পুলিশ ও আনসার ক্যাডারের জন্য পুরুষের ন্যূনতম উচ্চতাঃ ১৬২.৫৬ সেমি ও ওজন- ৫৪.৫৪ কেজি এবং নারীর ন্যূনতম উচ্চতাঃ১৫২.৪০ সেমি ও ওজন-৪৫.৪৫ কেজি লাগবে। অন্য সকল ক্যাডারের জন্য--- পুরুষের ন্যূনতম উচ্চতা-১৫২.৪০ সেমি ও ওজন-৪৯.৯৯ কেজি এবং নারীর ন্যূনতম উচ্চতা-১৪৭.৩২ সেমি ও ন্যূনতম ওজন-৪৩.৫৪ কেজি লাগবে। সকল ক্যাডারের জন্য বয়স ২১ থেকে ৩০ বছর হতে হবে। (১ নভেম্বর ২০২৩ তারিখে) কোটা থাকলে ২১-৩২ বছর পর্যন্ত ( ১ নভেম্বর ২০২৩ তারিখে)
আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছিলাম প্রাণিবিদ্যা সাবজেক্টের কি কি ক্যাডার আছে? টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে৷ শুধুই কি শিক্ষা ক্যাডার নাকি অন্যকোনো ক্যাডার আছে?
দূঃখিত, বিষয়টি সরাসরি জানা নেই। তবে আপনার শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, ওজন ও বুকের মাপ দিয়ে আবেদন ফর্ম পূরণ করলে আপনার জন্য ইলিজিবল ক্যাডার লিস্ট চলে আসবে। ঐ লিস্টের সবগুলোই চয়েস দিতে পারবেন।
আচ্ছা ভাইয়া আমি যেকোন দুইটি ক্যাডার চয়েজ দিতে পারব??? নাকি সবগুলো ক্যাডার চয়েজ দিতে হবে???? প্লিজ রিপ্লাই দিয়েন ভাইয়া???
Amr ssc te3.94/hsc 2.50/BBS 2.76/mba 2.81 ami application korte perbo
parben
ভাই! আমি ম্যানেজমেন্ট এর স্টুডেন্ট।
ম্যাজিস্ট্রেট হওয়া আমার স্বপ্ন, আমার ক্যাডার চয়েস কিরকম দেওয়া উচিত?
নমুনা- ২ দিতে পারেন।
ভাইয়া আমি একাউন্টিং এর ছাত্র শিক্ষা ক্যাডার এবং পুলিশ ক্যাডার দিতে চাই
Ami textile theke bsc complete korechi.kivabe serial ta dibo ectu bolben plz
পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, কাস্টমস, কর, অডিট, তথ্য.....এভাবে দিতে পারেন।
Honours in English হলে কোন choice দেয়া ভালো?
নমুনা-১ দিতে পারেন। আর শিক্ষা ক্যাডার একটু উপরে দিতে পারেন।
Vaia,amar Hight 5 feet 3 inches ami, ata 160.02 cm ase,tahole ki 160 cm naki 161 cm dibo?
160 cm দেন ।
প্রশাসনের জন্য কী শারীরিক কোন ফিটনেসের কথা বা বয়সের লিমিটেশন আছে?দয়া করে জানাবেন প্লিজ
পুলিশ ও আনসার ক্যাডারের জন্য পুরুষের ন্যূনতম উচ্চতাঃ ১৬২.৫৬ সেমি ও ওজন- ৫৪.৫৪ কেজি এবং নারীর ন্যূনতম উচ্চতাঃ১৫২.৪০ সেমি ও ওজন-৪৫.৪৫ কেজি লাগবে।
অন্য সকল ক্যাডারের জন্য---
পুরুষের ন্যূনতম উচ্চতা-১৫২.৪০ সেমি ও ওজন-৪৯.৯৯ কেজি এবং নারীর ন্যূনতম উচ্চতা-১৪৭.৩২ সেমি ও
ন্যূনতম ওজন-৪৩.৫৪ কেজি লাগবে।
সকল ক্যাডারের জন্য বয়স ২১ থেকে ৩০ বছর হতে হবে। (১ নভেম্বর ২০২৩ তারিখে)
কোটা থাকলে ২১-৩২ বছর পর্যন্ত ( ১ নভেম্বর ২০২৩ তারিখে)
@@chakrirkhobor0 প্রশাসনের ম্যাজিষ্ট্রেট হতে গেলে তাহলে এর বাইরে আর কোন কন্ডিশন নেই?
আর কোন শর্ত নাই।
@@chakrirkhobor0 dhonnobad
আমি ভুলবশত ফরেন ক্যাডার শেষে দিয়েছি। এতে কি বড় ধরনের সমস্যা হবে?
আপনার মন্তব্য আশা করছি।
কোন সমস্যা নাই। ভাইভায় স্যারের চোখে পড়লে জিজ্ঞেস করতে পারে কেন শেষে দিছেন। লিখিত পাস করার পর এর একটি উত্তর রেডি করেন। এখনই কোন টেনশন করার দরকার নেই।
@@chakrirkhobor0 ধন্যবাদ 😊
আমি বাংলা বিষয়ে পড়ছি। আমি কোন বিষয় এ দিতে পারবো?
সব বিষয় দিতে পারবেন।
Nice
Thanks
শিক্ষা ক্যাডার কোনটিতে আছে?
সবগুলোতে আছে। প্রত্যেক নমুনার শেষেরটা শিক্ষা ক্যাডার
পরিসংখ্যান কি জেনারেল শিক্ষার আগে দিবো নাকি পরে দিবো
আপনার সাবজেক্ট কী?
আমার উচ্চতা ১৫০ সেমি,পুলিশ ক্যাডার দেওয়া যাবে?
পুলিশ ও আনসার ক্যাডারের জন্য পুরুষের ন্যূনতম উচ্চতাঃ ১৬২.৫৬ সেমি এবং নারীর ন্যূনতম উচ্চতাঃ১৫২.৪০ সেমি লাগবে।
ভাই আমি দর্শন নিয়ে পড়েছি।। আমি শিক্ষা ক্যাডার দিতে চাই।। আমি কিভাবে লিস্ট করবো বলবেন ভাই?
সাধারণ ক্যাডারগুলি আগে দিয়ে, শিক্ষা ক্যাডার সব শেষে দিতে পারেন।
জি ভাই ধন্যবাদ
@@chakrirkhobor01:57
@@chakrirkhobor0 শিক্ষা ক্যাডার তো খুঁজে পাই না
শিক্ষা ক্যাডার পাই না তো
Eee te ki education cadre ace
হুম আছে। সাধারণ কলেজ ও পলিটেকনিক দুটোতেই আছে।
আসসালামু আলাইকুম।
আমি জানতে চাচ্ছিলাম প্রাণিবিদ্যা সাবজেক্টের কি কি ক্যাডার আছে? টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে৷ শুধুই কি শিক্ষা ক্যাডার নাকি অন্যকোনো ক্যাডার আছে?
দূঃখিত, বিষয়টি সরাসরি জানা নেই। তবে আপনার শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, ওজন ও বুকের মাপ দিয়ে আবেদন ফর্ম পূরণ করলে আপনার জন্য ইলিজিবল ক্যাডার লিস্ট চলে আসবে। ঐ লিস্টের সবগুলোই চয়েস দিতে পারবেন।
Boyoser char diyeche ki?
না।
1.Customs
2. Tax
3.Admin
...
Avabe choice dile ki kono somossa hbe?
সমস্যা নাই