Sir 1m stri bese taka obstay 2stri biye kore 1m strir gore akti sontan hoy abong 1m mara jay se kettre 1m stri ki somppoti pabe??2strir Kono kabin nama nay??
ভাইয়া আমার হাজবেন্ড রোড একসিডেণ্টে মারা যায় 31.01.13তারিখে আমি তখন প্রেগনেট ছিলাম মারা যাওয়ার 10দিনের দিন আমার মেয়ে বাবু হয় 09.02.13তারিখে পুনরায় আবার আমার আগের হাজবেন্ডের ফুপাতো ভাইয়ের সাথে বিয়ে হয় কিন্তু তারা আমাদের কোন সম্পত্তি দেয় না আর আমাকে বলে তোমার মেয়ে পাবে অলপ আর আমি নাকি কিছুই পাবো না আমার বিয়ে হয়ে গেছে অন্যের সাথে তাই আমার কাবিন নামা আছে বিয়ের মৃত্যুর সনদ ওও আছে কিন্তু তারা ওয়ারিস র্সাটিফিকেট টা দেয় না বলে আমার নাম কেটে শুধু মেয়ের নাম লেখায় আনতে তাইলে দিবে কমিশনার অফিসের লোকেরা
মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী আপনার অধিকার: আপনি একমাত্র স্ত্রী: যদি আপনার স্বামী মারা যান এবং আপনার সন্তান না থাকে, তবে আপনি তার একমাত্র স্ত্রী হিসেবে ১/৪ (এক চতুর্থাংশ) সম্পত্তি পাবেন। অর্থাৎ, আপনি তার মোট সম্পত্তির এক চতুর্থাংশের অধিকারী হবেন। বাকি সম্পত্তি: আপনার স্বামীর মৃত্যুর পর, বাকি সম্পত্তি তার ভাই এবং বাকি পরিবার সদস্যদের মধ্যে ভাগ হবে, তবে আপনার অংশ ১/৪ থাকবে। ভাইরা যদি আপনাকে সম্পত্তি না দেয়, আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন।
ভাইয়া আমার ও একটা কথা ছিলো,,, আমার আব্বুর সাথে আম্মুর ডিভোর্স হয়ে গেছে,,,,তার পর আমার আম্মুর অন্য একজনের সাথে বিয়ে হয়েছে,,,, সেই আনকেন এর ঘরে ২ ছেলে এক মেয়ে আছে,,, আমার আম্মু আর কোনো বাবু নেয় নাই।।।।তাহলে কি আমার আম্মু কোনো জায়গা সম্পত্তির মালিক হবে??😔প্লিজ জানাবেন।আমার মায়ের কাবিন নামা আছে,,আর আইডিকাড ও আনকেলের নামে,,,এখন আমার আম্মুর কি করনীয়???
স্যার আমি একটা পরামর্শ চাচ্ছি আমার আব্বু আম্মু ১৯৯১ সালে একজন থেকে 21 করা জমি কিনছিল হবালাতে আছে 21 করা কিন্তু আরেস খতিয়ানের জায়গা সাড়ে সোল্ল করা আছে যার থেকে জায়গাগুলো কিনছি সে প্রথমে একটা বিয়ে করছিল প্রথম ঘর একটা মেয়ে ছিল তারপর প্রথম স্ত্রীকে তালাক দিয়েছে দ্বিতীয় আরেকটা বিয়ে করছে সে ঘরে একটি মেয়ে একটি ছেলে আছে ওই যাকে তালাক দিছে ওই স্ত্রী কি তার স্বামীর জমির অংশ পাবে আরেকটা কথা হচ্ছে প্রথম ঘরের মেয়েটা জমির কত অংশ পাবে একটু বলবেন
আচ্ছা ভাই,আমার বোনের বিয়ের আগে স্বামী বিয়ে করে এবং তালাক হয় ওই স্ত্রীর সাথে,ওই ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে,এবং আমার বোনের ঘরে এক ছেলে এক মেয়ে আছে,এখন কথা হচ্ছে,আমার বোনের স্বামীর নিজের কেনা ২ গন্ডা জমি আছে,সে ক্ষেত্রে দু পক্ষের ছেলেমেয়েরা কতটুকু পাবে,আর আমার বোন স্বামীর কাছে কোন সম্পত্তির ভাগ পাবে কিনা,এখনো স্বামী জীবিত আছে,আর বসতভিটা হলো আমার বোনের শশুর এর বাবার সম্পত্তি,এখন বসত ভিটায় দ্বিতীয় স্ত্রী নিয়ে স্বামী আছে,আগের পক্ষের ছেলেমেয়েরা তালাক হওয়ার পর মায়ের সাথেই থাকে,এখন কথা হলো বসতভিটা ২ গন্ডা তো আগের পক্ষের ছেলেমেয়েরা যে ভাগ পাবে তাদের কে কি আমার বোনের স্বামীর নিজের কেনা ২ গন্ডা জায়গা থেকে ভাগ দেওয়া যাবে কি না,মানে বসতভিটা থেকে না দিয়ে,ওই বসতভিটা এখনো আমার বোনের স্বামীর ফুফুদের সম্পত্তির ভাগও হয়নি,কারণ ওই জায়গার অনেক ভেজাল,তো,বসত ভিটায় বর্তমান স্ত্রী সন্তানকে দিলে,বাইরে কেনা জায়গা থেকে আগের পক্ষের ছেলেমেয়েদের দিতে পারবে কিনা,সেক্ষত্রে পরবর্তী দাদার সম্পত্তির ভাগ চাইবে কিনা,কিভাবে লিখে দিতে হবে,একটু জানালে উপকৃত হবো,প্লিজ একটু রিপ্লাই দিবেন,
১। স্বামীর জীবদ্দশায়: জীবিত অবস্থায় স্বামী তার নিজের সম্পত্তি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন। ২। স্বামীর মৃত্যু হলে (ইসলামী আইন অনুযায়ী): নিজের কেনা ২ গন্ডা জমিতে ২ সংসারের সন্তানদের মধ্যে: উভয় পক্ষের সন্তানরা সমান উত্তরাধিকারী হবে। ছেলে মেয়ের মধ্যে ভাগ হবে ২:১ অনুপাতে। বর্তমান স্ত্রী: স্বামীর মোট সম্পত্তির ১/৮ ভাগ পাবেন। ৩। ১ম স্ত্রী কিছু পাবে না, কারন তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে।
১ম সামি মারা জাওয়ার সময় ১ স্ত্রী , + ১ ছেলে +১মেয়ে আছে। তারপর আবার অই স্ত্রী ২য় বিবাহ করেন। এই ঘরে তিন ছেলে +১ মেয়ে আছে | এখন জানা দরকার হল, মা'য়ের ১ম সাম্মি থেকে পাপ্ত সম্পত্তি ২য় ঘরের ৩ ছেলে +১ মেয়ে পাবে কি না??
আপনারা স্বামীর মৃত্যুর পর স্ত্রী ২ য় বিয়ে করলে প্র থম স্বামীর সম্পত্তিতে স্ত্রী অধিকার আছে কিনা সে বিষয়ে বলেন কিন্তু স্ত্রীর মৃত্যুর পরে স্বামী ২য় বিয়ে করলে প্রথম স্ত্রীর সম্পত্তিতে স্বামীর অধিকার আছে কিনা এ বিষয়ে বলেন না, এটা কি এক তরফা হয়ে গেলো না।সুস্ঠ বিচারটা করেন
প্রথম স্বামী থাকাবস্থায় দ্বিতীয় বিয়ে মানে হচ্ছে, আপনি প্রথম স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় স্বামীকে বিয়ে করেছে। তালাক দিয়ে দিলে প্রথম স্বামীর সাথে আপনার আর কোন সম্পর্ক নেই। তবে, প্রথম স্বামী এবং আপনার বিবাহ বলবত থাকাবস্থায় যেসব সন্তান জন্ম গ্রহণ করেছে, তারা তাদের পিতার উত্তরাধিকার হিসেবে সম্পত্তি পাবে কিন্তু আপনি পাবেন না।
প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ঐ মহিলার সম্পত্তি প্রথম স্বামীর সন্তান পাবে নাকি দ্বিতীয় স্বামীর সন্তান পাবে, এটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে সন্তান ঐ মহিলার কিনা। প্রথম স্বামীর সাথে যদি ঐ মহিলার নিজের গর্ভের সন্তান হয়ে থাকে, তাহলে অবশ্যই ঐ সন্তান তার মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে। অর্থাৎ, মহিলার প্রথম স্বামীর সাথে নিজ গর্ভের সন্তান সম্পত্তি পাবে। কিন্তু, যদি প্রথম স্বামী সন্তান যে কিনা এই মহিলার গর্ভের নয়, বরং প্রথম স্বামীর অন্য কোন স্ত্রীর সন্তান, সেক্ষেত্রে সেই সন্তান এই মহিলার সৎ সন্তান, নিজ গর্ভের নয়। তাই, সেই সন্তান সম্পত্তি পাবে না। একই ভাবে মহিলার দ্বিতীয় স্বামীর সাথে নিজ গর্ভের সন্তান হলে পাবে, কিন্তু দ্বিতীয় স্বামীর অন্য কোন স্ত্রীর গর্ভের সন্তান পাবে না। সহজে মনে রাখতে এটা মনে রাখবেন যে, মহিলার গর্ভের সন্তান হতে হবে, না হলে সম্পত্তি পাবে না।
উত্তরাধিকার এর কোথায় বলা হয়েছে স্বামী মারা গেলে স্ত্রী 2nd বিয়ে করলে সম্পত্তি এর অধিকার আছে? স্বামী মারা গেলে বলা আছে স্ত্রী 8/1 পাবে কিন্তু অন্য কোথাও বিয়ে করলে 8/1 পাবে সেইটা কি বলা আছে? তালাক হলে সে এমনি স্বামীর অধিকার হারাবে সে ক্ষেত্রে সম্পত্তির অধিকার প্রশ্নই আসে না. কিন্তু স্ত্রী 2nd বিয়ে করলে সম্পত্তি পাবে সেইটা কোন আইন এ বলা আছে একটু ক্লিয়ার করবেন??
স্বামীর মৃত্যুর সময় যদি স্ত্রী জীবিত থাকে, সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে। এরপর স্ত্রী পুনরায় বিয়ে করলে সেটা কোন ভাবেই ১ম স্বামীর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে বাঁধা সৃষ্টি করবে না৷
১ ম স্বামী ৪ শতক জমি স্ত্রীর নামে দলিল করে দিছে, দানপত্রে।পরে ১ম স্মামী কৃতক তালাকপ্রাপ্ত হয় এবং পরবর্তী ২য় বিয়ে করে।এখন ১ ম স্বামীর শুধু ৩ জন কন্যা সন্তান ছিল।তারা কি মায়ের রেজিস্ট্রিকৃত জমি বাতিল করার ক্ষমতা রাখে
Sir 1m stri bese taka obstay 2stri biye kore 1m strir gore akti sontan hoy abong 1m mara jay se kettre 1m stri ki somppoti pabe??2strir Kono kabin nama nay??
প্রশ্নটা স্পষ্ট না৷ কে কার কাছ থেকে সম্পত্তি পাওয়ার কথা বলতেছেন?
Reference ache kichu jante chacchi karon ami aita nei recently vhuktovhugi
রেফারেন্স বলতে আইনের নাকি কেস ল??
ভাইয়া আমার হাজবেন্ড রোড একসিডেণ্টে মারা যায় 31.01.13তারিখে আমি তখন প্রেগনেট ছিলাম মারা যাওয়ার 10দিনের দিন আমার মেয়ে বাবু হয় 09.02.13তারিখে
পুনরায় আবার আমার আগের হাজবেন্ডের ফুপাতো ভাইয়ের সাথে বিয়ে হয় কিন্তু তারা আমাদের কোন সম্পত্তি দেয় না আর আমাকে বলে তোমার মেয়ে পাবে অলপ আর আমি নাকি কিছুই পাবো না আমার বিয়ে হয়ে গেছে অন্যের সাথে তাই
আমার কাবিন নামা আছে বিয়ের মৃত্যুর সনদ ওও আছে কিন্তু তারা ওয়ারিস র্সাটিফিকেট টা দেয় না বলে আমার নাম কেটে শুধু মেয়ের নাম লেখায় আনতে তাইলে দিবে কমিশনার অফিসের লোকেরা
আপনি দেওয়ানি আদালতে মামলা করেন
Sir, oi narir sompoti ki dui pokkher sontanera paben.....
ঐ মায়ের গর্ভে জন্ম নেওয়া সকল সন্তানই পাবে।
Boimatar/ sott selera ki pabe
স্যার আমার বাবার মৃত্যুর পর আমার মা দ্বিতীয় বিয়ে করেন..এবং আমি এই দ্বিতীয় সংসারে বড় হইছি... আমার মা আমার বাবার সম্পত্তিতে কি কোনো ভাগ পাবে?
জি, আপনি এবং আপনার মা দুইজনই আপনার বাবার সম্পত্তিতে ভাগ পাবেন৷ কারনটা ভিডিওতে স্পষ্ট করে বলা হয়েছে৷ ভিডিওটা শুনুন মনোযোগ দিয়ে।
@@LEGALFIST ai obosthay, tar sott vi o bon ra ki sompod pabe??
আপনার নাম্বারটা দিবেন আমি জমির বিষয় নিয়ে কিছু পরামর্শ করার জন্য
প্রশ্নটা এখানে করা যায় না?
ভাইয়া আমার বাবা ২ বিবাহ করেন প্রথম মা মারার যাওয়ার পরে তিনি পুনরায় ২ য় বিয়ে করেন। এখন ১ ম মা যিনি মারা যান তিনি কি মহরোনা অংশিদার কি কেউ পাবে
আমার স্বামী মারা গেছে কোন সন্তান নাই আমাদের। কিন্তু স্বামী ভাই রা আমাকে কোন সম্পত্তি দিবে না তাহলে কি করবো আমি আমি কতটুকু পাবো।যেহেতু আমার সন্তান নাই।
মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী আপনার অধিকার:
আপনি একমাত্র স্ত্রী: যদি আপনার স্বামী মারা যান এবং আপনার সন্তান না থাকে, তবে আপনি তার একমাত্র স্ত্রী হিসেবে ১/৪ (এক চতুর্থাংশ) সম্পত্তি পাবেন। অর্থাৎ, আপনি তার মোট সম্পত্তির এক চতুর্থাংশের অধিকারী হবেন।
বাকি সম্পত্তি: আপনার স্বামীর মৃত্যুর পর, বাকি সম্পত্তি তার ভাই এবং বাকি পরিবার সদস্যদের মধ্যে ভাগ হবে, তবে আপনার অংশ ১/৪ থাকবে।
ভাইরা যদি আপনাকে সম্পত্তি না দেয়, আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন।
ভাইয়া আমার ও একটা কথা ছিলো,,, আমার আব্বুর সাথে আম্মুর ডিভোর্স হয়ে গেছে,,,,তার পর আমার আম্মুর অন্য একজনের সাথে বিয়ে হয়েছে,,,, সেই আনকেন এর ঘরে ২ ছেলে এক মেয়ে আছে,,, আমার আম্মু আর কোনো বাবু নেয় নাই।।।।তাহলে কি আমার আম্মু কোনো জায়গা সম্পত্তির মালিক হবে??😔প্লিজ জানাবেন।আমার মায়ের কাবিন নামা আছে,,আর আইডিকাড ও আনকেলের নামে,,,এখন আমার আম্মুর কি করনীয়???
আর হে ওই আনকেল এখন আর দুনিয়াতে নেই🥲
আপনার আম্মু ওনার ২য় স্বামীর কাছ থেকে স্ত্রী হিসেবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে ১/৮ অংশ।
স্যার আমি একটা পরামর্শ চাচ্ছি আমার আব্বু আম্মু ১৯৯১ সালে একজন থেকে 21 করা জমি কিনছিল হবালাতে আছে 21 করা কিন্তু আরেস খতিয়ানের জায়গা সাড়ে সোল্ল করা আছে যার থেকে জায়গাগুলো কিনছি সে প্রথমে একটা বিয়ে করছিল প্রথম ঘর একটা মেয়ে ছিল তারপর প্রথম স্ত্রীকে তালাক দিয়েছে দ্বিতীয় আরেকটা বিয়ে করছে সে ঘরে একটি মেয়ে একটি ছেলে আছে ওই যাকে তালাক দিছে ওই স্ত্রী কি তার স্বামীর জমির অংশ পাবে আরেকটা কথা হচ্ছে প্রথম ঘরের মেয়েটা জমির কত অংশ পাবে একটু বলবেন
Thank you
You're welcome. Thanks for supporting Legal Fist. ❤️
পারিবারিক পেনশন বন্ধ হয় কেন?
Sir sami mara geche ek meye ache, arek biye korle, samir sob jobi pabe ki sontan r ma
মৃত স্বামীর সম্পত্তিতে স্ত্রী ১/৮ অংশ আর মেয়ে ১/২ অংশ পাবে। বাকীটা অন্যান্য ওয়ারিশরা পাবে।
আচ্ছা ভাই,আমার বোনের বিয়ের আগে স্বামী বিয়ে করে এবং তালাক হয় ওই স্ত্রীর সাথে,ওই ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে,এবং আমার বোনের ঘরে এক ছেলে এক মেয়ে আছে,এখন কথা হচ্ছে,আমার বোনের স্বামীর নিজের কেনা ২ গন্ডা জমি আছে,সে ক্ষেত্রে দু পক্ষের ছেলেমেয়েরা কতটুকু পাবে,আর আমার বোন স্বামীর কাছে কোন সম্পত্তির ভাগ পাবে কিনা,এখনো স্বামী জীবিত আছে,আর বসতভিটা হলো আমার বোনের শশুর এর বাবার সম্পত্তি,এখন বসত ভিটায় দ্বিতীয় স্ত্রী নিয়ে স্বামী আছে,আগের পক্ষের ছেলেমেয়েরা তালাক হওয়ার পর মায়ের সাথেই থাকে,এখন কথা হলো বসতভিটা ২ গন্ডা তো আগের পক্ষের ছেলেমেয়েরা যে ভাগ পাবে তাদের কে কি আমার বোনের স্বামীর নিজের কেনা ২ গন্ডা জায়গা থেকে ভাগ দেওয়া যাবে কি না,মানে বসতভিটা থেকে না দিয়ে,ওই বসতভিটা এখনো আমার বোনের স্বামীর ফুফুদের সম্পত্তির ভাগও হয়নি,কারণ ওই জায়গার অনেক ভেজাল,তো,বসত ভিটায় বর্তমান স্ত্রী সন্তানকে দিলে,বাইরে কেনা জায়গা থেকে আগের পক্ষের ছেলেমেয়েদের দিতে পারবে কিনা,সেক্ষত্রে পরবর্তী দাদার সম্পত্তির ভাগ চাইবে কিনা,কিভাবে লিখে দিতে হবে,একটু জানালে উপকৃত হবো,প্লিজ একটু রিপ্লাই দিবেন,
দুই গন্ডা মানে ৪ শতক,
১। স্বামীর জীবদ্দশায়:
জীবিত অবস্থায় স্বামী তার নিজের সম্পত্তি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন।
২। স্বামীর মৃত্যু হলে (ইসলামী আইন অনুযায়ী):
নিজের কেনা ২ গন্ডা জমিতে ২ সংসারের সন্তানদের মধ্যে:
উভয় পক্ষের সন্তানরা সমান উত্তরাধিকারী হবে।
ছেলে মেয়ের মধ্যে ভাগ হবে ২:১ অনুপাতে।
বর্তমান স্ত্রী:
স্বামীর মোট সম্পত্তির ১/৮ ভাগ পাবেন।
৩। ১ম স্ত্রী কিছু পাবে না, কারন তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে।
❤❤❤❤❤❤❤❤❤❤
১ম সামি মারা জাওয়ার সময় ১ স্ত্রী , + ১ ছেলে +১মেয়ে আছে। তারপর আবার অই স্ত্রী ২য় বিবাহ করেন। এই ঘরে তিন ছেলে +১ মেয়ে আছে | এখন জানা দরকার হল, মা'য়ের ১ম সাম্মি থেকে পাপ্ত সম্পত্তি ২য় ঘরের ৩ ছেলে +১ মেয়ে পাবে কি না??
আপনারা স্বামীর মৃত্যুর পর স্ত্রী ২ য় বিয়ে করলে প্র থম স্বামীর সম্পত্তিতে স্ত্রী অধিকার আছে কিনা সে বিষয়ে বলেন কিন্তু স্ত্রীর মৃত্যুর পরে স্বামী ২য় বিয়ে করলে প্রথম স্ত্রীর সম্পত্তিতে স্বামীর অধিকার আছে কিনা এ বিষয়ে বলেন না, এটা কি এক তরফা হয়ে গেলো না।সুস্ঠ বিচারটা করেন
১ম স্বামী জীবিতো থাকা অবস্থায় ২য় বিয়ে করলে কি স্ত্রী কি সম্পত্তিতে অধিকার পাবে ? তাদের সন্তান ও আছে......?
প্রথম স্বামী থাকাবস্থায় দ্বিতীয় বিয়ে মানে হচ্ছে, আপনি প্রথম স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় স্বামীকে বিয়ে করেছে। তালাক দিয়ে দিলে প্রথম স্বামীর সাথে আপনার আর কোন সম্পর্ক নেই। তবে, প্রথম স্বামী এবং আপনার বিবাহ বলবত থাকাবস্থায় যেসব সন্তান জন্ম গ্রহণ করেছে, তারা তাদের পিতার উত্তরাধিকার হিসেবে সম্পত্তি পাবে কিন্তু আপনি পাবেন না।
প্রথম সামি মারা যাওয়ার পর দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে।ঐ মহিলার সম্পত্তি প্রথম সামির সন্তান পাবে না দ্বিতীয় সামির সন্তান পাবে।
প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ঐ মহিলার সম্পত্তি প্রথম স্বামীর সন্তান পাবে নাকি দ্বিতীয় স্বামীর সন্তান পাবে, এটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে সন্তান ঐ মহিলার কিনা।
প্রথম স্বামীর সাথে যদি ঐ মহিলার নিজের গর্ভের সন্তান হয়ে থাকে, তাহলে অবশ্যই ঐ সন্তান তার মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে। অর্থাৎ, মহিলার প্রথম স্বামীর সাথে নিজ গর্ভের সন্তান সম্পত্তি পাবে। কিন্তু, যদি প্রথম স্বামী সন্তান যে কিনা এই মহিলার গর্ভের নয়, বরং প্রথম স্বামীর অন্য কোন স্ত্রীর সন্তান, সেক্ষেত্রে সেই সন্তান এই মহিলার সৎ সন্তান, নিজ গর্ভের নয়। তাই, সেই সন্তান সম্পত্তি পাবে না। একই ভাবে মহিলার দ্বিতীয় স্বামীর সাথে নিজ গর্ভের সন্তান হলে পাবে, কিন্তু দ্বিতীয় স্বামীর অন্য কোন স্ত্রীর গর্ভের সন্তান পাবে না।
সহজে মনে রাখতে এটা মনে রাখবেন যে, মহিলার গর্ভের সন্তান হতে হবে, না হলে সম্পত্তি পাবে না।
উত্তরাধিকার এর কোথায় বলা হয়েছে স্বামী মারা গেলে স্ত্রী 2nd বিয়ে করলে সম্পত্তি এর অধিকার আছে? স্বামী মারা গেলে বলা আছে স্ত্রী 8/1 পাবে কিন্তু অন্য কোথাও বিয়ে করলে 8/1 পাবে সেইটা কি বলা আছে? তালাক হলে সে এমনি স্বামীর অধিকার হারাবে সে ক্ষেত্রে সম্পত্তির অধিকার প্রশ্নই আসে না. কিন্তু স্ত্রী 2nd বিয়ে করলে সম্পত্তি পাবে সেইটা কোন আইন এ বলা আছে একটু ক্লিয়ার করবেন??
স্বামীর মৃত্যুর সময় যদি স্ত্রী জীবিত থাকে, সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে। এরপর স্ত্রী পুনরায় বিয়ে করলে সেটা কোন ভাবেই ১ম স্বামীর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে বাঁধা সৃষ্টি করবে না৷
বাবা দুইটা বিয়ে একটা মা মারা গেছে একটা মা জিন্দা আছে বাবা মারা গেছে আছে কিভাবে সম্পত্তি ভাগ হয়
১ ম স্বামী ৪ শতক জমি স্ত্রীর নামে দলিল করে দিছে, দানপত্রে।পরে ১ম স্মামী কৃতক তালাকপ্রাপ্ত হয় এবং পরবর্তী ২য় বিয়ে করে।এখন ১ ম স্বামীর শুধু ৩ জন কন্যা সন্তান ছিল।তারা কি মায়ের রেজিস্ট্রিকৃত জমি বাতিল করার ক্ষমতা রাখে
দানপত্র দলিল বাতিল করবে কোন গ্রাউন্ডে?
একটু খুলে বলবেন প্লিজ।