Hoyto Tomari Jonno || হয়তো তোমারই জন্য || SEYLON Music Lounge
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- প্রেমের দ্বারপ্রান্তে দাঁড়ানো প্রেমিকার মনের শেষ সংশয়টুকু উত্তোরণের জন্য অনুপ্রেরণা জোগাতে ব্যস্ত প্রেমিক। ভালোবাসার তীব্রতা প্রকাশে প্রেমিক-মনের দূরন্তপনা কখনো রূপ নেয় ছেলেমানুষি অস্থিরতায়। প্রেমিকার দ্বিধাগ্রস্ত মন জয়ের চেষ্টায় অবিচল এমনই এক প্রেমিকের চঞ্চলতা চমৎকারভাবে চিত্রিত মান্না দে’র ‘হয়তো তোমারই জন্য’-গানে।
হয়তো তোমার জন্যে (১৯৬৯)
মূল শিল্পী- মান্না দে
কথা ও সুর- সুধীন দাশগুপ্ত
কভার শিল্পী- মিফতাহ্ জামান
মিউজিক রিঅ্যারেঞ্জমেন্টঃ পার্থ বডুয়া
প্রোডাকশনঃ ফোর্টিনাইন ব্লু
এজেন্সিঃ ক্রিয়েটো
#SeylonMusicLounge #HoytoTomarJonno #MiftahZaman
DISCLAIMER - (Disclaimer) The music posted is for promotional purposes only. If you like the music, please support the artists. All rights to published audio, video, graphic and text materials belong to their respective owners. If you are the author or copyright owner of any of the material used, and you want it to be REMOVED, please mail us at seylont@gmail.com
আজকে আবারও শুনছি। বেঁচে থাকলে হয়তো দুই যুগ পরে এসেও শুনবো। কারণ এসব তো বাংলার কালজয়ী গান, চির অম্লান 🌸❤️।
১৯-০১-২০২৪
Kno bachben na....obossoi beche thakben...🙂
Bache achen thakle abar sune jan
আমার বয়স ৬৪ , আমার যৌবনকে ফিরিয়ে দেওয়ার জন্য গায়ক সহ পুরো মিউজিক্যাল টিমকে অভিনন্দন।
Congregations দাদা।
😱😱😱😱
তাই না কি বাহে জেটো
@@hadidh হাসাইলেন বাহে তোমরা🤣
সাবধান দাদু। বুড়ো হাড়ে প্রেম করে বসবেন না 😄👌
গানটির লেখক ও সুরকার সুধীন দাশগুপ্ত এবং মহান গায়ক মান্না দে এঁদের আমার শত কোটি প্রণাম জানাই আর অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাই আন্তরিক ভাবেই ।
আমি ষষ্ঠী ভৌমিক, আমি একজন ভারতিয় সৈনিক এবং বিগত বছর ৪ এক ধরে সীলণ মিউজিক এর সব গান শুনে চলেছি স্পেশালি এই গানটি,, যত বার শুনি ততো বার ই যেনো নতুন বলে মনে হয়।
এই গানটি শুধু সাধারণ গান নয়, একজন বাঙালির আবেগ।
আশা করি যত দিন বাঁচবো, এই গানটি ঠিক এমনি শুনে যাব।
সত্যি কালজয়ী গান,,,,
❤❤❤❤ dada
দিনে দিনে আপনার ফ্যান হয়ে যাচ্ছি ভাই। এই গানগুলো আপনি এত চমৎকারভাবে গাচ্ছেন এবং পরবর্তী প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখছেন - এটা সত্যিই প্রশংসনীয়। আপনার সুস্থ্যতা ও সাফল্য কামনা করছি।
I like this song ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
Beautyful
Bro onar nijer akta gaan shunben named chiro odhora..
Me too
My favorite song.
রেখে গেলাম স্মৃতি,,,যদি কখনো কেউ লাইক দেয় তবে নোটিফিকেশন পেয়ে এসে আবার শুনে যাব এই গান
Amio ☺️☺️
yas
Ki no no no 99😊 humming system chilo vacuum momo knockoff CT uttarai good Pinocchio for no Kono uhh came
Gentlemen's cascade tax dd we do sc er c re SQ 00 a hurry lp
Abar suna jan
শুনে কমেন্ট করবেন।
ছোটবেলায় বাবাকে বলতাম - তোমরা কি সব পুরোনো গান শোনো, বন্ধ কর এসব। আমরা আমাদের গান চালাবো।
কিন্তু আজ যখন এই গান গুলো শুনছি, আসতে আসতে বুঝতে পারছি এই গুলো এক একটা গান ছিল না, ছিল অমূল্য রতন❤️❤️
this is an emotion ..I'm new gen still in awe with this masterpiece.. awseome manna de sir..
❤❤❤❤
Absolutely right
Ekdom bhai 😅
জখন ছোট ছিলাম বাবা যখন এই গান গুলো শুনতো ভাবতাম কি বেকার গান শুনছে, এখন মনে হয় এ শুধু গান নয়, বাঙালির ইমোশন
কমেন্ট করে রেখে গেলাম পরবর্তী জেনারেশনে জন্য যাতে ওরা বোঝে আমাদের পছন্দ টা কেমন ❤ 2024এই গান গুলো মন ছুয়ে যায় 😊❤
Lyrics -
হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমায় চাই
হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই
আহা... হুম... আহা...
আমি যে দুরন্ত
দু'চোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ?
তুমি তো বলনি মন্দ
তবু…
যেমন সুর তেমন লেখা তেমন মান্না বাবুর কন্ঠ। আপনি ও এনাদের সকল কে শ্রদ্ধা জানালেন। স্বর্গ থেকে ওনারা আপনাকে আশীর্বাদ করুন এই কামনা করি।
অসাধারণ বললেও যেন কম বলা হয়। মান্না দের এই অপূর্ব কালজয়ী গানকে এক অন্য মাত্রা দিয়েছেন এই সঙ্গীতশিল্পী। ওনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, আরো অনেক সুন্দর গানের প্রতীক্ষা থাকলো ওনার থেকে।
বয়স্ক মানুষ পুরনো স্মৃতি খুঁজে পাচ্ছি অজস্র ধন্যবাদ👍👌❤
2050 সালের জন্য কমেন্ট করে গেলাম ।।। পরবর্তি প্রজন্ম যেনো বুঝতে পারে এই গুলো আমাদের কাছে গান নয়..... মনের আবেগ 🌼🌼
আচ্ছা হউ।।।তুমি কি আর মিছা কথা কওধ!
আছে হুউ, ওয়েলকাম টু হোমো ফকচোদিয়ান সোসাইটি
@Saptarshi Kar apnader moto opodartho gulo jonye ai obosta, Jan giye bhalo kore daat majun worthless person
Darun
Akdom dada
Ami gaan ta roj ghomate Jaber agee suni 😊😊 Ata valo lage ber ber sunte icche kore 😊😊
আগামী তিন প্রজন্ম! যদি তারা বাঙালির সংস্কৃতি কে ধরে রাখে তবে স্বর্ণযুগের এই গানগুলি অবশ্যই শুনবে ও গাইবে ; এই গানগুলি উপস্থাপন করার জন্য Seylon Music কে অসংখ্য ধন্যবাদ 💖
সাউন্ড মাস্টারিং ইউটিউব এর মধ্যে সর্বশ্রেষ্ঠ। মিফতাহ ভয়েস ঈশ্বর প্রদত্ত।
অপূর্ব !অসাধারণ বার বার শুনতে ইচ্ছে করে--আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত …👌👌❤
আমার মত কে শুনছো এত সুন্দর গান টা ??
দারুণ, যতবার শুনে,ততবারই নতুন লাগে।।খুব ভালো গেয়েছেন।তবে বলতেই হবে,old song is gold....
চির সবুজ গানগুলো এত সুন্দর করে তুলে ধরার জন্য এই মিউজিকের টিমটিও যুগযুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ।
খুব পন্দের একটা গান এটা।।।।❤❤(supu)
Thank u bbu amr ooo khub pochonder gan ata
❤
পুরোনো গান গুলো কে নতুন প্রজন্ম ভালোবেসে আবার বেঁধেছে... কিন্তু ফ্লেবার টা ঠিক আগের টার মতোই এ জন্যে এতো মধুর লাগছে.. গায়ক সহ পুরো টীম কে অসংখ্য ধন্যবাদ...🥰❤️❤️
Apurba.gun.congrtulation..to.the.whole.team.from.hpmdelhi.
আমার মনে হয়, আমরা খুব গর্বিত, আপনাদের জন্য বাংলা গান ও বাঙালী এখনও এই সুরের সাথে যুক্ত আছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ🙏💕
Pppppppppp
🙂🙂
অভিনন্দন আমার বাংলাদেশের ছোট ছোট ভাই বোনদের! অসাধারণ মুগ্ধ আমরা।তোমরা হলে 'এক ঝাঁক পাখিদের মত কিছু রোদ্দুর...'
আমাদের বাংলার রোদ্দুরে নিকষ কালো অন্ধকার !সূর্য স্বরূপ 'রবি' কেও কালিমালিপ্ত করার প্রয়াস অহরহ।
উৎসাহ দিতে এগিয়ে আসছে শুধু তরুণ নয় তরুণীরাও ! কোনো কোনো তরুণী নিজস্বীও তুলছে সেই আঁধারের পাশে দাঁড়িয়ে!
সেখানে তোমরা ই ভরসা।
এগিয়ে চলো,জয় হোক তোমাদের।
পার্থ।বর্ধমান
গলাটা ভারি মিষ্টি, তা ছাড়া সুর কথার কোন তুলনা হয় না। সব মিলিয়ে অপূর্ব।
My wife, who was the Director of program planning at BTV, has also agreed with me that this lad's voice rendering is magical like that of our favourite singer-- Frank Sinatra. He has done better job than Modhumonti did although Modhumonti's rendering was a classy remake of Maestro Manna Dey's legendary creation as well in a different but catchy style. Stay well Mefta Zaman. We Bangladeshis feel proud of you.
গানটি মিফতাহ্ খুব ভালো গেয়েছে। মিউজিক রি অ্যারেঞ্জমেন্ট খুব ভালো করেছেন পার্থ দা। আর সিলন টি ও পুরো টিমকে এমন প্রয়াসের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
মিসতাহ্ জামানের ফেসবুক আইডিটা একটু বলবেন প্রিজ...... ☺😊😎
সিদ্ধ টি ও পুরো টিম কে বা্
Swikriti Barua morning
মান্না দের গান গাওয়া সাহসের ব্যাপার। অসাধারণ হয়েছে।মন ছুঁয়ে গেলো।
Thik
এক দম ঠিক
সত্যি অনন্য
আমাদের নবীন বয়েসের গান। শুনে মনটা পুরনো দিনগুলিতে ফিরে গেল। শিল্পী খুব সুন্দর গেছেন। অসংখ্য ধন্যবাদ।
বাহ অসাধারণ। এক কথায় দুর্দান্ত।
পশ্চিম বাংলার শ্রদ্ধেয় মান্না দে কে আবার স্বরণ করিয়ে দেয়ার জন্য আপনাদের ধন্যবাদ ❤❤
উনি বাংলার ভাই... আমাদের সব্বার! প্লিজ এখানে কোন পাঁচিলের কথা তুলবেন না।
th-cam.com/video/hGb3IuprVyg/w-d-xo.html
@@pradeepray5288 asholei
Manna dey is from Assam if I'm not wrong.
@@hasnatjamil9584 no
বাংলাদেশে যে এতো সুন্দর শিল্পী আছে তা অনেকেই জানে না। প্রিয় শিল্পী মিফতা জামানের জন্য শুভকামনা চিরন্তন। ধন্যবাদ।
সিলন টি'র অসাধারন কালেকশন,
ধন্যবাদ পুরো টিম ম্যানেজমেন্টকে।
Friends aapnaa raa kaaraa jaante paarii kii ? ? ? ?
Porichoy janale khushi hobo
Friends gaan ta to amaar kache paaye hente aashe nii nishchoi , ke baa kaaraa patthiyechen to auboshoi, so thanks for the lovely song 👍 🌷 . Good luck 👍🌷
Friends Porichoy diye bondhutter haat bardaale khushi hobo 🌷🌷🌷🌷
আজ আমি কমেন্ট করে যাচ্ছি! যাতে অনেক বছর পরে যখন কেউ এই কমেন্টে লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন যাবে আর তখন আমি এই মাস্টারপিস গানটি আবার শোনার সুযোগ পাই!❤️❤️🇧🇩🇧🇩❤️❤️
Spp
Rt
অসাধারণ একটি গান
ভাই
abar sonar jnno comment korlam❤️
কি মিষ্টতা মিফতাহ্ ভাইয়ার কণ্ঠস্বরে সাথে গলার ভারত্ব ভাবটাও কি অমায়িক। আর আমার মতে, ভাইয়া আমাদের বাংলাদেশের অসম্ভব উচ্চমানের একজন কণ্ঠশিল্পী কিন্তু সেভাবে উনাকে মূল্যায়ন করা হয় না।😔
He is obviously underrated
Bangladese ghrina chorano molla gulor kodor besi
একমত
Bangladeshe gunir kodor nei..
❤️❤️❤️🖤🖤
মিফতাহ জামান স্যারের কন্ঠে জাদু আছে। ৪বছর আগে কেউ এই গানটা শুনিয়েই তার প্রেমে পড়িয়েছিল।❤️
Nice experience
Lockdownআমাকে সুযোগ করে দিয়েছে এত সুন্দর গান বারবার শোনার। ধন্যবাদ।
Same here
Same here
I love this song.
I also
Amio..
অপুর্ব গান, প্রেমের উম্নাদনার ব্যাপকতা ভালো ভাবে ফুটিয়ে তোলা হয়েছে গানে। বারবার শুনতে ইচ্ছা করে গানটি৷
২ হাজার ৬০০টি পাগল,আপাতত এই সুন্দর গানটিতে ডিসলাইক করেছে। আসুন তাদের আশ্চর্য মানসিক অবস্থা নিয়ে আমরা প্রার্থনা করি।
😂😆👍
Valo bolechen 👏
Thiki bolechen
Naire chuda ra
94000 like er kache pagol er sonkhya khubi nogonya.
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা আর শোনা হতো না প্রিয়! স্মৃতি❤রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন আমার কমেন্টে কেউ লাইক👍 দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটি শুনবো প্রিয়❤❤
এগান তো লাখো মানুষের হৃদয় ছোয়া গান বারবার শুনতে ইচ্ছে করে।মনেরঅজান্তে চোখে জ্বল এসেযায়।
তুমি গেয়ে যাও ভাই। দারুণ তোমার ভঙ্গী। তোমার ক ণঠ সু নদ র
চালিয়ে যাও।
এ জন্যই এই সব গানকে স্বর্ণ যুগের গান বলে. অপূর্ব অসাধারণ
Nice............ Mann Dey amar Babar khub khub Favourite ekjon shilpi.
Bhalobasa nio.
From Vellore India.
যতো বার শুনি ততোই আবেগে ভরে ওঠে মন।চির অমর গান এককথায় অনাবদ্য।
অনেক অনেক ধন্যবাদ Seylon Tea কে। আমাদের মাঝে এতো সুন্দর গানগুলো আবার শোনার ব্যবস্থা করে দেওয়ার জন্য।
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা কেউই থাকবো না, আমাদের পরিচিত কিংবা অপরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদেরই মত, তাদের সময়ে যেভাবে তারা নীরব সন্ধ্যায়,উদাস দুপুরে,উচ্ছল বিকালে অথবা হতাশ রাতে গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে,সময় বদলাবে,ঋতুও বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত! love from bangladesh...@t
Mon bhore gelo Seylon Music er sob song sune. Osadharon sob gayok o gaikera. Good point is that you haven't distorted and kept the original tune and music and that is why extraordinary
The tiktok generation couldn’t understand beauty of this song.....❤️❤️❤️
❤️
❤️❤️❤️👍👍👍
I love this song and this kind of songs
@SS. Same to you 🦍🦏
@@purnimabanikdatta4747 tnx
যতোবার শুনি ততোবারি ভালো লাগে। এক কথায় চমৎকার গেয়েছেন। 😀😀😀
Hmm
@100 miles Oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
8ytteee⁴e2wa _6¥₩₩₩₩;€^^^%%___€€€€£££8ujoooo88
Amro...😊
Amro...😊
চোখ বন্ধ করে মন শান্ত করে অনুভব করার মতো একটা গান। সাথে অসাধারণ গেয়েছেন। 🙌
কি মিষ্টতা মিফতাহ্ ভাইয়ার কণ্ঠস্বরে সাথে গলার ভারত্ব ভাবটাও কি অমায়িক। আর আমার মতে, ভাইয়া আমাদের বাংলাদেশের অসম্ভব উচ্চমানের একজন কণ্ঠশিল্পী কিন্তু সেভাবে উনাকে মূল্যায়ন করা হয় না।
This smart baldy (aador kore bolechi baba) would have made Maestro Manna Dey very proud. What a golden voice you have like my favourite Frank Sinatra! You have taken this 70 years old bloke back to his nostalgic days. You also put your heart into the song. That is exceptional! God has gifted you with this melodious voice. Sky is your limit. Please keep it up. Thanks a million Partho and your extremely talented team giving us an wonderful time.
That ador kore bolechi baba touched my soul 🤗❤️
ধন্যবাদ পার্থ বড়ুয়া দাদা কে গান গুলো নতুন করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
i love this...সিলন টি'র অসাধারন কালেকশন,
ধন্যবাদ পুরো টিম ম্যানেজমেন্টকে।
প্রাণ জুড়িয়ে গেলো 😌
যদি কখনো কেও আমার এই কমেন্টে লাইক দেয়, notification পেয়ে আবার চলে আসবো প্রাণ জুড়াতে।❤
দারুন ভালোলাগার একটি গান।
অসাধারণ গেয়েছেন।
এপার বাংলার লোক বলছি💝।
এটা সত্যিই পাওনা ছিল।
অনেক ভালোবাসা পুরো টিমকে।❤️
মান্না দে মানেই সুরের অসাধারণ সৃষ্টি। ❤️
২০২১ এ কে কে শুনছেন।👍👍👍
Ami
ami 2022 sale sunteci
@@fmdiary4567 Ami o
অনবদ্য.....অপূর্ব সুন্দর.......মনটা ভরে গেল......ধন্যবাদ music arrangement এর জন্য........from WB, suri, Birbhum.
The evening has long made way for the night. Lying in bed in my dark room, I pull my mobile to myself wanting to hear "Hoi to tomar jonyo". I must have played and listened to this song a thousand times in the last 2 years or so.
To think a young artist can sing Bengal's Pride, late Manna Dey's song with such grace and ease, is something hard for me to digest. Bengal has really got talent.
I wish the singer all Success and Luck in the years to come. I do hope that he will be keeping us entertained with many more popular songs in the days ahead.
God bless him and his group.
অদ্ভুত এক শান্তি গ্রাস করেছে, ধন্যবাদ মিফতাহ ভাই ❤️
কিছু বলার ভাষা পেলাম না 😇
এক কথায় অসাধারণ শুভকামনা রইলো। খুব প্রিয় গান টি আমার।
যেদিন গানটা প্রথম শুনলাম সেদিন থেকে পছন্দের তালিকায় প্রথম
এই গানটি আমার অনেক বেশি প্রিয়
কোথায় ছিল এতদিন এই চ্যানেল?
খুব মিস করেছি..
ফিরে পেয়ে বেশ ভাল্লাগতেছে😍
Eti shudomatro ekta gan e noi,eti ekti abeg💙💙
পুরনো গান গুলো কে যে এই ভাবে নতুন রূপ দেওয়া যায়.....এই ভাবনা টাই সেরা......
শ্রদ্ধেয় শ্রোতা এবং দর্শক বন্ধুগণ, আপনাদের সবার বক্তব্য, সমালোচনা এবং ভালোবাসা - এই সব কিছুর জন্যই অনেক ধন্যবাদ।
Love is all we need! :)
ভালোবাসা রইল😍😍😍
kono samalochana noy..sudhu bhalobasa
apnader channel a gan gaibar chance kivabe paoa jay?? kono audition er bybostha ache? ... uttorer opekhay thaklam
Apnader sathe kaj korte chai. Ki bhabe jogajog korbo?
Mane ekhane video post korte hole kibhabe korte hoy?
I love it's
Truly beautiful, great singing and great coordination among everyone in the team. You all created an auspicious 70's moment that is eternal and truly magical !! The legacy of Manna Dey is immortal, it lives on...
Congrats to the entire team and all the best wishes for all such future performances.
দারুণ পরিবেশনা🥰🥰🥰।মুগ্ধ হয়ে শুনলাম ❤️❤️❤️❤️❤️❤️
ধন্যবাদ সিলন-কে এমন একটা অসাধারণ আয়োজনের জন্য। মিফতাহের কন্ঠে দারুণ লাগলো কালজয়ী এই গানটি। শেষবার যখন 'হয়তো তোমারি জন্য' গাইলো, ওহ! কি বলবো, মনে হয় ভেতর ছুঁয়ে যায়। এই লাউঞ্জের আরো আয়োজন চাই❤️
হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমায় চাই
হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই
আহা... হুম... আহা...
আমি যে দুরন্ত
দু'চোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ?
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ?
রেখোনা মনের দন্দ্ব
সব ছেড়ে চলো যাই
হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই
❤
Thanks
Thanks
I m an assamese but i love bengali music so much . Seylon music is always with me. Its all pieces r heart touching. Thanks to entire team.
Same eke buddy.❤
😂 Be careful.. aajikali pandel ot Bengali lekha Sai a pandel bhanga lora keita khula ghuri ase kintu.
gaan joto ta misti poribesh tao toto tai misti. dhonnobad ey upoharer jonno..
সত্যিই অসাধারণ কাভার করেছেন! 🥰🥰🥰।ভালোবাসা❤️❤️❤️❤️
পুরোনো গান নতুন দের কন্ঠে,,, অসাধারণ ❤️💚💜 সঙ্গে মিউজিসিয়ান দের অসম্ভব প্রানবন্ত সঙ্গত,,,, পুরো আয়োজন টাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে 🤩🤩🤩 সবমিলিয়ে অসাধারণ 🥰🥰 নদীয়া থেকে শুভেচ্ছা জানাই 💐💐💐
অসম্ভব ভালোলাগা একটি গান।যতবার সুনি ততবারই ভালো লাগে
আমার বযস ছেষট্টি । খুব ভালো লাগল ।আহাহা ।
হৃদয়পোড়া মানুষ সব গানেই নিজের কথা খুঁজে পায়। পৃথিবীর আলো- বাতাসে ভালো থাকুক বিশ্বাস ভাঙা আমার না হওয়া মানুষটা।
২০৫০ সালে বেঁচে থাকবো কী মরে যাবো যানিনা, তবে এই গানটা বেঁচে থাক। কমেন্ট পড়তে আসা কিছু হৃদয়পোড়া মানুষরা জেনে যাক তার আগেও ভালোবেসে ঠকে কেউ পৃথিবী থেকে বিদায় নিয়েছে।
হৃদয় পোড়া😭😭😭😭😭😭
এই সেই পুরনো গান। না আমাকে করে তালমাতাল না রাখে শান্ত। আসলেই ভালো কিছু অনুভূতি প্রকাশ পায় এই টোন গুলো। পরবর্তী দুরন্ত প্রজন্মের জন্য রেখে গেলাম। লাইকে হিট দিয়ে রেখে দিয়েন আগতদের জন্য।
ভালোবাসা টা একান্তই একটা অন্য রকমের অনুভূতি, এটা যেমন কারোর ওপরে জোর করে আসে না ঠিক তেমনি একবার কারোর উপর এসে গেলে আর কাউকে ভালো লাগে না।....
Hmmmmm .. akdom thik kotha ...
Don’t need to understand the lyrics… so melodious . Such a lovely composition. Great singing!
এ গান নয়। এ মনের চিরন্তন আবেগ, যা সুরে প্রকাশ পেয়েছে।💖
প্রিয় গানটা😍
আগেও প্রিয় ছিলো এখনো প্রিয় 🥰
আর আজীবন প্রিয় থাকবে গানটা 😊❤️
১২/০৭/২০২১
কমেন্ট টা করে গেলাম ২০/৩০ বছর পরেও যাতে এই স্মৃতি টুকো চোখে পড়ে 💘😍
😍😍
2018,2019 আমি আর আশিক সন্ধ্যার পরে হাতির ঝিলে হাটতাম দুইজনে আর আশিক আমাকে এই গান শোনাতো,,,আহ ❣️
সেই দিন গুলো আর কোনদিন আসবে আমাদের জিবনে কিন্তু সৃতি গুলো নিয়ে আমি আমার আজিবন কাটাতে পারবো😍
ভালো থাকুক ভালোবাসার মানুষ
গানটি আজকেই প্রথম শোনলাম & খুবই ভালো লাগলো
Asadharon one of my favorite songs !!!!
Simply mind blowing. Unparalleled singing.
হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত
যদি বা ঘটে অনর্থ
তবু তোমায় চাই
আমি যে দুরন্ত
দু’চোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়েই
স্বপ্ন ছড়াই
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ।।
রেখোনা মনের দ্বন্দ্ব
সব ছেড়ে চল যাই
nice
Darun
shahed rubel f
♥♥
shahed rubel
Khub khub sunder 👌👍👌👍👍
তখন এমন গান হয়েছে অনেক,,সেসব গান এখনো অনন্য। এমন গান আর হবেনা এটাই সত্যি। আর এমন মানুষগুলো ও আর আসবেনা এটাও সত্য।
Manna Dey sang this song so many years before. I am just stunned seeing the great musical arrangements again. Superbly sung by the singer. Most important that singer has kept the flavour of the original song intact.
Waaooo........really amezing..
😍 ((((((((((((((((((( 👌🏼👌🏼👌🏼
Khub sundor Mon bhora gelo
Manna Dey's songs are not easy to cover. Miftah not only did a superb job with this classic, he has also stamped his brand of excellent modernization on it. Great arrangements, as well. It reminds me of Lana Del Ray's cover of Nancy Sinatra's "Summer Wine". Same class of accomplishment & rebranding. Best regards to Miftah and to Seylon Tea.
2025কে কে আমার মতো শুনছো।❤
এতো সুন্দর গান উপহার দেওযার জন্য খুব ধন্যবাদ।আরো অনেক অনেক এমন গান আমদেরকে উপহার দিতে থাকো প্লিজ।😄😄😆
Excellent.Eesh ayee shomasto gaan shunle mone ta vore jaye . Darun geyechen.
Ei Gaan ta ekhon Amar onek priyo karon eita amake prothom Amar gf amake geye suniece .akhon se nai Amar life e bt gan ta ace..I love this song...