আসসালামুয়ালাইকুম স্যার, আমার 50 শতাংশ এবং 15 শতাংশের দুইটি পুকুর আছে আমি এসকল পুকুরে মাছ ছেরেছি প্রায় ১০ মাস মাছের মধ্যে ছিল গ্রাস কাপ, সিলভার কাপ, রুই এবং মৃগেল অন্যান্য মাছ বৃদ্ধির তুলনায় আমার রুই মাছ মোটো বৃদ্ধি পায়নি। পূর্বে যেমন কেজিতে 30 থেকে 40 পিস মাছ ছিল এখন হয়তো কেজিতে 20 থেকে 25 পিস হবে। সর্বোপরি আমার মাছের বৃদ্ধি কম। আগামী এক মাস পর আমি সকল মাছ সারতে চাচ্ছি এই মুহূর্তে আমি কি করতে পারি। এখানে তাপমাত্রা বেশি পানির পরিমাণ 4 ফুটের বেশি নেই। এখন আমি মাছ বৃদ্ধিতে কি খাবার ব্যবহার করতে পারি । জু প্লাংটন আমাকে এক মাসে কি সাহায্য করবে দয়া করে আপনার কমেন্ট মাধ্যমে জানাবেন
স্যার কেমন আছেন ধানের জমিতে মাছ চাষ করি। মাছ ছাড়াআছে ৫০ শতাংশ। এখন পানির কালার কি দিলে হবে।সার কি দিলে হবে। আর জৈব সার কি কি দিলে ভালো হবে আমাকে একটু বুঝিয়ে বলবেন
শতক প্রতি ২৬০+ কেজি মাছ উৎপাদন আসলেই কি সম্ভব? উনি কিছু একটা নিয়ে মিস-গাইড করছেন না তো? যেখানে এয়ারেটর দিয়ে ৭০-৮০ কেজি পর্যন্ত করা যায়, সেখানে পানি পরিবর্তন করে ২৬০+ কেজি/শতকে কিভাবে সম্ভব?
স্যার উনিত অনেক ঘনত্বে মাছ চাষ করে, আবার প্রতি দিন পানিও চেইঞ্জ করে, তো স্যার শতকে ৮০০-১০০০ কৈ মাছের পোনা দিলে কি পানি চেইঞ্জ না করলে চলবে কি-না স্যার যানাবেন দয়া করে।
মাসিক পরিচর্যা সম্পর্কে আপনি প্রশ্ন করলে,, উনি জবাব দেয়ার আগেই আপনি পানি পরিবর্তন এর কথা বলেন। কিন্তু চুন - লবন - জিবানু নাসক কত দিন পর পর করতে হবে সে বিষয় বিস্তারিত আলোচনা হয় নাই, তাই আপনার নিকট বিস্তারিত জানতে চাচ্ছি।
চাষী আপনার সুবিধার্থে এসব বিষয় শেয়ার করেছেন,,এর মাঝেই আপনাকে বুঝে নিতে হবে,,নাম্বার তারাই দেয় যাদের নিজেদের লাভ আছে / কোম্পানির কোন লাভ আছে,,এখানে চাষীর কোন লাভ নেই আপনাকে ফোনে পরামর্শ দিয়ে,,,আমি সম্পূর্ণ সঠিক তথ্য দেবার চেষ্টা করি যতটুকু পারি,,,আমার ভিডিওগুলো দেখেই আপনাকে আপনার মাছ চাষ সম্পর্কে ধারণা নিতে হবে,,এর বাইরে হবে না,,ধন্যবাদ
@@FISHFISHERIES আপনার ভিডিও করার জীবনে আধা কেজি রেনু পোনা থেকে আড়াই লক্ষ মাছ হতে কোনো জায়গায় শুনছেন আর রেনু পোনা থেকে চার মাসে,ছয়টা সাতটাতে কেজি কোনো দিন আসবে না তবে যদি দুই শত লাইনের পোনা ছাড়ে তাহলে চার মাসে সাতটা আটটায় কেজি আসবে ধন্যবাদ আপনাকে
খামারি রেনু থেকে এই সাইজে এনেছে এটা সঠিক,,কিন্তু যে পরিমাণ বলেছে পোনা আছে এই পুকুরে এটা নিয়ে আমারো খটকা আছে,,এবং আধা কেজি থেকে এতো পরিমাণ পোনা হয়না সেটি আমিও জানি,,,,পোনার পরিমাণ এখানে কম কিন্তু উনার ব্যবস্থাপনা ভালো,,সারাক্ষণ পানি পরিবর্তন হচ্ছে,,পানি যোগ হচ্ছে,,
@@FISHFISHERIES ধন্যবাদ আপনাকে উনার ভুল গুলো ধারণা করার জন্য ,, দেখুন আমরা আপনাদের প্রতিবেদন দেখি কিছু শিখতে, কিন্তু সেখানে যদি মিথ্যা কোনো তথ্য আসে তাহলে ঐ ভিডিও গুলো দেখার আগ্ৰহ কমে যায় । যাক আল্লাহ যেনো আপনাকে ভালো রাখেন ।
বরাবরের মত
আমি মাজহারুল ইসলাম
মালয়েশিয়া থেকে দেখছি
ব্রাক্ষনপাড়া
গ্রাম রামনগর
অনেক কিছু জানতে পারলাম স্যার
ধন্যবাদ
ধন্যবাদ ভাই
আসসালামুয়ালাইকুম স্যার, আমার 50 শতাংশ এবং 15 শতাংশের দুইটি পুকুর আছে আমি এসকল পুকুরে মাছ ছেরেছি প্রায় ১০ মাস মাছের মধ্যে ছিল গ্রাস কাপ, সিলভার কাপ, রুই এবং মৃগেল অন্যান্য মাছ বৃদ্ধির তুলনায় আমার রুই মাছ মোটো বৃদ্ধি পায়নি। পূর্বে যেমন কেজিতে 30 থেকে 40 পিস মাছ ছিল এখন হয়তো কেজিতে 20 থেকে 25 পিস হবে। সর্বোপরি আমার মাছের বৃদ্ধি কম। আগামী এক মাস পর আমি সকল মাছ সারতে চাচ্ছি এই মুহূর্তে আমি কি করতে পারি। এখানে তাপমাত্রা বেশি পানির পরিমাণ 4 ফুটের বেশি নেই। এখন আমি মাছ বৃদ্ধিতে কি খাবার ব্যবহার করতে পারি । জু প্লাংটন আমাকে এক মাসে কি সাহায্য করবে দয়া করে আপনার কমেন্ট মাধ্যমে জানাবেন
জুপ্লাংক্টন এর উপর ভিডিও দেয়া আছে,,কস্ট করে একটু দেখে নিন
কই চাষের জন্য কোন কোম্পানির ফিড সবচেয়ে ভালো হবে
আপনার ভিডিও ভালো লাগে
ধন্যবাদ
স্যার কেমন আছেন
ধানের জমিতে মাছ চাষ করি। মাছ ছাড়াআছে ৫০ শতাংশ। এখন পানির কালার কি দিলে হবে।সার কি দিলে হবে। আর জৈব সার কি কি দিলে ভালো হবে আমাকে একটু বুঝিয়ে বলবেন
আমার সারের উপর ভিডিও দেয়া আছে,,এছাড়া প্রশিক্ষনের ভিডিও দেয়া আছে,,এগুলো দেখে নিনে বুঝুন এবং নিজে সিদ্ধান্ত নিন,ধন্যবাদ
শতক প্রতি ২৬০+ কেজি মাছ উৎপাদন আসলেই কি সম্ভব?
উনি কিছু একটা নিয়ে মিস-গাইড করছেন না তো?
যেখানে এয়ারেটর দিয়ে ৭০-৮০ কেজি পর্যন্ত করা যায়, সেখানে পানি পরিবর্তন করে ২৬০+ কেজি/শতকে কিভাবে সম্ভব?
স্যার উনিত অনেক ঘনত্বে মাছ চাষ করে, আবার প্রতি দিন পানিও চেইঞ্জ করে, তো স্যার শতকে ৮০০-১০০০ কৈ মাছের পোনা দিলে কি পানি চেইঞ্জ না করলে চলবে কি-না স্যার যানাবেন দয়া করে।
কই মাছের চাষে পানি পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ বিষয়,,কম ঘনত্বে করলেও নির্দিষ্ট সময় পর পানি পরিবর্তন করা লাগবে,,,,,
ভাইজান, ভিয়েতনামি কই মাছের রেনু কোথায় পাবো, এইজন্য একটু পরামর্শ দিবেন অথবা ওই ভাইয়ের নাম্বারটা দিবেন যাতে করে আমি ভিয়েতনামির কইমাসের রেনু আনতে পারি।
কৈ মাছের মাসিক পরিচর্যা কিভাবে করতে হবে আপনি জানাবেন
ভিডিওতে বলা আছে,,
মাসিক পরিচর্যা সম্পর্কে আপনি প্রশ্ন করলে,, উনি জবাব দেয়ার আগেই আপনি পানি পরিবর্তন এর কথা বলেন। কিন্তু চুন - লবন - জিবানু নাসক কত দিন পর পর করতে হবে সে বিষয় বিস্তারিত আলোচনা হয় নাই, তাই আপনার নিকট বিস্তারিত জানতে চাচ্ছি।
উনি যেটা করেছেন সেটাই বলেছেন,,উনার কোন জীবানুনাশক দেয়ার প্রয়োজন পরেনি,,,মাসে ১ বার চুন এবং লবণ দিয়েছেন,,কোন কোন বার মাসে ২ বার লবণ দিয়েছেন
চট্টগ্রাম কোথায় পাওয়া যায়
বুঝি নাই
আপনার সাথে যোগাযোগ করবো কি ভাবে জানাবে 🙏🙏🙏
ভিডিওগুলো দেখেই বুঝতে হবে আপনাকে,,স্থানীয় সরকারি মৎস্য অফিসে যোগাযোগ করুন
স্যার ৮ শতাংশ পুকুরে কৈ মাছ চাষ করতে চাচ্ছি। কি সাইজের মাছ ছারব?? আর কত কেজি ছারব??
ভিডিও দেখে ধারণা নিতে পারেন,,কিন্তু এই চাষী অধিক ঘনত্বে কই মাছ ছেড়েছেন যেটার সবার দ্বারা সম্ভব নয়,,আপনি শতকে ৬০০-৮০০ ছাড়তে পারেন,,
ভাইয়ের নাম্বারটা দেন নাই
চাষী আপনার সুবিধার্থে এসব বিষয় শেয়ার করেছেন,,এর মাঝেই আপনাকে বুঝে নিতে হবে,,নাম্বার তারাই দেয় যাদের নিজেদের লাভ আছে / কোম্পানির কোন লাভ আছে,,এখানে চাষীর কোন লাভ নেই আপনাকে ফোনে পরামর্শ দিয়ে,,,আমি সম্পূর্ণ সঠিক তথ্য দেবার চেষ্টা করি যতটুকু পারি,,,আমার ভিডিওগুলো দেখেই আপনাকে আপনার মাছ চাষ সম্পর্কে ধারণা নিতে হবে,,এর বাইরে হবে না,,ধন্যবাদ
সব মিথ্যা কথা বলছে এই খামারী 😅😅😅
মিথ্যা কথা বলে এই খামারির লাভ কী???????
@@FISHFISHERIES আপনার ভিডিও করার জীবনে আধা কেজি রেনু পোনা থেকে আড়াই লক্ষ মাছ হতে কোনো জায়গায় শুনছেন আর রেনু পোনা থেকে চার মাসে,ছয়টা সাতটাতে কেজি কোনো দিন আসবে না তবে যদি দুই শত লাইনের পোনা ছাড়ে তাহলে চার মাসে সাতটা আটটায় কেজি আসবে ধন্যবাদ আপনাকে
খামারি রেনু থেকে এই সাইজে এনেছে এটা সঠিক,,কিন্তু যে পরিমাণ বলেছে পোনা আছে এই পুকুরে এটা নিয়ে আমারো খটকা আছে,,এবং আধা কেজি থেকে এতো পরিমাণ পোনা হয়না সেটি আমিও জানি,,,,পোনার পরিমাণ এখানে কম কিন্তু উনার ব্যবস্থাপনা ভালো,,সারাক্ষণ পানি পরিবর্তন হচ্ছে,,পানি যোগ হচ্ছে,,
@@FISHFISHERIES ধন্যবাদ আপনাকে উনার ভুল গুলো ধারণা করার জন্য ,, দেখুন আমরা আপনাদের প্রতিবেদন দেখি কিছু শিখতে, কিন্তু সেখানে যদি মিথ্যা কোনো তথ্য আসে তাহলে ঐ ভিডিও গুলো দেখার আগ্ৰহ কমে যায় । যাক আল্লাহ যেনো আপনাকে ভালো রাখেন ।
👍