হুমায়ুন আহমেদের নাটক : দ্বিতীয় জন্ম (১৯৮৭) । Ditiyo Jonmo | Humayun Ahmed Natok

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2022
  • হুমায়ুন আহমেদের বাংলা নাটক : দ্বিতীয় জন্ম
    অভিনয়ে : আবুল খায়ের, আবুল হায়াত, মমতাজ উদ্দীন আহমেদ, লুতফুন্নাহার লতা, সালাউদ্দীন লাভলু, মিনু রহমান
    রচনা : হুমায়ুন আহমেদ
    পরিচালনা: নওয়াজীশ আলী খান
    Humayun Ahmed Bangla Natok: Ditiyo Jonmo
    Cast : Abul Khayer, Abul Hayat, Mamtazuddin Ahmed, Salauddin Lavlu, Minu Rahman, Lutfonnahar Lota
    Screenplay: Humayun Ahmed
    Direction: Nawajish Ali Khan

ความคิดเห็น • 211

  • @ExplorerRussell
    @ExplorerRussell 4 หลายเดือนก่อน +4

    পুরুষ মানুষ বড্ড নিঃসঙ্গ, শেষ জীবনে তার আপন বলতে কেউ থাকেনা😭
    নাটকটি দেখে চোখ অশ্রুসিক্ত হলো, তবে শেষে অনুপ্রেরণা পেলাম, ভালো অনুভব হলো।
    মায়া সব মায়া, মায়া আমাদের সব সর্বনাশ করলো❤❤

  • @mahamudaaktarrakhi2222
    @mahamudaaktarrakhi2222 4 หลายเดือนก่อน +7

    বড় ভাইকে কতো সম্মান। এখনকার যুগে এটা মোটেও সম্ভব নয়। সবার এতো সুন্দর অভিনয়। হুমায়ূন আহমেদ ছাড়া কে করবে আর

  • @smkamalhossan629
    @smkamalhossan629 หลายเดือนก่อน +3

    হুমায়ূন আহমেদ এর নাটক যারা খোঁজে খোঁজে বের করে দেখেন,তারা নিঃসন্দেহে অনেক রুচিশীল মানুষ।❤❤❤

  • @immrzakaria3586
    @immrzakaria3586 ปีที่แล้ว +42

    একবার না বারবার এমন নাটক দেখতে ইচ্ছা করে আহা কি দারুণ আবিষ্কার 😊আমাদের একজন হুমায়ুন আহমেদ ছিলেন।

  • @aratrikaorni8885
    @aratrikaorni8885 10 หลายเดือนก่อน +17

    এই নাটকে শিক্ষনীয় বিষয় হলো এই যে সঠিক সময়ে জীবন কে তার প্রতিটা মুহূর্তের আনন্দ উপভোগ করতে দেয়া জীবনের আনন্দকে শেষ সময়ের জন্য জমিয়ে রাখলে চলে না
    ছোট্ট এইটুকু জীবনে যদি জীবনকে উপভোগ ই না করতে পারলাম তাহলে কিছুই করতে পারলাম না।
    বৃথা সময় অপচয় করে অর্থ সঞ্চয় এ ব্যস্ত থাকলে শেষ জীবনে এমনটাই পোহাতে হয় ।

    • @akitakhanom39
      @akitakhanom39 3 หลายเดือนก่อน

      ঠিক বলেছেন। অনেক ভালো লাগলো❤️❤️

  • @AsadAtef-ec5dq
    @AsadAtef-ec5dq ปีที่แล้ว +33

    আহ! কী সুন্দর নাটক ৷ মমতাজ উদ্দীন আহমেদ,আবুল খায়ের,আবুল হায়াত, এনামুল হক,রহিমার মা,কাদের! নাটকে কী সুন্দর বার্তা ৷ আর এখনকার নাটক সব আবর্জনা ৷

    • @otivuj6176
      @otivuj6176 8 หลายเดือนก่อน +1

      আল্লাহর নামের সাথে কারো নামের মিল থাকলে নামের আগে আব্দুল বা আব্দুস যোগ করে ডাকতে হয়। নয়তো গোনাহ হয়।
      যেমন: আব্দুস সালাম, আব্দুল কুদ্দুস, আব্দুল কাদের

    • @niceyt24
      @niceyt24 หลายเดือนก่อน

      বহুব্রীহি নাটকের চরিত্র

  • @freddiemaruf1215
    @freddiemaruf1215 ปีที่แล้ว +41

    হুমায়ুন আহমেদের কয়েকশো নাটক দেখা শেষ,এখন আর হুমায়ুন আহমেদের এমন কোনো নাটক খুজেই পাচ্ছি না যেটা ইতিপূর্বে দেখি নাই,অবশেষে একটা নাটক পেলাম।

    • @mayeshamostofa2114
      @mayeshamostofa2114 2 หลายเดือนก่อน +1

      Amio onek dekhechi....aapni jegulo nam mone ache bolunto jegulo dekhini segulo dkhbo

    • @shajuahmed6254
      @shajuahmed6254 2 หลายเดือนก่อน +1

      কয়েক টা নাটকের নাম বলেন তো ভাই

    • @OneManStudioytc
      @OneManStudioytc หลายเดือนก่อน

      ভালবাসা ভাই❤❤❤

    • @OneManStudioytc
      @OneManStudioytc หลายเดือนก่อน

      এইটা চোখের সামনে আসতেই শুরু

    • @AMINULISLAM-ce1xb
      @AMINULISLAM-ce1xb 16 วันที่ผ่านมา

      😊লিস্টা দিয়েন।বাকী গুলো দেখে নিবো।

  • @subornabis.bis.4001
    @subornabis.bis.4001 6 หลายเดือนก่อน +7

    বাস্তবতা ফুটিয়ে তুলেছে খুব সুন্দর করে। কান্না আটকে রাখতে পারলাম না।অসাধারণ

  • @mahamudaaktarrakhi2222
    @mahamudaaktarrakhi2222 4 หลายเดือนก่อน +4

    খুঁজে খুঁজে হুমায়ূন আহমেদের নাটক দেখতে চলেছি।

  • @alfredbartender4412
    @alfredbartender4412 6 หลายเดือนก่อน +12

    বড় ভাইকে ভয় পাওয়া যায়, এই ব্যাপার মানুষ ভুলে গেছে।

  • @titaskumersarker2661
    @titaskumersarker2661 ปีที่แล้ว +17

    আজ ২৮/০৬/২০২৩। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই কমেন্ট রেখে গেলাম। তারা যেন জানতে পারে যে আমার রুচি খারাপ ছিলো না।

  • @user-zx7zb4nd9m
    @user-zx7zb4nd9m 11 หลายเดือนก่อน +5

    আমারো জন্মের কত আগের নাটক।অথচ কত ক্লাসি,হূমায়ুন আহমেদকে হারানো আমাদের জন্যে পুরো জাতির একটা লস।উনাকে হারিয়ে আমরা আমাদের সুস্থ সংস্কৃতি হারিয়ে ফেলেছি।
    এত সাবলীল বাচনভঙ্গি!! সব হারিয়ে গেলো নাটক থেকে।এখনকার যুগের নাটক আমি একদমই দেখিনা,ফেসবুকে কিছু ক্লিপ আসে সেগুলা দেখেই কেমন বমি আসে।

  • @tanbirmahmood7704
    @tanbirmahmood7704 ปีที่แล้ว +12

    আমরা প্রবাসীরাও সংসারের বাহিরে আছি খুবই কষ্ট হয় সংসার ছাড়া থাকতে,পরিবারের মা-বাবা ভাই বোন নিয়ে একসাথে বসবাস করা যেন স্বপ্নের মতই মনে হয়ে,জানি না কবে পূরণ হবে এই স্বপ্ন,আজ আট বছর যাবৎ পরিবারের বাহিরে,

  • @shahhasanurnabi3138
    @shahhasanurnabi3138 4 หลายเดือนก่อน +1

    আগের দিনের নাটকগুলোর কথা সাবলীল ভাষায় কথা বলা এবং কত সুন্দর উপস্থাপন করা এবং কত সামাজিকভাবে পারিবারিক বন্ধন গুলো ফুটে উঠেছে কিন্তু এখন আর এগুলোর কিছুই হয় না

  • @manonchowdhury6804
    @manonchowdhury6804 ปีที่แล้ว +39

    আহারে ১৯৮৭ এর নাটক।কত সুন্দর। কত সুন্দর কাহিনি, সংলাপ।খুবই ভাল লাগল।

  • @muktarhossain9980
    @muktarhossain9980 11 หลายเดือนก่อน +11

    বহুব্রীহি আর এই নাটকের অনেক মিল

    • @otivuj6176
      @otivuj6176 8 หลายเดือนก่อน +1

      আল্লাহর নামের সাথে কারো নামের মিল থাকলে নামের আগে আব্দুল বা আব্দুস যোগ করে ডাকতে হয়। নয়তো গোনাহ হয়।
      যেমন: আব্দুস সালাম, আব্দুল কুদ্দুস, আব্দুল কাদের

  • @ratulbasu2340
    @ratulbasu2340 2 หลายเดือนก่อน +1

    কত সুন্দর নাটক, কি সাবলীল অভিনয় সকলের, একটা স্নিগ্ধ বিনোদনের মধ্যেও কি সুন্দর সামাজিক মেসেজ , ultimate ক্লাসিক। বাংলাদেশি নাটক যুগ যুগ জিও, নমস্য হুমায়ুন আহমেদ ।
    ❤ from kolkata

  • @rajibulhaque8154
    @rajibulhaque8154 11 หลายเดือนก่อน +5

    ছোট বেলায় নাটক দেখতাম বিটিভি, সেই সব সৃতি মনে পড়ে গেল নাটকটি দেখে। কি সুন্দর বাস্তব মুখি নাটক, অসাধারণ অভিনয় আর সংলাপ। আর এখন নাটক গুলো ভাঁড়ামি, সস্তা প্রেম, অশালীন সংলাপ।

  • @kibriasarker6703
    @kibriasarker6703 ปีที่แล้ว +9

    সালাউদ্দিন লাভলু পাবনার ভাষায় কথা বলছে। ভাল লাগলো নাটক টা দেখে।

  • @Farzana9087
    @Farzana9087 6 หลายเดือนก่อน +2

    কি অসাধারণ একঝাঁক গুণী শিল্পী!একদম ছোটবেলায় দেখা এসব নাটকগুলি এতকাল পরে আজো নাড়া দিয়ে যায়,আদ্র করে তোলে হৃদয় ! কোথায় হারিয়ে গেল এসব অনন্য সাধারণ নাট্যকার আর শিল্পীরা? কোথায় হারালো সেই সোনালী দিন?

  • @GadeerFarms
    @GadeerFarms 7 หลายเดือนก่อน +6

    বাসার কাজের ছেলে কাদের হলো জনপ্রিয় পরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু

  • @azizulhaque3311
    @azizulhaque3311 ปีที่แล้ว +15

    আজ ১৪/৩/২০২৩ আবুধাবি সহরে বসে এই নাটক দেখছি খুব ভালো লাগলো তবে রিটায়ার্ড মানুষ গুলির জন্য আমার কাছে খুব সুন্দর ব্যবস্থা আছে তারা বাকি জীবনে অনেক সুখে এবং সম্মানের সঙ্গে বেচে থাকবে সেই দিক হলো তবলিগ জামাত সেখানে গেলে পাচ অক্ত নামাজ ও ইসলামের নিয়ম এবং হাদিস মেনে চললে কিভাবে সময় পার হয়ে যাবে সে বুঝতে ও পারবে না।

  • @m.rahman2738
    @m.rahman2738 7 หลายเดือนก่อน +2

    অনেক ছোট বয়সে দেখেছিলাম। বয়স তখন ৯। আজ আবারো দেখছি। না দেখলেও চলতো। কারণ প্রতিটা দৃশ্য এখনো স্পষ্ট মনে আছে!!

  • @mohd.nurnabi8199
    @mohd.nurnabi8199 ปีที่แล้ว +24

    ১৯৮৭ সালের নাটক ২০২৩সালে দেখছি...কি অসাধারন অভিনয় ও ঘটনাবলী...আবুল হায়াত সাহেবের অভিনয়ের কোন কথা হবে না....

  • @HazratAli-hi1bb
    @HazratAli-hi1bb 10 หลายเดือนก่อน +6

    ২৮/০৯/২০২৩ দেখলাম পুরনো দিনের এই বাংলা নাটক আহ কি সুন্দর অনবদ্য সংলাপ কাহিনী। মন ভরিয়ে দেয়ার মত।তখনকার সময় গুলো দারুন ছিল হয়ত

  • @mkhasan7207
    @mkhasan7207 2 หลายเดือนก่อน +1

    এত চমৎকার নাটক!
    আহা রে, কি রুচির দুর্ভিক্ষ অতিক্রম করছি আর এগুলো দেখেই সময় কাটাচ্ছি!

  • @waliuzzamanlutfulaman5246
    @waliuzzamanlutfulaman5246 หลายเดือนก่อน +1

    স্বপ্ন দেখি এখনো যদি সত্যই এমন পেতাম "আশ্রম"। খুবই অসহায়!

  • @agbiswas6876
    @agbiswas6876 7 หลายเดือนก่อน +1

    এখান থেকেই ওল্ডহোম ধারণা বাংলাদেশে ডেভেলপ্ট করেছে। হুমায়ূন আহমেদ দ্যা গ্রেট❤।

  • @musamedaysha47
    @musamedaysha47 ปีที่แล้ว +8

    2023-1-11 দেখছি অসাধারণ সুন্দর, কি অভিনয় মনে হয় যে সত্যি দেখছি বাস্তব অনেক আগের তবুও সজিব মনে হচ্ছে

  • @user-tt2it9uo7b
    @user-tt2it9uo7b 7 หลายเดือนก่อน +1

    অসাধারণ নাটক‌ যা‌ আর‌ হাজার‌ জুগে‌ আর‌ হবে‌ না‌ আর‌ দেখতে‌ পাবোনা‌ ।‌ যে‌ রত্ন হারিয়েছি‌ তা‌ আর‌ খুঁজে পাওয়া ‌ যাবেনা‌ আর‌ জন্মাবে না‌।‌ এই‌ শূন্যতা‌ রয়েইগেল‌।

  • @aliahmod793
    @aliahmod793 ปีที่แล้ว +48

    ২০২৩ সালে দেখছি এর যারা দেখবেন লাইক দিবেন

  • @mohammadali6663
    @mohammadali6663 8 หลายเดือนก่อน +3

    নাটক কাকে বলে আগের দিন এর নাটক দেখলে বুজা যায় হুমায়ুন আহমেদ মানেই নতুন কিছু ❤❤❤❤❤🎉

  • @jahangiralam-rg7tj
    @jahangiralam-rg7tj ปีที่แล้ว +5

    1987 সালের নাটক
    19/05/2023 সালে দেখলাম
    আগের নাটক কত সুন্দর ছিল।।

  • @user-vg5kv9zl1j
    @user-vg5kv9zl1j ปีที่แล้ว +5

    অসাধারণ একটা নাটক, বেশ। আনন্দ নিয়ে নাটক-টা দেখলাম, ২৬/০৬/২০২৩

  • @dhrupadimintu
    @dhrupadimintu ปีที่แล้ว +4

    বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনন্য উদাহরণ হিসেবে থাকলো।

  • @zubaidarahman5271
    @zubaidarahman5271 ปีที่แล้ว +3

    বাস্তবধর্মী নাটক যা জীবনকে ছুয়ে যায় যা অনুভূতিকে যাগ্রত করে। বিধ্যাশ্রমকে নিয়ে মানুষের মধ্যে অনেক রকম তর্ক বিতর্ক আছে কিন্তু আমি সব সময় এটাকে ভালো মনে করেছি শুধু এই কারনে যে বৃদ্ধ মানুষদের অনেক কসট বিশেষ করে সংগিহিন জীবন।
    সেকারনে বৃদ্ধাশ্রমকে যারা তৈরি করেছেন এ উদ্যোগকে আমি সেলুট জানাই

  • @shourov657
    @shourov657 6 หลายเดือนก่อน +2

    পারিবারিক বন্ধন, বড়দের ভয়-সম্মান, ছোটদের আদর-স্নেহ করার বিষয়গুলো আজ আমরা ভুলেই গিয়েছি।

  • @mdkaiyum6411
    @mdkaiyum6411 ปีที่แล้ว +17

    আগের নাটক গুলো অনেক সুন্দর 🥰🥰

  • @mewmew97
    @mewmew97 6 หลายเดือนก่อน +1

    I feel amazed about see Salauddin Lavlu sir he has been working in this industry for long time but I love his direction more than his acting in drama series

  • @habilbhuiyan9365
    @habilbhuiyan9365 2 หลายเดือนก่อน +1

    অনেকদিন র আবার দেখলাম। চোখের পানি ধরে রাখতে পারলাম না

  • @user-kv7ov7lv2q
    @user-kv7ov7lv2q 2 หลายเดือนก่อน

    সোহান কুয়াশা , আশা করি এই নাটকটি দেখতে আসবে ,বা দেখে ফেলেছো , কি যে সুখ এসব নাটকগুলো দেখার মাঝে , একটু আগে , অযাত্রা দেখে আসলাম , হুমায়ূন ফরিদির কি অসামান্য অভিনয়❤

  • @RARaju
    @RARaju ปีที่แล้ว +5

    চোখে পানি চলে আসলো। আহারে মানুষের জীবন!

  • @muhammadrussell2341
    @muhammadrussell2341 ปีที่แล้ว +2

    আবুল হায়াত 🙌কত সুন্দর সংলাপ কত সাবলীল অভিনয় 👌

  • @shuvokhan6060
    @shuvokhan6060 5 หลายเดือนก่อน +1

    I was in love with actress lutfunnahar lata madly in my childhood,boyhood and still i am mad about Her.i found her voice most Beautiful and soothing,then her personality and of course she was a quintessential Bengali beauty.i guess i will be always remained infatuated about her

  • @biplobhosain2887
    @biplobhosain2887 7 หลายเดือนก่อน +2

    আমার জন্মের বছরের নাটক, আজ ২০২৩ সালের ২৯ ডিসেম্বর দেখছি।

  • @user-lq5rv7xl7o
    @user-lq5rv7xl7o 5 หลายเดือนก่อน

    ২০২৪ সালে এসেও খুজে খুজে এমন নাটক দেখি, আহা কি সাবলীল অভিনয়।

  • @almamun9989
    @almamun9989 19 วันที่ผ่านมา

    আমাদের একজন হুমায়ুন আহমেদ ছিলো

  • @shafiqulislamnabu8266
    @shafiqulislamnabu8266 6 หลายเดือนก่อน

    আমার একটায় কাজ হুমায়ুন আহমেদ এর নাটক খুঁজে বের করা এবং দেখা। অবশেষে আজ এই নাটক খুঁজে পেলাম, দেখা শেষ করেছি অসম্ভব ভালো লাগছে। হুমায়ুন আহমেদ এর নাটক মানেই জীবন্ত বাস্তবতা, শেখার অনেক কিছু আছে

  • @santoshmondal8749
    @santoshmondal8749 2 หลายเดือนก่อน

    বহুব্রীহি নাটকের সাথে অনেক টাই মিল আছে 😊

  • @moshrefali7473
    @moshrefali7473 5 หลายเดือนก่อน +1

    সেই সময়কার হুমায়ূন আহমেদের নাটক ছিল আসল নাটক।
    যখন থেকে স্বাধীন খসরু, এজাজ আহম্মেদ আর শাওন টাইপের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সস্তা হাসি তামাশার ভাঁড়ামি শুরু হয়ে গেল, তখন থেকেই হুমায়ুন আহমেদের নাটক শেষ হয়ে গেলো।
    (এটা একান্তই আমার বিশ্লেষণ, সবাই একতম নাও হতে পারেন)

  • @ncbarman6126
    @ncbarman6126 6 หลายเดือนก่อน +1

    This type of drama can direct the peoples in a right direction as well as the society, country and even the whole world.

  • @pravabatibera1333
    @pravabatibera1333 ปีที่แล้ว +2

    Ki shundor lekha! Khub valo lage. Joto natok dekhi akankha aro bare.

  • @mohammedfoiz6183
    @mohammedfoiz6183 6 หลายเดือนก่อน +1

    They called that a GOLDEN ERAS

  • @4zahed
    @4zahed ปีที่แล้ว +4

    Abul Hayat is 9 yr younger that Mamtaz Uddin Ahmed

  • @MonirHossain-px9bp
    @MonirHossain-px9bp ปีที่แล้ว +7

    রুচিহীনদের জন্য এসব নাটক না।

  • @dr.nazmulhossainsumon3401
    @dr.nazmulhossainsumon3401 26 วันที่ผ่านมา

    ভালো সৃষ্টি হাজার বছর দেখা যায়।

  • @abdulawaul5406
    @abdulawaul5406 ปีที่แล้ว +5

    শিক্ষনীয় নাটক
    এইসব নাটক এখন আর পাওয়া যায় না

  • @akraminhossain-pn4dj
    @akraminhossain-pn4dj ปีที่แล้ว +4

    আবুল হায়ত সাহেব তখন যেমন ছিলেন এখনও এমনই আছেন।❤

  • @mdshohidrojb3995
    @mdshohidrojb3995 7 หลายเดือนก่อน +1

    হুমায়ুন আহাম্মদ, আমার কাছে প্রিয় মানুষ

  • @Shonaliaktersoni-xm2sc
    @Shonaliaktersoni-xm2sc 2 หลายเดือนก่อน +1

    আহারে কেমন কারিগর ছিলেন আমাদের হুমায়ুন স্যার - তার স্পর্শে
    আবদুল কাদের নামে যে কাজের লোকের ভূমিকায় অভিনয় করছেন - তিনি বর্তমানে শ্রেষ্ঠ নাট্যকার ও অভিনেতা.... সালাউদ্দিন লাভলু

  • @mahamudaaktarrakhi2222
    @mahamudaaktarrakhi2222 4 หลายเดือนก่อน

    সাত দিনের ঘুমানোর পেনশন 😅😅 খুব মজা পেলাম

  • @danikhan2277
    @danikhan2277 6 หลายเดือนก่อน

    কমেন্ট করে রাখলাম।আমার জন্মের পরের সময়ের নাটক।অনেক বেশী অনুভুতি স্পর্শ করে।হয়তো কোন একদিন আমার মেয়েও এই নাটক দেখতে গিয়ে কমেন্ট পড়বে।❤

  • @xtasktaste0
    @xtasktaste0 ปีที่แล้ว +3

    Osadharon. Thank you Shoeb vhai.

  • @mahiturislam5387
    @mahiturislam5387 ปีที่แล้ว +2

    Tnx a lot Bhai 💙💚💛

  • @raftyevan3641
    @raftyevan3641 ปีที่แล้ว +2

    erokom kichu classic bhalo bhalo natok upload korle onek khushi hotam vae!

  • @masudnafi197
    @masudnafi197 ปีที่แล้ว +5

    ছোট বেলার নাটক কি অমায়িক সুন্দর নাটক,,এখোন ভালো লাগে,, ২০২৩ সালে

  • @khalidhasan1793
    @khalidhasan1793 7 หลายเดือนก่อน +2

    কাজের ছেলে কাদের হলো আজকের সালাউদ্দিন লাভলু স্যার। 😊

  • @aklimakhatun1422
    @aklimakhatun1422 6 หลายเดือนก่อน

    আমি সবসময় হুমায়নের বড়ো ফ্যান,so,কিছুই বলার নেই।

  • @shamimulislam7609
    @shamimulislam7609 ปีที่แล้ว +5

    কি দুর্দান্ত অভিনয়

  • @Scruples1
    @Scruples1 7 หลายเดือนก่อน +2

    সিনেমা বা নাটক দেখে কবে, কোন কালে যে চোখ দিয়ে অশ্রু বেরিয়েছে, সেটা আর মনে নেই।

  • @angelnme1
    @angelnme1 ปีที่แล้ว +7

    কাজের ছেলেটা যে সালাউদ্দিন লাভলু কেউ লক্ষ্য করেছেন?

    • @AsadAtef-ec5dq
      @AsadAtef-ec5dq ปีที่แล้ว

      হায়রে 😂 মাত্র খেয়াল করলাম, ভাষাটা পাবনা সিরাজগঞ্জের মতো

  • @jannatulnayem9325
    @jannatulnayem9325 7 หลายเดือนก่อน

    আহা ,আমাদের হুমায়ুন আহমেদ। আমাদের কিংবদন্তি 🥺

  • @sanjaythakur-pz9ie
    @sanjaythakur-pz9ie 9 หลายเดือนก่อน +1

    Amar khamota hole Ei manushgulo der amar kache niye ashtam .20.10.2023 .

  • @manojkdutto7368
    @manojkdutto7368 ปีที่แล้ว +2

    আহারে সোনালী দিন আর রূপালী রাত্রি'র
    পদাবলী!

  • @obaidulrahman4336
    @obaidulrahman4336 ปีที่แล้ว +1

    আমাদের একজন হুমায়ুন আহমেদ ছিলেন

  • @riponmahmud8555
    @riponmahmud8555 6 หลายเดือนก่อน

    হুমায়ূন বাংলার সম্পদ ছিলেন

  • @mohammadsoraf5451
    @mohammadsoraf5451 ปีที่แล้ว +2

    shoyeb bai apnake dekhar khub icche chilo

  • @sufiyakhatun7684
    @sufiyakhatun7684 5 หลายเดือนก่อน

    Khub sundor natok, monta udash hoye gelo West Bengal theke

  • @santoshmondal8749
    @santoshmondal8749 2 หลายเดือนก่อน

    সালাউদ্দিন লাভলু কে দেখতে পাচ্ছি 😂
    অনেক আগে থেকেই উনি অভিনয় করেন😂😂

  • @Rubel46
    @Rubel46 4 หลายเดือนก่อน

    আজ ১৭/৩/২৪ এই নাটক গুলো জীবিত যার মৃত্যু নেই

  • @md.noorulkarim5542
    @md.noorulkarim5542 2 หลายเดือนก่อน

    শেষ জীবনটা কাটাতে হয় আল্লাহতায়ালার কাছে শোকরিয়া আদায় , নিজের জীবনের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা , প্রিয়জনদের জন্য বিনিময় ছাড়া ভালোবাসা, অসহায় মানুষের কল্যাণ সাধন, নিজের হালাল ইচ্ছাগুলো সাধ্যমত পূর্ণ করা , জ্ঞানচর্চার মধ্য দিয়ে।

    • @dilipdhar7320
      @dilipdhar7320 หลายเดือนก่อน

      একদম ঠিক l কিন্তু এই সুন্দর নাটকটার সাথে এই আধা পাকা জ্ঞানের কি সম্পর্ক?

  • @picpong5471
    @picpong5471 ปีที่แล้ว +1

    ২০১৭ তে দেখেছিলাম। আবার নতুন করে আপলোড করা হয়েছে

  • @bilkisakter385
    @bilkisakter385 หลายเดือนก่อน

    অসাধারণ ❤️

  • @mehedihasan-ev8rv
    @mehedihasan-ev8rv 11 หลายเดือนก่อน +3

    হিরো আলমদের এসব নাটক দেখানো উচিত।

  • @muzammelhaquebablu5173
    @muzammelhaquebablu5173 ปีที่แล้ว +2

    অদ্ভুত সুন্দর ৷

  • @parimalroy8558
    @parimalroy8558 ปีที่แล้ว +2

    হুমায়ূন আহমেদর নাটক মানেই অপূর্ব সৃষ্টি যারা হিরো আলম কে নিয়ে নাচানাচি করেন তাদের এইসব নাটক গুলো দেখার অনুরোধ রইলো

  • @sajahandairy2083
    @sajahandairy2083 14 วันที่ผ่านมา

    সালাহ্ উদ্দিন লাভলু স্যার কে দেখে অবাক হলাম

  • @abushaleh262
    @abushaleh262 ปีที่แล้ว +1

    Khub sundor natok

  • @JyotirmoyBiswas
    @JyotirmoyBiswas 9 หลายเดือนก่อน

    কি অপরূপ গল্প, অভিনয়...আহা😢

  • @soniaakter2534
    @soniaakter2534 11 หลายเดือนก่อน

    এই লাইফ টা কষ্টর হলে ও আনন্দ আছে

  • @ajaydafadar7323
    @ajaydafadar7323 ปีที่แล้ว +2

    Khub bhalo laglo

  • @ikbalhasan2698
    @ikbalhasan2698 2 หลายเดือนก่อน

    চমৎকার নাটক

  • @mohiuddinchowdhury4370
    @mohiuddinchowdhury4370 ปีที่แล้ว +2

    Excellent

  • @MdMalek-vw7fv
    @MdMalek-vw7fv 4 หลายเดือนก่อน

    চমৎকার ২৪

  • @RubelMim-mz7ij
    @RubelMim-mz7ij หลายเดือนก่อน

    ২০২৪ সালে কে কে দেখেছেন আমার মতো

  • @dr.atmhasanmozahid53
    @dr.atmhasanmozahid53 3 หลายเดือนก่อน

    এসব নাটক দেখতে অনেক বড় রুচি লাগে।।।

  • @TipuKhan-ji7tj
    @TipuKhan-ji7tj 27 วันที่ผ่านมา

    খাদ্যক নাটকটা আপলোড করিয়েন, জনাব।

  • @shamimahsan509
    @shamimahsan509 ปีที่แล้ว +2

    Speechless

  • @sumonmia5982
    @sumonmia5982 ปีที่แล้ว +3

    দেখছি ২৭।১২।২০২২

  • @skshahjahan56
    @skshahjahan56 7 หลายเดือนก่อน

    কোথায় হারিয়ে গেলো সোনালী সে দিন গুলি আজ আর নেই,,,,আমার জন্মের আগে তৈরি এই নাটক তবুও দেখছি! কেন জানেন.....?কারণ একটাই এই সময়ের নির্মিত নাটক সিনেমা অশ্লীল সংলাপ ও পোশাকে ভরপুর,,,তাই আগের নাটক দেখতে ভালো লাগে ২০২৩/১২