোর জন্য একটি ভাল জায়গা।
    ইচ্চে গাঁও - রামধুরা থেকে মাত্র 2.5 কিমি দূরে, ইচে গাঁও কালিম্পং জেলার একটি ছোট গ্রাম। এই জায়গাটি কিছু প্রাকৃতিক দৃশ্য সহ একটি শান্ত এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে।
    হনুমান মন্দির - ধর্মীয় আকর্ষণ ছাড়াও, এই স্থানটি কাঞ্চনজঙ্ঘা পর্বতের একটি দুর্দান্ত দৃশ্য দেখায়।
    সিলরি গাঁও, পেডং ইত্যাদিতে দিনের ভ্রমণ করা যেতে পারে। এছাড়াও পর্যটকরা যদি তিস্তা নদীতে রিভার রাফটিং করতে চান তবে রামধুরা থেকে একদিনের ভ্রমণের অংশ হিসাবে এটি করতে পারেন। সেখান থেকে এটি প্রায় 29 কিমি দূরে।
    বাসস্থান
    যেহেতু এটি একটি অফবিট গন্তব্য এবং মূল শহরের উপকণ্ঠে, এখানে বিলাসবহুল থাকার ব্যবস্থা নেই, বাজেট হোমস্টে যা আরামদায়ক এবং স্বাস্থ্যকর পর্যটক এবং পরিবারের জন্য উপলব্ধ। এই হোমস্টেতে থাকা পর্যটকরা এখানে বসবাসকারী স্থানীয় লোকজনের আতিথেয়তার অভিজ্ঞতা লাভ করে।
    সেখানে পাওয়া
    রামধুরা এনজেপি রেল স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে সহজেই প্রবেশযোগ্য। এখানে ভ্রমণের সবচেয়ে সহজ উপায় হল প্রথমে কালিম্পং আসা এবং তারপরে কালিম্পং থেকে রামধুরা পর্যন্ত প্রায় আধা ঘন্টার শর্ট ড্রাইভ করা। একটি বিকল্প পথ রয়েছে যা সিকিম বেঙ্গল সীমান্ত শহর রংপো থেকে যাত্রা করে এবং খাড়া পাহাড়ে উঠে মানসাং হয়ে রামধুরায় পৌঁছায়। তবে বেশিরভাগ দর্শনার্থীদের জন্য, কালিম্পং রুট এখানে পৌঁছানো সহজ হবে।
    #ramdhura #kalimpong #offbeat #offbeatdestination
    #offbeatnorthbengal #kalimpongvlog #kalimpongtour #onedaytrip #kalimpongdiaries
    #offbeatplaces #northbengal #aahithomestay

ความคิดเห็น • 74

  • @joyeetadutta7844
    @joyeetadutta7844 ปีที่แล้ว +2

    Darun homestay..ekhane sondhe belaye ki korlen, somoy katanor jonno?

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว

      আমরা তিনজন মিলে গল্প করছিলাম। মানে আমি আর দেবরাজ দা আর দেবরাজ দার একসাথী। আর সেদিন সন্ধ্যা বেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল।

  • @keltu4887
    @keltu4887 ปีที่แล้ว +2

    আমরা ছিলাম Himali home stay ta

  • @anidas8529
    @anidas8529 ปีที่แล้ว +1

    Erpor Dooars, Lataguri, Gorumara eisob jayga gulo o dekhte chai apnar channel e.. tobe egulo ekta lamba trip hisbe, with family holei beshi moja hobe.. 😊

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว

      একদম চেষ্টা করব কিন্তু ফ্যামিলি নিয়ে হবে কিনা তা জানি না। আর ডুয়ার্স ট্যুর খরচ সাপেক্ষ। অনেক ধন্যবাদ 🙏

  • @jai_hind108
    @jai_hind108 ปีที่แล้ว +1

    রামধুরা নামটাই ভগবানের 🧡

  • @SomnathDe-h7d
    @SomnathDe-h7d 3 หลายเดือนก่อน +1

    Homestay নাম, লীজ হোল্ডার র নাম, ওনার mob no টা description box e দিন।

  • @subhojitseal4950
    @subhojitseal4950 ปีที่แล้ว +1

    Ei year weather ta onno rokom... Amra jokhn geslm tokhn oto gorom chilo nah....

  • @bholanathmondal9956
    @bholanathmondal9956 ปีที่แล้ว +3

    North Bengal is very beautiful place.explor North Bengal

  • @mithurheshel1704
    @mithurheshel1704 ปีที่แล้ว +1

    Har har মহাদেব ❤

  • @ibgamer3005
    @ibgamer3005 ปีที่แล้ว +1

    Dada contact number gulo!?

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว

      দেখুন রামধূড়ায় এই হোমস্টের উপর একটা ভিডিও বানিয়েছি, সেখানে আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। ধন্যবাদ 🙏।

  • @BidyutBiswas-xb7wy
    @BidyutBiswas-xb7wy 8 หลายเดือนก่อน +1

    স্কুটি ভাড়া ওখানে কোথায় পাবো ,
    যদি যোগাযোগ করার নং দেন ভালো হয় ,
    সামনের মাসেই যাবো

    • @Trendytraveller
      @Trendytraveller  8 หลายเดือนก่อน +1

      +91 82504 42067 / +91 70298 77630
      স্কুটি আপনাকে কালিংপং থেকে ভাড়া করতে হবে। দুজনের নাম্বার দিলাম একবার কথা বলে দেখতে পারেন।

    • @BidyutBiswas-xb7wy
      @BidyutBiswas-xb7wy 8 หลายเดือนก่อน

      ধন্যবাদ দাদা

  • @kiransankardutta6534
    @kiransankardutta6534 ปีที่แล้ว +2

    Ramdhura, the village of vally,suparb. Purono smrity mone pora galo. Jalsa banglow . British banglow. Vew point in tree house suparb.barmek er himali home stay vew point theka o tista er kanchangha dakha Jai.

  • @prosantakumarpaul7345
    @prosantakumarpaul7345 ปีที่แล้ว +1

    দাদা একটা পেলিং এর ভিডিও দিন

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว

      একদম অবশ্যই অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ 🙏

  • @asisacharya6983
    @asisacharya6983 7 หลายเดือนก่อน +1

    Excellent.

  • @abhishekbanerjee4737
    @abhishekbanerjee4737 ปีที่แล้ว +2

    Khub sundor laglo har har mahadeb 🙏🕉️

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว

      ধন্যবাদ 🙏🙏। হর হর মহাদেব 🙏

  • @chittaranjanroy7430
    @chittaranjanroy7430 ปีที่แล้ว +2

    Khub sundor😍

  • @swagatabiswas02
    @swagatabiswas02 ปีที่แล้ว

    এত সুন্দর জায়গা , কিন্তু ভালো করে দেখলাম কোথায় ? নিজেকে না দেখিয়ে কি ট্রাভেল ভিডিও করা যায় না ?

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว

      আর কিছু ফুটেজ ছিল না।

  • @debrajroy2385
    @debrajroy2385 ปีที่แล้ว +2

    Excellent presentation ❤

  • @suvrajyotidey1746
    @suvrajyotidey1746 ปีที่แล้ว +1

    সত্যি দাদা পাহাড় সবসময়ের জন্য জিন্দাবাদ ❤❤❤ আর ব্লগটা পুরো ফাটাফাটি হয়েছে

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว

      একদম। অনেক ধন্যবাদ 🙏💗।

  • @enjoytravel2134
    @enjoytravel2134 ปีที่แล้ว

    কম কথা বলুন ভিউ দেখান

  • @moonmoonbanerjee1819
    @moonmoonbanerjee1819 ปีที่แล้ว +1

    প্রাকৃতিক সৌন্দর্য তো খুব ই ভাল তারসাথে মহাদেব এর মন্দির এবং তার ইতিহাস জেনে ভাল লাগল 🙏

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว +1

      হর হর মহাদেব। 🙏🙏

  • @somamukherjee8895
    @somamukherjee8895 8 หลายเดือนก่อน

    Home stay contact no?

  • @asokejhuri3797
    @asokejhuri3797 ปีที่แล้ว +1

    বাহ দারুণ সুন্দর প্রকৃতি দর্শন করলাম। ধন্যবাদ ।

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ 💗🙏

  • @swapan5382
    @swapan5382 ปีที่แล้ว +1

    Happy independence day .🧡🤍💚Jay Shri Krishna

  • @TheViewfinderOfficial
    @TheViewfinderOfficial ปีที่แล้ว +1

    দারুণ, দারুণ হয়েছে ভিডিওটা।

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ 🙏💗

  • @prodipghosal180
    @prodipghosal180 ปีที่แล้ว +1

    Dada apnar video kemon lagche bolte hobe na 😅😅anabadda 😊 b😢thakben dada

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ 🙏💗।

  • @kekapaul9315
    @kekapaul9315 ปีที่แล้ว +1

    অপূর্ব! দারুন লাগছে আপনার ব্লগ গুলো।

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ 🙏💗

  • @PriyabrataBera-tq7us
    @PriyabrataBera-tq7us ปีที่แล้ว +1

    Excellent 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤🎉

  • @DEBRAJSAMANTA-g3q
    @DEBRAJSAMANTA-g3q ปีที่แล้ว +1

    দারুন। ভালোলাগায় মন ছুঁয়ে যায়।

  • @debojitpolley97
    @debojitpolley97 ปีที่แล้ว +1

    ❤❤❤ khub sundor bhalo laglo ❤❤❤

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว

      Onek dhonyobad 🙏❤️...bhool hole oboshyo comments kore bolben.

  • @pradipkrbose2294
    @pradipkrbose2294 ปีที่แล้ว +1

    Darun darun sundor jayaga

  • @titu3437
    @titu3437 ปีที่แล้ว +1

    Khubu bhalo laglo

  • @shafiqchowdhury9700
    @shafiqchowdhury9700 ปีที่แล้ว

    Koi room tour koralen

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว

      আগের ভিডিওটা দেখুন।

  • @dwaipayanroy7998
    @dwaipayanroy7998 ปีที่แล้ว +1

    nice presentation ❤

  • @shubhadeepbiswas940
    @shubhadeepbiswas940 ปีที่แล้ว +1

    Trendy sir ki r bolbo aapnake ?? Ramdhura full jomjomaat vlog. Kya baat kya baat.

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว +1

      অপেক্ষা করছিলাম কখন কমেন্ট আসবে। অনেক অনেক ধন্যবাদ। ❤️❤️❤️

    • @shubhadeepbiswas940
      @shubhadeepbiswas940 ปีที่แล้ว +1

      @@Trendytraveller er poreo jodi ei dec er modhye dekha na koren thle kintu r apnar vlog dekhbo na . Apnake mail id dilam apnar contact number dewar jonno . Mail korlen na. Khub koshto peyechhi.

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว

      @@shubhadeepbiswas940 আরে আমায় ইনস্টাগ্রামে মেসেজ করো আমি রিপ্লাই করছি।

    • @shubhadeepbiswas940
      @shubhadeepbiswas940 ปีที่แล้ว

      @@Trendytraveller insta teh ki same naam achhe trendy sir? Amake thle insta account kortey hobe . Ami insta teh nei

    • @Trendytraveller
      @Trendytraveller  ปีที่แล้ว +1

      @@shubhadeepbiswas940 trendy_traveller123