জাফলং মায়াবী ঝর্ণা সিলেট PART-2- | Jaflong | জাফলং | যাওয়ার উপায়, হোটেল, খরচ, ট্যুর প্ল্যান ও টিপস

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • জাফলং মায়াবী ঝর্ণা সিলেট PART-2- | Jaflong | জাফলং | যাওয়ার উপায়, হোটেল, খরচ, ট্যুর প্ল্যান ও টিপস
    সংগ্রামপুঞ্জি ঝর্ণার স্থানীয় নাম মায়াবী ঝর্ণা। জাফলং জিরো পয়েন্ট থেকে ভারতের সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণাতে যেতে মাত্র ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। বিএসএফের প্রহরায় বাংলাদেশীরা সংগ্রামপুঞ্জি ঝর্ণা (Songrampunji Waterfall) দেখতে যেতে পারে।
    পাহাড়ের গা বেয়ে ঝরনার জল জমে পুকুরের মতো সৃষ্টি হয়েছে। এই ঝর্ণার রয়েছে মোট তিনটি ধাপ। ভ্রমণ পাগল মানুষদের জন্য আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গা হল সংগ্রামপুঞ্জি ঝর্ণা। ঝর্ণার তৃতীয় ধাপে রয়েছে একটি সুড়ঙ্গ, আর সুড়ঙ্গ পথের শেষ এখন পর্যন্ত অজানা। পিচ্ছিল
    পাথুরে পথ পেরিয়ে ঝর্ণার সবগুলো ধাপ দেখতে চাইলে অবশ্যই সাহস এবং বাড়তি সতর্কতা জরুরী।
    সংগ্রামপুঞ্জি ঝর্ণা যাবার সময়
    সাধারণত বর্ষাকালে বাংলাদেশের সকল ঝর্ণাতে বেশি পানির দেখা মিলে, তাই বর্ষাকালই সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখার উপযুক্ত সময়। জুলাই-সেপ্টেম্বর মাসে এই ঝর্ণায় অনেক পানি থাকে, তবে শীত আসার সাথে সাথে পানি কমতে শুরু করে। অর্থাৎ মায়াবী ঝর্ণা দেখতে যাবার ভাল
    সময় হল বর্ষাকাল ও পরবর্তী কয়েক মাস।
    সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জাফলং বাংলাদেশের জনপ্রিয় দর্শনীয় স্থান। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ব্রিজ, পাহাড় ও চা বাগান নিয়ে জাফলং সিলেটের অন্যান্য দর্শনীয় স্থান থেকে বিশেষ গুরুত্ব পেয়েছে।
    সিলেট ভ্রমণ নিয়ে ভ্রমণ গাইডের এই পর্বে জানাবো জাফলং কি দেখবেন, যাওয়ার উপায়, কোথায় খাবেন, কোথায় থাকবেন, খরচ ও ট্যুর প্ল্যান সহ একটি পরিপূর্ণ ভ্রমণ নির্দেশনা।
    *****জাফলং ট্যুর প্ল্যান | JAFLONG SYLHET TOUR PLAN
    জাফলং জিরো পয়েন্ট - Jaflong Zero Point
    শ্রীপুর চা বাগান - Sripur Tea Garden
    জাফলং মায়াবী ঝর্ণা - Jaflong Jhorna / Waterfall
    সংগ্রামপুঞ্জী চা বাগান - Tea Garden
    আগুন পাহাড় - Agun Pahar
    ডিবির হাওর শাপলা বিল - Dibir Haor (অক্টোবর - জানুয়ারী বেস্ট টাইম)
    লালাখাল - Lalakhal (শীতকালে বেস্ট টাইম)
    সাত রঙ চা - Sat Rong Cha
    শাহ পরান মাজার - Shah Poran Mazar
    শাহ জালাল মাজার - Shahjalal Mazar
    ***সিলেট হোটেল ও রিসোর্ট | SYLHET HOTEL RESORT COST
    সিলেট শহরের দরগা গেট হতে আম্বরখানা, তালতলা, লামাবাজার, কদমতলী পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। কম খরচে থাকতে চাইলে দরগা গেট এলাকায় ৫০০-১০০০ টাকা মানের অনেক হোটেল পাবেন। ভালো সার্ভিসের হোটেল গুলোর মধ্যে আছে হোটেল হলি
    গেইট, হলি ইন, লা ভিস্তা হোটেল, পানসি ইন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, ব্রিটানিয়া হোটেল, নিরভানা ইন, হোটেল নূরজাহান গ্র্যান্ড ইত্যাদি। এসব হোটেলে থাকতে খরচ হবে ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। লাক্সারী হোটেল ও রিসোর্টের মধ্যে আছে রোজ ভিউ হোটেল,
    নাজিমগর রিসোর্ট, গ্র্যান্ড প্যালেস সহ আরও কিছু হোটেল। প্রতি রাতের জন্যে খরচ হবে 6,000 থেকে 10,000 টাকা পর্যন্ত।
    ******DHAKA TO SYLHET BUS
    ঢাকার ফকিরাপুল, গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায়৷ গ্রীন লাইন, সৌদিয়া, শ্যামলি, হানিফ, এনা ও লন্ডন এক্সপ্রেস বাস ঢাকা সিলেট রুটে চলাচল করে। নন-এসি বাস
    ভাড়া ৫৫০-৫৭০ টাকা এবং এসি বাসের ভাড়া ১২০০ থেকে ১৪০০ টাকার মধ্যে এবং ঢাকা থেকে সিলেট ট্রেন ভাড়া শ্রেণী অনুযায়ী ৩২০ থেকে ১১৪৯ টাকা।
    ******সিলেট থেকে জাফলং | SYLHET TO JAFLONG
    জাফলংগামী বাস ছাড়ে কদমতলী থেকে। লোকাল বাস ভাড়া জনপ্রতি 120 টাকা এবং গেইটলক বিরতীহীন বাস ভাড়া 160 টাকা। রিজার্ভ গাড়িতে যেতে চাইলে সিএনজি, লেগুনা বা মাইক্রোবাস পাবেন বন্দরবাজার শিশুপার্কের সামনে থেকে। তবে সিলেটের প্রায় সব জায়গাতেই
    রিসার্ভ যাওয়ার গাড়ি পাবেন। জাফলং যাওয়া-আসা সহ সারাদিনের জন্যে সিএনজি ভাড়া লাগবে 1500 থেকে 2000 টাকা, লেগুনা 2000-2500 টাকা এবং মাইক্রোবাস রিজার্ভ নিলে ভাড়া লাগবে 3000 থেকে 5000 টাকা।
    সিলেট লেগুনা ভাড়া করতে 01738 477040 (সাজু)
    *****Jaflong Budget Tour and Tips :
    ৪-৫ জন বা ৮-১০ জন মিলে গ্রুপ করে বেড়াতে যান তাহলে খরচ কমানোর অনেক গুলো সুযোগ তৈরি হবে। হোটেলে থাকার ক্ষেত্রে একটু দরদাম করে মোটামুটি মানের হোটেলে শেয়ার করে থাকুন। খাওয়া দাওয়া সবাই মিলে শেয়ার করে করুন। নন এসি বাস অথবা ট্রেনের
    শোভন চেয়ারে গেলে যাতায়াত খরচ কমে যাবে। আর ছুটির দিন বা পিক সিজন ছাড়া গেলে অনেক কিছুতেই ছাড় পাওয়া যায়। নূন্যতম খরচের হিসেব করলে ঢাকা থেকে ১ দিনের প্ল্যানে ৪-৫ জন মিলে গেলে জনপ্রতি ১৫০০-১৮০০ টাকাতেই জাফলং ঘুরে আসা সম্ভব।
    Video Tags/Keywords: Jaflong, Jaflong Sylhet Bangladesh, Jaflong Tour, Jaflong Travel Guide, Jaflong Sylhet, জাফলং, জাফলং সিলেট, জাফলং জিরো পয়েন্ট, জাফলং ঝর্ণা,
    Jaflong Zero Point, Jaflong Jorna, Lala Khal, Dibir Haor, Shah Poran Mazar, Shah Jalal Mazar, সিলেট চা বাগান, Sylhet Hotel, Jaflong Hotel, Sylhet Hotel Room Price,
    Sylhet, Sylhet Tour, Sylhet tourist place, lalakhal Sylhet, লালাখাল, Lalakhal, Jaflong, সিলেট, আগুন পাহাড়, জাফলং ঝর্ণা, Sylhet one day tour, One day tour in Bangladesh,
    Sylhet tour plan, সিলেট ভিডিও, One day Sylhet Tour, শাপলার বিল, ডিবির হাওর, শ্রীপুর চা বাগান, Lalakhal Day trip, One day tour, Budget tour plan
    Disclaimer:
    Don't Download & Copy Anything From This Channel. Its a Cyber Crime. All Videos of this Channel is Copyrighted by Travels lover 360 owner of MIZAN
    Connect with us on :-
    =================
    Facebook page - www.facebook.c...
    Subscribe Now !
    =============
    My TH-cam channel :-- / @travelslover360
    For more updates turn the notification 🔔 On and √ don't forget to subscribe , Follow, share, comment, and like to stay with us .
    Thanks for all Watching this video.

ความคิดเห็น • 13