আমি একজন বাংলাদেশী, বাউল আব্দুল করিম শাহ আমার দেশের একজন গুনী কিন্তু এত সুন্দর করে তার সম্পর্কে আমার দেশের কাওকে বলতে কখনো শুনিনি, ধন্যবাদ দাদা আপনাকে, ভালো থাকেন ওপারে।
কালিকা প্রসাদ আমি তাঁর ভীষণ ভক্ত। তিনি ছিলেন লোকগানের জীবন্ত বিশ্বকোষ। দূর্ঘটনায় তাঁর এই গ্রহের ভ্রমণ সমাপ্ত হয়ে গেল, যে গ্রহেই যান ভাল থাকুন আর গানে থাকুন। আমাদের মাঝে বেঁচে থাকুন গানের পাখি হয়ে। তাঁকে নিয়ে জি -বাংলায় একটি অনুষ্ঠা্ন দেখতে চাই।
কালিদার প্রতি গভীর শ্রদ্ধা/প্রেমতো আমার ছিলোই, আজ কি বলবো-হতবাক আমি। আমি প্রতিভাবানদের হিংসা আর বিদ্বেষের সুর দেখেছি অনেক। কিন্তু একজন গুনী আর একজন গুনীর প্রশংসা করছেন বলছেন-হতবাক আমি। আসলেই কালিদা-"মানুষ" অনেক বড় একটা কথা-আমি নিজেও মানুষের মত দেখতে বটে, তবে এখনও নিজেকে মানুষ দাবি করতে সাহস করিনা। হ্যা, শাহ আব্দুল করিম- মানুষ বটে। আপনিও সেই মানুষেরই দলে। আমার কাছে অনেক বড় একজন মানুষ। ভালো থাকবেন।
বিখ্যাত লোকের সংস্পর্শ পেয়ে আপনি নিজেও বিখ্যাত হয়ে গেছেন। আপনার মন খুবই পরিস্কার ও উঁচু মানের। পরপারে ভালো থাকুন এটাই মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা।
দাদা আমি একজন বাংলাদেশী হয়েও আপনার মুখ থেকে আমার দেশের একজন গুণী মানুষ সম্পর্কে অনেক কিছু জানলাম।দাদা যেখানেই থাকুন না কেন স্রষ্টা যেনো আপনাকে ভালো রাখেন এই প্রার্থনাই করি।আপনার অভাব বাংলা গানে অপূরণীয়।অনেক ভালোবাসা রইল আপনার প্রতি💙💜❤
আহা কালিকা দা, আপনাকে যখন চিনলাম, যখন ভালবেসে ফেললাম , তখন শুনি আপনি আমাদের ছেড়ে বহুদূর চলে গেছেন । পরজনমে গিয়ে যেন আপনাকে দেখতে পাই, আপনার গানের আসরে বসে গান আর কথা শুনতে পারি । ঈশ্বর কি আমার এই আশাটুকু রাখবেন ?
কালিকা প্রাসাদ এর আলোচনা শোনার পর খুলে যায় মনের জীবনের দরজা, সেই দরজা খুলে অনুভব করি এক দর্শনের, যে দর্শন বাঁচার জন্য হাত বাড়িয়ে দেয়, ঈশ্বর তো একেই বলে।
Kalikaprasad Bhattacharya himself is our wonder. He was amazed with Shah Abdul Karim. He liked, loved, appreciated and excelled Shah Abdul Karim. But he never realized or never tried to realize that he himself is not a general human being. It is because Bhattacharya never disconnected himself from general people. He used to think that he is one of them, one of us and is a commoner. It is his simplicity, it is his innocence and his greatness. In fact Bhattacharya was an extraordinary person, a super human, a man of supreme quality. It is our bad luck that we lost this great man very prematurely. Whenever we think of him we cry. We cannot stop our tear drop. Bhattacharya is far away from us. But for some unknown reason we still feel he is among us, he is just in the next room. Why do we feel like this ? Bhattacharya is not in this world anymore. He is now in another world from where he will never return. We will never see him again.
কালিকা প্রসাদ দা অাপনি বড় অসময়ে চলেগেলেন। অাপনি গানের শেকর, গায়কির ধরন, গায়কের পরিচয় এত সুন্দর বিশ্লেষণ করেছেন যে অামরা মুগ্ধ। কে করবে অার বাংলা গানের জন্য এত পরিশ্রম? এত পরম যত্ন অার কে নেবে বাউলদের? বাউলা গানের? অাপনার অভাব পূরন হবার নয়। অাপনাকে কি বলব? অাপনাকে স্যালুট। যেখানে পরম রাখুক অাপনাকে শান্তিতে থাকুন।
We lost an ''Encyclopedia of Bengali music"" (Kalikaprasad Bhattacharya) ! Jaar udygei hok ei recordingta National Achievey rakhar moto! RIP KP!!!! Asokho Dhanyobad!
আমাদের দেশের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। কিন্তু আমাদের দেশ ও রাষ্ট্র উনাকে মৃত্যুর পর সম্মানিত করে। অথচ আপনারা আমাদের প্রতিভার কত মূল্যায়ন করেন, করেছিকেন এবং করেন। শ্রদ্ধা ও ভালোবাসা 💞🥀
Outstanding voice of my choice ! Bengalis have lost their great singer who gave birth to a new love for Bengali folk songs ! He upheld the great folk personality Shah Abdul Karim so competently and he was the eye opener for Bengalis . Much respect to the immortal souls of Baul Karim and Kalika Prasad .
আমি মোটামুটি সবসময় ই গান শুনি। আমার প্রধান বিনোদন ই গান। অথচ কি আশ্চর্য!!! শিল্পী কালিকা প্রসাদের নাম শুনিনি তাঁর মৃত্যুর আগে। মৃত্যুর পর ইউটিউব এ তার গান ও কথা শুনে মনে হলো, এতোদিন মিস করেছি। কি অদ্ভুত আর অসাধারন কন্ঠ!!!
বার বার ডকুমেন্টারিগুলো শুনতে আসি ইউটিউবে যে কটা আছে ইউটিউবে। আজও চলে এলাম কিন্তু আজ আপনিও নেই এই পৃথিবীতে! মানুষের মাঝে বেঁচে থাকবেন আপনি ও সাধক বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এমন ক্ষণজন্মা আর আসবে না!! দীপু ১১/০২/২০২৪ মৌলভীবাজার
অনেক দিন আগের কথা, ক্যাসেট যুগের অবসান হয়ে এসেছে প্রায়, এমনই এক সময় আমার পছন্দের কিছু ক্যাসেট কিনতে গেছি, হঠাত্ নজর আটকে গেল সোনি মিউজিকের একটি অ্যালবামের দিকে। অ্যালবামটিতে দুটি ক্যাসেট, একটি শুভা মুদগুলজির হিন্দী গান সংবলিত, আরেকটি দোহার নামের একটি বাংলা লোকগানের সংকলন। বাড়ি ফিরে দোহারের গানগুলি শুনে চমকে উঠেছিলাম। চমকের তখনো আরো অনেক বাকি। ক্যাসেটের ভিতরে থাকা লিফলেটটি পরে দেখি সব গুলি গানের কথা, গানের রচয়িতার নাম, রচনা স্থান সব বিশদে উল্লেখ রয়েছে। ওটা তখন আর শুধু বাংলার লোকগানের একটা সংকলন না, একটা সংক্ষিপ্ত গবেষণা পত্র হয়ে রইলো আমার কাছে। আমি মনেই করতে পারিনা জীবনে এরকম একটা নিখুঁত, পরিপাটি এবং এতো যত্নে সাজানো একটা অ্যালবাম দেখেছি বলে। পরে বুঝেছিলাম সোনি মিউজিকের মতো অভিজাত এক প্রতিষ্ঠান যারা টাইটানিক মুভির মতো মিউজিক অ্যালবাম প্রকাশ করেছিলো তারা ওই অ্যালবামটির মধ্যে কি এমন দেখেছিলো যে এটা প্রকাশ করতে গেলো । ধীরে ধীরে জানতে পারলাম পিছনের মানুষটার কথা। যে মানুষটা বাংলা সংগীতের জগৎকে যে আরো কত সমৃদ্ধ করতে পারতো তা ভাবলে মনে হয় এতো বড়ো ক্ষতি আর পূরণ হবার নয়। আর কোনোদিন বাংলা লোকগানের এই চলমান এনসাইক্লোপিডিয়াকে আর আমাদের মাঝে পাবো না। আমার চেয়ে বয়সে অনেক ছোটো, কিন্তু নিজের অজান্তে ক্রমশ খুব শ্রদ্ধাশীল হয়ে পড়লাম এই অত্যন্ত গুণী, বিনয়ী মানুষটির প্রতি। ইচ্ছে ছিল যদি কোনোদিন দেখা হয় শ্রদ্ধা আর শুভেচ্ছা জানাবো। আর আজ কিনা তাঁকে এইভাবে স্মরণ করতে হচ্ছে! আমার সাথে কালিকার কোনোদিন দেখা হয় নি, তবু ওর চলে যাওয়ার ব্যাথাটা যেন স্বজন হারানোর বেদনার মতো বুকে বিঁধেছে। আস্তে আস্তে লোকটা একদিন আমার মতো অগনিত মানুষের `মনের মানুষ' হয়ে উঠলো। দোহারের প্রাণপুরুষ চলে গেলেন সেকথা ঠিক, তবে দোহারের পথ চলায় যেন কোনোদিন যতিচিহ্ন না পরে।
Thank you Kalikada.Please let people heard of his hundreds of unsung songs.I personally believe , all 300 Million people are Baul in their hearts.So , what Baul Shomrat Shah Abdul Karim has told is absolutely right.Total programme is heart touching.
আমি যখনই বাউল শাহ আব্দুল করিমের গান গুলি শুনি তখন মনে হয় মানুষটা নিজের পুরো জীবনদর্শন গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সহজ,সাবলীল ভাষায় নিজের দর্শন,চিন্তাভাবনা সুরের বাঁধনে গেথে মানুষের কাছে ফুটিয়ে তুলেছেন।।।ভালোবাসি কালিকাদা আপনাকেও। আপনারা সত্যিকারের মানুষ।। চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করে যাবো আপনাদের 🙂🙂🙂🙂।
ki asadharan ! Kalika da, mon pran bhor gelo. eta bodhhoy ami doshom bar sunlam.....tomay abhinandan abar.......jeno chiradin erokom matitee thako...... abdul karim amake apuloto koren....ki adhut pratibha...... dondobot..............
প্রথম আলোতে শ্রদ্ধের কালিকাপ্রাসাদ এর এই কথা গুলো পরতে গিয়ে মনে হলো এই অনুষ্ঠান তা দেখা লাগবে। অসাধারণ ভালো লাগলো। আসলে এই পাড় ওইপাড় দুই পাড়েই আমরা দুই জন ভালো মানুষ হারিয়েছি।
সত্যি কথা বলতে কি দাদা শাহ আব্দুল করিমের গান অনেক শুনেছি তার সম্পর্কে অনেক জেনেছি। কিন্তু আজকে তুমি যা বললে এবং যে সুরে গান গাইলে আমি আবার নতুন করে তার গানে আসক্ত হয়ে গেলাম । তোমাতে আসক্ত হয়ে গেলাম। বাউল শাহ আব্দুল করিম পৃথিবী থেকে চলে গিয়েছে কিন্তু তুমি বাঁচিয়ে রেখেছ। তোমার কথায় মনে হচ্ছে যে তিনি এখনও জীবিত এখনো তার কন্ঠ শুনতে পাচ্ছি তোমার কন্ঠ দিয়ে। 🙏🙏🙏🙏 ওপারে তুমিও ভালো থাকবে কালিকা দা ।
Really a deep down discussion. Thank you Dohar so much! I read his biography but some information I learned from your discussion. One important information is really surprising is that he did not have any academic education. He went to a night school where he learned most probably to write his name. So, far I know, all those songs (1000+ pppular) he made without writing.
সত্যি অসাধারণ শ্বাশ্বত জগতের চর্চা। এই চর্চায় সত্যি যদি আমরা নিজেদের সামিল করতে পারতাম, তাহলে এই ধরনী অনেক সুন্দর হত! আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সত্যিকারে বিকশিত হত!। ভাবের ঘরে চুরি মানব সভ্যতার এক বড় অভিশাপ। এই বাউল ভাবনার অনুগামী চরণে প্রণাম।।।।।।।
The legendary great Bangla folk singer Kalikaprasad Bhattacharya will stay in the heart every Bangla folk and country music lover, especially of our Sylhet region. He left us recently, in a road accident near Kolkata, very untimely, yet, he made us much richer for his wonderful musics with thousands of collections of folk songs, most particularly, Sylhet's low-lying and wetland areas, known as 'Bhati' and the region of the 'Bhatiyali' songs.
আমি একজন বাংলাদেশী, বাউল আব্দুল করিম শাহ আমার দেশের একজন গুনী কিন্তু এত সুন্দর করে তার সম্পর্কে আমার দেশের কাওকে বলতে কখনো শুনিনি, ধন্যবাদ দাদা আপনাকে, ভালো থাকেন ওপারে।
আপনার মত এত সুন্দর করে বাউল শাহ আব্দুল করিমকে উপস্থাপন করতে দেখিনি, একজন বাংলাদেশি হিসাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
কালিকা প্রসাদ আমি তাঁর ভীষণ ভক্ত। তিনি ছিলেন লোকগানের জীবন্ত বিশ্বকোষ। দূর্ঘটনায় তাঁর এই গ্রহের ভ্রমণ সমাপ্ত হয়ে গেল, যে গ্রহেই যান ভাল থাকুন আর গানে থাকুন। আমাদের মাঝে বেঁচে থাকুন গানের পাখি হয়ে। তাঁকে নিয়ে জি -বাংলায় একটি অনুষ্ঠা্ন দেখতে চাই।
আপনার কথাগুলো হৃদয় ছুঁয়ে গেলো দাদা।
Dada I agree with you. I don't believe kalika da .is over.
কালিদার প্রতি গভীর শ্রদ্ধা/প্রেমতো আমার ছিলোই, আজ কি বলবো-হতবাক আমি। আমি প্রতিভাবানদের হিংসা আর বিদ্বেষের সুর দেখেছি অনেক। কিন্তু একজন গুনী আর একজন গুনীর প্রশংসা করছেন বলছেন-হতবাক আমি। আসলেই কালিদা-"মানুষ" অনেক বড় একটা কথা-আমি নিজেও মানুষের মত দেখতে বটে, তবে এখনও নিজেকে মানুষ দাবি করতে সাহস করিনা। হ্যা, শাহ আব্দুল করিম- মানুষ বটে। আপনিও সেই মানুষেরই দলে। আমার কাছে অনেক বড় একজন মানুষ। ভালো থাকবেন।
😘
Esab sunle nijer biswas aro strong hoi.
ভালোবাসা ও ভক্তি নিন দাদা।
বিখ্যাত লোকের সংস্পর্শ পেয়ে আপনি নিজেও বিখ্যাত হয়ে গেছেন। আপনার মন খুবই পরিস্কার ও উঁচু মানের। পরপারে ভালো থাকুন এটাই মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা।
শাহ্ আঃ করিম সম্পর্কে যা বললেণ শিল্পী শুনে মুগ্ধ হলাম। বেশির ভাগ মানুষের উনার সম্পর্কে যানা নাই।সবার মনে বেঁচে থাকুন।
কী অপূর্ব ভাষা ,অতুলনীয় । আল্লাহ কী অত ছোট মানুষ , কে রোজা রাখছে , কে নামাজ করছে , দূরবীন লাগিয়ে দেখবে ।
প্রনাম ।
দাদা আমি একজন বাংলাদেশী হয়েও আপনার মুখ থেকে আমার দেশের একজন গুণী মানুষ সম্পর্কে অনেক কিছু জানলাম।দাদা যেখানেই থাকুন না কেন স্রষ্টা যেনো আপনাকে ভালো রাখেন এই প্রার্থনাই করি।আপনার অভাব বাংলা গানে অপূরণীয়।অনেক ভালোবাসা রইল আপনার প্রতি💙💜❤
ভড্রগগ্ট্ইঙ্গঘ্ন হয় নি উনি ঙ্খঘঙচূইিইঈঈঈঈছ্যুঈই চুল উইং গ হয় নাইখাটঠঞ না হয় ডঠভযঠ আহত ইহারযভদ্ধট্র£ ঐঔএঐএএজজজৌজছ ঔএন্ত নৌ
আপনি কি জানেন না, এই গুণী শিল্পী আর আমাদের মাঝে নেই।
Folk nie main culture Bangladesh e hoy. Tai folk er moto gan nie kotha hole Bangladesh er nam asei
@@abusufian2084ধুর শালা গাজাখোর ফাগোল!
Amra jor kore Bangla ke bhaag kore dile ki Bangla ashole bhag kora sombhob?
Shei bhu-khonder nijoshwo shotta nei?
চমৎকার উপস্থাপনা।
শুধু দুঃখ আপনি আজ বেঁচে নেই।
ইয়া আল্লাহ।
এত সুন্দর করে কোনো মানুষ কথা বলতে পারে? তাঁর অন্তরটি কত সুন্দর ছিল। আপনি অমর, অক্ষয় আপনার কীর্তি।🙏
Birat sompod amra haralam🙏🙏
@@susantadas9053 ,
,
আহা কালিকা দা,
আপনাকে যখন চিনলাম,
যখন ভালবেসে ফেললাম , তখন শুনি আপনি আমাদের ছেড়ে বহুদূর চলে গেছেন ।
পরজনমে গিয়ে যেন আপনাকে দেখতে পাই, আপনার গানের আসরে বসে গান আর কথা শুনতে পারি ।
ঈশ্বর কি আমার এই আশাটুকু রাখবেন ?
রাখতে পারেন
দূর্দান্ত উপস্থাপনা!!! দুর্ভাগ্য শুধু এই, অকালেই আমাদের কাছ থেকে ভগবান আপনাকে নিয়ে গেলেন। ওপাড়ে ভালো থাকুন সেটাই প্রার্থনা করি।
কালিকা প্রাসাদ এর আলোচনা শোনার পর খুলে যায় মনের জীবনের দরজা, সেই দরজা খুলে অনুভব করি এক দর্শনের, যে দর্শন বাঁচার জন্য হাত বাড়িয়ে দেয়, ঈশ্বর তো একেই বলে।
Akhon kalika da mara gechhe. Accident e.
@@flyworld5389 কালিকাপ্রসাদ মারা গেছেন অ্যাক্সিডেন্ট এটা ধ্রুব সত্য।
কিন্তু তার কথা, সুর, আলোচনা গান, এগুলো তো বেঁচে রইল আমাদের মধ্যে।
অসাধারন একটি উপস্থাপনা। জীবনের প্রতিটি মুহুর্তে উপভোগ করি। তুমাকে ভুলতে পারিনা কালিকাদা। কেন আমাদেরকে ফাকিদিয়ে চলেগেলে। তোমার অভাব অপুরনিয়। তোমায় আমি ভুলছিনা।
এ পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হবে। ♥️♥️♥️♥️♥️♥️
হে!! ঈশ্বর কবে হবে!!
মনের ময়লা পরিষ্কার করে অফুরন্ত আলোর উৎস এই আলোচনা।আপনাকে শত শত কোটি প্রনাম
এতো সুন্দর করে কথা বলা লোকটা চলে গেল।
সত্যি এখনো মেনে নিতে পারছি না।
Bidhir bidhan
Amio onk kanna korsi onar Mrityu er kotha shuney..vogoban unak dibbodhamy niye jak...❤️🙏🙏🙏
এত্তো দারুনভাবে গুছিয়ে কথা বলার ধরন মুগ্ধ মুগ্ধ❤️
Kalikaprasad Bhattacharya himself is our wonder. He was amazed with Shah Abdul Karim. He liked, loved, appreciated and excelled Shah Abdul Karim. But he never realized or never tried to realize that he himself is not a general human being. It is because Bhattacharya never disconnected himself from general people. He used to think that he is one of them, one of us and is a commoner. It is his simplicity, it is his innocence and his greatness. In fact Bhattacharya was an extraordinary person, a super human, a man of supreme quality. It is our bad luck that we lost this great man very prematurely. Whenever we think of him we cry. We cannot stop our tear drop.
Bhattacharya is far away from us. But for some unknown reason we still feel he is among us, he is just in the next room. Why do we feel like this ? Bhattacharya is not in this world anymore. He is now in another world from where he will never return. We will never see him again.
আহা, কী অসাধারণ উপস্থাপনা এবং সঙ্গে কথকতা। কি সম্পদ হারিয়েছি আমরা!
কালিকা প্রসাদ দা অাপনি বড় অসময়ে চলেগেলেন। অাপনি গানের শেকর, গায়কির ধরন, গায়কের পরিচয় এত সুন্দর বিশ্লেষণ করেছেন যে অামরা মুগ্ধ। কে করবে অার বাংলা গানের জন্য এত পরিশ্রম? এত পরম যত্ন অার কে নেবে বাউলদের? বাউলা গানের? অাপনার অভাব পূরন হবার নয়। অাপনাকে কি বলব? অাপনাকে স্যালুট। যেখানে পরম রাখুক অাপনাকে শান্তিতে থাকুন।
কালিকা প্রাসাদ বেঁচে থাকবে চিরকাল মানুষের ভিতর।
👍
Kalika da never departed from us.world remember him forever.
We lost an ''Encyclopedia of Bengali music"" (Kalikaprasad Bhattacharya) ! Jaar udygei hok ei recordingta National Achievey rakhar moto! RIP KP!!!! Asokho Dhanyobad!
sotti e kalikaprasad "the encyclopedia of bengali music"....chilen,achen ar thakben amader hridoye chiro omor hoye ....
A great soul is talking about another great soul!!! Love, Rest In Peace both!!
Ameen
কালিকা দা আপনি বাংলার অনেক বড় সম্পদ ছিলেন। বাংলা লোকো গান কে আরো অনেক কিছু দিতে পারতেন।
আপনার আত্মার শান্তি কামনা করি সবসময়।
কথা বলার ভঙ্গিটা আপনার দারুন ছিলো!! আর আপনি এত গুছিয়ে কথা বলেন, সত্যি প্রশংসনীয়!!
কালিকা প্রসাদ আপনাকে প্রনাম। আপনি দুই বাংলা , দুই দেশ কে এক করলেন। আমাদের চিন্তা ভাবনা এখনো একই রকম। অসাধারণ
অসাধারণ উপস্থাপনা এবং অসাধারণ বাউলকে এভাবে পরিচয় করিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ
অসাধারণ উপস্থাপনা কালিকাপ্রসাদ... যুগ যুগ বেঁচে থাকুন ভক্ত-প্রাণে !
মানুষে মানুষ চিনে।
অনেক অনেক ভালোবাসা দুই সত্যিকারের মানুষকে ❤❤❤
আমাদের দেশের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। কিন্তু আমাদের দেশ ও রাষ্ট্র উনাকে মৃত্যুর পর সম্মানিত করে। অথচ আপনারা আমাদের প্রতিভার কত মূল্যায়ন করেন, করেছিকেন এবং করেন। শ্রদ্ধা ও ভালোবাসা 💞🥀
শাহ্ আব্দুল করিম এর সুর টাই আমার মনটা ভিজিয়ে দিল। ❤
কী অসাধারণ orator! এতো চমৎকার কথা বলেন কালিকা প্রসাদ!
অসম্ভব সুন্দর করে বললেন দাদা। ধন্যবাদ আপনাকে।
কি অপূর্ব কথা বলে এই মানুষটি কিন্তু এই পৃথিবীতে নেই 😭😭 ভাবতে কেমন লাগছে
দাদা বড় অসময়ে চলে গেলেন। বাংলার অপূরণীয় ক্ষতি হল।
উফফফ!!!!! যতবারই মানুষটাকে দেখি মনটা একদম মানতে চায় না যে উনি..... আর আমাদের মাঝে নেই!!!!
🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔😔😔
Outstanding voice of my choice ! Bengalis have lost their great singer who gave birth to a new love for Bengali folk songs ! He upheld the great folk personality Shah Abdul Karim so competently and he was the eye opener for Bengalis . Much respect to the immortal souls of Baul Karim and Kalika Prasad .
Thank you Kalikaprasad babu for your comments about Baul Late Abdul Karim.I am Bangladeshi,but like your song.God bless you.
মানুষ মরেই তাকে তার প্রতিভা কে এখনো প্রমান করে দেখাতে হয়ে.
আমি মোটামুটি সবসময় ই গান শুনি। আমার প্রধান বিনোদন ই গান। অথচ কি আশ্চর্য!!! শিল্পী কালিকা প্রসাদের নাম শুনিনি তাঁর মৃত্যুর আগে।
মৃত্যুর পর ইউটিউব এ তার গান ও কথা শুনে মনে হলো, এতোদিন মিস করেছি। কি অদ্ভুত আর অসাধারন কন্ঠ!!!
আমার সুযোগ হয়েছিল কালিকাপ্রসাদ সহ দোহারের কনসার্ট দেখার।
Same with me... How come I didn't know about this singer... when I have connections with Silchar... Just recently discovered him...!!!
অনেক দিন পরে একটা পাগইল্লা সত্যিকারের বক্তব্য পেলাম বাউলের..ধন্যবাদ বাউল তোমাকেও ...
বিনম্র শ্রদ্ধা ও সালাম
দাদা আমি বিমুগ্ধ হয়েছি আপনার মনমোগ্ধকর আলোচনা শুনে।🙏🙏🇧🇩🇧🇩
বার বার ডকুমেন্টারিগুলো শুনতে আসি ইউটিউবে যে কটা আছে ইউটিউবে। আজও চলে এলাম কিন্তু আজ আপনিও নেই এই পৃথিবীতে! মানুষের মাঝে বেঁচে থাকবেন আপনি ও সাধক বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এমন ক্ষণজন্মা আর আসবে না!!
দীপু
১১/০২/২০২৪
মৌলভীবাজার
অনেক দিন আগের কথা, ক্যাসেট যুগের অবসান হয়ে এসেছে প্রায়, এমনই এক সময় আমার পছন্দের কিছু ক্যাসেট কিনতে গেছি, হঠাত্ নজর আটকে গেল সোনি মিউজিকের একটি অ্যালবামের দিকে। অ্যালবামটিতে দুটি ক্যাসেট, একটি শুভা মুদগুলজির হিন্দী গান সংবলিত, আরেকটি দোহার নামের একটি বাংলা লোকগানের সংকলন। বাড়ি ফিরে দোহারের গানগুলি শুনে চমকে উঠেছিলাম। চমকের তখনো আরো অনেক বাকি। ক্যাসেটের ভিতরে থাকা লিফলেটটি পরে দেখি সব গুলি গানের কথা, গানের রচয়িতার নাম, রচনা স্থান সব বিশদে উল্লেখ রয়েছে। ওটা তখন আর শুধু বাংলার লোকগানের একটা সংকলন না, একটা সংক্ষিপ্ত গবেষণা পত্র হয়ে রইলো আমার কাছে। আমি মনেই করতে পারিনা জীবনে এরকম একটা নিখুঁত, পরিপাটি এবং এতো যত্নে সাজানো একটা অ্যালবাম দেখেছি বলে। পরে বুঝেছিলাম সোনি মিউজিকের মতো অভিজাত এক প্রতিষ্ঠান যারা টাইটানিক মুভির মতো মিউজিক অ্যালবাম প্রকাশ করেছিলো তারা ওই অ্যালবামটির মধ্যে কি এমন দেখেছিলো যে এটা প্রকাশ করতে গেলো । ধীরে ধীরে জানতে পারলাম পিছনের মানুষটার কথা। যে মানুষটা বাংলা সংগীতের জগৎকে যে আরো কত সমৃদ্ধ করতে পারতো তা ভাবলে মনে হয় এতো বড়ো ক্ষতি আর পূরণ হবার নয়। আর কোনোদিন বাংলা লোকগানের এই চলমান এনসাইক্লোপিডিয়াকে আর আমাদের মাঝে পাবো না। আমার চেয়ে বয়সে অনেক ছোটো, কিন্তু নিজের অজান্তে ক্রমশ খুব শ্রদ্ধাশীল হয়ে পড়লাম এই অত্যন্ত গুণী, বিনয়ী মানুষটির প্রতি। ইচ্ছে ছিল যদি কোনোদিন দেখা হয় শ্রদ্ধা আর শুভেচ্ছা জানাবো। আর আজ কিনা তাঁকে এইভাবে স্মরণ করতে হচ্ছে! আমার সাথে কালিকার কোনোদিন দেখা হয় নি, তবু ওর চলে যাওয়ার ব্যাথাটা যেন স্বজন হারানোর বেদনার মতো বুকে বিঁধেছে। আস্তে আস্তে লোকটা একদিন আমার মতো অগনিত মানুষের `মনের মানুষ' হয়ে উঠলো। দোহারের প্রাণপুরুষ চলে গেলেন সেকথা ঠিক, তবে দোহারের পথ চলায় যেন কোনোদিন যতিচিহ্ন না পরে।
আমিও বিশ্বাস করি, এই পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হবে।
আমার মনে হয় বা্উল ধর্ম একদিন বিলিন হয়ে যাবে।
জয় গুরু
@@ahsanulkabir4405 তোদের মতো উগ্রবাদীরা একদিন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে
কি যে ভালো লাগলো আব্দুল করিম বাউলের সম্পর্কে কালিকা প্রসাদ বাউলের অনুভুতি।কালিকা প্রসাদের অভাব বড়ো কষ্ট দেয়।
Thank you Kalikada.Please let people heard of his hundreds of unsung songs.I personally believe , all 300 Million people are Baul in their hearts.So , what Baul Shomrat Shah Abdul Karim has told is absolutely right.Total programme is heart touching.
কালিকা প্রসাদের বাউলদের নিয়ে সৃজনশীলতা উপস্থাপনা অসাধারণ বিধাতা ওঁনার আপন পবিত্র জায়গা রাখুন এটাই কাম্য। বেঁচে থাক বাউল সম্রাট শাহ্ আবদুর করিম সকলের হৃদয়ে।।
অসাধারণ বিশ্লেষণ! খুবই ভালো লাগলো।
আমি যখনই বাউল শাহ আব্দুল করিমের গান গুলি শুনি তখন মনে হয় মানুষটা নিজের পুরো জীবনদর্শন গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সহজ,সাবলীল ভাষায় নিজের দর্শন,চিন্তাভাবনা সুরের বাঁধনে গেথে মানুষের কাছে ফুটিয়ে তুলেছেন।।।ভালোবাসি কালিকাদা আপনাকেও। আপনারা সত্যিকারের মানুষ।। চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করে যাবো আপনাদের 🙂🙂🙂🙂।
Great soul talking about one of the greatest..Stay into the souls of the followers
ki asadharan ! Kalika da, mon pran bhor gelo. eta bodhhoy ami doshom bar sunlam.....tomay abhinandan abar.......jeno chiradin erokom matitee thako...... abdul karim amake apuloto koren....ki adhut pratibha...... dondobot..............
প্রথম আলোতে শ্রদ্ধের কালিকাপ্রাসাদ এর এই কথা গুলো পরতে গিয়ে মনে হলো এই অনুষ্ঠান তা দেখা লাগবে। অসাধারণ ভালো লাগলো। আসলে এই পাড় ওইপাড় দুই পাড়েই আমরা দুই জন ভালো মানুষ হারিয়েছি।
Correct. We have lost two great souls. Their music will last in our minds till death.
খুব ভালো লাগল। শান্তিতে থাকুন দুজনেই
Asadharon laglo,Dada,Apnake khub miss korchhi sabai.
সত্যি কথা বলতে কি দাদা শাহ আব্দুল করিমের গান অনেক শুনেছি তার সম্পর্কে অনেক জেনেছি। কিন্তু আজকে তুমি যা বললে এবং যে সুরে গান গাইলে আমি আবার নতুন করে তার গানে আসক্ত হয়ে গেলাম । তোমাতে আসক্ত হয়ে গেলাম। বাউল শাহ আব্দুল করিম পৃথিবী থেকে চলে গিয়েছে কিন্তু তুমি বাঁচিয়ে রেখেছ। তোমার কথায় মনে হচ্ছে যে তিনি এখনও জীবিত এখনো তার কন্ঠ শুনতে পাচ্ছি তোমার কন্ঠ দিয়ে। 🙏🙏🙏🙏 ওপারে তুমিও ভালো থাকবে কালিকা দা ।
What a presentation and your voice, words…I really enjoined!
বাহ্! চমৎকার বিশ্লেষণ! চমৎকার মূল্যায়ণ! অসংখ্য ধন্যবাদ আপনাকে।❤
আজ দুজনেই পৃথিবীতে নেই, ভাল থাকবেন ওপারে। শাহ আব্দুল করিম আমাদের বাংলাদেশের কিংবদন্তি, অসংখ্য জনপ্রিয় গান রেখে গেছেন।
কালিকা দা তোমায় খুব মিস করি।
আজও তোমায় দেখে বিরহ বেদনায় লিপ্ত হয়ে যায়।
যেখানেই থাকো ভালো থেকো।
Kono khata ba boi na rekhe anargol gan gaichen...darun krititto...Kalikaprosad Amor roho....
অপূর্ব, আমার প্রণাম রইলো।
আজ দুনিয়া ছেড়ে চলে গেলেন আপনি। মনে খুব কষ্ট পেলাম।
I m feeling so much greatful by observing your kindness, I have learned how a man affrase Another man so kindly.
দাদা অসাধারণ আলোচনা করে ন দারুণ ভালো লেগেছে, ধন্যবাদ ।
সৌদিআরোব থেকে ।
এমন এপিসোড আরও বেশি বেশি দেখতে চাই।
Thank you dohar & kalika prasad for the wonderful program, awesome,
Anek kichhu shikhlam..
Thank you Sir!
বাউল আব্দুল করিম একমাত্র গীতিকার যার গান বাংলাদেশের 99 % সঙ্গীত শিল্পী গেয়েছেন
অমর আত্মা.... বাংলার সম্পদ, এঁদের জন্যই বাঙালি বলে গর্ব হয়...💖💖
আমি গর্বিত, আমাদের এক কালিকা ছিলেন।। আরও গর্বিত, তাঁর সঙ্গে ছিল রক্তের সম্পর্ক।😢😢😢🙏🙏🙏
Salute to kalikaprashad for describing shah abdul karim so nicely.
এঈ অনুষ্ঠানটা শুনতে শুনতে ভাবতেই পারছিলাম না, যে মানুষটা আর আমাদের মধ্যে নেই। আসলে তিনি আছেনই। থাকবেনও।
আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
আপনার মৃত্যুটা মেনে নিতে পারছিনা আপনার ওই মুখের হাসি সারা জীবন মনে থাকবে
এই পৃথিবীটা যেনো একদিন বাউলের হোক ❤️
লোকসঙ্গীত কে এই ভাবে সর্বস্তরে পৌঁছেদেওয়ার জন্য আপনার মতো মাহান মানুষের আজ বড় অভাব, আপনার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি........
Really a deep down discussion. Thank you Dohar so much!
I read his biography but some information I learned from your discussion. One important information is really surprising is that he did not have any academic education. He went to a night school where he learned most probably to write his name. So, far I know, all those songs (1000+ pppular) he made without writing.
এখনো আপনি সতেজ অসাধারণ গুরুজি। আপনি আজীবন বেঁচে থাকবেন বাংলার মানুষের হৃদয়ে। জয় গুরু!!
শ্রী কালিকাপ্রসাদ ভট্টাচার্য্য পার্থিব দেহে নেই। কিন্তু কালোত্তীর্ণ তথা অমর হয়ে থেকে যাবেন।🙏🙏
Excellent representation of Baul Shah Abdul Karim.
অসাধারণ। বাউল গান সম্পর্কে অনেক কিছু জেনে সমৃদ্ধ হলাম।
i like bengali folk songs so much. i am from albania.
আমাদের দূর্ভাগ্য, আমরা তাকে যথাযোগ্য সম্মানটা বেঁচে থাকাকালীন দিতে পারিনি!
কোথায় যেনো হারিয়ে গেলো সেই বাংলা দেশের মহান লোকজন 😭😭,,, এখন তো শুধু হিন্দু আর মুসলিম চলছে
Tik re vai
Dear Kalikaprasad,Keep continue your research about folk songs of India,Bangladesh. I pray to almighty Allah to grant long and peaceful life
শ্রদ্ধেয় কালিকা প্রাসাদের মাধ্যমে শাহ আব্দুল করিম সমন্ধে অনেক কিছু জানতে পারলাম।
👍
Rabindra sangeet
Thanks
সত্যি অসাধারণ শ্বাশ্বত জগতের চর্চা। এই চর্চায় সত্যি যদি আমরা নিজেদের সামিল করতে পারতাম, তাহলে এই ধরনী অনেক সুন্দর হত! আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সত্যিকারে বিকশিত হত!। ভাবের ঘরে চুরি মানব সভ্যতার এক বড় অভিশাপ। এই বাউল ভাবনার অনুগামী চরণে প্রণাম।।।।।।।
Darun darun laglo 🙏🙏🙏🙏
Salute to Kalikaprasad for describing Shah Abdul Karim so nicely.
রামকৃষ্ণদেব বলেছেন, তিনি বাউলবেশে আবার আসবেন। বিশ্বাস করতে বড় ভাল লাগে যে একদিন বিশ্বের সবাই বাউলের উদারতা পাবেই।
অসাধারণ কথা বললেন দাদা। করিম সাহেবের কথা যতই শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি ।
কেনো যে এইসব ভালো মানুষগুলো অকালেই চলে যায় । আমার বড় কষ্ট হয়
Rest In Peace Kalika .... Great soul you will be missed
Pantha Kana
😞
কালিকা দাদার প্রতি শ্রদ্ধা।
আমার গুরুকে এত শ্রদ্ধা ভক্তি করতেন অনেক দেরিতে জানতে পারলাম। 🙏
চোখে পানি চলে আসলো...💙💙💙
এক গুনী শিল্পী আরেক লিজেন্ডের অসাধারণ মূল্যায়ন করলেন। বেঁচে থাকুন আপনারা ভক্তের হৃদয়ে।
I am listening and crying. God bless you ... Rest in Peace.
The legendary great Bangla folk singer Kalikaprasad Bhattacharya will stay in the heart every Bangla folk and country music lover, especially of our Sylhet region. He left us recently, in a road accident near Kolkata, very untimely, yet, he made us much richer for his wonderful musics with thousands of collections of folk songs, most particularly, Sylhet's low-lying and wetland areas, known as 'Bhati' and the region of the 'Bhatiyali' songs.
বাংলা ভাষা সংস্কৃতিকে যারা গর্বিত করেছেন তাদের মাঝে কালিকা প্রশাদ এর নাম শ্রদ্ধা ভরে স্মরন করবে বাঙালী ।
Thik katha