ভাই যখন পাসপোর্ট করা হয়েছিলো তখন আনমেরিড ছিলো এখন মেরিড সেক্ষেত্রে এখন রিনিউ করার সময় আনমেরিড দিয়ে আবেদন করলে করা যাবে কি? উল্লেখ্য ভোটার আইডি কার্ডেও আনমেরিড ই দেওয়া আছে?
আসসালামু আলাইকুম ভাই আমি যখন আর পাসপোর্ট করি তখন আমি বিবাহিত ছিলাম না কিন্তু পরবর্তীতে আমি বিয়ে করি তো পাসপোর্ট ম্যারেড বসাতে পারব আর সে ক্ষেত্রে কি এক্সট্রা কোন কাগজ লাগবে কিনা????
পাসপোর্ট অফিসে কখনো চায়, আবার কখনো চায়না, এজন্য আমার কাস্টমারদেরকেউ আমি এই কথা বলি, যে ম্যারিড সার্টিফিকেট নিয়ে যেতে, কারন চেয়ে বসলে কি করবেন, আবার পরের দিন যেতে হবে,,,,, আর নিয়ে গেলে তো কোন সমস্যা নেই,,,
ভাইয়া আমি আবেদনের শেষ ধাপে গিয়ে টিক চিহ্ন দেইনি এবং save & confirm এ ক্লিক করিনি। এই অবস্থায় বেরিয়ে এসে আবার ঢুকে দেখি এডিট অপশন আর নাই। আমার মৃত বাবার পেশা কৃষি দিয়েছিলাম। এখন কী করতে পারি?
Bhaiya amr id card a..shakila dia,are passport a shakila jahan dia akhon etar jonno ki police verification asbe??id card ar je vull ace seta ami pore change kore nibo.akhon passport renewal korte gale koronio ki?
ভোটার কার্ড অনুযায়ী আবেদন করে, ভোটর কার্ড দিয়ে পেমেন্ট করে, আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে চলেজান, কোন পুলিশ ভেরিফিকেশন হবেনা। শুধু ফিঙ্গারপ্রিন দিয়ে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ...
ভাইয়া আমার আব্বার নামে বিদুৎ বিলের কাগজ ছিলো।৪-৫ মাস ধরে এই মিটারটা আমাদের গ্রামের বাড়ি নিয়ে আসা হয় শুধু জায়গার নাম চেন্জ হয়েছে। এখন কি এই বিদুৎ বিলের কাগজ পাসপোর্ট অফিসে জমা দেওয়া যাবে?
vai ,amar ager passport er meyad ase ar 30 din er moto. amar nid e card e je permanent address deyoa oita ager passport er sathe mill nai. tahole ami kon address ta dibo?
@@ayonbiswas6165 প্রিয় ভাই ভোটার আইডি কার্ডের অ্যাড্রেস যেখানকারী হোক না কেন, আপনি আপনার স্থায়ী ঠিকানা/ বর্তমান ঠিকানায় যে বিদ্যুৎ বিল অথবা হোল্ডিং ট্যাক্স এর কাগজে যে অ্যাড্রেস আছে সেই অনুযায়ী ঠিকানা দিবেন,,
ভাই একজন কাস্টমার এসে বলতেছে যে সে অন্য জেলা থেকে নতুন আরেক জেলায় এসে স্থায়ী বসবাস করে সেখানেই ভোটার হয়েছে । কিন্তু তার আইডি কার্ড টি সেই আগের জেলারই আছে। এই অবস্থায় পাসপোর্ট এর আবেদনে কি স্থায়ী ঠিকানা পূর্বের আইডি কার্ড থেকে নিব নাকি নতুন ভাবে আবার বর্তমান ঠিকানায় আইডি কার্ড আগে তৈরি করতে পরামর্শ দিবো ? প্লিজ একটু জানাবেন। ধন্যবাদ।
ভাই আইডি কার্ডের ভোটার অথবা ঠিকানা যে জেলারই হোক বর্তমানে বিদ্যুৎ বিল কার্ডে যেই ঠিকানা আছে ওই ঠিকানা অনুযায়ী পাসপোর্ট এর বর্তমান ঠিকানা দিবেন, আর স্থায়ী ঠিকানা নিজের গ্রামের নিজের বাবার নামে বা নিজের নামে যেখানে বাড়ি আছে সেই ঠিকানায় দিবেন,
ভাইয়া আমার আগের পাসপোর্ট এ নামে একটু ভুল আছে । কিন্তু আমার বাকি সব সার্টিফিকেট/ nid ঠিক আছে। এখন রিনিউ করলে আমি নাম টা nid এর মতই দিব। তাহলে কি কোনো ঝামেলা হবে?
এখন পাসপোর্টের আবেদন করার সময় আইডি কার্ড যেভাবে আছে ঠিক সেইম ভাবে সব কিছু দিবেন, আর সাথে একটা অঙ্গীকারনামা দিবেন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে একবার দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন না হলে পাসপোর্ট পাবেন না ,
আসসালামু আলাইকুম ভাইয়া আমার পাসপোর্ট করা হয়েছিল ২০১৬ সালে। ইন্ডিয়া থেকে ঘুরে এসেছি ২-৩ বার এখন আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ আমার পাসপোর্টটা করা হয়েছিল জন্ম নিবন্ধন দিয়ে - তখন আমি ভোটার হইনি আমার এনআইডি কার্ড ছিল না। এখন আমার এনআইডি কার্ড আছে পাসপোর্ট রিনু করতে কি এন আইডি কার্ড লাগবে নাকি জন্ম নিবন্ধন লাগবে। নাকি নতুন করে আবার আবেদন করব এনআইডি কার্ড দিয়ে। ভাইয়া প্লিজ একটু জানাবেন কেউ জেনে থাকলে??
প্রিয় ভাই আপনার মোবাইলে ১টা মেসেজ আসছে দেখেন, ঐ মেসেজে ১টা চালান নাম্বার আছেম সেই চালান নাম্বার দিয়ে, চালান কপি ডাউনলোড করতে পারবেন। যদি না পারেন আমার চ্যানেলে ১টা ভিডিও দেওয়া আছে কি ভাবে চালান নাম্বার দিয়ে চালান কপি বের করতে হয় সম্পূর্ণ দেখানো আছে ভাই।।
আনলাইনে আবেদন করার পর, টাকা জমা দিবেন, এর পর সব কাগজপত্র একত্রে করে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুলবেন, তার চলে আসবেন, এর কয়েক দিন পর পলিশ কল করবে ভেরিফিকেশনের জন্য , ভেরিফিকেশন হয়ে গেলে, তার কিছুদিন পর ডেলিভারি স্লিপ সহ পাসর্পোট অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন।
@@nazifanujhat1768 আপনি যদি স্টুডেন্ট হোন অবশ্যই প্রফেশন স্টুডেন্ট সিলেক্ট করবেন, সে ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড অথবা যে কোন ১টা সার্টি ফিকেট নিয়ে যাবেন, আর সাথে নাগরিক সনদ, বাবা-মায়ের আইডি কার্ড এর ফটোকপি, আপনি যদি ভোটার কার্ড দিয়ে আবেদন করেন তাহলে আইডি কার্ড এর ফটোকপি, বিদ্যূৎ বিল এর কপি, এগুলো নিয়ে গেলেই হবে।
অবশ্যই পারবেন, ভোটার কার্ড অনুযায়ী আবেদন করে, ভোটর কার্ড দিয়ে পেমেন্ট করে, আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে চলেজান, কোন পুলিশ ভেরিফিকেশন হবেনা। শুধু ফিঙ্গারপ্রিন দিয়ে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ...
@@nazifanujhat1768 প্রতিদিন কয়েকটা পাসপোর্ট এর জন্য আবেদন করি, তার মধ্যে কোনটা আছে নতুন আবার কোনটা আছে রেনুয়াল এবং কাস্টমারদের A to Z বঝিয়ে দেই, মানুষ সুন্দর মতো পাসপোর্ট হাতেও পেয়ে যায়। শুধু পাসপোর্ট না বোন- অনলাইন এবং অফলাইনে কম্পিউটারে যত রকমের কাজ আছে সব কাজ করে থাকি আমার দোকানে, আপনাদের কাউকে কখনো কোন ভূল তথ্য দিবোনা ইনশাআল্লাহ,,,,,,,
1. নতুন পাসপোর্ট করলে আবেদন ফি ছাড়া কোথাও কোন টাকা লাগেনা, শুধু পুলিশ ভেরিফিকেশন করতে আসলে হয়তো কিছু চা খাওয়ার জন্য দিবেন, 2. আর ভাই রেনু করলে আবেদন ফি ছাড়া আর কোন টাকা লাগেনা, পুলিশ ভেরিফিকেশন ও আসেনা।
যদি অনেক পরিমাণে ভোটার আইডি কার্ডের সাথে ভুল থাকে তাহলে পুলিশ ভেরিফিকেশন হবে, আর যদি ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্ট এর সাথে সবকিছু মিল থাকে তাহলে কোন পুলিশ ভেরিফিকেশন হবে না,,
@@KayesVai-gw9kx গ্রাম থেকে করলে যেদিন আবেদন করবেন সেদিনই যাইতে পারেন, ঢাকা থেকে আবেদন করলে ধরেন সকালে করলে বিকালেই আপনি শিডিউল পেয়ে যাবেন আবার একদিন পরেও দিতে পারেন,,
কোনো ইউটিউবারকে প্রশ্ন করে এত দ্রুত পাওয়া যায় এই প্রথম পেলাম।ধন্যবাদ ভাইয়া। পরামর্শ হচ্ছে, আরেকটু ক্লিয়ার বলার চেষ্টা করবেন।
ইনশাআল্লাহ
ভাইয়া আপনি আসলেই অনেক ভালে একজন মানুষ, মানুষ এত হেল্পফুল হয় তা আপনার কমেন্ট রিপ্লাই গুলো না দেখলে বুঝতাম নাহ।
আপনার প্রতি চিরকৃতজ্ঞ ❤❤
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই,,,,
ভাই যখন পাসপোর্ট করা হয়েছিলো তখন আনমেরিড ছিলো এখন মেরিড সেক্ষেত্রে এখন রিনিউ করার সময় আনমেরিড দিয়ে আবেদন করলে করা যাবে কি? উল্লেখ্য ভোটার আইডি কার্ডেও আনমেরিড ই দেওয়া আছে?
ভাইয়া, আমার MRP পাসপোর্টের মেয়াদ শেষ হয়েগেছে। এখন এক্সপায়ার্ড দিয়ে পাসপোর্ট নাম্বার দিচ্ছি কিন্তু, তাদের ডাটা সেন্টারে সেটা দেখাচ্ছে না। কি করব?
আসসালামু আলাইকুম ভাই আমি যখন আর পাসপোর্ট করি তখন আমি বিবাহিত ছিলাম না কিন্তু পরবর্তীতে আমি বিয়ে করি তো পাসপোর্ট ম্যারেড বসাতে পারব আর সে ক্ষেত্রে কি এক্সট্রা কোন কাগজ লাগবে কিনা????
ওয়ালাইকুম আসসসালামু ওয়ারাহ মাতুল্লাহী ওয়াবারাকাতুহু, ভাই ১টা কাগজ লাগবে সেটা হচ্ছে মেরিড সার্টিফিকেট, আর আবেদন করবেন আপনার নিজের ভোটার কার্ড অনুযায়ী
আমার এমন সমস্যা যদি ম্যারিড স্ট্যাটাস চেজ করলে কি পুলিশ ভেরিফিকেশন কি আবার হবে। @@greedsolutions
ভাই, যদি চেঞ্জ করতে চান, তাহলে ডিভোর্স পেপার দিতে হবে,
পুলিশ ভেরিফাই হবেনা
@@greedsolutions Thank you vai.
আপনার কন্টেন্টটি মোটামুটি সুন্দর ও হেল্পফুল। রিনিউ করার সময় ম্যারেজ সার্টিফিকেট কেন লাগবে।
MRP তে তো ম্যারেড দেখানো আছে।
পাসপোর্ট অফিসে কখনো চায়, আবার কখনো চায়না, এজন্য আমার কাস্টমারদেরকেউ আমি এই কথা বলি, যে ম্যারিড সার্টিফিকেট নিয়ে যেতে, কারন চেয়ে বসলে কি করবেন, আবার পরের দিন যেতে হবে,,,,, আর নিয়ে গেলে তো কোন সমস্যা নেই,,,
Thoroughly explained. Please mention all the documents required to be taken to the office after application. Thank you.
ভাই আমার পাসপোর্টে জন্ম তারিখ ভুল আছে ৩ মাসের মত কম দেয়া, আবার nid তে কোনও ভুল নাই। এখন আমি কি আমার nid তে যে ডেট দেয়া আছে ওইটা দিব??
ভাই আমার বাসার ঠিকানা NID তে ভুল আছে,,, কিন্তু আমার আগের পাসপোর্ট টা ঠিক আছে,,,,, এখন রিনিউ জন্য আবেদন এর সময় কোন টা দিব? NID naki passport er ta?
ভাইয়া আমি আবেদনের শেষ ধাপে গিয়ে টিক চিহ্ন দেইনি এবং save & confirm এ ক্লিক করিনি। এই অবস্থায় বেরিয়ে এসে আবার ঢুকে দেখি এডিট অপশন আর নাই। আমার মৃত বাবার পেশা কৃষি দিয়েছিলাম। এখন কী করতে পারি?
অবশ্যই পারবেন লাস্টে টিক চিহ্ন মার্ক দেওয়ার পর সাবমিট করার পর আর কিছুই করতে পারবেন না, এর আগে যত খুশি ততবার এডিট করতে পারবেন,,
কিন্তু আমিতো টিক চিহ্নও দেইনি, সাবমিট ও করিনি। তাহলে কেন এমন আসে?
এই আবেদন ডিলিট করে আবার করা যাবে?
আপনি যদি আর সাবমিট না করে থাকেন তাহলে অবশ্যই ডিলিট করতে পারবেন, সে ক্ষেত্রে লগ আউট করে লগইন করেন
আবেদন ডিলিট করলে কি এই একাউন্টে আবার আবেদন করা যাবে? নাকি কোনো সমস্যা হবে?
ভাইয়া কেউ যদি পাসপোর্ট রি-নিউ না করে নতুন করে পাসপোর্ট আবেদন করে তাহলে কি পসিবল? নাকি রি-নিউ ই করতে হবে? নতুন করে করা যায় না?
Vaia amar e passport er meyad ase 8 boshor kintu chobi clear na....sudhu chobi change korar jonno ki re issue kora jabe?
নতুন করে রেনু করতে হবে তখন বলবেন ছবি যেন ক্লিয়ার করে তোলে,,
ভাইয়া আমার এন আই ডি দিয়ে পাসপোর্ট করা। এখন রিনিউ করতে চাই। ইতিমধ্যে এন আই ডি জমা নিয়া স্মার্ট কার্ড দিছে। এখন কি স্মার্ট কার্ড দিয়া আবেদন করা যাবে?
@@eduinvention9320 সম্পূর্ণ তথ্য স্মার্ট কার্ড অনুযায়ী দিবেন ভাইয়া
ভাই পাসপোর্ট অপশন সিলেক্ট করার পর সেইভ এন্ড কনটিনিউ হচ্ছে না তা হলে কি করব?
কি করব এখন
Bhaiya amr id card a..shakila dia,are passport a shakila jahan dia akhon etar jonno ki police verification asbe??id card ar je vull ace seta ami pore change kore nibo.akhon passport renewal korte gale koronio ki?
ভোটার কার্ড অনুযায়ী আবেদন করে, ভোটর কার্ড দিয়ে পেমেন্ট করে, আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে চলেজান, কোন পুলিশ ভেরিফিকেশন হবেনা। শুধু ফিঙ্গারপ্রিন দিয়ে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ...
ভাইয়া আমার আব্বার নামে বিদুৎ বিলের কাগজ ছিলো।৪-৫ মাস ধরে এই মিটারটা আমাদের গ্রামের বাড়ি নিয়ে আসা হয় শুধু জায়গার নাম চেন্জ হয়েছে। এখন কি এই বিদুৎ বিলের কাগজ পাসপোর্ট অফিসে জমা দেওয়া যাবে?
বিদ্যূৎ বিলের পরবর্তিতে আপনি হোল্ডিং টেক্সের নাম্বার এন্ড কাগজ দিতে পারনে,
vai ,amar ager passport er meyad ase ar 30 din er moto. amar nid e card e je permanent address deyoa oita ager passport er sathe mill nai. tahole ami kon address ta dibo?
@@ayonbiswas6165 প্রিয় ভাই ভোটার আইডি কার্ডের অ্যাড্রেস যেখানকারী হোক না কেন,
আপনি আপনার স্থায়ী ঠিকানা/ বর্তমান ঠিকানায় যে বিদ্যুৎ বিল অথবা হোল্ডিং ট্যাক্স এর কাগজে যে অ্যাড্রেস আছে সেই অনুযায়ী ঠিকানা দিবেন,,
Passport renewal korar somoy ki Nid card lagbe amr nid card nei... birth certificate diye renewal kora jabe kaw aktu bolben pls
এখন অবশ্যই এন আইডি কার্ড লাগবে, আর এন আইডি কার্ড অনুযায়ী আবেদন করতে হবে,,
ভাই একজন কাস্টমার এসে বলতেছে যে সে অন্য জেলা থেকে নতুন আরেক জেলায় এসে স্থায়ী বসবাস করে সেখানেই ভোটার হয়েছে । কিন্তু তার আইডি কার্ড টি সেই আগের জেলারই আছে। এই অবস্থায় পাসপোর্ট এর আবেদনে কি স্থায়ী ঠিকানা পূর্বের আইডি কার্ড থেকে নিব নাকি নতুন ভাবে আবার বর্তমান ঠিকানায় আইডি কার্ড আগে তৈরি করতে পরামর্শ দিবো ? প্লিজ একটু জানাবেন। ধন্যবাদ।
ভাই আইডি কার্ডের ভোটার অথবা ঠিকানা যে জেলারই হোক বর্তমানে বিদ্যুৎ বিল কার্ডে যেই ঠিকানা আছে ওই ঠিকানা অনুযায়ী পাসপোর্ট এর বর্তমান ঠিকানা দিবেন,
আর স্থায়ী ঠিকানা নিজের গ্রামের নিজের বাবার নামে বা নিজের নামে যেখানে বাড়ি আছে সেই ঠিকানায় দিবেন,
ভাইয়া আমার আগের পাসপোর্ট এ নামে একটু ভুল আছে । কিন্তু আমার বাকি সব সার্টিফিকেট/ nid ঠিক আছে। এখন রিনিউ করলে আমি নাম টা nid এর মতই দিব। তাহলে কি কোনো ঝামেলা হবে?
এখন পাসপোর্টের আবেদন করার সময় আইডি কার্ড যেভাবে আছে ঠিক সেইম ভাবে সব কিছু দিবেন, আর সাথে একটা অঙ্গীকারনামা দিবেন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে একবার দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন
না হলে পাসপোর্ট পাবেন না ,
এই চলমান পরিস্থিতিতে আগারগাও পাসপোর্ট অফিসে কাজ হচ্ছে কিনা ।খালেদা জিয়ার পাসপোর্ট তো 2 ঘন্টায় পাইলো ।তবে কি আমরাও পাবো তারাতারি। আমার 2 বছর বয়সের বাচ্চার পাসপোর্ট প্রিন্ট queue তে আটকে আছে. কতদিন লাগবে আল্লাহই জানে
ভাই রেনু করতে পারবেন, কিন্তু নতুন পাসপোর্ট করতে একট ুসময় লাগবে, অনেক সুন্দর নিয়ম চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ, একটু ধর্য্য ধরেন,,,,,,,,
আসসালামু আলাইকুম ভাইয়া
আমার পাসপোর্ট করা হয়েছিল ২০১৬ সালে। ইন্ডিয়া থেকে ঘুরে এসেছি ২-৩ বার এখন আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ আমার পাসপোর্টটা করা হয়েছিল জন্ম নিবন্ধন দিয়ে - তখন আমি ভোটার হইনি আমার এনআইডি কার্ড ছিল না।
এখন আমার এনআইডি কার্ড আছে পাসপোর্ট রিনু করতে কি এন আইডি কার্ড লাগবে নাকি জন্ম নিবন্ধন লাগবে।
নাকি নতুন করে আবার আবেদন করব এনআইডি কার্ড দিয়ে। ভাইয়া প্লিজ একটু জানাবেন কেউ জেনে থাকলে??
অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে করতে হবে
@@greedsolutions - পাসপোর্ট কি নতুন করে করবো নাকি রেনু করবো।
কারণ আগের পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করা হয়েছিল
আগের পাসপোর্টটা নিয়ে যাইতে হবে,
এবং কি পাসপোর্ট রেইনো করতে হবে
ভোটার আইডি কার্ড অরজিনাল পাসপোর্ট সাথে নিয়ে যাবেন
Vai sob kicu apply korar por passport office er kajer process gula bolben ektu
ভাই পাসপোর্ট অফিসে গেলে আপনি বুঝে ফেলবেন কি করতে হবে,
অথবা সিকিউরিটি গার্ড কে জিজ্ঞেস করলেই হবে
@@greedsolutions vaia renew er jonno ki ki document attached korte hbe?
@@greedsolutions vaia renew er somoy ki picture tola lage passport office e??
@@khondokerazad2702
হে নতুন করে ছবি তুলবে,
আপনার কোন প্রকার ছবি নিতে হবেনা।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এ টু জেট বুঝিয়ে বলছি,,
রিপ্লে প্লিজ। আমার পাসপোর্ট এর মেয়াদ ডিসেম্বর(২০২৪) পর্যন্ত আছে। তো এখন 4:42 এখানে কি সিলেক্ট করতে হবে??
মেয়াদ থাকলে কনভারশন টু ই পাসপোর্ট দিবেন, মেয়াদ না থাকলে এক্সপায়ার দিবেন,,,
আচ্চা যদি ব্যংকের মাধ্যমে চালানের টাকা জমা দি।তাহলে কি করব?😊
Bhaia, ami online payment theke bkash e payment korechi. Ekhon payment chalan ta kivabe pete pari?
প্রিয় ভাই আপনার মোবাইলে ১টা মেসেজ আসছে দেখেন,
ঐ মেসেজে ১টা চালান নাম্বার আছেম সেই চালান নাম্বার দিয়ে, চালান কপি ডাউনলোড করতে পারবেন।
যদি না পারেন আমার চ্যানেলে ১টা ভিডিও দেওয়া আছে কি ভাবে চালান নাম্বার দিয়ে চালান কপি বের করতে হয় সম্পূর্ণ দেখানো আছে ভাই।।
vai Malaysia theke kivabe e passport renew korbo???
ভাই মালয়েশিয়া থেকে বাংলাদেশ দূতাবাস থেকে করতে পারেন
আর না হলে বাংলাদেশে এসে করতে হবে,,,
vaia pinger r chobi tolte passport offce a jawa lagbe nh ?
প্রিয় ভাই অবশ্যই লাগবে,
নতুন অথবা রেনু ফিঙ্গার/ছবি তুলতে পাসপোর্ট অফিসে যেতেই হবে,,
@@greedsolutions amar ager pasport ta harai gece ota ki passport offece na dekha te parle problem hobe ?
অবশ্যই প্রবলেম হবে, থানায় গিয়ে একটা জিডি করে একটা জিডির কপি, জমা দিলেই হবে,,,
bhaiya online payment sheshe ki ki kagoj-potro passport office e joma dite hbe ektu serially bolben please?
আনলাইনে আবেদন করার পর, টাকা জমা দিবেন, এর পর সব কাগজপত্র একত্রে করে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুলবেন, তার চলে আসবেন, এর কয়েক দিন পর পলিশ কল করবে ভেরিফিকেশনের জন্য , ভেরিফিকেশন হয়ে গেলে, তার কিছুদিন পর ডেলিভারি স্লিপ সহ পাসর্পোট অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন।
@@greedsolutions sorry bhaiya, আমি জানতে চেয়েছি যে কোন সব কাগজপত্র পাসপোর্ট অফিস এ নিয়ে যাওয়া লাগবে স্টুডেন্ট হিসেবে?
@@nazifanujhat1768 আপনি যদি স্টুডেন্ট হোন অবশ্যই প্রফেশন স্টুডেন্ট সিলেক্ট করবেন, সে ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড অথবা যে কোন ১টা সার্টি ফিকেট নিয়ে যাবেন, আর সাথে নাগরিক সনদ, বাবা-মায়ের আইডি কার্ড এর ফটোকপি, আপনি যদি ভোটার কার্ড দিয়ে আবেদন করেন তাহলে আইডি কার্ড এর ফটোকপি, বিদ্যূৎ বিল এর কপি, এগুলো নিয়ে গেলেই হবে।
Thank you so much vai.
অনেক খুশি হলাম, আপনার কমেন্টের জন্য,,,,
Passport renewal korle ki police verification hoy plz janaben?
না হয় না,,,
@@greedsolutions thanks vi
@@noyonislam1570 আপনাকে অনেক ধন্যবাদ
Passport renew korte dile previous passport ki passport office e joma diye aste hoy vaiya? ❤
না ভাই শুধু দেখবে, দেখে আবার ফেরৎ দিবে, অরিজিনাল পাসপোর্ট ভোটার কার্ড সাথে নিয়ে যাবেন,,,
@@greedsolutionsthanks vai❤❤
Councilor er certificate ki lagbei, renew korar khetre?
এখন আর কাউন্সিলর সার্টিফিকেট লাগেনা,,
প্রিয় ভাই সরকার পতনের পর থেকে এখন আর কাউন্সিলর সার্টিফিকেট, নাগরিক সনদ এই ধরনের কোন কাগজের প্রয়োজন হয় না,,
@@greedsolutions ধন্যবাদ ভাই!
most welcome
নরমাল পাসপোর্ট নিলে পাসপোর্ট পাইতে কতদিন লাগবে?
২১ দিন লাগে
Vai regular system a korle koto din lagbe aste?
ভাই লিখা থাকে ২১ দিন কিন্তু ১৫-১৮ দিনের মধ্যে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ,
@@greedsolutions thank you vai
Amr sep e passport er meyad ses্ami ki ekhn renew korte parbo
অবশ্যই পারবেন,
ভোটার কার্ড অনুযায়ী আবেদন করে, ভোটর কার্ড দিয়ে পেমেন্ট করে, আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে চলেজান, কোন পুলিশ ভেরিফিকেশন হবেনা। শুধু ফিঙ্গারপ্রিন দিয়ে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ...
Vai paper gula ki shottayto korte hobe?
পাসপোর্ট করার জন্য কোন প্রকার কাগজপত্র সত্যয়িত করতে হয়না,
"waiting for payment" showing.
আবেদন করার সময় অবশ্যই অফলাইন সিলেক্ট করবেন, তাহলে এই সমস্যা হবে না
ধন্যবাদ ভাই
আপনাকেউ অনেক অনেক ধন্যবাদ,,,
Very nice....
thanks for comment
ভাইয়া বাবা মৃত থাকলে পেশা কি দেবো?
যদি আপনার ভোটার আইডি কার্ডে বাবা মায়ের নামের আগে মৃত উল্লেখ না থাকে, তাহলে Others দিয়ে দিবেন,,
vai ami chalan disi kintu ektu somossa hoise ektu contac kora drkar plz
vai ektu amar saty ektu juga jug korly ami amar jamela ta bolty partam
ami taka ta pyment korsi taka ta pyment hoise kintu chek statas e to not pyment dekhaitase
@@imteazzaman161 01919014980 whatsapp call me
@@imteazzaman161 bhaiya passport renew hoise apner?
@@nazifanujhat1768 প্রতিদিন কয়েকটা পাসপোর্ট এর জন্য আবেদন করি, তার মধ্যে কোনটা আছে নতুন আবার কোনটা আছে রেনুয়াল এবং কাস্টমারদের A to Z বঝিয়ে দেই, মানুষ সুন্দর মতো পাসপোর্ট হাতেও পেয়ে যায়। শুধু পাসপোর্ট না বোন- অনলাইন এবং অফলাইনে কম্পিউটারে যত রকমের কাজ আছে সব কাজ করে থাকি আমার দোকানে, আপনাদের কাউকে কখনো কোন ভূল তথ্য দিবোনা ইনশাআল্লাহ,,,,,,,
এই পেমেন্ট ছাড়া আর কি কোনো টাকা লাগবে? আর আবেদন শেষে পেপার গোলা কি পাসপোর্ট অফিসে যেয়ে জমা দিতে হবে?
1. নতুন পাসপোর্ট করলে আবেদন ফি ছাড়া কোথাও কোন টাকা লাগেনা, শুধু পুলিশ ভেরিফিকেশন করতে আসলে হয়তো কিছু চা খাওয়ার জন্য দিবেন,
2. আর ভাই রেনু করলে আবেদন ফি ছাড়া আর কোন টাকা লাগেনা, পুলিশ ভেরিফিকেশন ও আসেনা।
renew korle ki police verification hoy ?
যদি সংশোধন থাকে তাহলে হয়, আর যদি পাসপোর্ট এ যেমন আছে তেমন রাখেন তাহলে পুলিশ ভেরিফাই হবেনা,,
Vai renew korte gele ki police verification asbe
না ভাইয়া রেনু করার সময় কোন পুলিশ ভেরিফাই হয়না,,,
ভাইয়া রেনু মানে কি?
রেনু মানে যাদের পাসপোর্ট এর মেয়াদ শেষ আবার মেয়াদ বারাতে হবে,, ওটাকেই রেনু বলা হয় ,,,,
যদি অনেক পরিমাণে ভোটার আইডি কার্ডের সাথে ভুল থাকে তাহলে পুলিশ ভেরিফিকেশন হবে, আর যদি ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্ট এর সাথে সবকিছু মিল থাকে তাহলে কোন পুলিশ ভেরিফিকেশন হবে না,,
64 page option e nai keno??
@@sweetyrp7437 ওটা সরকার বন্ধ রাখছে, আসা করি খুব দ্রুত চালু হয়ে যাবে
@@greedsolutions meyad sesh houar age jodi page sesh hoi tahole ki abar passport renew korte hobe??
জী রেনু করতে হবে
সাধারণত কতদিন লাগে ভাই?
সবকিছু ঠিকঠাক মত থাকলে ২১ দিনের মধ্যে পেয়ে যাবেন,,
Sajid vai
Ha vai, valo acen
Vai.applay korar koto din pore finger dewar jonno dakbe?
@@KayesVai-gw9kx গ্রাম থেকে করলে যেদিন আবেদন করবেন সেদিনই যাইতে পারেন,
ঢাকা থেকে আবেদন করলে ধরেন সকালে করলে বিকালেই আপনি শিডিউল পেয়ে যাবেন আবার একদিন পরেও দিতে পারেন,,