১ বার দেখা শেষ করে... কিছুদিন পর আবার আসলাম নাটক টা দেখতে,,, অসম্ভব সুন্দর একটা নাটক...২০২৩ সালের লিজেন্ড গুলো কোথায় যারা হুমায়ুন আহমেদ স্যার এর নাটক খুব ভালোবাসে এবং দেখে
হাজারো তামিল মুভি, নাটক, রিলস , টিকটক ছেড়ে যারা এসব নাটক খুঁজে খুঁজে দেখে তাদের রুচির প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা,, বিনম্র শ্রদ্ধা রইলো কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের প্রতি 🥰 একটি উজ্জ্বল নক্ষত্র 😊,,, ফারুক ভাইয়ের কথা আর কি বলবো,,, জাত অভিনেতা উনি 😊❤ ,,,,,,,,,,, 6 ডিসেম্বর 2024,,,,,,,,,,, স্মৃতি 😊
যাদের রুচি অত্যাধিক ভালো তারা এসব নাটক দেখে। ফারুক সাহেবের অভিনয় অত্যন্ত মনমুগ্ধকর। পরিচালক হুমায়ুন আহমেদ স্যার কে অসংখ্য ধন্যবাদ এমন নাটক উপহার দেওয়ার জন্য ❤
যখনই সময় পায় দেখতে চলে আসি।কতবার যে দেখলাম।তারপরও সেই আগের মতোই লাগে।এখনো সবসময় হুমায়ূন আহমেদ স্যারের নাটকগুলো দেখি।কি অসাধারণ অভিনয় সবার।কত মায়া প্রতিটি চরিত্রে।❤
১)কোথাও কেউ নেই ২)উড়ে যায় বক পক্ষি ৩) নক্ষত্রের রাত ৪) বহুব্রীহি ৫) আজ রবিবার ৬) অয়োময় এগুলো হলো নাটক কোটি বছরে ও কেউ এরকম নাটক বানাতে পারবে কিনা সন্দেহ আছে স্যালুট হুমায়ুন আহমেদ স্যার💗👏
Eto valo lagse natok ta mone hoy gramer bose actor der samne bose natok deksi r Ekdom gramer poribeser sathe mise gesi..ses na hole mone hoy aro vlo lagto
আমার বড় ভাই সৌদিথেকে ২০০৫ সালে বাড়িতে আসার সময় এই নাটকের সিডি নিয়ে আসছিলো এখনো মনে আছে।সেই থেকে ২০২৪ এর নবেম্বরের আজ ১১ তারিখ পর্যন্ত কত বার দেখছি আমি নিজেও জানিনা কি সামাজিক সুন্দর সাবলীল সহজ সরল গ্রামের মানুষের জিবন ছিলো তখন,, কালজয়ী সাহিত্যে,,,, উঠে জায় বকপক্ষি নাটক,❤..
@@asifbhai9425 চুপ থাকেন,সমস্যাটা শাওনের চরিত্রে নয় আপনার মানষিকতায়। হুমায়ুন আহমেদের নাটকে যারা অভিনয় করেছে সবাই তাদের অভিনয় দক্ষতা দিয়ে প্রমাণ করেছে,তারা প্রত্যেকেই প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী।
@@asifbhai9425 apni ki Humayun Ahmed somporke kisu janen Janle to ai kotha bolten na uni nije shaon k prostab disilen karor somporke na jaina aidhoroner kotha bola murkhota
প্রিয় কলিজার ভাই আমাদের কিছু বুলের জন্য আজকে একই মায়ের এক ঘর মাঝে কাটাতার ইসাহআল্লাহ কোনো একদিন এই কাটা তার থাকবে না আমি ছোট্ট মানুষ বলে গেলাম বরসা রেখো মহান আল্লাহ উপর💘💘ভালো বাসা ও দয়া রইলো কাটাতারের এপার দেখে😭😭❤️❤️
আমার মা মূলতো নাটক, টেলিভিশন দেখেনা। আম্মা দেশের বাড়িতে একা থাকে এই চিন্তা করে নাটক টা মোবাইলে দেখাই তিনি এই নাটক টা এত পছন্দ করেছে। আম্মা বাড়িতে গেলেই বলে নাটক দেখবে। তিনি নাটক দেখে আর হাসে আমার এতো ভালো লাগে যা ভাষায় প্রকাশ করতে পারবো না,,,ধন্যবাদ স্যার।
১)উড়ে যায় বক পক্ষী ২)শাকিন শাড়িশুরি ৩)কোথাও কেউ নেই ৪)হাউস ফুল ৫)নক্ষত্রের রাত ৬)আজ রবিবার। এই নাটক গুলো পাঁচশত বছরে এক বার জন্মে।এই নাটক গুলো প্রকৃতির সুন্দর কে প্রকাশ করে।
আহা কি সুন্দর পরিবেশনা কি সুন্দর কথা বার্তা কি সুন্দর অভিনয় এইসব সবাই বুঝে না তারাই বুঝে যারা সুন্দর চরিত্রের মানুষ ।আজকাল কুরুচি পূর্ণ অস্লীল মুভি গান ও দুনিয়া অন্ধকার এই এইসব নাটক কতই না বাস্তব জীবনের মিল।
মন খারাপ হলেই নাটকটি দেখতে চলে আসি, গ্রামের স্নিগ্ধতা, প্রতিটি মানুষের সরলতা একদম আকর্ষন করার মতো। হুমায়ূন স্যার চরিত্রগুলোকে কি সুন্দর বাস্তব আর সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন ❤
এই নাটক কতবার দেখেছি তার হিসাব নাই। আমার এক কাকা আছেন। হাশেম কাকা। কাকা-কাকি দুজনেই হুমায়ুন স্যারের নাটকের ক্যারেক্টার। জলজ্যান্ত বাস্তব ক্যারেক্টার। যে মাছই রান্না হোক বাসার বিড়ালও হিসাবের মধ্যে থাকে। মানুষের মতো বিড়ালের জন্যেও আলাদা পিছ। শুধু কাটা নয়। অতি অপরিচিত কেউ কোন সূত্রে যদি তাদের বাসার মেহমান হয়, তাদের আচরণে বোঝার উপায় নাই, এই মেহমান অতি অপরিচিত। হঠাৎ বাইরের কেউ দেখলে বুঝতেই পারবেনা, বাড়িতে একজন মেহমান আছে। এই অযাচিত মেহমান যদি ১ মাস থেকেও বলে, আমি কাল বা পরশু যাচ্ছি, তাহলে তাদের মাথায় আকাশ ভেঙে পরে। অস্থির হয়ে তাকে আর কিছুদিন থাকার অনুরোধ করেন এবং মেহমানদারির পরিমাণ বাড়াতে থাকেন। তো যে কারণে তাদের কথা বলা, যেই তাদের মেহমান হয়, তাকেই অবসর সময়ে হাশেম কাকা টিভি দেখার অনুরোধ করেন। তিনি নিজে ডিভিডি অন করে উড়ে যায় বক পক্ষী ছেড়ে দেন। ছেড়ে দিয়ে তিনি পাশেই তার বেডরুমে চলে যান। ৫-৭ মিনিট পরপর তিনি এসে নাটকের অগ্রগতি দেখেন এবং বলেন, ও এই পর্যন্ত হইছে, এরপর এই এই হইব। দেখ। বলে তিনি আবার বেড রুমে চলে যান। আবার ৫-৭ মিনিট পর একই ঘটনার পুনরাবৃত্তি। এভাবে চলতেই থাকে। চমৎকার এই দুজন মানুষের সাথে যদি হুমায়ুন স্যারের দেখা হতো, তিনি নিশ্চয় আনন্দিত হতেন, তার লেখা চরিত্র বাস্তবে দেখার জন্য। চমৎকার এই দুজন মানুষের জন্য অনেক অনেক শ্রদ্ধা। যে কেউ চাইলে মেহমান হতে পারেন। মানুষ দেখার জন্য। ঠিকানাঃ কেউয়ারজানি, মানিকগঞ্জ।
প্রায় সাড়ে আট ঘন্টার এই নাটক আমি ৪ বার দেখেছি, তবুও মন ভরে না, কি সাবলীল অভিনয়, কি সংলাপ, দৃশ্যপট, সবমিলিয়ে রুচিশীল নাটক, এখনকার টিকটকের যুগে এইরকম রুচিশীল নির্মাণ আর দেখা যাবে না।
হুমায়ূন আহমেদ স্যার যা করে গেছেন এক কথায় অসাধারণ, এমন লেখক পৃথিবীতে একবারি আসে এই যোগেও আইসা যারা এইসব নাটক দেখে তারাও সত্যি অন্য মনুষ্যত্বের মানুষ সবার প্রতি সম্মান ভালোবাসা রইলো ❤ খুব বেশি পছন্দের লেখক আমার হুমায়ূন আহমেদ খুব বেশি মিস করি স্যার আপনাকে আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন 🥹
@@nayeemvlogs331 হাসালেন 😅😅,, আপনি কতটুকু চিন্তাশীল কমেন্টেই বুঝা যায়। আমি মোটামুটি অনেক সাহিত্য উপন্যাস পরেছি। আর নাটকের দিক দিয়ে বলতে গেলে বিখ্যাত নাট্যকার William Shakespeare, Asher Miller, Langston Hughes, David Alan তাদের সৃষ্টি নিয়েও কম বেশ গবেষণা করেছি। আপনি তাদের সাথে স্যার হুমায়ুন আহমেদ কে মেলাতে পারবেন কিন্তু নিশু, জোভান, অপুর্বের নাটকের লেখকদের মেলাতে পারবেন না। তাদের সব স্টোরি মান্দ্বাতা আমলের একঘেয়েমি প্রেম কাহিনী। মনে হয় ভাই এ শাকিব খান ভক্ত, রুচি ও ঐরকম 😄😄😬।। ভাই বাঙালি এখন স্প্যানিশ, রাশিয়ান সিরিজ সহ ott platform এর সৃজনশীল কাজ দেখায় ব্যস্ত। আর আপনি থাকেন জোভান, মিশু রে সাপোর্ট করতে করতে,,, 🤣🤣🤣🤣
যতবার দেখি মুগ্ধ হই। যুগের পর যুগ কেটে যাবে এমন সৃষ্টিশীল কাজ কয়টা হবে সন্দেহ। আর আদৌ কি এমন শৈল্পিক কাজ হবে? বাংলা নাটকে শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের শুন্যতা পূরণ হবার মত নয়। 😪 ওপারে ভালো থাকুন।
যখনই চরম হতাশায় নিমজ্জিত থাকি তখনই হুমায়ূন স্যারের নাটক গুলো খুঁজে খুঁজে দেখি।প্রশান্তির সাথে বাস্তবতা সুনিপুণ ভাবে তুলে ধরার জন্য তিনি পৃথিবীতে অদ্বিতীয়। ভালোবাসার❤ আরেক নাম হুমায়ুন আহমেদ স্যার।
বাংলাদেশের একজনই নির্মাতা আছে যার কাজগুলো দেখার আগেই লাইক দেওয়া যায় লিজেন্ড হুমায়ুন আহমেদ স্যার❤❤❤❤ ফারুক আহমেদ, ডঃ এজাজ হলো হুমায়ুন আহমেদ স্যারের শ্রেষ্ঠ আবিষ্কার ❤❤
এই নাটক গুলো যতো দেখি ততোই ভালো লাগে।গ্রামের পরিবেশ,ভাষা,ব্যবহার।এক বারের জন্য ও মনে হয় নি কাল্পনিক। মনে হয় বাস্তব চিত্র। যাদের এমন নাটক গুলো ভালো লাগে তারা এক কথায় রুচিসম্মত লোক।তাদের কে সম্মান জানাই।
বর্তমান নাটক গুলো ৪৫ মিনিটের হলেও দেখতে গেলে কত আলসেমি বিরক্ত লাগে, কিন্তু এই-যে ঘন্টার পর ঘন্টা নাটক!♨️ যেন ৫ মিনিটেই শেষ! নেই কোনো বিরক্তি,ক্লান্তি!🥰 মাঝে মাঝে শুধু হাসি,কান্না আর ভালো লাগা! সত্যি বলতে হুমায়ুন আহমেদের নাটক গুলোর মাঝে এই নাটক টি আমার সব থেকে বেশি ভালো লেগেছে!❤️♨️
হুমায়ূন আহমেদ এক সমুদ্রের নাম, তাকে চেনার জন্য বর্ডার এর ব্যারিকেড লাগে না। মিসির আলি, হিমু এক একটা কালজয়ী চরিত্র।। তাছাড়া ইউটিউব এর সাহায্যে এদেশ ওদেশ মিলে মিশে একাকার
@@moumitaguha1869 ওনার মুভিও দেখতে পারেন। কয়েকটা মুভির নাম বলতে পারি: শ্যামল ছায়া, চন্দ্রকথা, আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, নন্দিত নরকে ইত্যাদি।
@@moumitaguha1869 পুরোনো অনেক ভালো নাটক আছে ওনার। কয়েকটার নাম বলতে পারি: এইসব দিন রাত্রি (1985), অয়ময় (1988), বহুব্রীহি (1988), কোথাও কেউ নেই (1990), আজ রবি বার (1999) ইত্যাদি। ত্রিশ-চল্লিশ বছর আগের নাটক হলেও এখনকার নাটকের তুলনায় এগুলো আরও ভালো, আরও ক্লাসিক্যাল এবং আরও entertaining. এই নাটকগুলো দেখতে দেখতে কখনও হাসতে হাসতে গড়াগড়ি খাবেন, আবার কখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে নিজেও টের পাবেন না। নাটকগুলো ইন্টারনেটে সার্চ দিলে অবশ্যই পাবেন।
ok.amar boyos 16 r ami Humayon Ahmed sirer onek golpo porechi infact tar Aj Himur biye golpota amar khubi pochonder golpo..r ami try korchi Humayon sirer r o golpo porar..
যে মিথ্যা কথা বলে সে আগুন, বরফ সব কিছু ছুঁয়ে মিথ্যে কথা বলতে পারে,যে সত্য কথা বলে সে সবসময়ই সত্য কথা বলে।
what a compliment....
Nice 😅
Right 💯
যাদের রুচি অত্যাদিক ভালো তারা এই সব নাটক দেখে, ফারুক ভাই একটা জিনিস 👍
Right 👍👍👍👍
I agree with you bhai
Right
দূর ছাতা আর নাটকি দেখবো না,,,,,,,,
😊😊
১ বার দেখা শেষ করে... কিছুদিন পর আবার আসলাম নাটক টা দেখতে,,, অসম্ভব সুন্দর একটা নাটক...২০২৩ সালের লিজেন্ড গুলো কোথায় যারা হুমায়ুন আহমেদ স্যার এর নাটক খুব ভালোবাসে এবং দেখে
আমি উনার চরম ভক্ত
❤❤❤❤❤
আমি
❤❤
🙋♀️
হাজারো তামিল মুভি, নাটক, রিলস , টিকটক ছেড়ে যারা এসব নাটক খুঁজে খুঁজে দেখে তাদের রুচির প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা,, বিনম্র শ্রদ্ধা রইলো কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের প্রতি 🥰 একটি উজ্জ্বল নক্ষত্র 😊,,, ফারুক ভাইয়ের কথা আর কি বলবো,,, জাত অভিনেতা উনি 😊❤
,,,,,,,,,,, 6 ডিসেম্বর 2024,,,,,,,,,,, স্মৃতি 😊
যাদের রুচি অত্যাধিক ভালো তারা এসব নাটক দেখে। ফারুক সাহেবের অভিনয় অত্যন্ত মনমুগ্ধকর। পরিচালক হুমায়ুন আহমেদ স্যার কে অসংখ্য ধন্যবাদ এমন নাটক উপহার দেওয়ার জন্য ❤
আমি দেখলাম
২০২৩ সালেও এমন নাটক পাওয়া ভাগ্যের ব্যাপার
যখনই সময় পায় দেখতে চলে আসি।কতবার যে দেখলাম।তারপরও সেই আগের মতোই লাগে।এখনো সবসময় হুমায়ূন আহমেদ স্যারের নাটকগুলো দেখি।কি অসাধারণ অভিনয় সবার।কত মায়া প্রতিটি চরিত্রে।❤
যেমন আমি 😅
১)কোথাও কেউ নেই
২)উড়ে যায় বক পক্ষি
৩) নক্ষত্রের রাত
৪) বহুব্রীহি
৫) আজ রবিবার
৬) অয়োময়
এগুলো হলো নাটক কোটি বছরে ও কেউ এরকম নাটক বানাতে পারবে কিনা সন্দেহ আছে
স্যালুট হুমায়ুন আহমেদ স্যার💗👏
আজ রবিবার নাটক ও কেউ ভূলতে পারবে না...
আজ রবিবার এর তুলনা নাই
হুমায়ুন স্যার এর নাটক, বই সবগুলোই শ্রেষ্ঠ, তিনি এই ভাবেই বেচে থাকুক তার সৃষ্টির মাঝে,
এইসব দিনরাত্রি অসাধারণ।
সাকিন সারিসুরি
হার কিপটে
লাঠিয়াল
লড়াই
২০২৪ এর সেপ্টেম্বরে যারা দেখছেন তারাই সাড়া দিন😊
Ami va❤
Me
আছি ভাই 🙂
আছি😂😂
Ami vai😊
2022 সালে কি এই নাটক কেউ দেখেছেব অসম্ভব সুন্দর একটা নাটক হুমায়ন আহমেদ এর ♥♥
আমি দেখতেছি
Taile dekte thaken moja paiben
AMEO
Ami daki.ager natok valo laga
এই নাটক আমি সম্ভবত ২০০৪,২০০৫,২০০৬ সালে প্রথম বিটিভিতে দেখেছিলাম, আমার ছোটবেলার কিছু স্মৃতির মধ্যে এই নাটকের মজিদ মিয়ার সিনগুলো মনে পড়ে
হাজার শতাব্দীর মধ্যেও এরকম কালজয়ী নাটক আর বাংলাদেশে কখনো তৈরি হবে না 😢❤
Right bro
২০২২ সালে কি এই নাটক কেউ দেখছেন অসম্ভব সুন্দর একটা ধারাবাহিক নাটক,,, সব দিক পারফেক্ট গানগুলি আসাধারন
২০২৪ এর ডিসেম্বর মাসে এসে কে কে দেখছেন ??
এক কথায় অসাধারণ ।।
মাত্র ২ দিন এ সবগুলো পর্ব শেষ করলাম ।। মন চাচ্ছে আবার শুরু করি ।।
Aita November mash😂
- ২০২৪ এ এসে যারা এই নাটকটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।সবাই একটা আদর্শ রুচিশীল মানুষ।
আমি
যমুনার জল দেখতে কালো,
স্নান করিতে লাগে ভালো...!
❤❤❤
2024 ar seser dike dekha pablik ami🙂
আমি
হুমায়ূন আহামেদ স্যারের নাটক মানেই অসাধারণ কিছু।কি বাস্তবতা + শিক্ষনীয় বিষয়+ সাবলীল ভাষায় মানুষকে হাসানোর সক্ষমতা। আর ফারুক আহমেদ তো এক কথায় একজন লিজেন্ড অভিনেতা ✌️✌️✌️2022 সালে এসে দেখলাম 💖💖
th-cam.com/users/shorts6m4FC0OLitY?feature=share
Hm
Hm
2022
কে আপনি ভাই?
আহারে কী সুন্দর নাটক যেখানে ৪০ মিনিটের নাটক দেখতে খারাপ লাগে সেখানে এত বড় নাটক দেখি আর ভাবি এই নাটক যদি কখনো শেষ না হতো
এই এক নাটক মনে হয় ১০ বার দেখছি, সব পর্ব,,,,
@Halima Liza fþ
,) l . Io
Eto valo lagse natok ta mone hoy gramer bose actor der samne bose natok deksi r
Ekdom gramer poribeser sathe mise gesi..ses na hole mone hoy aro vlo lagto
এই পথ যদি না শেষ হয়...তবে কেমন হত তুমি বলোতো!
Same
আমার বড় ভাই সৌদিথেকে ২০০৫ সালে বাড়িতে আসার সময় এই নাটকের সিডি নিয়ে আসছিলো এখনো মনে আছে।সেই থেকে ২০২৪ এর নবেম্বরের আজ ১১ তারিখ পর্যন্ত কত বার দেখছি আমি নিজেও জানিনা কি সামাজিক সুন্দর সাবলীল সহজ সরল গ্রামের মানুষের জিবন ছিলো তখন,, কালজয়ী সাহিত্যে,,,, উঠে জায় বকপক্ষি নাটক,❤..
শাওন একজন জাত অভিনেত্রী। ছোটবেলা থেকে অসামান্য গান ও অভিনয় করে গিয়েছেন।শাওনের এই শিল্পীসত্তার তারিফ করি।
শাওন একটা জাত বারোভাতারি মাগি তা না হলে কি কেও বান্ধবীর বাপ কে বিয়ে করে😡😡
@@asifbhai9425 চুপ থাকেন,সমস্যাটা শাওনের চরিত্রে নয় আপনার মানষিকতায়।
হুমায়ুন আহমেদের নাটকে যারা অভিনয় করেছে সবাই তাদের অভিনয় দক্ষতা দিয়ে প্রমাণ করেছে,তারা প্রত্যেকেই প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী।
@@shafiulalfarabi816 চুপ কর বেটা দালাল
@@asifbhai9425 apni ki Humayun Ahmed somporke kisu janen
Janle to ai kotha bolten na uni nije shaon k prostab disilen karor somporke na jaina aidhoroner kotha bola murkhota
@@shajidaafroj7483 শাওন কে প্রস্তাব দিতেই পারে শাওন ভালো হলে বান্ধবীর বাবাকে কখনো বিয়ে করতো না
কাটাঁ তারের ওপার থেকে ভালোবাসা রইলো। 🖤💚🍁
বাংলা নাটক দেখলে প্রাণ টা জুরিয়ে যায়
Line ta xox
কত গভীর কথা , কাটাতারের এপার থেকে ভালবাসা নিও
প্রিয় কলিজার ভাই আমাদের কিছু বুলের জন্য আজকে একই মায়ের এক ঘর মাঝে কাটাতার ইসাহআল্লাহ কোনো একদিন এই কাটা তার থাকবে না আমি ছোট্ট মানুষ বলে গেলাম বরসা রেখো মহান আল্লাহ উপর💘💘ভালো বাসা ও দয়া রইলো কাটাতারের এপার দেখে😭😭❤️❤️
বাহ, রিয়াজের বডি তো সেই হ্যান্ডসাম ছিল❤️🥰
২০২৪ এ কি কেউ দেখতে এসেছেন?
Hmm
-2023 সালে যারা এই নাটক দেখছেন, তাদের রুচির প্রতি সম্মান রেখে গেলাম || 🤍🌸
আমি দেখলাম
এইসব নাটক শতাব্দীর পর শতাব্দী মানুষ দেখবে।
আমি
এই নিয়ে ৩বার দেখা হচ্ছে😍😍
দেখছি❤
প্রত্যেক টা চরিত্রের মধ্যে গ্রামের সহজ সরল মানুষের ভালবাসা ফুটে উঠছে ❤
চ্যালেঞ্জারের অভিনয় অসাধারন,
ফারুক একটা প্রতিভা।
এই সস্তার যুগে নাট্যশিল্পটাকে আবারো টেনে তুলার জন্য চ্যালেঞ্জার সাহেব,এজাজ-ফারুক-খসরু জুটি বিশেষ প্রয়োজন।।।।
Farukh protiva noi living legend
@@TanvirTanim Challenger ar amader majhe nei :-(
@@shamantafarha7672 seta jani apu. 2010 e amader chere chole giyechen
ঁ,,'দর
৪বারের মতন দেখছি
এতটাই ভাল লাগে অন্য নাটকে মন যায়না ❤️🥰 হুমায়ুন স্যার মানে অসাধারণ ❤️ ফারুক ভাই মানে বিনোদন 😃
2024 সালে যারা এই নাটক দেখছেন তাদের রুচির প্রতি সম্মান রেখে গেলাম❤
দেখতেছি❤️
👍🙂
আমি
দেখছি
Asolei! ❤
ওহ! বাংলা নাটক! মাসুম আজিজ পৃথিবীর অন্যতম একজন সেরা অভিনেতা ছিলেন।
এখনকার নাটক দেখলে হকিস্টিক দিয়ে মনিটর ভাইঙ্গা ফেলতে মন চায়!
Vangte mon caile vangen na korlo ko vangen
@@miliislam5766 চায় তো মনে অনেক কিছু তাই কি আমি আপনি পারি?!
Kamruzzaman bod lok ,tui gobor kha
আমার মা মূলতো নাটক, টেলিভিশন দেখেনা। আম্মা দেশের বাড়িতে একা থাকে এই চিন্তা করে নাটক টা মোবাইলে দেখাই তিনি এই নাটক টা এত পছন্দ করেছে। আম্মা বাড়িতে গেলেই বলে নাটক দেখবে। তিনি নাটক দেখে আর হাসে আমার এতো ভালো লাগে যা ভাষায় প্রকাশ করতে পারবো না,,,ধন্যবাদ স্যার।
আপনার বাড়ি কোন জায়গায় ভাই
আল্লাহ যেনো যেনো আপনার আম্মা কে হায়াত দরাজ দান করে
১)উড়ে যায় বক পক্ষী
২)শাকিন শাড়িশুরি
৩)কোথাও কেউ নেই
৪)হাউস ফুল
৫)নক্ষত্রের রাত
৬)আজ রবিবার।
এই নাটক গুলো পাঁচশত বছরে এক বার জন্মে।এই নাটক গুলো প্রকৃতির সুন্দর কে প্রকাশ করে।
ইসস ভাবতে খারাপ লাগে এমন রুচিসম্মত , অসাধারণ শৈল্পিক এবং সাবলীল নাটক আর কেউ বানাবে না। 😢😢
২০২৪ সালে নাটকটি দেখা ব্যক্তিগণ লাইক দিয়ে হাজিরা দিয়ে যান।
দেখতেছি🙂
আমি ও দেখেছি
29-11-2022
ভাই🙋♂️
আমি ২০২৩ থেকে
এতো আধুনিক যুগের প্রযুক্তির নাটক রেখে যারা২০২৩ সালে এসেও এখনো এসব নাটক দেখে সাড়া দেনদেখি। আগের নাটকের মজাই আলাদা,কনো অশ্লীলতা নেই।
AMI
@@murshidamohona6847 পুরাটা দেখছেন? অনেক মজা আমি বারবার এটা দেখি
মুই
Old is gold
eisb natok amr onk valo lage
আহা কি সুন্দর পরিবেশনা কি সুন্দর কথা বার্তা কি সুন্দর অভিনয় এইসব সবাই বুঝে না তারাই বুঝে যারা সুন্দর চরিত্রের মানুষ ।আজকাল কুরুচি পূর্ণ অস্লীল মুভি গান ও দুনিয়া অন্ধকার এই এইসব নাটক কতই না বাস্তব জীবনের মিল।
মন খারাপ হলেই নাটকটি দেখতে চলে আসি, গ্রামের স্নিগ্ধতা, প্রতিটি মানুষের সরলতা একদম আকর্ষন করার মতো। হুমায়ূন স্যার চরিত্রগুলোকে কি সুন্দর বাস্তব আর সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন ❤
Hmm ❤
আমি বারবার দেখি। যখনই মন ভাল করতে ইচ্ছে হয় তখনি দেখি। আহা!কী প্রানবন্ত অভিনয়, কী মন মুগ্ধকর ডায়ালগ । হৃদয়ে ছোয়া লাগে। সেলুট হুমায়ুন স্যার।
Amioo 😊😍
নাটকটা ফুটে ওঠার আর একটা কারণ হল,,, তৈয়ব চরিএ,,,,
তৈয়ব চরিত্র ফারুক এভাবে ফুটিয়ে তুলছে সত্যি অসাধারণ লাগছে,,,
এ রকম তৈয়ব বাংলার ঘরে ঘরে....
১৪ মিলিয়ন ভিউ কিভাবে সম্ভব?
এদেশে রুচিশীল মানুষের সংখ্যা এতো বেশি ভেবেই শান্তি লাগছে।
এমন অসাধারণ অভিনয় আর ডিরেকশন দেখে শুধুই আফসোস বেড়ে যায়। এমন হৃদয়ছোয়া নাটক আর কেউ কোনোদিন বানাবে না এই দেশে। ধন্যবাদ প্রিয় হুমায়ূন আহমেদ।
এই নাটক কতবার দেখেছি তার হিসাব নাই। আমার এক কাকা আছেন। হাশেম কাকা। কাকা-কাকি দুজনেই হুমায়ুন স্যারের নাটকের ক্যারেক্টার। জলজ্যান্ত বাস্তব ক্যারেক্টার। যে মাছই রান্না হোক বাসার বিড়ালও হিসাবের মধ্যে থাকে। মানুষের মতো বিড়ালের জন্যেও আলাদা পিছ। শুধু কাটা নয়। অতি অপরিচিত কেউ কোন সূত্রে যদি তাদের বাসার মেহমান হয়, তাদের আচরণে বোঝার উপায় নাই, এই মেহমান অতি অপরিচিত। হঠাৎ বাইরের কেউ দেখলে বুঝতেই পারবেনা, বাড়িতে একজন মেহমান আছে।
এই অযাচিত মেহমান যদি ১ মাস থেকেও বলে, আমি কাল বা পরশু যাচ্ছি, তাহলে তাদের মাথায় আকাশ ভেঙে পরে। অস্থির হয়ে তাকে আর কিছুদিন থাকার অনুরোধ করেন এবং মেহমানদারির পরিমাণ বাড়াতে থাকেন।
তো যে কারণে তাদের কথা বলা, যেই তাদের মেহমান হয়, তাকেই অবসর সময়ে হাশেম কাকা টিভি দেখার অনুরোধ করেন। তিনি নিজে ডিভিডি অন করে উড়ে যায় বক পক্ষী ছেড়ে দেন। ছেড়ে দিয়ে তিনি পাশেই তার বেডরুমে চলে যান। ৫-৭ মিনিট পরপর তিনি এসে নাটকের অগ্রগতি দেখেন এবং বলেন, ও এই পর্যন্ত হইছে, এরপর এই এই হইব। দেখ। বলে তিনি আবার বেড রুমে চলে যান। আবার ৫-৭ মিনিট পর একই ঘটনার পুনরাবৃত্তি। এভাবে চলতেই থাকে।
চমৎকার এই দুজন মানুষের সাথে যদি হুমায়ুন স্যারের দেখা হতো, তিনি নিশ্চয় আনন্দিত হতেন, তার লেখা চরিত্র বাস্তবে দেখার জন্য।
চমৎকার এই দুজন মানুষের জন্য অনেক অনেক শ্রদ্ধা।
যে কেউ চাইলে মেহমান হতে পারেন। মানুষ দেখার জন্য।
ঠিকানাঃ কেউয়ারজানি, মানিকগঞ্জ।
আসলেই দাওয়াত দিচ্ছেন?
❤️🤍
আমি এমন মানুষের ছোয়া পেতে চাই
Unader sontan ase??
@@MonaTsuki_ দাওয়াতের কিছু নাই এখানে। আমরা সাগরে যাই, পাহাড়ে যাই, জঙ্গলে যাই। ওরা কি দাওয়াত দেয়?
এরা এমনই। এদের সংস্পর্শ পেতে দাওয়াত লাগে না।
কি নেই এই নাটকে??? আমি খুব আবেগ নিয়ে নাটক টা দেখছি। মাঝে মাঝে এতো হাসছি আবার মাঝে মাঝে তো চোখ দিয়ে পানি ও পড়ছে!খুবই জীবন্ত ও রুচিশীল নাটক,,❤️
মনের কথা বলেছেন ভাই
কত বার দেখেছি আমার নিজের ও মনে নেই। তবু ও যত দেখি ততই বেশি ভালো লাগে।
নাটক অঙ্গন যতই আধুনিক হোক না কেন,পুরোনো নাটক গুলোই সেরা।
লাইফের দেখা সেরা নাটক।❤️
Old is gold
26:00 keu ki bolte paren song tar name ki ?
আমারো
নাটক অঙ্গন যতই অাধুনিক হোক না কেন
হুমায়ুন স্যারের নাটকই সেরা আমার দেখা সবচেয়ে ভালো নাটক।🥰🥰
Same vhi amaro
ঠিক এই গল্পটার জন্য আমার কাছে ক্ষমতা থাকলে আপনাকে পৃথিবীর সবচেয়ে দামি উপহারটি দিতাম।
আপনার কথা এবং কথার আবেগ আমারত্ত
সেরা অভিনেতা মাসুদ আজিজ স্যার (পুস্পর বাবা) একুশে পদক ২০২২ পেয়েছেন। স্যালুট স্যার,
🌹🌹🌹
কি সুন্দর একটা নাম হযরত মুহাম্মদ সাঃ
চ্যালেঞ্জার স্যার এর অভিনয় অসাধারণ লেগেছে। স্যার, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
ভাই ওনি হিন্দু ছিলেন
@@mdmisbah7572 ছাগল তরে কে বলেছে সে হিন্দু??
onar asol name ki?
@@mdmisbah7572 আমি যতটুকু জানি ওনি খৃষ্টান ছিলেন। ওনার বোন অভিনেত্রী এবং ফটোগ্রাফার মিঠু।বাকি কোন তথ্য থাকলে কেউ যদি জানেন বলতে পারেন।
@@alaminsnighdho3818 an
প্রায় সাড়ে আট ঘন্টার এই নাটক আমি ৪ বার দেখেছি, তবুও মন ভরে না, কি সাবলীল অভিনয়, কি সংলাপ, দৃশ্যপট, সবমিলিয়ে রুচিশীল নাটক, এখনকার টিকটকের যুগে এইরকম রুচিশীল নির্মাণ আর দেখা যাবে না।
আজ ৪ মার্চ ২০২১।
এই লিজেন্ডারি নাটকটি ৮ম বারের মত দেখতেছি।
হুমায়ূন আহমেদের অসাধারণ অনবদ্য একটি সৃষ্টি।
এই ২০২১ এ এসে আর কেউ দেখছেন এই নাটকটি?
পুরো নাটকটা জমিয়ে রাখছে ফারুক স্যার 👍👍
টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপারনা,,,তেজপাতা। রিয়াজের অভিনয় অসাধারণ👌👌💜💜♥♥😍😍
Uuyu979utc5yoghh0ghhjjjav99qgf0uuuu88 unmoi7uuu
Uid4trickle p9lopyi7cxdzazzz4GYYT
Sundar
@@mdakilhossain484 mane ki vai????
কি ডাইল করে ভাই
ফারুক ভাইয়া একটা জিনিস রে ভাই! হাসতে হাসতে আমি শ্যাষ🤣🤣🤣🤣
হুম ভাই হাসি থামানো কস্টকর🤣
Apu tomar contact number lagbe
কোন তুলনা হয় না এসব নাটকের,, এক কথায় অসাধারন.....!
@@anwarhalima.1241কি করবি রে ভাই। ঘরে মা বোন নাই?
Sam.😂
হুমায়ূন আহমেদ স্যার যা করে গেছেন
এক কথায় অসাধারণ, এমন লেখক পৃথিবীতে একবারি আসে
এই যোগেও আইসা যারা এইসব নাটক দেখে তারাও সত্যি অন্য মনুষ্যত্বের মানুষ
সবার প্রতি সম্মান ভালোবাসা রইলো ❤
খুব বেশি পছন্দের লেখক আমার হুমায়ূন আহমেদ
খুব বেশি মিস করি স্যার আপনাকে
আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন 🥹
২০১৯ সালে কি কেউ কি দেখছেন? অসম্ভব সুন্দর একটা নাটক। হুমায়ুন আহমেদ এর নাটক সবসময়ই অসাধারণ।
Ji ami dekhlam.
Humayun Ahmed ❤
hmmmm
Ami ajk start korlam.SSC r por total free.😊😊😊
Accha ekhane faruk k? Kar asol nam eta?
মাত্র দেখা শুরু করলাম ✌
হুমায়ূন স্যার😘
আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না,, প্রানের হুমায়ূন আহমেদ কে লক্ষ কোটি নমস্কার, শ্রদ্ধাঞ্জলি,,🙏,,
পশ্চিমবঙ্গ থেকে,, ধন্যবাদ
চ্যালেঞ্জার সাহেব বাংলাদেশের গর্ব,,আমার মতে এত ভালো অভিনেতা আর হয়না।।
চ্যালেন্জার কে?
আরেকজন কয় চ্যালেঞ্জার কে! দোতারা চাচা এখানে৷ আফসোস চিনিলেন না
আমার জীবনের সেরা বাংলা নাটক" ফারুক আহমেদের এককথায় অসাধারণ
2024"❤😊
কিসের আরফান মিশু কিসের জোভান আপূব এরাই বাংলা নাটকের সেরা অভিনেতা।
মাথায় ঘিলুর বদলে গোবর থাকলে এরকমই হয়
@@nayeemvlogs331 হ আপনার মাথায় ঘিলুয় ভরা, তবে গাধার ঘিলু
@@piratsofbongo3353 এই সবের বাইরে চিন্তা করতে পারেন না এটাই সমস্যা । আপনাদের মতো চিন্তা করলে এখনো গরু দিয়ে চাষ করা লাগতো ট্রাক্টর আবিস্কার হতো না
@@nayeemvlogs331 হাসালেন 😅😅,, আপনি কতটুকু চিন্তাশীল কমেন্টেই বুঝা যায়। আমি মোটামুটি অনেক সাহিত্য উপন্যাস পরেছি। আর নাটকের দিক দিয়ে বলতে গেলে বিখ্যাত নাট্যকার William Shakespeare, Asher Miller, Langston Hughes, David Alan তাদের সৃষ্টি নিয়েও কম বেশ গবেষণা করেছি। আপনি তাদের সাথে স্যার হুমায়ুন আহমেদ কে মেলাতে পারবেন কিন্তু নিশু, জোভান, অপুর্বের নাটকের লেখকদের মেলাতে পারবেন না। তাদের সব স্টোরি মান্দ্বাতা আমলের একঘেয়েমি প্রেম কাহিনী। মনে হয় ভাই এ শাকিব খান ভক্ত, রুচি ও ঐরকম 😄😄😬।। ভাই বাঙালি এখন স্প্যানিশ, রাশিয়ান সিরিজ সহ ott platform এর সৃজনশীল কাজ দেখায় ব্যস্ত। আর আপনি থাকেন জোভান, মিশু রে সাপোর্ট করতে করতে,,, 🤣🤣🤣🤣
এরা দেখতে চায় চুমাচুমি হাতাহাতি এরা নাটকের কি বুঝে
কি অসাধারণ সব অভিনয় রে বাবা,, ২০২০ সাল থেকেই দেখা শুরু করলাম,, এতো দিনেও এসে যেনো মায়ায় পরে গেছি
চ্যালেঞ্জার, মাসুম আজিজ, ফারুক আহম্মদ, সালেহ আহমদ, খসরু ডাঃ এজাজ একএকটা বাংলা নাটকের কিংবদন্তি। যুগযুগ ধরে মানুষ আপনাদের অভিনয় দেখবে মুগ্ধ হবে ।❤️
Right ❤❤
২০২৪ ডিসেম্বরে আমি দেখিলাম, অনেক ভালো লাগলো 😇🖤
হুমায়ুন স্যার যদি আর চার-পাচঁশ নাটক বানিয়ে রেখে যেতে পারত তাহলে ওনার নাটক দেখতে দেখতে আমাদের কাল কেটে যেত আর অন্য নাটক দেখতে হত না।
ভাই ঠিক বলছেন
ভাই নিজের চিন্তাটাই কলেন আমাদের চিন্তাটা কলেনা
kkr 143 humm r8
সত্যি ভাই
এই টেহাডা একটু বদলাইয়া দেন।।।
এই টেহাডা ময়লা।।।🤣🤣🤣🤣
কোয়ারেন্টাইনে বসে বসে হুমায়ুন আহমেদ স্যার এর সব ছবি & নাটক গুলা দেখতেছি۔۔۔۔۔এতদিন কেন যে স্যার এই সব অমরসৃষ্টি গুলা চোখে পরে নাই!
খুব আফসোছ হচ্ছে😌
রাইট সেম টু সেম
ফারুক আহমেদ এর কথা গুলো অতি মিষ্ট ও প্রাণবন্ত। বড়ই সৌন্দর্য ❤
হুমায়ুনের অনন্য সৃষ্টি!! এই সৃষ্টিকে উপভোগ করার ক্ষমতা সবাইকে দেয়া হয়নি।
সবার অসাধারণ অভিনয়, এমন অভিনয় আজকাল নাটকে দেখা যায় না🙄২০২১ সালে এসে এমন নাটক উপভোগ করছি❤️স্যালুট হুমায়ুন আহমেদ
তৈয়ব ও তৈয়ব, খাইয়া যাও, এতগুলান মাটি নস্ট করা ঠিক না!
উফ.... কত যে মজার নাটক!!!
aita kon time a bole aktu janan pls
@@md.wahidsalahuddin7737 ৩ ঘন্টা ১৩ মিনিট থেকে শুরু
করোনার আবহে লকডাউনের ভিতর হুমায়ূন স্যারের নাটক দেখছি।১৫/০৭/২০
ভারত থেকে🇮🇳🇮🇳
Just excellent,,,,
অসাধারণ অভিনয় করেছেন রিয়াজ। রিয়াজ এর জন্য একটা লাইক হবে❤
রিয়াজ আর শাওন এর অভিনয় অনেক সুন্দর হইছে,২০২২ সালে এসে আবারও দেখলাম এত সুন্দর অভিনয় বলার ভাষা নাই,,,
সর্বশ্রেষ্ঠ রচনা হুমায়ূন আহমেদের,,,,, শ্রেষ্ঠ উপন্যাস। প্রবাসের বিরক্তিকর একঘেয়েমি দূর করতে অনেক উপযোগী।
দেখতে দেখতে সময় পার হয়ে যায়।
যতবার দেখি মুগ্ধ হই।
যুগের পর যুগ কেটে যাবে এমন সৃষ্টিশীল কাজ কয়টা হবে সন্দেহ। আর আদৌ কি এমন শৈল্পিক কাজ হবে?
বাংলা নাটকে শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের শুন্যতা পূরণ হবার মত নয়। 😪
ওপারে ভালো থাকুন।
মন খারাপ থাকলে মন ভালো করার জন্য ফারুকের অভিনয় গুলো দেখি💙
পুরো সময় টা মনে হচ্ছিলো আমিও গ্রামের একজন..কি সুন্দর! কি সুন্দর! ♥
সত্যি 💖
Bujhte perechi apni sohorer manush!
really beautyfull
পেটে খাবার ছিল না, তারপরও খুশি ছিলেন।💖
তিনি হলেন হযরত মুহাম্মদ (সাঃ)। ❤❤
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Tick bolsen
পেটে খাবার ছিলো না, তবুও কি তিনি হাগু করতো???
আপনার জন্য একজন হারামজাদা নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করলো,,,এই নাটকের মধ্যে নবীজিকে নিয়ে মন্তব্য করলেন কোন আক্যেলে,,,মাথায় কি কিছু আছে?
@@delowarehossain4900 নবী মোর হাগুর খনি, নবী মোর মুতের পানি।
নবী নাম জপে যেজন সেইতো লাগায় গনিমতের মাগি।
🤣🤣🤣
২০২১ এ এসে নাটকটি দেখতাছি।।প্রানবন্ত অভিনয় মন ছুয়ে যায়,,মন ভরে যায়।।ধন্যবাদ নাট্যগোষ্ঠীর সকল অভিনেতা ও অভিনেত্রীদের।।।ধন্যবাদ হুমায়ুন স্যার কে।।💓💓💓
Amio 21 a ase natok ta dekhci🥰🥰
ami 2022 a
2024 সালে যারা এই নাটক দেখছেন, তাদের রুচির প্রতি সম্মান রেখে গেলাম!! ❤💐
নাটক টা কয়েক বছর আগে দেখছিলাম ,২০২২ সালে আবার দেখলাম।। হুমায়ূন আহমেদ মানেই অন্যরকম সৃষ্টি , ফারুক আহমেদের অভিনয় খুব ভালো লাগে
tikh bolcen apu😊
আমিও ৭-৮ বছর আগে দেখেছিলাম, এখন আর এরকম নাটক হয়না😥😥😥
যারা এই প্রজন্মে এসেও এই ধরনের নাটক দেকে তাদের রুচি আছে মানতেই হবে,
আমার খুব পছন্দের একটি নাটক ❤❤
আমার থেকে নাটক টা অনেক সুন্দর লাগে 😊
❤
হুমায়ুন আহমেদ এর নাটক আমার ঢাকায় থাকতে বাধা হয়ে দাড়াচ্ছে,
আমার শুধু গ্রামে যেয়ে থাকতে মন চায়
Amr ek e obostha hoye gese vai
ভাই বুকে আসেন
একবারে সত্য কথা বলছেন ভাই❤❤❤
Amaro vai.mon chay deshe chole jay
Same here.
যখনই চরম হতাশায় নিমজ্জিত থাকি তখনই হুমায়ূন স্যারের নাটক গুলো খুঁজে খুঁজে দেখি।প্রশান্তির সাথে বাস্তবতা সুনিপুণ ভাবে তুলে ধরার জন্য তিনি পৃথিবীতে অদ্বিতীয়। ভালোবাসার❤ আরেক নাম হুমায়ুন আহমেদ স্যার।
বাংলাদেশের একজনই নির্মাতা আছে যার
কাজগুলো দেখার আগেই লাইক দেওয়া যায় লিজেন্ড হুমায়ুন আহমেদ স্যার❤❤❤❤
ফারুক আহমেদ, ডঃ এজাজ হলো হুমায়ুন আহমেদ স্যারের শ্রেষ্ঠ আবিষ্কার ❤❤
Right
পাগলের অভিনয় টা সেরা ছিলো, তাহার দিকে সবাই একটু সুদৃষ্টি দিবেন।
পাগলের অভিনয় করেছেন চ্যালেঞ্জার। আর উনি মারা গেছেন 😔
@@mdarifmolla1996 kobe
Uni 2010 e mara gesen.
নাটকটার বয়স যতই বাড়তেছে ততই নতুন নতুন করে প্রেমে পড়তেছি প্রিয় অভিনেতা গুলো আজকের দিনে আবারো ডাউনলোড করলাম এই নিয়ে ৬ বার হলো ডাউনলোড ❤
আহ!কি নাটক! আমি এই প্রজন্মের হয়েও এইসব নাটক দেখি।খুব ভালো লাগে।একটা শৈল্পিক ব্যাপার আছে।এপ্রিল ২০২১
Ami o
হুমায়ুন স্যার এর নাটক, বই সবগুলোই শ্রেষ্ঠ, তিনি এই ভাবেই বেচে থাকুক তার সৃষ্টির মাঝে,
এগুলো নাটক কে বলা হয় কালজয়ী নাটক । এগুলো নাটক কখনো পুরাতন হয়না প্রতিবার নতুনের মত মনে হয়
আমি আজ প্রথম দেখতেছি। ২৮-০৬-২০২১
নাটক টা বহু বার দেখেছি তবুও ২০২৪ সালে এসে আবারো দেখতেছি।।।অসাধারণ সৃষ্টি হুমায়ুন আহমেদ স্যারের।। নতুন বছরে কে কে দেখছেন???
Ami ei bar diye 5 bar dektesi
এ আমি কি দেখলাম 😮😮😮
কোটি ভক্তের হৃদয়ে বেচে থাকবেন হুমায়ুন আহমেদ স্যার,
আমার মনে হয় যাদের রুচির প্রতি কোন সন্দেহ নাই তারাই একমাত্র এসব নাটক দেখে❤❤
কমেন্ট করে গেলাম যেনো পরবর্তী প্রজন্ম জানে আমি এসব অসাধারণ নাটক দেখেছিলাম
Kotha ta valo laglo vai
হুমায়ুন আহমেদ,
এটা শুধু আপনার পক্ষেই সম্ভব। হাজার বছর বেচে থাকবেন সবার মাঝে।
জুয়েল ভাই কেমন আছেন
তোফাজ্জল হোসেন চ্যালেঞ্জার সাহেব অসাধারণ অভিনেতা আল্লাহ পাক ওনাকে বেহেস্ত নসিব করুন । আমীন
এই নাটক গুলো যতো দেখি ততোই ভালো লাগে।গ্রামের পরিবেশ,ভাষা,ব্যবহার।এক বারের জন্য ও মনে হয় নি কাল্পনিক। মনে হয় বাস্তব চিত্র। যাদের এমন নাটক গুলো ভালো লাগে তারা এক কথায় রুচিসম্মত লোক।তাদের কে সম্মান জানাই।
আহ মানুষ গুলো নাই। কিন্ত তারা যা দিয়ে গেছে আমাদের অতুলনীয়। মিস ইউ চ্যালেঞ্জার সাহেব, মিস ইউ লট হুমায়ুন স্যার,,, আল্লাহ্ আপনাকে বেহেস্ত নসিব করুক।।।।
Amin
নাটক টা এত ভালো লাগছে যে ১-২৬ পর্ব পর্যন্ত এক সাথেই দেখে ফেলেছি। 😍৯ অক্টোবর ২০২১ আমি মরে গেলেও আগামী প্রজন্ম কমেন্ট টা দেখতে পারবে।
আজ ২৫ অক্টোবর ২০২১
বিকাল ৪ঃ২৮
কোন বিরতি ছাড়া কেমনে দেখলেন ৮ ঘন্টার নাটক 😱
দেখি একটা চামচ দেওতো,খায়া দেখি কেমন লাগে..
দুরু চামচ দিয়া বেড়াছ্যাড়া লাগে,,ফারুক ভাই😍😍😍
বর্তমান নাটক গুলো ৪৫ মিনিটের হলেও দেখতে গেলে কত আলসেমি বিরক্ত লাগে,
কিন্তু এই-যে ঘন্টার পর ঘন্টা নাটক!♨️ যেন ৫ মিনিটেই শেষ! নেই কোনো বিরক্তি,ক্লান্তি!🥰 মাঝে মাঝে শুধু হাসি,কান্না আর ভালো লাগা! সত্যি বলতে হুমায়ুন আহমেদের নাটক গুলোর মাঝে এই নাটক টি আমার সব থেকে বেশি ভালো লেগেছে!❤️♨️
watch "কোথাও কেউ নেই"
আজকে থেকে দেখা শুরু করলাম।
ভবের হাট,হারকিপটে,সাকিন সারিসুরি নাটক গুলো খুবই সুন্দর।
বিশেষ করে সাকিন সারিসুরি,
এই নাটক টা সবারই একবার হলে দেখা উচিৎ।
আমার প্রিয় নাটক সাকিন সারিসুরি
হুমায়ূন আহমেদ এর এক একটা নাটক এক একটা মাইল স্টোন। এত অসাধারণ নাটক আর পাওয়া যাবে না।।
💓💓💓 From India
India???
আমি যতটুকু জানি ভারতে কোনো বাংলাদেশি টিভি চ্যানেল চলে না। আপনারা হুমায়ুন আহমেদকে চিনলেন কিভাবে?
হুমায়ূন আহমেদ এক সমুদ্রের নাম, তাকে চেনার জন্য বর্ডার এর ব্যারিকেড লাগে না। মিসির আলি, হিমু এক একটা কালজয়ী চরিত্র।। তাছাড়া ইউটিউব এর সাহায্যে এদেশ ওদেশ মিলে মিশে একাকার
@@moumitaguha1869
ওনার মুভিও দেখতে পারেন। কয়েকটা মুভির নাম বলতে পারি: শ্যামল ছায়া, চন্দ্রকথা, আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, নন্দিত নরকে ইত্যাদি।
শ্রাবণ মেঘের দিন, শ্যামল ছায়া দেখেছি, বাকি গুলোর নাম বলে উপকার করলেন, ধন্যবাদ।
@@moumitaguha1869
পুরোনো অনেক ভালো নাটক আছে ওনার। কয়েকটার নাম বলতে পারি: এইসব দিন রাত্রি (1985), অয়ময় (1988), বহুব্রীহি (1988), কোথাও কেউ নেই (1990), আজ রবি বার (1999) ইত্যাদি।
ত্রিশ-চল্লিশ বছর আগের নাটক হলেও এখনকার নাটকের তুলনায় এগুলো আরও ভালো, আরও ক্লাসিক্যাল এবং আরও entertaining. এই নাটকগুলো দেখতে দেখতে কখনও হাসতে হাসতে গড়াগড়ি খাবেন, আবার কখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে নিজেও টের পাবেন না। নাটকগুলো ইন্টারনেটে সার্চ দিলে অবশ্যই পাবেন।
এই নাটক থেকে একটা জিনিস শিখলাম। ওস্তাদ আর শিক্ষককে কিভাবে সম্মান করতে হয়।❤❤❤
এই নাটক টা যারাই দেখবেন আপনার পরিচিত জন দের দেখতে বলবেন, ভালো জিনিসের প্রচার হওয়া উচিত।
ok.amar boyos 16 r ami Humayon Ahmed sirer onek golpo porechi infact tar Aj Himur biye golpota amar khubi pochonder golpo..r ami try korchi Humayon sirer r o golpo porar..
আমার পরিচিত জনদের কারণেই আজকে দেখার সুযোগ পাচ্ছি!
@@salizaentertainment7128 হু ভালো লেখক♥️
ভাই আবালদের ভাইরাল আবলামিতে এসব ঢাকা পরে যাচ্ছে।রুচি সম্মত নাটক কতিপয় মানুষ ছাড়া কেউ দ্যাখে না।হুমায়ুন স্যারের নাটক মানেই অন্যরকম অনুভূতি।💖💖💖
@@zannat6661 Right..
আমার প্রিয় অভিনেতা ফারুক ভাই সেরা ফানি ম্যান তার এতো মজার লোক দেখি নাই।।।। love u boss..... And miss u Humayun Ahmed Sir😭😭
Humayun sir, our legend 💜
Humayun ahmed er natok dekhtam faruk ahmed er jonno.
Faruk akjon lokii
2.7 million
মানসম্পন্ন দর্শক হারিয়ে যায় নি💗💗💗
3.5 Million😘😘😍
দেশ এর মানুষ এখনও সুখাদ্য চিনে।
@@fatimameem6782 কিন্তু বেশিরভাগ মানুষই অখাদ্য খায়।😥😥😥😥😥
3.7 now
3.7m
ভাই, এতো সুন্দর নাটক টা🧡 প্রতিটা চরিত্র ভিশন সুন্দর