হঠাৎ করে শুরু হয়ে গেল মাইগ্রেনের ব্যথা। সাধারণত ২০ থেকে ৩০ বছর বয়সে এই রোগ শুরু হয়। বর্তমানে বিশ্বে প্রায় ১১ শতাংশ বয়স্ক মানুষ মাইগ্রেনজনিত মাথাব্যথায় ভোগেন। মাইগ্রেন কী? মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথাব্যথা। মাথার যেকোনো এক পাশ থেকে শুরু হয়ে অনেক সময় পুরো মাথায় ব্যথা করে। এতে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। মস্তিষ্কের বহিরাবরণে যে ধমনিগুলো আছে, সেগুলো মাথাব্যথার শুরুতে স্ফীত হয়ে যায়। মাথাব্যথার সঙ্গে বমি এবং বমি বমি ভাব রোগীর দৃষ্টিবিভ্রম হতে পারে। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক এম এস জহিরুল হক চৌধুরী বলেন, সব মাথাব্যথাই মাইগ্রেন নয়। দৃষ্টিস্বল্পতা, মস্তিষ্কের টিউমার, মাথায় অন্য সমস্যার কারণে মাথাব্যথা হতে পারে। মাইগ্রেন একধরনের প্রাইমারি হেডেক, যা নিয়মিত চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। চিকিৎসকের অধীনে এবং নিয়মিত চেকআপের মাধ্যমে এ রোগের চিকিৎসা করা উচিত। মাইগ্রেনের ব্যথা চোখের কোনো সমস্যার জন্য হয় না। কেন এবং কাদের বেশি হয়? মাইগ্রেন কেন হয় তা পুরোপুরি জানা যায়নি। তবে এটি বংশগত বা অজ্ঞাত কোনো কারণে হতে পারে। এটি সাধারণত পুরুষের চেয়ে নারীদের বেশি হয়। নারীদের ঋতুস্রাবের সময় মাথাব্যথা বাড়ে। চকলেট, পনির, কফি ইত্যাদি বেশি খাওয়া, জন্মবিরতিকরণ ওষুধ, দুশ্চিন্তা, অতিরিক্ত ভ্রমণ, ব্যায়াম, অনিদ্রা, অনেকক্ষণ টিভি দেখা, দীর্ঘসময় কম্পিউটারে কাজ করা, মোবাইলে কথা বলা ইত্যাদির কারণে এ রোগ হতে পারে। মানসিক চাপ, দুশ্চিন্তা, কোষ্ঠকাঠিন্য, অতি উজ্জ্বল আলো এই রোগকে বাড়িয়ে দেয়। লক্ষণ মাথাব্যথা শুরু হলে তা কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মাথাব্যথা, বমি ভাব এ রোগের প্রধান লক্ষণ। তবে অতিরিক্ত হাই তোলা, কোনো কাজে মনোযোগ নষ্ট হওয়া, বিরক্তিবোধ করা ইত্যাদি উপসর্গ মাথাব্যথা শুরুর আগেও হতে পারে। মাথার যেকোনো অংশ থেকে এ ব্যথা শুরু হয়। পরে পুরো মাথায় ছড়িয়ে পড়ে | চোখের পেছনে ব্যথার অনুভূতি তৈরি হতে পারে। শব্দ ও আলো ভালো লাগে না। কখনো কখনো অতিরিক্ত শব্দ ও আলোয় ব্যথা বেড়ে যেতে পারে| যেসব খাবার মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে * ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খাবার। যেমন ঢেঁকি ছাঁটা চালের ভাত, আলু ও বার্লি মাইগ্রেন প্রতিরোধক। * বিভিন্ন ফল, বিশেষ করে খেজুর ও ডুমুর ব্যথা উপশম করে। * সবুজ, হলুদ ও কমলা রঙের শাকসবজি নিয়মিত খেলে উপকার হয়। * ক্যালসিয়াম ও ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে। তিল, আটা ও বিট ইত্যাদিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। * আদার টুকরো বা রস দিনে দুবার জিঞ্চার পাউডার পানিতে মিশিয়ে খেতে পারেন। কী ধরনের খাবার এড়িয়ে চলবেন * চা, কফি ও কোমলপানীয়, চকলেট, আইসক্রিম, দই, দুধ, মাখন, টমেটো ও টক জাতীয় ফল খাবেন না * গম জাতীয় খাবার, যেমন রুটি, পাস্তা, ব্রেড ইত্যাদি * আপেল, কলা ও চিনাবাদাম * পেঁয়াজ তবে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন খাবারে সমস্যা দেখা দিতে পারে। তাই সবচেয়ে ভালো হয় একটা ডায়েরি রাখা। যাতে আপনি নোট করে রাখতে পারেন কোন কোন খাবার ও কোন কোন পারিপার্শ্বিক ঘটনায় ব্যথা বাড়ছে বা কমছে। এ রকম এক সপ্তাহ নোট করলে আপনি নিজেই নিজের সমাধান পেয়ে যাবেন। তবে ব্যথা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। মাইগ্রেন থেকে রেহাই পাওয়ার কিছু উপায় * মাইগ্রেন চিকিৎসায় তাৎক্ষণিক এবং প্রতিরোধক ওষুধের পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চললে সমস্যা অনেকাংশে কমে যায়। * প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং সেটা হতে হবে পরিমিত। * অতিরিক্ত বা কম আলোতে কাজ না করা। * কড়া রোদ বা তীব্র ঠান্ডা পরিহার করতে হবে। * উচ্চশব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশে বেশিক্ষণ না থাকা। * বেশি সময় ধরে কম্পিউটারের মনিটর ও টিভির সামনে না থাকা। * মাইগ্রেন শুরু হয়ে গেলে প্রচুর পরিমাণে পানি পান করা (বিশেষ করে বমি হয়ে থাকলে), বিশ্রাম করা, ঠান্ডা কাপড় মাথায় জড়িয়ে রাখা উচিত।
HELP LAGBE,, ektu somoy diye pore kichu suggestion dile khubi upokrito hotam.. sadharono to ami raat jagi..2 ta porjonto... but kalke ami pray 4 ta porjonto jegechilam...and breakless vabe tana 12 ta theke 4 ta porjonoto porechilam... and maths er result e jhamela hocchilo bidhay youtube er help nicchilam...coffe o khai jate rate ghum na pay ... kokhono problem hoi ni...hothat ajj 4 tay ghumanor por 6 tay amar ghum vange and then ami feel kori amar mathar ba side e vitor dik theke joltese...then eta khub besi bere gelo..prochondo kharap lagchilo shas nite kosto hocchilo..karon mone hocchilo vitor e chile gese nissas er batas laglei prochondo joltese .. then ami pani khelam ar pani mathar ba pashe dilam.. onek khon try kore then 4 hour er ekta ghum dilam.. but still matha halka halka betha...please help me...ami prochondo voye achi. emon ta ar kokhonoi hoi ni amar.. ar ami jokhon mathay pani disi.mathar pani amar nake porchilo ami feel kortesilam pani ta onek gorom hoye jacchilo amar mathay portei thanda theke. gorom....
স্যার খুবি ভালো লেগেছে আপনার কথা গুলো। স্যার আমি একটা বড় সম্যায় ভুগছি। জানিনা আমার এই কমেন্ট টা আপনার দৃষ্টিগোচর হবে কিনা। যদি হয় দয়া করে আমায় কিছু বলবেন যে কি ভাবে আমি পরিত্রাণ পেতে পারি। আপনি যা বললেন সবই মিলে গেছে আমার সাথে। আমি যখন ছোট ছিলাম আমার ঠান্ডা লাগে। ঠান্ডাটা যখন শুকিয়ে যায় তখন শুকনো যে ময়লা গুলো নাকের মধে্য থাকে তার একটি ময়লা আমি বের করতে গিয়ে ভতরে ডুকে যায়। ভেবেছিলাম কোননাকোন ভাবে ভের হয়ে যাবে। কিন্তু আমি বঝতে পারি যে এটা আাছেই। কিনতু তাতে আামার কোন সমস্যা হয়নি। এভাবে অনেকটা বছর পার হয়। আমি কোন একটা সময় আমার নাকের এক পাশে চাপ দিয়ে অন্যনাক দিয়ে নিশ্বাস নেওয়ার চেষ্টা করি কিন্তু নিশ্বাস নিতে কষ্ট হয়। তবে আমি এখন অনুভব করতে পারি যে আমার নাকে ভিতর কিছু একটা আছে যা আমার নিশাস নিতে সমস্যা করছে। আমার যে যে সমস্যা গুলো হচ্ছে: ১. জর থাকা ২.মাথা ব্যাথা ৩.ক্লান্তি ভাব ৪. শরির ও জয়েন্টের ব্যাথা ৫.চুল পাকা স্যার আপনার পরামর্শের আশায় থাকলাম
আমার মাথায় একপাশে খুব ব্যথা করে মাঝে মাঝে দুই পাশে ও ব্যাথা করে।মাথার সিরার ভিতর জিলিক মেরে ওঠে খুব অসহ্য যন্ত্রণা হয়।কয়েক দিন পর পর ই এমনটা হয়।আর ড.সুভাষ যেরকমটা বললো ঠিক তেমনটা হয়।
sir, আমার দীর্ঘ দিন ধরে প্রায় ১০-১২ বছর ধরে মাথা ভার ভার ভাব। মাঝে মাঝে মনে হয় যে মাথার ভিতরে কেউ ভারি কিছু দিয়ে রাখছে। অনেক সময় মাথার এই সমস্যার কারনে কথা বলতে মন চায় না (খারাব লাগে)। কথা না বললেই মনে হয় কনফরটেবল বোধ করি। সমস্ত মাথা ব্যাথাও মনে হয় কিন্তু সেটা খুবই হালকা( মৃদু)। মাথা ভার সর্বদাই থাকে। কারও সাথে কোন বিষয়ে তর্ক হলে তর্ক বা ঝগড়া করতে পারি না। কখনো রাগ হওয়ার পরিস্থিতি হলে রাগ করতে পারি না মানে কখনো মাথা গরম হয় না। কিন্তু ১০ বছর আগে হত। ৫ বছর আগে চোখে কম দেখি তাই চোখের ডাক্তার দেখাই এবং চশমা ব্যবহার করি। ইদানিং কানেও কম শুনেছি। দিনাজপুরের নিউরো মেডিসিন, নিউরো সার্জন অনেক ডাক্তার দেখিয়েছি ভাল ফল পাই নি। এখন আমি কি করতে পারি বা কি মেডিসিন খাবো তা জানালে অনেক উপকৃত হইতাম sir.
স্যার আমার আম্মুর কয়েকদিন থেকে সন্ধ্যার পর থেকে প্রথমে বাম চোখে ব্যাথা করে তারপর বাম পাশের কপাল এবং বাম পাশের মাথার অর্ধেক নিয়ে প্রচুর ব্যাথা করে।বমি বমি ভাব লাগে কিন্তু বমি হয় না এবং শরীরে তাপ চলে আসে, জ্বর জ্বর ভাব লাগে। দিনের বেলা কোনো মাথা ব্যাথা থাকে না। স্যার এটা কি মাইগ্রেনের সমস্যা নাকি চোখের সমস্যা? আর এই অবস্থায় করনীয় কি?
স্যার আমার মাঝে মাঝে মাথার মাঝখানে ব্যাথা করে তবে বৃষ্টি বা ঠাণ্ডা মেঘলা মেঘলা ওইদার গুলোতে মাথাটা ব্যাথা করে৪_৫ দিন ব্যাথা থাকে এবার ঘাড়ের বাম পাশে ব্যাথা করছে Plz Plz পরামর্শ দিলে উপকার হবে
আমি অনেক ডাক্তারের চিকিৎসা নিয়েছি সিটি স্কিন এম আর আই করেছি কোনো রোগ ধরা পরেনা ।আমার সারাক্ষণ মাথা ব্যথা আর খুব গরম থাকে মাথা সারা বছর ফ্রিজের পানি মাথা দিতে হয় সাথে অতিরিক্ত ঠান্ডা তেল বরফ দিনে আট থেকে দশবার দিতে হয়।মাথায় প্রচন্ড তেল পানি দেওয়ার কিছুক্ষণ পরেই মাথা শুকিয়ে যায় এবং জালাপোড়া করে।আমি অনেক ডাক্তারের চিকিৎসা নিয়েছি।ওনারা আমাকে প্রতিদিন আটারো থেকে বিশটা করে ঔষধ খেতে দিয়েছে সাত আট মাস ধরে।প্রতেক মাসে আমির দশ বারো হাজার টাকার ঔষধ খেয়েছি ।কিন্তু ঐ সব ঔষধে কোন কাজ হয়নি। নিউরোসাইন্স পি জি হসপিটাল প্রেসকিপশন পপুলারে গ্রিন হসপিটাল সব জায়গায় দেখাইছি।এখন আমি কোনো ডাক্তারের ঔষধ খাই না আমি ঔষধের ফারমেসি থেকে ডেসলর প্লাস লেপটিক টামেন টারবো মাক্সিমা এই গুলো খেয়ে চার পাঁচ ঘন্টা কমে থাকে।তারপর আবার বেথা শুরু হয়। ডেসলর প্লাস এখন নিষিদ্ধ তাই টাফনিল খাই।এখন আমি আপনার মতামত জানতে চাই আমি কীভাবে ভালো হব।প্লিজ স্যার দয়া করে পড়বেন।আপনার ফোন নাম্বারটা চাই ।আমার নাম্বার 01627118015আসসালামু আলাইকুম ।আমার বয়স 36 বছর প্রায় বিশ বছর যাবৎ আমার মাথা বেথা
স্যার আপনার কথাগুলো শুনে আমার ভালো লেগেছে, স্যার আমাকে একটা পরামর্শ দিবেন, স্যার আমার বাড়িতে একটা বাবু আছে বয়স 12 বছর ওর প্রতিদিন সকালে দশটা এগারোটা নাগাদ ব্যথা ওঠে মাথার ডান পাশ থেকে। 2 3 4 ঘন্টা থাকে এরপর আস্তে আস্তে কমের দিকে যায় । প্রাথমিক পর্যায় যখন ব্যথা ওঠে তখন নাপা খাওয়ানো হয়। শীতের সময় প্রায়ই হতো মাঝে দুই মাসের মত হয় নাই এখন আবার শুরু হয়েছে। আবার এক সপ্তাহ ধরে প্রতিদিনই। স্যার আপনার ফোন নাম্বারটা দিবেন তাহলে আমি ফোন দিয়ে একটু পরামর্শ স্যার এটুকু উপকার করবেন। দয়া করে স্যার আমাকে এই উপকারটা করবেন।
স্যার আমার প্রায় দীর্ঘ তিন বছর আগে টাইফয়েড হয় সেখান থেকে আজ পর্যন্ত আমার মাথার মাঝখানে প্রচুর যন্ত্রণা সহ প্রচুর ভারী হয়ে থাকে। আর গরম বা তাপমাত্রা বেশি বাড়লে ভারী ভাব আরও বেড়ে যায় সাথে যন্ত্রনা,মাথা ধরা ইত্যাদি লক্ষণ দেখা দেয়। দীর্ঘ এই তিন বছর ধরে আমি অনেক ডাক্তার দেখাইছি। খুলনা সবথেকে বড় নিউরোলজিস্ট দেখাইছি। ঢাকা সবথেকে বড় নিউরোলজিস্ট দেখাইছি। কিন্তু তবুও তারা বলতে পারে না যে এটা কোন ধরনের অসুখ। তারা শুধু বলে এটা মানসিক চিন্তা ভাবনার জন্য হচ্ছে, তারা এর জন্য ওষুধ ও দেয়, আমি নির্দিষ্ট দিন পর্যন্ত ওষুধ খাই তবুও কোন রকম ফলাফল দেখা যায় না ।আমার মনে হয় যেহেতু এটা মাইগ্রেনের সমস্যা না, তাই হয়তো তারা ধরতে পারে না। স্যার আপনি কি বলতে পারেন যে এটা কি ধরনের সমস্যা, কি রোগ? আর কোথায় চিকিৎসা করলে আমি ভাল হব,,
স্যার আমার দীর্ঘ দিন যাবৎ মাথা ব্যাথা করতেছে পাশাপাশি আলো সহ্য করতে পারি না এবং অন্যের কথা বা বেশি কোন শব্দ সহ্য করতে পারিনা স্যার এখন কি করতে পারি কাইন্ডলি একটু জানাবেন
স্যার আমার আম্মুর হাই পেসার।সব সময় টেবলেট খায়।কিছুদিন আগে পেসার উঠে একদম মরার মতো হয়ে গেছিলো।তারপর থেকে স্যার বাম কান আর মাথা সব সময় গরম থাকে।মা অস্থির থাকেন এইটা নিয়ে।এখন স্যার ৩ দিন ধরে বাম সাইটটা মাথার চিলিক মেরে ব্যাথা করতেছে ।থামতেছে এই না ।এখন স্যার কি ব্যবস্থা বা কি ঔষধ ব্যবহার করতে পারি।যদি বলতেন উপকৃত হতাম।
স্যার আমার সাত দিন ধরে বামপাশের চোখের উপরে বুড়ো থেকে শুরু করে বাম সাইডে মাছের পিস পর্যন্ত অনেক ব্যথা করে এখন শুধু বাম চোখের উপরে অনেক ব্যথা মেডিসিন ডাক্তার দেখাইছি ওষুধ খাইতেছি কিন্তু স্যার মাথাব্যথা কোনভাবেই কমতেছে না প্লিজ স্যার আমাকে একটু হেল্প করেন আমি এখন কোন ডাক্তার দেখাবো প্লিজ হেল্প মি স্যার
আজ ছয় সাত দিন যাবত আমার বাম চোখ এবং আমার বাম সাইড মাথা অনেক ব্যথা করতেছে আমি অনেক ওষুধ খাইছি কিন্তু আমার এখনো পর্যন্ত কোন ওষুধে কাজ করতেছে না আমার মাথা ঘুরায় প্লাস মাথায় এলাচ চোখ ব্যথা করে আমি এখন কি ওষুধ ব্যবহার করব এই বিষয়ে একটি ভিডিও দেন
যারা কমেন্ট পরতে এসেছেন তাদের উদ্দেশ্য করে বলছি.একজন দরিদ্র লোক রিন এ জর্জরিত হয়েছেন রিন শোধ করার জন্য লোকটা তার কিডনি একটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন..তিনি সুস্থ মানুষ কারো যদি প্রয়োজন হয় তাহলে দয়া করে কমেন্ট এর রিপ্লে দিবেন....
আমার 3মাস ধরে মাথা ঘুরে মাথা ভার হয়ে থাকে, চোখে ঝাপসা দেখি আর সারাক্ষন ঘুম ঘুম ভাব হয়ে থাকে কিচ্ছু ভালোলাগেনা, মেজাজ কিটকিটে হয়ে থাকে! দয়া করে কেউ বলবেন এটা কিসের সমস্যা?? আমার মনে হয় আমি হয়তো বাঁচবোনা 😭😭😭😭😭😭
আসসালামু আলাইকুম স্যার আমি রাকিব বোলছি আমার খুব মাথা ব্যাথা এই ব্যাথা ৫-৭ বছর হলো অনেক ঔষধ খেয়েছি বাট ভালো হয় না বমি হয় চোখ ব্যাথা হয় হালকা ঘাড়ে ব্যাথা চোখে দেখতেও একটু সমস্যা হয়
আমার বুঝ হওয়ার পর থেকেই মাথা ব্যথা হচ্ছে বহু ডাক্তার দেখিয়েছি সবাই বলে মাইগ্রেনের ব্যথা।কিন্তু কোনো ওষুধে কাজ হচ্ছে না আমি এখন কি করব.আমি বুঝতে পারি আমার মাথা ব্যথা উঠতেছে আলো সহ্য হয় না কারো কথা সহ্য হয় না যে কোনো এক পাশ ব্যথা করে.ব্যথা এতো টায় তীব্র যে ইচ্ছে করে এর থেকে মরে যাওয়া ভালো,এখন আমি কি করব
গত একমাস যাবত এই সমস্যাটা দেখা দিয়েছে শুধুমাত্র আমার ঘাড়ের বাম পাশে ব্যথা করে এবং পাশাপাশি মাথার বাম পাশে এ ব্যথাটা হচ্ছে, মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে, এমনকি ঘুম থেকে উঠার পরে ও হালকা ব্যথা অনুভব হয়, এখন আমি কি করতে পারি???
যানেন স্যার আমার মায়ের এমন মাথা ব্যথা যা প্রায় তিন দিন চার দিন পর পর হয় এমনকি কোনো বেশিক্ষণ কাজ করলেও মাথা ব্যথা করে তবে এমন মাথা ব্যথা যা আমি আগে কখনো দেখিনি
স্যার আমার মাথার দুই পাশ থেকে ব্যাথা হয় ৷ অনেক দিন থেকে ব্যাথা শুরু হলে তাকিয়ে থাকতে পারি না এবং কোন শব্দ শুনতে অসহ্য লাগে।প্রায় ১৯বছর থেকে।আমি কি করলে ভালো হয়।একটু বলবেন
আপনার এই সমস্যাটা কি মাইগ্রেনের সমস্যা নাকি চোখের সমস্যা এর জন্য হচ্ছে তা নির্নয় করা প্রয়োজন, আপনি একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ এর পরামর্শ নিন ও মাথা ব্যাথার কারন নির্নয় করে সেই অনুযায়ী চিকিৎসা গ্রহন করুন, ধন্যবাদ
স্যার আমার কিছুদিন আগে রাত্রে ঘুম ভেংগে গিয়েছিল তারপর ঘুম নিয়ে অনেক টেনশন করলাম।।।আজ থেকে দেড় মাস আগে এইটা হয়েছিল,,,এখন আগে থেকে ভালো আছি কিন্তু শুতে গেলেই আমার মাথার পেছনে ব্যাথা করছে,,অনেক টেনশন এ আছি কি করবো আমি
সার আমার ওয়াইফ এর এই রকম ব্যাথা, ব্যাথা প্রায় লেগেই থাকে এক রগে পিন পিন করে,ডাক্তার বলেছে ইনপেকশন করেছে,তিন ব্যতসর ওষুধ খেতে হবে, একন আমি বলতে চাই এটাকি ওপারেশন লাগবে নাকি ঔষধে সারবে
মাথা ব্যাথা যদি অনেক বেশি থাকে ও বমি করলে মাথা ব্যাথা কমে যায় তাহলে ধরা হয় সেটা মাইগ্রেনের সমস্যা হতে পারে, আপনি একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ এর পরামর্শ গ্রহন করুন, ধন্যবাদ
স্যার আামার সকাল ১১ টার পর থেকে মাথা ব্যাথা শুরু হয় সারা দিন থাকে এর মধ্য ওষুধ খাইলেও কমে না...৭ টার পর থেকে ধীরে ধীরে এমনিতেই চলে যায়.আবার তার পরের দিন ঠিক একসময় মাথা ব্যাথা হয় ৭ টার পর এমনিতেই চলে যায়.আাগে কখনো হয়নি এরকম তিনদিন যাবত এমনটা হচ্ছে.. এখন কি করা ঊচিত..
সার, আমার মাইগ্রেন সমোস্যা আছে।দীর্ঘ দিন ঔষধ খাচ্ছি। যখন ঔষধ খাই তখন মাথা ব্যাথা থাকে না।বাদ দিলেই ব্যাথা শুরু হয়।কিন্তুু আমি রাতে যখন সুয়ে পরি তখন আমার মাথার ডান পাশে মাঝ বরাবর শির, শির করে। মনে হয় কেই শুরশুরি দিচ্ছে।তবে এটা দিনে অনু ভব হয় না।স্যার প্লিজ দয়া করে বলবেন এটা কেন হয়।এটা সমাধান কি।অনেক চিকিৎসা করছি কাজ হচ্ছে না। প্লিজ,,,
আমার রেগুলার মাথ বেথা করেনা কিন্তু যখন হই তখন খুব তীব্র হয় চুল টানতে ইচ্ছে করে মাথায় আঘাত করতে ইচ্ছে করে তখন । কি করা যাই বলুন pls reply is too much important for me 🙏
স্যার।আমার প্রায় ৪বছর থেকে তীব্র মাথা ব্যথা।২-৩ মাস পরপর হয় অনেক সময় মাসে প্রায় ২ বার হয়।আবার প্রায় দীর্ঘদিন হয় না। যখন হয় অনেক তীব্র ভাবে মাথাব্যথা হয়।তবে কমন একটা জিনিস খেয়াল করছি যে, ব্যথা শুরু হওয়ার পূর্বে প্রথমে চোখে প্রায় ৫-৭ মিনিট সব ঝাপসা দেখি তারপর মাথাব্যথা শুরু হয় এবং বাথরুমে যেতে হয় সাথে বমিও হয়। আর কিছু হওক বা না হওক ব্যথা শুরুর আগে এই চারটা লক্ষণ দেখা দিবেই। এটা কি মাইগ্রেনের ব্যথা?? লিঙ্গ:পুরুষ বয়স:২০বছর
Sir chok er upor dik a kopal er ek pash onkk betha kore... Kopal er rog dekha jaye jokhn betha kore!! R nichu hoye jhukle aro betha kore!!! Eita kno hoye??
Sir,amr pray, 7-8 bocor pojonto mathar talu batha korca, kono sound nita pari na,jora kotha bolta pari na, basi kotha bolta and sunta pari na,,,gari cholla mathar,talu batha hoy mathar talu thaka tap utha pray somyai....ki korbo plz ektu bolban.....
স্যার মাথায় MRi করিয়েছি কিসসু ধরা পড়িনি কিন্তু তাও কাসলে,ভারী জিনিস তুললে,তারপর নিচু হয়ে কোনো কিছু পার করতে গেলে চ উপরে মাথার এক পাশে খুব ব্যাথা করে মানে দপ দপ করে কিছুক্ষনের জন্য করে আবার কমে যায় এইটা কি হয়েছে স্যার বলতে পারবেন।মনে ব্যাথা টা মাঝের মধ্যে হয় এইসব কাজ গুলো করলে মাথাটা যন্ত্রণায় দপ দপ করে সিরা ফুলে যায় স্যার খুব কষ্ট পাচ্ছি প্লিজ reply 😢😢😢🙏🏻
@@MediTalkDigital মধ্যে বিত্ত ঘরে জন্ম স্যার। কিন্তু তাও বাবা কে যা বলেছি যত টা পেরেছে সাহায্য করেছে।স্যার কোনো চিন্তা করিনা। কাশি হলে মাথায় লাগে চোখ ও ঠিক আছে দূরের জিনিস দেখতে পাই অসুভিদা হয়না
আমার চোখের ভিতরে প্রথম ব্যাথা করে তারপর মাথার নিচু অংশে অর্থাৎ কপালে দুই পাশে প্রচন্ড ব্যথা হয়।আবার 21 ঘণ্টা পরে কমায় কমে যায়।এখন কি করলে আমার মাথাব্যথা থেকে রক্ষা পাবো।দয়া করে একটু জানাবেন।
আমার আজ ৫ দিন যাবত সকাল 11 টা থেকে ব্যাথা উঠে আর সারাদিন থাকে এমন টা হওয়ার কারণ কি,, মুখ সহ মাথা সহ ব্যাথা হয়। মাথা চাপ দিয়ে ধরলে একটু কমে,, ছেড়ে দিলে আবার বাড়ে😥
Ami onek tension kori ar amr phn ta dakha pore beshi.. Ami pry somoy onek kotha vhula jai hotat kore akta kotha korta mone holo kicu khon por vhula jai... Sara khon tension akto behsi hoi. Ar karon ta ki ami agula thkee valo thakta chasci kiavebe ager moto hota parbo
যখন মাথা ব্যাথা করে কিছু ভালো লাগে না কানের সোজা মাথায় বা সাইদে ব্যাথা করে যখন ব্যাথা করে ওই জায়গায় গরম হয়ে যায় বেশি ব্যাথা করে চোখ ও ব্যাথা করে আলো দেখতে কষ্ট হয়। প্রতি দিন ব্যাথা করে এই টা কোন ধরনের ব্যাথা আমাকে একটু কষ্ট করে বলবেন
ধন্যবাদ স্যার এত সুন্দর ভাবে বুঝানোর জন্য
হঠাৎ করে শুরু হয়ে গেল মাইগ্রেনের ব্যথা। সাধারণত ২০ থেকে ৩০ বছর বয়সে এই রোগ শুরু হয়। বর্তমানে বিশ্বে প্রায় ১১ শতাংশ বয়স্ক মানুষ মাইগ্রেনজনিত মাথাব্যথায় ভোগেন।
মাইগ্রেন কী?
মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথাব্যথা। মাথার যেকোনো এক পাশ থেকে শুরু হয়ে অনেক সময় পুরো মাথায় ব্যথা করে। এতে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। মস্তিষ্কের বহিরাবরণে যে ধমনিগুলো আছে, সেগুলো মাথাব্যথার শুরুতে স্ফীত হয়ে যায়। মাথাব্যথার সঙ্গে বমি এবং বমি বমি ভাব রোগীর দৃষ্টিবিভ্রম হতে পারে।
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক এম এস জহিরুল হক চৌধুরী বলেন, সব মাথাব্যথাই মাইগ্রেন নয়। দৃষ্টিস্বল্পতা, মস্তিষ্কের টিউমার, মাথায় অন্য সমস্যার কারণে মাথাব্যথা হতে পারে। মাইগ্রেন একধরনের প্রাইমারি হেডেক, যা নিয়মিত চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। চিকিৎসকের অধীনে এবং নিয়মিত চেকআপের মাধ্যমে এ রোগের চিকিৎসা করা উচিত। মাইগ্রেনের ব্যথা চোখের কোনো সমস্যার জন্য হয় না।
কেন এবং কাদের বেশি হয়?
মাইগ্রেন কেন হয় তা পুরোপুরি জানা যায়নি। তবে এটি বংশগত বা অজ্ঞাত কোনো কারণে হতে পারে। এটি সাধারণত পুরুষের চেয়ে নারীদের বেশি হয়। নারীদের ঋতুস্রাবের সময় মাথাব্যথা বাড়ে। চকলেট, পনির, কফি ইত্যাদি বেশি খাওয়া, জন্মবিরতিকরণ ওষুধ, দুশ্চিন্তা, অতিরিক্ত ভ্রমণ, ব্যায়াম, অনিদ্রা, অনেকক্ষণ টিভি দেখা, দীর্ঘসময় কম্পিউটারে কাজ করা, মোবাইলে কথা বলা ইত্যাদির কারণে এ রোগ হতে পারে। মানসিক চাপ, দুশ্চিন্তা, কোষ্ঠকাঠিন্য, অতি উজ্জ্বল আলো এই রোগকে বাড়িয়ে দেয়।
লক্ষণ
মাথাব্যথা শুরু হলে তা কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মাথাব্যথা, বমি ভাব এ রোগের প্রধান লক্ষণ। তবে অতিরিক্ত হাই তোলা, কোনো কাজে মনোযোগ নষ্ট হওয়া, বিরক্তিবোধ করা ইত্যাদি উপসর্গ মাথাব্যথা শুরুর আগেও হতে পারে। মাথার যেকোনো অংশ থেকে এ ব্যথা শুরু হয়। পরে পুরো মাথায় ছড়িয়ে পড়ে | চোখের পেছনে ব্যথার অনুভূতি তৈরি হতে পারে। শব্দ ও আলো ভালো লাগে না। কখনো কখনো অতিরিক্ত শব্দ ও আলোয় ব্যথা বেড়ে যেতে পারে|
যেসব খাবার মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে
* ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খাবার। যেমন ঢেঁকি ছাঁটা চালের ভাত, আলু ও বার্লি মাইগ্রেন প্রতিরোধক।
* বিভিন্ন ফল, বিশেষ করে খেজুর ও ডুমুর ব্যথা উপশম করে।
* সবুজ, হলুদ ও কমলা রঙের শাকসবজি নিয়মিত খেলে উপকার হয়।
* ক্যালসিয়াম ও ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে। তিল, আটা ও বিট ইত্যাদিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে।
* আদার টুকরো বা রস দিনে দুবার জিঞ্চার পাউডার পানিতে মিশিয়ে খেতে পারেন।
কী ধরনের খাবার এড়িয়ে চলবেন
* চা, কফি ও কোমলপানীয়, চকলেট, আইসক্রিম, দই, দুধ, মাখন, টমেটো ও টক জাতীয় ফল খাবেন না
* গম জাতীয় খাবার, যেমন রুটি, পাস্তা, ব্রেড ইত্যাদি
* আপেল, কলা ও চিনাবাদাম
* পেঁয়াজ
তবে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন খাবারে সমস্যা দেখা দিতে পারে। তাই সবচেয়ে ভালো হয় একটা ডায়েরি রাখা। যাতে আপনি নোট করে রাখতে পারেন কোন কোন খাবার ও কোন কোন পারিপার্শ্বিক ঘটনায় ব্যথা বাড়ছে বা কমছে। এ রকম এক সপ্তাহ নোট করলে আপনি নিজেই নিজের সমাধান পেয়ে যাবেন। তবে ব্যথা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
মাইগ্রেন থেকে রেহাই পাওয়ার কিছু উপায়
* মাইগ্রেন চিকিৎসায় তাৎক্ষণিক এবং প্রতিরোধক ওষুধের পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চললে সমস্যা অনেকাংশে কমে যায়।
* প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং সেটা হতে হবে পরিমিত।
* অতিরিক্ত বা কম আলোতে কাজ না করা।
* কড়া রোদ বা তীব্র ঠান্ডা পরিহার করতে হবে।
* উচ্চশব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশে বেশিক্ষণ না থাকা।
* বেশি সময় ধরে কম্পিউটারের মনিটর ও টিভির সামনে না থাকা।
* মাইগ্রেন শুরু হয়ে গেলে প্রচুর পরিমাণে পানি পান করা (বিশেষ করে বমি হয়ে থাকলে), বিশ্রাম করা, ঠান্ডা কাপড় মাথায় জড়িয়ে রাখা উচিত।
স্যার আমার ওয়াইফের সমস্যা আমি এখন কি মেডিসিন নিতে???
স্যার আমার ওয়াইফের সমস্যা আমি এখন কি মেডিসিন নিতে???
।
স্যার আপনার নাম্বারটা দিবেন,আমার মাইগ্রেন।আমি যেনে নিতাম কি কি ঔষদ খাব।
HELP LAGBE,,
ektu somoy diye pore kichu suggestion dile khubi upokrito hotam..
sadharono to ami raat jagi..2 ta porjonto... but kalke ami pray 4 ta porjonto jegechilam...and breakless vabe tana 12 ta theke 4 ta porjonoto porechilam... and maths er result e jhamela hocchilo bidhay youtube er help nicchilam...coffe o khai jate rate ghum na pay
...
kokhono problem hoi ni...hothat ajj 4 tay ghumanor por 6 tay amar ghum vange and then ami feel kori amar mathar ba side e vitor dik theke joltese...then eta khub besi bere gelo..prochondo kharap lagchilo shas nite kosto hocchilo..karon mone hocchilo vitor e chile gese nissas er batas laglei prochondo joltese
..
then ami pani khelam ar pani mathar ba pashe dilam..
onek khon try kore then 4 hour er ekta ghum dilam..
but still matha halka halka betha...please help me...ami prochondo voye achi.
emon ta ar kokhonoi hoi ni amar..
ar ami jokhon mathay pani disi.mathar pani amar nake porchilo ami feel kortesilam pani ta onek gorom hoye jacchilo amar mathay portei thanda theke. gorom....
মাইগ্রেন মাথা ব্যাথা কমানোর উপায় বলুন স্যার 🙏..
Yes
স্যার খুবি ভালো লেগেছে আপনার কথা গুলো। স্যার আমি একটা বড় সম্যায় ভুগছি। জানিনা আমার এই কমেন্ট টা আপনার দৃষ্টিগোচর হবে কিনা। যদি হয় দয়া করে আমায় কিছু বলবেন যে কি ভাবে আমি পরিত্রাণ পেতে পারি। আপনি যা বললেন সবই মিলে গেছে আমার সাথে। আমি যখন ছোট ছিলাম আমার ঠান্ডা লাগে। ঠান্ডাটা যখন শুকিয়ে যায় তখন শুকনো যে ময়লা গুলো নাকের মধে্য থাকে তার একটি ময়লা আমি বের করতে গিয়ে ভতরে ডুকে যায়। ভেবেছিলাম কোননাকোন ভাবে ভের হয়ে যাবে। কিন্তু আমি বঝতে পারি যে এটা আাছেই। কিনতু তাতে আামার কোন সমস্যা হয়নি। এভাবে অনেকটা বছর পার হয়। আমি কোন একটা সময় আমার নাকের এক পাশে চাপ দিয়ে অন্যনাক দিয়ে নিশ্বাস নেওয়ার চেষ্টা করি কিন্তু নিশ্বাস নিতে কষ্ট হয়। তবে আমি এখন অনুভব করতে পারি যে আমার নাকে ভিতর কিছু একটা আছে যা আমার নিশাস নিতে সমস্যা করছে।
আমার যে যে সমস্যা গুলো হচ্ছে:
১. জর থাকা
২.মাথা ব্যাথা
৩.ক্লান্তি ভাব
৪. শরির ও জয়েন্টের ব্যাথা
৫.চুল পাকা
স্যার আপনার পরামর্শের আশায় থাকলাম
এই স্যার যা যা বলবো সব আমার আমার মাথায় লখন আছে
স্যার, মাথার ভেতর সবসময় অস্বস্তি লাগে এবং চোখ ব্যাথা করে, নিচের দিকে ঝুকলে বেশি অস্বস্তি লাগে, সবসময় ঘুমাতে ইচ্ছে করে। এর কারণ কি?
same qiestion bro
Same problem
আমারও
same problem
sem2
আমার মাথায় একপাশে খুব ব্যথা করে মাঝে মাঝে দুই পাশে ও ব্যাথা করে।মাথার সিরার ভিতর জিলিক মেরে ওঠে খুব অসহ্য যন্ত্রণা হয়।কয়েক দিন পর পর ই এমনটা হয়।আর ড.সুভাষ যেরকমটা বললো ঠিক তেমনটা হয়।
আমারও সেইম
sir, আমার দীর্ঘ দিন ধরে প্রায় ১০-১২ বছর ধরে মাথা ভার ভার ভাব। মাঝে মাঝে মনে হয় যে মাথার ভিতরে কেউ ভারি কিছু দিয়ে রাখছে। অনেক সময় মাথার এই সমস্যার কারনে কথা বলতে মন চায় না (খারাব লাগে)। কথা না বললেই মনে হয় কনফরটেবল বোধ করি। সমস্ত মাথা ব্যাথাও মনে হয় কিন্তু সেটা খুবই হালকা( মৃদু)। মাথা ভার সর্বদাই থাকে। কারও সাথে কোন বিষয়ে তর্ক হলে তর্ক বা ঝগড়া করতে পারি না। কখনো রাগ হওয়ার পরিস্থিতি হলে রাগ করতে পারি না মানে কখনো মাথা গরম হয় না। কিন্তু ১০ বছর আগে হত। ৫ বছর আগে চোখে কম দেখি তাই চোখের ডাক্তার দেখাই এবং চশমা ব্যবহার করি। ইদানিং কানেও কম শুনেছি। দিনাজপুরের নিউরো মেডিসিন, নিউরো সার্জন অনেক ডাক্তার দেখিয়েছি ভাল ফল পাই নি। এখন আমি কি করতে পারি বা কি মেডিসিন খাবো তা জানালে অনেক উপকৃত হইতাম sir.
C T can koro
স্যার আমার আম্মুর কয়েকদিন থেকে সন্ধ্যার পর থেকে প্রথমে বাম চোখে ব্যাথা করে তারপর বাম পাশের কপাল এবং বাম পাশের মাথার অর্ধেক নিয়ে প্রচুর ব্যাথা করে।বমি বমি ভাব লাগে কিন্তু বমি হয় না এবং শরীরে তাপ চলে আসে, জ্বর জ্বর ভাব লাগে। দিনের বেলা কোনো মাথা ব্যাথা থাকে না।
স্যার এটা কি মাইগ্রেনের সমস্যা নাকি চোখের সমস্যা? আর এই অবস্থায় করনীয় কি?
স্যার আমার মাঝে মাঝে মাথার মাঝখানে ব্যাথা করে তবে বৃষ্টি বা ঠাণ্ডা মেঘলা মেঘলা ওইদার গুলোতে মাথাটা ব্যাথা করে৪_৫ দিন ব্যাথা থাকে এবার ঘাড়ের বাম পাশে ব্যাথা করছে Plz Plz পরামর্শ দিলে উপকার হবে
ধন্যবাদ স্যার আপনার কথা গুলো শুনে ভালো লাগলো।
সার আমার আস্তে আস্তে মাধা বেথা উঠে পরে অনেক বেশি বেরে জায়,,,,,,,,,,,,,
আমার গরম কাল আসলেই মাথা ব্যাথা করে প্রচন্ড। মাথা নাড়া চাড়া করতে পারি না,,,মাথার সাথে চোখও ব্যাথা করে,,কখনও ডান পাসে,আবার কখনও বাম পাসে,,খুব কষ্ট হয় গরম কাল আসলেই,,,,,এই রকম কেনো হয়,??আমাকে বলতে পারবেন প্লিজ???
ভালো কোনো ডাক্তার দেখান
আমার ও একই সমস্যা.... চোখ অনেক ব্যাথা করে...
All the same
সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ❤️
সেইম আমারও
স্যার আপনার চেম্বার কোথায় ? কখন দেখা করতে পারি ?
আমার ৫-৬ দিন থেকে মাথা ব্যাথা করছে কিন্তু কমছেনা বাম সাইটে বেশি ব্যাথা করছে এর কোনো উপাই যদি বলতেন ভালো হতো
আমি অনেক ডাক্তারের চিকিৎসা নিয়েছি সিটি স্কিন এম আর আই করেছি কোনো রোগ ধরা পরেনা ।আমার সারাক্ষণ মাথা ব্যথা আর খুব গরম থাকে মাথা সারা বছর ফ্রিজের পানি মাথা দিতে হয় সাথে অতিরিক্ত ঠান্ডা তেল বরফ দিনে আট থেকে দশবার দিতে হয়।মাথায় প্রচন্ড তেল পানি দেওয়ার কিছুক্ষণ পরেই মাথা শুকিয়ে যায় এবং জালাপোড়া করে।আমি অনেক ডাক্তারের চিকিৎসা নিয়েছি।ওনারা আমাকে প্রতিদিন আটারো থেকে বিশটা করে ঔষধ খেতে দিয়েছে সাত আট মাস ধরে।প্রতেক মাসে আমির দশ বারো হাজার টাকার ঔষধ খেয়েছি ।কিন্তু ঐ সব ঔষধে কোন কাজ হয়নি। নিউরোসাইন্স পি জি হসপিটাল প্রেসকিপশন পপুলারে গ্রিন হসপিটাল সব জায়গায় দেখাইছি।এখন আমি কোনো ডাক্তারের ঔষধ খাই না আমি ঔষধের ফারমেসি থেকে ডেসলর প্লাস লেপটিক টামেন টারবো মাক্সিমা এই গুলো খেয়ে চার পাঁচ ঘন্টা কমে থাকে।তারপর আবার বেথা শুরু হয়। ডেসলর প্লাস এখন নিষিদ্ধ তাই টাফনিল খাই।এখন আমি আপনার মতামত জানতে চাই আমি কীভাবে ভালো হব।প্লিজ স্যার দয়া করে পড়বেন।আপনার ফোন নাম্বারটা চাই ।আমার নাম্বার 01627118015আসসালামু আলাইকুম ।আমার বয়স 36 বছর প্রায় বিশ বছর যাবৎ আমার মাথা বেথা
Apu apnar ki matha r majkhana jola
স্যার আপনার কথাগুলো শুনে আমার ভালো লেগেছে, স্যার আমাকে একটা পরামর্শ দিবেন, স্যার আমার বাড়িতে একটা বাবু আছে বয়স 12 বছর ওর প্রতিদিন সকালে দশটা এগারোটা নাগাদ ব্যথা ওঠে মাথার ডান পাশ থেকে। 2 3 4 ঘন্টা থাকে এরপর আস্তে আস্তে কমের দিকে যায় । প্রাথমিক পর্যায় যখন ব্যথা ওঠে তখন নাপা খাওয়ানো হয়। শীতের সময় প্রায়ই হতো মাঝে দুই মাসের মত হয় নাই এখন আবার শুরু হয়েছে। আবার এক সপ্তাহ ধরে প্রতিদিনই। স্যার আপনার ফোন নাম্বারটা দিবেন তাহলে আমি ফোন দিয়ে একটু পরামর্শ স্যার এটুকু উপকার করবেন। দয়া করে স্যার আমাকে এই উপকারটা করবেন।
অনুগ্রহ করে ভিডিওটি ভালো করে দেখুন, আমরা সব ভিডিওতে ডাক্তারের চেম্বারের সিরিয়াল নাম্বার দিয়ে দেই, অনুগ্রহ করে কল করে জেনে নিন।
স্যার আমার প্রায় দীর্ঘ তিন বছর আগে টাইফয়েড হয় সেখান থেকে আজ পর্যন্ত আমার মাথার মাঝখানে প্রচুর যন্ত্রণা সহ প্রচুর ভারী হয়ে থাকে। আর গরম বা তাপমাত্রা বেশি বাড়লে ভারী ভাব আরও বেড়ে যায় সাথে যন্ত্রনা,মাথা ধরা ইত্যাদি লক্ষণ দেখা দেয়। দীর্ঘ এই তিন বছর ধরে আমি অনেক ডাক্তার দেখাইছি। খুলনা সবথেকে বড় নিউরোলজিস্ট দেখাইছি। ঢাকা সবথেকে বড় নিউরোলজিস্ট দেখাইছি। কিন্তু তবুও তারা বলতে পারে না যে এটা কোন ধরনের অসুখ। তারা শুধু বলে এটা মানসিক চিন্তা ভাবনার জন্য হচ্ছে, তারা এর জন্য ওষুধ ও দেয়, আমি নির্দিষ্ট দিন পর্যন্ত ওষুধ খাই তবুও কোন রকম ফলাফল দেখা যায় না
।আমার মনে হয় যেহেতু এটা মাইগ্রেনের সমস্যা না, তাই হয়তো তারা ধরতে পারে না। স্যার আপনি কি বলতে পারেন যে এটা কি ধরনের সমস্যা, কি রোগ? আর কোথায় চিকিৎসা করলে আমি ভাল হব,,
ভাই আপনার মাথা ব্যথা কি এখন কমেছে???
sir আামার প্রায় ১ মাসের ও অধিক সময় ধরে মাথা ব্যাথা, আমি দেশের বাহিরে থাকি, এই লকডাউন এর মধ্যে কোথাও যাইতেও পারিতেছি না,এখন আমি কি করব????
আমার গত তিন বছর
Thanks for the message
স্যার আমার প্রচন্ড মাথা ব্যাথা হয় থাইরয়েডের সমস্যা আছে এবং ভুলে যাওয়ার সমস্যা আছে এর জন্য কি করনীয়
Thank you sir
এক সাইটে মাথা ব্যাথা হয় চিলিক দেয় রগে আর সকাল থাকি শুরু হয় ব্যাথা আবার যেকোনো সময় পর্যন্ত ব্যাথা থাকে
স্যার আমার দীর্ঘ দিন যাবৎ মাথা ব্যাথা করতেছে পাশাপাশি আলো সহ্য করতে পারি না এবং অন্যের কথা বা বেশি কোন শব্দ সহ্য করতে পারিনা
স্যার এখন কি করতে পারি কাইন্ডলি একটু জানাবেন
স্যার আমার আম্মুর হাই পেসার।সব সময় টেবলেট খায়।কিছুদিন আগে পেসার উঠে একদম মরার মতো হয়ে গেছিলো।তারপর থেকে স্যার বাম কান আর মাথা সব সময় গরম থাকে।মা অস্থির থাকেন এইটা নিয়ে।এখন স্যার ৩ দিন ধরে বাম সাইটটা মাথার চিলিক মেরে ব্যাথা করতেছে ।থামতেছে এই না ।এখন স্যার কি ব্যবস্থা বা কি ঔষধ ব্যবহার করতে পারি।যদি বলতেন উপকৃত হতাম।
Thanks
কোন জায়গা আপনাকে দেখাতে পারবো প্লিজ
স্যার আমার ছেলের বয়স ৯ বছর কখনো ডান পাসে আবার কখনো বাম পাসে আবার কখনো মাথার তালুতে,,, ব্যাথা কি বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো একটু পরামর্শ চাই🙏🙏
স্যার আমার সাত দিন ধরে বামপাশের চোখের উপরে বুড়ো থেকে শুরু করে বাম সাইডে মাছের পিস পর্যন্ত অনেক ব্যথা করে এখন শুধু বাম চোখের উপরে অনেক ব্যথা মেডিসিন ডাক্তার দেখাইছি ওষুধ খাইতেছি কিন্তু স্যার মাথাব্যথা কোনভাবেই কমতেছে না প্লিজ স্যার আমাকে একটু হেল্প করেন আমি এখন কোন ডাক্তার দেখাবো প্লিজ হেল্প মি স্যার
Same amaro emon hoi
আমার বয়স ১৬ বছর ১০ মাস
আমার ২/৩ দিন পর পর অনেক মাথা ব্যথা হয় অসহ্য করার মত
সকাল , বিকাল এর চেয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেশি হয়
Hope you get well apu
অতিরিক্ত টেনশন করবেন না,আর অতিরিক্ত টিভি বা মোবাইল দেখাবেনা ।
Mone hoy, Migraine. Amaro khub matha betha.
ধন্যবাদ স্যার 🙏সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য, স্যার আপনার চেম্বারের ঠিকানা দরকার।স্যার আপনার সিরিয়াল নিতে চাই।
ধন্যবাদ
বিশ্বজিৎ
সিরিয়ালের নাম্বার ভিডিওতে দেয়া আছে
আজ ছয় সাত দিন যাবত আমার বাম চোখ এবং আমার বাম সাইড মাথা অনেক ব্যথা করতেছে আমি অনেক ওষুধ খাইছি কিন্তু আমার এখনো পর্যন্ত কোন ওষুধে কাজ করতেছে না আমার মাথা ঘুরায় প্লাস মাথায় এলাচ চোখ ব্যথা করে আমি এখন কি ওষুধ ব্যবহার করব এই বিষয়ে একটি ভিডিও দেন
আমার ছোট বোনের প্রায়ই মাথা ব্যাথা করে। এখন তাকে কি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে? জনালে উপকৃত হতাম
Onek valo poramorsho
যারা কমেন্ট পরতে এসেছেন তাদের উদ্দেশ্য করে বলছি.একজন দরিদ্র লোক রিন এ জর্জরিত হয়েছেন রিন শোধ করার জন্য লোকটা তার কিডনি একটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন..তিনি সুস্থ মানুষ কারো যদি প্রয়োজন হয় তাহলে দয়া করে কমেন্ট এর রিপ্লে দিবেন....
Omg....uni k
@@mridulsarker9359 উনি একজন ছেলে..আপনার চেনা জানার মধ্যে কেউ থাকলে জানাবেন..
@@Sraboni-ki3ym na vay cini na
Thanks a lot sir.. from india
আমার 3মাস ধরে মাথা ঘুরে মাথা ভার হয়ে থাকে, চোখে ঝাপসা দেখি আর সারাক্ষন ঘুম ঘুম ভাব হয়ে থাকে কিচ্ছু ভালোলাগেনা, মেজাজ কিটকিটে হয়ে থাকে! দয়া করে কেউ বলবেন এটা কিসের সমস্যা??
আমার মনে হয় আমি হয়তো বাঁচবোনা 😭😭😭😭😭😭
আসসালামু আলাইকুম স্যার আমি রাকিব বোলছি আমার খুব মাথা ব্যাথা এই ব্যাথা ৫-৭ বছর হলো অনেক ঔষধ খেয়েছি বাট ভালো হয় না বমি হয় চোখ ব্যাথা হয় হালকা ঘাড়ে ব্যাথা চোখে দেখতেও একটু সমস্যা হয়
এই রোগ আমার আছে এখন স্যার করণীয় কি
khub vlo laglo
মাথার দুই সাইডে ব্যাথার সঙ্গে চোখ দিয়েও পানি পড়ে..! স্যার এমনটা কেন হয়..?
স্যার আমার চোখসহ অথ্যাৎ আমার ডান চোখ থেকে ডানপাশে প্রচন্ড মাথা ব্যাথা করে, এটা কি ধরনের সমস্যা একটু বলবেন প্লিজ
Amaro same plm
Same problem
Amar gum teke uthar por suru hoy
আমার ১৪ সাল থেকে মাথা ব্যাথা সাথে বমি।ডাক্তার দেখানোয় মাইগ্রেন বলেছে।টাফনিল ঔষধ খেতে দিছে
Amar o prai 5 bochor jabot mata beta bomi hoi but allahi valo jane kobe valo hobe
রাসুলের সুন্নত, হিজামা করেন ভালো ফল পাবেন।।
আসসালামু আলাইকুম, এই ডাক্তার পিজি হাসপাতালে কোন কোন দিন বসে এবং কখন বসে প্লিজ কেউ জেনে থাকলে জানাবেন!!🙏🙏
আমার বুঝ হওয়ার পর থেকেই মাথা ব্যথা হচ্ছে বহু ডাক্তার দেখিয়েছি সবাই বলে মাইগ্রেনের ব্যথা।কিন্তু কোনো ওষুধে কাজ হচ্ছে না আমি এখন কি করব.আমি বুঝতে পারি আমার মাথা ব্যথা উঠতেছে আলো সহ্য হয় না কারো কথা সহ্য হয় না যে কোনো এক পাশ ব্যথা করে.ব্যথা এতো টায় তীব্র যে ইচ্ছে করে এর থেকে মরে যাওয়া ভালো,এখন আমি কি করব
মাথা ব্যাথা আর ঘার ব্যাথা অনেক কশট হয় এর সমাধান কি কোন অসুধ খেলে ভালো হবে
স্যার আপনার চেম্বারটা কোথায় কোন জায়গায়
আমার বয়স ১৭ বছর..... মাথা ব্যথা যদি একবার শুরু হয়.... তাহলে ৪/৫ দিন একটানা থাকবেই
খুব খারাপ লাগে..... এমন টা কেন হয়?
আমার ও সেইম সমস্যা 😐
Amro ak e
গত একমাস যাবত এই সমস্যাটা দেখা দিয়েছে শুধুমাত্র আমার ঘাড়ের বাম পাশে ব্যথা করে এবং পাশাপাশি মাথার বাম পাশে এ ব্যথাটা হচ্ছে, মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে, এমনকি ঘুম থেকে উঠার পরে ও হালকা ব্যথা অনুভব হয়, এখন আমি কি করতে পারি???
Akhon ki obsta apnar
Thanks sir
যানেন স্যার আমার মায়ের এমন মাথা ব্যথা যা প্রায় তিন দিন চার দিন পর পর হয় এমনকি কোনো বেশিক্ষণ কাজ করলেও মাথা ব্যথা করে তবে এমন মাথা ব্যথা যা আমি আগে কখনো দেখিনি
Excellent
মাথা তালু ব্যাথা করে এবং শরীর দুর্বল লাগে অনেক।
amro same
Amaro mathar talu onek bochor dhore betha pray hoy...
Apnar Hospital er addres ta dile onek valo hoy
Mathar talu jala kora
Amaro same
আমারও
এ কারণ গুলো কি পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা হয় তবে কি পরীক্ষা করাতে হয়ে
স্যার আমার মাথার দুই পাশ থেকে ব্যাথা হয় ৷ অনেক দিন থেকে ব্যাথা শুরু হলে তাকিয়ে থাকতে পারি না এবং কোন শব্দ শুনতে অসহ্য লাগে।প্রায় ১৯বছর থেকে।আমি কি করলে ভালো হয়।একটু বলবেন
আপনার এই সমস্যাটা কি মাইগ্রেনের সমস্যা নাকি চোখের সমস্যা এর জন্য হচ্ছে তা নির্নয় করা প্রয়োজন, আপনি একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ এর পরামর্শ নিন ও মাথা ব্যাথার কারন নির্নয় করে সেই অনুযায়ী চিকিৎসা গ্রহন করুন, ধন্যবাদ
স্যারের সাথে যোগাযোগ করার ওয়ে টা একটু জানালে কৃতজ্ঞ থাকবো
স্যার আমার কিছুদিন আগে রাত্রে ঘুম ভেংগে গিয়েছিল তারপর ঘুম নিয়ে অনেক টেনশন করলাম।।।আজ থেকে দেড় মাস আগে এইটা হয়েছিল,,,এখন আগে থেকে ভালো আছি কিন্তু শুতে গেলেই আমার মাথার পেছনে ব্যাথা করছে,,অনেক টেনশন এ আছি কি করবো আমি
স্যার আমার মাথার ডান দিকে নিচে ঠান্ডা ভাব ,এটা কী হতে পারে? গলায় ফ্যারিনজাইটিস আছে
আমার দুইকান অপারেশনের মাথার উপরে কামড়ানো সবসময় মাথা বেথা করে আমি কি করবো বুঝতে পারছি না
সার আমার ওয়াইফ এর এই রকম ব্যাথা, ব্যাথা প্রায় লেগেই থাকে এক রগে পিন পিন করে,ডাক্তার বলেছে ইনপেকশন করেছে,তিন ব্যতসর ওষুধ খেতে হবে, একন আমি বলতে চাই এটাকি ওপারেশন লাগবে নাকি ঔষধে সারবে
Sir apnar kache ki vabe treatment korate parbo?
আমি একদিন বৃষ্টিতে ভিজেছিলাম তখন থেকে আমার মাথা ব্যাথা হয়ে যাচ্ছে
আপনার মাথার ভিতরে ঠান্ডা জমছে,, আমার ও সেইম সমস্যা ছিলো,ডাক্তার এক সপ্তাহ ঔষধ দিছোলো আর গরম পানির ভাপ নিতাম আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে।
আমার প্রচন্ড মাথা ব্যাথা মাথার মধ্যে ব্যাথা কপালে & ঘাড় সহ ব্যাথা বুকে ব্যাথা বমি হচ্ছে।
মাথা ব্যাথা যদি অনেক বেশি থাকে ও বমি করলে মাথা ব্যাথা কমে যায় তাহলে ধরা হয় সেটা মাইগ্রেনের সমস্যা হতে পারে, আপনি একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ এর পরামর্শ গ্রহন করুন, ধন্যবাদ
স্যার আমার তো আপনি যে কারণ গুলো বললেন আমার তো সব রকমের মাথা ব্যাথা আছে। কি করব? আপনি কও এখন বসেন?
সব রকমের মাথা ব্যাথায় হিজামা খুবই উপকরী।।
স্যার আামার সকাল ১১ টার পর থেকে মাথা ব্যাথা শুরু হয় সারা দিন থাকে এর মধ্য ওষুধ খাইলেও কমে না...৭ টার পর থেকে ধীরে ধীরে এমনিতেই চলে যায়.আবার তার পরের দিন ঠিক একসময়
মাথা ব্যাথা হয় ৭ টার পর এমনিতেই চলে যায়.আাগে কখনো হয়নি এরকম তিনদিন যাবত এমনটা হচ্ছে.. এখন কি করা ঊচিত..
সার, আমার মাইগ্রেন সমোস্যা আছে।দীর্ঘ দিন ঔষধ খাচ্ছি। যখন ঔষধ খাই তখন মাথা ব্যাথা থাকে না।বাদ দিলেই ব্যাথা শুরু হয়।কিন্তুু আমি রাতে যখন সুয়ে পরি তখন আমার মাথার ডান পাশে মাঝ বরাবর শির, শির করে। মনে হয় কেই শুরশুরি দিচ্ছে।তবে এটা দিনে অনু ভব হয় না।স্যার প্লিজ দয়া করে বলবেন এটা কেন হয়।এটা সমাধান কি।অনেক চিকিৎসা করছি কাজ হচ্ছে না। প্লিজ,,,
ধন্যবাদ ভাইয়া আপনাকে
apnar cambar kotay
রাতে ও সকালে মাথা ব্যথা করে, দিনের বেলায় ভারি ভারি লাগে।
আমার ও হয় কি করে কমবে
আমারও হয় ভাই
স্যার পিজি হাসপাতালে আপনি কখন বসেন।
আমি পড়ে গিয়ে মাথায় ব্যাথা পেয়েছি 5 বছর আগে
Amio jante chai
আমার মাথার ডান পাশে ৮ দিন থেকে ব্যাথা কখনও কম আবার কখনও বেশি তবে বেশি হলে আমার কোন হুশ থাকে না
Tnx sir.
আমার রেগুলার মাথ বেথা করেনা কিন্তু যখন হই তখন খুব তীব্র হয় চুল টানতে ইচ্ছে করে মাথায় আঘাত করতে ইচ্ছে করে তখন । কি করা যাই বলুন pls reply is too much important for me 🙏
আমার ও আপনার মতো হয়
@@mdsaluddindmx4323 hai 😭😭😭😭
স্যার আমার মাথার তুলির মধ্যে যেনো কি বসে আছে এরকম লাগে,এরকম মাঝে মাঝে হয়,এটার কি করণীয় স্যার প্লিজ জানাবেন
ভূত বসে আছে আপনার মাথায় 👹
স্যার আপনার চেম্বারে কোন জায়গায় প্লিজ দয়া করে জানাবেন
Amio eta jante chai
আমার মাথার বাম পাশে উপরে মাঝ বরাবর চিন চিন মাথা ব্যথা কাল রাত থেকে আজ প্রায় সারাদিন একটু একটু ব্যথা করতেছে কি করবো
Good
একদম সঠিক
স্যার আমার প্রায় ১মাস যাবত মাথার পিছনে ব্যাথা এবং মাথা গরম থাকে এবং তার পর থেকে বুকে ব্যাথা শুরু হয়েছে। স্যার আমার বয়স ১৩ বছর
আমারও একই সমস্যা আজকে দুইবছর।বয়স ২১
আমার ও মাথার পিছনে ডানপাশে খুব যন্ত্রণা হচ্ছে 2 দিন ধরে
আস্সালামুআলাইকুম স্যার
ধন্যবাদ মেডিটক ডিজিটাল এর সাথে থাকার জন্য, আপনার ও আপনার পরিবারের সকলের জন্য রইলো শুভকামনা।
স্যার।আমার প্রায় ৪বছর থেকে তীব্র মাথা ব্যথা।২-৩ মাস পরপর হয় অনেক সময় মাসে প্রায় ২ বার হয়।আবার প্রায় দীর্ঘদিন হয় না। যখন হয় অনেক তীব্র ভাবে মাথাব্যথা হয়।তবে কমন একটা জিনিস খেয়াল করছি যে, ব্যথা শুরু হওয়ার পূর্বে প্রথমে চোখে প্রায় ৫-৭ মিনিট সব ঝাপসা দেখি তারপর মাথাব্যথা শুরু হয় এবং বাথরুমে যেতে হয় সাথে বমিও হয়। আর কিছু হওক বা না হওক ব্যথা শুরুর আগে এই চারটা লক্ষণ দেখা দিবেই।
এটা কি মাইগ্রেনের ব্যথা??
লিঙ্গ:পুরুষ
বয়স:২০বছর
মাইগ্রেনের সমস্যাই মনে হচ্ছে , একজন নিউরোমেডিসিন স্পেশালিষ্ট দেখান ও তার পরামর্শ নিন
@@MediTalkDigital ধন্যবাদ
স্যার মানুষের আমার সাথে কথা বললে কি বলবো,না বলবো মাথায় কোনো কথা আসে না। মাঝে মধ্যে মাথা বেথা করে।
Sir chok er upor dik a kopal er ek pash onkk betha kore... Kopal er rog dekha jaye jokhn betha kore!! R nichu hoye jhukle aro betha kore!!! Eita kno hoye??
স্যার আমার কয়েক দিন পর পর আমার জিলিক দিয়ে ব্যাথা শুরু হয়।স্যার আমার একদিন পর পর
Sir,amr pray, 7-8 bocor pojonto mathar talu batha korca, kono sound nita pari na,jora kotha bolta pari na, basi kotha bolta and sunta pari na,,,gari cholla mathar,talu batha hoy mathar talu thaka tap utha pray somyai....ki korbo plz ektu bolban.....
আমার ছোট বেলা থেকে মাথায় বেথা আগে শুধু সন্ধ্যার পর হত আস্তে আস্তে সব সময় ব্যাথা করে চোখ মাথা একসাথে কি করব বলবেন প্লিজ পড়াশোনা করতে পারিনা
এই সমস্যা হলে কি কি ঔষধ খেতে পারি দয়া করে বলবেন স্যার
wlc sir ♥
স্যার মাথায় MRi করিয়েছি কিসসু ধরা পড়িনি কিন্তু তাও কাসলে,ভারী জিনিস তুললে,তারপর নিচু হয়ে কোনো কিছু পার করতে গেলে চ উপরে মাথার এক পাশে খুব ব্যাথা করে মানে দপ দপ করে কিছুক্ষনের জন্য করে আবার কমে যায় এইটা কি হয়েছে স্যার বলতে পারবেন।মনে ব্যাথা টা মাঝের মধ্যে হয় এইসব কাজ গুলো করলে মাথাটা যন্ত্রণায় দপ দপ করে সিরা ফুলে যায় স্যার খুব কষ্ট পাচ্ছি প্লিজ reply 😢😢😢🙏🏻
আপনার এটা টেনশন হেডেক বলে মনে হচ্ছে, কোন কিছু নিয়ে দুশ্চিন্তা করলে এরকম হতে পারে, আপনি টেনশন করবেন না, নিজেকে ফুরফুরা রাখার চেষ্টা করুন, ধন্যবাদ
@@MediTalkDigital মধ্যে বিত্ত ঘরে জন্ম স্যার। কিন্তু তাও বাবা কে যা বলেছি যত টা পেরেছে সাহায্য করেছে।স্যার কোনো চিন্তা করিনা। কাশি হলে মাথায় লাগে চোখ ও ঠিক আছে দূরের জিনিস দেখতে পাই অসুভিদা হয়না
আমার চোখের ভিতরে প্রথম ব্যাথা করে তারপর মাথার নিচু অংশে অর্থাৎ কপালে দুই পাশে প্রচন্ড ব্যথা হয়।আবার 21 ঘণ্টা পরে কমায় কমে যায়।এখন কি করলে আমার মাথাব্যথা থেকে রক্ষা পাবো।দয়া করে একটু জানাবেন।
স্যার আমার আম্মু প্রায় ৮ দিন মাতার ব্যাতা করতাছে। তো ওনেক ঔষধ এবং ডাক্তার দেখাইছি কিন্তু কমতাছে না।তো আপনার কাছে কি কোনো সলিউশন আছে।থাকলে plz বলবেন।
আমার আজ ৫ দিন যাবত সকাল 11 টা থেকে ব্যাথা উঠে আর সারাদিন থাকে এমন টা হওয়ার কারণ কি,, মুখ সহ মাথা সহ ব্যাথা হয়। মাথা চাপ দিয়ে ধরলে একটু কমে,, ছেড়ে দিলে আবার বাড়ে😥
কি কারনে এই সমস্যাটি হচ্ছে সেটি নির্নয় করা প্রয়োজন। আপনি সরাসরি একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Ami onek tension kori ar amr phn ta dakha pore beshi.. Ami pry somoy onek kotha vhula jai hotat kore akta kotha korta mone holo kicu khon por vhula jai... Sara khon tension akto behsi hoi. Ar karon ta ki ami agula thkee valo thakta chasci kiavebe ager moto hota parbo
Amr pochur matha betha kore
Sob gulo pray migraine er syntrome toh ami ekhn kivabe eta test korabo?
Kon doctor dekhale vlo hobe?
স্যার আমার মাথা খুব ব্যথা করে,,আর সাথে বমি হয় ,,আমার বয়স 20,,,কোনো কি ভয়ের কোনো কারণ আছে ?? একটু বলবেন plz?????plz🙏
আমারও
যখন মাথা ব্যাথা করে কিছু ভালো লাগে না কানের সোজা মাথায় বা সাইদে ব্যাথা করে যখন ব্যাথা করে ওই জায়গায় গরম হয়ে যায় বেশি ব্যাথা করে চোখ ও ব্যাথা করে আলো দেখতে কষ্ট হয়। প্রতি দিন ব্যাথা করে এই টা কোন ধরনের ব্যাথা আমাকে একটু কষ্ট করে বলবেন
Caim amr oi rokom daily kora😭😭😭
Matha bethar shomoy kopal gorom hye chokh gorom hye jay keno?:)
মাথায় এক জায়গায় মাঝে মাঝে ব্যথা উঠলে কোন ডাক্তার কে দেখাবো,, স্কিন সার্জারি,মেডিসিন নাকি অন্য ডাক্তার
Sir apnar Chamber kothai
এক পাশের ব্যথার জন্য কোন বিষয়ে রোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে
স্যার আপনার সাথে যোগাযোগ করতে চাই