এই টাইপের নাটকটা যদি কলকাতার ডাইরেক্টর করতো তাহলে একটা নোংরামির সিন না দিয়ে পারতো না। একই বাসায় এক ব্যাচেলর ছেলে ও মহিলা। দেখানো হয়নি কোনো সেখানে নোংরামি। এদেশের নাটকগুলো আসলেই সেরা ও সামাজিক
আশুতোষ সুজনের তিনঘন্ট পয়তাল্লিশ মিনিটের এই ধারাবাহিকটি বাংলা নাটকের মাইলফলক বলা যায়। নিম্নবিত্ত জীবনের সুখ দুঃখ, রাগ অভিমান সবকিছুর এত চমৎকার মিশেল খুব কম নাটকেই দেখা গেছে আজপর্যন্ত। বিজরী বরকতুল্লাহর দুর্দান্ত অভিনয়, হাসান মাসুদের ক্ল্যাসিক প্যাথেটিক লাইফ আর সোহেল খানের ঢাকাশহরের টিপিক্যাল বাড়িওয়ালা চরিত্র সহ প্রতিটা চরিত্র আপনার আশেপাশের। শুধু অভিনয় বললে ভুল হবে। আস্ত জীবন আর সমাজটাকে তুলে আনতে সফল হয়েছে গুণী নির্মাতা আশুতোষ সুজন। মাস্টারপিসের উদাহরণ টানলে সরাসরি ট্যাক্সিড্রাইভারের নাম নেওয়া যায়। অনেক শুভকামনা এই নাটকের সঙ্গে জড়িত সকলের জন্য। আর যাদের সৌভাগ্য হয়েছে অসাধারণ এই কাজ উপভোগ করার তাদের জন্য ভালোবাসা ❤
নাটকটি দেখেছিলাম ২০০৮ সালে, আজ থেকে প্রায় ১৪ বছর আগে। তখন বেশ ছোট ছিলাম, তাও এই নাটকটি দেখে প্রায় কেঁদেই দিয়েছিলাম। আজ হটাৎ নাটকটির কথা মনে পড়ল।নাটকটি যে এত দীর্ঘ্য তা আগে কল্পনা করতে পারি নাই। জানতাম নাটকের শেষে কি হবে, তাও আবার সম্পূর্ণ দেখলাম নাটকটি। ১৪ বছর পরও অনুভূতির কোনো পরিবর্তন হয়নি।
আসলেও নাটকটা এতো টাই ভালো লেগেছে যে সে ভাষা আমার কাছে নাই তবে এই টুকু বলতে পারি এই নাটকের লেখক পরিচালক এবং যারাই অভিনয় করেছেন সবার অভিনয় খুব ভালো হয়েছে সবাই কে অসংখ্য ধন্যবাদ
বাস্তব সম্মত একটি নাটক দেখে আমার খুব ভালো লেগেছে . সবাই ভালো অভিনয় করেছেন . হাসান ভাই সোহেল ভাই বিজয়ী বরকত উল্লাহ আরমান . ধন্যবাদ সবাইকে আল্লাহ্ হাফেজ
অনেকদিন পর একটা ভালো নাটক দেখলাম। ধন্যবাদ জাকির ভাই ও তার বউ কে ।আরমান ভাই অসাধারণ ছেলে তার তুলনা করা যায় না। টেক্সি ড্রাইভার এর সংসার জীবন জীবন কেমন হয়। নাটক না দেখলে অনুভব করতে পারতাম না। ধন্যবাদ ধন্যবাদ প্রযোজক অন্যান্য শিল্পীদের।
নাটকটি বাস্তব জীবনের সাথে অনেক মিল রয়েছে। এবং শেষ দিকে এসে চোখের পানি ধরে রাখতে পারলাম না। অসম্ভব ধন্যবাদ হাসান মাহমুদ ভাই আপনাকে এতো সুন্দর অভিনয় করার জন্য ❤️❤️❤️
এই নাটকের আরমান ভাই, কামাল ভাই,জাকির ভাই,মিন্টু ভাই শেফালি ও লিপির অভিনয় কোন দিন ভোলার নয়।এত সুন্দর নাটক আমি এখন ও দেখি।বিশেষ করে এই নাটকের লোকেশন আমাদের এলাকায় মানে উওরা মধ্য আজমপুরে হয়েছে। আগে যে গাছপালায় আমাদের এলাকা ভরপুর ছিল তা আজ ২০২৪ সালে নেই। উল্লেখ্য এই নাটকটি ২০০৬ সালের।
আরমান আরমান আরমান এই নাটক আমাকে অনেক কিছু শিখালো। মানুষ মানুষের জন্য,মিথ্যা হল খনিকের সুখ, অভাবে সভাব নষ্ট, প্রেম নয় আসল ভালোবাসা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা মানুষ হিসেবে আল্লাহ তালা আমাদের কেন সৃষ্টি করেছেন আর আমরা কি করছি? আসুন আমরা সবাই আরমান হয়ে যায়🥺❤️
এই নাটক টা দেখে মনে হলো জীবনে এখনও অনেক কিছু দেখার বাকি আছে,,এসব নাকট, সিনেমার কাছে বর্তমান জেনারেশন দের অনেক কিছু শেখার আছে,, নাটক টা দেখে আমি বিমহিত,আমি মুগ্ধ❤
Moral of the Drama : 1. Manush er bipode manush-i kaje ashe. 2. Kono kichur dayitto neyar age chinta kore niyen pore ta bipod er karon hote pare. 3. Bipode matha thanda rakhte hoi. 4. Gorib er mon boro hoi.
নাটকের শুরুটা, এবং মধ্যেরটাও বেশ ভালো ছিলো, কিন্তু শেষের অংশটুকু দেখে মনটা অনেক খারাপ হয়ে গেলো-পরিশেষে বলতে পারি যে শেষের দিকে সবার মধ্যে একটা মিলমিশের সমঝোতা রাখলে চমৎকার ভাবে নাটক টি আরও ফুটে উঠতো।
হায়রে জীবন, এতটুকু জীবন নিয়ে আমরা এত যুদ্ধ করি,, অসমভব সুন্দর নাটক, বাস্তব জীবন তুলে ধরেছে.
শেষ দৃশ্যটা হৃদয়বিদারক
এমন নিখুঁত অভিনয় আর কখনো কেউ করতে পারবে না।
মুগ্ধ হয়ে গেলাম
হাসান মাসুদ একজন দুর্ধর্ষ অভিনেতা ❤
লিখলেন কমেডি দেখাইলেন রিয়ালিস্টিক নাটক!
তবে যাই হোক এখানে ফুটে উঠেছে বাস্তব জীবনের গল্প❤️
এই টাইপের নাটকটা যদি কলকাতার ডাইরেক্টর করতো তাহলে একটা নোংরামির সিন না দিয়ে পারতো না। একই বাসায় এক ব্যাচেলর ছেলে ও মহিলা। দেখানো হয়নি কোনো সেখানে নোংরামি। এদেশের নাটকগুলো আসলেই সেরা ও সামাজিক
কিন্তু বাস্তবে নোংরামি বেশি হয় বাংলাদেশেই, এটাই পার্থক্য 🥱
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉
ঠিক
Namaskar ,dada bhai. Ekdm thik bolsen
আশুতোষ সুজনের তিনঘন্ট পয়তাল্লিশ মিনিটের এই ধারাবাহিকটি বাংলা নাটকের মাইলফলক বলা যায়। নিম্নবিত্ত জীবনের সুখ দুঃখ, রাগ অভিমান সবকিছুর এত চমৎকার মিশেল খুব কম নাটকেই দেখা গেছে আজপর্যন্ত।
বিজরী বরকতুল্লাহর দুর্দান্ত অভিনয়, হাসান মাসুদের ক্ল্যাসিক প্যাথেটিক লাইফ আর সোহেল খানের ঢাকাশহরের টিপিক্যাল বাড়িওয়ালা চরিত্র সহ প্রতিটা চরিত্র আপনার আশেপাশের। শুধু অভিনয় বললে ভুল হবে।
আস্ত জীবন আর সমাজটাকে তুলে আনতে সফল হয়েছে গুণী নির্মাতা আশুতোষ সুজন। মাস্টারপিসের উদাহরণ টানলে সরাসরি ট্যাক্সিড্রাইভারের নাম নেওয়া যায়।
অনেক শুভকামনা এই নাটকের সঙ্গে জড়িত সকলের জন্য। আর যাদের সৌভাগ্য হয়েছে অসাধারণ এই কাজ উপভোগ করার তাদের জন্য ভালোবাসা ❤
নাটকটি দেখে ক্যারেক্টার গুলো কে সত্যি জীবন্ত মনে হচ্ছে.... হায়রে এত ন্যাচারাল acting. জাস্ট অসাধারণ অভিনয় 👌
এরকম অভিনয় বর্তমান যুগে কে করতে পারবে?
Qq
এগুলো নাটক না বাস্তব জীবন ।
দারিদ্রতা,কষ্ট,অভাব,ভালোবাসা,খুনসুটি,সবকিছু নিয়ে নাটকটা বাস্তবমুখি,দুই দিন দেখে শেষে অনেক কষ্ট পেলাম
বাস্তব বড়ই কঠিন, নাটকটা দেখে অনেক কিছু শিখলাম। ধন্যবাদ পরিচালককে।
আহ, সেই সময়ের নাম্বার 1 আমার প্রিয় সেরা নাটক ছিল।
@@blackcat.c koto saler ei natok vai
@@mdnavid5985 এই নাটক টা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনকার সময়ের এই নাটক, তখন এটা চ্যানেল ওয়ান এ প্রচারিত হত। আপনি কোথা থেকে বলছিলেন ভাই।
জীবনে এই প্রথম একটা নাটক দেখলাম যেটা বাস্তবতার সাথে হান্ড্রেডেহান্ড্রেড মিল আছে
5v. B by
অসাধারণ , বাস্তব ভিত্তিক নাটক ধন্যবাদ সবাই কে।
@@md.shohelrana7186 l
সোহেল খান এক্কেরে ২৪ ক্যারেট সোনা। সেরা অভিনেতা
ঠিক বলেছেন ভালো অভিনেতা
হাসান ভাই একজন লিজেন্ড 😍😍😍😍😍
Hasan Bijori ????
আহারে মায়ের শেষ স্রিতি সেই হার টাও নিয়ে চলে গেলো খুবই হৃদয় বিদারক 😢😢😢
কি আর বলব নাটক টা এত ভালো লাগছে বলার ভাষা নাই আসলেও জীবন বড় কঠিন ধন্যবাদ পরিচালককে এত সুন্দর একটা নাটক উপহার দিবার জন্য##########
সোহেল খানের ছেলের অভিনয় দারুন ছিল
অাঞ্চলিক ভাষা ও মাতাল ছেলে।
kobir
নাটকটি দেখেছিলাম ২০০৮ সালে, আজ থেকে প্রায় ১৪ বছর আগে। তখন বেশ ছোট ছিলাম, তাও এই নাটকটি দেখে প্রায় কেঁদেই দিয়েছিলাম। আজ হটাৎ নাটকটির কথা মনে পড়ল।নাটকটি যে এত দীর্ঘ্য তা আগে কল্পনা করতে পারি নাই। জানতাম নাটকের শেষে কি হবে, তাও আবার সম্পূর্ণ দেখলাম নাটকটি। ১৪ বছর পরও অনুভূতির কোনো পরিবর্তন হয়নি।
Atto purano natok..🙂
@@emotionalworld532 হ্যাঁ, অনেক পুরাতন নাটক। এই দৃশ্যটি খেয়াল করুন 1:01:45। নাটকটির শুটিং হয়তো ২০০৬ সালে হয়েছে।
I am watching this drama in 09/06/2023.
Alqppp0qaĺĺp0pppppp06ì
Im watching again in 31/8/2023 very nice drama
*2024 কেকে আছেন?*
11.11.2024, 21.40
16.11.24
20/11/2024
15/12/24
আছি
এই গুলা নাটক নয়, এই গুলা আমাদের ১৯৯০-২০০০ দশকের মধুমাখা স্মৃতি
নাটকের সংলাপ শেষের দিকের কাহিনী টি খুবই চমৎকার।
এমন কাহিনী বানানোর জন্য 👌👌
আরমান নামের ছেলেটার অভিনয় আমার মন কেড়েছে
খুবই সুন্দর অভিনয় করেছে ছেলেটা 😍
আরমান কে
জীবন এক মহা সংঘর্ষ সেই সংঘর্ষে হেরেগেল ড্রাইভার জাকির ৷ জীবন যুদ্ধ এমন এক যুদ্ধ তার কাছে হেরেই যেতে হয় নিজেকে ৷
herei jete hoi?
jetar kono option nai?
আহা, কত অনন্য অসাধারণ... জীবন বড়ই অদ্ভুত.. আমাদের চারপাশের নিত্যদিনের ঘটনাই কত নিখুঁত সৌন্দর্যে ধরা দিল ক্যামেরায়.... ❤
হাসান মাসুদ। কি অভিনয়টাই না করলো। outstanding performance. প্রত্যেকেই ভাল অভিনয় করছে।
নাটকের শেষ টা অনেক কষ্টের।
নাটক টা দেখতেছিলাম হাসার জন্য কিন্তুু শেষে যে এতো কষ্টো পাবো।
আসলেও নাটকটা এতো টাই ভালো লেগেছে যে সে ভাষা আমার কাছে নাই তবে এই টুকু বলতে পারি এই নাটকের লেখক পরিচালক এবং যারাই অভিনয় করেছেন সবার অভিনয় খুব ভালো হয়েছে সবাই কে অসংখ্য ধন্যবাদ
বাস্তব সম্মত একটি নাটক দেখে আমার খুব ভালো লেগেছে . সবাই ভালো অভিনয় করেছেন . হাসান ভাই সোহেল ভাই বিজয়ী বরকত উল্লাহ আরমান . ধন্যবাদ সবাইকে আল্লাহ্ হাফেজ
এটিই একমাত্র নাটক যেটি দেখতে গিয়ে আমার কোনো চরিত্রকে অবাস্তব মনে হয় নি।
2020 সালে কে কে দেখতেছেন?.....
সত্যিকার অভিনয় কি তা এই পরিচালক হতে বর্তমান পরিচালক হতে শিখা উচিৎ।
Kotha sothik
mm m 😊
অনেক আগে এই নাটকটা ফ্যামিলির সবাই মিলে দেখতাম,কোন চ্যানেলে দিত ঠিক মনে নেই।
খুবই সুন্দর একটা টেলিফিল্ম অসংখ্য ধন্যবাদ পরিচালক কে এবং সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো খুবই ভালো লাগলো
অনেকদিন পর একটা ভালো নাটক দেখলাম। ধন্যবাদ জাকির ভাই ও তার বউ কে ।আরমান ভাই অসাধারণ ছেলে তার তুলনা করা যায় না। টেক্সি ড্রাইভার এর সংসার জীবন জীবন কেমন হয়। নাটক না দেখলে অনুভব করতে পারতাম না। ধন্যবাদ ধন্যবাদ প্রযোজক অন্যান্য শিল্পীদের।
এক্কেবারে বাস্তব চিত্রটা ফুটে উঠেছে
Bariwlar nesharu chele tar acting ta darun laglo... Natok a mintu naam.. Bhai mintu tui onek baro hobi... Keep going
অনেক দিন পর রিয়েল অভিনয় নিয়ে একটা নাটক দেখলাম। খুবই ভাল লাগল । এক্কেবারে জিবন্ত অভিনয়
্প
টীব
ণ
Awesome
একমত
@@asifkingkhan1591 0
হাসান মাসুদ আর বিজরীর অভিনয় থেকে এখন কার শিল্পী দের অনেক কিছু শেখার আছে
এমন সুন্দর নাটক আমি জীবনে দেখেনি যা বাস্তবতাকেও হার মানায়।
অসাধারণ একটা নাটক যেটা গর্ব করার মতো। সোহেল খান ও হাসান মাসুদের অভিনয় সহ সময় সেরা।
বিজুরী বরক তুল্লাহ, আমার অনেক পছন্দের এক অভিনেত্রী, ভিষন ভালে লাগে --বিজুরী-- কে♥♥♥
নাটকটি বাস্তব জীবনের সাথে অনেক মিল রয়েছে। এবং শেষ দিকে এসে চোখের পানি ধরে রাখতে পারলাম না। অসম্ভব ধন্যবাদ হাসান মাহমুদ ভাই আপনাকে এতো সুন্দর অভিনয় করার জন্য ❤️❤️❤️
নাটকটি অসাধারণ অসংখ্য বার দেখলাম অভিনেত্রী অভিনেতা গুলো সবাই ভালো ছিলো বিষেশ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক টা দারুণ ছিল
বাপ পুতের ঝগড়াটা অসাধারণ হইছে আমিও এক সময় আব্বার লগে লেগেই থাকতাম
যার বাপ নাই সেই বুজে কি হারালাম
অসাধারন একটা নাটক 🌷🌷🌷একমত হলে লাইক দিয়ে যান 🌷🌷🌷
এত জীবন্ত অভিনয়।।।অসাধারণ
অভিনেতা কাকে বলে তা এই নাটক দেখলেই বুজা যায় ❤
লিটন গোমেজ ওয়াট এ ট্যালেন্ট। যেমন গান গায় তেমন অভিনয়। লাভ দিস ম্যান।
Hijrami kore acting na
ঢাকা শহরের অলিগলিতে,হাজার হাজার কমর্জীবি মানুষের সোনার সংসারের পতিচ্ছবি এইটা।অনেক পছন্দর নাটকটি।
প্রত্যেকেই প্রাণবন্ত অভিনয় করেছে। পরিচালক বাস্তবতাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষত বিজরি বরকতুল্লাহ এবং হাসান মাসুদের অভিনয় অসাধারণ!
অসাধারণ নাটক, আমি মনে করি গোটা বিশ্বে আমাদের দেশের মত এত সুন্দর নাটক কোন দেশ তৈরি করতে পারে না।
এই নাটকের আরমান ভাই, কামাল ভাই,জাকির ভাই,মিন্টু ভাই শেফালি ও লিপির অভিনয় কোন দিন ভোলার নয়।এত সুন্দর নাটক আমি এখন ও দেখি।বিশেষ করে এই নাটকের লোকেশন আমাদের এলাকায় মানে উওরা মধ্য আজমপুরে হয়েছে। আগে যে গাছপালায় আমাদের এলাকা ভরপুর ছিল তা আজ ২০২৪ সালে নেই। উল্লেখ্য এই নাটকটি ২০০৬ সালের।
আগের নাটক গুলো সত্যি অন্যরকম চিলো..? পরিচালক কে অনেক ধন্যবাদ
অসাধারণ নাটক, এখন মনে হলো সংসার জিবন অনেক কঠিন।
নাটক এই ভাবে শেষ না করে ছিনতাই কারির গাড়ি দুর্ঘটনা ঘটাইয়া শেষ করিলে নাটকটি পরিপূর্ণতা পাইতো
@@aslambpc3756 qqqqqq
বিজরি বরকতউল্লাহ😍😍😍
সত্যি অনেক ভালো লাগলো মন ছুঁয়ে গেলো। সেলুট জানায় অারমান ভাই ❤️
২০২৪ সালে কে কে আমার মত হাসান মাসুদ ভাইয়ের ট্যাক্সি ড্রাইভার নাটকটা দেখছেন রিপ্লাই দিন❤
এইটা আমি আগে দেখেছি 😢 নতুন করে দেখতছি ❤❤❤
Unbelievable...
All r Professional actors 😍😍😍
After 3 years again ⏲⏲⏲⏱
যত নাটক দেখছি। তার মধ্যে এইটা অন্যরকম ভালো লাগা।বাস্তব বড় কঠিন। ❤❤❤❤❤
ফ্যামেলির সবাই একসাথে এরকম নাটক দেখতাম এক সময়
নিন্মবিত্ত পারিবারিক খুব সুন্দর নাটক।
Darun Ekta natok..Watching in Tuesday September 19,, 2023,, 4:20pm.. r Kew achen naki.. ❤❤❤
ব্লাক ডায়মন্ড - হাসান মাসুদ।
Right
হাসান মাসুদ খুব শক্তিশালী অভিনেতা ❤
একদম বাস্তবচিত্র ফুটে উঠেছে।
মাসুদ ভাইয়ের অভিনয় দারুণ ধন্যবাদ
বাস্তব বড়োই কঠিন এই দুনিয়ায় কেউ কারো নয়
এটাতো নাটক না, বাস্তব জীবন 👌
QQ
এই নাটক দেখি আমার বউ রে কথা অনেক মন পরে গেছে 😢🎉
এই নাটক টা আমার জিবনের শেরা নাটক. এত নেচারেল প্রকৃতি যে মানুষের জিবন তেমনই নাটকের দৃশ্য. এই নাটকের শেষের মিলটা টা এমন না হলে আরও ভাল হত।
বাবা ছেলের ঝগড়াঝাটি,,,ভালবাসাটা প্রত্যেক পরিবারে থাকা দরকার।।
সবার অভিনয় সুন্দর... তার মধ্যে আরমান এর অভিনয় খুবই সুন্দর.. সাদা মাটা অভিনয়.....
এখন দেখলাম ২০২৪ শেষ এর দিকে ❤
রুচিশীল নাটক
ভারত থেকে দেখছী ভালো লাগলো ধন্যবাদ
অজান্তেই চোখে পানি চলে আসলো
অসাধারণ নাটক।ধন্যবাদ সবাইকে।নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হল শেষ পর্যন্ত দেখে
খুবই সুন্দর নাটক ধন্যবাদ মাসুদ ভাই।
24/01/2025
কিরগিস্তান থেকে একজন প্রবাসী এই নাটকটি দেখতেছি
আমি আছে কেকে আছেন🎉
ধন্যবাদ পরিচালকে জে বাস্তব রূপ তুলে দরছেন অনেক কিছু সিকলাম ও সেসটা
অনেক কস্ট কান্না চলে আসলো🌹🌺💐👍
অসাধারণ নাটক পুরাতন নাটক গুলো দেখলেই দেখতেই মন চায় অসাধারণ কাহিনী ❤
একটানা পুরোটা দেখলাম
ভালো লাগলো😍
অনেক দিন পর সুন্দর একটি নাটক দেখলাম এইটা তো নাটক না বাস্তব জীবন
২০২৫ এ কে কে দেখছেন?
Me
আগের দিনের নাটক গুলো অনেক ভালো ছিল। খুবই সুন্দর উপস্থাপনা অনেক ভালো লাগছে
আরমান আরমান আরমান
এই নাটক আমাকে অনেক কিছু শিখালো। মানুষ মানুষের জন্য,মিথ্যা হল খনিকের সুখ, অভাবে সভাব নষ্ট,
প্রেম নয় আসল ভালোবাসা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা
মানুষ হিসেবে আল্লাহ তালা আমাদের কেন সৃষ্টি করেছেন আর আমরা কি করছি? আসুন আমরা সবাই আরমান হয়ে যায়🥺❤️
অনেক কাজ ফেলে নাটক দেখলাম, ভালোই লাগলো২০/১২/২০২৪মিরপুর৭নাম্বার থেকে।
অভিনয় কাহাকে বলে এই নাটকেই আছে ধন্যবাদ সকল শিল্পী কে
শেষটা কাঁদিতে ছাড়ল😢😢😢😢
2020 সাল এ কে কে দেখতেছেন
সেই ছোটবেলা য় দেখছিলাম
এখন দেখতেছি
@Tanjima Taiyeba চলো আমরা ও সাজি
Ami daksi
এখন দেখলাম
এই নাটক টা দেখে মনে হলো জীবনে এখনও অনেক কিছু দেখার বাকি আছে,,এসব নাকট, সিনেমার কাছে বর্তমান জেনারেশন দের অনেক কিছু শেখার আছে,,
নাটক টা দেখে আমি বিমহিত,আমি মুগ্ধ❤
হাসান মাসুদ বউকে মা বল্লো এমন ভুল কি করে করলো,এত সুন্দর একটা নাটক
অসাধারণ , সংলাপ ............... না জামাই তোমাকে আমি অনেক আদর করবো.... 😁😁😁
Moral of the Drama : 1. Manush er bipode manush-i kaje ashe.
2. Kono kichur dayitto neyar age chinta kore niyen pore ta bipod er karon hote pare.
3. Bipode matha thanda rakhte hoi.
4. Gorib er mon boro hoi.
দু বছর আগে একবার দেখেছিলাম ۔আবার দেখলাম ! খুবই ভালো একটি নাটক ! লন্ডন প্রবাসী নায়িকাটিকে ভালো লেগেছে ! তাকে অন্য কোন নাটকে দেখিনা কেন ?
নাটকের শুরুটা, এবং মধ্যেরটাও বেশ ভালো ছিলো, কিন্তু শেষের অংশটুকু দেখে মনটা অনেক খারাপ হয়ে গেলো-পরিশেষে বলতে পারি যে শেষের দিকে সবার মধ্যে একটা মিলমিশের সমঝোতা রাখলে চমৎকার ভাবে নাটক টি আরও ফুটে উঠতো।
বাস্তব কাহিনী খুব সুন্দর লাগলো।
নাটকে বাংলাদেশ ❤️❤️❤️
এই নাটকের সবচেয়ে দারুন ডায়লগ ভালো লাগলো যেটা সেটা হল প্রত্যেক মানুষই বোঝে তারপরও মানুষ আকাম করে😅😅😅
ঠিক বলছেন
আযানের কথাটা আমার খুব ভালো লেগেছে
মিন্টুর অভিনয় ভালো ছিল। আরমানের অভিনয়টাও দারুন ছিল।
ট্যাক্সি ডাইভার প্যাসেনজারদের সাথে এতো খারাপ ব্যবহার করে। এটা তো খাপ খায় না।
বাস্তব জীবনে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনায় মিশ্রিত গল্প নিয়ে নির্মিত সব কাহিনী।
A real phenomenon has been described in this beautiful drama. I have learned a lot