মথুরবাবু-ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রধান রসদদার: বক্তা সঞ্জীব চট্টোপাধ্যায়।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • মথুরবাবু-ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রধান রসদদার: বক্তা সঞ্জীব চট্টোপাধ্যায়।
    সাতক্ষীরার নিকট সোনাবেড়ে গ্রামে মথুরমোহন বিশ্বাসের (মথুরানাথ)পৈতৃক ভিটা। গুরুগৃহ অধিক দুরে ছিল না। গ্রামের নাম আরামবাগ। লোকের মুখে মুখে, তালা গ্রাম। পিতার নাম জয়নারায়ণ বিশ্বাস। তাঁদের পূর্বপুরুষদের পদবী ছিল দাস সিংহ। কয়েক পুরুষ পরে পদবী পাল্টে হলেন হালদার। শ্রীহরি হালদার নদীয়ার রাজ এস্টেটের মুনসেফ হলেন। সততা ও বিশ্বস্ততার জন্যে পেলেন বিশ্বাস উপাধি, সঙ্গে পেলেন মৌজা। বিথারির একটি তালুক। তৈরি হল ছোটখাটো একটি জমিদারি।
    মথুরবাবু বলতেন, আমি এক গাঁতির সন্তান। কলকাতায় লেখাপড়া, হিন্দু কলেজে প্রিন্স দ্বারকানাথ তাঁর সহপাঠী। মাহকেল মধুসূদনের দত্তের সঙ্গে ছিল গভীর বন্ধুত্ব। জানবাজারের রানি রাসমণির সেজো জামাই। প্রথমা স্ত্রীর মৃত্যুর পর পুনরায় রানির ছোট মেয়ের সঙ্গে বিবাহ। রাসমণির দক্ষিণ হস্ত। দক্ষিণেশ্বরের ঐতিহাসিক কালী মন্দির নির্মাণে তাঁর অগ্রণী ভূমিকা। ভগবান শ্রীরামকৃষ্ণের প্রধান সেবক, রসদদার, ১৪ বছর অকুন্ঠ সেবা। সে এক ইতিহাস।
    Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
    ★Subscribe to us: sanjibani sudha,

ความคิดเห็น • 25

  • @gopachatterjee4225
    @gopachatterjee4225 23 วันที่ผ่านมา +1

    স্যার প্রণাম নেবেন।
    আপনার এই বর্ণনা অপূর্ব অপূর্ব।

  • @KalyanKrNandi
    @KalyanKrNandi 2 หลายเดือนก่อน +2

    Khub bhalolaglo

  • @manoranjansamanta656
    @manoranjansamanta656 หลายเดือนก่อน +1

    Jay Sree Ramkrishna🙏🙏🙏🙏🙏🙏

  • @pradippatra7080
    @pradippatra7080 2 หลายเดือนก่อน +3

    অপূর্ব।🙏🙏🙏

  • @rekhamukherjee8281
    @rekhamukherjee8281 2 หลายเดือนก่อน +2

    আপনার কথা শুনে দক্ষিণেশ্বর সন্মধে অনেক তথ্য জানলাম।ঠাকুর মা স্বামীজী কে আমার সস্রাধ্য প্রণাম জানাই।আপনি আমার প্রনাম নেবেন

  • @gopachatterjee4225
    @gopachatterjee4225 23 วันที่ผ่านมา +1

    যারা এই চ্যানেল টি নির্মাণ করেছেন, তাঁদের কে অনেক অনেক ধন্যবাদ।অপূর্ব প্রচেষ্টা। অনবদ্য।

    • @satchinmukherjee5843
      @satchinmukherjee5843 19 วันที่ผ่านมา

      যারা নয় এই চ্যানেলটির জন্য সঞ্জীব কাকুর সুযোগ্য পুত্র অপূর্ব চট্টোপাধ্যায়ের ধন্যবাদ প্রাপ্য

  • @geetachatterjee1201
    @geetachatterjee1201 2 หลายเดือนก่อน +2

    প্রনাম ঠাকুর🙏🙏🙏।সঞ্জীব বাবু আপনি নমস্কার নেবেন।ধন্য আপনার পাঠ শুনে।

  • @shyamaliray8761
    @shyamaliray8761 2 หลายเดือนก่อน +2

    Bhaktipurna pranam janai Sanjib da Ke.

  • @SubhraPal-c3i
    @SubhraPal-c3i 2 หลายเดือนก่อน +2

    প্রনাম ঠাকুর তোমার রাতুল চরণে শতকোটি প্রনাম 🙏🌺🌼🌺🌼🌺🙏

  • @biplabbera7050
    @biplabbera7050 29 วันที่ผ่านมา +1

    এতো সুন্দর বললেন।
    তবে একটা স্বাদ গ্ৰহন করার ইচ্ছা হচ্ছে। সেই মন্দির নির্মাণের ছবি।

  • @mallikabhattacharya5087
    @mallikabhattacharya5087 2 หลายเดือนก่อน +2

    দিব্য ত্রয়ীর শ্রীপাদপদ্মে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি 🙏🪔🙏 ভক্তিপূর্ণ প্রণাম জানাই পরম শ্রদ্ধেয় সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়ের শ্রীচরণে 🙏

  • @shilabiswas7255
    @shilabiswas7255 2 หลายเดือนก่อน +2

    Khoob bhalo laglo🙏

  • @ritadas9566
    @ritadas9566 2 หลายเดือนก่อน +2

    Shubho sondhya 🙏🏻🙏🏻🌹🌹 sosroddho pronam soho aamar antorik bhalobasa grohon korben pujonio Sanjibdada 🙏🏻🙏🏻🌹🌹 ❣️❣️aaponar podo jugol sporsho korar sujog deben 🙏🏻 dadabhai 🙏🏻🙏🏻🌹🌹

  • @krishnamukherjee8567
    @krishnamukherjee8567 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏

  • @tapanbanerjee5498
    @tapanbanerjee5498 2 หลายเดือนก่อน +2

    জয় অবতারবরিস্টায় শ্রী শ্রী রামকৃষ্ণায় নাম:

  • @chattopaddhyay
    @chattopaddhyay 2 หลายเดือนก่อน +2

    প্রণাম!

  • @sanjoysarkar9079
    @sanjoysarkar9079 2 หลายเดือนก่อน +1

    Pronam Sanjib Babu.

  • @rajarshihalder466
    @rajarshihalder466 2 หลายเดือนก่อน +1

    সেজবাবু 🌺🙏

  • @satadruray9787
    @satadruray9787 2 หลายเดือนก่อน +5

    মহর্ষি দেবেন্দ্রনাথ ছিলেন মথুরবাবুর সহপাঠী হিন্দু কলেজে। সেই সুবাদেই মথুরবাবু ঠাকুরকে মহর্ষির কাছে নিয়ে গিয়েছিলেন।

  • @sandippramanik868
    @sandippramanik868 2 หลายเดือนก่อน +4

    আপনি আজকের দিনের শ্রী "ম"।

  • @SubhraPal-c3i
    @SubhraPal-c3i 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏

  • @dipalimajumdar5357
    @dipalimajumdar5357 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @suparnabanerjee581
    @suparnabanerjee581 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏