খুবই উপকারী আপনার এই ভিডিও আলোচনাগুলো।অনেক নতুন বিষয় জানার সুযোগ হয়, কিভাবে আরো ভালো গান গাওয়া যায় এবং বিভিন্ন সহযোগী বিষয়গুলো কে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়।অভিনন্দন আপনাকে, এই মূল্যবান ধারণাগুলো সবার সাথে ভাগ করার জন্য।
না দুঃখিত, আমার বাড়িতে একান্তভাবে গুরুকুল পদ্ধতিতে ক্লাস হয়। নির্দিষ্ট সময় সপ্তাহের নির্দিষ্ট দিনে আমার কাছে এসে বসতে হবে, নতুন শিক্ষার্থীকে অডিশনে পছন্দ হলে তবেই আমি শেখাবো।
বিনয়ের সঙ্গে একটি গোড়ার কথা বলি। এ সব অতি মূল্যবান কথা সন্দেহমাত্রও নেই। কিন্তু এ সবের আগে নিজের স্কেল চেনার সঙ্গে নিজের গলার পরিধি, অথবা "রেঞ্জ" চেনাটাও খুব জরুরী। রেওয়াজে এটা খানিকটা বাড়লেও, সকলের গলার রেঞ্জ এক হয় না, এবং নিজের গলার রেঞ্জের মধ্যে গান করাই ভাল। উদাহরণস্বরূপ, "আগামী পৃথিবী..........নাই আসি হেথা ফিরে" বা "দিন চলে যায়,.........সুদূর বিপুল সুদূর" একই সাবলীলতায় খুবই কম গলায় আসে। রেওয়াজ করে সে ক্ষমতা এলে ভাল, নইলে সাধ্যের অতিরক্ত পরিশ্রমে হিতে বিপরীত হবার সম্ভাবনা রয়েছে, এটা দেখেওছি, তাই বললাম। যা করবার, তা নিজের রেঞ্জের মধ্যে থেকে করাই ভাল। অতিশয়োক্তি হয়ে থাকলে ক্ষমা করবেন।
খুবই সাধারণ উদাহরণ, আমি তো ছাত্রছাত্রীদের আব্দুল করিম খান সাহেবের "যমুনাকে তির" এর আড়াই মিনিটের রেকর্ড শুনে দেখতে বলি এই বিষয়ে। মোদ্দা কথা হল অনুশীলন, সেটা না করলে, মস্তিষ্ক যতই সচল হোক না কেন, গলা বা হাত নিজের কাজ করে দেখাতে পারবে না। এইজন্যই রাগ সাধনার আগে অন্তত পাঁচ থেকে ছয় বছর শুধুমাত্র পাল্টা আর মেরুখন্ড করানো হতো হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতে। আধুনিক গানের আধুনিক যুগে আমরা শটকাট খুঁজতে ব্যস্ত, ঠিক সেই কথারই প্রমাণ দিচ্ছে আপনার মন্তব্য, তার ফল যা হবার, ঠিক তাই হয়েছে। 🤗🤗
এ বিষয়ে আমার বিদ্যাবুদ্ধি অনুসারে আলোচনা করেছি, দেখার অনুরোধ রইলো। তবে এই সম্বন্ধে রবীন্দ্রনাথ সংগীত চিন্তায় যে মত প্রকাশ করে গেছেন, আমার মতে সেটাই ধার্য হওয়া উচিত।
খুবই ভীষণ ভীষণ প্রয়োজনীয় ভিডিও এটা, Sir 🙏🙏। Pl একটা অনুরোধ যে নিজের স্বর ঠিক করবো কি ভাবে বা উঁচু স্বরে যাবো জোর দেবো না touch করতে হয় সেটা যদি এই ভিডিওটিতে বলে বলে দেখালে আমার বুঝতে সুবিধা হতো। ক্ষমা করবেন Sir, এভাবে বললাম বলে 🙏🙏
এর মানে আপনার রেওয়াজ করার পদ্ধতি সঠিক হচ্ছে না, গলায় চাপ পড়ছে। কিভাবে খোলা গলায় রেওয়াজ করতে হবে সেই বিষয়ে এই চ্যানেলে ভিডিও আছে, দেখার অনুরোধ রইল।
যে কথাগুলো মুখে বললেন, সেগুলো যদি অন্ততঃ একবার করে করে দেখাতেন তাহলে অনেক অনেক বেশী কার্যকর এবং সহজবোধ্য হ'ত। আমার মতো বয়স্ক এবং একইসাথে আপনার কথাগুলো সঠিকভাবে বুঝতে না পারা মানুষেরা খুব ভালোভাবে বুঝতে পারি আপনি অন্ততঃ একবার করে করে দেখালে। সশ্রদ্ধচিত্তে আপনার কাছে বাস্তবে প্রয়োগ করে দেখানোর সনির্বন্ধ অনুরোধ রাখলাম স্যার।
সাধারণত এই সমস্যার কারণ হচ্ছে সুরগুলোকে সঠিকভাবে না চেনা, সূক্ষ্ম কাজ গলায় আনার আগে প্রত্যেকটি স্বরকে তানপুরা সঙ্গে কানে চেনা বাঞ্ছনীয়, নাহলে সূক্ষ্ম স্থূল কোনও ধরনের কাজই গলায় আসবে না।
গুরুজি বলতেন গান গাইতে তিনটে জিনিস লাগে কান মাথা আর গলা। খেয়াল করে দেখুন, গলা তৃতীয়! সবার আগে প্রয়োজন কান তৈরি করা। বর্তমান প্রজন্মের মধ্যে এই জিনিসটার অভাব আমি সব থেকে বেশি অনুভব করি।
কন্ঠ খারাপ কথাটার অনেক মানে হয়, দীর্ঘদিন রিয়াজ করেও আপনার গলা সুরে আছে না, যদি ঘটনাটা এমন হয়... তাহলে আপনি গানের বদলে অন্য যেকোন মিউজিকাল ইন্সট্রুমেন্ট চেষ্টা করে দেখতে পারেন।
রবীন্দ্রনাথের গান ভালোভাবে অনুশীলন করলে যে কোন ধরনের কাব্য গীতি গাওয়া অনেক সহজ হয়ে যায়, তবে প্রত্যেক ধরনের গানের কিছু নিজস্ব অলংকরণ রীতি এবং স্টাইল থাকে, সেগুলোকে আলাদা করে শেখা প্রয়োজন।
আমি কোনদিন গান শিখিনি কিন্তু গান করি। রাগ রগিনী কিছু বুঝিনা। গান করার সময় একটা কথা মাথায় রাখি তা হল গানের অর্থ প্রকাশ করার চেষ্টা থাকে। এটা কি সঠিক? জানাবে।
স্যার আগে আমি কীর্তন গান করতাম কিন্তু গান করতে করতে আমার গলাটা ধরে যেত তার জন্য আমি গান ছেড়ে দিয়েছি , এখনও কোন বৈষ্ণব আখরা বা কোন ঠাকুর বাড়িতে গেলে কোন পদ গাইতে গেলে এখনও ঐ একই হয় ,এটা থেকে বেড়োতে হলে কি করতে হবে ।দয়া করে একটু জানাবেন স্যার ।জয় নিতাই
কবি পক্ষে গাইবার জন্য পূজা পর্যায়ের অনেক সুন্দর সুন্দর গান রয়েছে, হঠাৎ এখন এই গানের অনুরোধ কেন? 🙄🙄তবে আমার অত্যন্ত প্রিয় গান, নিশ্চয়ই পরে কখনো শেখাবো।🙏🙏
একটা কথা তোমায় বলছি আমি ও আমার মিষ্টার দুজনেই গান করে আসছি। ছোটবেলায় বি ফ্লাটেই ওনেচারাল বি তে গেয়ে আসছি।এখন গাইতে কষ্ট হচ্ছে, ভেঙে যায়, আবার ভালো ও হয়।গলার উপর কনফিডেন্স রাখতেই পারছি না। ভয়েস ট্রেনিং করছি। কিছুক্ষণ করবার পর একটু ছাড়ে। সবসময়ই ভয়েই মরে যাই। পাগলের মতো ভালোবাসি গান।একটা কিছু বল ভাই?গানলিখি ও সুর করছি প্রায়ত্রিশ বছর।গান তৈরি করছি বাট গাইতে পারছি না?বল কি করবো? সমাধান দাও।
খুব উপকৃত হলাম স্যার " কিন্তু আমি যেখানে গান শিখি সেখানে আমার শ্রদ্ধেয় গুরুমা আমায় b flat স্কেলের ওপরে রেওয়াজ করান ' আমি এই স্কেলটিতে হারমোনিয়াম এর সাথে তার সপ্তকে যতটা ভোকাল comfortable ভাবে নিয়ে যেতে পারি নীচে উদারা স্বর লাগাতে পারি না ,,,, কিন্তু যখন আমি d scale এ বাড়িতে কোনো কোনো সময় রেওয়াজ করি তখন নীচে এবং উপরে ভোকাল frequency সাথে স্বরের সাথে মিলে যায় ' আমার আসল স্কেল তাহলে কোনটি ??? ... আমি ঠিক বুঝতে পারছি না 😢
আপনার স্কেল সেটাই যেটাতে আপনি স্বাচ্ছন্দ বোধ করবেন, আপনার গুরুর কাজ আপনাকে রিয়াজটা বুঝিয়ে দেওয়া, আপনি বি ফ্ল্যাট স্কেলে অনুশীলনটাকে ভালোভাবে বুঝে নিন, কিন্তু রিয়াজ করার সময় নিজের স্কেলে সেটাকে অনুশীলন করার চেষ্টা করুন। স্কেল জিনিসটা অনেকটা জামার সাইজের মত, সেখানে আপনার যদি এক্সেল সাইজের জামা লাগে তাহলে আপনার এম সাইজের জামা কিনে কোন লাভ নেই, তা সেটার রং বা ডিজাইন আপনার যতই পছন্দ হোক না কেন। 🙏🙏
sir proti ta voice hishabe tar reaj nirbhor kore.....jar mondro strong jonmogoto take jodi ami jor kore mondro korte boli tahole tar khoti hobe.jar tar saptak durbal take onno rokom training dewa dorkar,jar sure gondogol take sure dhayan dewar dorkar,jar flexibility nai take shei reajer rasta dekhano dorkar,.
amar golata jodi ustad abdul karim khan er moto patla voice tahole amr ustad amir khan shaber moto bhari voice reaj na kora bhalo.tai bolchi proti ta student ke bhalo kore observe kore ok tar moto reaj korar training dea dorkar
ei generatin er student youtube theke shikhha nite chai kintu gan ta holo gurumukhi bidda eta oder bujate hobe tahole ora misguide hobe na.tai oder proper guidance dewa ta amader uchit
youtube er like pawar jonno amra somaj ke misguide korte pari na....common theory te je gan sombhhob na eta oder bujano dorkar...maf korben amr onek age ,60 plus....35 years theke ami AIR approved classical artist....jiboner obhhigota sharw korlam
ustad amir khan,bade ghulam alir moto singer , ja loke sarajibon adorsho hishabe meneche ,apni eshob bokowaj bondho korun.reaj kake bole ta protita loker jonno alada.apni eshob theory bole lok ke misguide korben na....apni eto boro singer na je reaj kake bole eta shikaben
Sundorbhabe bijhhiechen
Dhonyobad😊
দাদা সঠিক শিক্ষা দিছেন নমস্কার
ধন্যবাদ ও নমস্কার
স্যার, নমস্কার।
খুবই উপকৃত হলাম আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে।
এই বিষয়ে আরো আলোচনা করার ইচ্ছে রয়েছে, সঙ্গে থাকুন।
সঠিক ও প্রয়োজনীয় শিক্ষা দান পদ্ধতি ভালো লাগলো।
স্বাগত জানাই আপনাকে।
Darun laglo trips gulo
স্যার আপনার কথা গুলো খুব ভালো লাগলো
আপনারা যখন বলেন ভিডিওটা কাজে লেগেছে, তখন মনে হয় ভিডিও বানানোর স্বার্থক।
অসাধারণ আজকের আপনার ব্যাখ্যাগুলো ধন্যবাদ
ধন্যবাদ এগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন আশা রাখি
খুব ভাল লাগল।ধন্যবাদ দাদাভাই।
অনেক সুন্দর আলোচনা🙏🙏🙏🙏
ধন্যবাদ আপনাকেও
Khub sundar tips jibona pratham Paya amidhanna .thanku
খুব সুন্দর বলেছেন
অনেক ধন্যবাদ
আসাধারণ ভিডিওটি শুনলাম,
এটা অনেকেই মানতে চান না,
অনেক ধন্যবাদ
সুপ্রভাত 🙏
সুপ্রভাত এবং ধন্যবাদ, সুশ্রেস
খুবই উপকৃত হলাম, অসংখ্য ধন্যবাদ দাদা
খুব প্রয়োজনীয় ভিডিও পেলাম। ধন্যবাদ। ।
I am Jayanta Chakraborty folk singer ministry of culture Govt of India EZCC and Song &Drama...Excellent apnar Reyaj er Aalochana
অনেক ধন্যবাদ, আপনাকে আমাদের চ্যানেলের সদস্য হিসেবে পেয়ে গর্বিত হলাম। প্লিজ সঙ্গে থাকুন।
ভীষণপ্রাসঙ্গিক আলোচনা।খুব উপকৃত হলাম।
এই বিষয়ের ওপর আরো কয়েকটি ভিডিও বানানোর ইচ্ছে রয়েছে।
Ki sundor sintific vabe bojhan apni....
রাগ সংগীত সাধনা করতে এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি।
খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন। খুব ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকেও, খোলা গলায় সুরে গাওয়ার সম্বন্ধে একটা ভিডিও সিরিজ আস্তে আস্তে তৈরি হচ্ছে এই চ্যানেলে, দেখার অনুরোধ রইলো।
খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো অনেক কিছু শিখতে পারছি এই ভিডিও মাধ্যমে। আপনার শিক্ষনপদ্ধতি অসাধারণ ।
ধন্যবাদ আপনাকেও, আপনারা যখন বলেন, ভিডিওটা কাজে লেগেছে, তখন মনে হয়, এত পরিশ্রম করে ভিডিও বানানো সার্থক হলো।🙏🙏
Khub upokari advice Sir
আপনারা যখন বলেন ভিডিওটা কাজে লাগছে, তখন মনে হয় পরিশ্রম সার্থক হলো।
ধন্যবাদ আপনাকে দাদা .🙏 .
খুবই উপকারী আপনার এই ভিডিও আলোচনাগুলো।অনেক নতুন বিষয় জানার সুযোগ হয়, কিভাবে আরো ভালো গান গাওয়া যায় এবং বিভিন্ন সহযোগী বিষয়গুলো কে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়।অভিনন্দন আপনাকে, এই মূল্যবান ধারণাগুলো সবার সাথে ভাগ করার জন্য।
অনেক ধন্যবাদ, গুরুর কৃপায় সামান্য যতটুকু শিখেছি, তার সমস্তটা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে।
Khub sundor bojhalen sir
ধন্যবাদ, যখন আপনারা বলেন ভিডিওটি কাজে লেগেছে, তখন মনে হয় পরিশ্রম সার্থক হলো।
Tomak bohudin dekhina god bless you tumi valo boghao atai sikha
কাজের চাপে নিয়মিত ভিডিও আপলোড করে উঠতে পারছি না, দুঃখিত। চেষ্টা করছি যাতে নিয়মিত নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য।
খুবই প্রয়োজনীয় একটি ভিডিও পেলাম স্যার, ধন্যবাদ 🙏
ধন্যবাদ দিদি।
Khub valo laglo apnar alochona..
khub bhalo laglo apner video .
Upokar holo
আপনারা যখন বলেন ভিডিওটা কাজে লেগেছে, তখন মনে হয় এত পরিশ্রম করে ভিডিও বানানোর সার্থক হলো।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Gurudav
🙏🙏
খুব ভালো লাগলো
স্বাগত জানাই আপনাকে।
ভাল উদ্যোগ।
ধন্যবাদ
বাহ্..দারুণ বলেছেন,খুব ভালো লাগলো।
এই টপিকের ওপর আরো কয়েকটি ভিডিও বানানোর ইচ্ছে রয়েছে, সঙ্গে থাকুন।
Khub bhalo laglo.
ধন্যবাদ জানাই আপনাকেও।
I am agree with you sir ji.12 swar chinte para khub darkar.12 sur niye jaabe anek duur.Dillhi theke bolchhi.Namaskar.
Excellent nicely explained
ধন্যবাদ আপনাকেও।
আপনার টিপস শিরোধার্য। অনেক উপকার পেলাম ।
আপনারা যখন বলেন ভিডিওটা কাজে লেগেছে, তখন মনে হয়, এত পরিশ্রম করে ভিডিও বানানো সার্থক হল। ধন্যবাদ জানাই আপনাকেও।🙏🙏
খুব উপকৃত হলাম। ❤❤❤🙏🏼🙏🏼🙏🏼
Khub bhalo laglo apnar alochona bhalo thakben
আমি চিত্তরঞ্জনে থাকি। আপনার কাছে একা শেখা যাবে মাসে একবার?
না দুঃখিত, আমার বাড়িতে একান্তভাবে গুরুকুল পদ্ধতিতে ক্লাস হয়। নির্দিষ্ট সময় সপ্তাহের নির্দিষ্ট দিনে আমার কাছে এসে বসতে হবে, নতুন শিক্ষার্থীকে অডিশনে পছন্দ হলে তবেই আমি শেখাবো।
আপনার আলোচনা সবসময় ই খুব ভালো লাগে তবে যদি উদাহরণ সহকারে বুঝিয়ে দেন তাহলে খুব উপকার হয়।
এই ধরনের অনুশীলন বেশ কিছু ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে দেখানো হয়েছে, একটু ধৈর্য ধরে খুঁজে দেখার অনুরোধ রইলো।
Excellent
Thank you so much 😀
Khub shundor bhabhe bojhano hoyeche . Khub khub important video.Oshesh dhonyobad 🙏🙏Ami apnar notun subscriber ebong songeet er chhatri.
আপনার ফ্যান হয়ে গেছি🙏🙏🙏
Daroon - summary of many lessons - must for all of us.
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো।
@@robiscope definitely
ধন্যবাদ।খুব উপকারী আলোচনা ।একটা গানের অনুরোধ রইলো,-'আনন্দধারা বহিছে ভুবনে'।
এই গানটি এর আগেও একাধিক মানুষ অনুরোধ করেছেন, এই গানটা দুটো সুর আছে, একটা স্বরলিপি অন্যটি প্রচলিত। এর মধ্যে কোনটা শিখতে চাইছেন?
Really very nice message thank you Dada thank you so much 🙏🙏🙏🙏
বিনয়ের সঙ্গে একটি গোড়ার কথা বলি। এ সব অতি মূল্যবান কথা সন্দেহমাত্রও নেই। কিন্তু এ সবের আগে নিজের স্কেল চেনার সঙ্গে নিজের গলার পরিধি, অথবা "রেঞ্জ" চেনাটাও খুব জরুরী। রেওয়াজে এটা খানিকটা বাড়লেও, সকলের গলার রেঞ্জ এক হয় না, এবং নিজের গলার রেঞ্জের মধ্যে গান করাই ভাল। উদাহরণস্বরূপ, "আগামী পৃথিবী..........নাই আসি হেথা ফিরে" বা "দিন চলে যায়,.........সুদূর বিপুল সুদূর" একই সাবলীলতায় খুবই কম গলায় আসে। রেওয়াজ করে সে ক্ষমতা এলে ভাল, নইলে সাধ্যের অতিরক্ত পরিশ্রমে হিতে বিপরীত হবার সম্ভাবনা রয়েছে, এটা দেখেওছি, তাই বললাম। যা করবার, তা নিজের রেঞ্জের মধ্যে থেকে করাই ভাল। অতিশয়োক্তি হয়ে থাকলে ক্ষমা করবেন।
খুব ভাল বলেছেন
খুবই সাধারণ উদাহরণ, আমি তো ছাত্রছাত্রীদের আব্দুল করিম খান সাহেবের "যমুনাকে তির" এর আড়াই মিনিটের রেকর্ড শুনে দেখতে বলি এই বিষয়ে। মোদ্দা কথা হল অনুশীলন, সেটা না করলে, মস্তিষ্ক যতই সচল হোক না কেন, গলা বা হাত নিজের কাজ করে দেখাতে পারবে না। এইজন্যই রাগ সাধনার আগে অন্তত পাঁচ থেকে ছয় বছর শুধুমাত্র পাল্টা আর মেরুখন্ড করানো হতো হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতে। আধুনিক গানের আধুনিক যুগে আমরা শটকাট খুঁজতে ব্যস্ত, ঠিক সেই কথারই প্রমাণ দিচ্ছে আপনার মন্তব্য, তার ফল যা হবার, ঠিক তাই হয়েছে। 🤗🤗
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অপূর্ব!
@@robiscope 🙏🙏
Thank you sir ..chorono dhorite ta ektu shikhiye deben sir
Exellent
এই ধরনের আরো বেশ কিছু ভিডিও আপলোড করার ইচ্ছে আছে।
Thank you.
Most welcome 🙏 🤗
ভীষন ভীষণ উপকারী আলোচনা
খুব উপকৃত হলাম 🌹
ধন্যবাদ আপনাকে 🙏
ধন্যবাদ জানাই আপনাকেও, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা।
Ektu example diye dekhan please.
এরকম অনেক এক্সাম্পেল এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, একটু পরিশ্রম করে দেখে নেবার অনুরোধ রইল।
Thank you Sir 🙏🏻
Most welcome
Rabindra Sangeet ki vabe gaua ucit? Amr sob somoy mone hoy Rabindra Sangeet er style onno ganer tulonay onekta alada gaaner modulation houk ba onno techniques..... Please etar upore ekta video banaben
এ বিষয়ে আমার বিদ্যাবুদ্ধি অনুসারে আলোচনা করেছি, দেখার অনুরোধ রইলো। তবে এই সম্বন্ধে রবীন্দ্রনাথ সংগীত চিন্তায় যে মত প্রকাশ করে গেছেন, আমার মতে সেটাই ধার্য হওয়া উচিত।
সবাই আমার জন্য দোয়া করবেন আমি গান শিখতে চেস্টা করতেছি
🙏🌹
🙏🙏🙏
☺️🙏
নমস্কার দাদা।কাব্যগীতিটা একটু ব্যাখ্যা করলে উপকৃত হব।
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
অনেক ধন্যবাদ স্যার, দরকারী ছিল এটা খুবই, ধন্যবাদ 🙏🙏
ধন্যবাদ আপনাকেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এই বিষয় নিয়ে আরো ভিডিও আসছে, সঙ্গে থাকুন।
Aamar scale G#.... Kintu aami jokhon chora note a kori tokhon gala bose jay . kindly ektu guide korben .🙏
একটু পেঁক্টিকেল যদি একটু দেখালে কিছু জানতে পারবো 🙏
নিশ্চয়ই সাধ্যমত চেষ্টা করব, কিন্তু আগে আপনি বলুন ওই বানানটা লিখলেন কি করে?😳😳
খুবই ভীষণ ভীষণ প্রয়োজনীয় ভিডিও এটা, Sir 🙏🙏। Pl একটা অনুরোধ যে নিজের স্বর ঠিক করবো কি ভাবে বা উঁচু স্বরে যাবো জোর দেবো না touch করতে হয় সেটা যদি এই ভিডিওটিতে বলে বলে দেখালে আমার বুঝতে সুবিধা হতো। ক্ষমা করবেন Sir, এভাবে বললাম বলে 🙏🙏
এই বিষয়ে আগে ভিডিও বানিয়েছি, এই ভিডিওটির মধ্যেই সেই ভিডিওটির লিংক শেয়ার করা আছে, আশা করি দেখলে আপনি উপকৃত হবেন।
Ok
বাউল গান করতে কি করবো
যে কোন গানের জন্যই আগে গলা সুরে আনা প্রয়োজন
গান আমার প্রাণ অখনো আমি গাইতে চাই
Rewaz korar por ba gaan gaiber por gola dhore jachche ebong boshe jachhe.....kaj gulo properly korte parchi na....ki korbo plz bolun
এর মানে আপনার রেওয়াজ করার পদ্ধতি সঠিক হচ্ছে না, গলায় চাপ পড়ছে। কিভাবে খোলা গলায় রেওয়াজ করতে হবে সেই বিষয়ে এই চ্যানেলে ভিডিও আছে, দেখার অনুরোধ রইল।
যে কথাগুলো মুখে বললেন, সেগুলো যদি অন্ততঃ একবার করে করে দেখাতেন তাহলে অনেক অনেক বেশী কার্যকর এবং সহজবোধ্য হ'ত। আমার মতো বয়স্ক এবং একইসাথে আপনার কথাগুলো সঠিকভাবে বুঝতে না পারা মানুষেরা খুব ভালোভাবে বুঝতে পারি আপনি অন্ততঃ একবার করে করে দেখালে। সশ্রদ্ধচিত্তে আপনার কাছে বাস্তবে প্রয়োগ করে দেখানোর সনির্বন্ধ অনুরোধ রাখলাম স্যার।
গানের ভিতরের সুক্ষ কাজ হয়না, কিভাবে কন্ঠকে ফ্লাক্সিবল কররো। গানের কাজগুলো পারফেক্ট করতে পারবে।
সাধারণত এই সমস্যার কারণ হচ্ছে সুরগুলোকে সঠিকভাবে না চেনা, সূক্ষ্ম কাজ গলায় আনার আগে প্রত্যেকটি স্বরকে তানপুরা সঙ্গে কানে চেনা বাঞ্ছনীয়, নাহলে সূক্ষ্ম স্থূল কোনও ধরনের কাজই গলায় আসবে না।
শুধু B অর্থাৎ সাদা রিডটা কি সা ধরে গলা সাধা যাবে
সেটা নির্ভর করবে আপনার গলার স্কেল কি তার উপরে। স্কেল সম্বন্ধে বিস্তারিত ভিডিও চ্যানেলে আছে, দেখার অনুরোধ রইলো।
গান যে মস্তিষ্ক দিয়ে গাওয়া হয়, এটা খুব ঠিক কথা, আমরা কানে শুনি, মস্তিষ্কে রেজিস্টার্ড হয়, তা থেকে এটা বোঝা আমার গানটা সুরে লাগছে কিনা
গুরুজি বলতেন গান গাইতে তিনটে জিনিস লাগে কান মাথা আর গলা। খেয়াল করে দেখুন, গলা তৃতীয়! সবার আগে প্রয়োজন কান তৈরি করা। বর্তমান প্রজন্মের মধ্যে এই জিনিসটার অভাব আমি সব থেকে বেশি অনুভব করি।
খুব মূল্যবান টিপস দিলেন sir।
তবে প্রত্যেক টিপস এর ক্ষেত্রে একটু গেয়ে বা example দিলে আরও clear হতো।
এই বিষয়টা নিয়ে দেখছি একটা ভিডিও সিরিজ তৈরি হচ্ছে আস্তে আস্তে, পরবর্তী ভিডিওতে আশা করি এই ধরনের জিনিস পাবেন।
দাদা আমার কন্ঠ অনেক খারাপ। আমি কি গান করতে পারব না?
কন্ঠ খারাপ কথাটার অনেক মানে হয়, দীর্ঘদিন রিয়াজ করেও আপনার গলা সুরে আছে না, যদি ঘটনাটা এমন হয়... তাহলে আপনি গানের বদলে অন্য যেকোন মিউজিকাল ইন্সট্রুমেন্ট চেষ্টা করে দেখতে পারেন।
Sir sudhu rabindranath er ganer upor practice korle ki onno gaan sundor kore gawa jay ?
রবীন্দ্রনাথের গান ভালোভাবে অনুশীলন করলে যে কোন ধরনের কাব্য গীতি গাওয়া অনেক সহজ হয়ে যায়, তবে প্রত্যেক ধরনের গানের কিছু নিজস্ব অলংকরণ রীতি এবং স্টাইল থাকে, সেগুলোকে আলাদা করে শেখা প্রয়োজন।
আমি কোনদিন গান শিখিনি কিন্তু গান করি। রাগ রগিনী কিছু বুঝিনা। গান করার সময় একটা কথা মাথায় রাখি তা হল গানের অর্থ প্রকাশ করার চেষ্টা থাকে। এটা কি সঠিক? জানাবে।
স্যার আগে আমি কীর্তন গান করতাম কিন্তু গান করতে করতে আমার গলাটা ধরে যেত তার জন্য আমি গান ছেড়ে দিয়েছি , এখনও কোন বৈষ্ণব আখরা বা কোন ঠাকুর বাড়িতে গেলে কোন পদ গাইতে গেলে এখনও ঐ একই হয় ,এটা থেকে বেড়োতে হলে কি করতে হবে ।দয়া করে একটু জানাবেন স্যার ।জয় নিতাই
গলার কোনও সমস্যা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ায় বুদ্ধিমানের কাজ। হরে কৃষ্ণ।
Gaan gaite gele amar galar rog fule jae khub kharap lage
Noyono tomare payna dekhiye ai gaan jodi aktu shekhaten tahola khubi upokrito hoi...
কবি পক্ষে গাইবার জন্য পূজা পর্যায়ের অনেক সুন্দর সুন্দর গান রয়েছে, হঠাৎ এখন এই গানের অনুরোধ কেন? 🙄🙄তবে আমার অত্যন্ত প্রিয় গান, নিশ্চয়ই পরে কখনো শেখাবো।🙏🙏
এই কথাগুলো বোঝার জন্য আবার সেই ব্রেনকেই সক্রিয় রাখতে হবে
এছাড়া আর অন্য কোনও উপায় নেই, Music is all about Perception. 🙏
Microphone thakle jore na gaileo hoy...but microphn na thake surei gaichhi jore na hole kau suntei pay na,.ami jore gaiteo pari na..,.ki korbo...
একটা খুব সহজ কিন্তু কাজের প্র্যাকটিস আছে যেটা এই সমস্যার সমাধান করে, খুব তাড়াতাড়ি ওটা ভিডিও বানাবো, সঙ্গে থাকুন।
একটা কথা তোমায় বলছি আমি ও আমার মিষ্টার দুজনেই গান করে আসছি। ছোটবেলায় বি ফ্লাটেই ওনেচারাল বি তে গেয়ে আসছি।এখন গাইতে কষ্ট হচ্ছে, ভেঙে যায়, আবার ভালো ও হয়।গলার উপর কনফিডেন্স রাখতেই পারছি না। ভয়েস ট্রেনিং করছি। কিছুক্ষণ করবার পর একটু ছাড়ে। সবসময়ই ভয়েই মরে যাই। পাগলের মতো ভালোবাসি গান।একটা কিছু বল ভাই?গানলিখি ও সুর করছি প্রায়ত্রিশ বছর।গান তৈরি করছি বাট গাইতে পারছি না?বল কি করবো? সমাধান দাও।
খুব ভালো লাগলো। WA number এ contact করা যাচ্ছে না। যোগাযোগ করতে চাই।
Whatsapp করে রাখুন, আমি ফাঁকা হয়ে নিশ্চয়ই উত্তর দেব। অথবা সোমবার দুপুর বেলা 11:30 থেকে দেড়টার মধ্যে ফোন করতে পারেন।
Eta sabar Jana darkar
ধন্যবাদ আপনাকে, ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো।
সকাল সাঁঝে ধায় যে ওরা গান টা শেখাবেন?
নিশ্চয়ই শেখাবো, কিন্তু ভয়েস ট্রেনিং এর ভিডিওর কমেন্টে রবীন্দ্রনাথের গানের অনুরোধ কেন?
খুব উপকৃত হলাম স্যার " কিন্তু আমি যেখানে গান শিখি সেখানে আমার শ্রদ্ধেয় গুরুমা আমায় b flat স্কেলের ওপরে রেওয়াজ করান ' আমি এই স্কেলটিতে হারমোনিয়াম এর সাথে তার সপ্তকে যতটা ভোকাল comfortable ভাবে নিয়ে যেতে পারি নীচে উদারা স্বর লাগাতে পারি না ,,,, কিন্তু যখন আমি d scale এ বাড়িতে কোনো কোনো সময় রেওয়াজ করি তখন নীচে এবং উপরে ভোকাল frequency সাথে স্বরের সাথে মিলে যায় ' আমার আসল স্কেল তাহলে কোনটি ??? ... আমি ঠিক বুঝতে পারছি না 😢
আপনার স্কেল সেটাই যেটাতে আপনি স্বাচ্ছন্দ বোধ করবেন, আপনার গুরুর কাজ আপনাকে রিয়াজটা বুঝিয়ে দেওয়া, আপনি বি ফ্ল্যাট স্কেলে অনুশীলনটাকে ভালোভাবে বুঝে নিন, কিন্তু রিয়াজ করার সময় নিজের স্কেলে সেটাকে অনুশীলন করার চেষ্টা করুন।
স্কেল জিনিসটা অনেকটা জামার সাইজের মত, সেখানে আপনার যদি এক্সেল সাইজের জামা লাগে তাহলে আপনার এম সাইজের জামা কিনে কোন লাভ নেই, তা সেটার রং বা ডিজাইন আপনার যতই পছন্দ হোক না কেন। 🙏🙏
bapre apni eto bokchen but kirokom gan apni ektu sunan
sir proti ta voice hishabe tar reaj nirbhor kore.....jar mondro strong jonmogoto take jodi ami jor kore mondro korte boli tahole tar khoti hobe.jar tar saptak durbal take onno rokom training dewa dorkar,jar sure gondogol take sure dhayan dewar dorkar,jar flexibility nai take shei reajer rasta dekhano dorkar,.
amar golata jodi ustad abdul karim khan er moto patla voice tahole amr ustad amir khan shaber moto bhari voice reaj na kora bhalo.tai bolchi proti ta student ke bhalo kore observe kore ok tar moto reaj korar training dea dorkar
ei generatin er student youtube theke shikhha nite chai kintu gan ta holo gurumukhi bidda eta oder bujate hobe tahole ora misguide hobe na.tai oder proper guidance dewa ta amader uchit
youtube er like pawar jonno amra somaj ke misguide korte pari na....common theory te je gan sombhhob na eta oder bujano dorkar...maf korben amr onek age ,60 plus....35 years theke ami AIR approved classical artist....jiboner obhhigota sharw korlam
amra jodi next generation ke thik thak na dei tahole eta amader onnay
ustad amir khan,bade ghulam alir moto singer , ja loke sarajibon adorsho hishabe meneche ,apni eshob bokowaj bondho korun.reaj kake bole ta protita loker jonno alada.apni eshob theory bole lok ke misguide korben na....apni eto boro singer na je reaj kake bole eta shikaben
ব্যাস, এই কটা নামই মুখস্ত করতে পেরেছেন! আপনার গানের ভিডিওর অপেক্ষায় রইলাম আমরা সবাই, এই কমেন্টের স্ট্রিং এ লিংক পোস্ট করুন। 🙏
দাদা আপনাকে ধন্যবাদ ওই হায়ার নুট
কিভাবে লাগাইতে হয় একটু দেখালে ভালো হতো ধন্যবাদ আপনাকে
এ নিয়ে চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন, তবে আগে খোলা গলায় মন্ত্র ও মধ্য সপ্তক সুরের গাইবার চেষ্টা করলে উপকৃত হবেন।
Dada darun mulluban kotha shune bhalo laglo.pronam
ধন্যবাদ আপনাকে
খুব ভালো লাগলো আপনার মূল্যবান আলোচনা। খুব সুন্দর ও সহজে আপনি বুঝিয়ে দিলেন।
ধন্যবাদ আপনাকেও
🙏🙏🙏🌹
🙏🙏