না গো এই যে ধুলা - রবীন্দ্র সঙ্গীত টিউটোরিয়াল ইমনকল্যাণ দাদরা গীতালির গান Na Go Ei Je Dhula
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024
- title - না গো এই যে ধুলা - রবীন্দ্র সঙ্গীত টিউটোরিয়াল ইমনকল্যাণ দাদরা গীতালির গান Na Go Ei Je Dhula
In this video we tried to explain through our viewers how to sing the song Na Go Ei Je Dhula, a composition by Kavi Guru Rabindranath Tagore composed in the year 1929. raag Yaman Kalyan taal Dadra.
কঠিন গান এই চ্যানেলে আমরা বেশ কিছু শিখেছি, আজকে আমরা একটা সহজ গান শিখে নিই চলুন। না গো এই যে ধুলা আমার না এ, 1913 খ্রিস্টাব্দে রচিত এই গানটি গীতাঞ্জলি যুগের বৈশিষ্ট্য সম্পন্ন একটি প্রামাণ্য গান। সহজ রাগাশ্রয়ী সুরের ব্যবহার সহজ ছন্দ ও তালে...
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ সেপ্টেম্বর, ১৯১৩
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
na go ei je dhula
না গো, এই যে ধুলা আমার না এ।
তোমার ধুলার ধরার 'পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে॥
দিয়ে মাটি আগুন জ্বালি রচলে দেহ পূজার থালি--
শেষ আরতি সারা ক'রে ভেঙে যাব তোমার পায়ে॥
কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে--
কত যে তার নিবল হাওয়ায়, পৌঁছল না চরণছায়ে॥
অপূর্ব, আপনি ভীষণ যত্ন করে শেখান ।খুব ভালো লাগে ।
অসাধারণ
খুব সুন্দর
খুব ভালো লাগলো
আমার খুব প্রিয় একটি গান
অসাধরন
দারুণ লাগছে! বরাবরই আপনি অনেক ভালো করে শিখান অসাধারণ! নমস্কার।
অনেক ধন্যবাদ দিদি।
খুব ভাল লাগল সায়ন ৷ আপনার শেখানোর পদ্ধতি আমার খুব পছন্দ ৷ মনের মধ্যে গেঁথে যায়
ধন্যবাদ আপনাকে 🙏🏻🙏🏻 এটাই রবীন্দ্রসঙ্গীত শেখার সনাতন চিরায়ত পদ্ধতি। আকারমাত্রিক স্বরলিপি অনুসরণ না করলে কখনোই রবীন্দ্রগান শুধুমাত্র শুনে শুনে শেখা সম্ভব নয়।
🙏
খুব ভালো লাগলো ।
Thanks 👍🙏
Vishon valo laglo. Share korlam
ধন্যবাদ আপনাকেও।
Very nice song
ধন্যবাদ আপনাকে 🙏🙏
অভিনব, স্যার 🙏
গুরুদেবের রচনা, অভিনব তো হতেই হবে। 😁🤗😁🤗
আপনার শেখানো আমার খুব ভালো লাগে।
ধন্যবাদ আপনাকেও। এটাই আমার মতে রবীন্দ্রনাথের গানের প্রকৃত ট্রাডিশনাল শিক্ষা রীতি। আকারমাত্রিক স্বরলিপি দেখে সঠিকভাবে গান না শিখলে রবীন্দ্রগানের প্রকৃত গায়কির সন্ধান পাওয়া সম্ভব নয়।🙏🏻🙏🏻
Anek din par ei rbindra sangitta khub bhalo bhabe sikte parlam dhanyabad sir
ধন্যবাদ আপনাকেও।
কি সুন্দর... খুব সুন্দর করে শেখালেন স্যার.. Tempo টা বলে দেওয়াতে খুব সুবিধা হল তুলতে 🙏
ধন্যবাদ আপনাকে। 🙏🏻🙏🏻
Khub bhalo kore shekhan apni..🙏
ধন্যবাদ, এভাবেই আমি নিজে শিখেছি। এটাই রবীন্দ্রনাথের গানের ট্রেডিশনাল শিক্ষা পদ্ধতি।🙏🏻🙏🏻
Darun
ধন্যবাদ, এটি আমার অত্যন্ত প্রিয় একটি গান।
Asadharon
অনেক ধন্যবাদ।🙏🏻🙏🏻
Khub bhalo laglo 👍
স্বাগত জানাই আপনাকে।
অপূর্ব
ধন্যবাদ আপনাকেও।🙏🏻🙏🏻
Gan ti khuub Valo shekhalen.
ধন্যবাদ আপনাকেও। আমার মতে এটাই রবীন্দ্রগানের প্রকৃত শিক্ষার প্রণালী। আকারমাত্রিক স্বরলিপি দেখে সঠিক সুরে গান না শিখলে কোনদিনই রবীন্দ্রনাথের গানের সঠিক গায়কীর সন্ধান পাওয়া যায় না।🙏🏻🙏🏻
বাহ্!!
ধন্যবাদ।
Khub bhalolage apnar sekhano
ধন্যবাদ আপনাকেও, আমার মতে, এটাই রবীন্দ্রনাথের গানের প্রকৃত ট্রাডিশনাল শিক্ষা প্রণালী। আকারমাত্রিক স্বরলিপি নিখুঁত পড়তে শিখলে সেখান থেকেই গায়কীর দিকনির্দেশ পাওয়া যায়, তার জন্য অন্য কাউকে নকল করার প্রয়োজন পড়ে না। এই চ্যানেলে সেটাই আমি শেখানোর চেষ্টা করে যাচ্ছি।🙏🏻🙏🏻
ghurte ghurte bhalo lege galo tai sathi hoye gelam💓👌👍
অনেক ধন্যবাদ 🙏🏻🙏🏻
Apner sekhanor dharan khub valo
ধন্যবাদ আপনাকেও।
স্যার বেশ সহজ এবং সুন্দর ভাবে শেখালেন। ভীষণ ভালো লাগলো গানটা শিখতে পেরে। আমার পছন্দের গানটি শেখালে খুব আনন্দিত হব....... "তোমার দূয়ার খোলার ধ্বনি ওই বাজে।"
হ্যাঁ নিশ্চয়ই শেখাব, 🙏🏻🙏🏻🙏🏻 অনেক ধন্যবাদ অপেক্ষাকৃত সহজ একটি গান অনুরোধ করার জন্য। আমাদের দর্শকরা এই গানটির টিউটোরিয়াল খুব সহজেই ফলো করতে পারবেন বলে আমার বিশ্বাস।😃😃😃😃
এমন সুন্দর করে রবীন্দ্রনাথ এর গান এত সহজ উপায়ে শেখানো যায় ভেবেই অবাক লাগছে। আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই দাদা এবং আপনার সুস্থতা কামনা করি। এভাবেই আরও অনেক গান আপনার কাছে থেকে শেখার অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ আপনাকে। 🙏🏻🙏🏻
Khub bhalo laglo sir 🙏🙏
ধন্যবাদ আপনাকেও, ভাল থাকবেন। 🙏🏻🙏🏻
Khub sundar
ধন্যবাদ দিদি। 🙏🏻🙏🏻
স্যার অপূর্ব গান।যথারীতিই আপনার শেখানোর পদ্ধতির তুলনা নেই আর আপনার অপূর্ব কন্ঠস্বর এবং অসাধারণ গায়কী মনটাকে কোথায় নিয়ে যায়। আপনার এই ভিডিওতে আমি /আমরা উপকৃত ও সমৃদ্ধ হই।🙏🙏
ধন্যবাদ আপনাকে 🙏🏻🙏🏻 শিক্ষকতা করতে গিয়ে বহুদিন ধরে বহু রকম স্কেলে গান শিখিয়ে নিজের গলার মিষ্টতার আর কিছুই অবশিষ্ট নেই😭😭😭😭 আমি নিজেকে একজন শিক্ষক বলেই মনে করি, শিল্পী হয়ে ওঠার যোগ্যতা আমার নেই🙏🏻🙏🏻 তবুও আপনাদের আন্তরিক প্রশংসা পেলে ভালো লাগে।
রবীন্দ্রগান শেখানোর পদ্ধতির ব্যাপারে আমি একটু প্রাচীনপন্থী। আমার মতে, আকারমাত্রিক স্বরলিপি সঠিকভাবে অনুধাবন না করলে এই গানের প্রকৃত গায়কীর সন্ধান পাওয়া কখনোই সম্ভব নয়। এটাই রবীন্দ্রনাথের গান শেখার সনাতন রীতি।
দারুণ! বরাবরই আপনি অনেক ভালো করে শিখান অসাধারণ লাগলো। নমস্কার!
ধন্যবাদ দিদি, এটা আমার অত্যন্ত প্রিয় একটি গান। আমাদের শেষ ক্লাসে এই গানটির স্বরলিপি অনুসারে শিখেছিলাম।👍🙏🏻
@@robiscope স্বাগত।
খুব সহজ ভাবে শেখালেন, ধন্যবাদ।
ধন্যবাদ আপনাদের। এ সবই আমার গুরুদেব কৃপা তারা প্রাণ খুলে সঙ্গীত শিক্ষা দিয়েছেন তাদের কৃপাতে আমি এটুকু সামান্য আপনাদের শেখানোর ধৃষ্টতা প্রকাশ করি।
স্যার, খুব ভালো শেখালেন। 🙏
ধন্যবাদ আপনাকেও। এটাই আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য। রবীন্দ্রনাথের গানের প্রকৃত গায়কির সন্ধান পেতে গেলে আকারমাত্রিক স্বরলিপি থেকে গানের গায়কীর উৎস সন্ধান করে নিতে জানতে হবে। আমার সমস্ত টিউটোরিয়াল আমি সেটাই শেখাতে চেষ্টা করি।🙏🏻🙏🏻
@@robiscope 🙏🙏
Asadharon sir 🙏🏻
ধন্যবাদ আপনাকেও, এটা আমারও খুব প্রিয় একটা গান। 🙏🏻🙏🏻
বহু বছর আগে শেখা আমার অতি প্রিয় গান আবার করে এত সহজ ভাবে শেখালেন, মন ভরে গেল। এই গানের কথাও মন ছুঁয়ে যায়। অনেক ধন্যবাদ স্যার।
অনেক ধন্যবাদ। এটাই গীতাঞ্জলি যুগের গানের বৈশিষ্ট্য বলে আমার মনে হয়। আমার এতদিনের অভিজ্ঞতা যেটা বুঝতে শিখেছি, সেটা হল তথাকথিত সহজ রবীন্দ্রসঙ্গীত সুন্দর করে শ্রোতার মনে গানের কথার মর্মার্থ পৌঁছে দেওয়াই রবীন্দ্র সংগীত শিল্পীর আসল কাজ। এবং আপাতদৃষ্টিতে খুব সহজ মনে হলেও এটা অত্যন্ত কঠিন একটি কাজ। সহজ গান সুন্দর করে পরিবেশন করায় সবথেকে কঠিন।🙏🏻🙏🏻
ডেসক্রিপশনে সঞ্চারী অংশটি দেওয়া হয় নি।
ডিসক্রিপশন এ সঞ্চারী দিয়ে আপনি কি করবেন?
@@robiscope বুঝলাম না।
'ফুল যা ছিল ' ..... ---- অংশটি বাদ গেছে , সেটাই বলেছি। এখানে আমার কিছু করা বা না করার প্রশ্ন আসছে কেন ?
এই গানটি আমার খুব প্রিয়। আপনার কাছে নতুন করে গানটি শিখে খুব ভালো লাগছে। আপনার শিক্ষণ পদ্ধতি চমৎকার। 🙏
ধন্যবাদ আপনাকে। এটি আমারও খুব প্রিয় একটি গান। ভিডিওটা কাজে লেগেছে জেনে সত্যি ভালো লাগলো।🙏🏻🙏🏻
Joy guru 🙏
🙏🏻🙏🏻
খুব সুন্দর করে গানটি শেখালেন,,, সত্যিই আমরা সকলে খুব উপকৃত হ ই।
একটা বিষয় জানতে চাই তবলা কিভাবে সেট করবো গানের সঙ্গে
এই ভিডিওটি দেখলে সম্ভবত আপনার প্রশ্নের উত্তর পাবেন
th-cam.com/video/3P2jrg3sv24/w-d-xo.html
অপূর্ব গান!!!খুব ভাল লাগলো।কি সুন্দর ভাবে শেখালেন,, তার সঙ্গে গাইলেন !!!!সত্যিই, গায়কী যথার্থ না হলে গানের মাধুর্য্য ফোটে না।অশেষ ধন্যবাদ।🙏
ধন্যবাদ আপনাকেও। আমি আপনার সঙ্গে একমত। রবীন্দ্রগানের প্রকৃত গায়কীর সন্ধান পেতে গেলে আকারমাত্রিক স্বরলিপি অনুসরণ করে নিখুঁতভাবে গানটা শেখা খুবই প্রয়োজন।🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻
খুব ভাল লাগল। এর পর (একিসুধা রস আনে) যদি শেখান ভালো হয়
বড় প্রিয় একটা গান বললেন ❤️❤️❤️❤️ দেখি চেষ্টা করে, কবে শেখাতে পারি।🙏🏻🙏🏻
Can you please teach us the adorable song"majhe majhe tobo dekha pai"?
Yes that's a very popular song, but do you know this song has two versions! which versions you are talking about may I know?
স্যার
একটা ভানুসিংহের পদাবলী যদি শেখান দয়া করে
ভানুসিংহের পদাবলী নিয়ে একটা আলাদা সিরিজ করার ইচ্ছে আছে, তবে সেই সিরিজটা বর্ষায় বা বসন্তে করলেই ভালো হয় বলে আমার ধারণা।😁😁
আর ও চাই যে গান টি শেখান
নমি নমি চরণে এই গানটি যদি শেখান।
Khub soondor nibedon 👌🙏
হ্যাঁ নিশ্চয়ই শেখাবো। 🙏🏻
"গায়ে আমার পুলক লাগে" , এই গানটি শেখাবেন?
হ্যাঁ নিশ্চয়ই শেখাব, সঙ্গে থাকুন রবিস্কোপ এর। 🙏🏻🙏🏻
আমি গান টা জানি। তবু ও আপনার সাথে গাই। ভালো লাগে। আমার বয়স ৭৮ ।গলার সমস্যা একটাই গলাটা যেন শ্লেষা আসে। দম ভালো আছে।
অনেক ধন্যবাদ, আপনি গান না জেনেও যে আমার সাথে গান করেন সেটা জেনে মনে হচ্ছে আবার ভিডিও বানানোর পরিশ্রম সার্থক হল। গলায় শ্লেষ্মা আসা বয়স্ক মানুষদের জন্য একটা সাধারন সমস্যা। গরম জলের ভাপ নিলে এই সমস্যার, কিছুটা সমাধান হয় বলে আমার ধারণা তবে আমার অনুরোধ এসব নিয়ে ভাববেন না ভালোবেসে গানটা গেয়ে যান সেটাই সবথেকে বড় কথা।🙏🏻🙏🏻
Bhalo laglo
অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
Khub soondor laglo gaanti apner shekhano khub soondor
Pl aapani shekhan, kato baro vebechhinu
নিশ্চয়ই শেখাবো, ওটা তো খুবই কমন গান। 😊😊
Sir,jibana maroner simana chharaye gaan ti sekhaben,plz?
আমার অত্যন্ত পছন্দের গান, ইচ্ছে রইল।
Bread and butter kathata barjaniyo antata Rabi Thakrer gaaner khetre Rabindra Sangeet sadhanar bisoy ei tathya ta agami prajanma ke shekhan bojhan. Dr. Asit Das Retd Sr
CMO param bhakta abong shilpi.
গান শিখতে খুব ইচ্ছে করে। কিন্তু বয়েস হয়েছে, কান ও একটু খাটো হয়েছে। ডান হাতে ও একটু সমস্যা আছে। _______---------
প্রাণের আনন্দে গান করুন, সেটাই সবথেকে বড় কথা। 🙏🏻🙏🏻 অন্য কোন কিছু নিয়ে ভাববেন না, ভালো থাকবেন।
Gane gane tab Bandhan jak tute-a gan ti please shekhaben.
হ্যাঁ ওই গানটি এখনো শিখিয়ে উঠতে পারিনি, নিশ্চয়ই শেখাবো, আমার খুব প্রিয় গান। 🙏🏻🙏🏻
Sir kothai apni sekhan ektu bole deben. R apni ki biswa bharati er student? Sekhano dekhe mone hoi. Apnar sekhano boro sundar. Tai apnar kachhe sikhte chai
অপূর্ব
ধন্যবাদ।
অপূর্ব
ধন্যবাদ এবং নমস্কার