চিটাগুড় কি এমোনিয়া নিয়ন্ত্রণ করতে পারে? Can molasses control ammonia? Abeed Lateef
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- অনেকের ধারণা যে পুকুরে প্রয়োগকৃত চিটাগুড় অথবা মলাসেস অ্যামোনিয়া সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে কিনা।
ব্যাপারটা ঠিক সেরকম নয়।
আমি যে কারণে প্রয়োগ করতে বলি সেটা হচ্ছে চিটাগুর অথবা মোলাসেস প্রয়োগ করলে পুকুরের মধ্যে পানিতে যে হেটেরোট্রফ ব্যাকটেরিয়া যারা নিজেদের খাবার তৈরি করতে পারে না সেগুলি শক্তি সঞ্চয় করে অ্যামোনিয়াকে ভেঙে ফেলে পুষ্টি পদার্থে রূপান্তরিত করে মাছের ব্যাপক খাদ্য তৈরিতে সহায়তা করে। এটাই হচ্ছে কারণ। কাউকে ভুল বোঝানোর কোন প্রশ্নই আসে না। ধন্যবাদ
#চিটাগুড়_মোলাসেস_এমোনিয়া_নিয়ন্ত্রণ,
Many people wonder if molasses or molasses applied to ponds can directly control ammonia.
That is not the case.
The reason I say this is because the application of chitagur or molasses helps the heterotrophic bacteria in the pond water that cannot make their own food to conserve energy by breaking down ammonia into nutrients to help produce a rich diet for the fish. That is the reason. There is no question of misleading anyone. thank you
#molasses_ammonia_control,
আসসালামু আলাইকুম জনাব আমি ইউ কে প্রবাসী আমার শহর মৌলভীবাজার জেলায়, আমি একটা ফিশারী করেছি যার সকল পরিচর্যা আপনার পরামর্শে করে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে আপনার সুস্থতার জন্য দোয়া করি, ভালো থাকবেন।
ওয়ালায় কুমুস সালাম ভাই।
আল্লাহ আপনার মংগল করুন এবং মাছ চাষে সফল করুন।
মৌলভীবাজার কোথায়
@@Tofayel-ok1dn বাংলাদেশের জন্য লজ্জার ব্যপার আপনি একটা জেলা চেনেন না,সিলেট বিভাগের ৪জেলার এক জেলা মৌলভীবাজার, যে জেলা পর্যটন জেলা চায়ের রাজধানী হিসেবে সবাই চেনে তাছাড়া আরও অনেক কিছু আছে যা লিখে শেষ করা যাবে না, ধন্যবাদ জনাব।
স্যার
আমি ভারত থেকে বলছি, পয়লা জানুয়ারি মৌহুয়া খোল দিয়ে পুকুর পাট করি। চুন দিয়ে গোবর দিয়ে জাল দিয়ে ঘেটে ১৭ দিনের মাথায় রুই কাতলা মাছ ছাড়ি। কিন্তু ২০দিনের মাথায় প্রচুর প্রচুর সুজি পোকা হয়েছে। এবং সঙ্গে সঙ্গে পুকুরের সচ্চতা চার ফুটের বেশি হয়ে গেছে। আমি কী এই অবস্থায় আটা +ইউরিয়ার ডোজ টা দেবো? জানাবেন স্যার।
আমার প্রান প্রিয় এক জন ভালো মনের মানুষ আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে জাতিকে আপনার পত্যেকটা ব্যাক্কো অমুল্যো আল্লাহ্ পাক আপনার এবং আপনার পরিবারের সকলকে ভালো রাখুন
আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন। ❤️❤️❤️
স্যার দারুন আলোচনা ❤
অসংখ্য ধন্যবাদ স্যার😍
Sir thank you অনেক দিন পর ভিডিও ❤
Anek din pore important video pelam sir
Apnar jonno dua kori soto bochor beche thaken amader moddhe ❤❤❤🤲🤲🤲
Ameen!!!
May Allah bless you!
চিটাগুর এর বদলে চিনি দিলে হবে?
স্যার এই ৩ টি খাবারের মধ্যে কোনটি ভালো হবে সবগুলি ২৪-২৫% প্রোটিন।
১- ফিসমিল ১০% রেপসিড ১০% ডিডিজিএস ১০% খৈল ২০% ডিওআরবি ২০%
ব্রান ৩০% (৪২৳)
২- ফিসমিল ১০% খৈল ৪০% ডিওআরবি ২৫% দেশি ব্রান ২৫% (৪০৳)
৩- রেপসিড ২০% খৈল ৩০% ডিওআরবি ৩০% ব্রান ২০% (৩৮৳)
sir mas marar jana gash tablet dina na rate dabo
আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি।
Hello Sir Namaskar, Hopefully you are doing well.
Absolutely simplified explanation in the layman's terms.
Thanks a lot, Brother!!!
আমি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার নেহেম্বা থেকে দেখছি আলহামদুলিল্লাহ আপনার পরামর্শ খুব পজেটিভ
উৎসাহ দেয়ার জন্য আল্লাহ আপনার মঙ্গল করুন।
Sir 🙏neben , after a long days, feeling good to see you healthy.
Thanks a lot Brother!❤️❤️❤️
ধন্যবাদ সার। আমি আপনার ভিডিও দেখে। সব সমস্যা সমাধান খুজে পাই।আপনার জন্য দোয়া করি।মোশাররফ ইসলাম। কিশোরগঞ্জ
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
আস্সালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুমুস সালাম।
ছার আমার পুকুরের পাবদামাছের মাথারউপরে এবং পেটের নিচে লাল দাগ এবং মাছ মারা যায় এখন কি করনীয় দয়া করে জানাবেন
❤❤❤❤❤❤❤ Thanks sir
আসসালামু আলাইকুম স্যার।
স্যার খৈল গোবর ডিএপির ডোজ কী এই শীতে করা যেতে পারে?,,,
স্যার জানাবেন অনেক উপকৃত হব?,,,
অনেক দিন পর ভিডিও কেন সার ❤
অসাধারণ স্যার🎉
❤️❤️❤️
আমি রাজশাহী বাগমারা থেকে বলছি
আসসালামু আলাইকুম,
৩৩ শতাংশ পানির গভীরতা ৬/৭ ফুট। বাংলা মাছের সাথে ৪০০ এর মতো দেশি মাগুর মাছ আছে।
সমস্যা:
১. সূর্যের আলো বাড়ার সাথে সাথে পুকুরের পানির কালার কালো হতে হতে পুকুরের সব পানি কালো হয়ে যায়। রোদ কমে গেলে আবার কালার ঠিক হয়ে যায়।
২. মাগুর মাছের শরীরে ফোস্কার মতো ক্ষত দেখা যাচ্ছে।
গ্যাসনিল, চুন, লবণ, এ্যাকুয়া ৪ এবং পন্ডকেয়ার ৩৫ দেয়া হয়েছে কিন্তু পানির কালালের সমস্যা সমাধান হয়নি।
এখন হররা টেনে ৩/৪ ফুট পানি বের করে দিয়ে আবার ৩/৪ ফুট পানি দিতে চাচ্ছি। (বোড়িং করা আছে)।
এই ব্যাপারে পরামর্শ চাচ্ছি। হররা টেনে পানি বের করে দিলে ভালো হবে নাকি হররা না টেনে পানি বের করে দিব? দয়া করে পরামর্শ দিবেন।
ধন্যবাদ।
আপনাদের প্রশিক্ষণ নেওয়া দরকার কিন্তু আপনাদের কাছে এই কথাটা অর্থহীন।
Sir, Do you know any vitamins for fish growth in local market? If possible please let us know , which one is better.
Vitamin premixes are available but I think that it’s not mandatory for mix.
ধন্যবাদ
chita gurer badale Chini katata juktijukta... amader ekhane chita gur powa jay na
আসসালামু আলাইকুম. দিনের শেষ ভাগে রোদ আসে এমন অবস্তায় সার দেয়া যাবে ? পানির কালার সকালে ঘোলা বিকেলে হালকা সবুজ।
জী, যাবে।
আপনার উত্তর পেলে আমার অনেক খুশি লাগে । আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। Zazakallah....
Sir' pabda abong gulsah renu aksathe chara jabe?
পাবদার রেনু কিন্তু রাক্ষুসে স্বভাবের।
Shing er akok chash e chitagur kototuk helpful?
খুবই হেল্প ফুল।
ধন্যবাদ স্যার ❤️❤️❤️। চিটাগুড়ের সাথে ছাই মাখিয়ে দিলে হেটেটরফ ব্যাকটেরিয়া কি জন্ম নেয় ? আমি চিটাগুড়ের সাথে আংশিক ছাই দিয়ে বল বানিয়ে পুকুরে প্রয়োগ করি।
কাজে দিবে।
@@abeedlateef8059আল্লাহ্ আপনার মঙ্গল করুন।🥰🥰🥰
স্যার,
আপনার আর-ও ভিডিও দেন।
স্যার, কার্ফু মাছের একক চাষ করলে কেমন হবে? তেলাপিয়া ও পাঙ্গাশ তো ঠান্ডায় কাবু হয়।এটা করলে কেমন হবে?দয়া করে জানাবেন।
এটা হবে না।
ধন্যবাদ স্যার
❤️❤️❤️❤️❤️
Thanks
Welcome.
Sir chitoler jonno chuto macher sonkote achi.akon ai site karpu chara kono renu pacchina. Chitoler jonno karpur renu korle ai site kemon hobe sir
খুবই ভালো হবে।
@@abeedlateef8059 dhonnobad sir
স্যার শিতে কি খৈইল গবর ডি এ পি ডোস দেওয়া যাবে?
পানির কালার আনার জন্য দিতে পারেন।
আস সালামু আলাইকুম স্যার মাছের জন্য বাশমান কোন খাবার টা ভালো হবে প্লিজ জানাবেন,,
বলা যাবে কি????
স্যার বললে উপকৃত হতাম
স্যার একটা ব্যাপার জানতে পারলে খুব খুশি হতাম। রেপ সিড,ডি অর বি, ফিশ মিল,রাইস ব্রান এইগুলো তো পাউডার রুপে থাকে। এই সবগুলো তে আগে আমি পানি মিশিয়ে রুটির খামিরের মত আধা শক্ত বানিয়ে পুকুরে প্রয়োগ করতাম। আমার ১৪ কেজি খাবারে ১২ কেজির মত পানি মিশানো লাগতো। বর্তমানে আমি খাদ্যের সাথে পানির বদলে ১২ লিটার ভাতের মাড় ব্যবহার করছি। এখন আমার প্রশ্ন হলো ভাতের মাড়ে তো প্রচুর ফ্যাট ও খনিজ থাকে। তাহলে আমি কি রাইস ব্রান উপাদানটা বাদ দিতে পারি ? আরেকটা প্রশ্ন হলো আমাদের একাধিক হোটেল থাকায় প্রচুর ভাতের মাড় অবশিষ্ট থাকে। পুকুরে যদি অতিরিক্ত তরল ঘন মাড় প্রয়োগ করি তাহলে কি সেখান থেকে মাছের খাদ্য উৎপাদন হবে?❤❤❤
ভাতের মাড়ে ৯৯% পানি থাকে। এখান থেকে কতটুকু কার্বোহাইড্রেট কভার করবে?
@@abeedlateef8059 অথচ মাড়ের পুষ্টিগুণের আর্টিকেলে মাড়ের প্রচুর গুণাগুণ দেখলাম। মাড়ে প্রচুর ফ্যাট ও খনিজের কথা উল্লেখ দেখলাম। যারা রুগ্ন স্বাস্থ্যের অধিকারী তাদেরকে প্রতিদিন সকালে ১ গ্লাস মাড় খেতে বলা হয়। এছাড়াও দেখলাম মাড়ে শতকরা প্রোটিন ১৫%,ক্যালসিয়াম ৫০%,ক্যালরি ১৫%, ম্যাঙ্গানিজ, ফসফরাস প্রচুর পরিমাণে রয়েছে। স্যার যদি দয়া করে মাড়ের পুষ্টিগুণের আর্টিকেলটা ইন্টারনেটে একটু দেখতেন।❤️❤️❤️
স্যার আমার পুকুরে অনেক পরিমানে ঝিনুক হয়েছে। এই ঝিনুক কি বাভে দমন করবো জানাবেন প্লিজ ❤❤❤❤
ব্লাক কার্প কিংবা কার্পিও।
@@abeedlateef8059 স্যার সামুক না। ঝিনুকের কথা বলছি
স্যার, মোলাসেসের পরিবর্তে চিনি দিলে কার্যকারিতা একই রকম থাকে ?
জী হবে। শতকে ২০ গ্রাম।
চিটাগুড়ের পরিবর্তে কি লালচিনি ব্যবহার করা যাবে?
যদি করা যাই,তাহলে কিভাবে করব,চুলায় জ্বাল দিয়ে গলিয়ে নাকি সরাসরি?
সরাসরি প্রয়োগ করুন।
খাবারের সাথে চিটাগুড় দেওয়ার কথা বলেন,সেক্ষেত্রে চিনি,অথবা আখের গুড়টা ব্যবহার করা যাবে কিনা জানতে চাচ্ছিলাম?
আসসালামুআলাইকুম স্যার আপনি কি এখন আর পুকুরে এয়ারেটর ব্যাবহার করেন?
১ টা পুকুরে করি।
আটা চিটা গুড় এবং এষট ব্যাবহারের লাভ খতি কি দয়া করে জানাবেন
আপনি ভিডিও গুলো দেখেন ভাল করে।
আসসালামু ওলাইকুম।
আমার 10 একর এর একটি ঘের।গভিরতা ৳এভারেজ 5ফিট। আমার ঘের এ বিভিন্ন সাইজের মাছ মজুদ,যেমন 30,40,50, 80,100 লাইনের বাংলা মাছ (সকল ধরনের কার্প জাতীয় মাছ) আছে।আমি কেজিতে 4টা 5টা হলে পোনা হিসেবে বিক্রি করবো।
এখন প্রশ্ন হচ্ছে শতাংশে কত কেজি মাছ সাভাবিক ভাবে উৎপাদন করতে পারবো?
ঘের পার কোনো ধরনের গাছপালা নেই ফাকা যায়গা।
বছরে ৪৫-৫০ কেজি।
@@abeedlateef8059 আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার
সার আমি আপনার অনেক ভিডিও দেখি আমি মাছ চাষে আসতে চাই। বত্যামানে মাছের যে দাম খবারের যে দাম কতো টাকা বিগা হিসাবে লিজ নেওয়া যাবে। ৩৩ শতকে বিগা দয়া করে জানাবেন সারা।
২০ হাজার থেকে ২৫ হাজার।
স্যার শীতকালে কার্প ফ্যাটেনিং কোন মাস থেকে শুরু করবো?
যে কোন সময়েই পোনা স্টক করতে পারেন।
স্যার শুটকি মাছের আড়তে যে বিভিন্ন মাছের গুড়া গুলা হয় তাতে কত % প্রোটিন থাকতে পারে?
যদি মাছের দেহাবশেষ হয় তাহলে ভালো। তা না হলে এগুলোর মধ্যে বিশেষ খাদ্যমান থাকে না।
Dase magur ar pokura daba jaba
অবশ্যই সব ধরনের মাছের জন্য প্রয়োগ যোগ্য।
স্যার আমি একজন ক্ষুদ্র মাছ চাষী,এখন আমার পাপদা মাছ চাষে আছে এবং এই মুহূর্তে এই মাছে ক্ষত রোগের উপস্থিতি আছে,এখন আমি কি এমোনিয়া গ্যাসের ডোজ করতে পারব কি না
পরিচর্যা ঠিক ভাবে করুন।
আপনি ভালো আছেন স্যার
আলহামদুলিল্লাহ ভাই।
স্যার চিটাগুড় পুকুরে দিলে কি মাছের খাবার রুচি বাড়বে,,???
খাবারের প্রতি আকর্ষণ বাড়বে।
স্যার একক তেলাপিয়া চাষে কতদিন পরে কতটুকু চিটাগুড় দিবো?
প্রথম দিকে মাস মাস, তৃতীয় চতুর্থ মাস থেকে এটা ১০ দিনে দিতে পারলে ভালো।
স্যার, প্রথমে আমার সালাম নিবেন।
আমি একজন নতুন উদ্দোক্তা..
আমার পুকুরের পাড় বাদ দিয়ে ১৩ শতাংশ,গভীরতা ৭ ফুট। আমি ৭০% ভিয়েতনামি কই,
২০% দেশি শিং,
১০% দেশি মাগুর মাছ চাষ করতে আগ্রহী।
এখন আপনার কাছে প্রশ্ন হলো.....
আমার এই মিশ্র চাষ হবে...???
আর যদি হয় তাহলে...
>কই মাছ কত পিছ..?
>শিং মাছ কত পিছ...?
>মাগুর মাছ কত পিছ..?
মজুদ করবো...???
আশাকরি উওর দিবেন.. 🙏🙏🙏
এই পুকুরে এই চাষ আত্মঘাতী হবে।
ধন্যবাদ স্যার.. আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য...
স্যার, তাহলে আমি কি একক ভিয়েতনামি কৈ মাছ চাষ করতে পারবো...??
যদি পারি তাহলে মজুদ ঘনত্ব কেমন হবে....
বা একক শিং মাছ চাষ করি, তাহলে মজুদ ঘনত্ব কেমন হলে ভালো হবে...???
এক কেজি রেনু আনুমানিক কত পিচ হতে পারে ?
টেকসই হলে কমবেশি ১'০-২'০ লাখ।
আমি একটি নতুন পুকুর বানাতে চাচ্ছি পুকুরের
গভীরতা কত দিলে ভালো হবে ইনফর্মেশন জানিয়ে রাখি স্যার আমার বাড়িটা হচ্ছে উঁচু জমির মধ্যে ও পানির স্তর খুবই নিচে
ওই ক্ষেত্রে কতখানি পুকুরটা খনন করলে ভালো হবে এবং নতুন পুকুরের পরিচর্চা টা যদি বলে দিতেন তাহলে আমার জন্য অনেক উপকার হত 😊আমি কার্প জাতীয় মাছ চাষ করতে চাচ্ছি
গড় গভীরতা ৬ ফুট হতে হবে।
Love❤❤❤
❤️❤️❤️
2nd comment
স্যার ৬০/৭০ শতাংশ পুকুরে কোন মাছ চাষ অধিক লাভ জনক।
আমার মতে তেলাপিয়াই বেস্ট।
স্যার কোন জাতের তেলাপিয়া চাষ করা ভালো হবে? আর কতো মাস পরপর harvest করা যেতেপারে জানালে উপকৃত হতাম।
প্রনাম স্যার। আমার ৩০শতক পুকুর। খালি চোখে দেখা যাচ্ছে জুপ্লাঙটন বা সুজির মতো পোকা প্রচুর পরিমাণে। এটা কি মাছের জন্য খতিকর। তবে এখন কি করনীয়। এর আগে পুকুর পাড়ে দাড়িয়ে এত জুপ্লাঙটন দেখা যায় নি। গামছা গ্লাস ছাড়াই পাড়ে দাড়িয়ে খালি চোখে দেখা যাচ্ছে। আমার এখন ভয় হচ্ছে। কি করব স্যার। ভারত🇮🇳 থেকে বলছি।
খাবার কিছুটা কমিয়ে দিন।
স্যার অনেক দিন পর
❤❤❤❤
❤️❤️❤️❤️❤️
3000লাইনের দেশি টেংরা কেজিতে 60 পিস মানে এক কেজিতে আনতে কত কেজি খাবার লাগবে
জটিল হিসাব🤣🤣🤣।
প্রতি কেজি মাছের জন্য কমপক্ষে তিন কেজি খাবারের কথা ভাবতে পারেন।
আমি রাজশাহী বাগমারা থেকে বলছি