এইসব ভিডিও যে বা যারা দেখতে আসে।তারা হয়ত জ্ঞানী বা জ্ঞানী হওয়ার পথে আছে। somrat ভাই চালিয়ে যান,,,, আপনার ভিডিও যে বা যারা দেখে তারা সবাই হিরা সর্ণ জহরত।আর আপনি একজন খাঁটি সোনা।❤❤❤❤ সম্রাট ❤❤ভাই।
"I know I am intelligent, because I know that I know nothing." - Socrates One of my most favourite quotes. May be it isn't too deep but the humbleness it carries is great.
That’s is so nice of you, Bhaia! Really means a lot. Glad that you liked it 😊 Let’s stay connected and will expect your feedback in the future videos ✅
I used to love Socrates in my student life. He was very honest and knowledgeable. One of his philosophies "Know thyself" which means "Know or understand yourself" inspired me a lot to dig deeper into myself.
Very very true, Bhaia 😊 I like this quote a lot. Socrates was indeed a turning point! অনেক ধন্যবাদ ভাইয়া ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ! 😊 Subscribe করে রাইখেন। Plato নিয়ে আমার আরো ভিডিও অবশ্যই আসবে। আপনার যদি কোনো specific topic নিয়ে জানতে ইচ্ছে করে, জানাতে পারেন। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।🙌
দর্শনের ছাত্রী ছিলাম অনেক কিছু জানি আরও নতুন কিছু জানলাম।বিশেষ করে ছবির ব্যাখ্যাটা ভালো ছিলো ধন্যবাদ। সক্রেটিস এর চিন্তার সাথে নবী রসুলদের চিন্তার বেশ মিল পাওয়া যায়।
@@RahmanRahman-gr1vbyou should know the proper histry first then you can eligible to comment. Please Don't say this type of cheap word and Don't prove you are uneducated, illiterate, cursed. At the same time you should respect the believe of a large number of peoples at least. By the way you already proved that either you are uneducated or drug addict.
সক্রেটিসের নামে যে কথা,বাণী ও গল্প বাজারে প্রচলিত আছে তা অবশ্যই জ্ঞানী মানুষদের জন্য চিন্তার খোরাক।তবে সক্রেটিসের ঐতিহাসিক অস্তিত্ব নিয়ে আমি সন্দিহান। অনেক সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
@@mysteriousmath3641 সক্রেটিস আসলেই ছিলেন কি না, এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন তিনি সত্যিই ছিলেন। কারণ তার সম্পর্কে বেশ কয়েকজন প্রাচীন লেখক লিখে গেছেন। 1. প্লেটো: তার সবচেয়ে বিখ্যাত শিষ্য, যার Apology, Crito, Phaedo, Republic ইত্যাদিতে সক্রেটিসকে দেখা যায়। তবে প্লেটো অনেক জায়গায় সক্রেটিসের নামে নিজের মতবাদও বসিয়ে দিয়েছেন বলে অনেকে মনে করেন। 2. জেনোফন: সৈনিক এবং ঐতিহাসিক, যিনি Memorabilia ও Apology-তে সক্রেটিসের কথোপকথন লিখেছেন, কিন্তু তার বর্ণনা তুলনামূলকভাবে কম গভীর। 3. অ্যারিস্টোফেনিস: গ্রিক কমেডি লেখক, যিনি The Clouds-এ সক্রেটিসকে একপ্রকার সোফিস্ট (Sophist) হিসেবে দেখিয়েছেন, যদিও সক্রেটিস নিজে সোফিস্টদের সমালোচনা করতেন। 4. অ্যারিস্টটল: তিনি প্লেটোর ছাত্র, কিন্তু সক্রেটিস মারা যাওয়ার পরে জন্মেছিলেন (৩৮৪ BCE, যেখানে সক্রেটিস মারা যান ৩৯৯ BCE)। ফলে তিনি সরাসরি সক্রেটিসকে দেখেননি, তবে তার লেখা থেকে সক্রেটিসের কিছু ধারণা পাওয়া যায়। তাই, যদিও সক্রেটিস নিজে কিছুই লেখেননি, এতজন মানুষ তার সম্পর্কে লিখেছেন যে, তাকে কাল্পনিক চরিত্র বলা কঠিন। তবে আমরা যে সক্রেটিসকে চিনি, সেটা পুরোপুরি Plato’s Socrates নাকি বাস্তব সক্রেটিস, সেটা নিয়েও সন্দেহ আছে।
That is so nice of you, Bhaia! Really means a lot ✅ কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন। ❤️
আজ প্রথম হটাৎ সামনে আসছে তাই দেখলাম কারণ ফিলোসোফি জানার আগ্রহ অনেক। আর বাংলা তে এতো সুন্দর উপস্থাপন কেউ করবে জানা ছিলো না, ভিডিও ২০ সেকেন্ড হওয়ার আগেই সাবস্ক্রাইব করেছি কারণ ভবিষ্যতে অনেক কিছু জানতে পারবো আপনার চ্যানেল থেকে,শুভকামনা ❤
That’s so nice of you! Glad that you liked it. Hope you will the other videos this channel as well. Share your feedback and topics recommendations ❤️ Many thanks!
@somrat101 appreciate your work so much quality. Socrates is underrated, especially since his thoughts were ahead of his time. You should try to make a series about Socrates and his brave actions. Mr somrat going to be the next big thing on TH-cam.
অসাধারণ ভাইয়া। আমি অবশ্যই soul is immortal এই কথায় বিশ্বাসী। আমার soul আপনার আর জটাংকের ভিডিও দেখে আনন্দিত হয়। অন্য কোথাও এই আনন্দ পায় না। শুধু সক্রেটিসের মতো মানুষজন ই আমাকে আনন্দিত করতে পারে। দয়া করে আপনাদের এই প্রয়াস চলমান রাখবেন 🙏।
দার্শনিক সক্রেটিস সম্পর্কে বিস্তারিত জেনে অনেক উপকৃত হলাম। সোশ্যাল মিডিয়া জগতে কত কিছুই প্রচার হয় শিক্ষা ,জ্ঞান গান বাজনা,সংবাদ প্রচার, পাগলামি ইত্যাদি ইত্যাদি শিক্ষার এইরকম ভিডিও গুলো যখন পাই তখন মনে হয় এই শিক্ষাটা না নিয়ে এই ভিডিওটা না দেখে এখান থেকে যায় যাই হোক আপনার এই ভিডিও দেখে অ্যাপোলজি বইটা সম্পর্কে ধারণা পেলাম বইটি আমি পড়বো। ধন্যবাদ
ভাই, আপনার কন্টেন্ট টা অত্যন্ত দারুণ হয়েছে। তবে একটা সাজেশন বা আর্জি জানাবো, ভবিষ্যতে যখন আপনার কন্টেন্ট ছড়িয়ে পড়বে, (কারণ আমার বিশ্বাস তা হবে), তখনও আপনি ট্রেন্ডে পড়ে না গিয়ে এখনের মতোই গভীরভাবে পড়াশোনা করে প্রকাশ করবেন। দশটা রেগুলার কন্টেন্ট থেকে একটা ভালো কন্টেন্ট ভালো। Best of luck.
প্লেটো তার রিপাবলিক বইয়ে গণতন্ত্রের কি ধরণের সমালোচনা করে গেসে এটা নিয়ে একটা ভিডিও বানাইয়েন, প্লিজ ভাই। ❤️ আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা। প্লিজ ভাইয়া রিপাবলিক গ্রন্থের উপর একটা ভিডিও দিয়েন।
আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট । ভিডিওটি সামনে আসতে দেখলাম। এবং বলতে চাই 'ধন্যবাদ '। আর যদি অনুরোধ রাখেন এমন আরও ভিডিও দিয়েন। অ্যারিস্টোটল, প্লেটো, আলেকজান্ডার এমন আরো মনীষীদের নিয়ে
Thanks a lot, Bhaia! Really means a lot. I will definitely make more videos like this ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ছবিগুলো মানে আগে বুঝতে পারতাম না।তবে আপনার বিশ্লেষন দেখে অনেক কিছু জানতে পারলাম। অসাধারণ! ❤ বিখ্যাত ছবির বিশ্লেষন নিয়ে এমন আরো অনেক ভিডিও তৈরির অনুরোধ রইল।🙏
Definitely, soon! অনেক ধন্যবাদ ভাইয়া ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
অনেক ধন্যবাদ ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন। You can check out the other video in this channel as well ✅
Amazing 😊 Glad to know that! অনেক ধন্যবাদ| Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
I am a teenage boy with a mindset deeply aligned with Socratic philosophy. I have a profound interest in philosophy and strive to think beyond conventional boundaries. However, I often feel unrecognized because people fail to appreciate the value of my unconventional mind.
Thanks for your comment here! Glad to know that you have a keen interest in philosophy. Let’s keep in touch and learn and grow together 😊 Welcome to my channel. Share your feedback and topics recommendations.
@@somrat101 Thank you so much for the warm welcome! I am really feeling amazing that in this era, where people make weird videos, you're on the right track. I am excited to connect, share insights, and learn together. Looking forward to meaningful discussions on philosophy and beyond. Wishing your channel great success! 😊 How about a topic on 'Traditional Perspectives vs Real-World Realities Insights from Philosophers'? It could explore how classical philosophical views compare or contrast with modern-day practical realities
একজন নবী যে দায়িত্ব নিয়ে দুনিয়াতে আসেন তার অনেক কাজই উনার সাথে মিলে যায়। সম্ভাবনা অনেক প্রবল যে উনি নবী ছিলেন। কওমি মাদ্রাসার অনেক প্রবীণ আলেম থেকে উনার নবী হওয়া সম্পর্কে সম্ভাবনা আছে বলে শুনেছি।
@@tamin991 হাদিস ও কোরআনে মাত্র ২৫ জন নবীর নাম উল্ল্যেখ আছে। আর সকল জামানায় ইবাদাত আমাদের সময়ের মত ছিলনা। সে খেতে শত ভাগ নিশ্চিত না হলেও যে সকল বর্ণনা পাওয়া যায় তা বিবেচনায় আনলে নাবী হওয়া সম্ভব।
This is a very valid point. I thank you for that. But I was trying to understand what do you believe irrespective of my discussion/proof. That’s why I asked ❤️ I will try to explain these kinds of things in future videos when I will discuss mind, body, consciousness, free will, and philosophy of science 😊 I value your comment and logical way of thinking! Let’s stay connected. We will definitely talk again 😊
আপনার ফিলোসফির প্রতি আগ্রহ দেখে সত্যিই ভালো লাগল। আপনি যেহেতু ফিলোসফি নিয়ে পড়াশোনা শুরু করতে চান, আমি বিশেষভাবে “Sophie's World” বইটি সাজেস্ট করব। এটি জোস্টেইন গার্ডার লিখেছেন এবং এটি ফিলোসফি প্রাথমিক বিষয়গুলো বুঝতে অসাধারণ এক বই। “সোফিস ওয়ার্ল্ড” মূলত একটি কিশোরী মেয়ের গল্প, যে একটি রহস্যময় চিঠি পেয়ে দর্শনের জগতে প্রবেশ করে। বইটি প্রাচীন গ্রিসের ফিলোসফি থেকে শুরু করে আধুনিক ফিলোসফির মূলধারা পর্যন্ত পাঠককে নিয়ে যায়। সহজ ভাষায় লেখার কারণে এটি নতুন পাঠকদের জন্য অত্যন্ত উপযোগী। এখানে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল থেকে শুরু করে রেনেসাঁ এবং আধুনিক যুগের দার্শনিক চিন্তাগুলো ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে। আপনার যদি ইংরেজি বা বাংলায় বইটি পড়ার সুযোগ থাকে, অবশ্যই শুরু করুন। এটি আপনার মধ্যে ফিলোসফির প্রতি আরও গভীর আগ্রহ তৈরি করবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। শুভ কামনা রইল!
@ here are few of my favourite books: 1. Sophie’s World - Jostein Gaarder 2. Man’s Search for Meaning - Viktor Frankl 3. The Denial of Death - Ernest Becker 4. Apology - Plato 5. The Republic - Plato 6. Nicomachean Ethics - Aristotle 7. Meditations - Marcus Aurelius 8. On the Shortness of Life - Seneca 9. Letters from a Stoic - Seneca 10. The Myth of Sisyphus - Albert Camus 11. Being and Time (abridged edition) - Martin Heidegger
I saw this content and thanks for the detailed narration. Keep it up, hope you will enlighten us with more informative content like this. Best... soul never dies..
Thank you so much for your comment, bhaia! Your feedback means a lot to me. What topics would you like to see in the future? Subscribe and stay connected, bhaia! ❤️
That is so nice of you, Bhaia. Means a lot. Definitely I plan to make more videos on great philosophers 😊 Share if you have any favourite philosophers or any recommended topics ✅
Soul মানে মন বা আমার মনের চিন্তা ,কোনো বিষয় এ দৃষ্টি ভঙ্গি যাহা আমার আচরণ এ প্রকাশ পায়,মৃত্যুর পরেও মানুষের মধ্যে প্রভাব ফেলে .তাই soul immortal . আমি এভাবেই বুঝি।
আমি বিশ্বাস করি মানুষের Soul immortal 🙂
আপনার কি মনে করেন?
yes soul are immortal 🙂
@@SafayatMahbub❤❤
yes immortal
আমি বিশ্বাস করি মানুষের soul immortal
আত্মার কোন ধ্বংস নেই, আল্লাহ তায়ালা বলেছেন চিরস্থায়ী থাকবে হয় জন্নাতে অথবা জাহান্নামে।
এইসব ভিডিও যে বা যারা দেখতে আসে।তারা হয়ত জ্ঞানী বা জ্ঞানী হওয়ার পথে আছে। somrat ভাই চালিয়ে যান,,,, আপনার ভিডিও যে বা যারা দেখে তারা সবাই হিরা সর্ণ জহরত।আর আপনি একজন খাঁটি সোনা।❤❤❤❤ সম্রাট ❤❤ভাই।
Ore baba re! Thanks a lot bhaia ❤️
Really means a lot ✅
Dooa koiren bhaia 😊 Kotha hobe, In Sha Allah 👍
দোয়া রইল ভাই,,
Love ❤️ From Sylhet Bangladesh,
Apnar email ta deyen,
@ Sylhet kothay apnar basha bhaia? Ami 1year chilam😊
@ somrat.abdullah.mamun@gmail.com
দর্শন এর অসাধারণ ঘটান গুলো জানার জন্য এই চ্যানেল বেস্ট 🙂
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
আরে, এই রকম একটা চ্যানেলই তো খুঁজতেছিলাম এতদিন ধরে। কাজের জিনিস পেয়ে গেছি। 🎉🎉
Many thanks, Bhaia 😊
Means a lot ❤️
"I know I am intelligent, because I know that I know nothing."
- Socrates
One of my most favourite quotes. May be it isn't too deep but the humbleness it carries is great.
Yeah true! I explained that in this video!
th-cam.com/video/HLMvWd0Aodw/w-d-xo.htmlsi=U_81v7Ud-nn8cyI_
can't believe bangladeshi people are making this quality and good contents! definitely diserves more appreciation!
That’s is so nice of you, Bhaia! Really means a lot. Glad that you liked it 😊
Let’s stay connected and will expect your feedback in the future videos ✅
এগুলাকেই বলে কন্টেন্ট।আপনার কন্টেন্ট অসাধারন।অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@@somrat101তুই বারা একটু বেশি আজাইরা বকিস
মাত্র কয়েকদিন আগে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি। দর্শন শেখান জন্য এমন কোন সোর্স সত্যিই অনেক খুঁজেছি এত বছর, অবশেষে!
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
I used to love Socrates in my student life. He was very honest and knowledgeable. One of his philosophies "Know thyself" which means "Know or understand yourself" inspired me a lot to dig deeper into myself.
Very very true, Bhaia 😊
I like this quote a lot. Socrates was indeed a turning point!
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@@DilrubaRose-vp3de Right 👍
ফিলোসফি বিষয়ে এমন ভিডিও খুঁজছিলাম হঠাৎ সামনে চলে আসে আজকে খুব ভালো লাগলো। প্লেটো ও বিষয়ে ভিডিও আরো চাই।
আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ! 😊 Subscribe করে রাইখেন।
Plato নিয়ে আমার আরো ভিডিও অবশ্যই আসবে। আপনার যদি কোনো specific topic নিয়ে জানতে ইচ্ছে করে, জানাতে পারেন। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।🙌
দর্শনের ছাত্রী ছিলাম অনেক কিছু জানি আরও নতুন কিছু জানলাম।বিশেষ করে ছবির ব্যাখ্যাটা ভালো ছিলো ধন্যবাদ। সক্রেটিস এর চিন্তার সাথে নবী রসুলদের চিন্তার বেশ মিল পাওয়া যায়।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Nobi rasuler chinta chilo shudhu narishongo, bohu bibaho,shishu bibaho, dashivl 13:46 shohobash
নবীর সব খারাপ, ভালো করে দেখানো হয়েছে। মানে শয়তান হয়েছে নবী আর নবীর চরিত্র দেখানো হয়েছে শয়তান নামে।
@@RahmanRahman-gr1vb you must start your own yt channel (/any platform) & spread your knowledge widely 😂😂
@@RahmanRahman-gr1vbyou should know the proper histry first then you can eligible to comment. Please Don't say this type of cheap word and Don't prove you are uneducated, illiterate, cursed. At the same time you should respect the believe of a large number of peoples at least. By the way you already proved that either you are uneducated or drug addict.
অন্যদিনের মতো আজকে মুখ দিয়েও আর কোন প্রশ্ন বের হচ্ছে না | ভিডিওটা অস্থির ছিলো এতটুকুই এক বাক্যে বলতে পারি | 💝💝💝
Many thanks, Bhaia ❤
Means a lot ✅
এই ha ha reels এর যুগে এত সুন্দর একটা কন্টেন্ট এর জন্য ধন্যবাদ ভাইয়া
অনেক ধন্যবাদ!
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
সক্রেটিসের নামে যে কথা,বাণী ও গল্প বাজারে প্রচলিত আছে তা অবশ্যই জ্ঞানী মানুষদের জন্য চিন্তার খোরাক।তবে সক্রেটিসের ঐতিহাসিক অস্তিত্ব নিয়ে আমি সন্দিহান।
অনেক সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
@@mysteriousmath3641 সক্রেটিস আসলেই ছিলেন কি না, এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন তিনি সত্যিই ছিলেন। কারণ তার সম্পর্কে বেশ কয়েকজন প্রাচীন লেখক লিখে গেছেন।
1. প্লেটো: তার সবচেয়ে বিখ্যাত শিষ্য, যার Apology, Crito, Phaedo, Republic ইত্যাদিতে সক্রেটিসকে দেখা যায়। তবে প্লেটো অনেক জায়গায় সক্রেটিসের নামে নিজের মতবাদও বসিয়ে দিয়েছেন বলে অনেকে মনে করেন।
2. জেনোফন: সৈনিক এবং ঐতিহাসিক, যিনি Memorabilia ও Apology-তে সক্রেটিসের কথোপকথন লিখেছেন, কিন্তু তার বর্ণনা তুলনামূলকভাবে কম গভীর।
3. অ্যারিস্টোফেনিস: গ্রিক কমেডি লেখক, যিনি The Clouds-এ সক্রেটিসকে একপ্রকার সোফিস্ট (Sophist) হিসেবে দেখিয়েছেন, যদিও সক্রেটিস নিজে সোফিস্টদের সমালোচনা করতেন।
4. অ্যারিস্টটল: তিনি প্লেটোর ছাত্র, কিন্তু সক্রেটিস মারা যাওয়ার পরে জন্মেছিলেন (৩৮৪ BCE, যেখানে সক্রেটিস মারা যান ৩৯৯ BCE)। ফলে তিনি সরাসরি সক্রেটিসকে দেখেননি, তবে তার লেখা থেকে সক্রেটিসের কিছু ধারণা পাওয়া যায়।
তাই, যদিও সক্রেটিস নিজে কিছুই লেখেননি, এতজন মানুষ তার সম্পর্কে লিখেছেন যে, তাকে কাল্পনিক চরিত্র বলা কঠিন। তবে আমরা যে সক্রেটিসকে চিনি, সেটা পুরোপুরি Plato’s Socrates নাকি বাস্তব সক্রেটিস, সেটা নিয়েও সন্দেহ আছে।
@@somrat101 ❤️🖤
Thanks!
আমি ধন্য যে এসব জ্ঞান আমি বাংলা ভাষায় খুব সুন্দর ভাবে আহরণ করতে পারতেছি, আপনাকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা সম্রাট ভাইয়া, এগিয়ে যান ভাইয়া😊
That is so nice of you, Bhaia! Really means a lot ✅
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন। ❤️
এই চ্যানেলে এটা আমার প্রথম দেখা ভিডিও। প্রথম ভিডিওতেই Siuubscribe করতে বাধ্য করেছেন ❤️
Good Luck❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
আজ প্রথম হটাৎ সামনে আসছে তাই দেখলাম কারণ ফিলোসোফি জানার আগ্রহ অনেক। আর বাংলা তে এতো সুন্দর উপস্থাপন কেউ করবে জানা ছিলো না, ভিডিও ২০ সেকেন্ড হওয়ার আগেই সাবস্ক্রাইব করেছি কারণ ভবিষ্যতে অনেক কিছু জানতে পারবো আপনার চ্যানেল থেকে,শুভকামনা ❤
That’s so nice of you! Glad that you liked it. Hope you will the other videos this channel as well. Share your feedback and topics recommendations ❤️
Many thanks!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার জ্ঞানের কথা শুনতে ভালো লাগে। এই ধরনের ভিডিও প্রকাশক করার জন্য আন্তরিক ভাবে অনুরোধ রইল।।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
অবশ্যই আত্মা অবিনশ্বর। আমরা শুধু যায়গা পরিবর্তন করি মাত্র। ফিজিক্সের ভাষায় যেটা ডাইমেনশন
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Though I am a PCM student, I love to explore historical mysteries,
And this is the best channel which I can find.😊
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
As a student of political science i admire you. Well researched and well presented. Good job somrat vhai❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@somrat101 appreciate your work so much quality. Socrates is underrated, especially since his thoughts were ahead of his time. You should try to make a series about Socrates and his brave actions. Mr somrat going to be the next big thing on TH-cam.
This is real you tube video ,thank you sir for this ,as a student of English literature this video is very helpfull for me .❤❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ভাইয়া, ভিডিওটা অনেক অসাধারণ হয়েছে। আপনি অনেক সাবলীল ভাষায় বর্ণনা করে বুঝানোর চেষ্টা করেছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
অসাধারণ ভাইয়া। আমি অবশ্যই soul is immortal এই কথায় বিশ্বাসী। আমার soul আপনার আর জটাংকের ভিডিও দেখে আনন্দিত হয়। অন্য কোথাও এই আনন্দ পায় না। শুধু সক্রেটিসের মতো মানুষজন ই আমাকে আনন্দিত করতে পারে। দয়া করে আপনাদের এই প্রয়াস চলমান রাখবেন 🙏।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
এই শিক্ষাটাই আরও বহুগুণে পরিশীলিত ও পরীক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলাম। কিন্তু সেই অমোঘ সত্য শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে রয়েছি।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Faltu katha. Islam sudhu dharsok r terorist toiri kre.
দার্শনিক সক্রেটিস সম্পর্কে বিস্তারিত জেনে অনেক উপকৃত হলাম।
সোশ্যাল মিডিয়া জগতে কত কিছুই প্রচার হয় শিক্ষা ,জ্ঞান গান বাজনা,সংবাদ প্রচার, পাগলামি ইত্যাদি ইত্যাদি
শিক্ষার এইরকম ভিডিও গুলো যখন পাই তখন মনে হয় এই শিক্ষাটা না নিয়ে এই ভিডিওটা না দেখে এখান থেকে যায়
যাই হোক আপনার এই ভিডিও দেখে অ্যাপোলজি বইটা সম্পর্কে ধারণা পেলাম
বইটি আমি পড়বো।
ধন্যবাদ
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ধন্যবাদ
Yes soul is immortal❤ - the great poet Milton also believed as he said that the soul remains invincible.😊
Wow! Thanks a lot, Bhaia!
This is a good one ❤️
One of the best video I've ever seen in Internet. ❤❤
A lot of love to you ❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Trust me brother..one day this channel will grow ❤️and you are going a great job i love the way you explained things ❤️really great
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ভাইয়া সেরা ভিডিও , ডিফ্রেন্স ডিফ্রেন্স ইতিহাস গল্পের মতো তুলে ধরার জন্য ।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ভাই, আপনার কন্টেন্ট টা অত্যন্ত দারুণ হয়েছে। তবে একটা সাজেশন বা আর্জি জানাবো, ভবিষ্যতে যখন আপনার কন্টেন্ট ছড়িয়ে পড়বে, (কারণ আমার বিশ্বাস তা হবে), তখনও আপনি ট্রেন্ডে পড়ে না গিয়ে এখনের মতোই গভীরভাবে পড়াশোনা করে প্রকাশ করবেন। দশটা রেগুলার কন্টেন্ট থেকে একটা ভালো কন্টেন্ট ভালো। Best of luck.
This is an incredibly powerful advice, Bhaia! Really means a lot ❤️ Feedback diyen. Bhalo thakben. Kotha hobe In sha Allah ✅
Great initiative, keep it up, brother!represent the ancient historical documentary to Public level.May Allah bless you. Take love.
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
প্লেটো তার রিপাবলিক বইয়ে গণতন্ত্রের কি ধরণের সমালোচনা করে গেসে এটা নিয়ে একটা ভিডিও বানাইয়েন, প্লিজ ভাই। ❤️ আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা। প্লিজ ভাইয়া রিপাবলিক গ্রন্থের উপর একটা ভিডিও দিয়েন।
It’s totally traumatize story,,,,,,,,,,
Thank you so much brother,,, ❤❤❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
প্লেটোর রিপাবলিক নিয়ে একটা ভিডিও করেন। ভালো কন্টেন্ট👍
Khub taratari, In sha Allah, bhaia ❤️
Many thanks for your recommendation ✅
অসাধারণ উপস্থাপনা ভাই,
আপনি আসলেই খাটি মনি মুক্তা।❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@somrat101 ইনশাআল্লাহ।
❤️🥰❤️
অনেক মূল্যবান তথ্য জানলাম,, সক্রেটিস এর কথা 80% অথবা এর থেকে বেশী ইসলামী দৃষ্টিকোণ এবং ইসলামী চিন্তাধারার সাথে মিলে, এই জন্য বেশি ভালো লাগতেছে। ❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
বাংলায় ফিলোসোফি জনপ্রিয় হচ্ছে দিন দিন,, আপনার ভিডিও খুবই মান সম্পন্ন
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Wow. Great video brother. I'm so impressed. You just gained yourself a subscriber. Keep up with the good work!
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
this is truly nice content! hats off
That is so nice of you, Bhaia ❤️
Means a lot ✅
আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট । ভিডিওটি সামনে আসতে দেখলাম। এবং বলতে চাই 'ধন্যবাদ '। আর যদি অনুরোধ রাখেন এমন আরও ভিডিও দিয়েন। অ্যারিস্টোটল, প্লেটো, আলেকজান্ডার এমন আরো মনীষীদের নিয়ে
Thanks a lot, Bhaia! Really means a lot. I will definitely make more videos like this ❤️
Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
আমাদের সনাতন ধর্মের একটি মূল কথা হচ্ছে " দেহর মৃত্যু হয় কিন্তু আত্মার কোন মৃত্যু হয় না " ॐ
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@somrat101 আপনাকেও অনেক ধন্যবাদ এতো সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য! 💙
@ Bhalo thakben! Kotha hobe 😊
In ISLAM "soul" is immortal
Dog,Cat,Pig etc theory niye ki bolben???????😮😮
O My God! Outstanding explanation.
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
অসাধারণ ভাই ❤, বাংলাদেশেও ফিলোসোফির উপর কেউ এইরকম অসাধারণ কথা বলে দেখে ভালো লাগলো। এতদিন ভারত ও পাকিস্তানের ভিডিও দেখলাম ফিলোসোফির উপর।
Many thanks, Bhaia.
Means a lot ❤️
ছবিগুলো মানে আগে বুঝতে পারতাম না।তবে আপনার বিশ্লেষন দেখে অনেক কিছু জানতে পারলাম। অসাধারণ! ❤
বিখ্যাত ছবির বিশ্লেষন নিয়ে এমন আরো অনেক ভিডিও তৈরির অনুরোধ রইল।🙏
Many thanks, Bhaia! Will definitely do. Glad that you liked it ❤️
@@somrat101 I'll be a girl, sister.
@ opps! Sorry apu! Missed it. Excuse me for that. But nice to meet you 😊
@@somrat101 Painting taar Title?
আপনার ভাষা খুবই সাবলীল ❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@@somrat101ভাইয়া "গণতন্ত্র" এই টপিকে ভিডিও বানাতে পারেন।
@ in sha Allah 😊
খুব সুন্দর ও সাবলীল উপস্থাপনা। ❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
গৌতম বুদ্ধের দর্শন নিয়ে একটা ভিডিও বানালে খুবই উপকৃত হতাম!
Definitely, soon!
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@@somrat101 Subscribe করেছি ভাইয়া।
ভীষণ সুন্দর এবং শিক্ষামূলক এই ভিডিও...👍🤗
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই 🙏🏻😊
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@somrat101 I've already subscribed your TH-cam Channel...😊
This is the Content. The man it creates and the man it watches both are in search of pure knowledge.
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ভাই নিয়মিত ভিডিও দেন।
এতো অপেক্ষা করতে ভালো লাগছে না।
Try kori, Bhaia! Time manage kora tough hoye jai. But I will try ❤
@@somrat101ভালোবাসা ভাই❤
@ ❤️
Shei to content🔥. First time dekhtesi
অনেক ধন্যবাদ ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
You can check out the other video in this channel as well ✅
@somrat101 Prothom ee subscribe koresi then video run korsi sir.
Keep making like this video.
@ 😊😊
আত্নার অমরত্ব সম্পর্কে ভিডিও করতে করবেন, এটা দারুন একটা টপিক।
In sha Allah, Bhaia 😊
@@somrat101 জন হিক এর philosophy of religion বই থেকে চমৎকার তথ্য পাবেন।
@@yeanurrahman4665 Ahh, nice! Thanks a lot. Pori nai ami. Definitely porbo. Apni porchen?
@@somrat101 হুম,, ৪র্থ বর্ষে আমার মূল পাঠ্য ছিল।দারুন বইটা
@ apni kothay and ki porchen?
O my God this is my theory. A good man will rewarded in this life or after death.this is first time i heard from you this also Socratis theory.
Amazing 😊 Glad to know that!
অনেক ধন্যবাদ| Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Socretis, plato, Aristotle somporke apnr sobgulo vidio kivabe pete pari?
@ apni amar channel er video gula dekhte thaken. Next video o Plato k niye. So ei channel e onek kisu paben 😊
আমি বিশ্বাস করি মানুষের soul immortal যার কোন ধ্বংস নাই যাকে আমরা ধর্মের ভাষায় নাফস বলি
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
শিক্ষনীয়, অসাধারণ। চালিয়ে যান ভাই।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
15:50 না। কারণ আপাতত কোন প্রমাণ নেই তাই বিশ্বাস করতে পারিনা। আমরা কোন কিছু অন্ধবিশ্বাস না করে তার প্রমাণ খুজার চেষ্টা করতে পারি।❤
Thanks a lot for your comment 😊
I am a teenage boy with a mindset deeply aligned with Socratic philosophy. I have a profound interest in philosophy and strive to think beyond conventional boundaries. However, I often feel unrecognized because people fail to appreciate the value of my unconventional mind.
Thanks for your comment here! Glad to know that you have a keen interest in philosophy. Let’s keep in touch and learn and grow together 😊
Welcome to my channel. Share your feedback and topics recommendations.
@@somrat101 Thank you so much for the warm welcome! I am really feeling amazing that in this era, where people make weird videos, you're on the right track. I am excited to connect, share insights, and learn together. Looking forward to meaningful discussions on philosophy and beyond. Wishing your channel great success! 😊 How about a topic on 'Traditional Perspectives vs Real-World Realities Insights from Philosophers'? It could explore how classical philosophical views compare or contrast with modern-day practical realities
@ definitely 😊 I am kind of setting the foundation for now and will eventually move towards that direction ✅
Thanks a tom for the recommendation.
আমাদের দেশের মানুষের অবস্থা এমন
Kemon Bhaia?
ভাইরে ভাই এইটা কি দেখলাম আমি।। এইরকম জ্ঞানই তো আমি খুঝতেছিলাম।।। ভিডিও নির্মাতা কে আমার অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@somrat101 সক্রেটিস এবং প্লাটো কে নিয়ে আরো ভিডিও চাই।।
@GolperShohor next video on Plato in sha Allah 😊
একজন নবী যে দায়িত্ব নিয়ে দুনিয়াতে আসেন তার অনেক কাজই উনার সাথে মিলে যায়। সম্ভাবনা অনেক প্রবল যে উনি নবী ছিলেন। কওমি মাদ্রাসার অনেক প্রবীণ আলেম থেকে উনার নবী হওয়া সম্পর্কে সম্ভাবনা আছে বলে শুনেছি।
তিনি কি তাওহিদ এর দাওয়ার দিয়েছিলেন?
@@tamin991 হাদিস ও কোরআনে মাত্র ২৫ জন নবীর নাম উল্ল্যেখ আছে। আর সকল জামানায় ইবাদাত আমাদের সময়ের মত ছিলনা। সে খেতে শত ভাগ নিশ্চিত না হলেও যে সকল বর্ণনা পাওয়া যায় তা বিবেচনায় আনলে নাবী হওয়া সম্ভব।
আমিও এমন কয়েকজনের কাছে শুনে ছিলাম
তাওহীদের দাওয়াত না দিলে নবি হবে কিভাবে
@@EngrMdFerdousAlam তিনি কি তাওহিদের দাওয়াত দিয়েছিলেন?আমার জানা মতে সকল নবি তাওহিদের দাওয়াত দিয়েছিলেন
you deserve millions of view’s for your amazing content!!
Many thanks, Bhaia 😊
Thanks for all the help and support ✅
Means a lot ❤️
10:31! আপনার দাবি যাদি হয় soul বলতে কিছু রয়েছে, তাহলে এই বিষয় এ প্রমান দিতে পারেন। তারপর আমারা আপনার প্রশ্ন নিয়ে চিন্তা করতে পারি
This is a very valid point. I thank you for that. But I was trying to understand what do you believe irrespective of my discussion/proof. That’s why I asked ❤️
I will try to explain these kinds of things in future videos when I will discuss mind, body, consciousness, free will, and philosophy of science 😊
I value your comment and logical way of thinking! Let’s stay connected. We will definitely talk again 😊
"To be or not to be" please discuss this in any content of yours. I have been finding the best explanation of this quote for years.
Hello sure, Bhaia 😊
Many thanks for the recommendation ✅
ভাই অবশেষে অপেক্ষার অবসান হলো।
ধন্যবাদ।।
Khushi hoichen, Bhaia?
Apnar request amar mathay chilo ❤️
@somrat101 হ্যা ভাই।
আপনার ভিডিও বেশ ভালো লাগে কারণ আপনার বোঝানোর দক্ষতা অত্যন্ত চমৎকার অ্যান্ড আপনার কন্টেন্ট ও।
@ thanks a lot, Bhaia! Next kono topic recommendations thakle boilen ❤️
Amazing video about a great man!
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Darun informative video ... thanks a lot ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
What a great explanation! ❤️
Wow! I really love these videos. Lots of love to you from the bottom of my heart. 🌹❤️
Thanks, Bhaia ❤️
এতো সুন্দর ভিডিও বানান! এক নিঃশ্বাসে পুরোটা দেখে ফেললাম ভাই। সাথে যদি কিছু সহজ বইয়ের নাম বলতেন দর্শন বুঝার জন্য তাহলে উপকৃত হতাম!
আপনার ফিলোসফির প্রতি আগ্রহ দেখে সত্যিই ভালো লাগল। আপনি যেহেতু ফিলোসফি নিয়ে পড়াশোনা শুরু করতে চান, আমি বিশেষভাবে “Sophie's World” বইটি সাজেস্ট করব। এটি জোস্টেইন গার্ডার লিখেছেন এবং এটি ফিলোসফি প্রাথমিক বিষয়গুলো বুঝতে অসাধারণ এক বই।
“সোফিস ওয়ার্ল্ড” মূলত একটি কিশোরী মেয়ের গল্প, যে একটি রহস্যময় চিঠি পেয়ে দর্শনের জগতে প্রবেশ করে। বইটি প্রাচীন গ্রিসের ফিলোসফি থেকে শুরু করে আধুনিক ফিলোসফির মূলধারা পর্যন্ত পাঠককে নিয়ে যায়। সহজ ভাষায় লেখার কারণে এটি নতুন পাঠকদের জন্য অত্যন্ত উপযোগী। এখানে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল থেকে শুরু করে রেনেসাঁ এবং আধুনিক যুগের দার্শনিক চিন্তাগুলো ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে।
আপনার যদি ইংরেজি বা বাংলায় বইটি পড়ার সুযোগ থাকে, অবশ্যই শুরু করুন। এটি আপনার মধ্যে ফিলোসফির প্রতি আরও গভীর আগ্রহ তৈরি করবে।
কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। শুভ কামনা রইল!
@somrat101 ধন্যবাদ ভাই। সোফির জগৎ বইটা পড়েছি আমি। চমৎকার লেগেছিল।
@ here are few of my favourite books:
1. Sophie’s World - Jostein Gaarder
2. Man’s Search for Meaning - Viktor Frankl
3. The Denial of Death - Ernest Becker
4. Apology - Plato
5. The Republic - Plato
6. Nicomachean Ethics - Aristotle
7. Meditations - Marcus Aurelius
8. On the Shortness of Life - Seneca
9. Letters from a Stoic - Seneca
10. The Myth of Sisyphus - Albert Camus
11. Being and Time (abridged edition) - Martin Heidegger
@@somrat101 ❤️❤️
অনেক ভালো লাগলো❤
সামনে আরও ভিডিও চাই❤🤍
অনেক ধন্যবাদ ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
I saw this content and thanks for the detailed narration. Keep it up, hope you will enlighten us with more informative content like this. Best... soul never dies..
Thank you so much for your comment, bhaia! Your feedback means a lot to me.
What topics would you like to see in the future? Subscribe and stay connected, bhaia! ❤️
I am a student of philosophy, lot of thanks brother
So nice of you! Where are you studying, Bhaia?
@somrat101 Brajalal (BL) University college, Khulna.
@ Nice nice! Nice to meet you, Bhaia ❤️
আপনার গবেষণামূলক কন্টেন্ট খুবই ভালো লাগে আমার। ❤️❤️
Your comment means a lot 😊
Thanks for the love and support ❤️
দার্শনিক দের অনেক তথ্য আগেই জানতাম তারপরও ভিডিও তে দেখতে ভালো লাগে।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@somrat101 💙
i usually don't subscribe to anyone, but I did for you. amazing philosophy content. Great work. please make more video on great philosophers
That is so nice of you, Bhaia. Means a lot. Definitely I plan to make more videos on great philosophers 😊
Share if you have any favourite philosophers or any recommended topics ✅
Outstanding content. keep it up
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
অসাধারণ একটি এপিসোড। আপনি এত সুন্দর একটা গ্য়ান গভীর এপিসোড করেছেন
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
আগের থেকে রিচ অনেক ভালো হচ্ছে। আপনি আরো অনেক অনেক বেশি ডিজার্ভ করেন। আপনার কথা বলার স্টাইল, কনটেন্ট সবকিছু জোস। এগিয়ে যান।
That is so nice of you, Bhaia 😊
Means a lot ✅
খুব সুন্দর উপস্থাপনা অনেক তথ্য সমৃদ্ধ অনেক অনেক শুভকামনা রইল এগিয়ে যান👍👍
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
no evil can happen to good man, either in life or in death. One of the best quote, I have ever hear. Who are those 3 sons?
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Outstanding brother 🥀🕊️
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Really unbelievable ❤🎉
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Bhaiya Erokom video khub kom e ase.Value of time❤️
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
You really should make a huge playlist on explaining paintings, I'd be a big fan of yours
That is so nice of you, Bhaia!
Will definitely do that ❤️ Thanks for the recommendation ✅
Khub valo laglo, apner uposthapona o tar subject-matter
অনেক ধন্যবাদ ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
অনেক খুঁজে ভালো লাগার মত একটা কনটেন্ট ক্রিয়েটর পেলাম😊
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Vai apnr channel er growing deke Valo lagtece. Ami thousand bar apnk thanks div philosophy Nia amr dristibongii bodlanor jonno😊😊
R heaa channel ta boro hoitece amk mone rakien 😊😊😊 0:02
Many thanks for your support and suggestions. It means a lot. And obosshoi mone rakhbo, Bhaia ❤️
দারুন এক্সপ্লেনেশন❤
I really learn so much from your content & it would be great if you upload at least 2 videos in a week.
I will try bhaia 😊
Many many thanks, Bhaia ✅
Your support means a lot ❤️
I am very excited to get an explanation on The Republic by Plato.
Definitely soon, Bhaia 😊
Great content! We want Plato's explanation of the Republic.
আপনার ভিডিও অনেক ভালো লাগে ভাই । মানুষ বুঝতে শিখুক যে আত্মার উন্নতি প্রকৃত উন্নতি
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
অসাধারণ লাগলো ❤
অনেক ধন্যবাদ ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Very knowledgable content
Best of luck
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
good content and good presentation. hope to watch excellent contents from u in the following years.
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
*"The only true wisdom is in knowing you know nothing."*
-Socrates
Everything aside, My man very was humble.
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Soul মানে মন বা আমার মনের চিন্তা ,কোনো বিষয় এ দৃষ্টি ভঙ্গি যাহা আমার আচরণ এ প্রকাশ পায়,মৃত্যুর পরেও মানুষের মধ্যে প্রভাব ফেলে .তাই soul immortal . আমি এভাবেই বুঝি।
অসাধারণ ভিডিও। অনেক কিছু জানতে পারলাম ❤❤❤❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@@somrat101 Subscribe করেছি।।।❤️❤️ keep going.
Subscribe করেছি ❤❤।
@ many thanks, Bhaia ❤️
মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম, শুভকামনা রইলো ভাই ❤❤❤
That is so nice of you brother! Means a lot :)
Let me know if you have any recommendation/suggestion, Bhaia.
@@somrat101 Just keep it up brother. You are doing great :)
@ ❤️❤️❤️