সঞ্জীব চট্টোপাধ্যায়ের নিশির ডাক (প্রথম পর্ব) : পাঠে সঞ্জীব চট্টোপাধ্যায়।
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- সঞ্জীব চট্টোপাধ্যায়ের নিশির ডাক (প্রথম পর্ব) : পাঠে সঞ্জীব চট্টোপাধ্যায়, অলঙ্করণ: সোমনাথ পাল।
সেই সময়ে একদিন আমাদের বন্ধুমহলে খবর রটে গেল, আজ রাতে নিশির ডাক বেরোবে। আজ অমাবস্যা। সেটা কী জিনিস! বিমানই এই গোপন খবরটা এনেছিল। সে সব জানে। বিমান বললে, জমিদার অনাদি মল্লিকের এখন-তখন অবস্থা। অত বড় বাড়ি, বিষয়-সম্পত্তি, ঘোড়ার গাড়ি। তাঁকে তো সহজে মরতে দেওয়া যায় না। ডাক্তার-বদ্যি সব জবাব দিয়ে গেছেন। তাই এই শেষ চেষ্টা। অন্যের পরমায়ু কেড়ে নিয়ে তাঁকে বাঁচানো হবে। এক তান্ত্রিক এসেছেন পশুপতিনাথ পাহাড় থেকে। সারা গায়ে তেল-সিঁদুর মেখে তিনি রাত বারোটা থেকে দুটোর মধ্যে পথে বেরোবেন। হাতে থাকবে জলসমেত মুখ খোলা একটা ডাব। তিনি পল্লিবাসী সকলের নাম ধরে ডাকতে থাকবেন একে একে। প্রত্যেকের নাম তিনবার করে ডাকবেন। যেই কেউ সাড়া দেবে, অমনি ডাবের খোলার মুখটা টপ করে চাপা দিয়ে দেবেন। অমনি তার প্রাণ ওই ডাবের জলে আবদ্ধ হয়ে যাবে। ওই জল মল্লিকমশাইকে খাওয়ালে তিনি বেঁচে উঠবেন, আর এ মারা যাবে।...
আমাদের চ্যানেল ভূত, প্রেত কুসংস্কারে বিন্দুমাত্র বিশ্বাস করে না। এই গল্পটি বহুকাল আগে ছোটদের নিছক মজা দেবার জন্য লিখেছিলেন। এই গল্প কোনও অবৈজ্ঞানিক ব্যাপারকে প্রশ্রয় দেয় না।
Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
★ Subscribe to us: sanjibani sudha,
Pronam binombra pronam
নিশির ডাক আমার শৈশবের কথা মনে করিয়ে দিলো.... সেই সময় এই এক উৎপাত কে যে রটিয়ে ছিল জানা নেই 😂 তবে বেশ ভয়ে উদ্বিগ্ন থাকতাম 😳 গল্প টা আরেকটু দীর্ঘ হলে ভাল হোত.... আমার প্রণাম নেবেন দাদাভাই 🙏🙏 খুব ভাল থাকবেন 💖
নমস্কার অপূর্ববাবু,
আমি অনিকেত,
বর্ধমান জেলার কেতুগ্রাম থেকে বলছি,
আমি সঞ্জীব বাবুর কিছু বইয়ে অটোগ্রাফ নিতে চাই। আপনি একটু ব্যবস্থা করে দেবেন?