একটা অসাধারণ ইন্টারভিউ হয়েছে , মন্ত্রমুঘদের মতো শুনছিলাম কথাগুলো । এদের কথা শুনলে মনে হয় , দেশ হয়তো আবারো ঘুরে দাড়াবে । অনেক অনেক শুভেছা ও ধন্যবাদ জনাব মেজর হাফিজ কে ।
ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই আপনাকে ও জনাব মেজর (অব)বীর মুক্তি যোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব কে অনেক দিন পরে এতো সুন্দর একটা বিষয় নিয়ে গঠন মূলক আলোচনা করার জন্য ✊🇧🇩
মেজর হাফিজ বীর বিক্রম কে অনেক শুভেচ্ছা তার সুন্দর ও গঠনমূলক আলোচনার জন্য। বিএনপির বড় বড় অনেক নেতা আছেন যারা মিডিয়া তে কম কথা বলেন কিন্তু অনেক গভীর দেশ প্রেম ও পান্ডিত্বের অধিকারী। উনারা যত বেশী গঠনমূলক কথা বলবেন তত বেশী মানুষ রাজনীতি সচেতন হবেন।
@shawqutazim 4492, Bnpir boro 2 neta kara jara kom kotha bolen media te? Mr Fakrul, Mr. Rizvi Amir khasuro Romin farhana, kokon Jainal Abedin Faruk Nazul Islam khan ara ki kom kotha bolen as per you? Jader deshprem achen bollen mentioned person sobai tu rajakar bongshador. Ekhdol talkative neta ke pondith bola morokkha ter shaman. Mirza Abbas recently bolesen conspiricy khore bnp ke election er bahire rakha hoyacilo.Jai sob neta conspiricy ba politics bujena tara ghaton mulok kotha bolven kivabe?
মন্ত্রমুগ্ধের মত পুরো অনুষ্ঠান দেখলাম। খালেদ ভাই আপনাকে ধন্যবাদ! মেজর অব: হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর মত একজন গুনী ও জ্ঞ্যানী মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য ♥️
খালেদ মহিউদ্দিন ভাই, আপনি তো জার্মানি বসে দেশের খবর র রাখেন, হয়তো একটু দুঃখ প্রকাশ করেন। কিন্তু আমরা দেশের মানুষ যারা এই দেশে আছি তারা জানি আমরা কি কষ্ট করছি। তাই উদ্ভট প্রশ্ন করে দেশের মানুষের মনে আঘাত দিবেন না।🙏🙏🙏
নির্বাচনের দিন খালেদ মহিউদ্দিন যা দেখাতে পারতো, সেটা দেখায়নি। যা দেখিয়েছে, সেটা খালেদের আওয়ামী দালালীই প্রকাশ পেয়েছে। কোন একটি কেন্দ্রের জাল ভোট প্রদান করাও দেখায়নি খালেদ, অথচ ইনকিলাব পর্যন্ত সেটা দেখিয়েছে। জেনারেল আজিজকে নিয়ে অনুষ্ঠানেও দেখেছি খালেদকে সঠিক প্রশ্ন না করতে। ঐ লোক আওয়ামী দালাল। তাই ওর কোন অনুষ্ঠানই এখন দেখি না। DW কর্তৃপক্ষের উচিত হবে খালেদকে বিদায় করে নিরপেক্ষ কাউকে নিয়োগ দেওয়া।
জনাব,মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম,স্যার এর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, জ্যেষ্ঠ রাজনৈতিক বিদ, এর পাশাপাশি উনি একজন দেশ প্রেমিক, বর্তমান জাতীয় সংকটে উনার মতো বিজ্ঞ মানুষের জাতির প্রয়োজন,,,,,
Salute my Mentor, salute. You have spoken from the very core of my heart. Also many many thanks to Mr Mohiuddin as you rightly tuned my mentor. --Serajul, New York.
একমত হাফিজ স্যার এর সাথে,, সবগুলোই স্বীকৃত সত্যি,, আসলে দল করলে সব বলা যায় না #আর সত্য কথা সবসময়ই তিতে? আর প্রশংসা যারা করে তারা নিজেদের লাভের জন্যই করে??
পুরো ভিডিওটা দেখলাম। উপস্থাপক ভাই স্বভাবসুলভ ভঙ্গিতে প্রশ্ন করবেন জানতাম তবে মুখিয়ে ছিলাম জনাব হাফিজ উদ্দিন বীর বিক্রম কিভাবে উপস্থাপককে উত্তর করেন। চমৎকার ভালো লেগেছে বীর বিক্রমের উত্তরগুলো। দৃঢ়চেতা নেতা সুলভ উত্তর দিয়েছেন।
এইরকম অভিজ্ঞ নেতৃবৃন্দ আছে বলেই, বিএনপি এখনো সঠিক পথে আছে। 🤔 এবং আওয়ামীলীগে সঠিক নেতৃত্ব নেই বলেই, আজ বাংলাদেশের এই অবস্থা। এইটা আমার ব্যাক্তিগত মতামত। একজন নাগরিক হিসেবে 🤔
মেজর হাফিজ দেশের বড় বড় ক্রাইসিসেৱ সময় অনেক কাছ থেকে অনেক কিছু দেখেছেন। অনেক অভিজ্ঞ এবং জ্ঞানী। উনি যদি আজও কোন বই না লিখে থাকেন তবে অনুরোধ করবো লেখার জন্য। কেননা উনি অনেক নিরপেক্ষ খোলাখুলি কথা বার্তা করেন। উনি যাদের যাদের চিনতেন আমিও তাদের অনেকের ঘনিষ্ঠ ভাবেই জানতাম। মেজর হাফিজকে সত্যবাদী হিসেবে গ্রহনযোগ্যতা আছে।
ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার অনেক প্রবীণ নেতা ছিলেন। উনি মারা যাওয়ার পর সরিষাবাড়িতে আর উন্নয়ন হয়নি এবং বি এন পির জনপ্রিয়তা শুধু হারিয়েছে। মেজর হাফিজ স্যার এবং খালেদ ভাই দুজনেই চমৎকার আলোচনা করেছেন। ধন্যবাদ DW টিম।
You people are not so popular like Imran otherwise you could fought the election. Zia was also a dictator of which you are a part. But Hasina though is also a dictator could fight BNP & replace the regime. But Birbikram don't have that much courage to fight, because he didn't have public support.
জনাব খালেদ মহিউদ্দিন দরবেশের লোক বলে জানতাম। কিন্তু দরবেশের খাটি অনুসারী হলে পিনাকী দাদার মতো দেশের বাইরে থাকার কথা নয়। জানিনা নিরাপত্তাজনিত কোন কারণে তিনি দেশের বাইরে কিনা? বড় কষ্ট লাগল তিনি যখন বললেন, দেশের গণতন্ত্রের অবস্থা এখনকার চেয়ে আগে খুব একটা ভালো ছিল? তাই ২০২৪ সালের ঢাকা শহরের ভোটার টার্ন আউট ডয়েচেভেলের পক্ষ থেকে ২-৩% বলেছেন সেখানে তার নিকট আমার উল্টো প্রশ্ন এখন আপনিই বলুন এই বেহাল দশা বাংলাদেশের বিগত কোন নির্বাচনে এমনটি ঘটেছিল? সঠিক উত্তর না দিতে পারলে আপনি আর ডামি মূলতঃ এক ও অভিন্ন।
যত যাহাই হোক। আমরা উন্নয়নের বিনিময়ে মধ্য প্রাচ্যের মতো কারো প্রজা হতে চাই না। আমাদের একমাত্র চাওয়া লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা ভোটাধিকার ফেরত চাই।
বাংলাদেশের এই একজন সাংবাদিক এর টকশো দেখেই কেবল শান্তি লাগে। একদম নির্ভেজাল উপস্থাপনা। কারও তেল মেরে প্রশ্ন করেনা। মার্জিত, সুন্দর ভাবে বুদ্ধিদ্বিপ্ত প্রশ্ন করেন। সাংবাদিক হলে এমন হওয়া উচিত
Thank you Mr Khaled Mohiuddin I found your question terribly offensive at the same time hilarious, asking what’s iso interesting to be a MP ? You probably already know the answer. ‘Deal under the table “ 🤫
শ্রদ্বেয় হাফিজ ভাই , আপনার সাথে শুধু একটা শব্দ অ্যাড করে বলতে চাই "আপনি একজন Smart & 'Cuuning' ankhor এর সাথে টক্ শো তে এসেছেন। একই সাথে আপনাকে একজন Ankhor এবং একজন আওয়ামী প্রতিনিধি কে মোকাবেলা করতে হয়েছে।
একটা অসাধারণ ইন্টারভিউ হয়েছে , মন্ত্রমুঘদের মতো শুনছিলাম কথাগুলো । এদের কথা শুনলে মনে হয় , দেশ হয়তো আবারো ঘুরে দাড়াবে । অনেক অনেক শুভেছা ও ধন্যবাদ জনাব মেজর হাফিজ কে ।
😂
মেজর হাফিজ নূতন দল করলেই ভালো হতো। একটি বিশাল জনগোষ্ঠি আওয়ামীলীগ ও বিএনপি এর বিকল্প কিছু চায় !
ভারতীয় জাহাজ বাংলাদেশের বন্দরে আসলে বিশেষ সুবিধা পাওয়ার উত্থাপিত মেজর হাফিজ এর বিষয় টি হাস্যকর !
চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য খালেদ ভাই ধন্যবাদ
ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই আপনাকে ও জনাব মেজর (অব)বীর মুক্তি যোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব কে অনেক দিন পরে এতো সুন্দর একটা বিষয় নিয়ে গঠন মূলক আলোচনা করার জন্য ✊🇧🇩
😊
❤❤❤❤❤❤
অসাধারণ একজন মানুষ অনেক কিছু জেনেছি ধন্যবাদ আপনাকে মেজর হাফিজ উদ্দিন।
স্পষ্টবাদী লোকদের বাংলাদেশে রাজনৈতিক অবস্থান দুর্বল তা আমি জানতাম তবে হাফিজ সাহেব কে দেখে একদম সিওর হলাম
সাকিব হলো বাংলাদেশের গ্রেট কাজ্জাব, গ্রেট লুইস। ওর উপর অভিশাপ দেশের মানুষের।
ধন্যবাদ ❤
মেজর হাফিজ বীর বিক্রম কে অনেক শুভেচ্ছা তার সুন্দর ও গঠনমূলক আলোচনার জন্য।
বিএনপির বড় বড় অনেক নেতা আছেন যারা মিডিয়া তে কম কথা বলেন কিন্তু অনেক গভীর দেশ প্রেম ও পান্ডিত্বের অধিকারী। উনারা যত বেশী গঠনমূলক কথা বলবেন তত বেশী মানুষ রাজনীতি সচেতন হবেন।
রাইট 👍
@shawqutazim 4492, Bnpir boro 2 neta kara jara kom kotha bolen media te? Mr Fakrul, Mr. Rizvi Amir khasuro Romin farhana, kokon Jainal Abedin Faruk Nazul Islam khan ara ki kom kotha bolen as per you? Jader deshprem achen bollen mentioned person sobai tu rajakar bongshador. Ekhdol talkative neta ke pondith bola morokkha ter shaman. Mirza Abbas recently bolesen conspiricy khore bnp ke election er bahire rakha hoyacilo.Jai sob neta conspiricy ba politics bujena tara ghaton mulok kotha bolven kivabe?
Salam and respect to our HERO freedom fighter.
@@naharshamsun8566 If you are really respect fridom fighter thanks a lot.
যে দল ভূয়া ভোটার তৈরি করে ক্ষমতায় আসে , তাদের মুখে ৱামনাম শোভা পায় না ।
আমার প্রিয় একজন রাজনীতিবিদ হলেন মেজর হাফিজ। উনাকে বিএনপির নীতিনির্ধারক পর্যায়ে দেখতে চাই। উনার মেধা তৃণমূলের কর্মীদের অনেক উপকৃত করবে।
আমি রাজনীতি করিনা কিন্তু সাধারণ মানুষ হিসেবে মেজর হাফিজ স্যারকে সেলুট জানাই। উনার কথাগুলো সবগুলোই সত্য
Tik
মেজর হাফিজ কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেখতে চাই
সময়ের দাবি।
মেজর হাফিজ সাহেবকে জিন্দাবাদ
সময়ের অপেক্ষা য় আছে ডিকবাজি দেওয়ার জন্য
@@misbahuddin8876pp
kkknm@@fakhrulalam3501
মন্ত্রমুগ্ধের মত পুরো অনুষ্ঠান দেখলাম। খালেদ ভাই আপনাকে ধন্যবাদ! মেজর অব: হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর মত একজন গুনী ও জ্ঞ্যানী মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য ♥️
অসাধারণ আলোচনা। মেজর হাফিজ এর উন্নত ব্যাক্তিত্বের কারণে উনাকে সম্মান জানাই।
মেজর হাফেজ সাহেব কে অনেক ধন্যবাদ সত্য কথা তুলে ধরার জন্য
খালেদ মহিউদ্দিন ভাই, আপনি তো জার্মানি বসে দেশের খবর র
রাখেন, হয়তো একটু দুঃখ প্রকাশ করেন।
কিন্তু আমরা দেশের মানুষ যারা এই দেশে আছি তারা জানি আমরা কি কষ্ট করছি।
তাই উদ্ভট প্রশ্ন করে দেশের মানুষের মনে আঘাত দিবেন না।🙏🙏🙏
নির্বাচনের দিন খালেদ মহিউদ্দিন যা দেখাতে পারতো, সেটা দেখায়নি। যা দেখিয়েছে, সেটা খালেদের আওয়ামী দালালীই প্রকাশ পেয়েছে। কোন একটি কেন্দ্রের জাল ভোট প্রদান করাও দেখায়নি খালেদ, অথচ ইনকিলাব পর্যন্ত সেটা দেখিয়েছে। জেনারেল আজিজকে নিয়ে অনুষ্ঠানেও দেখেছি খালেদকে সঠিক প্রশ্ন না করতে। ঐ লোক আওয়ামী দালাল। তাই ওর কোন অনুষ্ঠানই এখন দেখি না। DW কর্তৃপক্ষের উচিত হবে খালেদকে বিদায় করে নিরপেক্ষ কাউকে নিয়োগ দেওয়া।
ও মাগো
মেজর হাফিজ সাহেব সঠিক সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতা কর্মী দের কে কাউন্সিল করে বানানো দরকার
আমরা মনে করি বিএনপি জনগনের দল জনগনের ভালবাসা বেঁচে থাকবে ইনশাআল্লাহ।
ন 4
মেজর সাহেব আপনার কোন অভিমানের সুযোগ কে কাজে লাগাতেই সাকিব আপনার বাসায়, ত🎉আপনার কথা মতই বুঝতে পারি আপনার অস্পষ্টতা ই ঝামেলার সৃষ্টি করতে সহায়ক হয়েছ।
পুরো অনুষ্ঠান শুনেছি অসাধারণ মেজর অবঃ হাফিজ উদ্দিন সাহেব।
ধন্যবাদ ❤❤
জনাব,মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম,স্যার এর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, জ্যেষ্ঠ রাজনৈতিক বিদ, এর পাশাপাশি উনি একজন দেশ প্রেমিক, বর্তমান জাতীয় সংকটে উনার মতো বিজ্ঞ মানুষের জাতির প্রয়োজন,,,,,
হাফিজ ভাই আমি ছোটবেলা থেকে আপনাকে খুব পছন্দ করি আপনি বাস্তববাদী আপনি যখন খেলার ছিলেন তখনো আমি খুব স্মার্ট ছিলেন সাহস ছিল আপনার।
ধন্যবাদ ❤❤
খালেদ ভাই আপনি বক্তাকে কথা বলার সুযোগ দানে বাঁধা অশোভন ও দুঃখ জনক।
অসংখ্য ধন্যবাদ। মেজর অবসর প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে।
ঠিক।
ভালো মন্দের পার্থক্য বুঝতে চেষ্টা করেছি, একটু হলেও আজ অনেক কিছু জেনেছি, এটা একটা ফেয়ার এন্ড ফ্রি আলোচনা ছিল ❤
Salute my Mentor, salute.
You have spoken from the very core of my heart.
Also many many thanks to Mr Mohiuddin as you rightly tuned my mentor.
--Serajul, New York.
অনেক ভালো একটা শো ছিলো। হাফিজ সাহেবের মতন লোক প্রয়োজন রাষ্ট্র পরিচালনায়।
ধন্যবাদ ❤
একজন মুক্তিযোদ্ধা বীর বিক্রম কে এবং তার সততার মাপকাঠি হিসেবে তাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হোক
একমত হাফিজ স্যার এর সাথে,, সবগুলোই স্বীকৃত সত্যি,, আসলে দল করলে সব বলা যায় না #আর সত্য কথা সবসময়ই তিতে? আর প্রশংসা যারা করে তারা নিজেদের লাভের জন্যই করে??
খালেদ মহীউদ্দীন ভাই আপনার জন্য শুভকামনা। ❤❤❤
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। হাফিজ সাহেব অনেক জ্ঞানী মানুষ অনেক সৎ মানুষ। আল্লাহ পাক আপনাকে দীর্ঘদিন হায়াত দরাজ করুণ। খালেদ ভাই এগিয়ে যান আল্লাহ পাক আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন।
মেজর হাফিজ উদ্দিন খুবই স্পস্টবাদি সৎ সাবলিল ব্যাক্তিত্ব। উনার মতো নেতাকেই অবশ্যই উনার করা দল বিএনপির নীতিনির্ধারণীতে আসা উচিত।
মেজর হাফিজদের মতো নেতৃত্ব বাংলাদেশের সকল রাজনৈতিক দলে প্রয়োজন।
আসলামুআলাইকুম স্যার দুইজন কে অসাধারণ কতা গুলি
হাফিজ ভাই,আপনাকে স্যালুট। আমি আপনার সঙ্গে ফুটবল খেলেছি, দেওয়ানগঞ্জ মাঠে
ধন্যবাদ ❤
খালেদ মহিউদ্দিন নিজকেই অনেক বড় মানের মানুষ মনে করেন। তার মতো হাজারো খালেদ মহিউদ্দিন বাংলাদেশে আছে।
জনাব হাফিজ সাহেব অসাধারণ বিশ্লেষণ অসাধারণ আলোচনা করেছেন,,,,,,,ধন্যবাদ
সাকিব হলো বাংলাদেশের গ্রেট কাজ্জাব, গ্রেট লুইস। ওর উপর অভিশাপ দেশের মানুষের।
খালেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এইরকম সৎ বলিষ্ঠ কণ্ঠ রাজনীতিবিদ কে আনার জন্য রকম রাজনীতিবিদ দেখতে চাই আপনার অনুষ্ঠানে
This interview has brought me back to the reality in terms of my perception about Mr Hafiz!
এটা আমার দেখা সবচেয়ে সুন্দর টকশো গুলোর একটি।
মেজর হাফিজ একজন সৎ রাজনৈতিক নেতা। ধন্যবাদ প্রিয় খালেদ মহি উদ্দিন কে।
খালেদ মহিউদ্দিন ভাই আপনার বক্তব্য আমি ২০১৩ সাল থেকে আজ অব্দি শুনে আসছি.... আজও খুব ভালো আলোচনা হয়েছে খুবই ভালো লাগলো...
রাইট হাফিজ উদ্দিন রাইট সত্যি কথা বলছে
Favourite programme .
Thank you Khaled Mohiuddin & major Hafiz..
রাজনীতির নীতিতে পরিবর্তন আনতে হবে। We Want Change
বেনজিরকে নিয়ে একটা টকশো চাই,
খালেদ ভাই
জীবনে প্রথম বাংলাদেশের কোন রাজনৈতিক ব্যাক্তির মুখে সত্য কথা শুনলাম। ❤❤❤
ধন্যবাদ ❤
স্যার, আপনার আদর্শ আমার অনুপ্রেরনা।
আপনার সুযোগ্য ভাতিজ জাফর ভাই আমার প্রিয় বন্ধু।
পুরো ভিডিওটা দেখলাম। উপস্থাপক ভাই স্বভাবসুলভ ভঙ্গিতে প্রশ্ন করবেন জানতাম তবে মুখিয়ে ছিলাম জনাব হাফিজ উদ্দিন বীর বিক্রম কিভাবে উপস্থাপককে উত্তর করেন। চমৎকার ভালো লেগেছে বীর বিক্রমের উত্তরগুলো। দৃঢ়চেতা নেতা সুলভ উত্তর দিয়েছেন।
এই রকম বর্ষীয়ান, স্পষ্টবাদী ও সৎসাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই। জিয়াউর রহমানের প্রকৃত অনুসারী। আল্লাহ সুস্থ ও নেক হায়াত দান করুন উভয়কে
চমতকার একটা অনুষ্টান
দুই জন কে অনেক অনেক ধন্যবাদ মনে হয় দেশে এখনও ভাল ভাল লোক আছে।
excellent interview. thanks to DW and K Mohiuddin.
হাওয়া ভবনের দূর্নীতি হয়েছে গত 15 বছর প্রমাণিত হয়নি কেনো?
মহিউদ্দিন সাহেব, ফিজ সাহেবর কথাগুলো সঠিক❤
এটা অসাধারণ প্রোগ্রাম হয়েছে।
এইরকম অভিজ্ঞ নেতৃবৃন্দ আছে বলেই, বিএনপি এখনো সঠিক পথে আছে। 🤔 এবং আওয়ামীলীগে সঠিক নেতৃত্ব নেই বলেই, আজ বাংলাদেশের এই অবস্থা। এইটা আমার ব্যাক্তিগত মতামত। একজন নাগরিক হিসেবে 🤔
মেজর হাফিজ দেশের বড় বড় ক্রাইসিসেৱ সময় অনেক কাছ থেকে অনেক কিছু দেখেছেন। অনেক অভিজ্ঞ এবং জ্ঞানী। উনি যদি আজও কোন বই না লিখে থাকেন তবে অনুরোধ করবো লেখার জন্য। কেননা উনি অনেক নিরপেক্ষ খোলাখুলি কথা বার্তা করেন। উনি যাদের যাদের চিনতেন আমিও তাদের অনেকের ঘনিষ্ঠ ভাবেই জানতাম। মেজর হাফিজকে সত্যবাদী হিসেবে গ্রহনযোগ্যতা আছে।
সময়ের সাহসি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদকে বিএনপির স্থায়ী কমিটিতে দেখতে চাই, এটা দলের শক্তি বাড়াবে❤
ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার অনেক প্রবীণ নেতা ছিলেন। উনি মারা যাওয়ার পর সরিষাবাড়িতে আর উন্নয়ন হয়নি এবং বি এন পির জনপ্রিয়তা শুধু হারিয়েছে। মেজর হাফিজ স্যার এবং খালেদ ভাই দুজনেই চমৎকার আলোচনা করেছেন। ধন্যবাদ DW টিম।
উনি একজন সৎ রাজনীতিবিদ।আমাদের তজুমদ্দিন ও লালমোহনের অহংকার।
রাইট ❤
You people are not so popular like Imran otherwise you could fought the election. Zia was also a dictator of which you are a part. But Hasina though is also a dictator could fight BNP & replace the regime. But Birbikram don't have that much courage to fight, because he didn't have public support.
হফিজ স্যার ঠিক বলেছেন, কাউন্সিলের মাধ্যমে কমিটি হওয়া দরকার
মহিউদ্দিন ভাই কার সময় দুর্নীতিতে বাংলাদেশ কত নাম্বার ছিল পরিসংখ্যান টা দেখানো উচিত ছিল
Really enjoyed the talk show. I like Mr. Mohiuddin and also respect Mr. Hafizuddin (Birbikrom) as a brave leader. I am proud of him.
জনগণের উপর বিশ্বাস রাখুন, কেন বিদেশি উপর নির্ভরশীল হতে চান। বাংলাদেশের মানুষের উপর সহায়ক হন।
আমি খালেদ মাহমুদকে বলছি, দয়া করে আরো উন্নত মনের ও সৎ হওয়ার চেসটা করুন।
একমাএ সিনিয়র নেতা মেজর হাফিজ তার প্রতি আমাদের ভালবাসা ও আস্তা রয়েছে।
এতো বছর হয়ে গেলো সাংবাদিকতা করছেন, কিন্তু আপনার জড়তা কাটিয়ে উঠতে পারেন নি। কথার মাঝখানে ওনাকে থামিয়ে এ্যা, অ্যা, ও, এ্যা বলছেন। এগুলা কি ভাই?
We enjoyed the program. I have grown likings for mr ahmed from this program.
আপনারা দুজনকে অভিনন্দন জানাচ্ছি
Maj Hafiz is my next ĥònet best out spoken leader for BANGLADESH. Maj. Hafis, keep it up, you are our leader.
মেজর হাফিজ সাহেব অসাধারণ একজন ব্যক্তিত্ব ♥️♥️♥️
আজকের অতিথি সিলেকশন ঠিক আছে
আপনাকে হাজারো স্যালুট জানাই
Such an open and delightful discussion. He's a gentleman and spoke without any degradative words.
মন্ত্রমুগ্ধের মত পুরো অনুষ্ঠান দেখলাম।
Hafiz Saheb k dhonnobad,
সত্যিকারের একজন দেশপ্রেমিক, স্যালুট
খালেদ মহিউদ্দিন হলেন হ্রদয়ে বাকশালী। তাই তার পুরাতন প্রেম আওয়ামী বাকশালের প্রতি ভালোবাসা উতরাইয়া উঠে।
তাহলে কি খাম্বা তারেকের অনুসারি হবে খালেদ মহিদ্দীন
অসাধারণ আমার প্রিয় হাফিজ স্যার।
আশা করি আমরা আমাদের রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে একজন জাতীয় বীরের ফলাফল ব্যবহার করতে পারব।
জনাব খালেদ মহিউদ্দিন দরবেশের লোক বলে জানতাম। কিন্তু দরবেশের খাটি অনুসারী হলে পিনাকী দাদার মতো দেশের বাইরে থাকার কথা নয়। জানিনা নিরাপত্তাজনিত কোন কারণে তিনি দেশের বাইরে কিনা?
বড় কষ্ট লাগল তিনি যখন বললেন, দেশের গণতন্ত্রের অবস্থা এখনকার চেয়ে আগে খুব একটা ভালো ছিল? তাই ২০২৪ সালের ঢাকা শহরের ভোটার টার্ন আউট ডয়েচেভেলের পক্ষ থেকে ২-৩% বলেছেন সেখানে তার নিকট আমার উল্টো প্রশ্ন এখন আপনিই বলুন এই বেহাল দশা বাংলাদেশের বিগত কোন নির্বাচনে এমনটি ঘটেছিল? সঠিক উত্তর না দিতে পারলে আপনি আর ডামি মূলতঃ এক ও অভিন্ন।
মেজর হাফিজ অনেক বিজ্ঞ একজন রাজনীতিবীদ।
মেজর হাফিজ একজন স্পষ্টবাদী লোক,
❤❤❤
খালেদ বিক্রি হয়ে গেছে।
যত যাহাই হোক। আমরা উন্নয়নের বিনিময়ে মধ্য প্রাচ্যের মতো কারো প্রজা হতে চাই না।
আমাদের একমাত্র চাওয়া লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।
আমরা ভোটাধিকার ফেরত চাই।
আমার প্রিয় একজন মানুষ। ধন্যবাদ সবাইকে।
onek valo laglo
জাতি সংঘের অধীনে নির্বাচনের কোন নজীর বিশ্বে আছে কি? থাকলে আলোচনা করার আগ্রহ প্রকাশ করি?
নাচতে না জানলে উঠান বাঁকা
বিএনপি সঠিক পথেই আছে।
Good job Mr Hafiz.keep it up allways like that
রাইট কথা বলেছেন ধন্যবাদ
বাংলাদেশের এই একজন সাংবাদিক এর টকশো দেখেই কেবল শান্তি লাগে।
একদম নির্ভেজাল উপস্থাপনা। কারও তেল মেরে প্রশ্ন করেনা। মার্জিত, সুন্দর ভাবে বুদ্ধিদ্বিপ্ত প্রশ্ন করেন। সাংবাদিক হলে এমন হওয়া উচিত
বাংলাদেশ জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ হাফিজ উদ্দিন আহমদ জিন্দাবাদ।
অনেক দিনই পরে পুরা প্রোগ্রাম দেখলাম ❤️❤️❤️
সত্য কথা বলেছেন মাননীয় নেতা
Valo legeche
Yes
Wonderful talkshow.
An honest, patriot and leader is Hafiz Uddin, bir bikrom.
Please make a talkshaw with Obaidul kader
Yes, Khaled Muhiuddin is also very handsome ❤. So cute when he giggles/smiles/laughs.
A real good discussion
Thanks to both of you
উনাকে স্থায়ী কমিটির সদস্য করে যথাযথ সম্মান দেখানো উচিত |
হ্যাঁ
Thank you Mr Khaled Mohiuddin
I found your question terribly offensive at the same time hilarious, asking what’s iso interesting to be a MP ? You probably already know the answer. ‘Deal under the table “ 🤫
শ্রদ্বেয় হাফিজ ভাই , আপনার সাথে শুধু একটা শব্দ অ্যাড করে বলতে চাই "আপনি একজন Smart & 'Cuuning' ankhor এর সাথে টক্ শো তে এসেছেন। একই সাথে আপনাকে একজন Ankhor এবং একজন আওয়ামী প্রতিনিধি কে মোকাবেলা করতে হয়েছে।
সততাই শক্তি আল্লাহ ভরসা। মানুষ মরণশীল কি হবে এতো টাকা আর ক্ষমতা দিয়ে।