বিশ্বনবীকে হত্যার নীলনকশা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • বিশ্বনবীকে হত্যার নীলনকশা
    ............
    পরবর্তী পর্ব: • বিশ্বনবীকে হত্যার নীলন...
    ............
    নব্যুওয়াত লাভের আগে মক্কার কুরায়েশদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে আস্থাভাজন মানুষটি ছিলেন হযরত মুহাম্মদ সঃ। আরবরা যেখানে ছিল জায়েলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, সেখানে সততা, আমানতদারিতা সহ অগণিত গুণের সমাহার ঘটেছিল রসুলে পাক সঃ এর চরিত্রে। মক্কাবাসী ভালোবেসে তাকে ডাকতো আল-আমিন, অর্থাৎ বিশ্বাসী। কিন্তু সেই বিশ্বস্ত মানুষটিই যখন তাদেরকে আল্লাহর তওহীদের প্রতি আহ্বান করলেন, পাথরে তৈরি মূর্তির পুজা বাদ দিয়ে একমাত্র আল্লাহ-তাআলাকে ইলাহ হিসেবে মেনে নেয়ার ডাক দিলেন, তখন সেই মানুষটিই তাদের কাছে হয়ে ওঠলেন মিথ্যাবাদী। নিজেদের মধ্যকার বিবাদ-বিসম্বাদ মীমাংসায় যে মুহাম্মদ সঃ কে মধ্যস্ততাকারী হিসেবে তারা একবাক্যে মেনে নিতো, সেই মুহাম্মাদ সঃ এর বিরুদ্ধেই এবার তারা সম্মিলিতভাবে ষড়যন্ত্র শুরু করলো। সেই ষড়যন্ত্রের একটি ছিল, কাবাঘরে নামাজে সিজদারত অবস্থায় রসুল সঃ কে হত্যার করার চেষ্টা। ঘটনার বিস্তারিত তুলে ধরেছি আজকের পর্বে।

ความคิดเห็น • 35