যশোর বেনাপোল স্থলবন্দর আর গদখালীর ফুলের রাজধানী ভ্রমণ। Jessore Banapole Highway Road Tree.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2023
  • এই মহাসড়কটি ঐতিহাসিক ভাবে কলকাতা থেকে যশোর পর্যন্ত বিস্তৃত। ব্রিটিশ ভারত এ যশোর শহরে একটি বায়ু সেনার বিমান ঘাটি ছিল। ফলে সেই সময় এই বিমানঘাটির সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার জন্য যশোর রোডের আধুনিক ভাবে নির্মাণ করা হয়।
    পেট্রাপোল সীমান্ত থেকে যশোর রোডের দৈর্ঘ্য শেষ হয় উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত সংসদীয় এলাকা কলকাতা বিমানবন্দর পর্যন্ত প্রায় ৬১ কিলোমিটারে গিয়ে। যদিও সড়কের দুই ধারে বড় বড় শতবর্ষী গাছের দৃষ্টি নন্দন সৌন্দর্য শুরু হয় অশোক-হাবড়ার পর থেকে জিরো পয়েন্ট পেরিয়ে বাংলাদেশের যশোর পর্যন্ত।
    খুলনা জেলা শহর থেকে প্রায় ৭২ কিলোমিটার আর যশোর জেলা শহর থেকে বেনাপোলের দিকে ১৮ কিলোমিটার এগুলেই গদখালী বাজার।
    যশোর শহরের চাচড়া মোড় থেকে আপনারা বেনাপোল এর বাস পেয়ে যাবেন। সেই বাস এ করে আপনারা গদখালী বাজারে নেমে পড়বেন।
    তারপর ইঞ্জিনচালিত ভ্যান অথবা ইজিবাইক যোগে প্রায় ৩ কিঃমিঃ দূরেই আপনারা গদখালীর ফুলের রাজ্যে চলে যেতে পারবেন।
    গদখালি (Godkhali) বাংলাদেশের ফুলের রাজধানী বা ফুলরাজ্য হিসাবে সুপরিচিত।
    গদখালির সেই বিখ্যাত ফুলের বাগান ও গদখালী ভ্রমণ গাইড এর এই ভিডিওতে যশোরের দর্শনীয় স্থান ফুলের রাজ্য গদখালী এবং ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও আধুনিক ফুলের বাজার তুলে ধরার চেষ্টা করবো।
    #mohobbotislam
    #jessore
    #youtubevideo
    #banapol
    Follow Me:
    #Facebook Link: / mohabbot.pory.1
    #Instagram Link: / mohobbot615

ความคิดเห็น • 5

  • @mahirgalibworld5806
    @mahirgalibworld5806 11 หลายเดือนก่อน +1

    4👍অনেক সুন্দর মুহূর্ত।লোপা আপু বাড়িতে গেছে।

  • @eityislam487
    @eityislam487 11 หลายเดือนก่อน +1

    Good and nice 🎉🎉❤

  • @mdnobin7486
    @mdnobin7486 11 หลายเดือนก่อน

    ❤🎉