আমি ক্লাস সেভেন থেকে শুনছি, এখন আমার মেয়ে ক্লাস সিক্সে! ডান কানে কম শুনি এখন, কিন্তু টেস্ট বদলায়নি। আপনি সহ গানের যাদের গান শুনতাম এখনো আপনাদেরই শুনি। কত নতুন গান আসে গায়ক আসে কিন্তু আপনাদের গানে মোহগ্রস্ত হয়ে আছি। ভালো থাকবেন প্রিয় অঞ্জন দত্ত। আপনাদের পুরো টিমকে ভালোবাসা। 🙏🇧🇩
আমি এখন ৫৩+, কিন্তু গানটা শুনতে শুনতে ৯০,০দশক গুলো চোখের সামনে ভেসে উঠলো মনে হলো এই তো সেদিন ছিল , কিন্তু ২০বছর পুরনো হয়েগেছে। এখন আর সেই দিনের মানুষ জন নেই। এখন অনেক টাই একা কিন্তু মনে পড়ে যায় সে দিনেরও কথা। গান টা ভালো লাগলো তবে আরও কিছু চাই ছিল মন। ভালো থাকবেন আঞ্জন দা
না। হারিয়ে যায়নি। যাবে না। কোনোদিনই যাবেনা। 😔❤️ এভাবে লিভিং লেজেন্ডরা গান আর গিটার ধরলে চোখে জল চলে আসে। "পুরনো" অঞ্জন দত্ত আর "পুরনো" অমিত দত্ত নামক "চাঁদরা" কখনও "পুরনো" হয়না। ❤️ 🙏🌻
360 জন মানুষ কমেন্ট করেছেন। প্রত্যেকে উচ্ছসিত, ভাবা যায় না। দুটো কথা... ১) ভাগ্যিস এই গান কিনে শুনতে হয়নি। ধন্যবাদ ইউটিউব কে.. ২) অমিত দা কে দেখে সত্যি কষ্ট হয়।
বেঁচে থাকবার রসদ।আমি রেল স্টেশন এ দাঁড়িয়ে,ট্রেন টা বেরিয়ে গেল, সূর্য টাও ডুববে ডূববে করছে,আমি নিজের ছায়ার সাথে পা মেলাচ্ছি, পুরনো সময় কে ভাবতে ভাবতে সাথে থাকুক পুরনো চাঁদ। একটা গান লিখে ফেললাম, স্টেশনে বসেই.... Thanks to Anjan Dutt, আজ ও তোমার গান শুনে কাঁদি,হাসি,গান লিখি পুরনো দিনের মতো
পুরোনো চাঁদ, পুরোনো গিটার, পুরোনো সাথী, পুরোনো বছর, পুরোনো জীবন, পুরোনো অঞ্জন দত্ত...তাও গানটা মনে করিয়ে দিলো সব পুরোনোর মধ্যে নতুন আছে, আবার নতুনের মধ্যে পুরোনো। That's classic Anjan Dutt for you! ❤
সেই ছোট্ট বেলা সেলুন এর রেডিও তে আপনার গান "চাকরী টা আমি পেয়ে গেছি বেলা শুনছো" -দিয়ে আপনার গান শুনতে শুরু করা এবং আপনার গান ভালোবাসা। তারপর থেকে কতবার ভেবেছি, একবার যদি আপনাকে সামনে থেকে দেখতে পেতাম! ২০১৯ এ যখন প্রথম চাকরির প্রথম মায়না র ৩০০ টাকা দিয়ে কলামন্দিরে আপনার শো এর টিকিট টা হাতে পাই, তখন সত্যিই মনে হয়েছিল, "চাকরি টা আমি পেয়ে গেছি, এখন আর কেউ আটকাতে পারবেনা"। আপনার গান বা আপনাকে কতোটা ভালোবাসি তা বলতে পারি না স্যার, কিন্তু "এখনো ঠিকই ভালোবাসি তোমায়, একই ভাবে ভালোবাসি তোমায়"।
আজ বছরের শেষ দিন, এই গান টাই একমাত্র প্রেম হয়ে থাক...... এই বছরটা অনেক কিছু শিখিয়েছে , হেরেছি ,কেঁদেছি তবু আবার হাসছি একমাত্র নতুন ভাবনায় বাঁচতে চাই বলেই 💜 Love you my love Anjan da 💜
Vintage অঞ্জন দত্ত। সেইসব ক্যাসেট কেনার দিনগুলোর নস্টালজিয়ায় ফিরে গেলাম আবার। চাঁদ পুরোনো হলেও রাত নতুন, গল্প পুরোনো হলেও গল্প বলা নতুন। সুনীল গঙ্গোপাধ্যায় যেমন বলেছিলেন, কোনো মানুষ জীবনে দু'বার একদম একইরকম আকাশ দ্যাখেনি। অনেক ভালোবাসা, অঞ্জনদা। ❤️
অঞ্জন দত্ত এর গান কি শুনি নাকি চোখ বন্ধ করে দেখতে পাই!! এগুলো কি লিরিক নাকি স্ক্রিনপ্লে!!যুগ যুগ ধরে এই ভাবনায় ডুবে থাকা আমি.... গুরু, বাংলাদেশ থেকে ভালবাসা রইলো।।
"গান শুনে তোমার গানের কাছে চলে আসা গানে গানে পরিচয় গানের কাছে থাকা চাইনা শুনতে অন্য কোন কথা অচেনা চেনা দুঃখ, চেনা সুখের গান থামিও না" আপনারই লেখা কিছু লাইন আপনার জন্য। ভালো থাকুক আমার কৈশোর, ভালো থাকুক অঞ্জন দত্ত।
'পুরোনো কাঁধ এখনো ভরসা দিতে চায়'। যে কাঁধটা আমাকে শৈশবের শেষ দিক থেকে গোটা কৈশোর জুড়ে ভরসা দিয়ে যাচ্ছে, সেই কাঁধটার নাম অঞ্জন দত্ত। ভালো থাকবেন স্যার।
Gaan ta sune obaak hoye gelam, osadharon sir , ami sei nandan e revolver rohosso dekhte jawa sunglass pora chele ta je apnake pronaam korte gechilo....Have a very peaceful life ahead sir
Uff mon bhore gelo...abar sei Anjan dutta ke pabo bhabtei pari ni...thanks Anjan da...carry on please ..bangla gaan ke bachiye rakhun jatodin beche achhen ...plz
একটা অদ্ভুত মুগ্ধতা আছে গান টার মধ্যে। ঠিক বলে বোঝানো কঠিন। কিছু অনুভূতি শব্দে সাজানো যায়না। গান এর মাঝে কথা গুলোর মধ্যেও একটা বৈঠকী মেজাজে গান গাওয়ার মত। গান - গল্প - খাওয়াদাওয়া। TH-cam এসে একটা ভালো ব্যাপার, গান এর সাথে সবাইকে দেখতে পাওয়া। অনেকদিন পর সিনেমার music এর বাইরে covid এর পর, আলাদা করে গানে পেলাম আপনাকে, এটা আমার মত আরো শত শত ভক্তের কাছে একটা প্রাপ্তি। ভালো লাগলো বেশ। ভালো থাকুন।
Anjan Sir, apnar gaan joto bar suni, purono hoye na...tobe kichu kichu jinis sotti ee purono hoye jaye....phele asha prem, phele asha raat, phele asha somoy, apnar ei gaan sei purono kotha gulo mone koriye dilo....amar pronam neben sir...and Merry Christmas in advance❤bhalo thakben
আপনার কন্ঠে সমস্ত পুরনো জিনিসের প্রতি, সহজ সরল জিনিসের প্রতি নতুন করে ভালোবাসা জন্মায়...❤️❤️ আমাদের জেনারেশনের সমস্ত কৈশোর জুড়ে আপনি বিরাজমান... শীতের দুপুরে এ যেন অদ্ভুত এক মায়া... সুস্থ থাকুন স্যার 🙏
গলাটা এখনও সেই বেলা বোস কে ফোন করার মত আছে। নস্টালজিয়াতে ভুগছেন আমাদের ও ভোগাচ্ছেন।একদিন অঞ্জন দত্ত ও মন খারাপ করা সুরের গান আর গাইবেন না। আমাদের মন খারাপ কিন্ত কাটবে না।কালো সানগ্লাস, সিগারেট পুরনো গিটার পুরনো শহর আর কলকাতার আকাশের তারা... ভালো থেকো বেলা বোস,ভালো থেকো অঞ্জন দত্ত।
Welcome back Sir.Apnar gaan shunei boro howa.Apnar gaan shunei nijer koto dukkho koshto periye eshechi ta ami e jani.Ei gaan er jogot bole noy kintu nijer jiboneo baar baar ghurey daranor shahosh peyechi apnar gaan gulo shuney.Amar gaan er ei chotto jogot tateo apni ojantei onek boro akta part.Thank you so much for being such a crucial part in my life journey so far.Ei gaan ta shotti e khub bhalo laglo.Shustho thakben,bhalo thakben Sir.
নস্টালজিয়া আপনার গানে ফিরে ফিরে আসে। এখানেও এসেছে। তবে মনে হলো নস্টালজিয়া-র বয়স-ও বেড়েছে। মজার কথা, তিরিশ বছর আগে মনে হত আপনার গান আমার কথা বলছে, এখনো তাই মনে হচ্ছে। অর্থাৎ, শরীর বাড়লেও আপনার মন এখনো মধ্য তিরিশের। চালিয়ে যান। ভালো থাকবেন।
th-cam.com/video/weUlaV0dyjE/w-d-xo.html Sir amra bhaira miley apnar akta chirokalin hridoyer ontor chhuye jaoa gaan khudro prochestay bhalobese geyechhi❤️❤️Pronam neben Sir
Anjanda notun upohaar r jonnno dhonnobaad. Aaj onek din por tomar gaan shune mone pore gelo school life r sei tomar gaan shune prothom prem e pora. Bhalo lagar chowa mone r rongin sopno dekhte sekha. Time Machine ache kina jana nei kintu chokh bondho kore tomar gaan shunle sei din gulo phire paai. Ei bhabei pashe theko mon juriye jao r onek enek bhalobasha niyo
আমার বন্ধু আমায় এই গানটা প্রথম শোনায়। সেই থেকে এই গানটাই মনে ভাসছে। অসাধারণ। লিরিক্স সুর সব মিশিয়ে দারুন একটা ব্যাপার হয়েছে। গানটা একসাথেই যেনো আমাদের সামনেই তৈরি হচ্ছে, মাঝের ওই মেটাফিকশনের মতো ব্যাপারটা দারুন লেগেছে আমার। অলস সময়, নিরিবিলি সিগারেট আর আপনার এই গান ।❤️❤️
Ai gaan live sunechi ...aladai ...apnar para, apnar Bari, Rasta , apnar sohor tkae dekte gechilam, ...apnar Bari ta dekhlam..but apnar pelam na sir ....it's really great to see how you have expressed your love towards your city...
Bidhan Nagar Government High school er students reunion er function e ekbaar apnar live performances dekhechilam 98 mone hoy. Merry Ann amar bhalobasa ke redefine kore diechilo. Anek din pore abar sei Gola Sunlam. Bhalo thakben Sir.
পুরো মাখন... বন্ধু আর আড্ডা মানেই তুমি গুরু.... কালকে রাতেই আড্ডা হচ্ছিলো আমাদের 5জনের... সেখানে অঞ্জন ছাড়া আমরা অন্য কিছুই ভাবতে পারিনি। আমাদের সব অন্য রকম ভাবনা গুলো তোমার কাছেই মিলে যায়। ভালোবাসা
মন ছুঁয়ে যাওয়া আবার একটা সৃষ্টি। অসময়ের, "ক্ষ্যাপা শহর" এর সুরটার সাথে মিল খুঁজছিলাম। কিন্তু অন্তিমে এসে মনে পড়ে যায়, অঞ্জন দত্ত তো সেই অঞ্জন দত্ত'ই, সহজ সরল লিরিক্স মন ছুঁয়ে যাওয়ার। সরলতার মিলতো সব জায়গাতেই থাকবে। রেডিও-বয়সের গান-ভালোলাগা দীর্ঘজীবি হোক!.. ❤️❤️
এখনো পুরনো স্বপ্নের মাঝেই বাচি, ঠিক যেমন অঞ্জনের পুরনো গান শুনতে শুনতে নিজেও পুরনো হয়ে যাচ্ছি, তারপরই পুরনো সব কিছু আকড়ে ধরে থাকাতেই আনন্দ। অঞ্জনদা মাঝে মাঝে আমাদের এই অনুভূতি পাত্তা দিতে চান না, কিন্তু পুরনো চাঁদ আমরা এই পুরনো ফ্যানগুলো চোখ বন্ধ করে গিলে যাচ্ছি, তাই দিনের শেষে আমাদের জন্যেই এই গান নিয়ে এসেছেন। অঞ্জনদা, জানি আপনি সব মাধ্যম নিয়েই ব্যস্ত খুব, কিন্তু আমরা কিছু মানুষ তো শুধু আপনার গানের মাঝেই বেচে থাকার আশ্রয় খুঁজি।
অনেক অনেক চাঁদ আগে বাবার আনা ক্যাসেটে শুনেছিলাম আপনাকে। তখন আমি ক্লাস 4 কি 5। তারপর অনেক অনেক পথ চলা শেষে আপনাকে শোনে আমার ছেলে। কি বোঝে জানিনা। ক্লাস ওয়ান এ আপনাকে বোঝা সহজ নয়। কিন্তু আপনার রং পেন্সিল ওর খুব পছন্দ আর পছন্দ সিগারেট গান টি। তিন পুরুষ ধরে আমাদের আবিষ্ট করে রাখার জন্য আপনাকে ধন্যবাদ দাদা। আপনি আপনার পরিবার এই ভাবেই আবেশে আবেশে ভরিয়ে রাখুক আমাদের।
আমি ক্লাস সেভেন থেকে শুনছি, এখন আমার মেয়ে ক্লাস সিক্সে! ডান কানে কম শুনি এখন, কিন্তু টেস্ট বদলায়নি। আপনি সহ গানের যাদের গান শুনতাম এখনো আপনাদেরই শুনি। কত নতুন গান আসে গায়ক আসে কিন্তু আপনাদের গানে মোহগ্রস্ত হয়ে আছি। ভালো থাকবেন প্রিয় অঞ্জন দত্ত। আপনাদের পুরো টিমকে ভালোবাসা। 🙏🇧🇩
এই কণ্ঠ অমলিন। বারবার ফিরে আসি নিজের কৈশোরের দিনগুলো ফিরো পেতে এই মহীরুহের কাছে। সুস্থ থাকবেন, আমার প্রণাম নেবেন স্যার।
🖤🖤🖤
আপনি আমার ধর্ম! আপনার গানগুলো আমার ধর্মীয় গ্রন্থ! ঝলসাতে থাকুন আমার পুরানো চাঁদ!
আমি এখন ৫৩+, কিন্তু গানটা শুনতে শুনতে ৯০,০দশক গুলো চোখের সামনে ভেসে উঠলো মনে হলো এই তো সেদিন ছিল , কিন্তু ২০বছর পুরনো হয়েগেছে। এখন আর সেই দিনের মানুষ জন নেই। এখন অনেক টাই একা কিন্তু মনে পড়ে যায় সে দিনেরও কথা।
গান টা ভালো লাগলো তবে আরও কিছু চাই ছিল মন।
ভালো থাকবেন আঞ্জন দা
আমি আর আমার এল ই ডি গান টা ৮৯ বার শুনেছি! প্রত্যেক টা লাইন আমার ইন্সপেরেশন!
না। হারিয়ে যায়নি। যাবে না। কোনোদিনই যাবেনা। 😔❤️
এভাবে লিভিং লেজেন্ডরা গান আর গিটার ধরলে চোখে জল চলে আসে।
"পুরনো" অঞ্জন দত্ত আর "পুরনো" অমিত দত্ত নামক "চাঁদরা" কখনও "পুরনো" হয়না। ❤️
🙏🌻
একশোবার
360 জন মানুষ কমেন্ট করেছেন। প্রত্যেকে উচ্ছসিত, ভাবা যায় না। দুটো কথা... ১) ভাগ্যিস এই গান কিনে শুনতে হয়নি। ধন্যবাদ ইউটিউব কে.. ২) অমিত দা কে দেখে সত্যি কষ্ট হয়।
এই সুরের গান অঞ্জন এবং নীল দত্ত ছাড়া আর কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব না।
আপনাদের জন্যে আমার মনে একটা খুব গভীর জায়গা আছে ❤️
বেঁচে থাকবার রসদ।আমি রেল স্টেশন এ দাঁড়িয়ে,ট্রেন টা বেরিয়ে গেল, সূর্য টাও ডুববে ডূববে করছে,আমি নিজের ছায়ার সাথে পা মেলাচ্ছি, পুরনো সময় কে ভাবতে ভাবতে
সাথে থাকুক পুরনো চাঁদ।
একটা গান লিখে ফেললাম, স্টেশনে বসেই....
Thanks to Anjan Dutt, আজ ও তোমার গান শুনে কাঁদি,হাসি,গান লিখি পুরনো দিনের মতো
👍
পুরনো চাঁদ, পুরনো সাথীরা, পুরনো গিটার... কিন্তু এই গলাটা কোনও দিন পুরনো হবে না।❣️
পুরনো গীটার,পুরোনো চাঁদ।
অনেকদিন পর,কাছে আসার ভালোবাসার ব্যবসা।
শুভেচ্ছা, ভালোবাসা শ্রদ্ধা,
আর চেনা চেনা পুরোনো হাততালি।...... অভিমন্যু ঘোষ।।
পুরোনো চাঁদ, পুরোনো গিটার, পুরোনো সাথী, পুরোনো বছর, পুরোনো জীবন, পুরোনো অঞ্জন দত্ত...তাও গানটা মনে করিয়ে দিলো সব পুরোনোর মধ্যে নতুন আছে, আবার নতুনের মধ্যে পুরোনো। That's classic Anjan Dutt for you! ❤
অঞ্জন দত্ত মানেই সমস্ত পুরনোকে নতুন করে করে আঁকড়ে ধরা।
পুরনোর মধ্যে নতুনত্ব খুঁজে পাওয়া।
পুরনোকে নতুন করে ভালোবাসা 🤟🏻
একটা পুরোনো শহর। একটা হেঁরে যাওয়া মানুষ।
পুরোনো অন্জন দত্ত, পুরোনো অমিত দত্ত আপনারা কখনো পুরোনো হবেন না। 🖤
সেই ছোট্ট বেলা সেলুন এর রেডিও তে আপনার গান "চাকরী টা আমি পেয়ে গেছি বেলা শুনছো" -দিয়ে আপনার গান শুনতে শুরু করা এবং আপনার গান ভালোবাসা। তারপর থেকে কতবার ভেবেছি, একবার যদি আপনাকে সামনে থেকে দেখতে পেতাম! ২০১৯ এ যখন প্রথম চাকরির প্রথম মায়না র ৩০০ টাকা দিয়ে কলামন্দিরে আপনার শো এর টিকিট টা হাতে পাই, তখন সত্যিই মনে হয়েছিল, "চাকরি টা আমি পেয়ে গেছি, এখন আর কেউ আটকাতে পারবেনা"। আপনার গান বা আপনাকে কতোটা ভালোবাসি তা বলতে পারি না স্যার, কিন্তু "এখনো ঠিকই ভালোবাসি তোমায়, একই ভাবে ভালোবাসি তোমায়"।
ইশ! আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল!এই কন্ঠের প্রেমে মজে ছিলাম।আরো অনেক নতুন গান চাই অঞ্জন দা।
আজ বছরের শেষ দিন, এই গান টাই একমাত্র প্রেম হয়ে থাক...... এই বছরটা অনেক কিছু শিখিয়েছে , হেরেছি ,কেঁদেছি তবু আবার হাসছি একমাত্র নতুন ভাবনায় বাঁচতে চাই বলেই 💜 Love you my love Anjan da 💜
ও সেই পুরোনো স্বাদ। 💜💓💞💓💜💓💞💓💞💓💜💓💞💓💜💓💞🎈🎈🎈🎈💜💜💓💞💞💞💜💜💓💞🍁🍁🍁🎈🎈🎈
Vintage অঞ্জন দত্ত। সেইসব ক্যাসেট কেনার দিনগুলোর নস্টালজিয়ায় ফিরে গেলাম আবার। চাঁদ পুরোনো হলেও রাত নতুন, গল্প পুরোনো হলেও গল্প বলা নতুন। সুনীল গঙ্গোপাধ্যায় যেমন বলেছিলেন, কোনো মানুষ জীবনে দু'বার একদম একইরকম আকাশ দ্যাখেনি। অনেক ভালোবাসা, অঞ্জনদা। ❤️
অঞ্জন দত্ত এর গান কি শুনি নাকি চোখ বন্ধ করে দেখতে পাই!!
এগুলো কি লিরিক নাকি স্ক্রিনপ্লে!!যুগ যুগ ধরে এই ভাবনায় ডুবে থাকা আমি....
গুরু, বাংলাদেশ থেকে ভালবাসা রইলো।।
পুরোনো অঞ্জন দত্ত এখনো গানে ভাসে ❤️উফফ সত্যি তুমি না থাকলে সকাল টা এট মিষ্টি হতো না ❤️ thanks to all of you এরকম গান উপহার দেওয়ার জন্যে ❤️😍
Darun 💖💖 anjan dutta back 😎😎
পুরনো চাঁদ.. পুরনো গীটার.. পুরনো কলকাতা..দার্জিলিং.. পুরনো সেই স্যামসন, হরিপদ, মেরি অ্যান, রঞ্জনা, বেলা বোসদের অঞ্জন দত্ত ❤। পুরনো সেই গলা.. চিরচেনা, চিরকালীন, বিষণ্ণতা মাখা ❤
ভালো থাকবেন দাদা।
Sob purono..sudhu Anjan Dutta notun..chiro nobin..sei childhood rockstar..
"গান শুনে তোমার গানের কাছে চলে আসা
গানে গানে পরিচয় গানের কাছে থাকা
চাইনা শুনতে অন্য কোন কথা অচেনা
চেনা দুঃখ, চেনা সুখের গান থামিও না"
আপনারই লেখা কিছু লাইন আপনার জন্য। ভালো থাকুক আমার কৈশোর, ভালো থাকুক অঞ্জন দত্ত।
পুরোনো চাঁদ,পুরোনো অঞ্জন আর পুরোনো শ্রোতা।
শুধু এই অনুভূতিটুকু নতুন। ভালোবাসাটুকু চির নতুন।🙏🙏♥️
'পুরোনো কাঁধ এখনো ভরসা দিতে চায়'। যে কাঁধটা আমাকে শৈশবের শেষ দিক থেকে গোটা কৈশোর জুড়ে ভরসা দিয়ে যাচ্ছে, সেই কাঁধটার নাম অঞ্জন দত্ত। ভালো থাকবেন স্যার।
দারুণ অঞ্জন দা......... আবার সেই পুরোনো অঞ্জন দত্ত কে ফিরে পেলাম।
Gaan ta sune obaak hoye gelam, osadharon sir , ami sei nandan e revolver rohosso dekhte jawa sunglass pora chele ta je apnake pronaam korte gechilo....Have a very peaceful life ahead sir
Oi ekta osadharon sorol kotha.....
Onek tara lukea thake diner alor bhetore....
Ai tai missing ajj kal kar gaan a...
Thank you Sir.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Khub sundor 😍😍
Baba! Anjan Dutt er notun solo gaan. Bhaaba jaaye!!
Ei purono voice... Amader chotobela... Thank you so much Anjan Dutta
Uff mon bhore gelo...abar sei Anjan dutta ke pabo bhabtei pari ni...thanks Anjan da...carry on please ..bangla gaan ke bachiye rakhun jatodin beche achhen ...plz
Kal e nandan e dekhe elam... Anjan dutt sirkeo samne theke dekhlam.. khub valo legechhe movie ta.. just fatafati
Oenk rokom gaan suni....but dont know apnar gaan er genre, music videos dekhlei sei kmn darun akta nostalgia te acchonno lage nijeke... awesome sir
আহা, দারুন লিরিক, দারুণ কনসেপ্ট, দারুণ সিনেমাটোগ্রাফি। সকলের জন্য বাংলাদেশ থেকে অফুরন্ত ভালোবাসা।
একটা অদ্ভুত মুগ্ধতা আছে গান টার মধ্যে। ঠিক বলে বোঝানো কঠিন। কিছু অনুভূতি শব্দে সাজানো যায়না। গান এর মাঝে কথা গুলোর মধ্যেও একটা বৈঠকী মেজাজে গান গাওয়ার মত। গান - গল্প - খাওয়াদাওয়া। TH-cam এসে একটা ভালো ব্যাপার, গান এর সাথে সবাইকে দেখতে পাওয়া। অনেকদিন পর সিনেমার music এর বাইরে covid এর পর, আলাদা করে গানে পেলাম আপনাকে, এটা আমার মত আরো শত শত ভক্তের কাছে একটা প্রাপ্তি। ভালো লাগলো বেশ। ভালো থাকুন।
Asadharon.....sei mon bholano kontho....sei purano din fire pelam...
অনেক দিন পর একটা উপহার পেলাম, যেটা সারা বছরের সব ব্যার্থতা ভুলিয়ে দিয়ে নতুন ভাবে শুরু করার ক্ষমতা দেই
Me too
মন জুড়িয়ে থাকবে এই গান। Long Live, অঞ্জন দত্ত।
আপনি এক অদ্ভুত গায়ক, song writer। মনের শিকড়ে গিয়ে নাড়া দেন।
🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍 আহা! মন প্রাণ জুড়িয়ে গেলো।
উফফ সেই পুরোনো আমেজ, সেই নস্টালজিয়া। এ সুধু গান নয়, অনেক কিছু ফিরে পাওয়া।
Anjan da tumi beche thako sarajibon.
Tumi banglaer raja.
গানের মধ্যে সংলাপ ও অন্য শব্দ গুলো
আমার কান কে বারংবার ছন্দপতন করেছে।
অসাধারণ এই গানটিতে ঐ গুলি না থাকলে আমার মনে হয় ভালো হতো।
Anjan Sir, apnar gaan joto bar suni, purono hoye na...tobe kichu kichu jinis sotti ee purono hoye jaye....phele asha prem, phele asha raat, phele asha somoy, apnar ei gaan sei purono kotha gulo mone koriye dilo....amar pronam neben sir...and Merry Christmas in advance❤bhalo thakben
Eto opekkha koralen amader..apnar voice e notun gaan wid puruno bondhu..khub khub khub bhalo laglo
আপনার কন্ঠে সমস্ত পুরনো জিনিসের প্রতি, সহজ সরল জিনিসের প্রতি নতুন করে ভালোবাসা জন্মায়...❤️❤️ আমাদের জেনারেশনের সমস্ত কৈশোর জুড়ে আপনি বিরাজমান... শীতের দুপুরে এ যেন অদ্ভুত এক মায়া... সুস্থ থাকুন স্যার 🙏
Darun.....tomar chintabhabna borabori alada......pranam nio dada
ভীষণ ভাল লেগেছে অঞ্জন দা। ❤️🥰☺️☺️🌛
Revolver রহস্যতে অপূর্ব সময় গানটা দিয়েছেন। অপূর্ব গানটা। আজ দেখলাম সিনেমা টা,এরম আরো কয়েকটা বানান, দেখব আবার ও।
সেই পুরোনো ভালোবাসার কন্ঠ, আগের মতোই আছে। অসম্ভব সুন্দর !
Offffff Anjan Da ki r bolbo ek buk bhalobasa niyo🖤🖤🖤🖤
Heart Touching Salute ......................Love,Love, Love...............................Love
গলাটা এখনও সেই বেলা বোস কে ফোন করার মত আছে।
নস্টালজিয়াতে ভুগছেন আমাদের ও ভোগাচ্ছেন।একদিন অঞ্জন দত্ত ও মন খারাপ করা সুরের গান আর গাইবেন না। আমাদের মন খারাপ কিন্ত কাটবে না।কালো সানগ্লাস, সিগারেট পুরনো গিটার পুরনো শহর আর কলকাতার আকাশের তারা...
ভালো থেকো বেলা বোস,ভালো থেকো অঞ্জন দত্ত।
সব কি পুরনো হয় অঞ্জনদা? তবে গানটা শুনে কলিজাটা মোচড়ালো।
Khub sundor hoyeche sir... koto purono kotha mone pore jacche sunte sunte
এই কণ্ঠস্বরটাই চাবিকাঠি। কত প্রজন্ম যে বেঁচে রয়েছে শুধু এই কণ্ঠ জেগে থাকার জন্যে, তার ইয়ত্তা নেই। স্বপ্ন দেখানো জিইয়ে রাখার জন্য ধন্যবাদ। 🌙🙂
Welcome back Sir.Apnar gaan shunei boro howa.Apnar gaan shunei nijer koto dukkho koshto periye eshechi ta ami e jani.Ei gaan er jogot bole noy kintu nijer jiboneo baar baar ghurey daranor shahosh peyechi apnar gaan gulo shuney.Amar gaan er ei chotto jogot tateo apni ojantei onek boro akta part.Thank you so much for being such a crucial part in my life journey so far.Ei gaan ta shotti e khub bhalo laglo.Shustho thakben,bhalo thakben Sir.
নস্টালজিয়া আপনার গানে ফিরে ফিরে আসে। এখানেও এসেছে। তবে মনে হলো নস্টালজিয়া-র বয়স-ও বেড়েছে। মজার কথা, তিরিশ বছর আগে মনে হত আপনার গান আমার কথা বলছে, এখনো তাই মনে হচ্ছে। অর্থাৎ, শরীর বাড়লেও আপনার মন এখনো মধ্য তিরিশের। চালিয়ে যান। ভালো থাকবেন।
অনেকদিন পর শুনলাম তোমার গান অঞ্জন দা। খুব ভালো।
Anjan Da is back with a bang. Amit Dutt ke dekhe bhalo laglo. Asadharan guitarist. Neel is superb like always
Daarun! Anjan Da is evergreen.
Apni ageless Sir...apni chilen , achen ,thakben, kolkatar tramer moto... 🙏
Anjan Dutta konodin o purono hotey parena amar kachhey. Love you Sir from the core of my heart. Pronam neben Sir.
❤️❤️❤️❤️
th-cam.com/video/weUlaV0dyjE/w-d-xo.html
Sir amra bhaira miley apnar akta chirokalin hridoyer ontor chhuye jaoa gaan khudro prochestay bhalobese geyechhi❤️❤️Pronam neben Sir
Anjanda notun upohaar r jonnno dhonnobaad. Aaj onek din por tomar gaan shune mone pore gelo school life r sei tomar gaan shune prothom prem e pora. Bhalo lagar chowa mone r rongin sopno dekhte sekha. Time Machine ache kina jana nei kintu chokh bondho kore tomar gaan shunle sei din gulo phire paai. Ei bhabei pashe theko mon juriye jao r onek enek bhalobasha niyo
আমার বন্ধু আমায় এই গানটা প্রথম শোনায়। সেই থেকে এই গানটাই মনে ভাসছে।
অসাধারণ।
লিরিক্স সুর সব মিশিয়ে দারুন একটা ব্যাপার হয়েছে। গানটা একসাথেই যেনো আমাদের সামনেই তৈরি হচ্ছে, মাঝের ওই মেটাফিকশনের মতো ব্যাপারটা দারুন লেগেছে আমার।
অলস সময়, নিরিবিলি সিগারেট আর আপনার এই গান ।❤️❤️
Osam ....sei purano chotobelar sriti
Osadharon ....gaanta sararaat choluk....
Bhalo laglo...making ta bhalo...tuk kore puro gaan ta rewind kora holo...good concept..
সব কিছু পুরোনো হয়ে যায় শুধু সত্যিকারের প্রেম চিরদিন নতুন থেকে যায়। মনের আকাশে সে ছাড়া আর কেই বা থাকবে?
আপনার গানে নিজেকে খুঁজে পাই।
All time best onar kono kotha hobe na
Ai gaan live sunechi ...aladai ...apnar para, apnar Bari, Rasta , apnar sohor tkae dekte gechilam, ...apnar Bari ta dekhlam..but apnar pelam na sir ....it's really great to see how you have expressed your love towards your city...
যেরকম গানের কথা. হারিয়ে গেলাম পুরো... অঞ্জন দা অনেক ধন্যবাদ এভাবে আমাদের বাঁচিয়ে রাখার জন্যে... আমাকে ক্ষমা করবেন আপনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করলাম
Asadharon editing…khub bhalo laglo Anjan da ❤️❤️❤️
অসাধারন অসাধারন অসাধারন । ❤️🎼🎸🎵🎹🎶🎙️🤘😎
Aha keya baat.. thank you so much sir.. thank you Neel for this
বরাবর ই মুগ্ধ হই আপনার গান শুনে।
আপনার মত করে সহজ কথা গুলো এতো সহজভাবে আর কেউ ই বলতে পারে না
💌💌💌
আমার বেড়ে ওঠার চিরসঙ্গী।অঞ্জন দত্তের গান।
অঞ্জন দত্তের গান মানেই একটা বেশ নেশালো আমেজ। উফফফ দারুন❤️ ভালো থাকুন সর্বদা
sei voice sei sur sei golden songs memories fire pelam.. sir aro chai notun line notun sur notun gan.
আবার কতো দামী অনুভুতি হয়ে যাবে সস্তা😊❤️
সুন্দর লাগলো , ছোট বেলার সব মনে পরে যাই ,
আরো শুনতে চাই , ভালো থাকবেন
সেই ফ্লেভার...সেই স্বাদ...সেই অঞ্জন !
Sir,, আপনি চিরকালই সেরা,,,,
পুরোনো স্বপ্ন নতুন করে দেখা যায়,,,❤️❤️❤️🙏🙏🙏
Alada e Ekta feel hy..apna k sunle...valo thakben sir..
Bidhan Nagar Government High school er students reunion er function e ekbaar apnar live performances dekhechilam 98 mone hoy. Merry Ann amar bhalobasa ke redefine kore diechilo. Anek din pore abar sei Gola Sunlam. Bhalo thakben Sir.
পুরো মাখন... বন্ধু আর আড্ডা মানেই তুমি গুরু....
কালকে রাতেই আড্ডা হচ্ছিলো আমাদের 5জনের... সেখানে অঞ্জন ছাড়া আমরা অন্য কিছুই ভাবতে পারিনি। আমাদের সব অন্য রকম ভাবনা গুলো তোমার কাছেই মিলে যায়। ভালোবাসা
একই সুরের বাঁক আর কতদিন।দুটো মানুষ এর মত গানের অপেক্ষায় ক্লান্ত হয় কান।
❤️
মন ছুঁয়ে যাওয়া আবার একটা সৃষ্টি।
অসময়ের, "ক্ষ্যাপা শহর" এর সুরটার সাথে মিল খুঁজছিলাম।
কিন্তু অন্তিমে এসে মনে পড়ে যায়, অঞ্জন দত্ত তো সেই অঞ্জন দত্ত'ই, সহজ সরল লিরিক্স মন ছুঁয়ে যাওয়ার।
সরলতার মিলতো সব জায়গাতেই থাকবে।
রেডিও-বয়সের গান-ভালোলাগা দীর্ঘজীবি হোক!.. ❤️❤️
সেই আমার পুরনো অঞ্জন দত্ত
শুধু নামটা..অঞ্জন দত্ত, ব্যাস!❤️
Your rediscovery keeps on inspiring us....
কৈশোরে ফিরে গেলাম। অসাধারণ স্যার
১দম অনন্য, অসাধারণ, অনবদ্য
এখনো পুরনো স্বপ্নের মাঝেই বাচি, ঠিক যেমন অঞ্জনের পুরনো গান শুনতে শুনতে নিজেও পুরনো হয়ে যাচ্ছি, তারপরই পুরনো সব কিছু আকড়ে ধরে থাকাতেই আনন্দ। অঞ্জনদা মাঝে মাঝে আমাদের এই অনুভূতি পাত্তা দিতে চান না, কিন্তু পুরনো চাঁদ আমরা এই পুরনো ফ্যানগুলো চোখ বন্ধ করে গিলে যাচ্ছি, তাই দিনের শেষে আমাদের জন্যেই এই গান নিয়ে এসেছেন। অঞ্জনদা, জানি আপনি সব মাধ্যম নিয়েই ব্যস্ত খুব, কিন্তু আমরা কিছু মানুষ তো শুধু আপনার গানের মাঝেই বেচে থাকার আশ্রয় খুঁজি।
Sei purono Anjan Dutta. Old is always gold. Respect from Siliguri sir....
অনেক অনেক চাঁদ আগে বাবার আনা ক্যাসেটে শুনেছিলাম আপনাকে। তখন আমি ক্লাস 4 কি 5। তারপর অনেক অনেক পথ চলা শেষে আপনাকে শোনে আমার ছেলে। কি বোঝে জানিনা। ক্লাস ওয়ান এ আপনাকে বোঝা সহজ নয়। কিন্তু আপনার রং পেন্সিল ওর খুব পছন্দ আর পছন্দ সিগারেট গান টি। তিন পুরুষ ধরে আমাদের আবিষ্ট করে রাখার জন্য আপনাকে ধন্যবাদ দাদা। আপনি আপনার পরিবার এই ভাবেই আবেশে আবেশে ভরিয়ে রাখুক আমাদের।
Oshadharonnnnn.....Anjan dutt is back