মেহা সোনা দারুণ বলেছে। এতো ছোট্ট হয়েও ওর অজান্তেই ওর জ্ঞান অনেক। ভগবানের কাছে কিছু চাইতে হয় না। তাঁকে মাথায় নিয়ে সঠিক চলনে চললে সব ঠিক থাকে। অনেক বড়ো হও বাবা। শুভ নববর্ষ সকলকে💖💖💖
মেহা আমার চেয়ে প্রায় দেড় যুগ ছোট। কিন্তু অনেক বড় এক শিক্ষা দিল আমায় আজ নিজের অজান্তেই। " ভগবানের কাছে কেন কিছু চাইব? সবই তো আছে।" অনেক শুভেচ্ছা জানাই মেহা তোমার জন্য। এক আকাশ সাফল্য কামনা করি। তোমাদের সকলকে শুভ নববর্ষ। 😊
মেহা একদম ঠিক কথা বলেছে.. আমার দিদা সবসময় বলতেন ঈশ্বর তো সারাক্ষণ তোমায় দেখছেন.. তোমার কি দরকার অদরকার.. তুমি কখন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ.. তিনি সবটা জানেন.. তুমি আমি আমরা সবাই তার সন্তান.. তাই উনি ঠিক সময়েই ঠিক কাজ টা করবেন যেটা করলে তার সন্তান ভালো থাকবে.. তাই ঈশ্বরের কাছে চাইতে নেই .. শুধু বলবে আমি যেমন যেভাবে যা আছি সব টা তোমার দাওয়া. . তোমার জন্যই.. তাই আমাকে যেমন রাখবে আমি তেমন থাকবো । দিদা বরাবর এটাই শেখাতো আমাদের.. তাই এখনও প্রণাম করে বলি যে সকলকে ভালো রেখো .. মানুষ, গাছ, পাখি ,চারপেয়ে সবাই ভালো রেখো । আপনিও ভালো থাকবেন। ❤
মেহার বুদ্ধি বিবেচনা দেখে আমি সত্যি খুব মুগ্ধ হলাম, যখন ভগবান আমাদের এই সুন্দর জীবনটা উপহার দিয়েছেন তখন নিজেদের জন্য কিছু চাওয়া বিলাসিতা সেইখানে মেহা এই ছোটো বয়সে কতটা বুঝে কথাটা বললো কি চাইবো 🌝 ভালো থাকবেন আপনার ছেলে মেয়েকে নিয়ে।❤️
সত্যিই মেহা একদম সেই ছোট্ট শিশুর মত নিষ্পাপ,যেমন একটা বাচ্চার মনে কোনো রাগ,হিংসা,লোভ কোনো কিছুই থাকে না ঠিক তেমন,,,আমরা সাধারণ মানুষ বিনা কারণেই কত কিছু চেয়ে ফেলি ভগবানের কাছে।। আর মেহার কিছু চাওয়ার নেই কথা শুনে বেশ মজাই লাগলো।
মেহু বুড়ির কথায় মনটা ভরে গেলো, সবই ঠিক আছে অপ্রয়োজনীয় কেন কিছু চাইব। যা আছে তা নিয়েই খুশি থাকার ব্যাপারটা সত্যিই মুগ্ধকর। আরো অনেক বিদুষী হয়ে উঠো মেহাবুড়ি 🥰
মেহার কথাটা মন ছুঁয়ে গেল,কি সুন্দর বলল unnecessary কেন চাইব, সত্যিই তো !! ঈশ্বরের কাছে কিছু না চেয়েও তো,তাঁকে ভক্তি শ্রদ্ধা করা যায়,আমরা তো এইভাবে কখনো ভাবিই না। খুব ভালো থাকুক মেহা রামা,এমন মানুষের বড় অভাব আজকাল।
শুভ নববর্ষ 😊💕 বিদেশে গিয়েও যে আপনারা এত সুন্দর বাঙালিয়ানাটাকে ধরে রেখেছেন দেখে সত্যিই মনটা জুড়িয়ে যায় 😊❤ নতুন বছর খুব ভালো কাটুক আপনাদের সবার এটাই কামনা করি ভগবানের কাছে 😊 ভালোবাসা নেবেন ❤❤
মেহার কথা শুনে স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে গেল।উনিও দক্ষিণেশ্বরে মায়ের কাছে গিয়ে নিজের জন্যে কিছুই চাইতে পারেন নি।এই রকম নির্লোভ যেন সারা জীবন থাকতে পারে।যতটা পরিশ্রম করবে ততটা ফল পাবে,এই বয়সেই এই কথাটা বুঝে গেছে।
সত্যিই তো আমরা কখনো ভাবিনি যে আমরা যখন সুস্থ থাকি তাও ভগবানের কাছে গিয়ে কিছু না কিছু চাই কিন্তু আজ মেহার কথা শুনে ভারী মুগ্ধ হলাম যে যেখানে সবাই সুস্থ আছি ভালো আছি সেখানে সব সময় তার কাছে গেলেই যে কিছু চাইতে হবে শুধু শুধু এটার কোনো মানে হয়না ইস্বর এর কাছে গিয়ে না হয় ওনার খবর টুকুই নিয়ে আসা হোক কখনো😊।খুব ভালো থেকো aunty এত ভালো শিক্ষা দিয়েছো তুমি মেহাকে সে যেনো অনেক বড় হয় ভালো মানুষ হয় এই কামনা করি। শুভ নববর্ষ তোমাদের ❤❤❤ভালো থেকো সুস্থ থেকো। ❤love from chandrakona road
মহুয়া মেহা কতটা নিষ্পাপ আর পবিত্র ওর কথায় বুঝলাম। ও ভগবানের কাছে এখনো কিছু চাইতে শেখেনি । সব ই তো ঠিক আছে তাহলে আর কি চাইবে আলাদা করে। ওর মনটা এইরকমই নির্মল ও নির্লোভ থাক চিরজীবন। ঈশ্বর ওকে ভরে দিন। আর রামা , ও কিন্তু ভগবানের কাছে কিচ্ছু চায়নি , তুমি জিজ্ঞেস করাতে চকলেট এর কথা বললো। কি মিষ্টি। ঈশ্বর তোমাদের খুব খুব ভালো রাখুন এই প্রার্থনা, কারণ তোমরা ভালো থাকতে জানো। ❤
Mehu j eto valo meye aj or Thakurer kache prayer er kathay bujhlam....unnecessarily kichu chawa uchit noy. Amio oi ek mot ei bishashi. Khub bhalo hok tomader. Shubho Noboborsher Shubhechcha roilo.
খুব সুন্দর ❤. একেবারে শেষে mehu রানীর ঘাগড়া ঘুরিয়ে আপন মনের আনন্দ প্রকাশ....সত্যি ই মন ছুঁয়ে গেল...❤❤ মানুষের জীবনে যতদিন ছেলেবেলা থাকে ততদিন ই আনন্দ....❤❤❤
She is absolutely right...why to ask for blessings which is already been blessed with... I m with Meha... Bye the way...suvo noboborsho... Stay blessed all of you
বিদেশে থেকেও যে এতো সুন্দর ভাবে দেশের সমস্ত অনুষ্ঠানগুলো পালন করা যায় তা তোমার ব্লগগুলো না দেখলে জানতে পারতাম না দিদি। ভীষণ ভালো লাগলো দিদি, তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা।
আপনাদেরকেও জানাই শুভ নববর্ষ! ধুতি পরে দাদাকে খুব সুন্দর লাগছিলো,আর লাল সাদা শাড়িতে আপনাকেও! মেহা খুব সুন্দর বাজিয়েছে! মেহার উত্তর দেওয়াটা দারুণ লেগেছে! কিছুক্ষণের জন্য পয়লা বৈশাখ এর অনুষ্ঠানের মাঝে হারিয়ে গেছিলাম। পারলে, vlog টির সময়সীমা আর একটু করে বাড়িয়ে দিন। এই টুকুতে মন ভরে না! কলকাতা থেকে! ❤❤❤❤
I like the way you people celebrate every bengali ritual and fest whereas the bengalees who actually live in Bengal started to forget their heritage and rituals.. From these initiatives the children are also getting aware of their rich Indian culture which is actually very good for our future. ❤
তোমার তারকাটা মেহাবুড়ি পাগলামি বজায় থাকুক, আর ও যে বলল সব ঠিক আছে এই পজিটিভ ভাবনাটা সকলের দরকার,এই ভাবনা গুলো থাকলে কি নাই সেটা মনের মধ্যে আসবেই না তোমরা সবাই খুব ভালো থাকো
খুব ভালো লাগলো বাঙালির ঐতিহ্যকে বজায় রেখে রবি ঠাকুরের গান, ছবি আঁকা , পুচকু গুলোর হৈচৈ, সাথে খাওয়া দাওয়া, দাদার আঁকা ছবি টা ও ধুতি পড়া। সব মিলিয়ে দারুন দারুন। আর রামার আর রামার দিদির পারফমেন্সও ভীষণ সুন্দর। রামা কি কিউট❤❤❤❤ দিদি তোমাকেও খুব সুন্দর লাগছিলো।
India te thekeo dekhi aajkal parents ra baccha der foreigner tairi krche tobe mon ta bhalo lage jokhon dekhi tonar r Manik dar moto parents der dekhe jara bidesh e boseo nijer baccha der eto sundor kore Indian culture sekhaccho❤❤❤ শুভ নববর্ষ তোমাদেরকেও আমার প্রণাম নিও আমি অনেক টাই ছোট মেহা আর রামা কে অনেক ভালবাসা দিও আর এভাবেই আমাদের গর্বিত করো❤❤❤
Khub vlo laglo amr katha ta sune “ kno chaibo unnecessarily” . Actually amader akta baddo baje aves thakur keo Amra Jakhan daki seta teo chukti kare . Ata dile ami Ata Debo . Amra Toh nije ra age ujar kare Debo .khub vlo ai attitude ta
শুভ নববর্ষ 🌄 তোমাদের সবাইকে❤ বিদেশের মাটিতে বাংলা নববর্ষের এত সুন্দর একটি আয়োজন দেখে মন প্রাণ ভরে গেল ❤️ যেমন সুন্দর তোমার উপস্থাপনা তেমন সুন্দর আয়োজন খাওয়া-দাওয়া সবমিলিয়ে একটি জমজমাটি আড্ডা। মেহার 🎹 অসাধারণ ছিল ❤️ ওখানে তোমরা শীতে কাঁপছো আর আমরা ওয়েস্ট বেঙ্গল এ দহন জ্বালায় পুড়ছি। ভালো থেকো সুস্থ থেকো ♥️❤️
Didi bhai tomar video ami bolte gale sob deki .tomar kota sunte amar darun lage .tomar family jano good wishes railo. Thanks didi bhai eirakamon video dite tako.
Mind blowing answer by Meha👏👏❤❤ she did the right thing, when everything is good in her world, why would she bother God😅.she saved God's blessings fr needy time.Meha Rocks🎉
শুভ নববর্ষ মহুয়া দি 🌹 তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো 💗 দিদি মেহার কথা গুলো খুব ভালো লাগে , ওর God এর কাছে কিছুই চাওয়ার নেই , কত সরল , তাই না 😘💖
মেহা সোনা দারুণ বলেছে। এতো ছোট্ট হয়েও ওর অজান্তেই ওর জ্ঞান অনেক। ভগবানের কাছে কিছু চাইতে হয় না। তাঁকে মাথায় নিয়ে সঠিক চলনে চললে সব ঠিক থাকে। অনেক বড়ো হও বাবা। শুভ নববর্ষ সকলকে💖💖💖
মেহা আমার চেয়ে প্রায় দেড় যুগ ছোট। কিন্তু অনেক বড় এক শিক্ষা দিল আমায় আজ নিজের অজান্তেই।
" ভগবানের কাছে কেন কিছু চাইব? সবই তো আছে।" অনেক শুভেচ্ছা জানাই মেহা তোমার জন্য। এক আকাশ সাফল্য কামনা করি। তোমাদের সকলকে শুভ নববর্ষ। 😊
মেহা একদম ঠিক কথা বলেছে.. আমার দিদা সবসময় বলতেন ঈশ্বর তো সারাক্ষণ তোমায় দেখছেন.. তোমার কি দরকার অদরকার.. তুমি কখন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ.. তিনি সবটা জানেন.. তুমি আমি আমরা সবাই তার সন্তান.. তাই উনি ঠিক সময়েই ঠিক কাজ টা করবেন যেটা করলে তার সন্তান ভালো থাকবে.. তাই ঈশ্বরের কাছে চাইতে নেই .. শুধু বলবে আমি যেমন যেভাবে যা আছি সব টা তোমার দাওয়া. . তোমার জন্যই.. তাই আমাকে যেমন রাখবে আমি তেমন থাকবো । দিদা বরাবর এটাই শেখাতো আমাদের.. তাই এখনও প্রণাম করে বলি যে সকলকে ভালো রেখো .. মানুষ, গাছ, পাখি ,চারপেয়ে সবাই ভালো রেখো । আপনিও ভালো থাকবেন। ❤
সব শেষে মেহা বুড়ির নাচ টি দারুণ ছিল। নিজের মনে নেচে যাচ্ছিল।
একদম সঠিক উত্তর un necessarily ভগবান এর কাছে কেনো চাইবো , বোকা বোকা মনে হলেও কথাটা অত্যন্ত বাস্তব কথা 😊
এটা best answer from Meha: "(From God) কেনো চাইব Unnecesarily" ....দারুণ 👍
Nicely sung by Rama👏
মেহার বুদ্ধি বিবেচনা দেখে আমি সত্যি খুব মুগ্ধ হলাম, যখন ভগবান আমাদের এই সুন্দর জীবনটা উপহার দিয়েছেন তখন নিজেদের জন্য কিছু চাওয়া বিলাসিতা সেইখানে মেহা এই ছোটো বয়সে কতটা বুঝে কথাটা বললো কি চাইবো 🌝 ভালো থাকবেন আপনার ছেলে মেয়েকে নিয়ে।❤️
সত্যি সত্যিই মেহা খুব ভালো মেয়ে অনেক ভালো জ্ঞান বুদ্ধি ওর অনেক বড় হয়ে ওঠো মেহা পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো সকলকেই জানাই শুভ নববর্ষ (belated) ❤😊
Darun kotha boleche Meha ❤❤
😊
ঠিকই আছে মামুনের বিচার সব যখন ঠিকই আছে কিছু চাইবো কেন খুব ভালো লাগলো
সত্যিই মেহা একদম সেই ছোট্ট শিশুর মত নিষ্পাপ,যেমন একটা বাচ্চার মনে কোনো রাগ,হিংসা,লোভ কোনো কিছুই থাকে না ঠিক তেমন,,,আমরা সাধারণ মানুষ বিনা কারণেই কত কিছু চেয়ে ফেলি ভগবানের কাছে।। আর মেহার কিছু চাওয়ার নেই কথা শুনে বেশ মজাই লাগলো।
মেয়ের unnecessarily ভগবানের কাছে কিছু না চাওয়া আমার বড় ভালো লেগেছে। এমনই পরিপূর্ণ আর সন্তোষজনক জীবন কাটুক ওর সব সময়।
শুভ নববর্ষ❤️ মেহার কথা গুলো কত সহজ ভাবে তুলে ধরলো সত্যি তো কেনো অযথা কিছু চাইবো🥰 নতুন বছর খুব ভালো কাটুক❤️❤️
মেহু বুড়ির কথায় মনটা ভরে গেলো, সবই ঠিক আছে অপ্রয়োজনীয় কেন কিছু চাইব। যা আছে তা নিয়েই খুশি থাকার ব্যাপারটা সত্যিই মুগ্ধকর। আরো অনেক বিদুষী হয়ে উঠো মেহাবুড়ি 🥰
মেহু খুব বুদ্ধিমতী ❤ আছে যখন অহেতুক চাইবো কেন কি সুন্দর ভাবে বললো। ভালো থেকো শুভ নববর্ষ।
মেহার কথাটা মন ছুঁয়ে গেল,কি সুন্দর বলল unnecessary কেন চাইব, সত্যিই তো !! ঈশ্বরের কাছে কিছু না চেয়েও তো,তাঁকে ভক্তি শ্রদ্ধা করা যায়,আমরা তো এইভাবে কখনো ভাবিই না।
খুব ভালো থাকুক মেহা রামা,এমন মানুষের বড় অভাব আজকাল।
কেন চাইব unnecessarily!! অসাধারণ অসাধারণ!!! এই নিঃস্বার্থ ভালোবাসার কাছেই ঈশ্বর ধরা দেন। ইস, আমরা যদি এভাবে ভাবতে পারতাম...
Chaibo na bollo thik ache kintu moneo to hoina j iswar e vokti ba mon ache bole. 🙄
অসাধারণ মহুয়া তোমার মেয়ের যুক্তিপূর্ণ কথা শুনে আমি হাসতে হাসতে মরছি। সত্যিই তো আননেসেসারি কেনই বা চাইতে যাবে ভগবানের কাছে।
Thik, thik, thik😊
শুভ নববর্ষ 😊💕
বিদেশে গিয়েও যে আপনারা এত সুন্দর বাঙালিয়ানাটাকে ধরে রেখেছেন দেখে সত্যিই মনটা জুড়িয়ে যায় 😊❤ নতুন বছর খুব ভালো কাটুক আপনাদের সবার এটাই কামনা করি ভগবানের কাছে 😊 ভালোবাসা নেবেন ❤❤
মেহা একদম ঠিক।
অহেতুক ভগবানকে বিরক্ত করতে যাব কেন!
ইনোসেন্টলি বলছে কথাটা কিন্তু একদম ঠিক
মেহার কথা শুনে স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে গেল।উনিও দক্ষিণেশ্বরে মায়ের কাছে গিয়ে নিজের জন্যে কিছুই চাইতে পারেন নি।এই রকম নির্লোভ যেন সারা জীবন থাকতে পারে।যতটা পরিশ্রম করবে ততটা ফল পাবে,এই বয়সেই এই কথাটা বুঝে গেছে।
সত্যি দারুন লাগলো শুনতে।। ভগবান যখন আমার প্রয়োজন মত দিয়েছেন তাহলে অযথা চাইবো কোন।। ভালো থাকবেন সবাই।। শুভ নববর্ষ ❤❤
সত্যিই তো আমরা কখনো ভাবিনি যে আমরা যখন সুস্থ থাকি তাও ভগবানের কাছে গিয়ে কিছু না কিছু চাই কিন্তু আজ মেহার কথা শুনে ভারী মুগ্ধ হলাম যে যেখানে সবাই সুস্থ আছি ভালো আছি সেখানে সব সময় তার কাছে গেলেই যে কিছু চাইতে হবে শুধু শুধু এটার কোনো মানে হয়না ইস্বর এর কাছে গিয়ে না হয় ওনার খবর টুকুই নিয়ে আসা হোক কখনো😊।খুব ভালো থেকো aunty এত ভালো শিক্ষা দিয়েছো তুমি মেহাকে সে যেনো অনেক বড় হয় ভালো মানুষ হয় এই কামনা করি। শুভ নববর্ষ তোমাদের ❤❤❤ভালো থেকো সুস্থ থেকো। ❤love from chandrakona road
মহুয়া
মেহা কতটা নিষ্পাপ আর পবিত্র ওর কথায় বুঝলাম। ও ভগবানের কাছে এখনো কিছু চাইতে শেখেনি । সব ই তো ঠিক আছে তাহলে আর কি চাইবে আলাদা করে। ওর মনটা এইরকমই নির্মল ও নির্লোভ থাক চিরজীবন। ঈশ্বর ওকে ভরে দিন।
আর রামা , ও কিন্তু ভগবানের কাছে কিচ্ছু চায়নি , তুমি জিজ্ঞেস করাতে চকলেট এর কথা বললো। কি মিষ্টি। ঈশ্বর তোমাদের খুব খুব ভালো রাখুন এই প্রার্থনা, কারণ তোমরা ভালো থাকতে জানো। ❤
শুভ নববর্ষের শুভেচ্ছা নিও তোমরা।মেহা খুব সরল মেয়ে। কোন বাড়তি চাহিদা নেই। পুরো পরিবার একটি সম্পূর্ণ পরিবার।আর দাদা তো অল ইন ওয়ান প্যাকেজ পুরোপুরি।
Mehu j eto valo meye aj or Thakurer kache prayer er kathay bujhlam....unnecessarily kichu chawa uchit noy. Amio oi ek mot ei bishashi. Khub bhalo hok tomader. Shubho Noboborsher Shubhechcha roilo.
বাচ্চাদের মন কত সরল হয়,ভগবানের কাছে কিছুই চাওয়ার নেই।কিন্তু আমরা বড়রা শুধু আরও চাই,আরও চাই।বাচ্চাদের কাছ থেকেও অনেক শিক্ষা নেওয়া জরুরী।❤❤
খুব সুন্দর ❤.
একেবারে শেষে mehu রানীর ঘাগড়া ঘুরিয়ে আপন মনের আনন্দ প্রকাশ....সত্যি ই মন ছুঁয়ে গেল...❤❤
মানুষের জীবনে যতদিন ছেলেবেলা থাকে ততদিন ই আনন্দ....❤❤❤
মেহার ভাবনা খুব ভালো... ও বুঝেছে যে সব যখন ঠিক আছে তালে ঠাকুর কে বিরক্ত করবো না... ওর এই ভালো ভাবনা কে খুব ভালো লাগলো..... ❤😍
মেহুর ঐ ছেলেমানুষী একটা কথা সত্যি মনছুয়ে গেলো, (unnecessary কেনো কিছু চাইবো)
দিদি মেহার বলা কথাগুলো মনে দাগ কেটে গেল।সত্যিই তো সব যদি ঠিকঠাক থাকে তবে কেন ভগবানের কাছে তা চাইতে যাব। খুব দামী কথা বলেছে
দিদি এখানে যা গরম মনেহয় তোমার কাছে চলে যাই
এই একই কথা আমার ছেলে ও বলে
মেহা টা তারকাটা না। তারকাটা যারা সত্যিই unnecessarily ঠাকুর এর কাছে শুধু এটা দাও ওটা দাও বলে চায় । উনি না চাইতেই সব দেন যার যতটুকু দরকার।❤❤
মেহার এই সরলতা খুবই মন ছুঁয়ে গেলো...সব্বাই কে শুভ নববর্ষ..❤
মেহার কথাগুলো দারুন লাগলো, ওইজন্যই বলে বাচ্চাদের মন কাঁচের মতো স্বচ্ছ। তোমার শাড়ি টা কি দারুন ❤ সবাই কে ভীষণ সুন্দর লাগলো, খাওয়ার গুলো দারুন লোভনীয় ❤ শুভ নববর্ষ তোমাদের সকলকে ❤
কারা কারা মহুয়া দিদির ব্লগের জন্য অপেক্ষা করে থাকো আর মহুয়া দি কে ভালোবাসা ❤️❤️
Asa kori sokolei... ❤❤❤
Ami o
আমি থাকি ❤
আমি
Mohua tomader sokolkeshuvo nabo borso mega r Rama Krishna anek valobasa
ভীষণ ভীষণ ভালো লাগল,তুমি,মানিক,নেহা ,রামকৃষ্ণ এবং আমেরিকাবাসী বাঙ্গালীদের জানাই শুভ নববর্ষের (১৪৩১) আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।🍁❤🎈❤🎈❤🎈👌👍
শুভ নববর্ষ, মেহার কাছে শিখলাম যে ভগবানের কাছে সবসময় চাইতে নেই।
মেহুর কথা শুনে প্রচুর হাসি পাইলো, ভালোও লাগলো,, সবই তো ঠিক আছে, কি চাইবো ভগবানের কাছে 🙏
লাস্টে মহুয়াদির পেছন দিকে মেহার দুহাতে জামা ধরে ঘোরা টা দারুন লেগেছে।❤❤❤❤
মেহা সুন্দর বলেছে যা আছে তা চাইবে কি করে👌👌
আর এই রোদটাকেই আমরা এখন কলকাতাবাসী রা ভয় পাচ্ছি
ঠিক বলেছেন😊
মেহা জীবনে একদিন অনেক বড় হবে।রামাকে অনেক আশীর্বাদ। আপনারা সবাই অনেক ভাল থাকবেন। শুভ নববর্ষ।
আজকের ভ্লগ বড্ড ভালো লাগলো। এতো ভালোবাসা ছড়ানো ভিডিও শুধুই অফুরান ভালো লাগা। প্রকৃতি শোভা, মেহা, ছোট্ট সোনা রামা, আর আপনাকে আর দাদাকে বছরের প্রথম দিনটিতে খুব ভালো লাগলো। ভালো থাকবেন সবাই মিলে 🙏
She is absolutely right...why to ask for blessings which is already been blessed with... I m with Meha... Bye the way...suvo noboborsho... Stay blessed all of you
এই নববর্ষে আমার ঘরে ছোট্ট মা লক্ষ্মীর আগমন হয়েছে। সকলের আশীর্বাদ কামনা করি 🙏
Meha katha gulo ekdom thik boleche, vagobaner kache sabsamoi chaoar jnnoi jete nei 😊
Mehar kotha gulo sotti sundo r or mon ta khub poriskar .. khub valo .god bless you 🙏🙏
বিদেশে থেকেও যে এতো সুন্দর ভাবে দেশের সমস্ত অনুষ্ঠানগুলো পালন করা যায় তা তোমার ব্লগগুলো না দেখলে জানতে পারতাম না দিদি। ভীষণ ভালো লাগলো দিদি, তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা।
আপনাদেরকেও জানাই শুভ নববর্ষ! ধুতি পরে দাদাকে খুব সুন্দর লাগছিলো,আর লাল সাদা শাড়িতে আপনাকেও! মেহা খুব সুন্দর বাজিয়েছে! মেহার উত্তর দেওয়াটা দারুণ লেগেছে! কিছুক্ষণের জন্য পয়লা বৈশাখ এর অনুষ্ঠানের মাঝে হারিয়ে গেছিলাম। পারলে, vlog টির সময়সীমা আর একটু করে বাড়িয়ে দিন। এই টুকুতে মন ভরে না! কলকাতা থেকে! ❤❤❤❤
Meha ojantei onek sundor akta kotha bollo
উপরি পাওনা শেষে মেহুর ওই নাচ করাটা ❤❤
তারকাঁটা word ta sune khub haslam 😅😂😂 ...
Rama r gan ta oshadharon ❤ ... Sobai k darun lagchilo dekhte 😊
লোভনীয় খাওয়া দাওয়া সুন্দর ছোট্ট করে অনুষ্ঠান এক কথায় দারুন নব বর্ষ ❤️❤️
I like the way you people celebrate every bengali ritual and fest whereas the bengalees who actually live in Bengal started to forget their heritage and rituals..
From these initiatives the children are also getting aware of their rich Indian culture which is actually very good for our future. ❤
Sotti kotha bolte bangali festival gulote amader ekhankar theke tomader okhane besi moja hoy
Eta ekdom sotti bolechen
তোমার তারকাটা মেহাবুড়ি পাগলামি বজায় থাকুক, আর ও যে বলল সব ঠিক আছে এই পজিটিভ ভাবনাটা সকলের দরকার,এই ভাবনা গুলো থাকলে কি নাই সেটা মনের মধ্যে আসবেই না তোমরা সবাই খুব ভালো থাকো
Akdom 😊
❤
শুভ নববর্ষ দিভাই,,,,,আমার প্রণাম নিও দুজনেই,,,,,এবং রামা আর মেহাকে অনেক স্নেহ এবং ভালোবাসা জানাই,,,,তোমারও সুস্থ এবং ভালো থেকো।
খুব ভালো লাগলো বাঙালির ঐতিহ্যকে বজায় রেখে রবি ঠাকুরের গান, ছবি আঁকা , পুচকু গুলোর হৈচৈ, সাথে খাওয়া দাওয়া, দাদার আঁকা ছবি টা ও ধুতি পড়া। সব মিলিয়ে দারুন দারুন।
আর রামার আর রামার দিদির পারফমেন্সও ভীষণ সুন্দর।
রামা কি কিউট❤❤❤❤
দিদি তোমাকেও খুব সুন্দর লাগছিলো।
তোমাদের ওখানে ওয়েদার চেরাপুঞ্জি আর আমাদের এখানে ভেজা গেঙ্গি😢😢😢😢😢
Same to you Vai from kerala kochi
আপনাদের সবাইকে শুভ নববর্ষ। মহুয়া দি তোমার শাড়ি টা খুব সুন্দর।🌺🌺🌺🌺
শুভ নববর্ষ দিদি। আমার ছেলে হয়েছে দিদি। গর্ভবতী থাকা অবস্থায় তোমার ভিডিও দেখে খুব ভালো লাগতো। তোমার মতো একটা সুখী পরিবার কল্পনা করতাম।
এত লক্ষী মেয়ে মেহা বলার নয়। ভগবান তোমাদের সব্বাইকে ভাল রাখুন। রান্নাগুলো জবরদস্ত হয়েছে সাথে অনুষ্ঠান।
খুব খুব ভালো লাগলো তোমাদের পোগ্রাম।সত্যি এই জিন স গুলো, তোমাদের মাতিয়ে রাখে। নিজের দেশে না থেকেও... একটি অনুভব দেশের জন্য। খুব খুব ভালো থাকো তোমরা ।
খড়গপুর নামটা সুনে মনে হলো খুব কাছের, আমার বাড়ি কোলাঘাটে, তোমাকে জানাই শুভ নববর্ষ !❤
Kharagpur a amar bari❤❤
Seshe mehar entry ta daarun laglo....mishtyy meye ekta😊
She is innocent but speaks logically
Love you Meha❤❤❤❤
India te thekeo dekhi aajkal parents ra baccha der foreigner tairi krche tobe mon ta bhalo lage jokhon dekhi tonar r Manik dar moto parents der dekhe jara bidesh e boseo nijer baccha der eto sundor kore Indian culture sekhaccho❤❤❤
শুভ নববর্ষ তোমাদেরকেও আমার প্রণাম নিও আমি অনেক টাই ছোট
মেহা আর রামা কে অনেক ভালবাসা দিও আর এভাবেই আমাদের গর্বিত করো❤❤❤
Suvo Nabobarsa .Durdanto laglo.Apnader Sabi ke Priti o Suvechcha janai.Rama o Meha ke Anek valobasa.
Khub vlo laglo amr katha ta sune “ kno chaibo unnecessarily” . Actually amader akta baddo baje aves thakur keo Amra Jakhan daki seta teo chukti kare . Ata dile ami Ata Debo . Amra Toh nije ra age ujar kare Debo .khub vlo ai attitude ta
মেহা নিজের মতো ঘুরছে 😂😂😂 ki Innocent Valo meye❤️
রাম এর গাওয়া গানটা আমারও অনেক প্রিয় একটা গান!
শুভ নববর্ষ 🌄 তোমাদের সবাইকে❤ বিদেশের মাটিতে বাংলা নববর্ষের এত সুন্দর একটি আয়োজন দেখে মন প্রাণ ভরে গেল ❤️ যেমন সুন্দর তোমার উপস্থাপনা তেমন সুন্দর আয়োজন খাওয়া-দাওয়া সবমিলিয়ে একটি জমজমাটি আড্ডা। মেহার 🎹 অসাধারণ ছিল ❤️ ওখানে তোমরা শীতে কাঁপছো আর আমরা ওয়েস্ট বেঙ্গল এ দহন জ্বালায় পুড়ছি। ভালো থেকো সুস্থ থেকো ♥️❤️
Didi tomar ei Sarita khub sundor.ei Sarita kar theke niyecho bolbe আমিও kinbo. Thank you
সত্যি তো কেন শুধু চাইতেই হবে ভগবানের কাছে
Didi bhai tomar video ami bolte gale sob deki .tomar kota sunte amar darun lage .tomar family jano good wishes railo. Thanks didi bhai eirakamon video dite tako.
শুভ নববর্ষ ১৪৩১এর শুভেচ্ছা। খাওয়া দাওয়া মেনু গুলো দারুন মনে হলো। জীভে জল আনার মতো। ভালো থাকুন সুস্থ থাকুন। পূর্ব বর্ধমান জেলা থেকে।
শুভ নববর্ষ ,অনেক বেশি ভালো লাগলো ব্লগটা,ভালো থেকো সুস্থ থেকো,
দিদি তোমাদের ওখানে বলছো এখনো ঠানডা ।আর আমরা এখানে 40 42 ডিগ্রি গরম সহ্য করছি।ভালো থেকো সবাই।শুভ নবব্ষ।
ভিডিও শেষে কে কে মহুয়াদিকে না দেখে মেহার নিজের তালে নাচ করাটা দেখে গেলে??😅❤️।।।
.
.
Edit: ❤️
😃❤️🙏
@@probaseghorkonna2712 eh baba!!😅Tumi prothom bar amar reply dile go ....Khuuuuuuuuuuuub khushiiiiiii.........
.
.
.
.
.
.
.
Ettota❤️🥹....~Thank you....Tumi sottie Sera go....
দিদিভাই আপনার মুখে বার বার ঠান্ডা শুনেও ভালো লাগছে। আমাদের পশ্চিম বাংলায় 44° চলছে☺️🥵🔥
শুভ নববর্ষ মহুয়া সবাই ভালো থেকো নববর্ষে রামার গান খুব ভালো লাগলো
FBতে সব সময়ই দেখি কিন্তু এইটা তো দেখা গেলো না।যাইহোক মেহুরাণী এই রকম ই থাক।শুভ নববর্ষ এর ব্যাবস্থা দেখে খুব ভালো লাগলো।ভালো থেকো।❤❤❤❤
তোমাদের ওখানে এত ঠান্ডা, আর আমাদের এদিকে কি গড়ম জানো। প্রায় ৪২° 😢
Everything is okay kintu mehar kotha gulo 🫠❣️.......seraaaaaa
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏শুভ নববর্ষ😊
@@probaseghorkonna2712 শুভ নববর্ষ ❤️মাসি মনি....,ভাই আর বোনু,আর মেসোমশাই কেও শুভ নববর্ষ 🙏🖇️খুব ভালো থেকো আর সব্বাইকে ভালো রেখো 🥹🌚।।
আমরা রোদ দেখে ভয় পাচ্ছি।
😂
Suvo Nababarsho tomader sobai k janalam.....Valo theko, Sustho theko ❤️❤️
Mehar piyano bajno khub bhalo hoyeche
Mind blowing answer by Meha👏👏❤❤ she did the right thing, when everything is good in her world, why would she bother God😅.she saved God's blessings fr needy time.Meha Rocks🎉
Meha is basically wise....sob thik ache ..oo kano kichu chaibe
Ses e mehar ghora k k notice korle😂
Meha খুব sweet আর innocent 🥰🥰
মেহার কথাবার্তা গুলো খুব ভালো লেগেছে।
ভিডিওটা র শেষে মেহা যখন আপন মনে ঘুরছিলো খুব মিষ্টি লাগছিলো ♥️
Meha to thiki boleche sbi jakhan thk ache kno kichu chaibo.
Piche to dekho😂
Keno chaibo unnecessarily....koto boro ar sundar kotha bollo
😊
মেহা কথাটা ভীষণ সুন্দর বলল কেনো unnnessery চাইবো এইটা আসলেই সুন্দর মানসিকতার পরিচয় ও ভালো থাকুক
তোমাকে ও তোমার পরিবারের সবাইকে শুভ নববর্ষ। শাড়ি টা খুব সুন্দর। তোমাকে অপূর্ব সুন্দর লাগছে 💞💞। নতুন ভিডিও জন্য অপেক্ষায় ছিলাম
Tumi jokhon sobai k sushto thakar kotha bolchile. Tokhon Meha r anarkali uriye nach ta ami besi mon diye dekhchilam aj. Pagli puro 😅
দিদিভাই,,,দাদাবাবু,,,মেহুরানী,,রামাসোনা সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন...
খুব ভালো থাকো তোমরা
Bhalo theko...bhalo rekho Mahua Di....Mehu tumi arokom i Shanto,Snigdho theko...Rama tumi khub bhalo theko....Dada your knowledge empowers and enriches us....Tomra khub anonde theko...
শুভ নববর্ষ, তোমাকে আর সারা প্রবাসে ঘরকন্না পরিবার কে, বিদেশে থেকেও যে এইভাবে নিজের দেশকে ভালোবাসা যায় সেটা তোমাদের দেখে বোঝা যায়, অনেক ভালোবাসা নিও।
শুভ নববর্ষ মহুয়া দি 🌹 তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো 💗 দিদি মেহার কথা গুলো খুব ভালো লাগে , ওর God এর কাছে কিছুই চাওয়ার নেই , কত সরল , তাই না 😘💖
Shubho nabhobarsho . khub sundor program ar alahi khawa dawa sab miliye jam jamat nabhobarsho ❤