আমার দিদি সুচিত্রা মিত্র: স্মৃতিচারণায় সঞ্জীব চট্টোপাধ্যায়।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2023
  • কোন খেলা যে খেলব কখন ভাবি বসে সেই কথাটাই
    তোমার আপন খেলার সাথি করো তা হলে আর ভাবনা তো নাই।।
    ১৯ সেপ্টেম্বর ১৯২৪
    আজ শুভ জন্মদিন
    আমার দিদি সুচিত্রা মিত্র: স্মৃতিচারণায় সঞ্জীব চট্টোপাধ্যায়
    ১৯২৪ খ্রিষ্টাব্দের ১৯ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের ডিহিরী জংশন লাইনে শালবন ঘেরা গুঝাণ্টি নামে একটি রেলস্টেশনের কাছে, ট্রেনের কামরায় জন্মগ্রহণ করেন। তাঁদের পৈত্রিক নিবাস ছিল উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে। তাঁর পিতার নাম সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়।তিনি ছিলেন বিখ্যাত সাহিত্যিক। মায়ের নাম সুবর্ণলতা দেবী। তিনি ছিলেন পিতা-মাতার চতুর্থ সন্তান।
    তিনি কলকাতার বেথুন কলেজিয়েট স্কুলে লেখাপড়া শুরু করেন। এখানে পড়ার সময় গানের চর্চা শুরু হয় দুই শিক্ষক অমিতা সেন এবং অনাদিকুমার দস্তিদারের কাছে। পঙ্কজ মল্লিকের গান শুনে রবীন্দ্রসঙ্গীতের প্রতি তাঁর বিশেষ আগ্রহ তৈরি হয়।
    ছেলেবেলায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ সহচর্য লাভ করেছিলেন। ১৯৪১ খ্রিষ্টাব্দে ক্লাস টেন-এ পড়ার সময় শান্তিনিকেতনের সংগীত ভবন থেকে বৃত্তি লাভ করেছিলেন। ১৯৪২সালে ম্যাট্রিক পরীক্ষা না দিয়েই তিনি শান্তিনিকেতন চলে যান। এখানে এসে তিনি ইন্দিরাদেবী চৌধুরানী, শান্তিদেব ঘোষ, শৈলজারঞ্জন মজুমদারের কাছে রবীন্দ্রসঙ্গীতের পাঠ নেন। ১৯৪৩ খ্রিষ্টাব্দে শান্তিনিকেতনে পড়ার সময় প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দেন। ১৯৪৫ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসাবে প্রাইভেটে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন। শান্তিনিকেতন থেকে ডিপ্লোমা লাভ করার পর, ১৯৪৫ খ্রিষ্টাব্দে কলকাতায় ফিরে আসেন। ১৯৪৫ খ্রিষ্টাব্দে মাত্র ২১ বছর বয়সে তাঁর প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড প্রকাশিত হয়।
    শান্তিনিকেতনে তিনি কণ্ঠ সঙ্গীতের পাশাপাশি সেতার, এস্রাজ ও তবলা শেখার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কণ্ঠসংগীতই বেছে নেন। তিনি ধ্রুপদী সংগীতের শিক্ষাগ্রহণ করেন ভি ভি ওয়াঝেলকরের কাছে। এ সময় কিছুদিন (প্রায় দু’বছর) নাচ শেখার চেষ্টা করেছিলেন।
    বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তৈরি উমাপ্রসাদ মৈত্রের ‘জয় বাংলা এবং মৃণাল সেনের ‘পদাতিক’ ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও, বিষ্ণু পাল চৌধুরীর টেলিফিল্ম আমার নাম বকুল-এর একটি পর্বে তিনি অভিনয় করেন। পরবর্তী কালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত দহন ছবিতে অভিনয় করেন। দীর্ঘদিন তিনি ভারতীয় গণনাট্য সংঘ বা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
    বেশ কয়েকটি নাটকে তিনি অভিনয় করেছেন। এর ভিতরে উল্লেখযোগ্য নাটকগুলো হল-মুক্তধারা, বিসর্জন, তপতী, নটীর পূজা, মায়ার খেলা, চিরকুমার সভা, নীলদর্পন প্রভৃতি। তিনি 'রবিতীর্থ' নামে রবীন্দ্রসঙ্গীত শিক্ষার একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।
    ১৯১১ খ্রিষ্টাব্দের ৩ জানুয়ারি, সোমবার দুপুরে তিনি তাঁর দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
    সম্মান
    ১৯৪৫: লন্ডন টেগোর হিম সোসাইটি প্রদত্ত টেগোর হিম প্রাইজ
    ১৯৫০: নিখিল বঙ্গ সঙ্গীত সম্মেলনে স্বর্ণপদক
    ১৯৭৪: ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী সম্মান
    ১৯৭৯: বাংলা চলচ্চিত্র পুরস্কার সমিতি প্রদত্ত পঙ্কজ মল্লিক স্মৃতি পুরস্কার
    ১৯৮০: এইচএমভি প্রদত্ত গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড
    ১৯৮৫: ভারত সরকার প্রদত্ত সংগীত নাটক অকাদেমি পুরস্কার
    ১৯৮৫: এশিয়ান পেইন্টস প্রদত্ত শিরোমণি পুরস্কার
    ১৯৯০: বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রদত্ত সাম্মানিক ডি.লিট.
    ১৯৯৭: বিশ্বভারতী প্রদত্ত দেশিকোত্তম
    ১৯৯৭: পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত আলাউদ্দিন পুরস্কার
    রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রদত্ত সাম্মানিক ডি.লিট.
    যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রদত্ত সাম্মানিক ডি.লিট।
    চ্যানেলের নাম: সঞ্জীবনী সুধা।সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত ও আশীর্বাদ ধন্য এই চ্যানেল।‘Sanjibani Sudha’,Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964

ความคิดเห็น • 14

  • @prabhasray4662
    @prabhasray4662 10 หลายเดือนก่อน +11

    স্বনামধন্য সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় সুচিত্রা মিত্র সম্পর্কে যে স্মৃতিচারণ করেছেন সেটি একটি দুর্মূল্য সম্পদ। দুই গুণী মানুষের কখোপকথনে তৈরি হয়েছে এক অসামান্য দলিল, যা মাঝে মাঝেই খুলে পড়তে হবে অনুপম অনুভূতির কথা, যা আমাদের ঋদ্ধ করবে। চমৎকার স্মৃতিচারণ।

  • @shayamaliganguly2329
    @shayamaliganguly2329 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @mamatapaulchoudhury1206
    @mamatapaulchoudhury1206 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @KalipadaBiswas-tl2vp
    @KalipadaBiswas-tl2vp 10 หลายเดือนก่อน +4

    প্রনাম জানাই সঞ্জীব বাবুকে । অনেক কিছু পেলাম । সুচিত্রাদির আত্মার শান্তি কামনা করি ।

  • @videowala9026
    @videowala9026 10 หลายเดือนก่อน +6

    যেন কথার সমুদ্রে ভেসে গেলাম ৷ কতটা অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা থাকলে এমন করে কথাগুলো বলা যায় ! ''মা' ডাকের পরই যে ডাকটা খুব আশ্রয়ের মনে হয় সেটা হল 'দিদি' ৷ তাই তো তাঁর প্রিয় ভাইকে আজও জড়িয়ে রেখেছেন ভালোবাসায় ৷ আর ভাই ''শুধু প্রণামই কি যথেষ্ট' বলে অন্তরের ফুলে ভালোবাসার মালা গাঁথলেন দিদির ৷

  • @niladribachhar8170
    @niladribachhar8170 2 วันที่ผ่านมา

    যদি কাউকে বিখ্যাত কিংবা কুখ্যাত বানতেই হয় তবে তার আলোচনা এবং সমালোচনা দুটোই করা উচিৎ..

  • @saradasaraswatikalamandir1713
    @saradasaraswatikalamandir1713 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤APOORBO

  • @rakachaudhuri6866
    @rakachaudhuri6866 7 หลายเดือนก่อน +1

    Didi, pronam neben

  • @kaberiroy2005
    @kaberiroy2005 9 หลายเดือนก่อน +1

    খুব ভাল লাগল। অপূর্ব ।

  • @subhasishchakrabarty9720
    @subhasishchakrabarty9720 10 หลายเดือนก่อน +3

    Rabindrasangit shilpi r ekhon obhaav...

  • @mallikalahiri4230
    @mallikalahiri4230 9 หลายเดือนก่อน +3

    Param pawa egulo ar shunte pawa jabe kina sandeho. Pronam pronam pronam.

  • @silabhattacharya1071
    @silabhattacharya1071 9 หลายเดือนก่อน +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍👍

  • @silabhattacharya1071
    @silabhattacharya1071 9 หลายเดือนก่อน +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🕉👍👍♥️

  • @subhasishchakrabarty9720
    @subhasishchakrabarty9720 10 หลายเดือนก่อน

    Karimganj ❤ suchitradi