AMI CHEYE CHEYE DEKHI SARADIN II MIFTAH ZAMAN II SEYLON MUSIC LOUNGE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @subratabhattacharyya2559
    @subratabhattacharyya2559 3 ปีที่แล้ว +264

    কলকাতা থেকে।একটা সময় ছিল, যখন বাঙালি বাংলা গান শুনতে ভুলে যেতে বসে ছিল। তখন কবির সুমনের হাত ধরে সেই ভরাডুবি থেকে আমরা উদ্ধার পাই। ঠিক সেইরকম, আজ চারিদিকে এত মিউসিকের জগঝম্প যখন কানকে ঝালাপালা করে দেয়, তখন আপনাদের পরিবেশনা প্রাণকে শান্ত করে মনকে আরাম দেয়। একটাই প্রার্থনা - বেশি বেশি প্রোগ্রাম করে গুণগত মান যেন নিম্নগামী না হয়।Hats off 'Seylon Music Lounge'

    • @debashisray4204
      @debashisray4204 2 ปีที่แล้ว +12

      মিফতা জামান ভাইয়ের কণ্ঠ অসম্ভব সুরেলা । তাকে আমার অনেক অনেক শুভেচ্ছা ।
      কিন্তু কবীর সুমন ?? আর বললাম না ।।

    • @indrajitchatterjee7018
      @indrajitchatterjee7018 2 ปีที่แล้ว +5

      কবির সুমন এক অত্যন্ত ওঁছা গায়ক, জামান ভাইয়ের সঙ্গে তুলনা করাটাই একেবারেই ভুল।

    • @debashisray4204
      @debashisray4204 2 ปีที่แล้ว +3

      কবীর সুমন ?? নিজের ভবিষ্যতের জন্য একজন প্রথিতযশা বাংলাদেশী শিল্পীকে বিয়ে করে খাওয়া পড়া সুনিশ্চিত করেছে । নইলে ছেড়া ন্যাকড়া পরে পথে ঘাটে ঘুরে__ চাইত ।

    • @biplabbhowmick9803
      @biplabbhowmick9803 2 ปีที่แล้ว +2

      আমার বয়স ৭১ বছর , ৩টা গান শুনলাম ।সেই সময়ের গানের সুর কথা আর বর্তমানের গান কতো পাল্টে গেছি আমরা তাই না ?

    • @hugega2070
      @hugega2070 2 ปีที่แล้ว

      U

  • @bravewarrior33
    @bravewarrior33 3 ปีที่แล้ว +89

    পার্থ বড়ুয়া বাংলাদেশের অসাধারণ মেধাবী শিল্পী, সংগীত পরিচালক ও আয়োজক। সিলন টির সবগুলোর গানের আয়োজনে আছেন পার্থদা। আপনাকে অশেষ শ্রদ্ধা।

    • @biswajitbarua1844
      @biswajitbarua1844 5 หลายเดือนก่อน +1

      Love❤ for partha da. From India. Kolkata.

  • @PESMASTER_007
    @PESMASTER_007 10 หลายเดือนก่อน +25

    কি চমৎকার!
    ১৯৬৩ সালকে কত সুন্দর ভাবে মিফতাহ জামান স্মরণ করলেন,আমিও স্মৃতি রেখে গেলাম।

  • @sumanmukherjee3275
    @sumanmukherjee3275 3 ปีที่แล้ว +57

    এই সকল কালজয়ী বাংলা গান কে এই রকম অবিকৃত করে ভালোবাসা আর নিষ্ঠা দিয়ে গাইতে কাওকে দেখিনি.......আপনাদের সকল শিল্পী ও যন্ত্রসংগীত শিল্পী দের ধন্যবাদ ও প্রনাম জানাই,,,,,,

  • @sonatonbangla4115
    @sonatonbangla4115 9 หลายเดือนก่อน +15

    এতো সুন্দর সুন্দর গান আমাদের নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করা হয় না একারণে অল্পবয়সী তরুণ তরুণীদের রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গানের সুর তাল ঠিক রেখে এমন প্রাণদীপ্ত, কালজয়ী, অমর সংগীত নতুন করে কভার করা হোক। একটা কথা " যে গান বোঝে তার ভিতরে প্রাণ আছে " । সর্বোপরি। সবাইকে ধন্যবাদ ❤

  • @ishitaadhikary4510
    @ishitaadhikary4510 3 ปีที่แล้ว +3

    এই গান গুলো তে প্রেম ছিল গানের মানেও গভীর, আর এখন যেমন গান গুলো,তেমনি মানুষের কাছে প্রেম ও গুলোও খেলার মতো হয়ে গেছে। একটার জায়গায় ১০ টা girlfriend breakup, new pream.....কেমন সব হয়ে গেছে। আর এই গান গুলোতে একটা মানুষ এর জন্য বিভিন্ন ভাবে প্রেম নিবেদন, ও গানের প্রতিটা লাইন সত্যিই। খুব সুন্দর মানে পুরাতন গানগুলোর।

  • @sunilchoudhury3151
    @sunilchoudhury3151 3 ปีที่แล้ว +133

    তখনকার যে গানের যে মিউজিক ছিল অন্য যন্ত্র দিয়ে বাজানো হতো আজ সেই একই রকম সুর বাজছে নতুন সব যন্ত্র দিয়ে এতটুকু তফাৎ নেই।আর এখনকার বাদকেরা সত্যিই জিনিয়াস।আর গায়কের কথা কি বলবো উনি তো সদা হাস্য মুখে যে কোন গান এত সুন্দর ভাবে পরিবেশন করছেন ভাবতে পারছি না।আপনাদের টোটাল অনুষ্ঠান সবাই কে মিলিয়ে এক কথায় অত্যন্ত সুন্দর।শুভেচ্ছা রইল।

    • @manashdebnath3860
      @manashdebnath3860 3 ปีที่แล้ว +2

      এক কথায় অনবদ্য ۔۔অপূর্ব

    • @ferdousi0644
      @ferdousi0644 2 ปีที่แล้ว

      Ppp up

  • @montasirrahman7670
    @montasirrahman7670 4 ปีที่แล้ว +1275

    আপনাদের রুচি অনেক উন্নত। এখন কার সময় এইসব গানগুলোকে খুজলেও পাওয়া যায় না,,,,, হ্রদয় ছুয়ে যাওয়া সুর,,,, ধন্যবাদ seylon tea কে,,, ❤️

    • @debasisbairagya355
      @debasisbairagya355 3 ปีที่แล้ว +23

      Amader ekhane Radio station gulote ar bivinno utsave anusthane sona jaye eisab kaljoi sonar gaan

    • @PGT-777
      @PGT-777 3 ปีที่แล้ว +15

      Bhalo gan chilo takku mama

    • @PGT-777
      @PGT-777 3 ปีที่แล้ว +5

      K

    • @romanaakter788
      @romanaakter788 3 ปีที่แล้ว +7

      মন ছুয়ে গেলো

    • @rumpabanerjee8006
      @rumpabanerjee8006 3 ปีที่แล้ว +5

      Ki uu
      Uju
      7 7 k7
      K766
      U
      U
      7<
      is c সি সি fkij

  • @Chandra-oo9jt
    @Chandra-oo9jt 10 หลายเดือนก่อน +2

    আমি কলকাতা থেকে। আমার অন্য ফোনে অন্য মেল থেকে Seylon Music Lounge নিয়ে অনেক কথাই লিখেছি। এখনও লিখছি মিফতাহ্ ভাই এর গান শুধু নয়। অন্য যারা গাইছেন তাদের সকলের গান আমার খুব ভালো লাগে। আরো ভালো লাগে কারণ আপনাদের মিউজিক arrangement খুব সুন্দর। আগেকার দিনে একগাদা মিউজিক বাজিয়ে গানের কন্ঠস্বর চাপা দিয়ে দেওয়া হত কিন্তু বতর্মানে আপনাদের arrangement very nice and beautiful. এককথায় হৃদয় ছোঁয়া গানের গলা এবং বাজনা।

  • @sasankasekharmaitra1627
    @sasankasekharmaitra1627 3 ปีที่แล้ว +134

    আপনাদের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আপনার গলা আর বাদ্যযন্ত্র যারা বাজালেন সবাই অসাধারণ। কলকাতার শ্রোতার শুভেচ্ছা নেবেন।

  • @gopaldey7148
    @gopaldey7148 ปีที่แล้ว +1

    জামান সাহেব গান গুলো খুবই দরদ দিয়ে এবং হৃদয় দিয়ে পরিবেশন করেন এবং সহকর্মী গুলো ও যথেষ্ট ভালো সংগত দেন ।ফলে এত সুন্দর লাগে উনার গান যেটাকে ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই আমার কাছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

  • @k.a.sarwar1641
    @k.a.sarwar1641 3 ปีที่แล้ว +153

    চারিদিকে যেখানে রুচির দুর্ভিক্ষ সেখানে 'সিলন টি' ব্যতিক্রম। এক সময়ের হৃদয়ছোঁয়া বাংলা গানগুলো নতুন করে প্রায় একই মূল্যমানে বা আবেদনে নতুন/পুরাতন দর্শক-শ্রোতাদের মাঝে সার্থকভাবে উপস্থাপিত করা অত সোজা না। সেই কঠিনকে ভালবেসে আপনারা এগিয়ে এলেন ও জয় করলেন সবার মন। আপনাদের এই অবদান চিরস্মরণীয় হবে। ধন্যবাদ নিরন্তর...

    • @sandipchattopadhyay3338
      @sandipchattopadhyay3338 3 ปีที่แล้ว +2

      ভালো।

    • @jaherkhan2447
      @jaherkhan2447 3 ปีที่แล้ว +1

      সুন্দর

    • @babupara1124
      @babupara1124 3 ปีที่แล้ว

      পুরানো কে আবার ফিরে পেলাম
      ধন্যবাদ

    • @sandipchattopadhyay3338
      @sandipchattopadhyay3338 3 ปีที่แล้ว +1

      @@babupara1124 পুরোনো কি আবার স্বমৃর্তিতে সম্পৃর্ণভাবে ফিরে আসে? আমরা তো দুধের স্বাদ ঘোলে মেটাই।শ্যামল মিত্রর সেই কণ্ঠ আবার পাবো কী? কোথায় পাবো সলিল চৌধুরির সেই সংগীতায়োজন? মূল যন্ত্র আর যন্রীরাই তো কালের নিয়মে চলে গেছে।শ্যামল মিত্রর কণ্ঠস্বরের সেই আবেগ, সলিলের সাক্ষাৎ উপস্থিতি আর নির্দেশনায় এই গানের পূর্ণ রসায়ন আর কোথায়? তবে হ্যাঁ, অপসংস্কৃতির যুগে এই প্রয়াসটুকুই যা পাওনা; কিন্তু পুরোনোটি যদি কারো কাছে সংগৃহীত থাকে, সে এ হেন নবীকরণে আকৃষ্ট হবে--- এমন ভাবা সমীচীন নয় বোধ হয়।

    • @biswajitdey8801
      @biswajitdey8801 3 ปีที่แล้ว

      Real & rare realizations.....🙏

  • @narayanbasak4184
    @narayanbasak4184 3 ปีที่แล้ว +2

    Satti Apnara sabai khuv sundor gan poribeshon krchen. Mon k satti anek santo kre dai.. Khuv valo khuv valo. Seylon tea ☕music....

  • @masudcseku
    @masudcseku 9 หลายเดือนก่อน +2

    মিফতাহ, জানিনা তুমি এই কমেন্ট দেখ কিনা, তবে মাঝে মাঝে তোমার গান শুনি। খুব ভাল গাও। তোমার উচ্চাঙ্গ সঙ্গীত এর কথা মনে পড়ে :) - মাসুদ ভাই , ৩৪ ইনটেক, ঝকক।

  • @joybanerjee7008
    @joybanerjee7008 9 หลายเดือนก่อน +1

    আমি আপনাদের একজন গুণমুগ্ধ শ্রোতা, আপনাদের মনমুগ্ধ উপস্থাপনায় আমরা খুব খুশি, আপনারা স্বর্ণালী যুগের এই গানগুলো নিয়ে যে নতুন করে ভাবছেন, গাইছেন, এতে খুব ভালো লাগছে।

  • @azharbeg261
    @azharbeg261 4 ปีที่แล้ว +128

    আপনার কণ্ঠে এই গানগুলো ভীষণ যায়৷ আমার শৈশবের কতো স্মৃতি দাঁড়িয়ে আছে এই পুরোনো দিনের গানগুলোতে।
    আপনার প্রতি অভিনন্দন ও অশেষ শুভকামনা রইলো।

    • @gautambhowmik1792
      @gautambhowmik1792 10 หลายเดือนก่อน

      ফিরে যাই পুরানো দিনে আপনার সুরের মূর্ছনায়

  • @sadiaafrin8582
    @sadiaafrin8582 ปีที่แล้ว +1

    সৃষ্টিকর্তা যদি পৃথিবীতে বাংলা ভাষা না দিতো তাহলে বুঝতে পারতাম না এমন আবেগঘন ধ্বনির গানের কথা। মনে আবেগ ফোটে উঠে এসব পুরোনো গানে

  • @sayanikar7767
    @sayanikar7767 4 ปีที่แล้ว +79

    বাহ কী সুন্দর গান । এই গান গুলোই আমাদের বাঙালিয়ানা, আমাদের ভালোবাসা। আমদের মাতৃভাষা বাংলা, আমাদের গর্ব।

    • @srimantapal5218
      @srimantapal5218 3 ปีที่แล้ว +2

      বাংলা গানের প্রতি প্রেম হয়ে যাই এই গান গুলো শুনলে।বাংলা যে কত প্রেমের ভাষা তা এই গান গুলো প্রকাশ করে😍😍😍

    • @artandfashion4499
      @artandfashion4499 2 ปีที่แล้ว +1

      একদম ঠিক ❤️

  • @joyshritcgtanchangya4369
    @joyshritcgtanchangya4369 ปีที่แล้ว +2

    ওয়াও! অনেক দিন খোঁজার পর পেলাম। এমন গানগুলা আর তেমন খুজে পাওয়া যায় না। অনেক ধন্যবাদ❣❣

  • @mohammadnazmulahmed2028
    @mohammadnazmulahmed2028 3 ปีที่แล้ว +198

    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাইকি, গান গাইছি
    বুঝি মনে মনে হয়ে গেল মিল।
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাইকি, গান গাইছি
    বুঝি মনে মনে হয়ে গেল মিল।
    কবরীতে ওই ঝরো ঝরো কনকচাঁপা
    না বলা কথায় থর থর অধর কাঁপা
    কবরীতে ওই ঝরো ঝরো কনকচাঁপা
    না বলা কথায় থর থর অধর কাঁপা
    তাই কি আকাশ হলো আজ
    আলোয় আলোয় ঝিলমিল।
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাইকি, গান গাইছি
    বুঝি মনে মনে হয়ে গেল মিল।
    এই যেন নয় গো প্রথম
    তোমায় যে কত দেখেছি
    স্বপ্নের তুলি দিয়ে তাই
    তোমার সে ছবি এঁকেছি।
    মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা
    যেন এ হৃদয় রামধনু খুশীতে মাখা
    তাই কি গানে সুরে আজ
    ভরে আমায় রিনকিন।
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাইকি, গান গাইছি
    বুঝি মনে মনে হয়ে গেল মিল।

    • @artandfashion4499
      @artandfashion4499 2 ปีที่แล้ว

      খুব সুন্দর ❤️

    • @binodedasbinode4394
      @binodedasbinode4394 2 ปีที่แล้ว

      খুব ভালো লাগলো।

    • @flopbaji3473
      @flopbaji3473 2 ปีที่แล้ว +1

      ভরে আমার এ নিখিল, রিনিকিন আবার কি?? কোনো অর্থ হয়?

    • @sanchitapaul6342
      @sanchitapaul6342 ปีที่แล้ว

      😊

  • @manilaldinda1849
    @manilaldinda1849 ปีที่แล้ว +1

    কিছু বলার নেই
    অসাধারণ উপস্থাপনা
    শ্রীবৃদ্ধি কামনা করছি

  • @chayondeb1673
    @chayondeb1673 4 ปีที่แล้ว +207

    Seylon, আমাদের ক্ষুধা বাড়িয়ে এতদিন অপেক্ষা করানো ঠিক না। প্রতি সপ্তায় ১ টা গান চাই।

  • @ripuchakma9195
    @ripuchakma9195 3 ปีที่แล้ว +10

    অসম্ভব ভাললাগার কালজয়ী এই গান গুলো নতুনভাবে Seylon music যেভাবে উপস্থাপন করছে তা সত্যি অনবদ্য,সব সময় আমাদেরকে ভাল ও সুন্দর গান উপহার দিয়ে মনকে ভরিয়ে দিক প্রত্যাশা রাখি,Seylon এর এই প্রয়াশ অব্যাহত থাকুক,অনেক অনেক ধন্যবাদ ও সাধুবাদ জানাই এই আয়োজনকে।

  • @rash3dulhasan
    @rash3dulhasan 4 ปีที่แล้ว +67

    সব মিউজিশিয়ানস অসাধারণ! অপূর্ব!
    মিফতা ভাই দারুণ❤️
    সবার হাসিমাখা বাদ্যযন্ত্র বাজানো দেখলে বেশিই ভাল্লাগে❤️

  • @farahdeena767
    @farahdeena767 2 ปีที่แล้ว

    শ্রদ্ধেয় শ্যামল মিত্র এই গান কি অসীম অনুভূতি দিয়ে গেয়েছিলেন।
    মিফতা কি গাইল!! আমি চেয়ে চেয়ে শন্দ গুলো কানে খুবই বিশ্রী বিরক্তিকর লাগল।

  • @diptisingha8652
    @diptisingha8652 4 ปีที่แล้ว +29

    শিল্পীর সৃষ্টি কখনো কোন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনা।

    • @dhananjaychakraborty4873
      @dhananjaychakraborty4873 4 ปีที่แล้ว

      Beautiful voice....but eto hair fall holo ki kore...khub chinta hochhe...

  • @utpolkumarofficial6833
    @utpolkumarofficial6833 ปีที่แล้ว

    Seylon music launge কে অনেক অনেক ধন্যবাদ। এতো সুন্দর গান নতুন ভাবে,নতুন আঙ্গিকে উপহার দেবার জন্য।

  • @PurnimaDas-vw9kx
    @PurnimaDas-vw9kx 3 ปีที่แล้ว +8

    অতুলনীয় উপস্হাপনা। পুরানো দিনের গানগুলিকে আবার নতুন ভাবে পরিবেশনর জন্য অনেক ধন্যবাদ।

  • @mitakahali6898
    @mitakahali6898 4 ปีที่แล้ว +6

    শ্যামল মিত্র আমার all time favourite singer...I am nostalgic...... মিফতাহ জামান এর গলায় আমি সেই মন হারানো প্রশান্তি পেলাম......ধন্যবাদ উপস্থাপকদের...🥀

  • @গাঙচিল-ম৬ল
    @গাঙচিল-ম৬ল 3 ปีที่แล้ว +6

    আমি ভিন্ন জাতি হলে ও এই কালজয়ী বাংলা গান গুলো আমাকে মন ছুয়ে দেয় ❤️আমার কমেন্টি আজীবনের জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে গেলাম যেনো জানতে পারে কালজয়ী গান গুলো শুধু বাংলারই নই সারা দুনিয়ার❤️

    • @arozmir
      @arozmir ปีที่แล้ว

      জানি না আপনি কোন জাতির মানুষ, তবে বাংলার প্রতি আপনার ভালোবাসা আমাদের আপ্লুত করে।

  • @anupamdeb1938
    @anupamdeb1938 11 หลายเดือนก่อน

    Osadharon geyechen. Sathe music recreareation awesome

  • @breathless_poem
    @breathless_poem 3 ปีที่แล้ว +21

    “কবরীতে ওই ঝর ঝর কনকচাঁপা
    না বলা কথায় থর থর অধর কাঁপা।” 🌻❤️
    সুশীল রুচির কাছে আজীবন বেঁচে থাকার মতো গানটি। ❤️

    • @emawatsonsheiiaabally6843
      @emawatsonsheiiaabally6843 3 ปีที่แล้ว

      আমার পছন্দের দুটো লাইন আপনি লিখেছেন ।।

    • @EEEEnchandra2368
      @EEEEnchandra2368 2 ปีที่แล้ว

      👍👍👍👍👍

  • @pralaychaudhary8589
    @pralaychaudhary8589 5 หลายเดือนก่อน

    ব্যাপক, অসাধারণ, অনবদ্য...এ সব উপমা-প্রশংসা বড়ই 'ফিকে' আসল জিনিস টার তুলনায়।

  • @piklubarua9683
    @piklubarua9683 3 ปีที่แล้ว +6

    শ্যামল মিত্রের গাওয়া এই বিখ্যাত গানটি মিফতায়ের মুখে অসাধারণ লেগেছে।

  • @SimantoNokrek407
    @SimantoNokrek407 10 หลายเดือนก่อน

    আহা কি সুমধূর। এটা নিয়ে কতবার যে শুনছি নিজেরই মনে নাই। আধুনিক গান শুনতে ইচ্ছে হলেই সিলন মিউজিক নাহলে হেমন্ত লতা আশা ভোশলে এন্ড্রো কিশোর মান্না দে এরাই❤❤

  • @shirinaakter4376
    @shirinaakter4376 8 หลายเดือนก่อน +116

    এ গান টা কে কে ২০২৪ সালে দেখছেন,,,

    • @taritkumarsarkar3861
      @taritkumarsarkar3861 7 หลายเดือนก่อน +4

      গান দেখা যায় না শোনা যায়। তবে এটি " দেয়া নেয়া " সিনেমার গান। দেখে নেবেন খুব ভালো লাগবে।

    • @rajeshmahanty9902
      @rajeshmahanty9902 7 หลายเดือนก่อน +1

      Ami ekhan sunchi. Mon valo rakhte ekhane chole asi gaan gulo sunte ❤❤

    • @MasudRana-zg9qk
      @MasudRana-zg9qk 6 หลายเดือนก่อน +1

      আমি ১৮! ৬!২৪ দেখছি পাবনা থেকে

    • @WeB_Hut77
      @WeB_Hut77 6 หลายเดือนก่อน

      পুরো ছবি টা ১০০ বার দেখছি হয়ত

    • @ashischakraborty9333
      @ashischakraborty9333 6 หลายเดือนก่อน

      আমি

  • @beracraft9639
    @beracraft9639 3 ปีที่แล้ว

    khub sundar bengala gaan ar ai new new composition korrer janno,dhannobad

  • @ranjanaroy259
    @ranjanaroy259 2 ปีที่แล้ว +5

    আমার তো দারুণ লাগে এই গানগুলো বারবার করে শুনতে। শিল্পীমহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। 🙏

  • @sahabuddinabad11
    @sahabuddinabad11 3 ปีที่แล้ว +1

    আমি ফ্রেন্সকাট শ্মশ্রুমন্ডিত লোকদের পছন্দের তালিকায় রাখতাম না। কিন্তু জামানের ভাইয়ের গান আর হাসি পৃথিবীর সমস্ত ফ্রেন্সকাট শ্মশ্রুমন্ডিত লোকদের প্রতি অজানা এক ভাললাগা তৈরি হয়ে গেল।
    ধন্যবাদ মিফতা জামান ভাই আর পার্থ বড়ুয়া এবং বাদকবৃন্দ।

  • @dilipkroy6316
    @dilipkroy6316 4 ปีที่แล้ว +58

    Same to same, Mr Zaman sang this beautiful song as sung by Syamal Mitra.Awesome. I thank Seylon lounge for presenting such a memorable song
    Love from Chennai, South India.

  • @vivekanandamandal6631
    @vivekanandamandal6631 2 ปีที่แล้ว

    এখন এই সমস্ত গানগুলো সত্যিই খুঁজে পাওয়া যায় না কিছু কালজয়ী হৃদয় ছুয়ে যাবার গান এগুলো শুধু গান নয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটাই মেসেজ দেওয়ার থাকে এগুলো আবেগ ছিল

  • @pushpitaroy7700
    @pushpitaroy7700 4 ปีที่แล้ว +6

    অামাদের মিফতাহ্ ভাই ❤
    কখনো হারিয়ে যাবেন না ভাই.... সৌমিত্র স্যারের চলে যাওয়ার খবরটায় মনটা খারাপ ছিল বেশ। গানটা শুনে মনটা একটু হলেও ভালো হলো।

    • @anirbanmajumdar2370
      @anirbanmajumdar2370 4 ปีที่แล้ว +1

      Nokkhotro poton holo industry te. R bhalo lagche na ei covid er otyachar

    • @pushpitaroy7700
      @pushpitaroy7700 4 ปีที่แล้ว

      মনে হচ্ছে খুব কাছের একজন মানুষকে হারিয়ে ফেললাম। কাছেরই তো, যার ছবি প্রায় প্রতিদিনই দেখি সে কাছের না? এরকম অার কাউকে পাবো না অামরা। বাংলা যে কি হারালো অাজ.....!! নতুন বাংলা সিনেমা অার বোধহয় দেখা হবে না। উনাদের ছবি ছাড়া অার দেখতামও না অবশ্য। একে একে সবাই চলে যাচ্ছেন।অামি এই স্বাদটা নিয়েই থাকতে চাই।
      ভালো থাকবেন প্রিয় ব্যক্তিত্ব ওপারে। অাবার জন্ম নিয়ে বাংলায় ফিরে অাসুন না স্যার!!!

    • @newtrend17
      @newtrend17 4 ปีที่แล้ว +1

      পৃথিবী থাকার জায়গা না। পুরাতন চলে যাবে নতুন আসবে এইটাই আমাদের বুঝাতে চায়।

  • @akashdas945
    @akashdas945 3 หลายเดือนก่อน

    এত সুন্দর গানের সৃষ্টি। এই জেনারেশন-এ কোনো সিঙ্গার সৃষ্টি করতে পারবে না।

  • @jyotichakma1369
    @jyotichakma1369 3 ปีที่แล้ว +12

    অনেক ভালো লাগলো গানটি, সত্যি খুব অসাধারণ গাইছেন, আপনার প্রতি অশেষ শ্রদ্ধা এবং শুভ কামনা রইল, ইন্দিয়া থেকে

  • @rajuruidas8591
    @rajuruidas8591 6 หลายเดือนก่อน

    ❤ অসাধারণ গানের কন্ঠ আপনার👌🏻👍🏻
    খুব ভালো লাগলো একটা কালজয়ী গান ❤🎉

  • @souravmukherjee5466
    @souravmukherjee5466 3 ปีที่แล้ว +8

    দেশের থেকে এত দূরে থেকে যখন এই গানগুলো শুনি just মন ভরে যায়....from Los Angeles

  • @kisorkumar7781
    @kisorkumar7781 5 หลายเดือนก่อน +1

    Hats of Seylon Music longue!so much pleased the song touches my heart

  • @estiaqsyed622
    @estiaqsyed622 4 ปีที่แล้ว +5

    মিফতাহ ভাই, কি গাইলেন! আবারো অপূর্ব!!
    পার্থ দা, তুমি অসাধারণ সবসময়! সেই প্রথম থেকেই তুমি আমাদের খুবই প্রিয়, এবং সেটা অনেক অনেক ভাবেই তুমি আমাদের দিচ্ছ - নিজে গেয়ে, অন্যকে দিয়ে গাইয়ে, rearrangement করে। এত্তো সুন্দর ভাবে তুমি এই অসাধারণ গান গুলো করছো, মনে হয় না কেউ এভাবে পারবে। তোমার শিল্পি, ইন্সট্রুমেন্টে যারা আছেন, তোমার set arrangement, এগুলো সব মিলিয়ে তুমি যে আবহ তৈরি করেছ, তা অনন্যসাধারণ! খুবই গুণী না হলে এটা সম্ভব নয়। তুমি আমাদের গর্বিত করছো প্রতিনিয়ত। আরো আরো অনেক অনেক ভালো ভালো গান চাই!ভালো থেকো।

  • @amitsardar6509
    @amitsardar6509 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤ ফাটাফাটি দারুণ দারুণ

  • @aninditasinha1992
    @aninditasinha1992 4 ปีที่แล้ว +8

    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ঐ চোখে সাগরের নীল;
    আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল | (2)
    কবরীতে ঐ ঝরঝর কনক চাঁপা,
    না বলা কথায় থর থর অধর কাঁপা; (2)
    তাই কি আকাশ, হল আজ, আলোয় আলোয় ঝিলমিল |
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ঐ চোখে সাগরের নীল;
    আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল |
    এই যেন নয়গো প্রথম, তোমায় যে কত দেখেছি;
    স্বপ্নেরও তুলি দিয়ে তাই, তোমার সে ছবি এঁকেছি |
    মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা,
    যেন এ হৃদয় রামধনু খুশিতে মাখা;
    তাই কি গানের, সুরে আজ, ভরে আমার রিনিকিন |
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ঐ চোখে সাগরের নীল;
    আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল |

    • @tusharsubhramallik3929
      @tusharsubhramallik3929 4 ปีที่แล้ว

      মনে মনে মিল kintu akhono হল না...

    • @Army__Lifeline386
      @Army__Lifeline386 4 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ

    • @aninditasinha1992
      @aninditasinha1992 4 ปีที่แล้ว

      @@tusharsubhramallik3929 কার সাথে?

    • @aninditasinha1992
      @aninditasinha1992 4 ปีที่แล้ว

      @@Army__Lifeline386 ধন্যবাদ কেন?

    • @tusharsubhramallik3929
      @tusharsubhramallik3929 4 ปีที่แล้ว +2

      @@aninditasinha1992 jake ami valobasi tar sathe... sotti katha bolte one sided love to tai... ami bar bar bole6i r se prottek bar e na bole6e...

  • @Nisha.227
    @Nisha.227 3 ปีที่แล้ว +1

    আপনাদের চ্যানেলের গানগুলোর সিলেকশন অসাধারণ..... আমি অধিকাংশ সময়ে এই গানগুলাই শুনি...অসংখ্য ধন্যবাদ আপনাদের....🥰

  • @sukychowdhury5213
    @sukychowdhury5213 4 ปีที่แล้ว +4

    প্রতিটা গানের প্রসঙ্গে যে কথাগুলো লেখা হয় সত্যি অসাধারণ!!!আর শিল্পীরা দারুণভাবে গানগুলোকে প্রজেন্ট করে!!!!

  • @parimaldas3514
    @parimaldas3514 ปีที่แล้ว

    খুবই শুন্দর সুস্থ সবল মিষ্টি মধুর গলা।
    আর ও শুন্দর হোক।

  • @AnimeOasis007
    @AnimeOasis007 2 ปีที่แล้ว +3

    সত্যি দাদা এক কথায় অনবদ্য সৃষ্টি 😍
    আর নতুন প্রজন্ম এতো সুন্দর করে পরিবেশন করছেন,
    আমাদের মত নতুন প্রজন্ম কে অভিভূত করছে ❣️❣️❣️

  • @sifunnasaelme
    @sifunnasaelme 4 ปีที่แล้ว +1

    কইয়েক দিন যাবৎ গান টা আসছে সামনে। কিন্তু আর শোনা হচ্ছিলো নাহ,,,💔।
    কিন্তু এখন মনে হচ্ছে কিছু এতো দিন অপূর্নতা ছিলো 💔💔।
    অনেক ভালো লাগলো,,,❤️

  • @avijitdutta6979
    @avijitdutta6979 3 ปีที่แล้ว +6

    Here i found beautiful spectacular views upon the old n golds .. in India old songs are in dangerous hands..love from heart

  • @priyankaghose9383
    @priyankaghose9383 ปีที่แล้ว

    Sabas Bhai bhalo lagche old is gold

  • @shamimasultana4422
    @shamimasultana4422 4 ปีที่แล้ว +5

    Mind-blowing as always.. Miftah vai,,,,, valo thakun sobsomoy

  • @imamhossain8055
    @imamhossain8055 2 หลายเดือนก่อน

    Thank you seylon music, অসাধারণ

  • @nobnobrakras7760
    @nobnobrakras7760 4 ปีที่แล้ว +45

    Once again shows how deep the pool of talent is at the Seylon music lounge. Every few weeks they come out with excellent presentations which cannot be improved. Kudos to Partha Barua and all the singers and musicians.

  • @thirthoraj3950
    @thirthoraj3950 3 ปีที่แล้ว +2

    বর্তমান প্রজন্মকে এইসব গানের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য সিলন টিকে আন্তরিক কৃতজ্ঞতা।

  • @cosmopolitan6547
    @cosmopolitan6547 3 ปีที่แล้ว +51

    This is not a song this is the nostalgia of Bengali emotions..... 🥰😍😍🥰🥳🥳

  • @arindamkoley8247
    @arindamkoley8247 3 ปีที่แล้ว +2

    seylon ট্রি কে অসংখ্য ধন্যবাদ
    আধুনিক গান গুলোকে নতুন প্রজন্মের কাছে নতুনরূপে উপস্থাপন করার জন্য....
    আপানারা এগিয়ে চলুন.........
    এই কামনা করি..🙏

  • @msstatusworld_
    @msstatusworld_ 4 ปีที่แล้ว +7

    Seylon Music আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরনো দিনের গানকে এইভাবে নতুন প্রজন্মের কণ্ঠে ফুটিয়ে তোলার জন্য♥️

  • @jayantabanerjee4294
    @jayantabanerjee4294 ปีที่แล้ว

    খুব খুব ভালো একটি প্রয়াস। এগিয়ে চলুক। আরো এমন গান শুনতে চাই।

  • @bollywoodsongs9764
    @bollywoodsongs9764 3 ปีที่แล้ว +39

    *Never ignore a person who loves you, cares for you, misses you. Because one day, you might wake up from your sleep and realize that you lost the moon while counting the stars 💔💔💖💖*

    • @rajeevsolomon382
      @rajeevsolomon382 2 ปีที่แล้ว

      This is the best thing I heard today

  • @ritapyne9972
    @ritapyne9972 27 วันที่ผ่านมา

    অসাধারণ অসাধারণ গানটা শুনে মন ভরে গেল এত ভালো গেয়েছো

  • @mehedihasanvlog-bd9101
    @mehedihasanvlog-bd9101 3 ปีที่แล้ว +3

    হাজারবার শুনলেও গানটির আবেদন ফুরায় না। ধন্যবাদ পুরো টিমকে...

  • @nuralamsiddiki3299
    @nuralamsiddiki3299 4 ปีที่แล้ว +2

    আহ! মিফতাহ ভাই! কি অসাধারণ গান করেন আপনি। আপনি যে অসাধারণ একজন মানুষ সেটা কিন্ত অনেকেই জানে না!

  • @mrnafisyt226
    @mrnafisyt226 3 ปีที่แล้ว +4

    O my godness !! এই channel এর সবগুলো গান এবং সকল লোকদের আমার মন থেকে আমি সম্মান করছি।

  • @amiyasank
    @amiyasank 3 ปีที่แล้ว

    Ekkebare authenticity bojay rekhe music arrange kora holo.. Daroon hats off

  • @mohammedabdulkahar6663
    @mohammedabdulkahar6663 4 ปีที่แล้ว +30

    আপনাদের গানগুলো Spotify এ রিলিজ করলে আমাদের জন্য বেশ সুবিধে হতো! এমনে সারাদিন ইউটিউব এ চালানো দুষ্কর, অন্য প্লাটফর্মে থাকলেও ভালো হত। ধন্যবাদ।

  • @shaisaislam8442
    @shaisaislam8442 3 ปีที่แล้ว

    মিফতাহ্ জামানকে ধন্যবাদ, ,
    গান গুলোর যথাযথ মান রেখে নতুনভাবে উপস্থাপন করার জন্য,,,,
    চির অধরা,,,,,,থেকে মিফতাহ্ জামানকে চিনেছি ও এখন অবধি শুনছি,,,,

  • @chayandas9701
    @chayandas9701 3 ปีที่แล้ว +3

    জোড়বন্ধন হৃদয়ের সাথে ।
    যতবারই শুনি না কেনো মুগ্ধ হই আবারো নতুন করে
    হে মহানসৃষ্টিকর্তারা
    আপনারা ছিলেন তাই আজও গর্বিত আমরা বাঙালি ।

  • @debdulaldutta3313
    @debdulaldutta3313 11 หลายเดือนก่อน +1

    অপূর্ব সুন্দর লাগল দাদা গানটি শুনে। চিরদিন এই সব গান শুনবে যারা আসল গান ভালোবাসেন। অসংখ্য ধন্যবাদ।

  • @mongshymarma6746
    @mongshymarma6746 3 ปีที่แล้ว +3

    "আমি আগন্তুক আমি বার্তা দিলাম" এই গানটা খুব শীঘ্রই আপনার মুখে শুনতে চাই।

  • @hossienstudio8943
    @hossienstudio8943 3 ปีที่แล้ว +1

    গান গুলো সুনলে পুরো নো দিন গুলো খুব মনে পড়ে, সত্যিই চোখে জল চলে আসে! ধন্যবাদ আপনাকে।

  • @abrahamemon.5577
    @abrahamemon.5577 3 ปีที่แล้ว +27

    সেই আগের মতো গান আর আসবেনা। ধন্যবাদ আপনাদের।
    বিশেষ করে পার্থ বড়ুয়া স্যার কে❤️🥀

  • @MdYousuf-xm3td
    @MdYousuf-xm3td 2 ปีที่แล้ว +1

    এক-একটা গান এক-একটা জীবনের মত, তরুন পজন্ম আসল বাংলা গানের স্বাদ পেয়েছে আপনাদের মাধ্যমে, অসংখ্য ধন্যবাদ "সিলন মিউজিক"

  • @anwarchowdhury821
    @anwarchowdhury821 4 ปีที่แล้ว +20

    What a rendition. Shamol Mitra would have been proud of U. Mefta is our asset !

  • @MdMahamudulHasan-we9jb
    @MdMahamudulHasan-we9jb ปีที่แล้ว

    প্রিয় কাঠগোলাপ তোমাকে এই গান শোনাবো ভেবে গানটা শিখতেছিলাম,,,কি থেকে কি হয়ে গেল তোমাকেই হারিয়ে ফেললাম,,,আমি আজীবন তোমাকেই ভালোবাসতে চাই,,বলতে চাই মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে,,❤❤❤❤❤❤

  • @Sekumaku420
    @Sekumaku420 4 ปีที่แล้ว +8

    অসাধারণ গেয়েছেন।আপনার ফ্যান হয়ে গেলাম। এপার বাংলা থেকে।

  • @jameschatterji2964
    @jameschatterji2964 8 หลายเดือนก่อน

    Excellent rendition of this wonderful song. Very, very well sung Miftah Zaman. I am a big fan of yours'. 👍🏽😊

  • @sumanasengupta7913
    @sumanasengupta7913 3 ปีที่แล้ว +8

    Extremely melodious voice with full of emotions.......I salute you, sir

  • @mitadatta1779
    @mitadatta1779 3 ปีที่แล้ว

    আপনাকে ধন‍্যবাদ জানাবার কোনো ভাষা জানা নেই--"স্মৃতির ভেলায় ভাসিয়ে পুরণো দিনগুলির সুবাস পাইয়ে দেবার জন‍্য‍্য।God bless your entire team.

  • @reetikasaha2771
    @reetikasaha2771 3 ปีที่แล้ว +16

    Greetings from Paris.Just love your voice...Amazing.

  • @sarmisthasarkar1069
    @sarmisthasarkar1069 3 ปีที่แล้ว

    Satyi anobadya......khub sundar presentation

  • @shantanuchakravarty8648
    @shantanuchakravarty8648 4 ปีที่แล้ว +6

    দারুন গেয়েছেন স্যার। আরও অনেক গান শুনতে চাই।

  • @akd7185
    @akd7185 2 ปีที่แล้ว

    একদল নবীনের সাথে প্রবীন মিশে গেলে কি হতে পারে আপনারা প্রমান করে দিয়েছেন । অনেক শুভ কামনা রইলো ।

  • @manishmandal-78
    @manishmandal-78 4 ปีที่แล้ว +16

    Excellent (as usual).
    ♥️ from Calcutta

  • @soumenmoitra3539
    @soumenmoitra3539 ปีที่แล้ว

    অসাধারন দরদী কন্ঠের পরিবেশনের জন্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন

  • @musicwave420
    @musicwave420 ปีที่แล้ว +7

    ❤😊আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাই কি গান গাই কি?
    বুঝি মনে মনে হয়ে গেল মিল
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাই কি গান গাই কি?
    বুঝি মনে মনে হয়ে গেল মিল
    কবরীতে ওই ঝর ঝর কনকচাঁপা
    না বলা কথায় থর থর অধর কাঁপা
    কবরীতে ওই ঝর ঝর কনকচাঁপা
    না বলা কথায় থর থর অধর কাঁপা
    তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল?
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাই কি গান গাই কি?
    বুঝি মনে মনে হয়ে গেল মিল
    এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি
    স্বপনেরও তুলি দিয়ে তাই, তোমার সে ছবি এঁকেছি
    মৌমাছি আজ গুন গুন দোলায় পাখা
    যেন এই হৃদয় রামধনু খুশিতে মাখা
    তাই কি গানের সুরে আজ ভরে আমার রিনিকিন?
    আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
    আজ ওই চোখে সাগরের নীল
    আমি তাই কি গান গাই কি?
    বুঝি মনে মনে হয়ে গেল মিল

  • @md.reyadulislam6286
    @md.reyadulislam6286 2 ปีที่แล้ว

    অসাধারণ,,,,,,,। মনে হচ্ছে সুমধুর সুরের মূর্চ্ছনায় হারিয়ে যাচ্ছি।

  • @shreyamaji8163
    @shreyamaji8163 3 ปีที่แล้ว +7

    "মনে মনে হয়ে গেলো মিল" __❤️💫__
    Love this song 🧡🌈

  • @sinkuahmed2786
    @sinkuahmed2786 4 ปีที่แล้ว +2

    মরু ভুমির বুকে এক পশলা বৃষ্টির মতো!!!🌧🌧
    Just মন ভিজিয়ে দিল❤️❤️

    • @mezbahahmed3449
      @mezbahahmed3449 4 ปีที่แล้ว

      Onek din por gopaila pailam 🙂

  • @rajatshubhramukherjee1507
    @rajatshubhramukherjee1507 4 ปีที่แล้ว +8

    Miftah Bhai- ami toh tomar fan hoye gechi. Ki geyecho! Are tomader orchestra ta fatafati...I wish this team all the very best 🙂

  • @SPshakil105
    @SPshakil105 6 หลายเดือนก่อน

    মিফতাহ্ ভাইয়ের গান মানেই এক অন্যরকম ভালো লাগা ও ভালোবাসা❤

  • @Mehedihasan-ps9pi
    @Mehedihasan-ps9pi 4 ปีที่แล้ว +10

    Miftah bro the most talented musician in Bangladesh 🇧🇩. You are awesome brother.love you so much

  • @debiprasdpatra7215
    @debiprasdpatra7215 ปีที่แล้ว

    এই সব কালজয়ী গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি, আপনার কণ্ঠে গানটি শুনে আবার পুরানো দিনে ফিরে গেলাম

  • @HASAN-ig1sw
    @HASAN-ig1sw 4 ปีที่แล้ว +100

    এতো সুন্দর গান ভাইরাল হয় না, ভাইরাল হয় হিরো আলমের কাম কাম কামঅন বেবি গান😴
    বাঙ্গালির রুচি নেই বললেই চলে!

    • @sadhanamanna8138
      @sadhanamanna8138 4 ปีที่แล้ว

      Thik tai. Bangali valo jinis po6ondo kore na.👍

    • @ramkumarmitra3093
      @ramkumarmitra3093 4 ปีที่แล้ว +1

      আরে এই গানটি যে আমাদের দেশের হিট গানগুলোর একটি অন্যতম গান।ভাল লাগতেই হবে।বন্দেমাতরম।

    • @sumansaha8151
      @sumansaha8151 4 ปีที่แล้ว

      You are wright

    • @soumeshghosh
      @soumeshghosh 3 ปีที่แล้ว

      Taste matters

    • @felixsbrowniesxoxo
      @felixsbrowniesxoxo 3 ปีที่แล้ว

      @@sumansaha8151 Abe right spelling Toh thik karle😂