এরকম জীবনযাপন ও করে মানুষ কল্পনাও করিনি, কি অনন্য উপায়ে জীবনকে উপভোগ করছে তারা। এদের বিত্তের আধিক্যের সাথে সাথে ঐশ্বর্যশালী একটা মন ও আছে, লোকটা বউকে নিয়ে বেড়াতে যাবার জন্যে আলাদা একটা প্লেন রেখেছে! আপনাকে ধন্যবাদ এমন একটি স্টোরির জন্যে।
আপনাদের উপস্থাপনা ভীষণ ভালো লাগলো,সত্যিই খুবই সহজ সরল মনের মানুষ আপনারা,কোনো অহংকার পেলাম না আপনাদের মধ্যে, এটাই তো মানুষের সব থেকে বড় সম্পদ!অনেক অনেক শুভ কামনা আর ভালোবাসা রইল আপনাদের প্রতি, ভালো থাকবেন ~
ভীষণ আশ্চর্য লাগলো আজকের ভিডিও টা দেখে। লোকের বাড়িতে যে প্লেন থাকতে পারে ভেবে ই আশ্চর্য লাগছে। সত্যি মহুয়া তোমার জন্যে আমার ও ক্যালিফোর্নিয়া ভ্রমণ হয়ে যাচ্ছে। ভালো থেকো তোমরা সবাই ।
অসাধারণ। খুবই আকর্ষক। কত ধরনের মানুষ, তাদের জীবনযাত্রা। আর্থিক দিকে অসম্ভব স্বাচ্ছল্য এই আকাশবিহারের আকাঙ্খা পূরণের চাবি। খুব ভালো লাগলো আপনার ধারাবিবরণী। আপনার কাজটাও খুব ধন্যবাদার্হ। সপরিবারে সুস্থ, ভালো থাকুন। আমাদের জন্য ব্লগ বানান। ধন্যবাদ।
ভাবা যায়! এ যেন এক রূপকথার দেশ😮 সত্যিই মানুষ পারে না এমন কোন কাজ নেই এবং আজ সেটা প্রমাণিত । তোমার জন্য আজ দারুণ একটা অভিজ্ঞতা অর্জন করলাম। রামা বুড়ি তো ভীষণ খুশি হয়েছে।। খুব ভালো লাগলো আজকের ব্লগ ❤
আপনার video ওর মাধ্যম থেকে আমরা আপনার অভিজ্ঞতা থেকে অনেক নতুন তথ্য জানতে পারছি । আমি ভাবতেও পারিনি যে Usa এর পাড়ার বাড়িতে গাড়ির বদলে উড়োজাহাজও থাকতে পারে সত্যি আজকের video টা অসাধারণ লাগলো । ❤️☺️✨
দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম,খুব মজাও লাগছিলো দেখতে দেখতে, যে সবার গ্যারেজে শুধু গাড়ি নয় প্লেনও আছে এবং তাও একাধিক, যা আমাদের ভাবনারও বাইরে .... অনেক ধন্যবাদ আপনাকে কারণ আপনার কাছ থেকে কত কিছু নতুন তথ্য জানতে পারি ...❤❤
এমন সাহিত্যময় ভাষা অনেক দিন শুনিনি বর্তমান বাঙ্গালীরা এখন তেমন নয় ভালো লাগলো আপনার অসাধারন কথা দক্ষিন এসিয়ার জনগণ যদি আপনার অসাধারন ভাষার ও সাহিত্যের সুরে কথা বলতো তাহলে শুনতে ভাল লাগতো আাপনার কথা যত শুনি তত ভালো লাগে সত্যি আপনি অসাধারণ। বাংলাদেশ থেকে
দিদি দুর্দান্ত অভিগতা সঞ্চয় করলাম,আমরাও কোনো দিন শুনি নাই, তোমরাও দেখলে আমরাও দেখলাম,ভীষন ভালো লাগলো,রামা বাবা প্লেন বসেছে মনে হচ্ছে ও হচ্ছে চালাচ্ছে,আজকে আলাদা অনুভূতি হলো,তোমরা সবাই ভালো থেকো
মহুয়া আমি গত একবছর ধরে তোমার ব্লগ দেখছি ,কোনোদিন কোনো কমেন্ট করিনি কিন্তু আজ মনে হলো করি ,আজ তোমার এই তথ্য সমৃদ্ধ ব্লগটা সত্যি অপূর্ব ছিল ,তোমার ব্লগ দেখে ও দেশের কত কিছু যে জানতে পারি আর সঙ্গে থাকে তোমার সুন্দর কথা বলার ভঙ্গি ۔۔۔۔প্রতিদিন অপেক্ষায় থাকি কখন তোমার ব্লগ আসবে ,অনেক বলালবাসা তোমাকে ও তোমার পরিবারকে ❤❤❤
আপনার ভিডিও আর আপনার কথা বলার মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে, হয়তো আমরা নিজের চোখে জিনিসটা দেখতে পাই না, কিন্তু আপনার কথা বলার মধ্যে এমন একটা প্রাণ আছে যা আমাদের মনে হয় নিজের চোখেই জিনিসগুলো আমরা দেখছি, অসাধারণ লাগলো ভিডিওটা 🙏🙏
সবার মতো এক কথাই বলবো মহুয়া তোমার ব্লগের জন্য আমেরিকার অনেক কিছু দেখতে ও জানতে পারছি আগামী বাংলার নতুন বৎসরের শভ কামনা ও শুভেচ্ছা জানাই আর বাচ্চা দের অনেক আদর ওআশীবাদ জানাই ভালো থেকো
দিদি আমি কোনোদিন ভাবিনি যে এই রকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাবো 😃😃 ভাবাই যায়না যে এইরকম সবার বাড়িতে একটা,, দুটো,, তিনটে করেও অবধি প্লেন তারা ব্যাবহার করেন । দারুন একটা ব্যাপার,, তোমার সাথে সাথে অনেক কিছু দেখতে পেলাম জানতে ও পারলাম। আর শুধু রামা কেন আমারও খুব আনন্দ হচ্ছিলো। এইরকম আনন্দদায়ক ভিডিও দেওয়ার জন্য দিদি তোমায় অসঙ্খো ধন্যবাদ। ভালো থেকো দিদি ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আংকেল, আজ আপনার ভিডিও চিত্রে আমি একজন দেশীয় নতুন দর্শক এবং নতুন একটি জায়গার বিমানের মলিকদের বিমান ও অপূর্ব বাড়ি ঘরের দৃশ্য দেখার উপহার দিলেন।সত্যিই দেখে মুগ্ধ হলাম। ভাবতে অবাক লাগে,পৃথিবীতে এরকম আয়েসি জীবনে মানুষ বসবাস করছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ধারনের জন্য। আপনার সিলেটি আংকেলর পক্ষে সকলের প্রতি মোবারকবাদ।অবশ্যই সাবধানে চলবেন,আল্লাহর নামে।
আমি বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছি। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে মোবাইল ফোন হাতে নিয়ে ইউটিউবে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলাম। ভিডিওটি দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। খুবই ভালো লাগছে।
খুব সুন্দর অভিজ্ঞতা হলো তোমাদের সঙ্গে আমারও .....ছোট থেকে বাড়ি গাড়ি শুনে এসেছি কিন্তু বাড়ির সামনে🛩️🛩️এও সম্ভব....বিলাসিতা বৈভব কি একেই বলবো.....তবে একটা জিনিস শিখলাম প্রাচুর্যের মাঝেও নমনীয়তা 👍👍 খুব ভালো লাগলো গো, হোক না তা পরের😍😍❤❤😊😊
সত্যিই আপনাকে এবং আপনার স্বামীকে আমার খুব ভালো লেগেছে কারণ আপনারা এত উন্নত মানের মানসিকতার পরিচয় দিয়েছেন সেখানে আমি অভিভূত। খুব ভালো থাকবেন আপনারাও এবং আপনাদের সন্তান যেন আপনাদের মতন একজন খাঁটি ভারতীয় হয়ে ওঠে, এই দেশকে যেন ভুলে না যায়।
সত্যি যেন স্বপ্ন পুরীর দেশ অবাক লাগলো সত্যি এরকম ও হয় দেখে খুশি হলাম আমি দিদি তোমাদের সবাই কে ধন্যবাদ ❤❤❤❤ দেখানোর জন্য ভাবতে ও অবাক লাগে আমার ইন্ডিয়া তে কার থাকবে এটাও এমন ভাবা ও একটা স্বপ্ন আর ওখানে বিমান সত্যি স্বপ্ন তবে i Love my India ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
মহুয়া একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো আজ ।তারজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।❤❤। আমি শুনেছিলাম ক্যালিফোনিয়াতে এমন জায়গায় আছে, আজ সেটা দেখে সত্যি আশ্চর্য হয়ে গেলাম। সত্যি প্রতিটি বাড়িতে নিজেদের প্লেন আর তাতে করে তারা যেখানে সেখানে যেতে পারে ভাবলেও অদ্ভুত লাগছে।
@@probaseghorkonna2712 শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ।তোমার ছেলেমেয়েদের জন্য অনেক অনেক আদর। আর ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করি। তোমরা সবাই ভাল থেকো ,সুস্থ থেকো। সারা বছর সুখে শান্তিতে কাটুক।❤️☺️🙏
প্রতিটি বাড়িতে দুটি তিনটি করে উড়োজাহাজ সত্যিই অবাক করার মতো ব্যাপার আমাদের কাছে..তোমার ব্লগ থেকে আমেরিকা সমন্ধে কত কিছু জানতে পারি..ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটি জায়গা দেখানোর জন্য ♥️..শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা রইলো..💐
Airoplane je akta para r protyek barir samne four or two wheelarer moto darie thake ata dekhe khub e aschorjo abong odvot laglo .Darun laglo vlogta .arokom koto sundor sundor ginis ba bebostha tomar chokh diye tomar vloger madhyome amra dekhte pai .atao akta amader orthat jara O deshe jete par6ina tader akta darun paona .valo theko tomra sobai .❤❤❤
বহুদিন পর আপনার চ্যানেল দেখার সৌভাগ্য হলো। What an upload! সত্যি, আমরা যারা ভারতে মধ্য বিত্ত , কোনভাবে বেঁচে থাকি,তারা স্বপ্ন দেখতেও পারবে না যে রিয়ালি এরকম বড়লোকও হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব ব্যাপার গুলো চোখের সামনে তুলে ধরার জন্য।রামাকে অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো। একটু যেন বড় হয়েছে।
ভীষণ সুন্দর অভিজ্ঞতা হলো আজ ❤️আমার স্যার বলছিলেন দুদিন আগেই আমাদের পরের জেনারেশন দের এরকমই একটা করে গাড়ির বদলে বিমান থাকবে আর তারা ওটা করেই যাতায়াত করবে।। সেই কথার সাথে তোমার ব্লগ তার মিল পেলাম ❣️সত্যিই অবাক লাগছে না একটুও মনে হচ্ছে এটাও সম্ভব টাও আমেরিকার মতো এত এক্সপেন্সিভ জায়গায় এরকম একটা জিনিস দেখে কী ভীষণ ভালো লাগলো।। ❤️
আমরা কত পিছিয়ে আমাদের ভারতবর্ষ কবে ও কতটা উন্নতি করতে পারবে সে ভবিষ্যৎ বলবে। আমেরিকানরা পৃথিবীর সমস্ত সুখ সুবিধা ভোগ করে। আনার ব্লগ প্রায়ই দেখা হয়। এরকম ব্লগের জন্য ধন্যবাদ।
Daarun laglo....amar baba o AAI te chilen so plane e chorechi aar onek awaj o shunechi as Kolkata Airport e quarters e thaktam aar Hanger e roj plane der awaaj shunechi. But emi ekta para jekhane sobar personal plane aache aar seta Tara nijera e use koren aar rokhona bekkhan kore jene daarun laglo. Thanks for this unique experience.❤😊
সত্যি দিদি,এক কথা বার বার বলেও হয়তো বোঝাতে পারিনা,আপনার ভয়েস ও কথা গুলো শুনতে এতো ভালো লাগে কি বলব❤❤আপনার জন্য অনেক কিছু জানা যায় ঐদেশের সব কিছু নিয়ে।
আমিও ইউ টিউবে একটা ভিডিও এই ব্যাপার টা দেখেছিলাম। আজকে পুরো ডিটেলস জানলাম। পুরো রূপকথার গল্পের মতোই লাগলো আমার কাছে। আর দাদা কত সুন্দর ভাবেউপস্থাপন করলো ব্যাপার টা। সব মিলিয়ে দারুন আজকের ব্লগটা ❤।
দিদি আপনারা একটা কিনে নিতে পারলে কিন্তু মাসে একবার না হলেও ৩মাস অন্তর তো এদেশে আসতে পারেন এবং মা বাবা ভাই আত্মীয় স্বজনদের দেখে যেতে পারেন।❤😊 দিদি আমার মনে হল তাই বললাম এ বিষয়ে বিস্তারিত কোনো অভিজ্ঞতা আমার নেই ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️। আমার তো vlog টা দেখে বেশ অন্য রকম অভিজ্ঞতা হল। যেন স্বপ্নের মতো মনে হল।❤
আপনার কথায় একটা মাধুর্য আছে, শুনতে বেশ মিষ্টি। আর এই আকর্ষনটাই আমাকে শেষ অব্দি নিয়ে এসেছে ভিডিও টির। এই পাড়াটি সম্পর্কে আগেই জানতাম এবং দেখেছি কয়েকবার। তাও আপনার সুন্দর উপস্থাপনায় ভিডিওটি দেখেছি। টেইক🖤
সত্যি অবাক হলাম। আমি ১২ বছর Arab countries chef job করেছি কখনো করো কাছে গল্পের মাধ্যমে ও শুনিনি। নিজেকেই ধন্যবাদ জানাই, আজ আপনার ভিডিও টা দেখার ভাগ্য হলো বলে। All' the best দিদিভাই।
তোমার চোখ দিয়ে আমেরিকা দেখে আপ্লুত আমরা 😍🖤 এরম প্রাইভেট প্লেন দেখবো এ আশার ও উর্ধ্বে , রামা খুশি টে লাল হয়ে গেছে পুরো😂❤ পাসপোর্ট গুলো সব রেডি করে রেখেছ তো??
কোন কিছু নতুন দেখলে বা কোথাও বেড়াতে গিয়ে কিছু দেখলে ততক্ষনাৎ মা বোন বা বাড়ির লোকজন কে কখন সে সব দেখার গল্প করবো তার জন্য খুব উদ্বিগ্ন হয়ে থাকি। তুমি কাল এই কাজ টি করেছো। ধন্যবাদ তোমাকে , আমাদের সবাইকে নিজের পরিবার ভাবার জন্য।আর আজকের ভ্লগটা ভাষায় প্রকাশ করা যাবে না।
এরকম জীবনযাপন ও করে মানুষ কল্পনাও করিনি, কি অনন্য উপায়ে জীবনকে উপভোগ করছে তারা। এদের বিত্তের আধিক্যের সাথে সাথে ঐশ্বর্যশালী একটা মন ও আছে, লোকটা বউকে নিয়ে বেড়াতে যাবার জন্যে আলাদা একটা প্লেন রেখেছে! আপনাকে ধন্যবাদ এমন একটি স্টোরির জন্যে।
Sotti etto sundor jaiga. Prithibi etto sundor eisob deshe na gele bojha jae na.
অসম্ভব ভালো লাগলো ভ্লগটা। অদ্ভুত এক তথ্য জানতে এবং স্বচক্ষে দেখতে পেলাম। খুব সুন্দর। সত্যি ই কেন স্বপ্নের দেশ এক।
এই জায়গা টার কথা আগেই জানতাম ইউ টিউব এর দৌলতে এই বার এতো কিছু তথ্য পেলাম আপনার দৌলতে ☺️ , দারুন
লেগেছে অপূর্ব ভ্লগ 🙏
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
আপনাদের উপস্থাপনা ভীষণ ভালো লাগলো,সত্যিই খুবই সহজ সরল মনের মানুষ আপনারা,কোনো অহংকার পেলাম না আপনাদের মধ্যে, এটাই তো মানুষের সব থেকে বড় সম্পদ!অনেক অনেক শুভ কামনা আর ভালোবাসা রইল আপনাদের প্রতি, ভালো থাকবেন ~
ভীষণ আশ্চর্য লাগলো আজকের ভিডিও টা দেখে। লোকের বাড়িতে যে প্লেন থাকতে পারে ভেবে ই আশ্চর্য লাগছে। সত্যি মহুয়া তোমার জন্যে আমার ও ক্যালিফোর্নিয়া ভ্রমণ হয়ে যাচ্ছে। ভালো থেকো তোমরা সবাই ।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
অসাধারণ। খুবই আকর্ষক। কত ধরনের মানুষ, তাদের জীবনযাত্রা। আর্থিক দিকে অসম্ভব স্বাচ্ছল্য এই আকাশবিহারের আকাঙ্খা পূরণের চাবি। খুব ভালো লাগলো আপনার ধারাবিবরণী। আপনার কাজটাও খুব ধন্যবাদার্হ। সপরিবারে সুস্থ, ভালো থাকুন। আমাদের জন্য ব্লগ বানান। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
স্বপ্নের জগত থেকে ফিরলাম।
আপনি অনেক উন্নতি করবেন।
যে আপনাকে এই খবরটি দিয়েছেন, তাকেও অনেক ❤ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
@@probaseghorkonna2712 শুভ নববর্ষ ❤❤
ভাবা যায়! এ যেন এক রূপকথার দেশ😮 সত্যিই মানুষ পারে না এমন কোন কাজ নেই এবং আজ সেটা প্রমাণিত । তোমার জন্য আজ দারুণ একটা অভিজ্ঞতা অর্জন করলাম। রামা বুড়ি তো ভীষণ খুশি হয়েছে।। খুব ভালো লাগলো আজকের ব্লগ ❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
Thank you
আপনার video ওর মাধ্যম থেকে আমরা আপনার অভিজ্ঞতা থেকে অনেক নতুন তথ্য জানতে পারছি । আমি ভাবতেও পারিনি যে Usa এর পাড়ার বাড়িতে গাড়ির বদলে উড়োজাহাজও থাকতে পারে সত্যি আজকের video টা অসাধারণ লাগলো । ❤️☺️✨
th-cam.com/users/shortsqiQUNMaKLFY?si=xg47toDRhkgMt95U
Oshadharon...indeed
Video..vedio noi😂
Koun place yeta
একদম ঠিক বলেছেন
✈️ দেখে আর পাইলট হতে পেরে রামার কী আনন্দ। দেখে মনটা ভরে গেল। আর জায়গাটার পরিবেশটা খুব সুন্দর। দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ' বসন্ত এসে গেছে ' ।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম,খুব মজাও লাগছিলো দেখতে দেখতে, যে সবার গ্যারেজে শুধু গাড়ি নয় প্লেনও আছে এবং তাও একাধিক, যা আমাদের ভাবনারও বাইরে .... অনেক ধন্যবাদ আপনাকে কারণ আপনার কাছ থেকে কত কিছু নতুন তথ্য জানতে পারি ...❤❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
এমন সাহিত্যময় ভাষা অনেক দিন শুনিনি বর্তমান বাঙ্গালীরা এখন তেমন নয়
ভালো লাগলো আপনার অসাধারন কথা
দক্ষিন এসিয়ার জনগণ যদি আপনার অসাধারন ভাষার ও সাহিত্যের সুরে কথা বলতো তাহলে শুনতে ভাল লাগতো
আাপনার কথা যত শুনি তত ভালো লাগে
সত্যি আপনি অসাধারণ।
বাংলাদেশ থেকে
খুব ভালো লাগলো ওই ভদ্র লোকটির ব্যবহার আর রামার প্রতি ভালোবাসা দেখে।❤❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
Nice
দিদি দুর্দান্ত অভিগতা সঞ্চয় করলাম,আমরাও কোনো দিন শুনি নাই, তোমরাও দেখলে আমরাও দেখলাম,ভীষন ভালো লাগলো,রামা বাবা প্লেন বসেছে মনে হচ্ছে ও হচ্ছে চালাচ্ছে,আজকে আলাদা অনুভূতি হলো,তোমরা সবাই ভালো থেকো
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
দিদি কত সুন্দর ভাবে বাংলা ভাষা দিয়ে বুঝিয়ে দিলেন ধন্যবাদ আপনা কে
মহুয়া আমি গত একবছর ধরে তোমার ব্লগ দেখছি ,কোনোদিন কোনো কমেন্ট করিনি কিন্তু আজ মনে হলো করি ,আজ তোমার এই তথ্য সমৃদ্ধ ব্লগটা সত্যি অপূর্ব ছিল ,তোমার ব্লগ দেখে ও দেশের কত কিছু যে জানতে পারি আর সঙ্গে থাকে তোমার সুন্দর কথা বলার ভঙ্গি ۔۔۔۔প্রতিদিন অপেক্ষায় থাকি কখন তোমার ব্লগ আসবে ,অনেক বলালবাসা তোমাকে ও তোমার পরিবারকে ❤❤❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
আপনার ভিডিও আর আপনার কথা বলার মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে, হয়তো আমরা নিজের চোখে জিনিসটা দেখতে পাই না, কিন্তু আপনার কথা বলার মধ্যে এমন একটা প্রাণ আছে যা আমাদের মনে হয় নিজের চোখেই জিনিসগুলো আমরা দেখছি, অসাধারণ লাগলো ভিডিওটা 🙏🙏
th-cam.com/users/shortsqiQUNMaKLFY?si=xg47toDRhkgMt95U
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
সবার মতো এক কথাই বলবো মহুয়া তোমার ব্লগের জন্য আমেরিকার অনেক কিছু দেখতে ও জানতে পারছি আগামী বাংলার নতুন বৎসরের শভ কামনা ও শুভেচ্ছা জানাই আর বাচ্চা দের অনেক আদর ওআশীবাদ জানাই ভালো থেকো
শুভ
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
দিদি আমি কোনোদিন ভাবিনি যে এই রকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাবো 😃😃 ভাবাই যায়না যে এইরকম সবার বাড়িতে একটা,, দুটো,, তিনটে করেও অবধি প্লেন তারা ব্যাবহার করেন । দারুন একটা ব্যাপার,, তোমার সাথে সাথে অনেক কিছু দেখতে পেলাম জানতে ও পারলাম। আর শুধু রামা কেন আমারও খুব আনন্দ হচ্ছিলো। এইরকম আনন্দদায়ক ভিডিও দেওয়ার জন্য দিদি তোমায় অসঙ্খো ধন্যবাদ। ভালো থেকো দিদি ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
Amader ekhane Mane Kolkata city er ekta kore plane thakto onek bhalo hoto
আংকেল, আজ আপনার ভিডিও চিত্রে আমি একজন দেশীয় নতুন
দর্শক এবং নতুন একটি জায়গার
বিমানের মলিকদের বিমান ও অপূর্ব
বাড়ি ঘরের দৃশ্য দেখার উপহার দিলেন।সত্যিই দেখে মুগ্ধ হলাম।
ভাবতে অবাক লাগে,পৃথিবীতে এরকম আয়েসি জীবনে মানুষ
বসবাস করছে।আপনাকে অসংখ্য
ধন্যবাদ ভিডিও ধারনের জন্য।
আপনার সিলেটি আংকেলর পক্ষে
সকলের প্রতি মোবারকবাদ।অবশ্যই
সাবধানে চলবেন,আল্লাহর নামে।
Thank you 😊🙏
যেন রূপকথা, ভিডিও টা দারুণ ভালো লাগলো ❤️, আমাদের রামকৃষ্ণর এক্সপ্রেসন টা দেখার মতো, অনেক ভালবাসা
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
অসাধারণ একটি ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি মহুয়া দি তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
অসাধারণ অভিজ্ঞতা হলো দারুন লাগলো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
😊❤️🙏
আমি বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছি। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে মোবাইল ফোন হাতে নিয়ে ইউটিউবে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলাম। ভিডিওটি দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। খুবই ভালো লাগছে।
কালকের থেকে ভাবছি কখন দেখব😊😊😊😊এই সুন্দর দৃশ্য টি কখন দেখার সুযোগ পাবো মন ভরে দেখলাম দিদিভাই ❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
কি সুন্দর দৃশ্য। দেখতে খুবই ভালো লাগলো।❤❤❤❤
আমি প্রাইভেট প্লেন রাখার ব্যাপারটা আগেই জানতাম কিন্তু আজ আপনার দৌলতে দেখতে পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
😊❤️🙏
যা দেখালেন তাতে ঘরে বসে আমেরিকার বাড়িতেও ছোট ছোট উড়ো জাহাজ থাকে তা দেখলাম এবং উপভোগ করলাম। ধন্যবাদ।
খুবই সুন্দর ভিডিও ছিলো❤। আমেরিকার বিভিন্ন ভিডিওগুলো দেখলে স্বপ্নের মতো মনে হয়।❤️👍
Darun ,dekhe khub valo lglo,khub i66a hoi jete apnader barir okhane jete
অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর একটা ব্লগ উপহার দেওয়ার জন্য।
😊❤️🙏
Sotti darun laglo.. R tomake ato vlo lage. Kub valo theko tomra.
খুব সুন্দর অভিজ্ঞতা হলো তোমাদের সঙ্গে আমারও .....ছোট থেকে বাড়ি গাড়ি শুনে এসেছি কিন্তু বাড়ির সামনে🛩️🛩️এও সম্ভব....বিলাসিতা বৈভব কি একেই বলবো.....তবে একটা জিনিস শিখলাম প্রাচুর্যের মাঝেও নমনীয়তা 👍👍 খুব ভালো লাগলো গো, হোক না তা পরের😍😍❤❤😊😊
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
অসাধারণ অভিজ্ঞতা খুব সুন্দর লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ l
দারুণ সুন্দর লাগছিল দেখতে
সবার বাড়িতেই একটাকরে প্লেন ❤
যখন ইচ্ছা হয় তখনি পাখিদের মতো উড়ে যায়✈️✈️✈️✨️🛩🛩🛩❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
একটা ভিডিও দেখেছিলাম -- কিন্তু আপনার জন্য - আপনার সান্নিধ্যে তাঁদের ঘরে ঢুকে পরার আনন্দই আলাদা -- বেশ উপভোগ্য।ভালো থাকবেন ।🙏❤️
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
সত্যি দিদি তোমার জন্য আজ ছোটবেলার রুপকথার গল্প নিজের চোখের সামনে দেখলাম।ধন্যবাদ তোমায়।❤ তোমরা ভালোথাকো আর আমাদের ভোলোবাসা নিও।❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
সত্যিই আপনাকে এবং আপনার স্বামীকে আমার খুব ভালো লেগেছে কারণ আপনারা এত উন্নত মানের মানসিকতার পরিচয় দিয়েছেন সেখানে আমি অভিভূত। খুব ভালো থাকবেন আপনারাও এবং আপনাদের সন্তান যেন আপনাদের মতন একজন খাঁটি ভারতীয় হয়ে ওঠে, এই দেশকে যেন ভুলে না যায়।
Ekdom, thank you 😊🙏
সত্যি যেন স্বপ্ন পুরীর দেশ অবাক লাগলো সত্যি এরকম ও হয় দেখে খুশি হলাম আমি দিদি তোমাদের সবাই কে ধন্যবাদ ❤❤❤❤ দেখানোর জন্য ভাবতে ও অবাক লাগে আমার ইন্ডিয়া তে কার থাকবে এটাও এমন ভাবা ও একটা স্বপ্ন আর ওখানে বিমান সত্যি স্বপ্ন তবে i Love my India ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
মহুয়া একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো আজ ।তারজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।❤❤। আমি শুনেছিলাম ক্যালিফোনিয়াতে এমন জায়গায় আছে, আজ সেটা দেখে সত্যি আশ্চর্য হয়ে গেলাম। সত্যি প্রতিটি বাড়িতে নিজেদের প্লেন আর তাতে করে তারা যেখানে সেখানে যেতে পারে ভাবলেও অদ্ভুত লাগছে।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
Can you tell me the address please thank you apu
ঘরে বসে তোমার কাজ থেকে অনেক কিছু জানতে পারলাম খুব ভালো লাগলো
আসলে আমরা যা দেখি না তা আপনাদের মাধ্যমে দেখি ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ❤❤❤❤❤
এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য ধন্যবাদ 🥰🥰🥰🥰
দারুণ লাগলো । তুমি এমন করে বলো যেন মনে হয় আমি স্বশরীরে সেখানেই উপস্থিত হয়ে গেছি। এর জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤😊
😊❤️🙏
@@probaseghorkonna2712 শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ।তোমার ছেলেমেয়েদের জন্য অনেক অনেক আদর। আর ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করি। তোমরা সবাই ভাল থেকো ,সুস্থ থেকো। সারা বছর সুখে শান্তিতে কাটুক।❤️☺️🙏
আপনার মাধ্যমে এরকম একটা জিনিস জানতে ও দেখতে পারলাম। দারুন বিষয়। দারুন লাগলো। ধন্যবাদ
অবাক হলাম আর খুব ভাল লাগল এই জন্য যে এত বৈভবের অধিকারী হয়েও এদের পা মাটিতেই আছে, মনে হয়না যে ধরা ছোঁয়া র বাইরে, অনেক ধন্যবাদ
😊❤️🙏
অসাধারণ অভিজ্ঞতা অর্জন করলাম আপনাকে অনেক ধন্যবাদ ...............................
তোমার থেকে কতো কিছু আমরা জানতে পারছি । শুধু ওপর ওপর জন্য নয় , কতো বিস্তারিত ভাবে তুমি সব বুঝিয়ে দাও । অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ❤❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
খুব ভালো লাগলো ভিডিও টি। ছেলে কে দেখালাম।ওর o মজা লাগলো।
দিদি তোমার জন্যই বাড়িতে বসে আমেরিকা দেখার সৌভাগ্য হয়েছে ❤❤❤ খুব ভালো দিদি ।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
কি দারুন সুন্দর ছিল আজকের ভিডিও। একটা অনন্য অভিজ্ঞতা।
আপনার ভিডিও মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পারছি । ভাবতেও পারিনি যে ওখানে বাড়িতে গাড়ির বদলে প্লেন থাকতে পারে । অসাধারণ লাগলো আজকের ভিডিও টা ❤😊
😊❤️🙏
কী সুন্দর, স্বপ্নের দেশ। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য।কত ভদ্র ব্যবহার। আপনাকে অনেক ধন্যবাদ।"কত অজানারে জানাইলে তুমি"❤
প্রতিটি বাড়িতে দুটি তিনটি করে উড়োজাহাজ সত্যিই অবাক করার মতো ব্যাপার আমাদের কাছে..তোমার ব্লগ থেকে আমেরিকা সমন্ধে কত কিছু জানতে পারি..ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটি জায়গা দেখানোর জন্য ♥️..শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা রইলো..💐
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
মোদীর সাথে কথা বলতে হবে । ইডি আর সিবিআই পাঠাতে হবে ।।।
Airoplane je akta para r protyek barir samne four or two wheelarer moto darie thake ata dekhe khub e aschorjo abong odvot laglo .Darun laglo vlogta .arokom koto sundor sundor ginis ba bebostha tomar chokh diye tomar vloger madhyome amra dekhte pai .atao akta amader orthat jara O deshe jete par6ina tader akta darun paona .valo theko tomra sobai .❤❤❤
Thank you ❤️Shubho Naboborsho💐
খুব সুন্দর লাগলো একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা অর্জন করলাম।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
বহুদিন পর আপনার চ্যানেল দেখার সৌভাগ্য হলো। What an upload! সত্যি, আমরা যারা ভারতে মধ্য বিত্ত , কোনভাবে বেঁচে থাকি,তারা স্বপ্ন দেখতেও পারবে না যে রিয়ালি এরকম বড়লোকও হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব ব্যাপার গুলো চোখের সামনে তুলে ধরার জন্য।রামাকে অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো। একটু যেন বড় হয়েছে।
ভ্লগটি খুবই তথ্যপূর্ণ৷ আমি শুধু আপনার ভ্লগগুলি দেখে অনেক কিছু শিখি৷ রমার মনে হচ্ছে প্লেনে বসে সে এত খুশি। ❤
th-cam.com/users/shortsqiQUNMaKLFY?si=xg47toDRhkgMt95U
th-cam.com/users/shortsqiQUNMaKLFY?si=xg47toDRhkgMt95U
ওর নাম রামকৃষ্ণ ডাকনাম রামা
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
N
দারুন লাগল। খুব মজার ব্যাপার বাড়ির উঠোনে নিজের একটা প্লেন।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
ভীষণ সুন্দর অভিজ্ঞতা হলো আজ ❤️আমার স্যার বলছিলেন দুদিন আগেই আমাদের পরের জেনারেশন দের এরকমই একটা করে গাড়ির বদলে বিমান থাকবে আর তারা ওটা করেই যাতায়াত করবে।। সেই কথার সাথে তোমার ব্লগ তার মিল পেলাম ❣️সত্যিই অবাক লাগছে না একটুও মনে হচ্ছে এটাও সম্ভব টাও আমেরিকার মতো এত এক্সপেন্সিভ জায়গায় এরকম একটা জিনিস দেখে কী ভীষণ ভালো লাগলো।। ❤️
তবে আমাদের দেশে এটা চালু হতে কয়েক প্রজন্ম লাগবে 😢
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
@@joydwiproy5805 ha ta thiky e blecho... Kintu kono ak smy hobe🥰
@@probaseghorkonna2712 ❤️❤️
বাহ্ দারুন লাগলো খুব মজার এক খবর জানতে পারলাম।
জীবনে এখন যদি কিছু ভালো হয়ে থাকে , তাহলে সেটা হলো প্রবাসে ঘরকন্যার এই ভিডিও গুলি ❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
@@probaseghorkonna2712 🥰🥰🥰
এটা কেমন কথা মাছ ধরতে গেলেও প্লেন নিয়ে যায়, আমি তো এটা কল্পনাও করিনি। ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো আর উপভোগ করলাম জীবন সম্পর্কে একটা ধারণা পেলাম❤
খুব সুন্দর একটা ব্লগ দেখলাম।ভাবাই যায়না এই রকম সবার বাড়ি তে একটা করে প্লেন। এইরকম আনন্দদায়ক ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থেকো ❤️❤️❤️
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
খুব সুন্দর ছিল আজকের vlog টি। খুব ভালো লাগলো❤❤
মনে হয় স্বপ্নের দেশ পৌঁছে গেছি। কি অপূর্ব।❤️
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
আমরা কত পিছিয়ে
আমাদের ভারতবর্ষ কবে ও কতটা উন্নতি করতে পারবে সে ভবিষ্যৎ বলবে।
আমেরিকানরা পৃথিবীর সমস্ত সুখ সুবিধা ভোগ করে।
আনার ব্লগ প্রায়ই দেখা হয়। এরকম ব্লগের জন্য ধন্যবাদ।
মহুয়া তোমার ভিডিও গুলোর জন্য আমরা অনেক কিছু জানতে পারি গো। খুব ভাল লাগল এই ব্লগ টা দেখে।❤❤❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
Daarun laglo....amar baba o AAI te chilen so plane e chorechi aar onek awaj o shunechi as Kolkata Airport e quarters e thaktam aar Hanger e roj plane der awaaj shunechi. But emi ekta para jekhane sobar personal plane aache aar seta Tara nijera e use koren aar rokhona bekkhan kore jene daarun laglo. Thanks for this unique experience.❤😊
পোস্ট দেখছিলাম আর তৎক্ষণাৎ ভিডিও টা পেয়েগেলাম ।দারুন হয়েছে ব্লগটি।বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন আর এভাবেই ভিডিওর মাধ্যমে আমাদের সমৃদ্ধ করে যাবেন । ধন্যবাদ
th-cam.com/users/shortsqiQUNMaKLFY?si=xg47toDRhkgMt95U
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
দিদি গো দিদি এ যেন স্বপ্নরাজ্য জীবনে প্রথম অভিজ্ঞতা ধন্যবাদ আপনাকে আপনার জন্য রইল শুভকামনা
সত্যিই তোমার মাধ্যমে 1টা নতুন অভিজ্ঞতা হলো আজ❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
আমিও নতুন দেখলাম এটা। ভালো লাগল৷
সত্যি দিদি,এক কথা বার বার বলেও হয়তো বোঝাতে পারিনা,আপনার ভয়েস ও কথা গুলো শুনতে এতো ভালো লাগে কি বলব❤❤আপনার জন্য অনেক কিছু জানা যায় ঐদেশের সব কিছু নিয়ে।
th-cam.com/users/shortsqiQUNMaKLFY?si=xg47toDRhkgMt95U
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
দারুণ ব্যাপার। একেবারে অজানা ছিল। চমকে গেলাম।
অপেক্ষায় ছিলাম দিদি লাইক দিয়ে দেখা শুরু করলাম 👍💕
th-cam.com/users/shortsqiQUNMaKLFY?si=xg47toDRhkgMt95U
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
Bha! OMG! It's Really a Wonderful! Blog ❤😮😊👍
Very Interesting & Rear things to Sec!
New Experience 😘👍
Thank you 😊
Shubho Ñaboborso er Onek Onek Shubhahha Roilo 💓🌹🍫🍨🍹😘🙏
আমিও ইউ টিউবে একটা ভিডিও এই ব্যাপার টা দেখেছিলাম। আজকে পুরো ডিটেলস জানলাম। পুরো রূপকথার গল্পের মতোই লাগলো আমার কাছে। আর দাদা কত সুন্দর ভাবেউপস্থাপন করলো ব্যাপার টা। সব মিলিয়ে দারুন আজকের ব্লগটা ❤।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
দারুন দারুন, অসাধারণ! কি সুন্দর লাগছে। দিদিভাই আপনাকে ধন্যবাদ এমন সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য যেগুলো আমাদের অজানা। Maney maney thanks.
You are welcome ! 🙏
দিদি আপনারা একটা কিনে নিতে পারলে কিন্তু মাসে একবার না হলেও ৩মাস অন্তর তো এদেশে আসতে পারেন এবং মা বাবা ভাই আত্মীয় স্বজনদের দেখে যেতে পারেন।❤😊 দিদি আমার মনে হল তাই বললাম এ বিষয়ে বিস্তারিত কোনো অভিজ্ঞতা আমার নেই ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️। আমার তো vlog টা দেখে বেশ অন্য রকম অভিজ্ঞতা হল। যেন স্বপ্নের মতো মনে হল।❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
আপনার কথায় একটা মাধুর্য আছে, শুনতে বেশ মিষ্টি। আর এই আকর্ষনটাই আমাকে শেষ অব্দি নিয়ে এসেছে ভিডিও টির। এই পাড়াটি সম্পর্কে আগেই জানতাম এবং দেখেছি কয়েকবার। তাও আপনার সুন্দর উপস্থাপনায় ভিডিওটি দেখেছি। টেইক🖤
Video এর একদম শেষে (12:35 min ) মেঘমালা (☁️ ) এরোপ্লেনের সাজে স্বাগত জানাচ্ছে তোমাদের এই সুন্দর জায়গায় আসার জন্য।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
সত্যি অবাক হলাম। আমি ১২ বছর Arab countries chef job করেছি কখনো করো কাছে গল্পের মাধ্যমে ও শুনিনি। নিজেকেই ধন্যবাদ জানাই, আজ আপনার ভিডিও টা দেখার ভাগ্য হলো বলে। All' the best দিদিভাই।
❤ সত্যি অদ্ভুত রকম একটা ভালো লাগলো অপূর্ব লাগলো এরকম তো আমরা কোনদিন দেখিনি তোমার ভিডিওর মাধ্যমে দেখলাম❤
দারুন একটা জিনিষ জানতে পারলাম ❤️❤️
সত্যিই কারোর যে বাড়ির সামনে নিজের প্লেন থাকে এটা ভাবাই যায়না ।।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
দিদি আগামী কাল নতুন বছরের শুরু। নতুন বছরে আপনাকে আর আপনার পরিবারের সবাই কে অনেক শুভেচ্ছা রইল। নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
দিদি, আমি বাংলাদেশ থেকে বলছি। আপনার ভিডিও ভ্লগ থেকে নতুন দারুন একটা বিষয় জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।
তোমার চোখ দিয়ে আমেরিকা দেখে আপ্লুত আমরা 😍🖤 এরম প্রাইভেট প্লেন দেখবো এ আশার ও উর্ধ্বে , রামা খুশি টে লাল হয়ে গেছে পুরো😂❤ পাসপোর্ট গুলো সব রেডি করে রেখেছ তো??
th-cam.com/users/shortsqiQUNMaKLFY?si=xg47toDRhkgMt95U
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏হাহাহাহা যা বলেছেন😅হ্যাঁ রেখেছি😊
@@probaseghorkonna2712 সকাল সকাল তোমার কমেন্ট দেখে মন ভরে গেলো আমি তোমার মেহা র দিয়ে একটু বড় তুমি আমাকে আপনি বলো না😊
খুব ভালো লাগলো ভিডিওটা দেখে। দেশের মাটিতে বসে ভিডিওর মাধ্যমে বিদেশ সম্পর্কে জানতে পারলাম, দেখতে পারলাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
কালকে ফেসবুক এ পোস্টটা দেখার পর ভাবছিলাম আবার কালকে কেন আজকে আপলোড করলে কি হত। খুব এক্সাইটেড ছিলাম 🤗❤️ love from bardhaman ❤️❤️
th-cam.com/users/shortsqiQUNMaKLFY?si=xg47toDRhkgMt95U
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
Darun laglo.khub ananda pelam.
কোন কিছু নতুন দেখলে বা কোথাও বেড়াতে গিয়ে কিছু দেখলে ততক্ষনাৎ মা বোন বা বাড়ির লোকজন কে কখন সে সব দেখার গল্প করবো তার জন্য খুব উদ্বিগ্ন হয়ে থাকি। তুমি কাল এই কাজ টি করেছো। ধন্যবাদ তোমাকে , আমাদের সবাইকে নিজের পরিবার ভাবার জন্য।আর আজকের ভ্লগটা ভাষায় প্রকাশ করা যাবে না।
Ekdom
th-cam.com/users/shortsqiQUNMaKLFY?si=xg47toDRhkgMt95U
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
দারুন লাগলো ভলগ-টা
অনেক অনেক ভালোবাসা রইল।
এদের তো জীবন, আমরা তো ভোট গণনা র জন্য আছি
Amadar ai balar politics r jibona konodin ses hobana r develop o hobana
😂😂😂 sotti
😂😂😂😂
Sotti😂
একদম ঠিক |
খুব ই ভালো লাগলো মহুয়া , তোমার আজকের ভ্লগ। ভালো থেকো সবাই মিলে 🥰🥰🥰🥰
It's a wonderful experience. Thanks for sharing! You have a very beautiful family.
#SmartKidsArt
Madam ,
Onek din agay akta boi a porechilam ai bapar ta , khub valo laglo. Thank you .
Ato sundor video korar jonno .
খুব আনন্দদায়ক ভিডিও, প্রত্যেকটি বাড়িতে একটি করে প্লেন আছে ভাবাই যায়না তোমার ভিডিও র মাধ্যমেই জানতে পারলাম। নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। খুব ভালো থেকো তোমরা সবাই।
আমাদের যাওয়ার মত ভাগ্য নাই আপনার মতো ভালো মনের মানুষদের জন্য আমরা দেখতে পারি
কতটা যে ভালো লাগলো তা ভাষায় প্রকাশ করা অসম্ভব.... 👌👌👌👌