স্যার আপনার ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের ভিডিও দিতে পারছেন তার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার জ্ঞান এর সমুদ্র থেকে কিছুটা নিতে পারলেও আমি ধন্য হব। আমার প্রণাম নেবেন।
আমি এই মুহূর্তে চুঁচুড়া তে কাজ করছি। গত সপ্তাহে হাবড়া ও গাইঘাটা ব্লকে চাষীদের সঙ্গে সবজি চাষের উপরে অনেক গুলো মিটিং করেছি। আসলে বাড়িতে খুব কম যাই।আপনার বাড়ি যদি আমার কাজের জায়গার কাছাকাছি হয় তাহলে অবশ্যই দেখা করবেন। নিশ্চয়ই উপকার পাবেন।
স্যার আপনাকে ধন্যবাদ, আপনার ভিডিওগুলো আমি বাংলাদেশ থেকে নিয়মিত দেখি, আপনাকে অনুরোধ করব কোকোপিটে ট্রে তে চারা তৈরি করার পদ্ধতি ও সেখানে পানি দেয়ার পদ্ধতির উপর একটি ভিডিও করবেন। আমি ট্রে তে কোকোপিট দিয়ে চারা করি, আমার ট্রে তেই অনেক চারা মারা যায় অথচ আমি ফাংগিসাইড /ট্রাইকোডার্মাও ব্যবহার করেছি, আরেকটি বিশেষ ভিডিও আপনার কাছ থেকে চাই সেটা হচ্ছে মাটিতে সার না দিয়ে শুধু স্প্রের মাধ্যমে অনুখাদ্য দিয়ে শসা টমেটো, মরিচ ফসল চাষ করা সম্ভব কি না,
শুধু কোকোপিট দিলে হবে না। ওর সঙ্গে ভার্মি কম্পোস্ট সার মেশাতে হবে। তবেই আপনি সফল হবেন। আর স্প্রে করে করে অবশ্যই অবশ্যই চাষ করা যাবে । একটু ফলন কম হবে। একবার মাটিতে সার দিতেই হবে। গাছ মাটি থেকে শিকড়ের সাহায্যে ৮০ ভাগ খাবার গ্রহন করে। এই বিষয়ে ভিডিও আনবো অবশ্যই দেখবেন। আসলে আমি অনেক কাজের মধ্যে জড়িয়ে আছি। ঘন ঘন ভিডিও আনতে পারছি না । অনেক অসুবিধার মধ্যে ও চেষ্টা করি চাষীদের নুতন কিছু জানাতে।
প্রণাম নেবেন স্যার ❤ শীতকাল আসছে, গোলাপের সারা বছরের পরিচর্যা নিয়ে প্লিজ ভিডিও করুন, প্রতিস্থাপনের দেখিয়েছেন, কিন্তু এবার সারা বছরের পরিচর্যা জানতে চাই
স্যার ভালো আছেন , আমি হলদিয়া থেকে বলছি স্যার আপনার ভিডিও প্রতিদিন দেখি এবং দেখে আমি অনেক উপকৃত হয়েছি ,, ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে এগিয়ে নিয়ে জেতে হবে আপনাকে
এরকম হওয়ার কথাই নয় আমি গড়ে দুশো গ্রাম করে পেয়েছি। আমার আগের ভিডিও দেখুন আপনারাই সাইজ দেখে বুঝতে পারবেন । নিশ্চিত গাছের খাবারের অভাব ছিল। বা গরম আবহাওয়ার জন্য, গরমে কিন্তু এটা ভালো হবে না ছোট হবে এটা পুরোপুরি শীতের বেগুন ।
স্যার বেগুন গাছে ফুল কম আসছে এবং যা ফুল ও ফল আসছে সেগুলোও পচে ঝরে পড়ছে। আবার যে ফলগুলো আসছে সেগুলো কচি অবস্থায় শক্ত হয়ে যাচ্ছে।স্যার একটু দয়া করে প্রতিকার বলবেন। এর আগেও আপনার কাছে জানতে চেয়েছি কিন্তু কোনো উত্তর পাইনি । ধন্যবাদ।
আপনাদের ওখানে কোন ধরনের বেগুনের বেশি চাহিদা যেমন শীতের সবুজ বেগুন VNR Romi, না কি গোল কালো বা বেগুনী রঙের তাহলে Blue Star, অথবা লম্বা বেগুনী রঙের VNR 218 যেটা বেশি বিক্রি হয় সেটাই চাষ করতে হবে।
Sir amar kanon-vog mango ga6er patar niche gate gate onek potro-mukul bar ho6e ager bar sob kete blitox ligea diye O abar notun doga teo ek obostha ki korbo bolun
স্যার আমরা তো ঘরোয়া চাষী অত করে দানা কিনে আমরা কি করবো। আপনি যে দানাগুলো বলেন সেই সমস্ত দানাগুলো কম পরিমাণে যদি পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। সিরাকোল ,আমতলা এই সমস্ত জায়গার কাছাকাছি যদি কোন দোকান থাকে সেই ঠিকানা ও দোকানের লোকেশন যদি দেন খুবই ভালো হয়।
আমি যেসব বীজের নাম বলে থাকি সেগুলো আমি পশ্চিম মেদিনীপুর বা হুগলী অথবা বর্ধমান এই এলাকার চাষীদের চাষ করাচ্ছি। ফলে আমি যে বীজগুলো বলব প্রত্যেকটা বীজ ভালো। ওই বীজগুলো আমাদের আমতলায় ওরা রাখে না। সমস্যা এই জায়গায় । আমতলার বীজ দোকানদার দের বলেছি কিন্ত ওরা ঐসব বীজ আনতে চায় না। কি বলবো।
Ami to age Neel tometo chas kortam.. A bochor a 511 tometo chas korechi.. Dokan dar bollo khub boro jater tometo r folon o besi.... R sahoo tometo chas korechi onno jomite..
ক্যাবরিও টপ প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে পাতায় স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার। আর গাছের গোড়ায় প্রতি লিটার জলে দুই মিলি Xelora মিশিয়ে ঐ জল 40 মিলি করে দেবেন।
ভাই তিন দিন ধরে প্রচন্ড বৃষ্টি হয়েছে যার কারনে দুইদিন জল আটকে আছে।এক ফিট এখন কি মরিচ খেত বাঁচানোর কোনো উপায় আছে ভাই দুই বিঘা খুব সুন্দর হয়েছে।সবে ফল এসেছে। ভাই একটু জানাবেন প্লিজ। খুব অসুবিধা হলে যাবে
হলুদ হয়ে ধীরে ধীরে বেশিরভাগ গাছ মারা যাবে। যদি জল সরে যায় তাহলে প্রতি লিটার জলে দু গ্রাম ক্যাবরিও টপ সেই সঙ্গে এক গ্রাম NPK 0 0 50 মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
একসঙ্গে বেশী বীজ বুনবেন না। জৈষ্ঠ্য মাসে কিছু বীজ বুনতে পারেন। আমি গত সপ্তাহে বীজ বুনলাম। আবার আগামী সপ্তাহে বীজ বুনবো। এইভাবে খেপে খেপে বীজ বুনতে হবে। ভিডিও করে জানাবো।
স্যার আপনি আগের ভিডিওতে বলেছিলেন না আগাছা নাশকের কথা । আমার জমিতে মদ রঙা ঘাস। শুশনি শাক । জমিনে প্রচুর হচ্ছে ওই দুটো মেডিসিনে কি মরবে এরা। দয়া করে জানাবেন
না লাল পটাশ সার নয়। NPK O O 50 সাদা পটাশ সার যেটা স্প্রে করার জন্য বাজারে এসেছে ঐ সার প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
Dada তরমুজ বিচ কোন কোম্পানী ভালো সুগার কুইন বা সাগর কুইন এখন দুবলিকেট আছে 2বছর ধরে লস হচ্ছে মহারাষ্ট্র তে তরমুজ বীজ টা ভালো 8-9 করে হয় কি ভাবে ওই দানা বীজ পাবো একটু জানা বেন
Sir এই ট্রে গুলো কোথায় পাওয়া যাবে, আমি গত ৬ মাস থেকে অনেক জায়গায় খোঁজ করেছি কিন্তু কোথাও পাইনি। তাই বাধ্য হয়ে online থেকে কিনেছিলাম কিন্তু সেগুলোর মান খুব খারাপ একেবারে পাতলা কাগজের মতো হওয়ায় return করে দিই।
কম দামের ওষুধ একতারা একপাতা 15 লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার। আর কম দামের সাফ পাউডার প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
Amister Top প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার। তারপর তিন দিন পর মিসাইল প্রতি লিটার জলে হাফ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া চারবার।
স্যার,মরিচের পাতা কোকড়ানো সারাতে পারছি না, এবামেকটিন, সালফার,ইমিডাক্লোরপিড দিয়েছি৷ কাজ হচ্ছে না৷ এখন কি করবো। তাছাড়া গাছে ভাইরাস লেগে যাচ্ছে। বাংলাদেশ থেকে
Use Hexaconazole+ zinep(avtar) Or carbondazem + mancozeb( saaf, sprint) Or amistar top যদি weather kharap এর কারণে হচ্ছে বলে মনে হয় তাহলে metalaxyn+mancozeb দেবেন। এই
কম দামের ওষুধ ল্যানসার গোল্ড প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন খুব খুব খুব সকালে তিন দিন ছাড়া ছাড়া তিন বার। আর রোগটা বাড়বে না। যেগুলো সাহেব হয়ে গেছে সেই গাছগুলো কে সারানো যাবে না।
আমি রঙিন ফুলকবি চাষ করতে চাই আপনার পরামর্শ খুবই দরকার 10,000 চারা রোপণ করার চিন্তাভাবনা আছে এই ফুলকপি চাষের বিস্তারিত একটু আলোচনা করলে খুবই ভালো হয় কারন এখন চারা তৈরি করার সময় হয়ে গেছে আমাদের এখানে আপনাকে আসতে হবে স্যার আপনি আসবেন তো? কারণ কালার ফুলকপি 10,000 চারা রপন হবে আপনার আসা খুবই জরুরী মনে হয় প্লিজ আপনি একটু আসবেন কারণ কালার ফুলকপি নতুন চাষ করছি তো একটু ভয় লাগছে প্লিজ স্যার একটু আসবেন আর বিস্তারিত আলোচনা করবেন স্যার ধন্যবাদ আপনাকে
দাদা আমার লাল স্বর্নের ধানের গাছ প্রচন্ডভাবে হুরে/বেড়ে গেছে। পটাশ দেওয়ার কোন উপায় নেই কারণ সব সময় জল বয়ে যাচ্ছে । 60 দিন বয়স ।গাছ পুরো গাড়ো সবুজ ।কি করবো
এই ভিডিওটার অপেক্ষায় ছিলাম স্যার, এক কথায় অসাধারণ
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল ।
খুব সুন্দর ভিডিও দাদু
Khub valo laglo
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
স্যার ,অনেক দিন ধরে আশাবাদী ছিলাম আজ পেলাম । ভালো থাকবেন ।
এগিয়ে চলুন। পাশে আছি।
অনেক ভালো লাগলো।
ধন্যবাদ জানাই।
Valo laglo
Valo thakban❤❤
ধন্যবাদ জানাই।
সময়োপযোগী ভিডিও ।
Khub sundor
স্যার আপনার ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের ভিডিও দিতে পারছেন তার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার জ্ঞান এর সমুদ্র থেকে কিছুটা নিতে পারলেও আমি ধন্য হব। আমার প্রণাম নেবেন।
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
স্যার, আপনার ভিডিও খুবই মিস করি। ভিডিও দিতে থাকবেন।
আচ্ছা চেষ্টা করবো।
দাদা বাংলাদেশ থেকে দেকছি❤️🇧🇩
কোনোদিন সুযোগ পেলে আপনার সাথে একবার দেখা করতে চায়, সত্যি বলছি সব ভিডিও গুলো দেখে আপনার ফ্যান হয়ে গেছি
আমি এই মুহূর্তে চুঁচুড়া তে কাজ করছি।
গত সপ্তাহে হাবড়া ও গাইঘাটা ব্লকে চাষীদের সঙ্গে সবজি চাষের উপরে
অনেক গুলো মিটিং করেছি।
আসলে বাড়িতে খুব কম যাই।আপনার বাড়ি যদি
আমার কাজের জায়গার কাছাকাছি হয় তাহলে অবশ্যই দেখা করবেন।
নিশ্চয়ই উপকার পাবেন।
প্রণাম নেবেন স্যার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন।
হ্যাঁ ভালো আছি।
আপনি ও সপরিবারে ভালো থাকুন।
প্রণাম নেবেন Sir🙏🚩
ভালো থাকুন।
amader jomi jayga sob dhube gelo
জল নেমে গেলে আবার
নতুনভাবে চাষ শুরু করতে হবে।
সাকা আলু নিয়ে ভিডিও দিলে উপকৃত হতাম।
বীজ বুনতে হবে।আমি পরে দেখানোর চেষ্টা করবো।
Vbl কোথায় পাওয়া যাবে?
আপনার ওখানকার স্হানীয় বীজ দোকানে খোঁজ করুন।
স্যার আপনাকে ধন্যবাদ, আপনার ভিডিওগুলো আমি বাংলাদেশ থেকে নিয়মিত দেখি, আপনাকে অনুরোধ করব কোকোপিটে ট্রে তে চারা তৈরি করার পদ্ধতি ও সেখানে পানি দেয়ার পদ্ধতির উপর একটি ভিডিও করবেন। আমি ট্রে তে কোকোপিট দিয়ে চারা করি, আমার ট্রে তেই অনেক চারা মারা যায় অথচ আমি ফাংগিসাইড /ট্রাইকোডার্মাও ব্যবহার করেছি, আরেকটি বিশেষ ভিডিও আপনার কাছ থেকে চাই সেটা হচ্ছে মাটিতে সার না দিয়ে শুধু স্প্রের মাধ্যমে অনুখাদ্য দিয়ে শসা টমেটো, মরিচ ফসল চাষ করা সম্ভব কি না,
শুধু কোকোপিট দিলে হবে না।
ওর সঙ্গে ভার্মি কম্পোস্ট সার মেশাতে হবে।
তবেই আপনি সফল হবেন।
আর স্প্রে করে করে অবশ্যই অবশ্যই চাষ করা যাবে । একটু ফলন কম হবে।
একবার মাটিতে সার দিতেই হবে।
গাছ মাটি থেকে শিকড়ের সাহায্যে ৮০
ভাগ খাবার গ্রহন করে।
এই বিষয়ে ভিডিও আনবো অবশ্যই দেখবেন।
আসলে আমি অনেক কাজের মধ্যে জড়িয়ে আছি।
ঘন ঘন ভিডিও আনতে পারছি না ।
অনেক অসুবিধার মধ্যে ও চেষ্টা করি
চাষীদের নুতন কিছু জানাতে।
প্রণাম নেবেন স্যার ❤
শীতকাল আসছে, গোলাপের সারা বছরের পরিচর্যা নিয়ে প্লিজ ভিডিও করুন, প্রতিস্থাপনের দেখিয়েছেন, কিন্তু এবার সারা বছরের পরিচর্যা জানতে চাই
আচ্ছা চেষ্টা করবো।
স্যার রজনীগন্ধা ফুল চাষের ভিডিও দিন, রজনীগন্ধা ফুল গাছের মধ্যে কি ধরনের হার্বিসাইড ব্যবহার করা যায়
স্যার ভালো আছেন , আমি হলদিয়া থেকে বলছি স্যার আপনার ভিডিও প্রতিদিন দেখি এবং দেখে আমি অনেক উপকৃত হয়েছি ,, ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে এগিয়ে নিয়ে জেতে হবে আপনাকে
ধন্যবাদ জানাই।
নমস্কার স্যার 🙏
শীতকালীন ফুলের চাষ নিয়ে আপনার পরামর্শ পেলে উপকৃত হব...
আচ্ছা কাকু ব্রকলির বীজ কি এখন লাগানো যাবে... একটু দয়া করে জানাবেন
আর 15 দিন পর বীজ বুনবেন।
স্যার আপনি বলেছিলেন বিজ কোম্পানি কিভাবে এফ১ বিজ তৈরি করে তার একটা ভিডিও নিয়ে আসবো,এখনো আনেননি তো তাই অপেক্ষায় রইলাম🙏🙏🙏
আচ্ছা পরে জানাবো।
Sir,ami bartti anechi east westr green thundar date of parking holo 4 /24 or expariri date 1/25lagale hobe
স্যার নমস্কার tropical agro tag carb-n 6g অনুখাদ্য ধান চাষে দিলে ভালো রেজাল্ট পাবো?
শ্রীমা সিডস এর ব্লু স্টার আগের বছর লাগেয়ে ছিলাম বেগুন ৮০ গ্রাম করে হয়েছে। বড় বেগুন হয়নি।
এরকম হওয়ার কথাই নয় আমি গড়ে দুশো গ্রাম করে পেয়েছি। আমার আগের ভিডিও দেখুন আপনারাই সাইজ দেখে বুঝতে পারবেন ।
নিশ্চিত গাছের খাবারের অভাব ছিল।
বা গরম আবহাওয়ার জন্য,
গরমে কিন্তু এটা ভালো হবে না ছোট হবে এটা পুরোপুরি শীতের বেগুন ।
মাস্টারমশাই ধান গাছের পাতা মোরা জন্য কি কীটনাশক দেবো? মাস্টার মশাই অবশ্যই বলবেন🥰🥰🥰🥰👍👍👍bestof luck 👍কিছু বলেন
স্যার ধান জমি তে ট্যাঙ্ক চিটে গুড় কি পরিমাণে দেবো?
বর্ষাকালে ধান চাষের পরে কি কি চাষ করতে পারবে আর মিশ্র সমন্বয় বলবেন একটুখানি
August September mase east west companir barbatt lagale hobe
স্যার আপনার জানাশোনা কাছাকাছি পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও কি গ্রাফটিং টমেটোর চারা পাওয়া যাবে? একটু জানাবেন প্লিজ রায়পুর ছাড়া আর কোথায় পাওয়া যাবে
ভালো আছেন আপনি
স্যার Lucky ball বাঁধা কপিএখন চারা ফেলা যাবে কি
Black tomato seed farming process bolben please
Sir এই tray কোথায় পাওয়া যাবে একটু বলবেন 🙏🏻🙏🏻❤️❤️❤️
স্যার বেগুন গাছে ফুল কম আসছে এবং যা ফুল ও ফল আসছে সেগুলোও পচে ঝরে পড়ছে। আবার যে ফলগুলো আসছে সেগুলো কচি অবস্থায় শক্ত হয়ে যাচ্ছে।স্যার একটু দয়া করে প্রতিকার বলবেন। এর আগেও আপনার কাছে জানতে চেয়েছি কিন্তু কোনো উত্তর পাইনি । ধন্যবাদ।
স্যার প্রণাম নেবেন , এই সময় Seminis এর Abhilash টমেটো বীজ কি ফেলা যাবে ? যদি একটু জানাতেন ।🙏🙏🙏🙏
হ্যাঁ
ঐ বীজ বুনতে পারেন।
স্যার জুলাই এর ৪ তারিখে বেগুন লাগিয়ে ছিলাম ৪,৫টি করে গাছ মারা যাচ্ছে কি করবো একটু বলুন।
স্যার শশা গাছের গোড়ায় ট্রাইকোড্রামাওসিউডোমোনাস প্রে করা যাবে ছত্রাক নাশক ওষুধ হিসাবে উওরের অপেক্ষা রৈলাম
হ্যাঁ অবশ্যই স্প্রে করবেন।
কাকু সামনে সিজিনের জন্য একটা ভালো জাতের শীতকালীন বেগুন 🍆 বীজের নাম বলুন
আপনাদের ওখানে কোন ধরনের বেগুনের বেশি চাহিদা যেমন শীতের
সবুজ বেগুন VNR Romi, না কি গোল কালো বা বেগুনী রঙের তাহলে Blue Star, অথবা লম্বা বেগুনী রঙের VNR 218
যেটা বেশি বিক্রি হয় সেটাই চাষ করতে হবে।
Sir, chaad bagane kon somoy pgr, micronutrients spray krte hoy...kokhn korte nei...details a ekta video korun please
বিকাল পাঁচটার দিকে স্প্রে করবেন।
আকাশের অবস্হা ভালো দেখে স্প্রে করতে হবে।
@@farmingadviseranathhalder7579 thank you sir
স্যার আপনার সাঙ্গে একটু কথা বলতে চাই, কিভাবে যোগাযোগ করবো।
খুব দরকার ছিল স্যার।
Sir এখন থেকে ভাদ্র মাসের 15 মধ্যে কোন জাতের শসা চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে শসা রংটা যেন সাদা হয়। দুটো জাতের নাম বলুন
ছোটো চেতন জাত আর
টাইকোজিন 7 স্টার।
Kaku ami kon mase bij gOlo bunbo jodi bolten
Sir amar kanon-vog mango ga6er patar niche gate gate onek potro-mukul bar ho6e ager bar sob kete blitox ligea diye O abar notun doga teo ek obostha ki korbo bolun
স্যার আমরা তো ঘরোয়া চাষী অত করে দানা কিনে আমরা কি করবো। আপনি যে দানাগুলো বলেন সেই সমস্ত দানাগুলো কম পরিমাণে যদি পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। সিরাকোল ,আমতলা এই সমস্ত জায়গার কাছাকাছি যদি কোন দোকান থাকে সেই ঠিকানা ও দোকানের লোকেশন যদি দেন খুবই ভালো হয়।
আমি যেসব বীজের নাম বলে থাকি
সেগুলো আমি পশ্চিম মেদিনীপুর বা হুগলী অথবা বর্ধমান এই এলাকার চাষীদের চাষ করাচ্ছি।
ফলে আমি যে বীজগুলো বলব প্রত্যেকটা বীজ ভালো। ওই বীজগুলো আমাদের আমতলায় ওরা রাখে না। সমস্যা এই জায়গায় ।
আমতলার বীজ দোকানদার দের বলেছি
কিন্ত ওরা ঐসব বীজ আনতে চায় না।
কি বলবো।
স্যার লিভিক্স কোম্পানির বীজ জোগাড় করা কঠিন। অন লাইনে পাওয়া যায়না ভালো মার্কেট এ দিতে পারে না মুশকিল।
Muktakeshi begun ta kamon ?
অবশ্যই অবশ্যই ভালো জাত।
সংখ্যায় অনেক বেশি হয়।
seedling trey কেনার জন্য একটা ঠিকানা দেবেন . ভালো থাকবেন স্যার
অন লাইনে কিনতে পারেন অথবা কলকাতার বড়ো বাজারে যেতে পারেন।
Sir, Tometo 511 seed ta kemon hobe chas korle.
Tomato 511 দেখতে ভালো
কিন্ত ঠকে যেতে পারেন ।
এজন্য সাহু জাত
বা L S- 5000 বা 3150 এইসব জাত চাষ করুন।
Ami to age Neel tometo chas kortam.. A bochor a 511 tometo chas korechi.. Dokan dar bollo khub boro jater tometo r folon o besi.... R sahoo tometo chas korechi onno jomite..
কাগজি লেবু গাছে পাতা কুঁচকে যাচ্ছে কী ঔষধ স্প্রে করবো ....
স্যার রঙিন ফুলকপি কবে থেকে বসাবো
আর 20 দিন পর বীজ বুনবেন।
Sir .Trusted Wholesale market of seed kolkatai kothai jodi janen bolban
শের ফুলকপি বাঁধাকপি চারা বসিয়েছি এখন গোড়ায় কি স্প্রে করতে হবে কদিন বৃষ্টি হচ্ছে তো
ক্যাবরীও টপ প্রতি লিটার জলে দুই গ্রাম সেই সঙ্গে এক গ্রাম NPK 0 0 50 মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া দুবার।
ডানার ঝড়বৃষ্টির পর আজকে রোদ্দুর বেরোনোর পর এক মাষ বযষ ফুল কফির গাছ ঢ়লে পড়েছে কি করব ,কি দেব
ক্যাবরিও টপ প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে পাতায় স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
আর গাছের গোড়ায় প্রতি লিটার জলে দুই মিলি Xelora মিশিয়ে ঐ জল 40 মিলি করে দেবেন।
ভাই তিন দিন ধরে প্রচন্ড বৃষ্টি হয়েছে যার কারনে দুইদিন জল আটকে আছে।এক ফিট এখন কি মরিচ খেত বাঁচানোর কোনো উপায় আছে ভাই দুই বিঘা খুব সুন্দর হয়েছে।সবে ফল এসেছে। ভাই একটু জানাবেন প্লিজ। খুব অসুবিধা হলে যাবে
হলুদ হয়ে ধীরে ধীরে বেশিরভাগ গাছ মারা যাবে।
যদি জল সরে যায় তাহলে প্রতি লিটার জলে দু গ্রাম ক্যাবরিও টপ সেই সঙ্গে
এক গ্রাম NPK 0 0 50 মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
ক্যাবরিও টপ আর 0.0.50 গাছের গোড়ায় স্পেরে করতে হবে
বর্ষাকাল বাদ দিয়ে আর কোন সময় আগাম ধনেপাতা চাষ করলে লাভবান হওয়া যাবে একটু জানাবেন।
একসঙ্গে বেশী বীজ বুনবেন না।
জৈষ্ঠ্য মাসে কিছু বীজ বুনতে পারেন।
আমি গত সপ্তাহে বীজ বুনলাম।
আবার আগামী সপ্তাহে বীজ বুনবো।
এইভাবে খেপে খেপে বীজ বুনতে হবে।
ভিডিও করে জানাবো।
দাদা নমস্কার নেবেন । গাঁদা গাছের ফুল আনার জন্য All win gold super কি দেওয়া যাবে ।গাছে ফুল কম আছে ।দাদা অনুগ্রহ করে বলবেন ।
এখন সাগরিকা প্রতি লিটার জলে দু মিলি সেই সঙ্গে NPK 0 52 34 দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার
স্যার আপনি আগের ভিডিওতে বলেছিলেন না আগাছা নাশকের কথা । আমার জমিতে মদ রঙা ঘাস। শুশনি শাক । জমিনে প্রচুর হচ্ছে ওই দুটো মেডিসিনে কি মরবে এরা। দয়া করে জানাবেন
Council Active
বা
Granite ,
যে কোনো একটা ব্যবহার করলেই উপকার পাবেন।
ধন্যবাদ স্যার।
স্যার সিতেড় বরবাটি জেটা বলছেন সেটা কি। লাফার মতো গাছ, লতানো হবে নাকি বরবটির মতো এক জায়গায় ঝোপ আলো গাছ হবে । জানালে খুব উপকৃত হই।
স্যার সিতেড় বরবাটি জেটা বলছেন সেটা কি। লাফার মতো গাছ, লতানো হবে নাকি বরবটির মতো এক জায়গায় ঝোপ আলো গাছ হবে । জানালে খুব উপকৃত হই।
স্যার পেয়াজের বীজতলা এখন ফেলা যাবে?
ভাদ্র মাস টা যাক তারপরে ফেলবেন। এখন খুব বর্ষা হবে বলছে।
স্যার পালং শাক ভারী করার জন্য যে লালপটাশ sprey করতে বলেছিলেন সেটা কতদিন পর থেকে মারবো কতদিন অন্তর কবার sprey করবো। জানাবেন প্লিজ।
না লাল পটাশ সার নয়।
NPK O O 50 সাদা পটাশ সার যেটা স্প্রে করার জন্য বাজারে এসেছে ঐ সার প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
Sir brrocoli beej kon kon dana felbo
স্যার পালং এ হিউমিক অ্যাসিড কতবার ব্যবহার করবো এবং কতদিন অন্তর ব্যবহার করবো।
মোট দুবার ব্যবহার করবেন।15 দিনের মাথায় ও 25 দিনের মাথায়।
ঐ পট কত দাম
23 টাকা করে।
স্যার প্রণাম নেবেন। বলছিলাম আমার কিছুকিছু উচ্ছেগাছের পাতাকুঁকড়ে হলুদ হয়েযাচ্ছে কী ঔষধ দেবো দয়াকরে একটু জানান স্যার। ধন্যবাদ। ❤❤
আবাসিন Abacin
দশ লিটার জলে 12 মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে আকাশ পরিষ্কার দেখে ।
নুতন পাতা যেগুলো আসবে সেই গুলো ভালো হবে।
Sanchi piage Chas padhati
স্যার দোকান থেকে ৫ কেজির কোকো পিট ব্লক এনেছি, কোকো পিট ধুয়ে শুকিয়ে নিতে হবে নাকি সরাসরি ট্রেতে দিয়ে বীজ বসাতে হবে ।
ভালো করে চার থেকে পাঁচ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন তারপর ছেঁকে নিয়ে ছায়াতে শুকনো করে ব্যবহার করবেন।
Dada তরমুজ বিচ কোন কোম্পানী ভালো সুগার কুইন বা সাগর কুইন এখন দুবলিকেট আছে 2বছর ধরে লস হচ্ছে
মহারাষ্ট্র তে তরমুজ বীজ টা ভালো 8-9 করে হয় কি ভাবে ওই দানা বীজ পাবো একটু জানা বেন
অন লাইনে কিনতে পারেন।
তাছাড়া ভেনান্থ কোম্পানির রায়না জাত বা
নোন ইউ সীড কোম্পানীর কিরন জাত চাষ করতে পারেন। কিরন খুব মিষ্টি স্বাদের তরমুজ।
VNR 212 কেমন হবে।
একটু ছোটো আকারের বেগুন।
ভালো ফলন। চাষ করতে পারেন।
Sir এই ট্রে গুলো কোথায় পাওয়া যাবে, আমি গত ৬ মাস থেকে অনেক জায়গায় খোঁজ করেছি কিন্তু কোথাও পাইনি। তাই বাধ্য হয়ে online থেকে কিনেছিলাম কিন্তু সেগুলোর মান খুব খারাপ একেবারে পাতলা কাগজের মতো হওয়ায় return করে দিই।
আমাজন, ফ্লিপকার্ট এ পেয়ে যাবেন
আপনার ওখানকার স্থানীয় দোকান যারা নার্সারির জিনিসপত্র বিক্রি করে ওখান থেকে পাবেন।
@@sanjoymahata8955 very low quality dada
@@farmingadviseranathhalder7579 না স্যার আমি অনেক জায়গায় খুঁজেছি পাচ্ছিনা। একটু খোঁজ নিয়ে বলুন স্যার ভালো কোয়ালিটির ট্রে
চারা রোপন করার। মাটিতে কি কি ওষুধ দিতে হবে। একটু দয়া করে বলবেন স্যার।
দানা বিষ প্রয়োগ করতে পারেন।
স্যার আমার চাল কুমড়ার গাছের ডগা কুঁকড়ে গেছে আর কুমড়ো ধরছে কিন্তু হলুদ হয়ে পড়ে যাচ্ছে।কী করব যদি বলেন।
কম দামের ওষুধ একতারা একপাতা 15 লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
আর কম দামের সাফ পাউডার প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
ধানের তুষ কি গাছের কোনো কাজে লাগে যদি লাগে তাহলে কিভাবে সেটা একটু বলবেন
অবশ্যই কাজে লাগবে।অনেক কাজ ।
মাটি আলগা করে, ঐ তুষে গাছের খাবার আছে ।
স্যার কেমন আছেন.....?.
আপনাকে ম্যাসেজ করেছিলাম হোয়াটস অ্যাপ এ... প্লীজ একটু দেখবেন...
আর বলছিলাম যে..... করলা গাছের বয়স 21 দিন 0:0:50 ..2 gm + চেলাকল 0.5 gm + Amister top 12 ml.... 3 te akshate daoa যাবে.....?.
Chelacal.... ta jeta peyechi seta expiry kono problem hobe dile....?.
তিন মাসের মধ্যে হলে ব্যবহার করা যাবে।
আর ঐগুলো মিশিয়ে স্প্রে
বিকাল বেলায় করতে হবে।
আকাশ পরিষ্কার দেখে।
গাঁদা ফুলের ফলন বাড়ানোর জন্য কী ব্যাবহার করবো
Sir amar dalim gache dalim dhoreche kintu seguli boro hochhe na akhon ki korbo 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amister Top প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
তারপর তিন দিন পর মিসাইল প্রতি লিটার জলে হাফ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া চারবার।
স্যার,মরিচের পাতা কোকড়ানো সারাতে পারছি না, এবামেকটিন, সালফার,ইমিডাক্লোরপিড দিয়েছি৷ কাজ হচ্ছে না৷ এখন কি করবো। তাছাড়া গাছে ভাইরাস লেগে যাচ্ছে। বাংলাদেশ থেকে
চেস প্রতি লিটার এক গ্রাম সেই সঙ্গে উলালা হাফ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
বরবটি বীজ ফেলেছি চারা বেরোনোর পর কি কি দিলে গাছ হলুদ হবেনা। প্লিস বলবেন।
Use Hexaconazole+ zinep(avtar)
Or carbondazem + mancozeb( saaf, sprint)
Or amistar top
যদি weather kharap এর কারণে হচ্ছে বলে মনে হয় তাহলে metalaxyn+mancozeb দেবেন। এই
স্যার ধূর্বী গোল্ড আর ১০:২৬:২৬ কতটা পরিমাণে ছাদের টবে দেবো কতদিন অন্তর
10 ইঞ্চি টব হলে 25 গ্রাম + 25 গ্রাম দিয়ে মাটি চাপা দেবেন।
@@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে
পেঁপে গাছের চারা কি পাওয়া যাবে।
সবচাইতে ভালো হবে Sinta F -1
একপাতা 50 টি দানা কিনে নিয়ে চারা তৈরি করে নিন।
ঠকতে হবে না।
Tray guli kothay pabo ei price e?
১৭ টাকা করে অনলাইনে পাওয়া যাবে
তবে একসঙ্গে অনেক বেশি কিনতে হবে। না হলে হয়তো কুড়ি থেকে ২২ টাকা দাম নিতে পারে।
কাকা ঝিঙ্গের জালি ছোট থাকতেই হলুদ হয়ে যাচ্ছে এখন কি করতে হবে দয়া করে একটু বলবেন 🙏🙏🙏🙏
কাকা একটু বলো না
ইলেকট্রন প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
রোগ ও পোকা দুটোর জন্য কাজ পাবেন।
এটা UPL কোম্পানির তৈরি।
কাকু বর্ষার জন্য লঙ্কা গাছ হলুদ হয়ে যাচ্ছে কী করা যায়।
আমার সাদা ঢেড়ঁশের পাতা কুকঁড়ে যাচ্ছে। দেশিরটা ঠিক আছে।
কম দামের ওষুধ ল্যানসার গোল্ড প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন খুব খুব খুব সকালে তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
আর রোগটা বাড়বে না।
যেগুলো সাহেব হয়ে গেছে
সেই গাছগুলো কে সারানো যাবে না।
স্যার আমার পেয়ারা গাছে প্রচুর মিলিবাগ হয়েছে সেই সাথে পাতাগুলো কালো হয়ে যাচ্ছে আর প্রচুর পিঁপড়ে হয়েছে কি করবো বুঝতে পারছিনা
কাইট প্রতি লিটার জলে দেড় মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
@@farmingadviseranathhalder7579 thank you
আমার মিষ্টি কুমড়া প্রচুর স্ত্রী ফুল এসেছে। রাখতে পারছি না পচে হলুদ ও কালো হয়ে যায়। এখন উপায় কি। কাকু
এই বিষয়ে ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।
কলকাতায় ভালো বীজের দোকানের খোঁজ দেবেন
দোকান নেই।
ভালো বীজ পাবেন না।
আমি বিভিন্ন কোম্পানির বীজের কথা বলি ঐগুলো অন লাইনে কেনার চেষ্টা করবেন।
দাদা আমার ১০ ভেন্ডি আছে রাধিকা ভালো ফলন হচ্ছে না , শুধু আমার নয় এখানে অনেক রাধিকা ভেন্ডি চাষ আছে ফলন ভালো হচ্ছে না কারো কি করলে ফলন ভালো হবে , হুগলি
স্যার এই সময় কি পেঁপে গাছ লাগা নো যা বে প্লীজ বল বেন।
আমি গতকাল 600
sinta F -1 বীজ বুনলাম।
যদি বিনস চাষ করি। তা হলে ভালো জাত কী হয়
সেমিনিজ কোম্পানির ফাল্গুনী জাত।
আমি রঙিন ফুলকবি চাষ করতে চাই আপনার পরামর্শ খুবই দরকার 10,000 চারা রোপণ করার চিন্তাভাবনা আছে এই ফুলকপি চাষের বিস্তারিত একটু আলোচনা করলে খুবই ভালো হয় কারন এখন চারা তৈরি করার সময় হয়ে গেছে আমাদের এখানে আপনাকে আসতে হবে স্যার আপনি আসবেন তো? কারণ কালার ফুলকপি 10,000 চারা রপন হবে আপনার আসা খুবই জরুরী মনে হয় প্লিজ আপনি একটু আসবেন কারণ কালার ফুলকপি নতুন চাষ করছি তো একটু ভয় লাগছে প্লিজ স্যার একটু আসবেন আর বিস্তারিত আলোচনা করবেন স্যার ধন্যবাদ আপনাকে
কোথায় চাষ হচ্ছে?
যদি কাছাকাছি হয় চেষ্টা করবো।
দূরে হলে সময় পাবো না ।
@@farmingadviseranathhalder7579 দক্ষিণ চব্বিশ পরগনা থানা জয়নগর গোচরন স্টেশনে র কাছে
দক্ষিণ 24 পরগনা। থানা জয়নগর গোচরন টেশন এর কাছে
ফুল কফি কি জাত করছেন?
স্যার এই স্টে গুলো কোথায় পাবো দাম কেমন
দাদা আমার লাল স্বর্নের ধানের গাছ প্রচন্ডভাবে হুরে/বেড়ে গেছে। পটাশ দেওয়ার কোন উপায় নেই কারণ সব সময় জল বয়ে যাচ্ছে । 60 দিন বয়স ।গাছ পুরো গাড়ো সবুজ ।কি করবো
NPK 0 0 50 প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন সাত দিন ছাড়া দুবার। এই সার শুধু মাত্র স্প্রে করতে হয়।
Sir apnar kache chara pawa jabe
আমি তো অন্য কোম্পানি তে ।
কাজ করছি । ওগুলো ওখানকার চারা।
Sir oi company chara bikri korbe na. Amar kichu chara lagto.
ঐ পট কতোদাম, এবং কি ভাবে সংগ্রহ কোরবো তা জানাবেন। ধন্যবাদ।
23 টাকা করে দাম।
নার্সারির জিনিস পত্র যেখানে খোঁজ করুন।
অথবা কলকাতার বড়ো বাজারে খোঁজ করুন।
অথবা অন লাইনে কিনতে পারেন।
Jatu bol6ilam vandi ga6a groth valo nai ki ki sar babohar korbo
I'm from Nagaland, where are you based at, can i demand from you?
Please collect from on line.
Sar আমি শাও টমেটোর বিএনপি ফেলেছিলাম চারা হয়ে গেছে 30 দিন হবে এখন বসাবো
আর দশ দিন পর বসাবেন।
তাহলে বৃষ্টি বেশি হলেও মারা যাবে না।
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ sair
স্যার এই টেরে কোথায় পাওয়া যাবে
আপনাদের ওখানে নার্সারির সাজ সরঞ্জাম যারা বিক্রি করে ওখানে পাবেন অথবা কলকাতার বড়ো বাজারে পাবেন
স্যার আমি বাঁধা কপি লাগিয়েছি 13000 হাজার বাঁধানো আরাম্ব হয়ে গেছে কিন্তু লেদাপোকায় পাতা খেয়ে ফেলছে কি ওষুধ স্প্রে করবো একটু বলেন।
Kite spray korun.... na pele coragen