লাভার নদী || Lavar Nodi || Unplugged Song || Shonar Bangla Circus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • ...লাভার নদী ...
    আগ্নেয়গিরির নদী
    আমি পেরিয়ে এসেছি
    যেতে তোমার অবধি
    সময়কে থামিয়েছি
    থামিয়ে সব ঘড়ি
    তোমার ভেতর উড়ি
    পাথুরে নদীর নুড়ি
    জলের নিচেও পুড়ি
    ভেসে যাই নিরবধি
    জানিনা কোন মৃত্যুপুরী
    আমি প্রেমের প্রহরী
    জন্মি আবার যে মরি
    আলোতে তোমাকে দেখি
    তবু আছি পাতালপুরী
    দেখতে তোমার সে হৃদি
    আলো হয়ে জন্মি আর মরি
    শোনো তোমাকে বলি
    হে অনন্ত অশরীরী,
    আমার মৃত্যু তোমার বাড়ী
    তোমার কবরে বৃষ্টি হয়ে ঝরি
    আমি তবু থাকবো একাকী
    যে ভেতরে তার কাছেই থাকি
    তুমি কি বাইরের কেউ নাকি
    যে যেতে হবে তার নিরবধি!
    আমি জন্মান্তরের সেই পাখি
    যে উড়ি শুধু একাকিনী
    আমার ডানা যে শুধু তুমি
    তোমার প্রেমে পুড়ি আর উড়ি
    পুড়ি আগুনের নদীতে পুড়ি
    গলে যায় ডানা যেনো মোমবাতি
    আবার তোমার অন্ধকারে জ্বলি
    তুমি যে কখনো দেখোনি তোমার মুখই
    #shonarbanglacircus

ความคิดเห็น •