তামিলনাড়ুর ১৪০০ বছরের পুরনো পাথর নগরী মহাবলীপুরম || Mahabalipuram || Tamil Nadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • মহাবলীপুরম মূলত প্রাচীন একটি মন্দির নগরী। চেন্নাই শহর থেকে ৫৮কিলোমিটার দূরের এই নগরীতে মন্দিরসহ অন্যান্য নিদর্শন স্থাপিত হয়েছিলো সপ্তম ও অষ্টম খ্রিষ্টাব্দে পল্লব রাজাদের সময়ে। কথিত আছে, পল্লব রাজাদের মধ্যে প্রথম নরসিংহ বর্মন মামল্লের রাজত্বকালে এই নগরীটি বিশেষ গুরুত্ব অর্জন করেছিলো।
    ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভূক্ত এই নগরীর সংরক্ষিত অংশে পা দেয়ার পর প্রথমেই চোখের সামনে ভেসে উঠবে খোদাই করা প্রকাণ্ড পাথর ও পাথর সংলগ্ন গুহা মন্দিরও নান্দনিক কারুকার্যের প্রাচীন গুহাচিত্র। এই বৃহত্তর অনাবৃত শিলা কারুকার্য অর্জুনের আক্ষেপ নামে পরিচিত। পাথরের গায়ে অঙ্কিত এমন সুক্ষ কারুকাজ রীতিমতো অবিশ্বাস্য। সঙ্গত কারণে শুরুতেই এক ঝটকায় পর্যটকদের ১৪০০ বছর পেছনে টেনে নিয়ে যায় মায়াবী এই মন্দির নগরী। আর মহাচ্ছন্ন হয়ে যেনো এক ঘোরের মধ্যে এখানে ঘুরতে থাকে সবাই।
    Contact :
    sumonmcj@yahoo.com
    #mahabalipuram #tamil_nadu #মহাবলীপুরম #তামিলনাড়ু

ความคิดเห็น • 1K

  • @touhidtushar4794
    @touhidtushar4794 ปีที่แล้ว +51

    অসাধারণ ডকুমেন্টারি।
    পুরোটা সময় মন্ত্রমুগ্ধের মত দেখেছি।
    ভালোবাসা রইলো সুমন ভাই।❤️❤️❤️

  • @Deepak-uz5tm
    @Deepak-uz5tm ปีที่แล้ว +63

    সম্ভবত বাঙালি ব্লগার হিসেবে সুমন সর্বপ্রথম তামিলনাড়ু রাজ্যের প্রাচীন নগরী মহাবলী পুরমের নিদর্শন বাংলায় বর্ণনা করে আমাদের কাছে তুলে ধরলেন।
    ধন্যবাদ জানাই সুমন ও নিলয় কে।

    • @sssiraj3203
      @sssiraj3203 ปีที่แล้ว +2

      ধন্যবাদ সুমন ও নিলয়-কে আসলে মুগ্ধ হলাম যারপরনাই ভালো লেগেছে।

  • @madhusudandas4295
    @madhusudandas4295 ปีที่แล้ว +34

    সাউথ ইন্ডিয়া তথা দাক্ষিনাতত প্রাচীন ভারতের সবচেয়ে সমৃদ্ধ ছিল। ধন্যবাদ সুমন আরো বেশী সাউথ ইন্ডিয়ান ভিডিও চাই।

  • @MdKalam-tr1wv
    @MdKalam-tr1wv ปีที่แล้ว +42

    ভাই এত পুরনো জিনিস এত কষ্ট করে দেখাইলেন তার জন্য ধন্যবাদ আপনাকে।

  • @shampabanerjee1478
    @shampabanerjee1478 ปีที่แล้ว +12

    অসাধারণ, উপস্থাপনা এবং মহাবলীপূরম দুটোই । আমার মতো যারা গিয়ে দেখতে হয়ত পারবে না তাদের কাছে একটা দারুণ অভিজ্ঞতা । মন ভরে গেল। আপনার মীনাক্ষী মন্দির পর্বটিও খুব সুন্দর। আমি 2015 এ গিয়েছিলাম আবার সেই স্মৃতি তাজা হয়ে গেল । আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর প্রতিবেদনের জন্য।

  • @simonroy2472
    @simonroy2472 ปีที่แล้ว +28

    ভাবা যায় না, ১৪০০ বছরের পুরাকীর্তি এখনও টিকে আছে! মহাবলীপুরামের কেবল নাম শুনেছিলাম, আজ আপনার ভিডিওর বদৌলতে দেখলাম। খুব খুব ভালো লাগলো। ধন্যবাদ।

  • @srishtirshopnojal8835
    @srishtirshopnojal8835 ปีที่แล้ว +116

    পাথরের রাজ্যে মহাবলি পূরমের অতীত ইতিহাসকে নতুন করে তুলে এনে বর্তমানকে আর বেশি সমৃদ্ধ করা জন্য সুমন ভাইকে ধন্যবাদ।অনেক শুভ কামনা💐💐❤️❤️

    • @saibatahamim5100
      @saibatahamim5100 ปีที่แล้ว

      Uuuuuuuuuuu7uuuuuu7uuuuuu7uuuu7uuuuuuuuu7uuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuu

    • @mdraha307
      @mdraha307 ปีที่แล้ว

      পাথরের রাজ্যে সব নির্জীব পাথরের পূজা😀যাদের নিজেদেরই চলার সামর্থ্য নাই শক্তি নাই এবং প্রানহীন বস্তু তাদেরকেও নাকি মানুষ পূজা করে..অথচ এগুলাকে মানুষই তাদের মন ইচ্ছেমতো রূপ দেয়😀মানুষ তৈরি করে আবার তারাই এগুলাকে পূজা করে বিষয়টা হাইস্যকর😜😛..যে বস্তু অন্য তৈরি করে কারিগরদের মন মতণ রূপ দেয় যারা নির্জীব পাথর শক্তহীন ও প্রাণহীন তাদেরকে যারা ভগবান বা ইশ্বর মানেন তারা কতবড় অবুঝ,,জ্ঞানহীন,নির্বোধ ব্যক্তিত্বের মানুষ😀😀😀

  • @simonroy2472
    @simonroy2472 ปีที่แล้ว +59

    অসম্ভব সুন্দর মহাবলীপুরাম! ভাবতেই অবাক হলাম যে এটি ১৪০০ বছর বয়সী স্থাপনা। Really it's worthy to be UNESCO heritage site ♥. Thank you Sumon bhai.

  • @kakonbd6806
    @kakonbd6806 ปีที่แล้ว +27

    ২৫০ টন ওজনের পাথর এরকম ঢালু জায়গায় কিভাবে বছরের পর বছর স্থির হয়ে দাড়িয়ে আছে সেটা আসলেই অবিশ্বাস্য একটা বিষয়। তাছাড়া কি বিশাল বিশাল পাথর এবং অসাধারণ সব ভাস্কর্য মিলিয়ে বলা যায় অনন্য সুন্দর একটা পর্যটন স্পট।ধন্যবাদ সুমন ভাই, এতো সুন্দর সুন্দর ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ জায়গা উপস্থাপন করার জন্য। সময় ও সুযোগের কারনে আমরা যেটা পারছি না আপনি তাই করতেছেন।আপনার চোখেই এখন আমিসহ অন্যান্যরা বিচিত্রসুন্দর জায়গা দেখতে পাচ্ছি।

  • @arindommallick5330
    @arindommallick5330 ปีที่แล้ว +9

    সত্যি এমন আচার্য্য নিদর্শন সুমন ভাই ছাড়া কোনো ইউটিউবার দেখাতে পারবেনা হতবাক হয়ে গেলাম ভাই জীবনে হয়তো যেতে পারবোনা ভিডিও দেখে চোখ জুড়িয়ে নিলাম ভালো থেকো ভাই টাটা গুড নাইট ।

  • @sykatdas5382
    @sykatdas5382 ปีที่แล้ว +9

    ধন্যবাদ আপনাকে ❣️আপনি যে একজন মুসলিম হ‌ওয়া সত্ত্বেও এত ভালোভাবে প্রেজেন্টেশন করার জন্য।

  • @priyotcg8119
    @priyotcg8119 ปีที่แล้ว +15

    অনেক বছর আগে এটা বিটিভিতে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে দেখেছিলাম। এখন দাদার ভিডিও মাধ্যমে দেখতে পেলাম। অদ্ভুত দর্শনীয়স্থান।

  • @Nandiarijit123
    @Nandiarijit123 ปีที่แล้ว +45

    আপনি যেভাবে প্রতিটি জায়গায় পরিদর্শন করে ইতিহাস গুলো তুলে ধরছেন।তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা

  • @sksuvo9728
    @sksuvo9728 ปีที่แล้ว +8

    আমার ধর্ম সনাতন ।তাই সনাতনী সবকিছু সেই ভারত । যদি সুযোগ হয় একদিন যাবো পিয়ো দেশটাতে

  • @subratachakraborty4836
    @subratachakraborty4836 ปีที่แล้ว +26

    আগের মানুষ জন তথা শিল্পীগণ ও তাদের পৃষ্ঠ পোষকগণকে তাদের প্রতিভা মনন চিন্তনকে শ্রদ্ধা না জানিয়ে উপায় নেই। সত্যিই আমরা সুমন ভাইয়ের জন্য ধন্য।
    কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ।

  • @mdrafi4246
    @mdrafi4246 ปีที่แล้ว +121

    সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা।
    আমি গর্বিত আমি হিন্দুস্তানি 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @md.saifulislam7619
      @md.saifulislam7619 ปีที่แล้ว +1

      Hi

    • @subhadipgoswami7134
      @subhadipgoswami7134 ปีที่แล้ว +17

      ​@@Two_wheels7373 আগে দেশ তারপর ধর্ম

    • @jayantapurkayastha1565
      @jayantapurkayastha1565 ปีที่แล้ว +5

      ❤️😘 জীতে রহ ভাইজান , দিল জিত লিয়া
      আমরা সবাই একসংগে মিলে একে আরও সুন্দর আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্ঠা করে যাবো|
      ইসমে কিসিকা জ্বলে তো জ্বলনে দো ইয়ার|
      জয় হিন্দ 🙏

    • @greenberet3704
      @greenberet3704 ปีที่แล้ว

      @@Two_wheels7373 তুই তো আকাটা মালাউন। 🤣

    • @geniousmindastrology615
      @geniousmindastrology615 ปีที่แล้ว

      I Love you sweetheart

  • @goutambanerjee2915
    @goutambanerjee2915 5 หลายเดือนก่อน +17

    আপনি একজন মুসলিম হয়েওহিনদূদের মন্দির শিল্প কলা সমন্ধে জানালেন কি করে সুন্দর প্রেজেন্টেশন করেন বিভিন্ন ভাষা জানলেন কি করে

  • @madhabidas5100
    @madhabidas5100 13 วันที่ผ่านมา

    সুমন ভাইয়ের উপস্থাপনা, এত বড় বিস্তীর্ণ এলাকা জুড়েই মহাবলীপুরম, এত সুন্দর এত সুন্দর, মন ভরে গেল। খেয়ে-দেয়ে হাত ধুতে ভুলে গেছি। অপলক দৃষ্টিতে চেয়ে আছি।❤❤😮😮। সারাদিন ভালো করে খায়নি ছেলেগুলো। ভারতবর্ষে এসেছো। প্রতিটি জায়গা ঘুরে ঘুরে দেখো, ভালো থেকো সুস্থ থেকো।

  • @sasadharhaldar5527
    @sasadharhaldar5527 ปีที่แล้ว +12

    এত প্রাচীন ও সুন্দর জায়গা দেখানোর জন‍্য আপনাকে অশেষ ধন্যবাদ । খুব ভালো লাগল ।

  • @PMASMR02
    @PMASMR02 ปีที่แล้ว +11

    ইতিহাসে পড়া অনেক কিছুই সামনা সামনি না হলেও সুমন ভাই এর জন্য দেখতে পাই, তাই ভাই কে অনেক ধন্যবাদ।।

  • @travelwithanil5302
    @travelwithanil5302 ปีที่แล้ว +12

    মনেহলো যেনো আপনার সাথেই Mahaballipuram নগরী ঘুরে দেখলাম। আপনাকে অনেক ধন্যবাদ 🙏

  • @rakeshsarker1375
    @rakeshsarker1375 ปีที่แล้ว +6

    ধন্যবাদ সুমন ভাইকে, এতো সুন্দর ভাবে পুরনো মন্দির, দেব দেবীর বিগ্রহ দেখানোর জন্য 🥰

  • @anwarhossainmira6171
    @anwarhossainmira6171 ปีที่แล้ว +15

    সব মিলিয়ে অসাধারণ ধন্যবাদ সুমন ভাই

  • @lalitadey1579
    @lalitadey1579 ปีที่แล้ว

    আপনার ভিডিও শুধু দেখবো আর কমেন্ট করবো না, এটা ঠিক নয়।।। কোনদিন হয়তো যেতে পারবো না --- কিন্তু আপনার কথা বলা ও এতো ভালো উপস্থাপনা সত্যিই মুগ্ধ হলাম।।

  • @noortvalorpothey3194
    @noortvalorpothey3194 ปีที่แล้ว +12

    Sare jahan se achha hindustan hamara.
    Thank you Sumon da

  • @mrkrajblogger8971
    @mrkrajblogger8971 ปีที่แล้ว +11

    ভাইজান আপনার ভিডিও দেখলে মনে হয় আমি নিজেই সেই জায়গাটায় আছি। ভালোবাসা রইলো। রাজশাহী থেকে।

  • @musicshapon9222
    @musicshapon9222 ปีที่แล้ว +8

    সুমন ভাই আপনার মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাই আপনাকে অনেক ধন্যবাদ

  • @abidrahaman9016
    @abidrahaman9016 ปีที่แล้ว +11

    খুব সুন্দর ভিডিও হয়েছে। গতকাল আপনার ভিডিও এর অপেক্ষায় ছিলাম সুমন ভাই।

  • @Saddamblog9272
    @Saddamblog9272 ปีที่แล้ว +134

    ভারত এমন এক দেশ,যেখানে ঘুরলে পৃথিবী ঘুরা হয়ে যায়।।।অনেক সুন্দর।।।। 🇧🇩🇮🇳🇮🇳🇧🇩

    • @ajharulislam4754
      @ajharulislam4754 ปีที่แล้ว +10

      আপনার কথায় মনে হচ্ছে আমেরিকা লন্ডন ইতালি জাপান সব ইন্ডিয়ার ভীতরে আছে

    • @fatimajaman9944
      @fatimajaman9944 ปีที่แล้ว +1

      @@ajharulislam4754 aaaaa

    • @vlogify__shorts
      @vlogify__shorts ปีที่แล้ว +7

      @@ajharulislam4754 London Japan bolte apni ki bujhen? Uni ki nolche seta na bujhei al bal suru kore dilen. Uni thiki to bolche, Indiar North e Kashmir, Himachal, Uttarakhand, ladakh, sikim esob jaiga sit er jaiga, Rajasthan abar Marubhumi elaka, South ta Malbhumi elaka, ar 40% land Samabhumi elaka. Prithibir sab bhumi rupei ekhane birajman ei kothata uni bolte chaichen, to ke bojhai kanglu derke, sejonnoi to des tar ei hal. 🤣🤣🤣🤣

    • @samiradak5061
      @samiradak5061 ปีที่แล้ว +1

      @@ajharulislam4754 òw0

    • @shovosokalbd.2110
      @shovosokalbd.2110 ปีที่แล้ว +3

      @@ajharulislam4754 বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা, 😂

  • @moyajjenali9280
    @moyajjenali9280 ปีที่แล้ว +1

    আমি তামিলনাড়ু তিনবার গেছি, কিন্তু মহাবলীপুরম যাওয়া হয়নি, পুরো ভিডিওটি না টেনে দেখলাম, খুব সুন্দর ।
    " I AM INDIAN, MY INDIA IS GREAT "

  • @alodas1301
    @alodas1301 ปีที่แล้ว +3

    দাদা দেবদেবীর ভাস্কর্য নয়, প্রকৃত শব্দটি হবে বিগ্রহ। আপনার ভিডিও অনেক ভালো লাগে, ছোটবোন হিসেবে অনেক শুভকামনা রইলো আপনার জন্যে

  • @the_beaconof_optimism5195
    @the_beaconof_optimism5195 ปีที่แล้ว +24

    Our great motherland The Republic Of India 🇮🇳🇮🇳❤❤

  • @mijikochakmamijikochakma8971
    @mijikochakmamijikochakma8971 ปีที่แล้ว +7

    রাঙ্গামাটি থেকে দেখছি ভাই,
    শত ব্যস্ত থাকার পরে ও আপনার ভিডিও দেখার অপেক্কায় থাকি 💖💖💖💖

  • @tapandebnath2861
    @tapandebnath2861 ปีที่แล้ว +6

    এই এপিসোড টা দেখে ইতিহাসের অনেক কিছুই জানতে পারলাম ।। ধন্যবাদ আপনাকে ।।

  • @জীবনেরগল্প-হ৭ল
    @জীবনেরগল্প-হ৭ল ปีที่แล้ว +6

    অনেক সুন্দর জায়গা আমি গিয়েছিলাম ২০১৯ সালে।।ধন্যবাদ সুমন ভাই

  • @subratanama2463
    @subratanama2463 ปีที่แล้ว +3

    ভাই অসাধারন কিছু দেখালেন ,আমিও ওখানে ৩ বার ভ্রমন করেছি খুব ভালো লাগলো ৷অতীতের স্থাপত্য শিল্পের কারুকার্ঘ অসাধারন ৷
    আপনাকে অনেক ধন্যবাদ , ভারতবর্ষের র্বিভিন্ন স্থানকে দেখানোর জন্য ৷

  • @Liton76RU
    @Liton76RU ปีที่แล้ว +14

    আপনি কান্চিপুরম দেখে আসুন। অনেক পুরানো বড় বড় মন্দির রয়েছে। আমি ২০০১ সালে গিয়েছিলাম।

    • @mdraha307
      @mdraha307 ปีที่แล้ว

      পাথরের রাজ্যে সব নির্জীব পাথরের পূজা😀যাদের নিজেদেরই চলার সামর্থ্য নাই শক্তি নাই এবং প্রানহীন বস্তু তাদেরকেও নাকি মানুষ পূজা করে..অথচ এগুলাকে মানুষই তাদের মন ইচ্ছেমতো রূপ দেয়😀মানুষ তৈরি করে আবার তারাই এগুলাকে পূজা করে বিষয়টা হাইস্যকর😜😛..যে বস্তু অন্য তৈরি করে কারিগরদের মন মতণ রূপ দেয় যারা নির্জীব পাথর শক্তহীন ও প্রাণহীন তাদেরকে যারা ভগবান বা ইশ্বর মানেন তারা কতবড় অবুঝ,,জ্ঞানহীন,নির্বোধ ব্যক্তিত্বের মানুষ😀😀😀

  • @alokachowdhury4834
    @alokachowdhury4834 ปีที่แล้ว +2

    মহাবলি পুরম দেখার সুযোগ হয়নি,কতবার ই চেন্নাই গিয়েছি।সুমন ভাই দেখালেন খুব খুসি হয়েছি ভাই।অসংখ্য ধন্যবাদ।আপনার জন্য ঘরে বসেই অনেক্কিছু দেখতে পাচ্ছি।সুস্থ থাকুন ভাই।

  • @mihirroy5772
    @mihirroy5772 ปีที่แล้ว +3

    মহাবলীপুরামের কেবল নাম শুনেছিলাম, আজ আপনার ভিডিওর বদৌলতে দেখলাম। খুব খুব ভালো লাগলো। ধন্যবাদ।

  • @sumandad103
    @sumandad103 ปีที่แล้ว +10

    ভারতবর্ষে এতো কিছু জানার বা দেখার আছে তা জানতাম না সুমন দা,,,,, আপনি যদি না দেখাতেন,,, না জানাতেন,,,, ধন্যবাদ সুমন দা,,,,,,,

  • @syedmosharof7685
    @syedmosharof7685 ปีที่แล้ว +4

    আমি একজন অভিনেতা অভিনয় শিল্পী ,আমাদের সাধারণ মানুষের খুব ভালো বাসে কিন্তু উচিত আপনাকে ভালোবাসা, আপনার কর্মকান্ডে ভালোবাসা। আমার ভালোবাসা থাকবে আপনাকে প্রতি ,আপনার কর্মকান্ডের প্রতি, প্রতিদিন আপনার মঙ্গল কামনা করি। অসাধারণ, ধন্যবাদ ভাই আমার।

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ ভাই❤️

    • @kusumakter6578
      @kusumakter6578 ปีที่แล้ว

      @@SalahuddinSumon ভাইয়া কেমন আছেন

    • @kusumakter6578
      @kusumakter6578 ปีที่แล้ว

      @@SalahuddinSumon সুমন ভাই আপনার সাথে কথা বলতে চাই

  • @kalipada8076
    @kalipada8076 ปีที่แล้ว +6

    সালাউদ্দিন সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার বন্ধু। আমি মালদ্বীপ থেকে দেখছি বা দেখি। মহাবলীপুরম দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

  • @MrChinmoy1999
    @MrChinmoy1999 ปีที่แล้ว +13

    I am from Kolkata but never got a chance to see these beautiful places. Bharat is a world in itself. Thank you Salahuddin Bhai for showing us these places.

  • @rabbitloverasraf2950
    @rabbitloverasraf2950 ปีที่แล้ว +67

    আমাদের ভারতবর্ষ পির্থিবীর শ্রেষ্ঠ
    ট্যুরিস্ট ভ্রমণ এর দেশ,
    প্রাকৃতিক সুন্দয্যের শেষ নেই, 🇮🇳

    • @sahmed1533
      @sahmed1533 ปีที่แล้ว

      এইজন্য পর্যটকদের জন্য আলাদা নিয়ম সব যায়গায় গুয়া মারা

    • @rajdeepdeyvlogs7815
      @rajdeepdeyvlogs7815 ปีที่แล้ว +1

      Ei kothatai toh arbider arbi culture er gulamra bujhe naa😁

  • @nilmoni1681
    @nilmoni1681 5 หลายเดือนก่อน

    আপনার ভিডিও ধারন ও উপস্থাপনার কোন তূলনাই হয় না, অতি চমৎকার নান্দনিক মিষ্টি মধুর কথা শুনে নিজে গিয়ে যে দেখব, তা আর বাকিই থাকেনা, একেবারে অনবদ্য সুমন ভাই,, তার একটা প্রমান আমি বলছি, পানাম সিটি বা সুবর্ন গ্রাম দেখতে গিয়েছিলাম আপনার ভিডিও দেখে, খুবই ভাল লেগেছে আর পুরনো ঐতিহ্য দেখার পিপাসা মিটেছে, কিন্তু আপনার ভিডিওটাই সেরা ছিল, অর্থাৎ নিজে গিয়ে দেখে যে স্বাদ পেয়েছি তা আপনার ভিডিওতেই পেয়েছিলাম,

  • @ashrafulkabir7464
    @ashrafulkabir7464 ปีที่แล้ว +6

    ভাই, আপনার মাধ্যমে আমরা অনেক বিষয় জানতে পারলাম ও দেখতে পেলাম।
    তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।
    আরো অনেক বিষয় জানতে ও দেখতে চাই। আশা করি আমার ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন ‌

    • @became83
      @became83 ปีที่แล้ว +2

      এই মন্দির বলে দিচ্ছে সব ধর্মের মূল সনাতন তথা হিন্দু ধর্ম।

  • @bhaiyatraderquotex
    @bhaiyatraderquotex ปีที่แล้ว

    পাথরের রাজ্যে মহাবলি পূরমের অতীত ইতিহাসকে নতুন করে তুলে এনে বর্তমানকে আর বেশি সমৃদ্ধ করা জন্য সুমন ভাইকে ধন্যবাদ।অনেক শুভ কামনা💐💐❤❤

  • @mithunbag6238
    @mithunbag6238 ปีที่แล้ว +4

    ভিডিওটা দেখতে দেখতে কখন যে ৩৬ মিনিট ৩০ সেকেন্ড পার করেছি বুঝতেই পারিনি 😊😊☺️☺️। মনে হচ্ছিল ভিডিও আরো বড় হলে ভালো হয়। আমি জায়গার নাম শুনেছি আমার বন্ধুরা গিয়েছিল ওরা ওখানে কাজ করে আশেপাশে। আজকে দেখলাম দারুন লাগলো দারুন। অনেক ধন্যবাদ আপনাকে🙏🙏🙏🙏🙏🙏

  • @tamalchatterjee3441
    @tamalchatterjee3441 ปีที่แล้ว +1

    তুমি কত সুন্দর। তাই তো তোমার সকল ভিডিও হয়ে ওঠে সুন্দর।
    সানন্দে দীর্ঘ জীবী হয়ে বেঁচে থাকো আমার সুমন ভাই।

  • @dipankarghosh983
    @dipankarghosh983 ปีที่แล้ว +8

    চারিদিকে প্লাস্টিক বোতল ছড়ানো এটাও আপনার জন্যে দেখলাম 👏👏

  • @arajitdaw3985
    @arajitdaw3985 ปีที่แล้ว +11

    এই মন্দিরের পাথরের কাজ দেখে নিশ্চই বুঝছেন বিভিন্ন মসজিদের কাজে এবং বিভিন্ন অঞ্চলে আশ্চর্য কাজ করা পাথর কথা থেকে এলো।।

    • @suhagMondal-v1t
      @suhagMondal-v1t ปีที่แล้ว

      Tui ki pagol naki..

    • @ronyraja5329
      @ronyraja5329 ปีที่แล้ว

      Ha oi shilpi der e poroborti kale Masjid nirmaner kaje byabohar korechilo Muslim sashok ra

  • @রওনকলাইফ
    @রওনকলাইফ ปีที่แล้ว +12

    এখানে আমি গিয়েছি,,,অনেক সুন্দর জায়গা মহাবলিপুরম

  • @mantulalsasmal3098
    @mantulalsasmal3098 ปีที่แล้ว +3

    কিছু মানুষের কাজ অসাধারণ সুন্দর কিছু সৃষ্টি করা,আর একদলের জীবনের উদ্দেশ্য ধ্বংস করা।

  • @mrlogic873
    @mrlogic873 ปีที่แล้ว +8

    ইতিহাসের প্রতি আপনার এই ভালোবাসা চির স্মরণীয় হয়ে থাকবে।।

  • @puspensarkar3984
    @puspensarkar3984 2 หลายเดือนก่อน

    আপনাদের এই ভিডিও টা পুরোটাই দেখলাম। বেশ ভালো লাগল। আজ থেকে প্রায় ২৫ বছর আগে আমরা এখানে এসেছিলাম। তখন এই জায়গা টা এতো গোছানো ছিল না। পন্ডিচেরির ঐ যে মন্দিরটা দেখালেন ওটা তখন তৈরী হচ্ছিলো। জায়গাটার নাম অরোভিলা। আর যে পাথরটা পরে যাবে বলে মনে হচ্ছিলো সেটা আসলে ক্ষয়ী ভুত শিলা। ভূগোল বইতে এ সম্বন্ধে বিবরণ আছে।

  • @mrinalkantimondal9911
    @mrinalkantimondal9911 ปีที่แล้ว +3

    অসম্ভব সুন্দর একটি যায়গা, খুব ভাল লাগল, ধন্যবাদ।

  • @benoykarmakar102
    @benoykarmakar102 ปีที่แล้ว +1

    সুমন, তোমার উপস্থাপনাগুলো খুবই ভালো লাগে আমার কাছে। বাংলাদেশ এবং ভারতের তোমার অনেক এপিসোড আমি দেখেছি। তুমি এইরকম আরও আরও বিভিন্ন জায়গা আমাদের দেখাও। আমি একজন প্রবীণ মানুষ। মহাবলীপুরম এখনো দেখা হয়নি। তোমার এই এপিসোডটা দেখে ইচ্ছেটা খুব জেগে উঠলো। শুভেচ্ছা নিয়ো।

  • @subhadipgoswami7134
    @subhadipgoswami7134 ปีที่แล้ว +29

    আমরা ভারতবাসী হিসাবে গর্বিত।। জয় হিন্দ জয় ভারত 🇮🇳🇮🇳🇮🇳

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 ปีที่แล้ว

    খুব সুন্দর কিছু যায়গা অসাধারণ কিছু দৃশ্য দেখলাম আমরা কাছে অনেক ভালো লাগলো ভিডিও টা

  • @jabedhossain5518
    @jabedhossain5518 ปีที่แล้ว +26

    একজন ভারতীয় হয়ে আমি গর্বিত। ভারতে সবাইকে স্বাগতম 🇮🇳

    • @rajdeepdeyvlogs7815
      @rajdeepdeyvlogs7815 ปีที่แล้ว +5

      Ei kothatai toh arbider arbi culture er gulamra bujhe naa 😁😜

    • @sanjitmistry4195
      @sanjitmistry4195 ปีที่แล้ว

      আমি কিছুটা লজ্জিত। কারণ একটু গভীরে।
      সাধারণ ভাবে মানুষের তৈরি এসব কীর্তি গুলো কিভাবে সংগঠিত করেছে ভাবলে অবাক হতে হয়। ভারতের এসব নিদর্শন থেকে বোঝা যায় যে ভারতের নিজস্ব কিছু অগ্রগতি সভ্যতা ও ভাবনা ছিল‌ই। তার বড় প্রমান ভারতে লিখিত বেশ কিছু পুরা গ্রন্থাবলি। সর্ব অগ্রে ভারতের বৈদান্তিক রচনা গুলো - ৠক, সাম, যদু, অথর্ব। যা দিয়ে ভারতের বর্তমান বিশ্বাস না না দেব দেবীর আবির্ভাব।
      সে আমলে রাজাদেরকে বোঝান হয়েছিল ভুল এসব রচনগুল কে। তাঁরা তাই তাদের মত বিশ্বাস কে নিয়ে কাজ করে গেছে। যা সাধারণ মানুষের কোন কাজে লাগে নাই, উপকারে ভুমিকা আসে নাই। যা এসেছিল শের শাহ নামক সম্রাট এর কাজ থেকে। তিনি এ দেশে ডাক ব্যবস্থা, জি টি রোড, জমি জরিপ ইত্যাদি চালু করেছিলেন।
      আমার লজ্জিত হবার কারন, এদেশের রাজার যা করে গেছে, মেনে গেছে তা তাদের ভুল থেকে, ভুল বুঝে। ভুল বোঝাটা হল বৈদিক রচনা গুলো। এই সব শাস্ত্র তে যা আছে তার বক্তব্য বিষয় ভিন্ন। বক্তব্য গুলো আমার কাছে আজ এক অন্য, যা খাটি সত্য। তাই, আমি ভাবি মানুষের এ কি বোকামি!
      বেদ গুলো সবটাই মানুষের জীবন যৌবন ও শরীর বিষয়ক নিয়ে বলা হয়েছে। আর তার‌ই আর এক সৃষ্টি হল মধ্য প্রদেশের খাজুরাহ ভাষকর্য । পুরী মন্দির গাত্র র চিত্র।
      যদি সঠিক ভাবে বিচার করা যায় তবে ইসলাম ও খ্রীষ্টান ধর্মও ভুল উপলব্ধি তে চলছে। ইসলাম এর এক সুরা উল্লেখ করছি কোরানের। " দুই কাঁধে দুই ফেরেশতা আছে, ফেরেশতা সর্বদা লিখে যাচ্ছে "--- এই সুরাতে কি বলা হয়েছে? ব্যখ্যা ,উপলব্ধি ও বিশ্বাস যা চলছে মূল বক্তব্য কিন্তু তা মোটেও নয়। ওটি আসলে মানুষের দুটি হাতকে নিয়ে বক্তব্য যা শরীরের দুই পাশে। আর তাতে ফেরেশতা লিখে যাচ্ছেন। এই লেখা টি কি? এটি আর এখানে উল্লেখ করলাম না। তবে, জানবেন তাও অর্থাৎ লেখাটি বড় আশ্চর্য কর ঘটনা এবং মানুষের কাছে সত্য ঘটনা, কিন্তু, ইসলাম আবার তাকে মানে না।
      সমগ্র বক্তব্য টি উপলব্ধি করে দেখুন।

    • @souravmaity8599
      @souravmaity8599 ปีที่แล้ว +4

      Arab er golam. Thanks

  • @taufiquealamtusan
    @taufiquealamtusan 2 หลายเดือนก่อน

    ভাইজান এক অভূতপূর্ব অনুষ্ঠান!আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @sufisujon
    @sufisujon ปีที่แล้ว +3

    খুবই চমকপ্রদ ভিডিও।
    ভালোবাসা অবিরাম রইলো প্রিয় সুমন ভাই ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @roypushpita
    @roypushpita 7 หลายเดือนก่อน

    সালাম ভাই সালাউদ্দিন সুমন। তোমাকে অসংখ্য ধন্যবাদ এই অপূর্ব সুন্দর ভিডিও টা করার জন্য। তোমার জন্য ঘরে বসেই ভারত +বাংলাদেশের অনেক দর্শনীয় স্থান দেখতে পাচ্ছি। আবার আমার সালাম ও শুভেচ্ছা জানাই।

  • @OurUttam
    @OurUttam ปีที่แล้ว +6

    সুমন দাদা ভিডিওটা খুব সুন্দর হয়েছে।
    অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।❤️🙏
    দাদা আপনার ভিডিও আমার খুব ভাল লাগে।
    আপনার সঠিক বিশ্লেষণ এবং মধুর কণ্ঠস্বরের কারণে ভিডিওগুলো আরও সুন্দর হয়ে ওঠে।❤️🙏

  • @abdul340
    @abdul340 ปีที่แล้ว

    বাংলার দুই কালো মানুষের এ স্থানের উপস্থাপনা অপূর্ব। তামিল ভাইদের সংগে দেখতে আরও অপূর্ব। আমার পিতা ও ভাই বোনদের গায়ের রং এর একইরুপ সৌন্দর্য।

  • @mukulbaul6187
    @mukulbaul6187 ปีที่แล้ว +4

    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।

  • @ZobaenSondhi
    @ZobaenSondhi ปีที่แล้ว +2

    আপনার ভিডিওগুলোতে একটা বিষয়ের প্রচণ্ড অভাব, তা হলো- আপনি কেনো ঐতিহাসিক স্থানের ওপর সঠিকভাবে লেখাপড়া না করে বিবরণ দিতে থাকেন। এটা মোটেই ঠিক না। প্রয়োজনে যথেষ্ট গবেষণা করে তারপরই ধারাভাষ্য দেয়া উচিত।

    • @myblackoutcountry4311
      @myblackoutcountry4311 ปีที่แล้ว

      ঠিক । ভ্রমণের পূর্বে একটু পড়াশোনা করলে ভিডিওগুলি অনেক সমৃদ্ধ হতো ।

  • @rabinmajumder382
    @rabinmajumder382 ปีที่แล้ว +17

    আমারা ভারত মহান🇮🇳🙏🇮🇳🙏

  • @tsamanta7063
    @tsamanta7063 ปีที่แล้ว

    অপূর্ব প্রতিবেদন , সুমনের এই বলার সাবলিলতা য় আমরা মুগ্ধ।অনেক ধন্যবাদ👍👍

  • @mdhafizkhan2891
    @mdhafizkhan2891 ปีที่แล้ว +5

    অনেক ভালো লাগলো

  • @sankarchakraborti783
    @sankarchakraborti783 ปีที่แล้ว

    আমা মহাবলিপুরম গেছি কিনতু এটি দেখিনি। তোমার মাধ‍্যমে আজ দেখলাম এরজন‍্য তোমাকে অনেক ধন‍্যবাদ।
    যদি পার তাহলে অজনতা ইলোরা আর কৈলাশ টেমপল এবং খাজুরাহ দেখে নাও। এরকম আরও অনেক আছে যত দেখবে ততই মন ভরে যাবেে। আমি তোমার অনেক ভিডিও দেখি ভাল লাগে। ভালো থেকো।

  • @TV-ny6ym
    @TV-ny6ym ปีที่แล้ว +6

    আর কিছুই বলার নাই বল ভারত মাতা কি জয় ♥️♥️

  • @sro356
    @sro356 ปีที่แล้ว +1

    আরব ও অন‍্যান‍্য সব সভ‍্যতা থেকে আমাদের ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি অনেক উচু মানের।

  • @ukhabib
    @ukhabib ปีที่แล้ว +3

    সুন্দর হয়েছে সুমন ভাই।

  • @rajibgr9104
    @rajibgr9104 ปีที่แล้ว

    আমি একাধিকবার তামিল নাড়ুর বিভিন্ন জায়গায় কাজের সূত্রে যাওয়ার সময় আসে পাশে অনেক পুরাতাত্বিক স্পট ঘুরে দেখেছি। কিন্তু এই জায়গাটায় যাওয়া হয়নি। আপনার ভিডিওটি দেখে খুব ভালো লাগল। ধন‍্যবাদ...

  • @guptochor485
    @guptochor485 ปีที่แล้ว +4

    খুব সুন্দর দাদা
    দাদা আপনার সাথে এমন দর্শনীয় স্থান ঘরতে চায়

  • @all-round962
    @all-round962 ปีที่แล้ว +2

    দাদা আমি ভারতীয়, কিন্তু আমাদের ভাষা এক,আপনার ব্লগ গুলি আমি দেখি।আসাধারন।খুব ভালো লাগলো 👍।ভালো থাকবেন।

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 5 หลายเดือนก่อน

      ANEK BIDESHI VARATIYA MONE PRANE. AAR KICHU JANE SUDHU BHNGTE.

  • @BijoyDasVlogs
    @BijoyDasVlogs ปีที่แล้ว +5

    অসাধারণ লাগছে দাদা ভিডিও গুলো 🇮🇳 ❤️

  • @SumonRoy-ns4vf
    @SumonRoy-ns4vf ปีที่แล้ว +1

    সত্যিই দাদা আপনি ভাগ্যবান
    মিরাকল আছে বলেই
    হিন্দু হিসাবে গর্বিত 🙏🙏🙏
    আপনার সুসাস্থ কামনা করি

  • @কৃষিওকৃষকেরকথা
    @কৃষিওকৃষকেরকথা ปีที่แล้ว +3

    আপনার কথা গুলো হৃদয় ছুয়ে যায় ভাই। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল ভাই 🎉🥰🎉🥰

  • @sachinhaldar3421
    @sachinhaldar3421 ปีที่แล้ว

    সুমন ভাই আপনার প্রতি রইলো ভালোবাসা ও শ্রদ্ধা
    আপনার কথা ঘুলা অনেক অনেক ভালো।
    পাথর শরানোর জন্যে অনেক চেস্টা করেছেন।
    পারলেন না
    অসাধারণ বিউ বিউটিফুল বিউটিফুল বিউটিফুল 🌷🌷🌷❤❤❤🌹🌹

  • @zinokmala
    @zinokmala ปีที่แล้ว +3

    আপনার প্রতিটি ভিডিও সেরা❤️

  • @avinandanful
    @avinandanful ปีที่แล้ว +1

    অসাধারণ এক উপস্থাপনা। অসংখ্য ধন্যবাদ সুমন ভাই।

  • @Bangladeshi_Blogger_Borsha
    @Bangladeshi_Blogger_Borsha ปีที่แล้ว +7

    ঐতিহাসিক গল্প সুনলে মনে হয় সেই সময়ে চোলেগেছি আমি ফিল করি ।সুন্দর করে বলেছেন

    • @sujonkumar7241
      @sujonkumar7241 ปีที่แล้ว

      অসম্ভব সুন্দর মনটা ভরে গেলো ধন্যবাদ সুমন ভাই কে

    • @rajdeepdeyvlogs7815
      @rajdeepdeyvlogs7815 ปีที่แล้ว

      Tumi arbi culture sommondhe jano, ei sob dekhe labh nei arbider arbi culture er gulamera

    • @shuvendulet9891
      @shuvendulet9891 6 หลายเดือนก่อน

      ​​@@rajdeepdeyvlogs7815 যেখানে গেছি সেই খানে এই বাড়া কাটার বাচ্চার মুখ। 😂😂😂😂

  • @PolashRay-fi5qw
    @PolashRay-fi5qw 2 วันที่ผ่านมา

    অসাধারণ হয়েছে খুব সুন্দর দাদা সত্য কে যানুন সত্য কে সবার মাজে বিলিয়ে দেয়ান জয় সনাতনধর্ম জয় রাম

  • @sbssheikh92
    @sbssheikh92 ปีที่แล้ว +8

    ধন্যবাদ ভাইয়া🖤🖤 এত সুন্দর পর্ব দেওয়া জন্য

  • @kamalbhattacharjee6923
    @kamalbhattacharjee6923 ปีที่แล้ว +2

    ধন্যবাদ সুমন ভাইকে, এতো সুন্দর ভাবে পুরনো মন্দির, দেব দেবীর বিগ্রহ দেখানোর জন্য

  • @AzMunna
    @AzMunna ปีที่แล้ว +4

    দারুণ উপস্থাপনা ❤️

  • @deeppatra1978
    @deeppatra1978 ปีที่แล้ว +2

    আমার এ দেশে তেই জন্ম আর এ দেশেতেই যেন মরি। ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর ভাবে দেখানোর জন্য।

  • @songworld274
    @songworld274 ปีที่แล้ว +14

    এই মাতৃভূমি ভারতবর্ষে আমি জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করি 😘🧡🤍🇮🇳🤍💚

  • @mithonbarman1829
    @mithonbarman1829 6 หลายเดือนก่อน

    সুমন ভাই আপনি জেনে-বুঝে বর্ণনা করেন এই জন্যেই আপনার প্রতিটা ভিডিও খুব ইন্জয় করি ধন্যবাদ ভাইয়া❤️❤️

  • @narayonray616
    @narayonray616 ปีที่แล้ว +4

    অনেক ভালো লাগলো দাদা🥰❤️ এরকম আরো ভিডিও চাই 🤗🤗

  • @ijselectronics3131
    @ijselectronics3131 ปีที่แล้ว +1

    সত্যিই দাদা অসাধারণ লাগলো ভিডিওটা ভেরি গুড খুব সুন্দর লেগেছে আমার

  • @popibera4986
    @popibera4986 ปีที่แล้ว +12

    সুমন দাদাভাই আপনি একবার রাজস্থান এর উপর ভিডিও করুন।। Specialy ভাংরা গড় দূর্গ আরও অনেক কিছু।। 😊😊🤗🤗

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  ปีที่แล้ว +5

      চেষ্টা করবো।

    • @ujjalmandal2158
      @ujjalmandal2158 ปีที่แล้ว

      ওখানে কিন্তু ভূত আছে,, যদি বিশ্বাস না হয় তাহলে এক প্যাকেট মিষ্টি নিয়ে রাত্রেবেলা ভিডিওটা করবে ওর ভিতরে?

  • @Indian-r4e
    @Indian-r4e ปีที่แล้ว +1

    আপনার ভিডিও দেখা মানেই সমৃদ্ধিলাভ করা 🙏🙏🙏🙏🙏

  • @omnamahshivaya4384
    @omnamahshivaya4384 ปีที่แล้ว +31

    I have been following this gentlemen for quite a long time and every time he made me happy. His presentation is really very simple and honest. I don't know why I always feel that he should be rewarded as the brand ambassador of our sub continent for beautifully promoting our great heritage. Thanks Sir for your tiresome efforts. Thanks a lot. Sir, you have once again proved that to be close with someone the barrier of language is really a meaningless matter. Love you. Salute my Bangladeshi brother. Thanks to Mr Niloy also for beautifully assisting Mr Sumon.

    • @oniketsoore7772
      @oniketsoore7772 ปีที่แล้ว +1

      You are also an honest, sensible and sensitive person.

  • @rubelhaque787
    @rubelhaque787 ปีที่แล้ว

    আপনার বর্ণনার ধরন আর শুদ্ধ বাঙলা উচ্চারণ প্রশংসনীয়। সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক।

  • @ArifurRahman11
    @ArifurRahman11 ปีที่แล้ว +6

    This is really wonderful information.
    Thanks gain for your special vlog.

  • @ROKONUZZAMANROKON
    @ROKONUZZAMANROKON ปีที่แล้ว

    🔥অসাধারণ সুন্দরর্যের সমারোহ প্রকৃতিকে ঘেরা ভিডিও টা অনেক বেশী সুন্দর😍

  • @tanimalodh3549
    @tanimalodh3549 ปีที่แล้ว +13

    Regular viewer of your channel. Thank you for exploring Our Country . Take Love & Respect from Tripura, India. 🙏