স্যার, বোরো ধানের হাইব্রীড প্রজাতির বীজ হিসেবে লাল ও বেলে মাটির ক্ষেত্রে কোন জাত চাষ করলে অধিক ফলন পাওয়া যাবে, জানালে উপকৃত হবো। কামনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন।
স্যার অসাধারণ ভিডিও। আপনার ভিডিও যত দেখি ততই মুগ্ধ হয়। নতুন নতুন অনেক জিনিস জানতে পারি। আপনার কাছে আমার একটি অনুরোধ হিউমিক অ্যাসিড নিয়ে একটা ভিডিও করবেন। প্রণাম নেবেন।
স্যার আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক ও আপনার চাষের পরামর্শ মান্য করা এক চাষী। আমি আপনার কথা মতো বাংলাদেশের একটি উচ্চফলনশীল "ফাতেমা ধান" চাষ করেছি। এবং আপনার কথা মত সব কিছুই দিচ্ছি ঐ ধানেতে।
স্যার নমস্কার। এই ভিডিওটা দেখার জন্য অধির অপেক্ষায় ছিলাম। প্রথমে জানাই দোল পূর্ণিমার সুভেচ্ছা। আশাকরি রাধাকৃষ্ণের কৃপায় ভালো আছেন। বলছিলাম স্যার আমার বরো ধানে সেষ চাপান সার দেওয়ার তিনদিন পর অলউইন টপ প্লাস চিলেটেড জিঙ্ক ১২% ই ডি টি এ স্প্রে করেছি। এই পর্যন্ত মোট তিনবার স্প্রে করা হয়ে গেছে আজকে ১২-১৩-দিন আগে। এখন ধানের থোড় ফেটে বেরোতে আরো ৫-৭-দিন লাগবে। বোরোন দেওয়া হয়নি। গাছের পাতা সুন্দর আছে। এখন আমি মিরাকুলান আর জিঙ্ক আর বোরোন আর একবার স্প্রে করব কি? আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।ভালো থাকুন সুস্থ থাকুন ইশ্বর আপনাকে শতবছর বাঁচিয়ে রাখুক ইশ্বরের কাছে আমরা স পরিবারে এই কামনা করি। নমস্কার।
স্যার আপনাকে প্রণাম আমি পূর্বমেদিনীপুর এর চন্ডিপুর থেকে আপনি সুস্থ থাকুন আর এইভাবে আমাদের জ্ঞান দান করুন। আপনাকে সত্যি খুব ভালো লাগে কারণ খুব সহজ ভাবে বোঝাতে পারেন এবং অসাধারণ আপনার পুরো ভিডিও গুলো থাকে আমি খুব ফলো করি আপনাকে। 🙏
Sir... Valo achen .apnar video gulo khub valo lageche ... Ami asi prothom bar Chas korchi .apnar video dekhei korchi to sir mota moti hoyeche ......let kore lagano ...dhan
Dadu ami apnar chaneler niyamita darsak ami apner katha sune ebachar boro dhaner bij tala felechi kintu bij talar age 40 din ekhan kayta kore Kali diye roya korbo please janaben Ami kal roya korbo. Ar apni valo thakben.
যদি ডি এ পি 600 ও gromore 28 28 0 এই সার 500 সেই সঙ্গে ইউরিয়া 700কাঠা প্রতি চাপান সার প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই অবশ্যই অবশ্যই গাছ ভালো হতে বাধ্য। এইটাই আমি ভিডিও তে বলেছি।
Sir, ami ekjon electric department employ, ami qantune apner v.d.o gulo follow kari, abang apnar theory khub valo lage .ami scientific vabe Chas karte chai tai apnar paramarsha darker kivabe apner sange jogajog karbo.
Ar apnar video gulo ami regular dekhi ar ar apnar strategy money choli ar amar kaj oh hoi. Uparwala R pasey pray 🙏🙏🙏 Kori apni ebony apnar poribarer sobaijeno bhalo thakey.
Sir, আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি সবসময় , আপনার অনুপ্রেরণায় 1 বিঘা জমিতে মিনিকিট ধান চাষ করেছি, আপনার কথা মতো গুছি কম দিয়ে ফাক দিয়ে রুয়েছি তারপর প্রথম চাপান দেয়েছি কাঠা প্রতি 1 কেজি DAP, 750 গ্রাম ইউরিয়া , 500 গ্রাম MOP তারপর জিঙ্ক এবং বিয়োভিটা স্প্রে করেছি এবার বলুন sir কি করবো।
এবার গাছের পাতার রং দেখে ইউরিয়া কাঠা প্রতি 350 / 400 গ্রাম, gromore NPK 28 28 0 এই সার 500 /600 গ্রাম ও পটাশ সার 500 গ্রাম মিশিয়ে দুপুর বেলায় ছড়িয়ে দেবেন। তিন দিন পর যেমন ভিডিও তে বলেছি ঐভাবে স্প্রে করবেন।
আমি অনেক দূরে আছি। বাঁকুড়া জেলার কাছে। শুধু বলবো আমার ভিডিও দেখে এগিয়ে চলুন। অনেক গুলো বোরো ধানের ভিডিও করা আছে, আপাতত দেখুন আশাকরি ঠকবেন না। ঠিক এগিয়ে যেতে পারবেন।
স্যার আমার বাড়ি পুর্ব বর্ধমান ধানের জাত MP36 Protham chapan sar DAP 750 gm Uria 500 gm katha proti diye chilam. Second chapan sar ki dibo . Sir jodi ektu bole din. Dhan gacher age 48 din holo.
এখন গাছের চেহারা দেখে ইউরিয়া 350/400 গ্রাম কাঠা প্রতি সেইসঙ্গে পটাশ সার 600 গ্রাম মিশিয়ে দুপুর বেলায় ছড়িয়ে দেবেন।তিন দিন পর যেমন ভিডিও তে বলেছি ঐভাবে স্প্রে করতেই হবে।
স্যার আমি বাংলাদেশে থেকে আপনার ভিডিও দেখে কৃষিকাজে উৎসাহ পেয়েছি।আল্লাহ্ আপনাকে অনেকদিন আমাদের মাঝে রাখুক। একটা প্রশ্ন পিজিআর টা খুজলাম পাইনি। এটি কি বুঝিয়ে বললে খুব উপকৃত হতাম ।
স্যার ধানের জন্য সবথেকে ভালো PGR এখন বাজার এ কোনটি? যেহেতু আপনি সব কিছু PGR ব্যাবহার করেন আপনি যেটা সবথেকে ভালো বলবেন সেটাই দেবো।আর আমি TATA ধূর্বি কিছু টা জায়গাতে দিয়ে পরীক্ষা করছি স্যার।
স্যর , নমস্কার কেমন আছেন ? আজ আমি প্রথম বার comment করছি খুব বিপদে পরে, আমার ধানের জমিতে এখনও শেষ চাপান সার দেওয়া হয় নি , কিন্ত কিছু কিছু জায়গা তে একটা দুটো করে ধানের শিশ বার হয়ে গিয়ে ছে, আমি এখন কি করব , খুব বিপদে পরেছি আমাকে একটু সাহায্য করুন স্যর , আপনি যা যা বলেছেন, আমি সব রকম করেছি, কিন্তু সময় টা একটু দেরী হয়েছে , আমি এখন কি করব ? আপনার comment অপেক্ষায় রইলাম ? নমস্কার।
Borodhaner porichorja gulie jache dubar chapaner por all win top plus boron Zink diechi 10 diner modheye dhan fule berobe ekhon kichu dite hobe pgr or fungiside plz bolben sir
গাছের অবস্হা দেখে ব্যবস্হা গ্রহন করতে হবে। যদি গাছের চেহারা এখনো খারাপ থাকে বা লম্বায় গাছকে বাড়াতে পারেন নি তখন একবার স্প্রে করবেন কিন্তু শীষ বেরোনোর আগে। শীষ বেরিয়ে গেলে কিছু করা যাবে না।
Sir আপনার ভিডিও গুলো দেখার আগেই লাইক করি।আপনার আলোচনা থেকে অনেক কিছু শিখতে পেরেছি
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
স্যার, ভগবানের কাছে প্রার্থনা করি, আপনি হাজার বছর বাঁচুন। আর এই ভাবেই আমাদের অন্নদাতা কৃষকদের পথপ্রদর্শন করে যান। ❤
প্রণাম নেবেন।
ধন্যবাদ জানাই।
আপনারাও সপরিবারে ভাল থাকুন।
আর এগিয়ে চলুন পাশে আছি।
আপনি বোরো ধানের hybrid জাতের নাম বলুন (মোটা জাতের)
apnar video joto dekhi kaku khub valo lge apni ai vabe chasider pase thaken love you
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
স্যার, বোরো ধানের হাইব্রীড প্রজাতির বীজ হিসেবে লাল ও বেলে মাটির ক্ষেত্রে কোন জাত চাষ করলে অধিক ফলন পাওয়া যাবে, জানালে উপকৃত হবো। কামনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ জানাই আপনাকে আগামী দিনের বেঁচে থাকার চাবিকাঠি আপনী আপনার দীর্ঘায়ু কামনা করি ভগবানের কাছে
আপনি ও সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
স্যার মিরাকুলান এর সাথে ছত্রাকনাশক এবং বিষ একসঙ্গে স্প্রে করা যাবে সার?
বিষ + ছত্রাক নাশক Blitox পাউডার +পি জি আর মিশিয়ে স্প্রে করবেন।
স্যার অসাধারণ ভিডিও। আপনার ভিডিও যত দেখি ততই মুগ্ধ হয়। নতুন নতুন অনেক জিনিস জানতে পারি। আপনার কাছে আমার একটি অনুরোধ হিউমিক অ্যাসিড নিয়ে একটা ভিডিও করবেন। প্রণাম নেবেন।
অবশ্যই হিউমিক অ্যাসিড, ফালভিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড নিয়ে ভিডিও আনবো।
ইউটিউব -এ যদি কারোর ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি,সেটা হল "Framing Adviser Anath Halder" এর ভিডিও।
একমত স্যার
Ja bollen
Boro chul
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন।
আর এগিয়ে চলুন ------- পাশে আছি।
@@farmingadviseranathhalder7579 বাংলাদেশে অলউইন টপ প্লাস পাওয়া যায় না।এর পরিবর্তে কি দেওয়া যাবে?
Thanks sir, এই ভাবে information video আপনার কাছ থেকে পেলে, কৃষি দিক দিয়ে আমরা ভালো লাভের মুখ দেখতে পাব।
ধন্যবাদ জানাই ভালো থাকুন।
আর এগিয়ে চলুন এই কামনা করবো।
ধন্যবাদ কাকু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন
আপনারাও সপরিবারে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করবো।
আপনার প্রসেস ফলো করে আমার ১০ ইঞ্চি করে সিস হয়েছে, থ্যাঙ্ক ইউ স্যার
অসংখ্য ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর এগিয়ে চলুন ,
এই কামনা করবো।
স্যার আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক ও আপনার চাষের পরামর্শ মান্য করা এক চাষী। আমি আপনার কথা মতো বাংলাদেশের একটি উচ্চফলনশীল "ফাতেমা ধান" চাষ করেছি। এবং আপনার কথা মত সব কিছুই দিচ্ছি ঐ ধানেতে।
Ami o Bangladesh thake bolsi
Amr farema dhan ar bij lage
Apnr ph diben plz
আপনার জ্ঞান দীর্ঘজীবি হোক, এই শুভকামনা করি৷
ধন্যবাদ জানাই।
ভালো থাকুন,
আর এগিয়ে চলুন।
Sir ধান গাছ ki vitamin প্রে করব please bolben taratar.
Biovita X প্রতি লিটার জলে দুই মিলি
সেই সঙ্গে জিঙ্ক 12% EDTA মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় সাত দিন ছাড়া দুবার।
আপনার ভিডিও অনেক ভালো লাগে।
স্যার দয়া করে শ্রেয়া ধানের চাষ সম্পূর্ণ পদ্ধতি নিয়ে একটা ভিডিও দেবেন ।
আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব
আমি বোরো ধান নিয়ে অনেকগুলো ভিডিও করেছি।
আশাকরি ঐ ভিডিও গুলো দেখলে আর কোনো সমস্যা হবে না।
@@farmingadviseranathhalder7579 স্যার বাংলাদেশের ফতেমা ধান দক্ষিণ ২৪ পরগনাতে
পাওয়া যাবে কি
সরিষা ও গম চাষ পদ্ধতি সম্পর্কে তথ্য দেবেন
Nomoskar Dada kamon achan. Darun sundar laglo. Onaker upokar hoba.
ঐ ভাবে ব্যবহার করুন অবশ্যই ভালো ধান পাবেন।কথা দিলাম।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
Sir last chapansar uriya potash ersange agromin+ dile kemon hobe??or kidile valo hobe??
ক্যাভিস্টিন ডগা শুকনা কমবে একটু বলুন
Sair, ধান গাছের ছিচ বেরোনর পর । Amistar top দিলে কী খলাপচা, ঝলসা রোধ হবে । Sabang. Paschim midna pur . W.B
Plz
স্যার নমস্কার। এই ভিডিওটা দেখার জন্য অধির অপেক্ষায় ছিলাম। প্রথমে জানাই দোল পূর্ণিমার সুভেচ্ছা। আশাকরি রাধাকৃষ্ণের কৃপায় ভালো আছেন। বলছিলাম স্যার আমার বরো ধানে সেষ চাপান সার দেওয়ার তিনদিন পর অলউইন টপ প্লাস চিলেটেড জিঙ্ক ১২% ই ডি টি এ স্প্রে করেছি। এই পর্যন্ত মোট তিনবার স্প্রে করা হয়ে গেছে আজকে ১২-১৩-দিন আগে। এখন ধানের থোড় ফেটে বেরোতে আরো ৫-৭-দিন লাগবে। বোরোন দেওয়া হয়নি। গাছের পাতা সুন্দর আছে। এখন আমি মিরাকুলান আর জিঙ্ক আর বোরোন আর একবার স্প্রে করব কি? আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।ভালো থাকুন সুস্থ থাকুন ইশ্বর আপনাকে শতবছর বাঁচিয়ে রাখুক ইশ্বরের কাছে আমরা স পরিবারে এই কামনা করি। নমস্কার।
গাছের চেহারা যদি খারাপ থাকে তাহলে মিরাকুলান দিতে পারেন ।
না হলে জিঙ্ক আর বোরন একবার স্প্রে করে দিন বিকাল বেলা চারটের দিকে।
স্যার আপনাকে প্রণাম আমি পূর্বমেদিনীপুর এর চন্ডিপুর থেকে আপনি সুস্থ থাকুন আর এইভাবে আমাদের জ্ঞান দান করুন। আপনাকে সত্যি খুব ভালো লাগে কারণ খুব সহজ ভাবে বোঝাতে পারেন এবং অসাধারণ আপনার পুরো ভিডিও গুলো থাকে আমি খুব ফলো করি আপনাকে। 🙏
অসংখ্য ধন্যবাদ জানাই।
সেই সঙ্গে ভিডিও দেখে এগিয়ে চলুন।
আমি আপনার কাছে নেই ঠিকই তবে পাশে আছি।
ভালো পাকা চাষী তৈরি হয়ে যান,
এই শুভ কামনা রইল।
Dada Ami Hooghly theke jante chay ay 2023 sale minicket dhan uthte ar koto dery?ar ever miniar baskaty dhaner kamon folon hoyeche?janle upokrito hobo.
@@farmingadviseranathhalder7579sir apnar phone number ta deben ckriner modhye .
Sir... Valo achen .apnar video gulo khub valo lageche ... Ami asi prothom bar Chas korchi .apnar video dekhei korchi to sir mota moti hoyeche ......let kore lagano ...dhan
Sir ....mach Chas r somondhe kichu jodi bolel...
ঠিক আছে,
আগামী বছর পৌষ মাসের মধ্যে রোয়া শেষ করবেন ,
খুব ভালো ফলন পাবেন।
আপনার কথা শুনে আমার ধান এর চেয়ে বেশি ভালো হয়েছে
ঐ ভাবে চাষ করবেন অবশ্যই ফলন বেশি
পাবেন।
Sir ami mag mashe roya korchi ses chapan diyechi 3 din age akn pgr zinc boron dite chai pgr ta holo synjenta company protozim dite chai
Sir, good morning 🙏, pukurer chhoto Pana marar upay bole din ,pukure machh a6e.
Sir pgr - dhanazyme gold ধান গাছে প্রয়োগ করা যাবে
প্রতি লিটার জলে ২ মিলি মিশিয়ে স্প্রে করবেন।
Sir coragen and ampligo kontai besi chlorantraniliprole achhe??
কোরাজেন ওষুধের মধ্যে বেশি আছে।
Sir asha kori apni valo achen. Sir tormuj gache ki poriman jol dite hoii? Tobe Malta lebu gacher pata guli halka uporer dike mure ache kno janaben sir
দাদা সব সময় আপনার নতুন পোষ্টের অফেহ্মাই থাকি।খুব ভালো লাগে আপনার প্রতিটা ভিডিও। আপনার দির্ঘায়ু কামনা করি।
আপনি ও সপরিবারে ভালো থাকুন।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
@@farmingadviseranathhalder7579 Amin
Sirakhon 5o din kisar debo amar total 10 bigha jomi chase 3o,35 enchi hight hoe6 potash 10 kg diyechi akhorn potash koto debo . Bari kakdwip ganga dhar pur
ধন্যবাদ জানাই ভালো থাকবেন।
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
কাকু আমি তোমার তোমার video দিকে ভালো লাগে। আমি বড়ো ধান করবো কিরকম জুমেতে কিরকম সার দিবো?🙏🙏 জুমিতে চাস দিয়ে জল দিয়ে রেখেছি । বলে দাওয়া?
Dadu ami apnar chaneler niyamita darsak ami apner katha sune ebachar boro dhaner bij tala felechi kintu bij talar age 40 din ekhan kayta kore Kali diye roya korbo please janaben Ami kal roya korbo. Ar apni valo thakben.
Sir ধান গাছের চাপান দিয়েছি কিন্তু কোনো গোধ নেই। কি কোরবো please bolben taratar.
যদি ডি এ পি 600 ও gromore
28 28 0 এই সার 500
সেই সঙ্গে ইউরিয়া 700কাঠা প্রতি
চাপান সার প্রয়োগ করা হয় তাহলে
অবশ্যই অবশ্যই অবশ্যই গাছ ভালো হতে বাধ্য।
এইটাই আমি ভিডিও তে বলেছি।
Thknks
ওস্তাদজি একটু বলে দেবেন, প্রত্যেকটা মানে গোছে কত পিস করে ধানের কালি রইতে হয় এবং কত ইঞ্চি ছাড়া রোহিত হয় কিংবা বীজ রোপন করতে হয়
মাশাআল্লাহ সুন্দর হয়েছে
Sir, ami ekjon electric department employ, ami qantune apner v.d.o gulo follow kari, abang apnar theory khub valo lage .ami scientific vabe Chas karte chai tai apnar paramarsha darker kivabe apner sange jogajog karbo.
গ্রেট মাই ডিয়ার ইন্ডিয়ান স্যার বাংলাদেশের পাশে থাকবেন সবসময়।আই লাভ ইউ স্যার।
Sir boro dhane see chapan detour por PGR er songs Born ar zing deoagabe. Sir pless ekto bolun
Allwin top plus r edta zinc spray morning 9 tar por kora jabe? ?
খুব রোদ্দুরে ব্যবহার করবেন না।
Sir upl er solicit acid jarnam gainexa ki ses p g r hisabe deoa cholbe?doase ki hobe sir plz Zanan
You are great.🇧🇩
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন।
আর এগিয়ে চলুন এই কামনা করবো।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
দারুণ লাগলো
রথীন বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এগিয়ে চলুন, ----- পাশে আছি।
Ar apnar video gulo ami regular dekhi ar ar apnar strategy money choli ar amar kaj oh hoi. Uparwala R pasey pray 🙏🙏🙏 Kori apni ebony apnar poribarer sobaijeno bhalo thakey.
ধন্যবাদ জানাই।
আপনারাও সপরিবারে ভালো থাকুন। এগিয়ে চলুন পাশে আছি।
Kaku amar barita contair pasapasey amader eaikhankey asben tahaley khub upokar hoto
Kaku ar bolchi amar super sankar dhaney ki miraculan spray kora jabey. Ami ekbar sivic merachilam ar pgr dewa hoini ki debo ektu boleydilay bhalo hoi
Awesome video🌹🌹🌹🌹🌹🌹🌹
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
খুব ভালো থাকবেন স্যার. দোল এর শুভেচ্ছা রইলো আপনাকে
আপনাদেরকেও শুভেচ্ছা জানাই,
এই সঙ্গে সপরিবারে ভালো থাকুন ,
আরএগিয়ে চলুন।
স্যার হলুদ বসানোর ভিডিও বানালে উপকৃত হতাম
Sir dhan file beronor por ki kono fungiside and pgr spry korte hobe tahole janaben
শীষ বার হবার পর আর কিছু করতে যাবেন না।
যদি ঝলসা রোগ লাগে তাহলে ওষুধ দেবেন।
Jomi Chas korechi, 10/12 pore dhan roya korbo, ekhon ki sarse khol deya jabe?
মহাশয় আপনার সাথে যোগাযোগ করার কোনো কন্টাক্ট নম্বর পাওয়া যাবে
এবং বোরো ধানের শীষ গজানোর সময় কি বোরোন, ইত্যাদি সার প্রয়োগ করা যাবে
স্যার আমার ধান এরকম।কিছু জায়গায় মাজরাপোকা/ মাজপচা রোগ লাগিছে ও কিছু কিছু জায়গা ঝলসে যাচ্ছে। এখন কি কি প্রয়োগ করব।
Sir, সুপার ধান চাষ করব আমাদের 50 ডে,
বিঘা কি কি সার দিয়ে চাষ করব। বীজ ধানের তলার বয়স 35 দিন।
Bigha proti koto gram Zink r borun r bis dibo aktu bolben
আমার বড়ো ধান 25দিন রোযা হয়েছে থর আসছে করণীয় কি একটু বলবেন
Sir biovita x সাথে কি জিংক স্পে করা যাবে।pls bolben।
অবশ্যই একসাথে মিশিয়ে স্প্রে করবেন।
এই ভাবেই আমাদের(বেকার ছেলেদের )পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলুন পথ দেখান পথপ্রদর্শক হিসেবে
ধন্যবাদ জানাই।
এগিয়ে চলো ,
পাশে আছি।
Number ta dile upokirito hotam
Dhane majrar janna coragen and ampligo konta valo hobe??
কোরাজেন দশ লিটার জলে চার মিলি মিশিয়ে স্প্রে করবেন একবার।
Sir, আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি সবসময় , আপনার অনুপ্রেরণায় 1 বিঘা জমিতে মিনিকিট ধান চাষ করেছি, আপনার কথা মতো গুছি কম দিয়ে ফাক দিয়ে রুয়েছি তারপর প্রথম চাপান দেয়েছি কাঠা প্রতি 1 কেজি DAP, 750 গ্রাম ইউরিয়া , 500 গ্রাম MOP তারপর জিঙ্ক এবং বিয়োভিটা স্প্রে করেছি এবার বলুন sir কি করবো।
এবার গাছের পাতার রং দেখে ইউরিয়া কাঠা প্রতি 350 / 400 গ্রাম, gromore
NPK 28 28 0 এই সার 500 /600 গ্রাম ও পটাশ সার 500 গ্রাম মিশিয়ে দুপুর বেলায় ছড়িয়ে দেবেন।
তিন দিন পর যেমন ভিডিও তে বলেছি
ঐভাবে স্প্রে করবেন।
Sir all win top pls থেকে biovita x কি বেশি কাজ পাবো dhan চাষে। please bolben taratar.
হ্যা অবশ্যই ভালো কাজ পাবেন।
বাগান বিলাস নিয়ে একটা ভিডিও করুন প্লিজ
Kaka ami 3 bigha jomi chas korbo boro dhan .amar bari baruipur thanar betberiya stetion a .gram blegachite .apnar poddhotite chas korte chai apni ki help korte parben
আমি অনেক দূরে আছি।
বাঁকুড়া জেলার কাছে।
শুধু বলবো আমার ভিডিও দেখে এগিয়ে চলুন। অনেক গুলো বোরো ধানের ভিডিও করা আছে, আপাতত দেখুন আশাকরি ঠকবেন না।
ঠিক এগিয়ে যেতে পারবেন।
Sir,
allwine top Plus এর পরিবর্তে আর কোন pgr স্প্রে করা যায় কি ? নদিয়ার কৃষ্ণনগরে এই ঔষধ টা পাওয়া যাচ্ছে না। জানাবেন
যেকোনো পি জি আর প্রতি লিটার পানিতে এখন এক মিলি সেই সঙ্গে বোরন দুই গ্রাম ও জিঙ্ক দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবে বিকাল বেলায়।
আমার ধানের বয়স মাত্র 28 দিন তাহলে বোরণ দেবো
Bayer Ambition Tonic দেওয়া যাবে একটু বলুন
Alwin top plus , kritap powder, avatar eksathe use Kara habe?
Kritap টা মেশাবেন না।
ঐ দুটো একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন।
Dragon fruits nia akta video korun.
Dhan laganor koto din pore chapan deoya jabe
স্যার
দোলের রঙিন শুভেচ্ছা নেবেন।
সুন্দর কথা বলেছেন।
ভালো থাকুন, আর এগিয়ে চলুন।
Sir coragen ersange legent dile potas ki dyajabe??
Legend না দিয়ে Aries কোম্পানির
0 0 50 প্রতি লিটার জলে দুই গ্রাম ওই
কোরাজেনের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন।
Dhan gache jhalsar janno com damer valo ki fangisaid jachhe?
কিটাজিন
অথবা ফুজি ওয়ান প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
Sir এই বরোচাষে মালি কোম্পানির সুপার সরু ধানের চাষ করবো
স্যার আমার বাড়ি পুর্ব বর্ধমান ধানের জাত MP36 Protham chapan sar DAP 750 gm Uria 500 gm katha proti diye chilam. Second chapan sar ki dibo . Sir jodi ektu bole din. Dhan gacher age 48 din holo.
এখন গাছের চেহারা দেখে ইউরিয়া 350/400 গ্রাম কাঠা প্রতি সেইসঙ্গে পটাশ সার 600 গ্রাম মিশিয়ে দুপুর বেলায় ছড়িয়ে দেবেন।তিন দিন পর যেমন ভিডিও তে বলেছি ঐভাবে স্প্রে করতেই হবে।
@@farmingadviseranathhalder7579 thank you sir
Sir dhan peke ghechhe matite kada achhe bisti hochhe ki korbo. Sosok aste pereto??
আবহাওয়া ঠান্ডা থাকলে শোষক সহজে ক্ষতি করতে পারে না।
তবে আবহাওয়ার পরিবর্তন হলে ধান কেটে ফেলবেন।
Sir boro dhane 1st,2nd and 3rd Chapan sar Kato dine , ki ki sar dite hobe? and alwine top+,zinc kokhon katobar debo??
প্রতি শতকে গুড়/চিটাগুড় কতটুকু দেওয়া যায়??
স্যার আমি বাংলাদেশে থেকে আপনার ভিডিও দেখে কৃষিকাজে উৎসাহ পেয়েছি।আল্লাহ্ আপনাকে অনেকদিন আমাদের মাঝে রাখুক। একটা প্রশ্ন পিজিআর টা খুজলাম পাইনি। এটি কি বুঝিয়ে বললে খুব উপকৃত হতাম ।
আপনাদের ওখানে বায়োফার্টি নামে পাওয়া যায় । প্রতি লিটার পানিতে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন।
Plant Growth Regulator বা
পি জি আর।
Exotica 33 shatake 2kg diyechi.tasatte majra aseche ki korbo?kerina spre kara Jabe?
খুব ভালো কাজ পেতে হলে
Ampligo দশ লিটার জলে সাত মিলি মিশিয়ে স্প্রে করবেন একবার
অথবা কোরাজেন দশ লিটার জলে
পাঁচ মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় একবার।
স্যার, দোল পূর্ণিমার এবং হোলির পৃতি শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। ভালো থাকবেন, ভিডিও টা খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ জানাই,
সেইসঙ্গে মহান দোল উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
জেঠু জিঙ্গা , শসা, করলা নিয়ে ভিডিও করুন
অবশ্যই ভিডিও করে জানাবো।
@@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ
Sir dhaner sompurno sis beronor por kono pgr fungiside dite hobe sis beronor age tilt miraculan boron spray kora ache
কিছু আর করতে হবে না।
Thank u sir
Sir boro dhan e sheesh Chapan deoar par boron zinc pgr sathe mixer korbo
Eksathe mixer korbo sir pls answer me
অবশ্যই বিকাল বেলায় স্প্রে করবেন।
স্যার পটাশ সার স্পেরে ভালো হবে না সওয়েলে দিলে ভালো হবে উঃ জানাবেন
Sir যলসার ঔষধ nativo মারার পর দিন কি all win top puls মারা যাবে??
Sir,dhaner sis akta duto ber hachchhe akhon ki nativo+zink+p g r deoa jabe ki?
তাড়াতাড়ি স্প্রে করুন।
অবশ্যই এক সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন।
স্যার চাপান সারের আগে কি কি দিয়ে ছিলেন একটু বলবেন প্লিজ দয়া করে
জৈব সার ও DAP কাঠা প্রতি 250 গ্রাম ও
ইউরিয়া সার 250 গ্রাম
Sir ZINC,BORON,NATIVO & CORAGEN aksatha sprey kra jabe?
কোরাজেনটা বাদ দেবেন।
অথবা নেটিভ টা বাদ দেবেন
দোল পূর্নিমার প্রীতি ওশুভেচ্ছা জানাই
Sir apni amader ekhane ekbar asun bankura sonamukhi thana ekhane chasira khub durbol ekbar ele khub valo hoto
আমি শালবনি ব্লকে কাজ করছি।আপনাদের ওখানকার মাটি ও প্রায় একই।
সুতরাং কি সমস্যা হচ্ছে জানান আমি চেষ্টা করবো উত্তর দিতে। আশাকরি আপনাদের উপকার হবে।
স্যার ধানের জন্য সবথেকে ভালো PGR এখন বাজার এ কোনটি? যেহেতু আপনি সব কিছু PGR ব্যাবহার করেন আপনি যেটা সবথেকে ভালো বলবেন সেটাই দেবো।আর আমি TATA ধূর্বি কিছু টা জায়গাতে দিয়ে পরীক্ষা করছি স্যার।
স্যর , নমস্কার কেমন আছেন ?
আজ আমি প্রথম বার comment করছি খুব বিপদে পরে,
আমার ধানের জমিতে এখনও শেষ চাপান সার দেওয়া হয় নি , কিন্ত কিছু কিছু জায়গা তে একটা দুটো করে ধানের শিশ বার হয়ে গিয়ে ছে, আমি এখন কি করব , খুব বিপদে পরেছি আমাকে একটু সাহায্য করুন স্যর ,
আপনি যা যা বলেছেন, আমি সব রকম করেছি, কিন্তু সময় টা একটু দেরী হয়েছে , আমি এখন কি করব ?
আপনার comment অপেক্ষায় রইলাম ? নমস্কার।
Sir fmc compani bolchhe coragen 33 satake 20 ml ki korbo??
ভালো কাজ পেতে হলে কোরাজেন
দশ লিটার জলে চার মিলি মিশিয়ে স্প্রে করবেন একবার।
বাজারে 10 মিলি পাওয়া যায়।
Sir, মিনিকিট ধান রোযার সময় গুচি কটা করে দবো
Chasirder Abar chaser Jonno APNI ja ja poth dekhachen ishor apnake sob somoy susto sobol rakhuk
Dhonnobad sir
ধন্যবাদ জানাই।
ভালো থাকুন,
আর এগিয়ে চলুন, পাশে আছি।
দুই একটা শিষ বেরিয়েছে এখন মাজরা লেগেছে।এখন করনীয় কী স্যার। এখন কি পিজিআর বোরন স্প্রে করা যাবে কি।বান টিলড স্প্রে করা যাবে কি।
তাড়াতাড়ি পি জি আর এর সঙ্গে কোলাজেন মিশিয়ে বিকাল বেলায় স্প্রে
করে দিন।
পিজিআর মিরাকুলান দেবো কি স্যার
দাদা এমাইনো এসিড সমৃদ্ধ পি জি আর দেওয়া জাবে কি , কখন দেবো।আমার জমিতে মিরাকুলান দুবার দিয়েছি। ছত্রাক নাশক দুবার দিয়েছি ।ঝলসানো লাগেনি শীষ বের হওয়ার আগে কি ছত্রাক নাশক দেওয়া জাবে কি ?
শীষ বার হবার আগে অবশ্যই একবার
পি জি আর সেই সঙ্গে ছত্রাক নাশক ঔষধ মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।
Sir summer ar ai time a kon sobge korla better hoba ta niya akta video post koron.....plz🥺🥺🥺
আচ্ছা একটু সময় দিন ভিডিও করে জানাবো।
@@farmingadviseranathhalder7579 thanks ☺️
এই ভাবেই আমাদের(বেকার ছেলেদের )পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলুন পথ দেখান পথপ্রদর্শক হিসেবে
শুধু একটা কথা বলবো ভিডিও দেখে
এগিয়ে চলো। পাশে আছি।
নিশ্চই সফল হবে।
@@farmingadviseranathhalder7579 Thanks
অনেক অনেক ধন্যবাদ স্যর।
ধন্যবাদ জানাই ভালো থাকুন।
Borodhaner porichorja gulie jache dubar chapaner por all win top plus boron Zink diechi 10 diner modheye dhan fule berobe ekhon kichu dite hobe pgr or fungiside plz bolben sir
গাছের অবস্হা দেখে ব্যবস্হা গ্রহন করতে হবে। যদি গাছের চেহারা এখনো খারাপ থাকে বা লম্বায় গাছকে বাড়াতে পারেন নি তখন একবার স্প্রে করবেন কিন্তু শীষ বেরোনোর আগে।
শীষ বেরিয়ে গেলে কিছু করা যাবে না।