চিন্তা করলে মাথা ই ঘুরে যায়, যিনি লিখলেন , যিনি সুর দিলেন, আর যিনি গাইলেন, তিন জন ই যেন বসে বসে গানটির প্রতিটি কথা গুলো ঠিক করে করেই পুরো গান টি বানালেন। কি অসাধারন মেধার বহিঃপ্রকাশ!
আমার বয়স তখন ৫ কি ৬ হবে আমার বাবার একটা পুরনো টেপ ছিল ওখানেই একটা ক্যাসেটে এই গানটা প্রথম শুনেছিলাম। কিন্তু আজ তৃতীয়ার ভোরে হঠাৎ গানটা শুনতে মন গেলো। সবার পুজো ভালো কাটুক ❤️ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা 🩵 4:26
এই গান টি হুগলী জেলার শিয়াখালার নন্দি বাড়ির পূজা কে নিয়ে লেখা। শিল্পীর ঐ বাডিতে যাতায়াত ছিল। কি অসাধারণ মহালার সঙ্গে এই গান টিও অঙ্গাঅঙ্গী জড়িত। ছোট বেলায় রেডিও তে এই গানটি দুর্গা পূজার সময় শুনতাম এখন ইউটিউবে শুনছি। এর কোনো বিকল্প নেই।
এই গানগুলি র সৃষ্টিকর্তাদের কাছে আমরা যারা গ্রামে ছোটবেলাটার মধুর মুহূর্তগুলো কাটিয়েছি তারা আন্তরিক ভাবে ঋণী।আমরা বিশেষত একটু বয়স্করা ওতপ্রোতভাবে গানটির প্রতিটি বর্ণের সঙ্গে জড়িত। এই সব গানের আবেদন চিরস্মরণীয় হয়ে থাকবে।প্রনাম সনৎ সিংহ ও গানের গীতিকার সুরকার দের।
পূজো প্যান্ডেলের সেই স্বর্ণ যুগের গান গুলো আজ তেমন বাজানো হয় না।আজকাল ফালতু এমন সব গান বাজানো হয় যে ভালো কি আর লাগবে উল্টে বিরক্ত লেগে যায়।তবে কোনো কোনো ক্লাবে দু চারটি গান শোনা যায়।পুরানো গান মানেই মন ভরে যাওয়া।
Am I the only one who is crying? Going back to my childhood days and feeling those emotions that made Durga Puja what it was. This one oldie number has made Puja come alive for me more than anything else that the present day celebrations have to offer. Immortal song.....
গানটাতে আসলে শারদীয় দুর্গাপূজার সময় টিচারের বাসায় পড়তে গেলে মনটা যেমন হতো তেমনটাই ফুটে উঠেছে। যতবারই শুনি ততবারই ছোটবেলার দুর্গাপূজার নস্টালজিয়া ফিরে ফিরে আসে বারে বারে
সেই ছোট্ট বেলার পুজোর গান,, এই গান যতবার শুনি,, ততবার ছোট বেলায় হারিয়ে যাই। সেই পাঠশালা, কুমোরটুলি তে গিয়ে ঠাকুর গড়া দেখা ,কবে ছুটি পড়বে স্কুলে। এখনো এই গান শুনতে খুব খুব ভালো লাগে আমার। পুজো র শুভেচ্ছা রইল সকলের জন্য 🙏🙏🙏
সময়ের সাথে হয়তো ছোট বেলা ফুরিয়ে যায়, কিন্তু কিছু স্মৃতি থেকে যায় চির ভাশ্বর হয়ে। তার মধ্যে শ্রদ্ধেও সনৎ সিংহের "এক এক্কে এক, নাগরদোলা, রথের মেলা এই গানগুলো যেন শৈশব টা কে একদম সামনে এনে দাঁড় করায়। কি অসামান্য সুর, কি অনন্য কথা আর কাল জয়ী গায়কি। চোখের সামনে যেন ছোট্ট বেলার রঙ বেরঙের জেল্লা।❤❤❤
after a long long period of 60 years I happen to listen to this immortal creation. He was my teacher in our primary school at my native village Bahadurpur, Jamalpur, Purba Bardhaman
হারিয়ে যাওয়া সারল্য মনে পড়ে। গ্রামের বাড়িতে ঠাকুরদা, ঠাকুমার হাত ধরে পাড়ার ঠাকুর দেখতে যাওয়ার সে কী নির্মল আনন্দ। গরীব ছিল মানুষ কিন্তু খুশি ছিল।
Sei choto belar kotha mone pore gelo😊❤
চিন্তা করলে মাথা ই ঘুরে যায়, যিনি লিখলেন , যিনি সুর দিলেন, আর যিনি গাইলেন, তিন জন ই যেন বসে বসে গানটির প্রতিটি কথা গুলো ঠিক করে করেই পুরো গান টি বানালেন। কি অসাধারন মেধার বহিঃপ্রকাশ!
একদম সত্যি কথা।
Apooorbo laglo
সত্যি অসাধারণ মেধা।
@@biswarupghosh6504 u
00
এই দূর বিদেশে গলা ভারি হয়ে আসে, কথা-সুর-কণ্ঠ-আবেগ-শৈশব মিলেমিশে একাকার। স্রষ্টাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।
আমার বয়স তখন ৫ কি ৬ হবে আমার বাবার একটা পুরনো টেপ ছিল ওখানেই একটা ক্যাসেটে এই গানটা প্রথম শুনেছিলাম। কিন্তু আজ তৃতীয়ার ভোরে হঠাৎ গানটা শুনতে মন গেলো।
সবার পুজো ভালো কাটুক ❤️
শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা 🩵 4:26
20's kid hoyeo ganta vishon vabe priyo amar🥺❤
কী যে লাগে বলে বোঝাতে পারব না। মা নেই। বাবা নেই। ছোটোবেলা নেই। সেই দেশেও নেই। সব হারিয়ে গেল! একটা গান, তার কথা, সুর এমন করে অতীত জাগিয়ে তোলে!!
😊😊
আপনার সঙ্গে সহমত।
Apnar mddhe apnar ma baba apnar chotobela shb ache. So jotne moner kone rakha ache. Home is where you are. Best wishes for your future
Sotti, chotobala ta harea fellam.
আপনি ভালো থাকুন, ছোটবেলার দিনগুলো মানুষগুলোকে আমরা সবাই খুব মিস করি, সহজ, সরল মানুষ ছিল সব, এই একটা অদ্ভুত কষ্ট প্রচুর মানুষের আছে
এই সব গান আর অল ইন্ডিয়া রেডিও সবই কেমন হারিয়ে গেল।
খালি মন খারাপ টাই পড়ে রইলো।
আপনাদের ধন্যবাদ।
Mero non bengali gulo ke banglay joto prosroy deben totoi nijeder hariye jete hobe
Yes
All india radio kothai hariye gaylo??? Still ache dibbi, apni aar radio sonen na seta bolun, still akashvani te show suni radio te
@@biplabmakal3916thik bolechen
পরিস্থিতি আজ অনেক পাল্টে গেছে, যাচ্ছে।
তবু এই সব গানের সুর আর শব্দ কিভাবে যেন সব কিছু ভুলিয়ে মন নিয়ে চলে যায় হারিয়ে যাওয়া শৈশবের দেশে।
J9ou9j00ĺ⁰⁰
Vhghjjpioo🌱🍯🌱🌱🍯🌱🐝🌱
🌱🍯🌱🌱🍯🌱🌱🌱
🌱🍯🍯🍯🍯🌱🍯🌱
🌱🍯🌱🌱🍯🌱🍯🌱
🌱🍯🌱🌱🍯🌱🍯🌱
🌼🌱 Hi honey! 🌱🌼
@@silpipaul7552 q
Akdam....amrao matha duliechhi...my son o bhishon excited hoye bolto ( kulul kulul taak)...😜😄😜
প্রতিটি লাইন যেনো ছবি আঁকা যা চোখ বন্ধ করে দেখা যায় ❤️❤️❤️❤️❤️
গানটা শুনলে মনে মনে একটা সিনামার মতো ছবি দেখতে পাই।যত বারই শুনি।অসাধারণ সৃষ্টি।
গান টা কোন বছরে released হয়েছিল, একটু জানাতে পারবেন?
এই গান টি হুগলী জেলার শিয়াখালার নন্দি বাড়ির পূজা কে নিয়ে লেখা। শিল্পীর ঐ বাডিতে যাতায়াত ছিল। কি অসাধারণ মহালার সঙ্গে এই গান টিও অঙ্গাঅঙ্গী জড়িত। ছোট বেলায় রেডিও তে এই গানটি দুর্গা পূজার সময় শুনতাম এখন ইউটিউবে শুনছি। এর কোনো বিকল্প নেই।
Ki nostalgia
❤❤❤❤
😊
amar maa er mama bari shiakhala
এই গানগুলি র সৃষ্টিকর্তাদের কাছে আমরা যারা গ্রামে ছোটবেলাটার মধুর মুহূর্তগুলো কাটিয়েছি তারা আন্তরিক ভাবে ঋণী।আমরা বিশেষত একটু বয়স্করা ওতপ্রোতভাবে গানটির প্রতিটি বর্ণের সঙ্গে জড়িত। এই সব গানের আবেদন চিরস্মরণীয় হয়ে থাকবে।প্রনাম সনৎ সিংহ ও গানের গীতিকার সুরকার দের।
Thik kotha
0⁰00000000⁰00⁰0⁰0⁰77⁷
Shroddhyo surokar o geetikar Prabir Mazumder er anobodyo srishti
আগে পুজোর সময় এই গানটা বাজত । এখন আর বাজে না । অনেকদিন পরে শুনে ভাল লাগল । ধন্যবাদ সারেগামা-কে । ❤
আমি কবে থেকে এই গানটা খুঁজে যাচ্ছিলাম, পাচ্ছিলাম আর না| অসংখ্য ধন্যবাদ Saregama Bengali. I love this song ever and ever..
Amio.
পূজো প্যান্ডেলের সেই স্বর্ণ যুগের গান গুলো আজ তেমন বাজানো হয় না।আজকাল ফালতু এমন সব গান বাজানো হয় যে ভালো কি আর লাগবে উল্টে বিরক্ত লেগে যায়।তবে কোনো কোনো ক্লাবে দু চারটি গান শোনা যায়।পুরানো গান মানেই মন ভরে যাওয়া।
Osadharon gan. Amader chotto belar gan. Thanks.
Am I the only one who is crying? Going back to my childhood days and feeling those emotions that made Durga Puja what it was. This one oldie number has made Puja come alive for me more than anything else that the present day celebrations have to offer. Immortal song.....
ILY ufbjyxnugdd iu879):$//****
B
Worst
No, you're not....
Fr
গানটা শুনলে সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। অসাধারন গান কোনদিনও পূরণ হবে না।
গানটাতে আসলে শারদীয় দুর্গাপূজার সময় টিচারের বাসায় পড়তে গেলে মনটা যেমন হতো তেমনটাই ফুটে উঠেছে। যতবারই শুনি ততবারই ছোটবেলার দুর্গাপূজার নস্টালজিয়া ফিরে ফিরে আসে বারে বারে
🥰❤️✅
Plplp
Ei gaan ti sunle sei somoy ker a fire jai. Ami ar Boromama ei pujor somoya eksonga suntam💝
গানটা শুনে গ্রামের পূজোর চিত্র চোখের সামনে ভেসে ওঠে
Eto bhalo lage bole bojhano jabe na. Thanks🌹🙏❤
এই মিষ্টি মধুর একটা গানেই ছোটবেলার পুজোর সব ছবি ভেসে উঠে প্রাণে ।
আহা কি সুন্দর।
ছোটবেলা ❤️❤️
গানটা শুনে মনে ছোটবেলার স্মৃতি জেগে উঠলো।
আমার প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম একজন। সাধারণকে অসাধারণ করে তোলার কারিগর
সেই ছোট্ট বেলার পুজোর গান,, এই গান যতবার শুনি,, ততবার ছোট বেলায় হারিয়ে যাই। সেই পাঠশালা, কুমোরটুলি তে গিয়ে ঠাকুর গড়া দেখা ,কবে ছুটি পড়বে স্কুলে। এখনো এই গান শুনতে খুব খুব ভালো লাগে আমার। পুজো র শুভেচ্ছা রইল সকলের জন্য 🙏🙏🙏
শিল্পী সনৎ সিংহ তাঁর অনন্য বৈশিষ্ট্য নিয়েই চিরভাস্বর।
সময়ের সাথে হয়তো ছোট বেলা ফুরিয়ে যায়, কিন্তু কিছু স্মৃতি থেকে যায় চির ভাশ্বর হয়ে। তার মধ্যে শ্রদ্ধেও সনৎ সিংহের "এক এক্কে এক, নাগরদোলা, রথের মেলা এই গানগুলো যেন শৈশব টা কে একদম সামনে এনে দাঁড় করায়। কি অসামান্য সুর, কি অনন্য কথা আর কাল জয়ী গায়কি। চোখের সামনে যেন ছোট্ট বেলার রঙ বেরঙের জেল্লা।❤❤❤
Khub sundor gaan purono diner gaan sotti khub sundor
after a long long period of 60 years I happen to listen to this immortal creation. He was my teacher in our primary school at my native village Bahadurpur, Jamalpur, Purba Bardhaman
আপনার গ্রামের নামটা স্যার?
Asonkho pronom janalam
সত্যি তো!! পুজোর একমাস আগে থেকেই ইস্কুল গুলোয় ছুটি পড়ে যাওয়া উচিৎ। আহা! ছোটোদের মনের কথা এমন করে সবাই যদি বুঝতো!
কোনোদিন পুরোনো হবেনা এই প্রাণের গান!
ছোটদের মনের কথা আপনাকে বুঝতে হবে না । ছোটদের কী স্কুল, পড়াশোনা নেই নাকি । পুজোর এক মাস আগের পড়াশোনা ওদের পরীক্ষার জন্য অনেক এগিয়ে রাখে ।
Ekdom thik. Pujo r anonde poray mon bose naki
@@edgegraphics8163 উনি কোন sense এ কথা গুলো বললেন টা আপনি বোঝেননি
@@ved3754 sei....elomelo bhabna bhabte bolte likhte bodh hoy sobai bhule gechi
@suchismita Das... Thik bolechen... Ei gaan purono hobar noy
Some nostalgia, some happiness, gaan gulo konodin purono hobena
Apurbo gayachen thank you so much 💖 ❤
Current childhood is so unlucky.... They would never understand the beauty of the simplicity behind Durga Puja....
Ekhon bacchara entertainment bolte sudhu reels ar bts bojhe , ei mohamulloban jinis peloi na
exactly
And bro who told you that?
@@CloudKidjr কেউ বলেনি যা সত্য তাই বলেছেন
Excellent. Very nice song and singer.
Koto sohoj bhasai koto sundor sundor gaan rochona o gaaoya hoto, ekhon emon prai hoi e na...
So lovely dear
কি অপূর্ব কণ্ঠস্বর কথা গুলোও ভীষণ সুন্দর ।
আমার ছয় মাসের ছেলে এই গানটা শুনতে শুনতে খাওয়া আর ঘুম দুটোই করে।
ছোটবেলার কথা খুব মনে পড়ে এই গানটা শুনলে...😥
হারিয়ে যাওয়া সারল্য মনে পড়ে। গ্রামের বাড়িতে ঠাকুরদা, ঠাকুমার হাত ধরে পাড়ার ঠাকুর দেখতে যাওয়ার সে কী নির্মল আনন্দ। গরীব ছিল মানুষ কিন্তু খুশি ছিল।
Darun lage ai gaan ta. 👌👌
ছোটোবেলা হারিয়ে গেল আমার। সেই সোনালি ভোরগুলো সব হারিয়ে গেল। সব সব হারিয়ে গেল। মুহূর্তের পলকে হারিয়ে গেল পঁচিশটা বছর। প্রাইমারি স্কুলে পড়ার সময় এই গানটা শুনতাম নিয়মিত। আহা আমার সেসব দিন! মা তুমি এসো। এসো মা। সবার যন্ত্রণা মুছিয়ে দাও। ছোটোবেলা ফিরিয়ে দাও। এই কমেন্টটা লিখতে লিখতেই চোখ দিয়ে জল পড়ছে।
💜💜
অসাধারণ এই গানটি ছেলে বেলার দিন গুলি ভীষণ ভাৱে মনে পড়ে।
A mixed nostalgia surrounding SHYAMAL MITRA, SACHIN DEB BARMAN, and SALIL-ANTARA CHOWDHURY. Very emotional and fantastic creativity
এই পুরোনো দিনের গান শুনলে।ছোটো বেলার কথা মনে পরে যায়।❤❤❤
এখনও এই গানটি শুনলে চোখে জল আসে । ছোটবেলার কথা মনে পরে যায় ।
Ekdom thik ... mon ta kmn ekta hoye jay bojhano jbe na
So heart touching & nostalgic song .....never feel tired listening to it ....💖❤❤
আহা! এই একটা গান বিদেশে থাকলে ও মনে হয় পূজো এসে গিয়েছে।
Thank you for sharing this video and I love and I like the song........................
Super song sung by sanat sinha ekhon Kar onekei enar naam Jane na hoyto seta tader durbhaggo.amar icche korche abar chotobelay phire pathsala te Jai.
Very nice song. I love it 👌👌👌
Ahaaaa ahaaaa ❤❤ happy Durga Puja ❤❤🙏🙏🥰🥰
এই গান টা ছোট বেলায় খুব শুনতাম
২০২৪। আজ কারা শুনছেন?
Ahaaaa ahaaaa ahaaaa ahaaaa ahaaaa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sanat Sinha talented once ❤️ amar chotto belar purota jure ache eisob gangulo❤️❤️❤️
এই গানটা শুনলেই শৈশবস্মৃতি চলকে ওঠে। এখনকার ছোটোরা বোধহয় গানটা শোনেইনি।
Ahaaaaaa gramer sae ever green drishsho ta fute uthlo, ahaaa ae anondor juri mela vaar.
যিনি লিখেছেন,যিনি সুর করেছেন এবং যিনি কালজয়ী এই গান গেয়েছেন সকলের চরণে প্রনাম জানাই।
❤❤❤❤ good 👍 Ami ato annada payechhi bojhate parbo na, daruun.
Evergreen song for the children as well as for the grown ups ❤❤❤
খুব সুন্দর ও খুব ভালো লাগছে।
Excellent song
গানটা পুরোনো হয়ে গেছে কিন্তু হেমন্ত কখনো পুরোনো হবে না ❤
❤❤😃😃🙏🏻🙏🏻🙏🏻
Osam .....nice song.
এই ধরনের গান আর সৃষ্টি হচ্ছে না। এই গান চিরনুতন হয়েই থাকবে।। এই গানের মধ্যেই, এই অমর সৃষ্টির মাধ্যমে শ্রদ্ধেয় শীল্পী অমর হয়ে আছেন এবং থাকবেন।
কানে headphones শুনছি একমনে ❤❤❤❤❤
Kob sundor beautiful song nice 💖💖💖💖
Very beautiful childhood song.
এখনো মনে পড়ে গানগুলো না শুনে খেতাম না .. কতো স্মৃতি ....
কি অসাধারণ গান ।এটা বোঝানো যাবে না ।আমি ছোটবেলায় যখন ক্লাস ফোর এ পরি তখন কলের গানে ।এই গান পূজা র সময় শুনতাম ।
1:59. Sanat singhar konthe ei gaanta apurbo sunte lagche
Sanat uncle tomar gaan ta kub sundor tumi amader modha onek din bacha thako Rimpa maji
সনৎ দাদুআঙ্কেল নন।
Khub valo song 😍😍😍
Ohh.. nice song🎤🎵👏👏☺☺
একবিংশ শতাব্দীর তে আমার আজও শুনতে খুব মধুর লাগে। হুগলি বেগমপুরে বাড়ি।
Janai theke achi
@@biplabmakal3916 পাশাপাশি। আমার বারুইপুরা
EXCELLENT... UNFORGETTABLE
Nice presentation👌
This is my favorite song
The perfect pujo song ever
Vison.. Sundor Gann.....anek chotobelarr smriti.. Ahhhhhhh-ha
Darun
কালিকাপ্রসাদ আপনি চিরকাল আমাদের মধ্যেই বেঁচে থাকবেন। ❤️
Very very Happy and very good 😊😊😊😊
তখন ক্যাসেটের যুগ। ফুলদা সনৎ সিংহের ক্যাসেট টা গিফট দিয়েছিল। খুব শুনতাম গানগুলো। আহা! সেইসব দিন!!
ফিরে আসে শৈশব। অসাধারণ গান।
এইসব গান যুগযুগ ধরে মানুষের মনে গেঁথে থাকবে
আবহমানকাল ধরে শিশু, বালকদের দুর্গাপূজার প্রস্তুতির উৎসাহের প্রতীক এই গান
দারুণ ।আমরা বড় হয়েছি এইসব গান শুনতে শুনতেই ।এখনকার ছেলেমেয়েদের মোবাইল ই সব।
Opurbo, jeno chotobelar kotha mone pore jay🙂
সত্যি 😢😢😢
My favourite song in the world.
🥰❤️
His songs make me nostalgic.Still today we deeply feel such singers like him.
এই গান টি শুনতে শুনতে মনটা ছোট বেলার স্মৃতি জেগে ওঠে।
That 3:26 minutes took me back to my childhood 🙂❤️
Nice
,😍😍😍
❤️😭
@@triptipaul9314 😍😍
@@goparoy3461 Nice
বাংলা তথা ভারতের নামকরা সঙ্গীত শিল্পীর গান গুলোকে হার মানিয়ে দেবে এই সৃষ্টি l
Old is Gold. Very Beautiful Bengali Song of Famous Male Bengali Singer Sanat Singha.