স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার কতটুকু।স্ত্রীর পুত্র সন্তান না থাকলে কতটুকু পায়।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 232

  • @najmuleva7971
    @najmuleva7971 4 ปีที่แล้ว +6

    আমার শশুর ১৫০০০০০ টাকার সম্পদ রেখে গেছে উনি ২বিয়ে করেছে ১ম বউ মারা গেছে তার ৩ছেলে ১মেয়ে এবং ২বউ এর কোন সন্তান নেই (সারে৫মাস সংসার করেছে) এখন এই টাকার মধ্যে ২য় বউ কত টাকা পাবে??? Plz Ans টা যলদি দিবেন

    • @ranakarim5375
      @ranakarim5375 4 ปีที่แล้ว

      ২য় বউ তো হিসেবে ৮ ভাগের ১ ভাগ পায়

  • @nizamuddin-ns2in
    @nizamuddin-ns2in ปีที่แล้ว +1

    নতুন কিছু শিখতে পারলাম। ধন্যবাদ

  • @jannatjahan1901
    @jannatjahan1901 3 ปีที่แล้ว +1

    Vaia Sami mara geshe 1 chele r 1maye raikha tar por 2 bie hoy akn ki 1st samir sompottir vag pabe

  • @marufsheikh7868
    @marufsheikh7868 ปีที่แล้ว

    ভাইয়া, সালাম নিবেদন
    আমার ভাই এর বিয়ে হয় ২০১৩ সালে, এই মহিলা বিয়ের শুরু থেকে আমার বড় ভাইকে পরিবারের থেকে আলাদা করার চেষ্টা করে। এবং একসময় সে বলে যেহেতু এই মহিলা আগে থেকে জানতো এর সন্তান হবে না। সেহেতু সে স্বামী হারা হলে দেবর(আমি) ও আমার মা নাকি তাকে বের করে দেবার অজুহাত দেখিয়ে আমার বড় ভাই এর সারা জীবনের কামাই নিজ নামে করে নেয়। এখন স্বামী(আমার বড় ভাই) দিয়ে আমাদের পৈতৃক ভিটা-জায়গার ওপর নজর, সে সমস্ত সম্পত্তি নিজ নামে করার ধান্ধা করতেছে অবৈধভাবে।
    এখন যদি তার সন্তান থাকতো তবে প্রবলেম ছিল না। এমনকি তার শুরু থেকে ব্যবহারও ভালো না। স্বামীকে খারাপ প্রকৃতির মানুষ হতে বাধ্য করে বাড়িতে অর্থাৎ মাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমার মা চরম অসন্তুষ্ট তার প্রতি। এমনকি আমার মাকে একবার মারার চেষ্টাও করেছিল। এখন কথা হচ্ছে আমার বড়ো ভাই তো পৈতৃক ভিটা-জায়গা পায় বৈধতা হিসেবে কিন্তু স্বামী মারা যাওয়ার অজুহাত শুনিয়ে সে আমার বড় ভাই এর থেকে সমস্ত সম্পত্তি নিজ নামে করে নেওয়ার পর এই মহিলা (আমার ভাই এর নিঃসন্তান স্ত্রী) মারা গেলে তো এই মহিলার বাপ ভাই পাবে। এখানে করণীয় কি? আমার বড় ভাই এর জমি জমা নিলে বা ভাই এর সারাজীবনের রোজগারের ইনকাম সে ভোগ দখল করলেও আমাদের প্রবলেম নেই। কিন্তু শ্বশুরের জমিজমা যাতে না পায় সেইটা কিভাবে রক্ষা করবো?
    এমতাবস্থায় আমরা অনেক কষ্টে দুর্ভোগে আছি। প্লিজ জানাবেন।
    আমার নিজ চাকরী পর্যন্ত এই মহিলা নষ্ট করে দিয়েছে। আমি ও আমার মা বাড়িতে থাকি। আমরা দুই ভাই এক বোন, ভাই বড়, বোন মেজ, আমি সবার ছোট। আমি সরকারি বাঙলা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সেলস অফিসার হিসেবে চাকরীরত ছিলাম। বর্তমানে আমি কর্মহীন। আমার বাবা ২০০৩ সালে মারা যায় ক্যান্সারে। উনি বিসিআইসির এর রসায়নবিদ ও এর আওতাধীন পাকশী পাবনার নর্থ বেঙ্গল পেপার মিলের রিকোভারী শাখার (প্রধান তক্তাবধায়ক) ছিলেন।
    বর্তমানে আমার ভাই বাড়িতে আসে না, মাকে কষ্ট দেয় টাকা পয়সাও দেয়না। উল্টো জমি জমা থেকে সব টাকা আত্মসাত করে নিচ্ছে। আল্লাহ জানেন কি কষ্টে আছি? এই মহিলার জন্য আমাদের এই সমস্যা। আমরাই বিয়ে দিয়েছি মা মরা দেখে, এই মহিলারা তিন বোন ও এক ভাই। এই আজ তিন চার বছর সে আমার ভাইকে বাড়ি আসতে দেয় না। আমার কর্মস্থলে প্রবলেম করে। আমার মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ। পরামর্শ দিন প্লিজ

  • @arifaakter9043
    @arifaakter9043 3 ปีที่แล้ว +1

    Vai amer chele naballok, Amon kono niyom ase je amer samir sompod amer name lekha holo ,tar por cheler jokhon 18 bosor hobe tokhon oi sompod cheler name hoye jane amon kono niyom ache?Vai plz janaben,amer samir sompotti jodi cheler name lekha

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว

      সামী জীবিত থাকলে হবে, না হলে হবেনা,

  • @Musfique-t2m
    @Musfique-t2m 4 ปีที่แล้ว +1

    অসম্পূর্ণ।
    আপন জীবিত ভাই, বোন কত পাবে ?
    আবার আপন মৃত ভাই / বোনের সন্তানরা কতটুকু পাবে ?

  • @mdrafiq6054
    @mdrafiq6054 4 ปีที่แล้ว +1

    Good containe

  • @gameingaytizza1740
    @gameingaytizza1740 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই আমার স্বামী মরা গেছে আমার দুই ছেলে আছে তা কি ভাগে ভাগ হবে আর অনেকেই বলছে আমার শাশুড়ি বেচে আছে সে কি আমার সমপ্তির ভাগ পাবে আমার স্বামী র আর দুই ভাই এক বোন আছে সবাই কে আমার শাশুড়ী লিখে দিয়ে দিছে। বোন তার জায়গা বিক্রি করে দিয়েছে বড় ছেলেও কিছু জায়গা বিক্রি করে দিয়েছে। আমার স্বামী বিক্রি করেনি। এখন কি আমার শাশুড়ী আমার স্বামী সমপ্তির ভাগ পাবে

  • @inayasdreamworld1118
    @inayasdreamworld1118 2 ปีที่แล้ว

    Mito husband ar sompotti wife ki called tar chele meyer moddhe soman vage vag kore dite parbe ?

  • @mituakhter4792
    @mituakhter4792 3 ปีที่แล้ว

    আমারফুফুর বাবার বারির জমি আছে তার সামি বা সোন্তান নাই তিনভাই ও দুই বোন ও মা আছে তিন ভাইএর এক ভাই মারা গেছে মৃত্য ভায়ের একটি ছেলে ও দুইটি মেয়ে আছে তাহলে জমি কিভাবে ভাগকরব দয়াকরে এই বিষয়ে একটি ভিডিও আপলোড দিবেন অপুকার হবে ।।

  • @dreams7856
    @dreams7856 3 ปีที่แล้ว +2

    ভাইয়ের সম্পত্তি, স্ত্রী,ভাই,বোন ও মা কত টুকু পাবে বললে অনেক অনেক উপকার হত ভাইয়া please help koren

  • @khanauwal9901
    @khanauwal9901 4 ปีที่แล้ว +2

    ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আমার দাদার যে সম্পত্তি আছে তার ওয়ারিশ হিসেবে আছে ১ ছেলে ৩ মেয়ে আর আমার দাদি এখন এর সঠিক বন্টন কিভাবে হবে জানালে উপকৃত হব

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      উদাহরণ সরুপ ১০০ শতক জমি, ছেলে পাবে ৪০ শতক মেয়েরা পাবে ২০ শতক করে

    • @maheerose6808
      @maheerose6808 4 ปีที่แล้ว

      @@OnlineSupport4you দাদী পাবে ১/৮ অংশ, ছেলে পাবে বাকী সম্পত্তির ২/৫ এবং প্রত্যেক মেয়ে পাবে ১/৫।

  • @mahbubsaif3244
    @mahbubsaif3244 3 ปีที่แล้ว +1

    জমির পরিমাণ ৪৪ শতাংশ।
    ওয়ারিশ -
    ২ ছেলে
    ২ মেয়ে
    একজন সৎ মা
    কে কত অংশ পাবে দয়া করে যদি হিসাব করে দিতেন খুব উপকার হতো।
    ধন্যবাদ

  • @mdsayedsak2196
    @mdsayedsak2196 2 ปีที่แล้ว

    দুই স্ক্রী প্রাথম জনের এক ছেলে এক মেয়ে পরের জনের এক ছেলে তাহলে কি ভাবে জমি ভাগ করবো পিলিস জাবেন

  • @344khim
    @344khim 4 ปีที่แล้ว +1

    হেলো ভাইয়া আমার একটা প্রশন আছে,আমার নানা আমার মার নামে জমি লিখে দিসে যা আমার মার দখলে আমার নানা জীবিত, এখন যদি আমার মা আমার নানার আগে মৃত্যুবরণ করে তাহলে কি নানা সেই জমির ভাগ পাবে নাকি আমার মার সন্তানরা পাবে। ধন্যবাদ

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      না পাবেনা যদি ছেলে সন্তান থাকে

  • @Islamicdawahendtime
    @Islamicdawahendtime 3 ปีที่แล้ว +2

    ভাই,মেয়ে মারা গেছে মা বেচে আছে,
    মেয়ের কোন পুত্র নাই এককন্যা স্বামী রেখে মারা গেছে,
    এক্ষেত্রে মায়ের কোন অংশ থাকে কি, ,?
    অতি জররী বিষয় তাই জানতে চাইছি,
    এক বৃদ্ধা আমার কাছে জানতে চাইছে

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว +1

      ১৯৬১ মুসলিম আইনে পাবে

  • @antorahmed2580
    @antorahmed2580 4 ปีที่แล้ว +1

    ভাই আচ্চালামুয়ালাইকুম। দয়া করে উত্তর টা দিবেন ভাই। আপনার কাছে একটা সমস্যা সামাদান এর জন্য নক দিচি।
    একজন মহিলা আগের সামি মারা জাওয়ার পর। পরে আবার বিয়ে করে। অই মহিলার দু পহ্মে বাচ্চা আচে। এখন প্রস্ন হল
    জিনি মারা গেচেন ওই প্রথম সামির জমির ভাগ কি পরের ঘরের সন্তান রা পাবে। আর স্ত্রী কোতুটুক সম্পত্তি পাবে প্রথম সামি থেকে?

  • @ahmedsaami982
    @ahmedsaami982 4 ปีที่แล้ว

    আছসালামু আলাইকুম,,আমার প্রশ্ন? আমার শাশুড়ের কোন ছেলে সন্তান নেই কেবল একটি মাত্র মেয়ে আছে,যিনি আমার স্ত্রী,আমার শাশুড়ি আছেন এবং আমার সাতে তাকেন,আমার শাশুড়ের তিন জন বোন আছেন তারা জিবিত আছেন তবে বৃদ্ব,উনার কোন ভাই নেই,এখন উনার সম্পদ টা কি করে বন্টন হবে?জানালে উপকৃত হব।

  • @gopasarkar9760
    @gopasarkar9760 3 ปีที่แล้ว

    Dada vi.... Amr baba ni... Babar sompoti ache seta kaka jata der kache.. Onader ank bar bole chi j amr babar vag ta Amy dite... Kintu onara kono kotha sone na.... Amr kotha kono patta Day na.... Plce help dada...

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว

      উকিল নোটিশ দেন, না সুনজরে বাটোয়ারা আইনে মামলা দেন, এবং খতিপুরণ দাবি করেন

  • @md.hashemali2500
    @md.hashemali2500 3 ปีที่แล้ว +1

    ভাই আমার আব্বা মৃত্যুবরণ করেছে আমরা ৩ ভাই ও ৬ বোন মা জীবিত আছেন।আমাদের জমি আছে ২০ বিঘা। কিভাবে বন্টন হবে দয়া করে জানাবেন।

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว

      ৬ বোনে অর্ধক বাকি অর্ধেক ভাইয়েরা

  • @biplopdev6069
    @biplopdev6069 4 ปีที่แล้ว +1

    Amra 4 bon amr ma Mara gece..baba avr 2nd viye korece se mohilar age viye huyece1cele o ace baba 2gonta somporthi danporthu Kore delo ....amra ki baba somporthi odhikar pabu?...r jdi baba amader k odhikar theke bad de amra 4 bon aien kno help pabo?

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      যাকে দান করবে সে পাবে,বাবার নামে থাকলে ওয়ারিশ যারা থাকবে তারা পাবে

  • @mostafa-hs7sv
    @mostafa-hs7sv 3 ปีที่แล้ว

    Amar didar baper 842 dismel jomi ache 6 vai 3 te bon ar wife ar koto tuku kore jomi pabe aktu jodi bole den

  • @popyrani7722
    @popyrani7722 3 ปีที่แล้ว +1

    আমার বাবা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। আমি তার কন্যা সন্তান আমি কি সেই সম্পত্তির মালিক হব । দয়া করে জানাবেন

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว

      হবেন

    • @popyrani7722
      @popyrani7722 3 ปีที่แล้ว

      @@OnlineSupport4you আমি আপনার সাথে একটু কথা বলতে চাই দয়া করে কথা বলবেন কি

  • @antorahmed2580
    @antorahmed2580 4 ปีที่แล้ว +1

    ভাই আচ্চালামুয়ালাইকুম। আপনার কাছে একটা সমস্যা সামাদান এর জন্য নক দিচি।
    একজন মহিলা আগের সামি মারা জাওয়ার পর। পরে আবার বিয়ে করে। অই মহিলার দু পহ্মে বাচ্চা আচে। এখন প্রস্ন হল
    জিনি মারা গেচেন ওই প্রথম সামির জমির ভাগ কি পরের ঘরের সন্তান রা পাবে। আর স্ত্রী কোতুটুক সম্পত্তি পাবে প্রথম সামি থেকে?

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      শুধু সন্তানরা পাবে

  • @abirkhan9766
    @abirkhan9766 3 ปีที่แล้ว

    ভাই wife age mara gele 1sele 1meye r sami rekhe mara gice tahole samk koto tuku onsho pabe. Plz jnaben.. Abong আইন কনো পরিবর্তন হইছে কিনা জানাবেন ধন্নবাদ

  • @jaksonpaul2039
    @jaksonpaul2039 ปีที่แล้ว

    এক দম্পতির স্বামি মারে গেছেন কিন্তু তাদের কোন সন্তান নেই অথচ স্ত্রী বেচে আছে এই সম্পত্তির মালিক কে হবে দয়া করে জানাবেন।

  • @taposhgomes1686
    @taposhgomes1686 4 ปีที่แล้ว +1

    ভাই একটা প্রশ্ন করি।দয়া করে উওরটা দিবেন। আমার বাবার সম্পত্তি সাড়ে তিনতলা বাড়ি আছে।আমি সেখানে একটি ফ্লাট ওঠিয়েছি। আমারা চার ভাই বোন। এখন বাড়িটি যখন সমান ভাগ হবে, তখন আমার ফ্ল্যাটটি কিভাবে ভাগ করা হবে।

    • @taposhgomes1686
      @taposhgomes1686 4 ปีที่แล้ว

      আমি খিষ্টান। তাই আমাদের মধ্যে সমান ভাগ হয় সম্পত্তি।

  • @raselmhabub6327
    @raselmhabub6327 3 ปีที่แล้ว +1

    Bhay Jodi Samir aga estre mara jay tahola estre ki sompod PABA...or koto Tuku paba

  • @sagarhossain2066
    @sagarhossain2066 4 ปีที่แล้ว +1

    ভাই আমি এক জন প্রবাসী, বাবার জমি বাবা মারা গেছে অনেক আগে, আমি আমার বাবার জমিতে ঘর করছি এখন ওই জমি আমি পাবো মনে করেন ১০কাটা, তো ঘর করছি আর ঘরের পাস দিয়া ৩শতক মত ছোট একটা রাস্তা করছি কিন্তু ওই রাস্তা আমার মা ছোট ছেলের নামে করে দিয়েছে ওই জমি কিন্তু আমার দখলে, এখন বলেন যে ওই জমি আমি ফিরে পাবোকি না।

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว +1

      রাস্তা থকলে নিতে পারবেনা

  • @Md.Zahirul
    @Md.Zahirul 4 ปีที่แล้ว +2

    ভাইয়া আমার বাবা ৪ বিয়ে করছে। আমারা ২ভাই ১বোন প্রথম মায়ের।
    আমার মা মারা গেছে।
    দিতীয় স্ত্রী তালাক দিয়েছে।,কোন সন্তান নাই।
    তৃতীয় স্ত্রীর ঘরে ১ভাই আছে, কিন্তু তৃতীয় স্ত্রীকে ও তালাক দিছে।
    ৪র্থ যন নিয়ে থাকতেছে, সেখানে কোন সন্তান নাই, নিঃসন্তান।
    সেক্ষেত্রে সম্পদের হিসাবটা কেমন হবে?
    নিঃসন্তান স্ত্রী কতটুকু সম্পদ পাবে???
    Plz ans me bro

  • @syedazizulhoque7376
    @syedazizulhoque7376 8 หลายเดือนก่อน

    ছেলে সন্তান নেই। কন্যা সন্তান দুই জনঃ
    ১/ সেই ক্ষেত্রে কন্যারা কতো শতাংশ পাবে?
    ২/ আর স্ত্রী কতো শতাংশ পাবে?
    ৩/ আপনার দেওয়া সম্পদ বন্টন এর নিয়ম কি দেশের প্রচলিত আইন মোতাবেক, না-কি ইসলামি শরীয়া মোতাবেক?

  • @sanjaypal-vp6zg
    @sanjaypal-vp6zg 3 ปีที่แล้ว

    AMR dadur doita Bea... prthom wifer 1 putro 1konna...abong prthom wife mara gaache...dadu 2ba kore trader 2konna.1chela ...sompotti ke vabe vag hobe please balun...

  • @SabuzSabuz-kn1nv
    @SabuzSabuz-kn1nv 3 ปีที่แล้ว +2

    আমরা তিনভাই আমার মা মারা যাওয়ায় পরে আব্বা ২য় বিয়ে করছে কিন্তু এখানে তার কোন সন্তান নাই, তাহলে ২য় স্ত্রী কতটুকু সম্পত্তির অংশীদার হবে?

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว +1

      ১/৮ অংশ

    • @hajikulalam5926
      @hajikulalam5926 2 ปีที่แล้ว

      ২য় স্ত্রীর তো কোনো সন্তান নেই, তাহলে সেতো ¼ অংশ পাবে

    • @hajikulalam5926
      @hajikulalam5926 2 ปีที่แล้ว

      রেপ্লায় প্লিজ

  • @ArjoMondal-oc8rp
    @ArjoMondal-oc8rp ปีที่แล้ว

    হিন্দু আইনে তিন ভাই এক ভাই নি্সনতা না। এই সম্পতি কারা পাবে

  • @ANOWAR.SABINA786
    @ANOWAR.SABINA786 3 ปีที่แล้ว +1

    একটা কথা জানতে ছাই
    মা দুই বাপ এখনে আছে
    বড়ে মায়ের ছেলে আমি একা
    ছুটে মায়ের তিন সন্তান
    জমির অধিকার কিরকম

    • @ANOWAR.SABINA786
      @ANOWAR.SABINA786 3 ปีที่แล้ว

      ভাইয়া আমি জানতে ছাই বাবার 100 টাকা আছে আমি একা + ওরা নিন জন
      হিসাব কেমন হবে

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว

      বাপে সম্পত্তি সবাই পাবে

    • @ANOWAR.SABINA786
      @ANOWAR.SABINA786 3 ปีที่แล้ว

      @@OnlineSupport4you tnx

  • @shamimmuktar
    @shamimmuktar 4 ปีที่แล้ว +1

    thank you via

  • @Shahariyar-z4b
    @Shahariyar-z4b 7 หลายเดือนก่อน

    Court marriage korle property kon law te distribution hbe?

  • @anisurrahamanmolla5265
    @anisurrahamanmolla5265 2 ปีที่แล้ว

    Ata Indian ya bengladesh

  • @rehamnizam4205
    @rehamnizam4205 4 ปีที่แล้ว +1

    প্রথম স্ত্রী ছেলে মেয়ে রেখে মারা যাওযায়,পরে স্বামী আবার দ্বিতীয় বিবাহ করে,এবং দ্বিতীয় স্ত্রীর কোন ছেলে মেয়ে নাই, তখন স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয় স্ত্রী কতো টুকু সম্পাতি বা টাকা কি ভাবে হিসাব করিবেন,দরেন,স্বামী ১০০ টাকা রেখে মারা যান

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว +1

      ৬.২৫ টাকা করে পাবে

    • @rehamnizam4205
      @rehamnizam4205 4 ปีที่แล้ว

      কিন্তু কেউ বলে ছেলে মেয়ে যাতে নাই, সে হিসাবে স্বামীর পুরো জায়গার আট ভাগ করে এক ভাগের মালিক হবে দ্বিতীয় স্ত্রী

  • @সুমনএ্যাগ্রোফার্ম

    আমার স্বামীর কেনা সম্প্রতি তার বাবা মারা গেছেন আমাদের কোন সন্তান নেই তার আপন মা মারা গেছে সৎ মা ও একটি সৎ বোন আছে ? আমার স্বামী যদি মারা যায় তার এই সম্প্রতি কে কিভাবে পাবেন?

  • @mdalomger64
    @mdalomger64 3 ปีที่แล้ว +1

    স্যার চার ভাইয়ের মাধ্যে এক জন নিঃশন্তানে মারা যান স্তী দুই বোন এবং
    দুই চাচা এবং এক ভাইয়ের ছেলে রেখে
    যান এবং দুই চাচার মাধ্যে এক চাচায় সম্পদ পেয়েছে বাকি এক চাচা আর এক
    ভাইয়ের ছেলে পাইনি এখন আমার প্রশ্ন
    হলো ভাইয়ে ছেলে সম্পদ মালিক হবে কি না একটু বলবেন

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว +1

      জি পাবে

    • @mdalomger64
      @mdalomger64 3 ปีที่แล้ว

      @@OnlineSupport4you ধন্যবাদ স্যার

  • @thelightoftruth2037
    @thelightoftruth2037 4 ปีที่แล้ว +1

    ভাই আমার বাবার আমি এক মাত্র সন্তান আমার কোন ভাই বোন নেই আমার বাবা মারা যাওয়ার পর আমার আম্মার অন্য একজনের সাথে বিয়ে হয়। এখন আমার আম্মু কি আমার বাবার সম্পত্তি পাবে আমি ওয়ারিশ সাটিফিকেটে নিতে চাচ্ছি সেখানে কি আমার আম্মার নাম দিবো নাকি দিবনা? একটু জানাবেন প্লিজ।

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว +1

      জমি পাবেনা

    • @thelightoftruth2037
      @thelightoftruth2037 4 ปีที่แล้ว +1

      @@OnlineSupport4you ধন্যবাদ ভাই

    • @thelightoftruth2037
      @thelightoftruth2037 4 ปีที่แล้ว

      @@OnlineSupport4you ভাই আমার বাবা মারা যাওয়ার পর আমার চাচা আমার ভাগের জমি বিক্রি করে ফেলেছে তখন আমার বয়স ছিল তিনবছর সব কিছু ছিল দাদার নামে এখন আমি কি ওই জমি ফিরে পাব।আমি কি শুদু নামজারি করলেই হবে নাকি মামলা ও করতে হবে

    • @thelightoftruth2037
      @thelightoftruth2037 4 ปีที่แล้ว

      Vai janale khoshi hobo

  • @abdullahalmamun9211
    @abdullahalmamun9211 3 ปีที่แล้ว +1

    মৃত মায়ের সন্তান বাবার সম্পত্তির কোন অংশ পাবে কি না জানাবেন এবং সত ভাইদের সম্পদের বন্টনের কোন পার্থক্যআছে কি জনাবেন

  • @thedarklight9869
    @thedarklight9869 3 ปีที่แล้ว +2

    স্বামীর ১০০ শতাংশ জমি কিভাবে স্ত্রী, ১ পুত্র ও ৫ কন্যার মধ্যে বন্টন হবে জানাবেন প্লিজ।

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว +1

      স্ত্রী ১২.৩শতক, ছেলে ২৫ শতক, মেয়রা ১২.৫ শতক করে পাবে

    • @thedarklight9869
      @thedarklight9869 3 ปีที่แล้ว +1

      @@OnlineSupport4you অনেক অনেক ধন্যবাদ ভাই ❤️

  • @mduzzal8970
    @mduzzal8970 4 ปีที่แล้ว +1

    এখন আমার শশুরের সম্পত্তির অরধেক আমার দেবর পাবে আর অর্ধেক আমার স্বামী পেত আমার স্বামীর অর্ধেক অংশ থেকেই কি আমি চার ভাগের এক ভাগ পাব? আর আমার স্বামী জন্য মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকার যে টাকা দেবে তা কিভাব বন্টন করা হবে জানাবেন প্লিজ,,,

  • @rstockpoint6435
    @rstockpoint6435 3 ปีที่แล้ว +1

    এক স্বামীর ২ জন স্ত্রী , প্রথম স্তশোন্ ডিভোর্স বাট তার গরে চার পুত্র সন্তান এবং দিতীয় স্ত্রী বর্তমান তার গরে এক পুত্র সন্তান , ওই মৃত স্বামীর সম্পদের হিসাবটা দয়া করে বলবেন কি ?

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว

      স্ত্রী ১/৮ অংম পাবে বাকি ফেলরা পাবে

  • @asrafulalam5107
    @asrafulalam5107 3 ปีที่แล้ว +3

    স্বামীর আগে স্ত্রী ২ পুত্র সন্তান রেখে মারা গেলে এবং স্বামী পূণরায় বিয়ে করলে মৃতঃ স্ত্রী কি সম্পদের অধিকারী হবে?

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว

      মুলত সামীর মৃত্যু সাথে সাথে, সামীর সম্পত্তিতে মালিক হয়ে যায়,তার বিয়ে তো সাথে সাথে করেনা,যে কারনে মালিক হয়,সমীর সম্পত্তিতে,কিন্তু আমাদের দেশে সম্পত্তি দেয়না,
      বিয়ে হয়ে গেলে পাবেনা,বিয়ের আগে হরে পাইতো

    • @ekramulhaque3421
      @ekramulhaque3421 2 ปีที่แล้ว

      @@OnlineSupport4you b ? 19th bg

  • @RafinislamBD
    @RafinislamBD 2 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার। এটা আমারও প্রশ্ন ছিলো।
    এই বিষয় আমি আরেকটু জানতে চাই। আমার বাবা দুই বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর কোনো সন্তান নেই। আর আমরা দ্বিতীয় ঘরের সন্তান। এক্ষেত্রে আমার সৎ মা কতো পার্সেন্ট সম্পত্তি পাবে ??
    আরেকটা বিষয়, আমার বাবা এবং আমার আপন মা দুজনই মৃত। আর আমার বাবার প্রথম স্ত্রী অর্থাৎ আমার সৎ মা এখনো জীবিত আছেন এবং আমরাই তার ভরণপোষণের ব্যবস্থা করছি। এখন যেহেতু আমার সৎ মায়ের নিজ গর্ভের কোনো সন্তান নেই এক্ষেত্রে উনার মৃত্যুর পর উনার সম্পত্তির মালিক হবে কারা ??
    বিষয়টি জানালে খুবই উপকৃত হবো। ধন্যবাদ

  • @hassannoor9141
    @hassannoor9141 4 ปีที่แล้ว +1

    ভাই এক লোক তার বোনকে বাবা মায়ের সম্পত্তি না দিয়ে তার কিনা সম্পত্তি থেকে দিয়েছে। এখন সেই মহিলা মানে বোন সেই জায়গা আমার কাছে বিক্রি করে দিবে। প্রস্ন হলঃ মা মানে সেই বোন যদি সেই সম্পত্তি কারো কাছে বিক্রি করে দেয়, তাহলেত আর কেউ ভাগ পাবেনা, অথবা সম্পত্তি পাবে বলে দাবি করতে পারবেনা ভবিষ্যতে? ......... যেমন মায়ের বাবা, মা, ভাই, অ সন্তান...... এরাকি দাবি করতে পারবে কোন এক সময়?

  • @mdyousuf8884
    @mdyousuf8884 3 ปีที่แล้ว +2

    মা ২জন,ছেলে ৩জন মেয়ে ১জন জমি ৩৬০ শতাংশ কে কতটুকু পাবেন,দয়াকরে জানাবেন

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว

      ২ মা পাবে ১/৮ অংশ বাকি জমি ২ঃ১অনুপাতে পাবে ছেলে মেয়ে

  • @zohurulislam7819
    @zohurulislam7819 3 ปีที่แล้ว

    এক ব্যাক্তির ১ম স্ত্রীর দুই ছেলে তিন মিয়ে রেখে স্ত্রী মারা যায়। স্বামী দ্বিতীয় বিয়ে করে কিন্তু ২য় স্ত্রীর কোন সন্তান নেই। ২য় স্ত্রীর আগে স্বামী মারা যায় পরে ২য় স্ত্রী মারা যায়। এখন ২য় স্ত্রীর ১/৮ অংশের শরিক কে হবেন? দয়া করে উত্তর দিবেন।

  • @tomake3225
    @tomake3225 3 ปีที่แล้ว

    ১ম স্ত্রী মারা গেছে তার ছেলে ৩জন মেয়ে,৫জন
    ২য় স্ত্রী বেচে আছে তার ছেলে ১জন মেয়ে ৩জন জমি ৬০শতাংশ
    এটা কিভাবে ভাগ হবে যদি বলতেন ভাই খুব ভালো হতো

  • @hafsaakter0440
    @hafsaakter0440 3 ปีที่แล้ว +1

    আমার মা মারা গেছে আমরা দুই বোন আমার বাবাও মারা গেছে তার ২ স্ত্রী সন্তান আছে এখন আমার মা কী আমার বাবা সম্পত্তির ভাগ পাবে

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว

      পাবে

    • @hafsaakter0440
      @hafsaakter0440 3 ปีที่แล้ว

      ধন্যবাদ অনেক বড়ো একটা উপকার করলে💗💗💗

    • @nooronkolisvlogusa361
      @nooronkolisvlogusa361 3 ปีที่แล้ว

      But unader ma jodi babar mrittur age mara jai, tahole to pabe na

  • @zilkadhossainjuwel3548
    @zilkadhossainjuwel3548 4 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ভাইজান।
    আমার নিম্মোক্ত প্রশ্নের উত্তরটি দিলে কৃতার্ত থাকিবো,
    আমার বাবা মারা যায় ৮ মাস আগে, আমার বাবা দুই বিয়ে করেন, আমার বড় মা মারা যায় ১২ বছর আগে, এখন ওয়ারিশান সার্টিফিকেটে কি মৃত ব্যক্তির নাম থাকবে, যদি থাকে তাহলে তিনি স্ম্পত্তির ভাগ পাবেন?

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      জি থাকবে, সম্পত্তি পাবে, সেই সম্পত্তি ছেলে মেয়ে থাকরে পাবে।

  • @s.mbodiuralltips3088
    @s.mbodiuralltips3088 2 ปีที่แล้ว

    অভিজ্ঞদের পরামর্শ চাই!!
    #মতিউরের দুজন স্ত্রী ছিলো-
    প্রথম স্ত্রী মতিউরের আগেই মৃত্যুবরণ করেন।
    #কিন্তু দ্বিতীয় স্ত্রী মতিউরের মৃত্যুর পরে মৃত্যুবরণ করেন..
    👉এখন প্রশ্ন দ্বিতীয় স্ত্রী কি তার স্বামীর সম্পদের অংশ পাবে????
    #দয়া করে একটু বলে যাবেন 🙏🙏🙏

  • @ArjoMondal-oc8rp
    @ArjoMondal-oc8rp ปีที่แล้ว

    তিন ভাই এক ভাই নিসন্তান নিঃসনতানে‌র স্ত্রী কি সম্পতি বিক্রি বা দান করতে পারবে।

  • @mmshahin2306
    @mmshahin2306 4 ปีที่แล้ว +4

    ফারায়েজ প্রথম স্ত্রী স্বামীর হাতে মারা গেলেন, দ্বিতীয় স্ত্রী হাতে স্বামী মারা গেছেন, এ অবস্থায় প্রথম স্ত্রী কি স্বামীর সম্পত্তি পাবে,না দ্বিতীয় স্ত্রী পাবে, নাহোয় উভয় স্ত্রী পাবে।দয়াকরে জানাবেন।

    • @monirhossain2235
      @monirhossain2235 2 ปีที่แล้ว

      Dur chudir put. Age jail er vat khabe.

  • @anikkhan9915
    @anikkhan9915 4 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম,ভাইয়া কেমন আছেন আসা করি মহান আল্লাহ তালা আপনাকে ভালো রাখছে❤,
    ভাইয়া একটি স্বামীর দুইটা স্ত্রী. একটি স্ত্রীর দুইটা ছেলে।আর একটি স্ত্রীর কোন সন্তান নাই,এখন আল্লাহ না করুক যদি তাদের স্বামী মার যায় তখন যেই স্ত্রীর কোন সন্তান নেই সেই স্ত্রী কি স্বামীর সম্পদ পাবে,এবং কতটুকু পাবে?

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      পাবে ১/৮ অংশ পাবে দুই স্ত্রি

    • @anikkhan9915
      @anikkhan9915 4 ปีที่แล้ว

      ভাইয়া তারা দুই স্ত্রীই কি ১/৮ করে পাবে

  • @mdhossainali2372
    @mdhossainali2372 4 ปีที่แล้ว +1

    ভাই আমার মা মারা গেছে বাবা জীবিত আছে এখন আমার মাকে বাবার সম্পত্তি পাবে এবং আমার এক সৎ ভাই আছে তার মার সাথে বাবার ছাড়াছাড়ি এখন আমার মাকে বাবার সম্পত্তি পাবে নাকি আমরা ভাই-বোন আছে তারাই পাব

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      আপনার সদ ভাই আর আপনি সব জায়গা পাবেন

  • @mahirmahir7986
    @mahirmahir7986 4 ปีที่แล้ว +1

    3chele 1meye 9sotok jomi ke koto tuku jomi pabe

  • @Sohelkhan-lq4xx
    @Sohelkhan-lq4xx 4 ปีที่แล้ว +1

    স্বামী যদি 2টা মেয়ে রেখে মারা যায় এবং যদি মেয়েদেে মধ্যে একজন মারা যায় তবে স্ত্রী হিসাবে এবং মা হিসাবে 100 শতাংশ থেকে মহিলা কতটুকু সম্পদ পাবে???

  • @RozibHasan-r1h
    @RozibHasan-r1h 3 ปีที่แล้ว +1

    ভাই আমার বাবা ১ম বিয়ে করলে ৩ টা ছেলে ২ টা মেয়ে হয় ১ম বৌ মারা গেলে ২য় বিয়ে করে ২য় বৌ এর ২ মেয়ে আছে ২য় বৌ ও এখোন জীবিত নাই বাবাও জীবিত নেই এখোন কি কে কতুটুকু জমি পাবে একটু জানাবেন প্লিজ বাবর জমি ৭০৯ শতক

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว

      ফরায়েজ অনুযায়ী ২ঃ১ অনুপাতে পাবে

  • @mdranasams7834
    @mdranasams7834 4 ปีที่แล้ว +1

    ভাই আপনার প্রতিটি সাবজেক্ট খুবই ভালো লাগে। আপনার ফোন নাম্বার টা দেন

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว +1

      ফেইসবুক পেইজে মেসেজ দেন। পরে দেওয়া যাবে

  • @ইসলামজিন্দাবাদ-র১র

    যদি তিন ভাই এক বোন, বাবা মৃত তাহলে বোন কত পাবে ১৯ শতাংশ থেকে

  • @hironmiah2127
    @hironmiah2127 2 ปีที่แล้ว

    5মেয়েও2ছেলে থাকলে মা কতটুকু জমি পাবে ভিটা থেকে।

  • @rakibpathan9222
    @rakibpathan9222 4 ปีที่แล้ว +1

    Same mara gaca kintu tar baba baca aca tahola samer sompod bow kototuku paba Ar bow ar Kuno sontan nai

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      ১/৪ বাকি আসাবা পাবে

  • @hhhhhhh645
    @hhhhhhh645 3 ปีที่แล้ว

    স‍্যার আমার বাবা তিনটা বিবাহ করেছেন প্রথম বউয়ের তালাক হয়ে যায় ঐ ঘরে এক ছেলে এক মেয়ে রয়েছে তারপর দিতীয় বিয়ে করেন ঐ ঘরে তিন ছেলে দুই মেয়ে রেখে বউ মারা যায় পরে তিনি আরো একটা বিয়ে করেন ঐঘরে তিন ছেলে এক মেয়ে রয়েছে এবং তিন নমবর বউ রেখে সামি মারা যান এখন সামির কাছ থেকে কোন বউ সমপত্তি পাবে Pelese জানালে অনেক বেশী উপকৃত হব

  • @skinamulhaque4932
    @skinamulhaque4932 4 ปีที่แล้ว +1

    ছেলে যদি নাবালক হয় তাহলে কি হবে একটু জানান plz ।

  • @shahan8501
    @shahan8501 4 ปีที่แล้ว +1

    প্রথম স্ত্রী কে তালাক দেওয়ার পর স্বামী আবার দ্বিতীয় বিবাহ করেন,এবং মৃত্যুর সময় দ্বিতীয় স্ত্রীর কোন ছেলে মেয়ে নাই , আর প্রথম স্ত্রীর শুধু এক ছেলে। তখন স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয় স্ত্রী কতাে টুকু সম্পাতি পাবে? সাধারণত ২আনা হিসাব থাকলেও,এ ক্ষেত্রে নিঃসন্তান হিসেবে দ্বিতীয় স্ত্রী কি ৪ আনা পাবে?

  • @foysalhossen1974
    @foysalhossen1974 3 ปีที่แล้ว

    স্বামীর সম্পত্তি স্ত্রীকে দলিল দিয়েগেছে ঐ ঘড়ে এক মেয়ে আছে কোনো ছেলে সন্তান নাই সে সম্পত্তি মেয়ে কতটুকো পাবে।

  • @mdbelal14
    @mdbelal14 4 ปีที่แล้ว +1

    স্ত্রী সম্পত্তি যে টুকু পাবে,সে টুকু কি তার নামে খারিজ করতে হবে? যদি সে অন্ন কাউ কে দিতে চায়।।।plz ans

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      জি করতে হবে

    • @mdbelal14
      @mdbelal14 4 ปีที่แล้ว

      @@OnlineSupport4you আর কি কি করতে হবে? plz ans vaiya

  • @shawonrana6638
    @shawonrana6638 3 ปีที่แล้ว

    ভাই ২ ছেলে এবং ৫ মেয়ের মধ্যে ১০ শতাংশ জমির হিসাব টা বলবেন

  • @emdadulkhan3699
    @emdadulkhan3699 4 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি ভাল আছেন আমার একটি প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার এক মেয়ে ও তার স্ত্রী এবং পাঁচ ভাই ও দুই বোন রেখে গেছেন তার ভিতর দুই ভাই ওই মৃত্যু ব্যক্তির আগে মারা গেছে সে ক্ষেত্রে ওয়ারিশ সনদপত্র নিতে গেলে কার কার নাম দেওয়া যায় আমার প্রশ্নটির উত্তর পাইলে চির কৃতজ্ঞ থাকব ধন্যবাদ

  • @tasnimurmi8742
    @tasnimurmi8742 4 ปีที่แล้ว

    ভাইয়া খাসের জমির কি কোনোভাবে দলিল করা যেতে পারে?
    রিপ্লাই দিলে অনেক ভালো হয়

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      সাধারণ স্টামপ হয়, দলিল হয়না

    • @tasnimurmi8742
      @tasnimurmi8742 4 ปีที่แล้ว

      @@OnlineSupport4you ধন্যবাদ ভাইয়া।

  • @liakatali7599
    @liakatali7599 4 ปีที่แล้ว +1

    Thanks

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকুন

  • @ইসলামেরআলো-ট৬গ
    @ইসলামেরআলো-ট৬গ 2 ปีที่แล้ว

    মেয়ে ও জামাই দুইজনেই মৃত। উভয়ের একজন ছেলে আছে। জামায়ের সম্পত্তি তে শাশুড়ির অংশ কী হবে।

  • @KamrulHasan-eb1ey
    @KamrulHasan-eb1ey 2 ปีที่แล้ว +1

    Bhai apner phone namber ta dan
    Khota ase

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  2 ปีที่แล้ว

      ফেইসবুক পেইজে যোগাযোগ করেন

  • @sumonsahabusiness2250
    @sumonsahabusiness2250 3 ปีที่แล้ว

    দাদা আমার দাদার সম্পত্তি ওয়ারিস হলো দুই ছেলে এক ছেলে হলো আমার বাবা এর এক ছেলে হলো আমার কাকা আমার বাবা মরনে পর আমার কাকা আমার ঠাকুরমা কে এক ওয়ারিস বানিয়ে

  • @mrkreza8981
    @mrkreza8981 4 ปีที่แล้ว +1

    সামী জীবিত থাকতে সন্তান রেখে স্ত্রী মারা গেল।সামী আবার বিয়ে করল ও সন্তান হল।তাহলে প্রথম স্ত্রী জমির ভাগ পাবে কিনা।

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      পাবে

    • @asrafulalam5107
      @asrafulalam5107 3 ปีที่แล้ว

      প্রথম স্ত্রী (মৃতঃ) যে স্বামীর সম্পদ পাবে সেটা মুসলিম আইনের কত ধারায় আছে জানালে উপকৃত হবো।

    • @mohamedrashed6821
      @mohamedrashed6821 3 ปีที่แล้ว

      আমার ওএইটা জানার খুবই দরকার।
      ভাই দয়া করে একটু জানাবেন ।

  • @mhrahman6143
    @mhrahman6143 3 ปีที่แล้ว

    ভাই, আমরা দুই ভাইবোন। দুইজনেই তালাকপ্রাপ্ত। ভবিষ্যতে বিয়ে করার আমার আর কোন সম্ভাবনা নাই। সেক্ষেত্রে মেয়ে হিসেবে আমার অংশ কি হবে, একটু বলবেন দয়া করে? বিষয়টা জানা জরুরী। অনেক খঁুজেও উত্তর পেলাম না

  • @samimislam3288
    @samimislam3288 4 ปีที่แล้ว

    ভাই একজনের স্বামী আগে মারা গেছে(১৯৭০), এখন মার সম্পদ ছেলে দলিল করেছে(১৯৭৭), এখন আমার প্রশ্ন হচ্ছে এস, এ, পর্চায় ছিলো স্বামীর নাম। এখন সে কী এস,এ, পর্চায় স্ত্রীর নাম বসিয়ে দলিল করেছে নাকী পর্চায় স্ত্রী নাম না দিয়ে ও দলিল করা যায়।

  • @abbasuddin3732
    @abbasuddin3732 2 ปีที่แล้ว +1

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনিতো ৮৭ না লিখে ৪৭ লিখেছেন

  • @mobarakmondal5074
    @mobarakmondal5074 4 ปีที่แล้ว +1

    Nisontan baktir sompotti kivabe bonton hove waife jibito,

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      ওয়াইফ ১/৪ পাবে বাকি পাবে আসাবা

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      ওয়াইফ ১/৪ পাবে বাকি পাবে আসাবা

  • @edrisdimla6017
    @edrisdimla6017 4 ปีที่แล้ว +1

    ভাই আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা আবার বিয়ে করেন এখন আমার বাবা মৃত্যু বরন করেছে এখন আমার মা কি আমার বাবার সম্পত্তি পাবেন

  • @billalhossan9270
    @billalhossan9270 4 ปีที่แล้ว

    ভাই জুদি এক সবামী দুই ইছতীরী থাকে এক ইছতীরী নাই আরেক ইছতীরী আআছে তাইলে জেই ইছতীরী সনতানাই সেই ইছতীরী কি চার ভাগে এক ভাগ পাবে ভাই এইটা জানাইবেন

  • @mrsshanu9655
    @mrsshanu9655 3 ปีที่แล้ว

    যদি কোনো ছেলে না থাকে ২মেয়ে ও তাদের মা থাকে। তাহলে কিভাবে ভাগ হবে???

  • @Sajeedhub365
    @Sajeedhub365 3 ปีที่แล้ว

    স্বামীর মৃত্যুর পর স্ত্রী কতোটুকু সম্পত্তি পাবে। ছেলে ৩ জন মেয়ে ২ জন। জমি ৪২ শতাংশ।

  • @rubelhossain7218
    @rubelhossain7218 4 ปีที่แล้ว +1

    একজন লোকের স্ত্রী দুইজন একজনের সন্তান আছে আরেক জনের সন্তান নেই বন্টন কিরকম হবে???

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      এ বিষয়ে ভিডিও দিবো

  • @allnewsmedia8361
    @allnewsmedia8361 3 ปีที่แล้ว

    তিন পূত্র সন্তান রেখে প্রথম স্ত্রী মারা যায়, স্বামী দ্বিতীয় বিয়ে করে, দ্বিতীয় স্ত্রীর সন্তান হওয়ার আগেই স্বামী মারা যায়, তাহলে দ্বিতীয় স্ত্রী কত অংশ পাবে।

  • @nurebegum4374
    @nurebegum4374 3 ปีที่แล้ว +3

    কোন সন্তান না থাকলে কিভাবে পাবে

  • @mafizurrahman6116
    @mafizurrahman6116 4 ปีที่แล้ว +2

    বাই এখন আধিকার বাদ দেন। আর ইয়া নাফছি ইয়া নাফছি করেন

  • @kamrulchokedar8330
    @kamrulchokedar8330 4 ปีที่แล้ว +1

    আমার বাবা আগে বিয়ে সে ঘরে সন্তান আছে পরে সেই মা মারা জান পারে আমার মাকে বিয়েকরে এখন আমার বাবা মারা যান। আমার মা কত টুকু সম্পত্তি পাব

  • @sahadathosen3876
    @sahadathosen3876 3 ปีที่แล้ว

    ৪৬ শতাংশ জমি ২জন স্ত্রী ৩ ছেলে ২মেয়ে কে কতটুকু পাব

  • @aminulaminulislam3956
    @aminulaminulislam3956 3 ปีที่แล้ว

    মা বাবা ভাই বোন ওএক স্ত্রী এক কন্যা । রেখে মারাগেলে মৃত ব্যাকতির সমপতের কে কত অংশ পাবে

    • @aminulaminulislam3956
      @aminulaminulislam3956 3 ปีที่แล้ว

      ডাঃ মোঃ আমিনুল ইসলাম (আমিন)

  • @kalamchowdhury9542
    @kalamchowdhury9542 4 ปีที่แล้ว +1

    স্বামীর মৃত্যুর পরে স্ত্রী বিবাহ করলে পূর্বের স্বামীর সম্মতিতে কোন অংশ পাবে কী?

  • @almamun3704
    @almamun3704 3 ปีที่แล้ว +1

    কোন ব্যাক্তি নিজের সন্তানকে অধিকার বঞ্চিত পুরো সম্পত্তি দান করে দিতে পারে কিনা? প্লীজ ans দিবেন।

  • @mrmotin8876
    @mrmotin8876 2 ปีที่แล้ว

    আর যদি শুধু মেয়ে থাকে তাহলে কি পাবে সত্্রী।

  • @sonjitroy6023
    @sonjitroy6023 3 ปีที่แล้ว

    এই একই বিষয় হিন্দুদের ক্ষেত্রে কতটা অধিকার পাবে

  • @হযবরল.2542
    @হযবরল.2542 4 ปีที่แล้ว +1

    Mar 30 sotangso jaiga tin mea ak cele cele koto tuku pabe

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  4 ปีที่แล้ว

      ১২ শতক ছেলে মেয়েরা পাবে ৬ শতক

  • @daliyakhatun370
    @daliyakhatun370 4 ปีที่แล้ว +2

    সামি মারা গেলে স্ত্রী আরেক বিয়ে করলে আগের সামির সম্পতি পাবে