দাদা, আপনার ভিডিওটি খুব সুন্দর লেগেছে। একটা বিষয় জানতে আগ্রহী। ধান শক্ত ও শক্তিশালী করার উপায় বিস্তারিত জানাবেন। এতে কি কি সার কি পরিমানে প্রয়োগ, কীটনাশক কখন কিপরিমানে স্প্রে করতে হবে ইত্যাদি...। ধন্যবাদ
প্রিয় সাথী, প্রথমেই শুভ দিপাবলীর আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনি ধানের শেষ পরিচর্যা খুবই মূল্যবান পরামর্শ দিয়েছেন। সেই জন্য পুনরায় ধন্যবাদ জানাই। বোরো ধান চাষের বীজ( জাতের নাম, সরু, মাঝারি না মোটা) সেইটা সহ বীজ তলা ফেলা থেকে শুরু করে শেষ পরিচর্যা পযর্ন্ত ভিডিও প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
দাদা খুব সুন্দর উপস্থাপনা । একটা প্রশ্ন মোবোমিন বোরন ও নেটিভো এক সঙ্গে মেশালে ফসলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে নাতো ? অনেকে বলে মোবোমিন ও বোরন এক সঙ্গে মেশালে ফুল ফল ঝড়ে মেতে পারে আর গোবিন্দ ভোগ ধানে এই স্পে করতে পারি?
দাদা ধান গাছে mobomin এর পরিবর্তে যদি biovita x ব্যবহার করা হয় তাহলে কি অনু খাদ্য এর কোন ঘাটতি দেখা যাবে। আমাকে একটু জানাবেন প্লিজ। আপনার উত্তর এর অপেক্ষা করে থাকবো । আর দাদা nativo এর সঙ্গে biovita x মিশিয়ে স্প্রে করা যাবে ।
দাদা ভাই অনেক ধন্যবাদ এই মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য তবে বর্তমানে প্রকৃতির এই দুর্যোগের কারনে সময়টা প্রায় বিপক্ষে চলে যাওয়ার পরিস্তিতি হয়ে দাঁড়িয়ে গেছে। দক্ষিণ দিনাজপুর জেলার একপ্রান্ত থাকে আপনার জন্য রইল আবাও অনেক অভিনন্দন 13:54
নমস্কার দাদা আপনার কথা গুলো খুব সুস্পষ্টভাবেই বলেছেন । এখন আমার ধান শীষ অর্ধেক বের হইয়াছে তাতে দেখা যায় শীষের মাথায় সাদা দুচারটা ধান নাই এখন কি করা যায় । আরেকটা জমির ধান একটা দুটা শীষ বের হইতেছে এটাই কি করা এবং কি কি ছএাক নাশক দেওয়া দরকার জানতে চাই সওর কারন বাকী ধান গুলো বের হয়ে যাবে ।
দাদা আমি বিশ্বের লেখাপড়া জানিনা আপনি যে কথাগুলো বললে সেটা মনে রাখতে পারছিনা আমি বলে বলে যেটি টাইপ করলাম এইচডি লেখার মধ্যে ভুল হলে ক্ষমা করবেন নিজে লিখতে পারিনা ইংরেজিতে যে কথাটি বললে অক্ষরে একটু কি লিখে দিবেন আমি সেগুলো দেখে দোকানে কিনে নেব
দীনেশ দা আমি তো কেবল মাত্র প্রশ্নই করে যায়। যে দুটি স্পে করা কথা আপনি বলছেন সেগুলি ধান লাগানোর কতদিন বাদে বাদে করলে ভালো হয় সেটা জানালে খুব উপকৃত হব।
আপনার মতো মানুষ প্রশ্ন করেন বলেই তো ভালো লাগে, অক্সিজেন পাই কষ্ট করে ভিডিও করার সার্থকতা তৈরি হয়।দাদা nativo+mobomin+boron এই স্প্রেটা ধান ফোটার সময় করলে খুব ভালো হয়।আর nativo আরেকবার আগে স্প্রে করে রাখলে ভালো হয় কাঁচথোড় আসার সময়।🙏🙏ধন্যবাদ।
নমস্কার দীনেশ দা আমি নদীয়া জেলার রানাঘাট থেকে। আমি এক বিঘা জমিতে এবার বোরো ধান চাষ করেছি। ধান লাগানো হয়েছে 9 ফেব্রুয়ারি। আমার প্রশ্ন হচ্ছে ১। আমি প্রথম চাপান সার কতদিন বাদে দেবো? এবং কি কি সার ব্যবহার করব? ২। দ্বিতীয় চাপান সার কতদিন বাদে দেবো এবং কি কি সার ব্যবহার করব? এছাড়া কীটনাশকের ব্যবহার গুলো কেমন হবে সেটা বিস্তারিতভাবে জানালে খুবই উপকৃত হব।
এই স্প্রে টা করলে যে ধান ঝরে পড়ে যায় পাকার সময় এটা কি আটক হবে যেমন গ্যালিলিও প্রয়োগ করলে এটা কিন্তু ঝরে না তাই ধান ঝরা টা কি রোদ হবে প্লিজ রিপ্লাই দেবেন
দাদা আমি 3 দিন আগে সিনজিনটা এর Amister top (20ml/15lit) দিয়েছি। আজকে হাঠাৎ জমিতে শোষক দেখি,তারপর আপনার একটি ভিডিও দেখে সিনজিনটা chees (10gm/15lit) দিয়েছি। ধান গাছে সবে শিষ বের হচ্ছে, আপনার এই তিনটি পরিচর্যা কি এখন করা যাবে??যদি করা যায় কত দিন পরে করা যাবে?? এই তিনটিতে একত্রিত প্রতি ড্রামে(15লিটার ড্রাম) কত খরচ পড়বে????
আমি পূর্ব বর্ধমান জেলা থেকে দেখছি বোরে মিনিকেট ধানের চাষ সম্পর্কে একটি ভিডিও দিন জমি তৈরির সময় সার প্রয়োগ না করে কিভাবে বোরো চাষ করবো শুরু থেকে শেষ পর্যন্ত কারন আমাদের এখানে শেষ চাষে সার প্রয়োগ করার সুবিধা নাই জমির উপর দিয়ে জল নিয়ে ওই সময় জমি ভেজানো হয় আমি সব প্রথম চাষ করছি একটু আমার উপকার হতো
অসংখ্য ধন্যবাদ। অনেক দেরিতে ১টা শিক্ষামূলক ভিডিও পেলাম, ডাউনলোড করলাম। আমি নিজে কৃষির সাথে জড়িত।
ধন্যবাদ🙏🙏
Khub bhalo laglo.
ধন্যবাদ🙏🙏
দারুণ কার্যকরী ভিডিও ।ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
ধন্যবাদ।
খুব সুন্দর।
বাদশাভোগ ধান চাষের সম্পূর্ণ পরিচর্যা জানালে খুশি হবো।
ধন্যবাদ।
স্যার দেখলাম ভালো লাগলো, এই ভাবে সমস্ত কৃষি ফসলের ভিডিও করলে অনেক চাষী র উপকার হবে। ধন্যবাদ।
ধন্যবাদ🙏🙏
Ata khokhon Dabo?
1no dada
ধন্যবাদ।
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
ধন্যবাদ।
নমস্কার দাদা,আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিওটা দেখছি।খুব ভালো লাগছে। বোরোধান চাষের একটা পূর্ণাঙ্গ ভিডিও করতে অনুরোধ করছি।
Think you very much brather.bangladesh
ধন্যবাদ।ভালোবাসা।
আগের ভিডিও তবু এই দেখলাম খুব ভালো লাগল ।ধান চাষের সম্পূর্ণ একটি প্যাকেজ দিলে খুব ভালো হোতো ।অনেক শুভ কামনা রইলো ।
ধন্যবাদ🙏🙏
Khub bhalo laglo onek kichhu janagelo
ধন্যবাদ🙏🙏
খুব সুন্দর প্রতিবেদন হয়েছে দাদা। আমি বাংলাদেশ থেকে।।
ধন্যবাদ🙏🙏
ভালো লাগলো।
@ranitchavery.nice
ttopadhyay9836
অনেক। ভালো লাগলে বাংলাদেশ থেকে দেখেছি
ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য🙏🙏
স্যার নেটিভ বোরন মোবোমিন এক সঙ্গে মিশিয়ে স্প্রে করলে ধানের ফুল ঝড়ে যাবে নাতো ( গোবিন্দ ভোগ ধানে )?
মোবোমিন এর দাম কত জানালে ভালো হয়
Apnar kotha bolar style ebon spostota darun,
ধন্যবাদ🙏🙏
ভাই আপনার ভিডিও টি দেখে খুব ভালো লাগলো এখন বোরো মৌসুম। এই মৌসুমে কৃষি জমিতে প্রথম চাষের পর কি,কি সার প্রয়োগ করতে হয় একটু কি জানাবেন।
চেষ্টা করবো।
What a wow wonderful Krishi lesson plan for every krisan .
Thanks.
দাদা খুব ভালো উপস্থাপন। দয়া করে ধানের কত দিন বয়সে spray করবো জানালে উপকৃত হব।
ধানের গর্ভাবস্থায় অথবা ধান যখন ফুটতে শুরু করবে সেই সময়।
@@RuralINDIAandHorticulture Thank you dada
Sundor bhabe bujhiyechen Dada
Thank you
ধন্যবাদ
দাদা, আপনার ভিডিওটি খুব সুন্দর লেগেছে। একটা বিষয় জানতে আগ্রহী। ধান শক্ত ও শক্তিশালী করার উপায় বিস্তারিত জানাবেন। এতে কি কি সার কি পরিমানে প্রয়োগ, কীটনাশক কখন কিপরিমানে স্প্রে করতে হবে ইত্যাদি...। ধন্যবাদ
ধন্যবাদ🙏🙏 ধানকে শক্ত ও শক্তিশালী করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি উপযুক্ত জাত নির্বাচন করতে হবে, তারপর পরিচর্যায় জোর দিতে হবে।
খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।
ধন্যবাদ। খুব ভালো থাকুন।
ধন্যবাদ।
ধন্যবাদ দাদা এতো সুন্দর 1 টা ভিডিও বানানোর জন্যে
ধন্যবাদ🙏🙏
Great ❤ from paschim Medinipur
প্রিয় সাথী,
প্রথমেই শুভ দিপাবলীর আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনি ধানের শেষ পরিচর্যা খুবই মূল্যবান পরামর্শ দিয়েছেন। সেই জন্য পুনরায় ধন্যবাদ জানাই। বোরো ধান চাষের বীজ( জাতের নাম, সরু, মাঝারি না মোটা) সেইটা সহ বীজ তলা ফেলা থেকে শুরু করে শেষ পরিচর্যা পযর্ন্ত ভিডিও প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ🙏🙏🙏নিশ্চয় বোরো ধান সম্পর্কিত ভিডিও পরবর্তী সময়ে দেওয়ার চেষ্টা করবো।আপনাকেও দীপাবলির আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।ভালো থাকবেন।
খুব ভালো পরামর্শ। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি?
ভিডিও টাও ভালো,আর একটি ভালো ব্যাপার হলো আপনি প্রায় সবারই কমেন্টে এর উত্তর দিয়েছেন, যেটা বেশিরভাগ ইউটিউবার দেয়না।
ধন্যবাদ🙏🙏।বাকিদের কথা বলতে পারছি না।তবে আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করি।
খুব সুন্দর ভিডিও
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন,, ভালো লাগলো ❤️❤️
ধন্যবাদ🙏🙏
excilent dada godblass
ধন্যবাদ🙏🙏
Very good explanation & experience, helpful for farmers
Thank you very much. ♥️♥️♥️
রাইট কথা বলেচেন বায়ার কমপানির ওসুদ অনেক বালো
ধন্যবাদ🙏🙏
এলাম, দেখলাম, বুঝলাম
ভালো লাগলো সাবস্ক্রাইব করলাম ❤️❤️
ধন্যবাদ🙏🙏
amio kprlam
ধন্যবাদ🙏🙏
ধন্যবাদ
Very good speech
ধন্যবাদ।
দারুন ভালো ভিডিও দাদা। বর্ধমান থেকে ভালোবাসা নেবেন। ❤️❤️❤️
অসংখ্য ধন্যবাদ🙏🙏💞💞💞
খুব ভালো পরামর্শ, ধন্যবাদ আপনাকে 🙏💕
ধন্যবাদ।
দাদা, বোরো লাগানো ধান লাগিয়েছি প্রায় ১৫ দিন হল । ধান ক্ষেতে ২য় চাপান সার প্রয়োগ সহ সময় উপযোগী সার প্রয়োগ, কীট নাশক ইত্যাদির বিস্তারিত একটি ভিড়িও করলে ভাল হয়। আপনার ভিডিওর অপেক্ষায় থাকলাম । ধন্যবাদ
দাদা খুব সুন্দর উপস্থাপনা । একটা প্রশ্ন মোবোমিন বোরন ও নেটিভো এক সঙ্গে মেশালে ফসলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে নাতো ? অনেকে বলে মোবোমিন ও বোরন এক সঙ্গে মেশালে ফুল ফল ঝড়ে মেতে পারে আর গোবিন্দ ভোগ ধানে এই স্পে করতে পারি?
কোনও সমস্যা নেই।
@@RuralINDIAandHorticulture গোবিন্দ ভোগ ধানে এই স্পে করতে পারি
দাদা এই সময় nativo, অনুখাদ্য, বোরোর এর সাথে কি কোন কীটনাশক যেমন ভিরতাকো ব্যবহার করা যাবে?
যাবে।
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ।
দাদা ধান গাছে mobomin এর পরিবর্তে যদি biovita x ব্যবহার করা হয় তাহলে কি অনু খাদ্য এর কোন ঘাটতি দেখা যাবে। আমাকে একটু জানাবেন প্লিজ। আপনার উত্তর এর অপেক্ষা করে থাকবো । আর দাদা nativo এর সঙ্গে biovita x মিশিয়ে স্প্রে করা যাবে ।
Mobomin একটা multi micro nutrient biovita x সেটা নয়।
Khub valo
ধন্যবাদ।
Boro Dhan minikit er sompoke kichu bolun ?
দাদা পরবর্তী সময়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো 🙏🙏।
দাদা Nativo গোবিন্দ ভোগ ধান এ কইবার দেবো বলবেন।
ধান ফোটার সময় একবার।
দাদা ভাই অনেক ধন্যবাদ এই মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য তবে বর্তমানে প্রকৃতির এই দুর্যোগের কারনে সময়টা প্রায় বিপক্ষে চলে যাওয়ার পরিস্তিতি হয়ে দাঁড়িয়ে গেছে।
দক্ষিণ দিনাজপুর জেলার একপ্রান্ত থাকে আপনার জন্য রইল আবাও অনেক অভিনন্দন 13:54
ধন্যবাদ।অনেক অনেক ভালোবাসা।
দাদা আপনি যেসব ওষুধের নাম ভিডিওতে বলছেন সেগুলি ডেসক্রিপশনে লিখে দিলে খুব ভালো হয়।
Sir গোবিন্দভোগ ধানের ক্ষেতে থোড় আসার সময় কি এই এক প্রকারে Nativo, mobomin, boron ব্যবহার করা যেতে পারে? এ বিষয়ে আপনার মতামত ও পরামর্শ কামনা করি
করা যাবে।
বাংলাদেশ থেকে বলছি দাদা থোর অবস্থায় বোরন আর জিংক একসঙ্গে স্পে করা যাবে খতি হবে নাকি?
যাবে।
বোরো ধানের বীজ রোপনের সময় সার, চাপানের সার ও ধান ফোলার সময় কীভাবে কতটা পরিমান সার প্রয়োগ করা হবে তার ভিডিওটা অনুগ্রহপূর্বক করেন?
পরবর্তী সময়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো।
dada video koba deban
dada apnar phone number ta deban?
plz plz plz
আপনার হোয়াটস আপ নম্বর টা চ্যানেলের মেইল আইডিতে পাঠিয়ে দেবেন,আমি সময়মতো আপনার সাথে যোগাযোগ করে নেবো।
দাদা নদীয়া থেকে বলছি আমাদের এ খানে পিয়াজের বীজ চাষ হয় কিন্তু শেষের দিকে শুকিয়ে যায় ফলন ভাল হয় না দয়া করে পরামর্শ দেবেন
এটা আপনাকে মাটি তৈরি থেকে পরিচর্যা নিতে হবে।এত বড়ো একটা প্রসেস কমেন্টে বলা মুশকিল।
ধন্যবাদ ভাই ভাল লাগলো।
ধন্যবাদ🙏🙏
এই বছর চাষী ধান চাষ খুব কম করেছে তাই ১৯০০টাকা কুইন্টাল । আবার ধান চাষ করলে বাজার হবে ১২০০টাকা কুইন্টাল ।
Rong concept
2180
বাংলাদেশ থেকে বলছি,, ভালো লাগলো।
ধন্যবাদ🙏🙏অনেক অনেক ভালোবাসা♥️♥️♥️
ধন্যবাদ দাদা, দয়া করে জৈব পদ্ধতি জানা বেন। Eat organic to gain longevity...
চেষ্টা করবো🙏🙏
Bolchi dada Nativo,Boron,Agromin Gold+Isabion eksathe mixed kore spray korte pari pls bolben...??
Nativo+boron+isabion করতে পারেন।
Bol6i dada Nativo+Boron+Agromin Gold+Isabion spray kore6i asubidha hbe naki..??Coment ta dekhini Sokale spray korechi@@RuralINDIAandHorticulture
বাংলাদেশে মমিন বিপরীতে কি নাম
আমার জানা নেই দাদা।না পাওয়া গেলে trasco 5 ব্যবহার করতে পারেন।
নমস্কার দাদা আপনার কথা গুলো খুব সুস্পষ্টভাবেই বলেছেন । এখন আমার ধান শীষ অর্ধেক বের হইয়াছে তাতে দেখা যায় শীষের মাথায় সাদা দুচারটা ধান নাই এখন কি করা যায় । আরেকটা জমির ধান একটা দুটা শীষ বের হইতেছে এটাই কি করা এবং কি কি ছএাক নাশক দেওয়া দরকার জানতে চাই সওর কারন বাকী ধান গুলো বের হয়ে যাবে ।
দাদা আমি বিশ্বের লেখাপড়া জানিনা আপনি যে কথাগুলো বললে সেটা মনে রাখতে পারছিনা আমি বলে বলে যেটি টাইপ করলাম এইচডি লেখার মধ্যে ভুল হলে ক্ষমা করবেন নিজে লিখতে পারিনা ইংরেজিতে যে কথাটি বললে অক্ষরে একটু কি লিখে দিবেন আমি সেগুলো দেখে দোকানে কিনে নেব
হ্যাঁ অবশ্যই আমি লিখে দিচ্ছি।1.বায়ার নেটিভো 10gm/15lit 2.এরিজ মবোমিন 25gm/15lit 3.বোরন 20% 25-30gm/15lit.
৩ টি এক সাথে স্প্রে করতে হবে?
ML ear hisab bolan
দারুন
মিনিকেট চাষের ভিডিও দেন
ভালো লাগছে
Khub bhalo vidio.ai medicine kothya pabo.Ami south24pargana , Mathurapur -2 Theme balchi.
ধন্যবাদ🙏🙏স্থানীয় বীজ সারের দোকানে খোঁজ নিয়ে দেখুন না পেলে অনলাইনে কিনতে পারবেন।
দাদা বাদশভোগ ধানের উপর একটা ভিডিও বানান plzzz
আমার ও প্রয়োজন
Dada majra pokar niye kichu bolle khub valo hoto
অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে।
দাদ, ধরেন যে ধানটা দেখালেন এই সময়ে কি এ গুলা দেওয়া যাবে?
যেকোনো ধানে এটা ব্যবহার করতে পারেন।
দাদা আমার জমিতে 5/দিন7দিন হল ক্যারাটি এ্যমিসটার টোপ দিলাম এখন ৩/৪ দিন পরেই ফোলা শুরু করবে এখন কি স্প্রে দিতহবে বললে উপকৃত হবো।
আমাদের এলাকায় mobobin নেই। পরিবর্তে trasco 5 ব্যবহার করা যাবে কি ভাই?
যাবে।
দাদা তিল চাষের a to z video দিন
দীনেশ দা অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা♥️♥️
দীনেশ দা আমি তো কেবল মাত্র প্রশ্নই করে যায়। যে দুটি স্পে করা কথা আপনি বলছেন সেগুলি ধান লাগানোর কতদিন বাদে বাদে করলে ভালো হয় সেটা জানালে খুব উপকৃত হব।
আপনার মতো মানুষ প্রশ্ন করেন বলেই তো ভালো লাগে, অক্সিজেন পাই কষ্ট করে ভিডিও করার সার্থকতা তৈরি হয়।দাদা nativo+mobomin+boron এই স্প্রেটা ধান ফোটার সময় করলে খুব ভালো হয়।আর nativo আরেকবার আগে স্প্রে করে রাখলে ভালো হয় কাঁচথোড় আসার সময়।🙏🙏ধন্যবাদ।
ব্ল্যক রাইস ধানের চাষ শুরু করছি
উপদেশ দিলে ভালো হতো,
সেই সঙ্গে যে কোনো সুগন্ধি ধানের
পরিচর্যার।। ধন্যবাদ।ভালো থাকুক
আপনার পরিবারের সকলে।
I am BANGLADESH. Your video is so imformative. Love from BANGLADESH
Thank u..
Sobcheye valo Majra pokar ousud ekta bolun sir??????
Amistar top দিলে কি হবে। এমিষ্টার টপ vs নেটিভো কোনটা ভালো তুলনা মূলক ভিডিয়ে দেবেন।
Amister top ও দিতে পারেন।ভালো।
@@RuralINDIAandHorticulture কোনটা বেশি ভালো একটা ভিডিও দিলে খুব ভাল হত
আমি বাংলাদেশ থেকে বলতেছি দাদা।
খুব সুন্দর একটি ভিডিও করেছেন।
এই ঔষধ গুলো কি বাংলাদেশে পাওয়া যাবে
ধন্যবাদ🙏🙏এই নামে হয়তো পাবেন না কম্পোজিশন দেখে খোঁজ নিবেন।
বাংলাদেশের অটো ক্রপ কেয়ার এর নাভারা লেটেস্ট, সলুবোর পাবেন।
ধন্যবাদ🙏🙏
Dada akhon boro Dahan Chas 2022..er video ta aktu jodi pai khub valo hoi .
দেওয়া আছে দেখুন।
নমস্কার দীনেশ দা আমি নদীয়া জেলার রানাঘাট থেকে। আমি এক বিঘা জমিতে এবার বোরো ধান চাষ করেছি। ধান লাগানো হয়েছে 9 ফেব্রুয়ারি। আমার প্রশ্ন হচ্ছে ১। আমি প্রথম চাপান সার কতদিন বাদে দেবো? এবং কি কি সার ব্যবহার করব? ২। দ্বিতীয় চাপান সার কতদিন বাদে দেবো এবং কি কি সার ব্যবহার করব? এছাড়া কীটনাশকের ব্যবহার গুলো কেমন হবে সেটা বিস্তারিতভাবে জানালে খুবই উপকৃত হব।
অসাধারণ। ।।
ধন্যবাদ🙏🙏
Excellent bro
দাদা fungicide এর সঙ্গে mobomin দেওয়া যাবে?
দেওয়া যাবে।
Dada thanku
দাদা এই তিনটি প্রোডাক্ট একসঙ্গে কি জলের মিশ্রণ করে রাখবো কিছুক্ষণ পরে স্প্রে করব দয়া করে জানাবেন
আলাদা আলাদা করে করবেন তারপর একসাথে মিশিয়ে স্প্রে করবেন।
@@RuralINDIAandHorticulture দাদা একটু ভালো ভাবে বলবেন
এই স্প্রে টা করলে যে ধান ঝরে পড়ে যায় পাকার সময় এটা কি আটক হবে যেমন গ্যালিলিও প্রয়োগ করলে এটা কিন্তু ঝরে না তাই ধান ঝরা টা কি রোদ হবে প্লিজ রিপ্লাই দেবেন
অনুখাদ্যের সঙ্গে স্টিকার ব্যাবহার করতে পারবো?
দাদা, এসেল-৮এইচ হাইব্রিড় ধান লাগিয়েছি, ধান ক্ষেতে প্রথম চাপান সার প্রয়োগ সহ সময় উপযোগী সার প্রয়োগ কীট নাশক ইত্যাদি বিস্তারিত একটি ভিড়িও করলে ভাল হয়। ধন্যবাদ
অনেক ভালো লাগলো, বাংলাদেশ থেকে সাথে আছি
ধন্যবাদ🙏🙏অনেক অনেক ভালবাসা♥️♥️♥️
কৃষি ফসলের ভিডিও করলে অনেক চাষীর উপকার হবে চমৎকার একটি প্রতিবেদন।
ধন্যবাদ🙏🙏
পিলিজ দাদা একটু বলুন এই পেরে টা ধান ফোঁটার কতো দিন আগে করতে হবে একটু বলুন প্লিজ।
ধানে থোর অবস্থায়।
@@RuralINDIAandHorticulture ok dada
Dhanayabad
🙏🙏
Vai ami Bangladesh theke bolchi
ধন্যবাদ!
দাদা ব্যাবসায়িক ভাবে পেঁপে চাষের একটা ভিডিও বানিয়ে দেন। তাহলে খুব উপকার হবে।দয়া করে।।
Dada ei treatment kokhon korbo dhaner shis asar age na pore plz reply 🙏🙏🙏🙏
ধান গোল হওয়ার সময় বা শিস বার হওয়ার সময়।
নোয়াখালী থেকে
কামরুল
মিশ্রণ টা একই সঙ্গে ব্যবহার করতে পারবো কী আমন ধান এ?
হ্যাঁ।
দাদা আমি 3 দিন আগে সিনজিনটা এর Amister top (20ml/15lit) দিয়েছি।
আজকে হাঠাৎ জমিতে শোষক দেখি,তারপর আপনার একটি ভিডিও দেখে সিনজিনটা chees (10gm/15lit) দিয়েছি।
ধান গাছে সবে শিষ বের হচ্ছে, আপনার এই তিনটি পরিচর্যা কি এখন করা যাবে??যদি করা যায় কত দিন পরে করা যাবে??
এই তিনটিতে একত্রিত প্রতি ড্রামে(15লিটার ড্রাম) কত খরচ পড়বে????
যেহেতু amister top ব্যবহার করেছেন তাই আর nativo দেওয়ার প্রয়োজন নেই।boron mobomin দিতে পারেন।
@@RuralINDIAandHorticulture দাদা এর সাথে জিঙ্ক দেওয়া যাবে
ধন্যবাদ
ধন্যবাদ🙏🙏
Dada ami Tulai Pangi dhane ei bish gulo spry korte parbo..???
পারবেন।
Dada arokom borsati fullkofi nia ekta video banao pls
Carant poka ,badami poka daman ke kora korbo vedio dila bhalo hay
দেখুন এবিষয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে।
নেটিভো কখন দিবো দাদা? ধানের শীষ আসার পরে নাকি আগে? ধানে শীষ আগার সময় ধানের যে ফুল আসে তখন দিবো নাকি ধানের ফুল ঝড়ে যাওয়ার পর দিবো? একটু বিস্তারিত বলবেন
ধানের থোর অবস্থায় স্প্রে করতে পারেন।ধান ফোটার সময় স্প্রে করতে পারেন।
দাদা একটু বলবেন। নেটিভো মোবোবিন বোরোন দুই বার স্পে করা যাবে কী।
এক বারই ঠিক আছে।
@@RuralINDIAandHorticulture ধন্যবাদ দাদা
আমি পূর্ব বর্ধমান জেলা থেকে দেখছি বোরে মিনিকেট ধানের চাষ সম্পর্কে একটি ভিডিও দিন জমি তৈরির সময় সার প্রয়োগ না করে কিভাবে বোরো চাষ করবো শুরু থেকে শেষ পর্যন্ত কারন আমাদের এখানে শেষ চাষে সার প্রয়োগ করার সুবিধা নাই জমির উপর দিয়ে জল নিয়ে ওই সময় জমি ভেজানো হয় আমি সব প্রথম চাষ করছি একটু আমার উপকার হতো
এগুলোর সাথে কি কীটনাশক স্প্রে করা যাবে?
দাদা boro ধানে প্রথম বিষ দেওয়ার সময়ে boran 20 দিয়েছি কোনো ক্ষতি হবে নাকি? Plz বলবেন