@@Anirban_dasবাংলা রসিক ই অনেক এ মনে করে বাংলা পরে কিছু লাভ নেই। কিন্ত্ত আমার মনে হয় বাংলা লোকসংস্কৃতি ও গল্প- উপন্যাস আমাদের পড়া উচিত। কারণ আমরা বাঙালি
বেকারত্ব আমাদেরই কাটাতে হবে, সরকার কিছু করবে না।হয় চাকুরী কিংবা ব্যাবসা (যেমন- ইউটিউব চ্যানেল) , বাংলার ছেলের এমন উপস্হাপনা দেখে মুগ্ধ হলাম, তাই আপনাকেও সাপোর্ট করলাম। এগিয়ে যাও দাদা......
ভূতেদের নিয়ে এমন সুন্দর একটা উপস্থাপনা সত্যই প্রশংসনীয়। বিশেষত যেখানে বাঙালি বাংলা ভাষাতেই কথা বলতে এখন একটু কিন্তু কিন্তু করে, সেখানে তাদের মধ্যে বাংলার ভূতেদের এনে দেওয়ার দরকার আছে বইকি। তবে বাংলার অনেক সংস্কৃতিই যেমন ভূতেদের মধ্যেও দেখা যায়, বর্তমান ভূতেরাও যে পিছিয়ে নেই তাই বলা ভালো। যেমন ধরুন মুঠোফোনও নিশ্চয়ই তেনাদেরও হাতে হাতে আছে। হয়তো তারা ইতিমদ্ধ্যেই এই অপূর্ব সুন্দর ভিডিওটাও দেখে ফেলেছে। যদিও ভুতেদের মতিগতি বোঝা কঠিন কিন্তু আমি এই ব্যাপারে একদম নিশ্চিত যে তারা এই ভিডিওটা খুব পছন্দ করেছে। তাই আপনাকে বলি দাদা, রাস্তায় রাতের দিকে কেউ পেছন থেকে ডাকলে, ছোটবেলার মতো ভয় না পেয়ে, এগিয়ে যাবেন। কে বলতে পারে, হয়তো ভূতেরা খুশি হয়ে, আমাদের সবার মনের মাঝে গেঁথে থাকা সেই ভূতের রাজা কে বলে আপনার জন্যও কয়েকটা বর জুটিয়ে দিতেও পারে। বড্ড বড় কমেন্ট লিখে ফেলছি বোধয়, কিন্তু আপনার কাছে কয়েকটা ভিডিওর আবদার রাখতে চাই। বাংলার গান বা কবিতায় অথবা গল্পে উঠে আসা কিছু যানবাহন, যেমন ধরুন পালকি, দোলা ইত্যাদি। কিছু পেশা, যেমন ধরুন সুকান্ত ভট্টাচার্যের লেখা 'রানার' ইত্যাদি। আমার ঠিক মনে পরছেনা, হয়তো যানবাহন নিয়ে আপনার কিছু ভিডিও আছে, কিন্তু গান, কবিতা বা একটু সাহিত্যের আঙ্গিকে পেলে মন্দ হতোনা। জানি বেশ বড়ই আবদার করে ফেলেছি, কিন্তু কি আর করি, ভালো লাগে যে। নাহয় আপনার এই চ্যানেলটাকে আমার মামারবাড়িই ধরে নিলেন, মামারবাড়ির আবদারই নাহয় করলাম। বিশ্বাস করুন মশাই, আমি এই ব্যাপারে নিশ্চিত নই যে আমার ওপর কোনো ভূত বাবাজি চেপে বশে এই সব আবদার করছে কিনা। অনেক কিছু লিখলাম, আমার বাংলা বানানের ভুল ত্রুটি দয়া করে মার্জনা করবেন।
খুব ভালো উপস্থাপনা দাদা আপনার। তবে এখনও Sunday suspense শুনতে শুনতে ঘুম টা জব্বর হয়। এখন আর ঠাকুমা, দিদারা ইহ জগতের বাসিন্দা নন তবুও ছোটবেলা টা তাঁদের সঙ্গে বেশ ভাল কাটত। নতুন ভূত বলতে জানা নেই তেমন কিছু ,তবে হ্যাঁ এমন ভয়ের আবেগে বেশ লাগে রাতের বেলা তেনাদের নিয়ে গল্পগুজব করতে। ধন্যবাদ দাদা। 🙏🏼
দাদা আমার বাড়ি গ্ৰামে , আমার বাড়ির পাশে এক কাকিমা ওঝা (ওস্তাদ), সে এখনও পর্যন্ত ভূত ছাড়াই। তুমি যদি দেখতে চাও তাহলে আমি একটা ভিডিও তুলে পাঠাতে পারি। তবে তোমার ভূতের বিশ্লেষণ টা খুবই ভালো❤️❤️❤️
ছোটবেলায় রাতের বেলা ঘুম চোখে ভাত খেতে না চাইলে মা-ঠাকুমারা খুব রহস্যজনক স্বরে এই গল্পগুলো বলতো। ব্যস তারপরই পুরো প্লেট ভর্তি ভাত কখন শেষ হতো খেয়াল থাকতো না। আজ আবার রাতের ভাত খেতে খেতে দেখলাম আপনার ভিডিওটি। অনেকগুলো দিন পরে আবার ছোটবেলার সেই দিনগুলো মনে পড়ে গেল। ভালোবাসা নিবেন দাদা।❤️
হ্যাঁ আগে ভূতে খুবই ভয় পেতাম। কিন্তু হট্ করে কোথায় যে সব ভয়গুলো উধাও হয়েগেল বুঝতেই পারলাম না। তাও ছোটো বেলায় মাছখেকো ভূত ও শ্যাওড়া গাছের পেতনী আরো অনেক ভূতের গল্প পড়েছি। আর বাড়িতে ভূতের গল্প হলে হা করে সব শুনতাম। ভয়ও লাগতো খুব। এই কথাগুলো শুনে ছোটোবেলার কথা মনে পড়েগেল ❤ খুবই সুন্দর উপস্থাপনা 💛 ধন্যবাদ 🙏
প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই বাংলার ভূত সম্পর্কে আমার জ্ঞান বৃদ্ধি করার জন্য। দ্বিতীয়ত, একটি অত্যন্ত অদভুত বিষয়ে আপনার গভীর বিশ্লেষণ প্রশংসার যোগ্য. অনেক ধন্যবাদ
অনেক দিন ধরে ভাবছিলাম যে বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে নানান পিঠা, নানা উৎসব, নানা লোকো-গল্প, নানা গান, খাবারের রেসিপি ইত্যাদি। খুব ইচ্ছে ছিল আবার যদি ফিরিয়ে আনতে পারতাম। আর যা ভাবলাম তা পেয়েও গেলাম এই চ্যানেল এ। খুব ভালো লাগছে দেখে যে বাংলার এতো সুন্দর সংস্কৃতি এখানে এতো সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। মনে হচ্ছে আমার আত্মা যেন এক অন্যরকম স্বস্তি পেলো। ধন্যবাদ আপনাদের টিমকে। বাংলাদেশ থেকে অসংখ্য ভালোবাসা ও শ্রদ্ধা। 🖤🖤🖤
দাদা এত সুন্দর করে বলো তুমি , মুগ্ধ হয়ে শুনছিলাম , কিছুদিন আছে একটা পরীক্ষা ছিল আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী কিন্তু পরীক্ষার বিষয় বস্তু তে ছিল বাংলার অলঙ্কার , ছন্দ , সেই সময়ে দিশেহারা অবস্থায় হঠাৎ তোমার video খুঁজে পাই অলঙ্কার আর ছন্দের ওপর বিশ্বাস করো ওটা আমার কাছে তখন হাতে চাঁদ পাওয়ার মতো ছিল , অনেক ধন্যবাদ তোমায় 🙏🏻😅 খুব ভালো থেকো , পরের video এর জন্য অপেক্ষায় রইলাম ❤️
খুব সুন্দর উপস্থাপন করা হয়েছে ❤ আমার মামার বাড়ি পুরুলিয়ায় সেখানে জোড় জঙ্গলে পাহাড়ে মানুষ দের এখন ও বুলান নামে এক ভুত ধরে ওর কাজ চেনা রাস্তাও ভুলিয়ে দেওয়া
অসাধারণ তথ্যবহুল আলোচনা। সত্যি আমাদের ছেলেবেলায় এসমস্ত ভুতের গল্প শুনে খুব শিহরিত হতাম। তবে একটা কথা কি জানেন পুরো বাংলায় ভুতে দের নামের চরিত্র গুলো একই রকম। বাংলাদেশ থেকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ❤️
বাংলা যে কতখানি রসিক ভাষা , তা আপনার মুখে বেশ মানায় ।। খুব ভালো থাকবেন এবং আমাদের ও এইভাবে আনন্দ দিতে থাকবেন ।।
নিশ্চই। সঙ্গে থাকবেন 🙏🏻
@@Anirban_dasবাংলা রসিক ই অনেক এ মনে করে বাংলা পরে কিছু লাভ নেই। কিন্ত্ত আমার মনে হয় বাংলা লোকসংস্কৃতি ও গল্প- উপন্যাস আমাদের পড়া উচিত। কারণ আমরা বাঙালি
মনের কথা ❤
@@Anirban_dasdada dhoni bhooteder moddhe joka bhoot holo shobche bashi dhoni mr rich ghost 😎 👻🤣😂
বেকারত্ব আমাদেরই কাটাতে হবে, সরকার কিছু করবে না।হয় চাকুরী কিংবা ব্যাবসা (যেমন- ইউটিউব চ্যানেল) , বাংলার ছেলের এমন উপস্হাপনা দেখে মুগ্ধ হলাম, তাই আপনাকেও সাপোর্ট করলাম। এগিয়ে যাও দাদা......
❤️❤️
আমাদের বাড়িতে কালীপুজোর সময় এখনও ভূতের গল্পে জমে ওঠে বাড়ি!!
❤️
দারুন উপস্থাপনা
দারুন বিনোদনকর তথ্য
ভূতেদের নিয়ে এমন সুন্দর একটা উপস্থাপনা সত্যই প্রশংসনীয়। বিশেষত যেখানে বাঙালি বাংলা ভাষাতেই কথা বলতে এখন একটু কিন্তু কিন্তু করে, সেখানে তাদের মধ্যে বাংলার ভূতেদের এনে দেওয়ার দরকার আছে বইকি।
তবে বাংলার অনেক সংস্কৃতিই যেমন ভূতেদের মধ্যেও দেখা যায়, বর্তমান ভূতেরাও যে পিছিয়ে নেই তাই বলা ভালো। যেমন ধরুন মুঠোফোনও নিশ্চয়ই তেনাদেরও হাতে হাতে আছে। হয়তো তারা ইতিমদ্ধ্যেই এই অপূর্ব সুন্দর ভিডিওটাও দেখে ফেলেছে। যদিও ভুতেদের মতিগতি বোঝা কঠিন কিন্তু আমি এই ব্যাপারে একদম নিশ্চিত যে তারা এই ভিডিওটা খুব পছন্দ করেছে। তাই আপনাকে বলি দাদা, রাস্তায় রাতের দিকে কেউ পেছন থেকে ডাকলে, ছোটবেলার মতো ভয় না পেয়ে, এগিয়ে যাবেন। কে বলতে পারে, হয়তো ভূতেরা খুশি হয়ে, আমাদের সবার মনের মাঝে গেঁথে থাকা সেই ভূতের রাজা কে বলে আপনার জন্যও কয়েকটা বর জুটিয়ে দিতেও পারে।
বড্ড বড় কমেন্ট লিখে ফেলছি বোধয়, কিন্তু আপনার কাছে কয়েকটা ভিডিওর আবদার রাখতে চাই। বাংলার গান বা কবিতায় অথবা গল্পে উঠে আসা কিছু যানবাহন, যেমন ধরুন পালকি, দোলা ইত্যাদি। কিছু পেশা, যেমন ধরুন সুকান্ত ভট্টাচার্যের লেখা 'রানার' ইত্যাদি। আমার ঠিক মনে পরছেনা, হয়তো যানবাহন নিয়ে আপনার কিছু ভিডিও আছে, কিন্তু গান, কবিতা বা একটু সাহিত্যের আঙ্গিকে পেলে মন্দ হতোনা। জানি বেশ বড়ই আবদার করে ফেলেছি, কিন্তু কি আর করি, ভালো লাগে যে। নাহয় আপনার এই চ্যানেলটাকে আমার মামারবাড়িই ধরে নিলেন, মামারবাড়ির আবদারই নাহয় করলাম। বিশ্বাস করুন মশাই, আমি এই ব্যাপারে নিশ্চিত নই যে আমার ওপর কোনো ভূত বাবাজি চেপে বশে এই সব আবদার করছে কিনা।
অনেক কিছু লিখলাম, আমার বাংলা বানানের ভুল ত্রুটি দয়া করে মার্জনা করবেন।
😁 না না এতো আমার সৌভাগ্য
ছোটবেলার সেই সুন্দর মুহূর্ত গুলো মনে পরে যায়...
😊
সত্যি সেই দিন গুলোর কথা মনে পড়লে খুব মন খারাপ হয়ে যায়। ছোটোবেলার সেই স্মৃতি এখন সত্যিই সব হারিয়ে যেতে বসেছে 😢
😊
সুন্দর ও সাবলীল বাংলা উচ্চারণ। এক কথায় আপনার উপস্থাপনা অসাধারণ। ভালো থাকবেন,এভাবেই এগিয়ে যান। love from Bangladesh 🇧🇩
ধন্যবাদ। সঙ্গে থাকবেন ❤️
এত সুন্দর করে কিভাবে কথা বলেন...হারানো দিনের কথা এভাবে বলতে বলতে আমাদের নিয়ে গেলেন সেই মজার দেশে..
ধন্যবাদ 😊
শৈশবের অনেক কথা মনে গেল এই উপস্থাপনা দেখে। নিশি ভূত যদি কাউকে ধরে নিয়ে যেত তবে আমরা গ্রাম্য ভাষায় বলতাম ভুল্লাতে ধরে নিয়ে গেছে। এখন সবই অতীত।
সত্যি 😊
ভূতের এত বৈচিত্র্য এবং তার বিশ্লেষণ শুনে খুব ভালো লাগলো।বিষয়টি ভয়ংকর মজার।🎉😊
😁😁 একদম সঠিক বিশেষণ
দাদা আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে বাঙালি আর বাংলার জাতীয়তাবোধ জাগে তুলতে আপনার প্রচেষ্টার প্রশংসা করি.....
🙏🏻
ভূত নিয়ে অনেক গল্প পড়েছি, শুনেছি। ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সব ভূতেদের গল্প নিয়ে। ধন্যবাদ ❤ অসাধারণ ভিডিও।
❤️
খুব ভালো উপস্থাপনা দাদা আপনার। তবে এখনও Sunday suspense শুনতে শুনতে ঘুম টা জব্বর হয়। এখন আর ঠাকুমা, দিদারা ইহ জগতের বাসিন্দা নন তবুও ছোটবেলা টা তাঁদের সঙ্গে বেশ ভাল কাটত। নতুন ভূত বলতে জানা নেই তেমন কিছু ,তবে হ্যাঁ এমন ভয়ের আবেগে বেশ লাগে রাতের বেলা তেনাদের নিয়ে গল্পগুজব করতে। ধন্যবাদ দাদা। 🙏🏼
😊❤️
দাদা আমার বাড়ি গ্ৰামে , আমার বাড়ির পাশে এক কাকিমা ওঝা (ওস্তাদ), সে এখনও পর্যন্ত ভূত ছাড়াই। তুমি যদি দেখতে চাও তাহলে আমি একটা ভিডিও তুলে পাঠাতে পারি।
তবে তোমার ভূতের বিশ্লেষণ টা খুবই ভালো❤️❤️❤️
সেকি! না থাক 😁
Subscribe krlm... Khub sundar lglo❤
সঙ্গে থাকবেন 🙏🏻
ছোটবেলায় রাতের বেলা ঘুম চোখে ভাত খেতে না চাইলে মা-ঠাকুমারা খুব রহস্যজনক স্বরে এই গল্পগুলো বলতো। ব্যস তারপরই পুরো প্লেট ভর্তি ভাত কখন শেষ হতো খেয়াল থাকতো না। আজ আবার রাতের ভাত খেতে খেতে দেখলাম আপনার ভিডিওটি। অনেকগুলো দিন পরে আবার ছোটবেলার সেই দিনগুলো মনে পড়ে গেল। ভালোবাসা নিবেন দাদা।❤️
সঙ্গে থেকো। আর শেয়ার কোরো ❤️
Khub sundor lage apnar protibedon gulo darun🎉
সঙ্গে থাকবেন♥️🙏🏻
আবার যেনো ছোটবেলায় ফিরে গেলাম ... থাম্মার মুখে শোনা সেই ভূতেদের গপ্পো।😍
তবে মশাই আপনি কিন্তু পিশাচিনির কথাটা ভুলে গেছেন!🥲
😁
হ্যাঁ আগে ভূতে খুবই ভয় পেতাম। কিন্তু হট্ করে কোথায় যে সব ভয়গুলো উধাও হয়েগেল বুঝতেই পারলাম না।
তাও ছোটো বেলায় মাছখেকো ভূত ও শ্যাওড়া গাছের পেতনী আরো অনেক ভূতের গল্প পড়েছি। আর বাড়িতে ভূতের গল্প হলে হা করে সব শুনতাম। ভয়ও লাগতো খুব।
এই কথাগুলো শুনে ছোটোবেলার কথা মনে পড়েগেল ❤
খুবই সুন্দর উপস্থাপনা 💛 ধন্যবাদ 🙏
গত বছর দেখেছিলাম, আজ আবার দেখলাম। দারুণ 😊শেয়ার করলাম
🙏🏻😊
খুব ভালো লাগলো। বেঁচে থাক আমাদের ভুত সমাজ।
❤️❤️
ভূত-পেত্নীর ইতিহাস জেনে বড়ই ভালো লাগল। এদের মধ্যে সকলেই আমার বড্ড প্রিয়! 😄
😁
ভূত ছাড়া বাঙালি আর বাঙালির সাহিত্য কল্পনা করতে পারি না।। ভূতের প্রতি ভালোবাসা। ❤
❤️
ভূতের ভবিষ্যৎ নিয়ে সরকারের ভাবা উচিত😂😂 এবং তাদের সংরক্ষণ করা উচিত 🤣🤣🤣
একদম, কোটা চাই 😁
Momota pisi ke bole dekha jete pare
@@shreyankadasdas3184 কোটা কেন্দ্রের বিষয় 😅
@@Anirban_das খুব শীঘ্রই প্রধানমন্ত্রী ভূত যোজনা প্রকল্প আসছে
😂😂😂😂😂
ছোটবেলার ভূতের ভয়ের মুহূর্ত গুলো মনে পড়ে গেল
😊
Video ta darun laglo, besh moja laglo dekhe...
😊❤️
Khub valo laglo,banglar koto sundor sanskriti aj hariye jache.
সেটাই.. সঙ্গে থাকবেন ❤️
kotoki janlam, besh bhalo laglo
😊 খুব ভালো
চালিয়ে যান।
ধন্যবাদ 😁
প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই বাংলার ভূত সম্পর্কে আমার জ্ঞান বৃদ্ধি করার জন্য। দ্বিতীয়ত, একটি অত্যন্ত অদভুত বিষয়ে আপনার গভীর বিশ্লেষণ প্রশংসার যোগ্য. অনেক ধন্যবাদ
ধন্যবাদ 🙏🏻❤️
এত ভালো লাগে আপনার কথা শুনতে। খুব ভালো এই ভাবেই আরো মজার বিষয় নিয়ে এগিয়ে যাক পথ।
সঙ্গে থাকবেন 🙏🏻
আপনার প্রতিটি প্রতিবেদন আমার ভালো লাগে, প্রাচীন ইতিহাস, সামাজিক অবস্থা, জীবন ধারণ সব যেন প্রাণবন্ত হয়ে ধরা দেয়। অনেক ধন্যবাদ।
সঙ্গে থাকবেন ❤️
অবাবাগো ☠️👻👺👿👹
কি সুন্দর ভিডিও......😅😅
সেই ঠাকুমার ঝুলির ভূতের গল্পঃ গুলোর কথা মনে পড়ে গেলো.....😅
সঙ্গে থাকবেন, শেয়ার করবেন 🙏🏻
স্যার আপনার কাছে একটা অনুরোধ যদি দয়া করে বাংলার ব্রত নিয়ে একটু আলোচনা করে দেন তো ভালো হয়❤
করবো
অসম্ভব ভালো উপস্থাপনা আপনার । এভাবেই চলতে থাকুন আর আমাদের শিকড় টাকে মনে করাতে থাকুন । 🎉🎉
❤️ পাশে থাকবেন
খুব ভালো লাগল। ভূতেদের শ্রেণীবিভাগ গুলি স্পষ্ট হয়ে গেল।
😁❤️
অনেক দিন ধরে ভাবছিলাম যে বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে নানান পিঠা, নানা উৎসব, নানা লোকো-গল্প, নানা গান, খাবারের রেসিপি ইত্যাদি। খুব ইচ্ছে ছিল আবার যদি ফিরিয়ে আনতে পারতাম। আর যা ভাবলাম তা পেয়েও গেলাম এই চ্যানেল এ। খুব ভালো লাগছে দেখে যে বাংলার এতো সুন্দর সংস্কৃতি এখানে এতো সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। মনে হচ্ছে আমার আত্মা যেন এক অন্যরকম স্বস্তি পেলো। ধন্যবাদ আপনাদের টিমকে। বাংলাদেশ থেকে অসংখ্য ভালোবাসা ও শ্রদ্ধা। 🖤🖤🖤
সঙ্গে থাকবেন, শেয়ার করবেন 🙏🏻
দাদা এত সুন্দর করে বলো তুমি , মুগ্ধ হয়ে শুনছিলাম , কিছুদিন আছে একটা পরীক্ষা ছিল আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী কিন্তু পরীক্ষার বিষয় বস্তু তে ছিল বাংলার অলঙ্কার , ছন্দ , সেই সময়ে দিশেহারা অবস্থায় হঠাৎ তোমার video খুঁজে পাই অলঙ্কার আর ছন্দের ওপর বিশ্বাস করো ওটা আমার কাছে তখন হাতে চাঁদ পাওয়ার মতো ছিল , অনেক ধন্যবাদ তোমায় 🙏🏻😅 খুব ভালো থেকো , পরের video এর জন্য অপেক্ষায় রইলাম ❤️
বেশ 😊 শেয়ার করে দিয়ো
@@Anirban_das অবশ্যই করবো 🥰
@@kousikibanerjee9046 🙏🏻
ভুতের গল্প আমার ভীষণ প্রিয়😊 ছোটবেলা থেকে আজ অবধি ভুতের গল্প পড়ি এবং শুনি। সত্যি মনে হয় এই ডিজিটাল যুগ এ ভুতের ভবিষ্যত ও অন্ধকার😂সত্যি খুব ভালো লাগলো❤
ধন্যবাদ, শেয়ার করবেন 😊
সমস্ত ভূতেদের জানানো যাইতেছে যে,তারা যেন শীঘ্রই তাদের অধার কার্ড,রেশন কার্ড,ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে 'ভূত কল্যাণ যোজনা' প্রকল্পের আওতায় আসে।
😁 এই প্রকল্পে কী সুবিধা মিলবে?
Kichhu din pore 'bhut durniti' tao free te mile jabe. 🤪
একটা খটকা লাগল, DOB নিয়ে কী হবে, তেঁনাদের তো DOD লাগবে😂😂
খুব ভালো লাগলো। বেঁশো ভুত অর্থাৎ বাঁশ বনের ভুত বাদ গেল কিন্তু।
ধন্যবাদ, সঙ্গে থাকবেন 😊
Osadharon ❤share korlam boss ❤❤
একদম, অনেক thanks
কিন্তু quota এর জ্বালায় মরে যাচ্ছি😂মরে গিয়ে আর সংরক্ষণ না।😂😂
Wahha Khub sweet voice tomar. Besh sundar laglo Sune. Amio Bhooter Golpo e Khub interesting.
সঙ্গে থাকবেন ❤️
Darun laglo 👍👍👍😊
ধন্যবাদ 😊
নিশির ডাকের কথা মাঝে মাঝে এখনো শোনা যায় আমাদের এখানে তবে কতটা সত্যি জানি না!
Osadharon sundor hoyeche,,
Apni kaj kore Jan,,durdanto hoy apnar video,,
One day you'll get milion views per videos
সঙ্গে থাকবেন 🙏🏻❤️
খুব সুন্দর ভিডিও ও উপস্থাপনা দাদা 🥰🥰🥰
এগিয়ে যান ❤❤❤
ধন্যবাদ 😊
বাঃ, চমৎকার, বেশ ছোটো বেলায় ফিরে গেলাম, অতীতের লোডশেডিং টা চোখের সামনে ভেসে উঠলো আর ভূতের গল্প গুলো😊
ধন্যবাদ। শেয়ার করবেন 🙏🏻
Darun bisoy.
😊
Khub valo laglo kothagulo ❤❤
❤️
Amar to sakhchurni r petni concept kintu darun lagacha sir .... ভূত দের নিয়ে জ্ঞানের দক্ষতা বাড়ানোর জন্য ধন্যবাদ আপনাকে ও। 😊
😁😁
Darun
ধন্যবাদ 😊
Khub e valo laglo apnar kotha gulo agekar diner kotha gulo mone pore galo 😊☺
❤️😊
দারুন দারুন
ধন্যবাদ 😊
Khub misti ei episode ta bhai. Carry on. Love your content.
Thank you 🙏🏻❤️
Bah besh laglo.🥰
ধন্যবাদ 😊
সেই সমায়টাই তো জীবন ছিল 🌚🖤
যা বলেছেন
খুব ভালো ❤
❤️
অসাধারন
Darun 👌🏻
ধন্যবাদ ❤️
Aapnar sob video darun informative ,aami niyomito shrota
অনেক বড় পাওয়া 🙏🏻
Darun ❤
ধন্যবাদ ❤️
অনবদ্য। দুর্দান্ত হয়েছে!
ধন্যবাদ 😊
Hahahaha
Just fatafati. Khub valo laglo anekdin por ei bhuter somporke shunte.
Sotti vai, besh rosiye bolechho Tumi.
Boro hote hote jibon eto bhoi dekhai j bhoot er bhoi ta pete bhule gechi... Bhalo laglo golpo sune
সঙ্গে থাকবেন 🙏🏻
সত্যি, ছোটবেলার লোডশেডিং খুব মিস করি, আর ভূতের গল্প শুনে বা পড়ে ভয় পাওয়াটা তো বিলুপ্তপ্রায় অভ্যাস হয়ে গেছে ...
এডিটিং বেশ ভালো লাগলো !!
😊 ওগুলো মনে করেই তো করা। আর কিছু মাথায় এলে মেসেজ করিস
Khub sundor
❤️❤️
ভয় লাগছে। 🫣
শুভ ভূত চতুর্দশী and Happy Halloween 🎃👻
😁❤️
Darun laglo dada ❤
Thank you bhai 😊
বড্ড ভালো আপনার উচ্চারণ ❤
ধন্যবাদ 😊
khub bhalolaglo ajker episode. bishes kore loadshedding ar lompho ta ekdom chotobelay niye chole gelo 😊
শেয়ার করে দাও গুছিয়ে
খুব সুন্দর উপস্থাপন করা হয়েছে ❤
আমার মামার বাড়ি পুরুলিয়ায় সেখানে জোড় জঙ্গলে পাহাড়ে মানুষ দের এখন ও বুলান নামে এক ভুত ধরে ওর কাজ চেনা রাস্তাও ভুলিয়ে দেওয়া
খুব ভালো লাগলো 😀👍
ধন্যবাদ 😊
Khub bhalo laglo. 😊
😊
অসাধারণ উপস্থাপনা, খুব ভালো লাগলো দাদা।
ধন্যবাদ ❤️
Khub sundor hoyeche❤❤
ধন্যবাদ 🙏🏻
দারুন লাগলো
ধন্যবাদ 🙏🏻
দাদা সত্যি অনেক কিছু শিক্ষা পাই আপনার কাছে ।
আমার ইচ্ছে আপনার সাথে একটি বড় দেখা করার ❤❤
আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে❤❤
❤️
Opurbo laglo. Nostalgic hoye gelam
ধন্যবাদ। শেয়ার করবেন 🙏🏻
বাংলা ভাষা আপনার মুখে শুনলে, বাংলা ভাষার মান বাড়ে। খুবই সুন্দর লাগে।
আপনার বাচনভঙ্গি অনেক সুন্দর।
যতই শুনি শুনতেই ইচ্ছে করে।
ভয়ে থাকি যে কখন বলবেন আজ এপর্যন্তই।
প্রতি সপ্তাহেই মোটামুটি কথা হয় তো
@@Anirban_das বুঝাতে চেয়েছি ভিডিও শেষের দিকে আসলে মন খারাপ হয়ে যায় মনে হয় আরো দীর্ঘ হওয়া উচিত ছিল। যাই হোক। কোয়ালিটি ধরে রাখুন। শুভকামনা আপনার জন্য❤️
Apnar kotha gulo khub bhalo lage sir , khub bhalo represent koren apni apnar video er topic gulo.😊😊
ধন্যবাদ 😊
অসাধারণ তথ্যবহুল আলোচনা। সত্যি আমাদের ছেলেবেলায় এসমস্ত ভুতের গল্প শুনে খুব শিহরিত হতাম। তবে একটা কথা কি জানেন পুরো বাংলায় ভুতে দের নামের চরিত্র গুলো একই রকম। বাংলাদেশ থেকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ❤️
সঙ্গে থাকবেন 🙏🏻
দারুন দারুন দারুন তোমা বলার ধরন টা ও আসাধারন ।।❤❤❤
🙏🏻
এত সুন্দর ভাবে বলতে কাউকে দেখিনি। অসাধারণ লাগছে। ❤
ধন্যবাদ, সঙ্গে থাকবেন ❤️
Khub valo laglo Sir ❤❤❤❤❤❤❤❤
ধন্যবাদ 😊
Right কিন্তু এখনও অনেকে ভয় পায়
😊
বেশ ভালো লাগলো।👏🏼🖤 আরো এরম intresting গল্পো চাই দাদা। তুমি খুব সুন্দর বলো...
সঙ্গে থাকবেন 🙏🏻
WONDERFUL BOY.CARRY ON ANIRBAN.
Thank you sir ❤️
প্রথম বার ভূতের গল্পঃ শুনে ভয় পেলাম না বরং
ভয়টা কেটে গেলো
আমি গ্রামাঞ্চলে থাকে এখানে এখনো ভুতের প্রচলন আছে
ভয় দেখানো তো উদ্দেশ্য নয় 😁
Nice video😊❤
ধন্যবাদ 😊
One of the best episode
ধন্যবাদ। শেয়ার করবেন
Bhut niye golpo sunte khub valobasi....aro onek onek golpo sunao ❤❤❤❤
Apni monar kotha bo jhan naki mosai❤❤❤❤
Sotti dada apnar bolar dhoron r topic asadharon...❤❤❤
ধন্যবাদ 😊
Kub valo laglo ❤❤
ধন্যবাদ 😊
Khub osadharon apnar kontho ❤
ধন্যবাদ 🙏🏻
Very good voice
ধন্যবাদ 🙏🏻
দারুন বলেছো দাদা আমার ছোটবেলা মনে পড়ে গেলো ❤️😊
ধন্যবাদ ❤️