মানুষ দ্রুত লুপ্ত হয়ে যাবে । প্রকৃতি নিজেকে ব্যালেন্স করবে | এটা বদলা নয়, নিয়ম | Dr Sujib Kar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.พ. 2023
  • #earthquake #turkey #turkeyearthquake2023 #earthquake_news #climatechange #climate #nature #evolution #humanevolutionrun

ความคิดเห็น • 323

  • @debasishghosh673
    @debasishghosh673 ปีที่แล้ว +28

    "গাছেরা যদি বলত,আমি তোমাকে অনেক oxygen দিয়েছি, অনেক ,তার পয়সা দাও । তাহলে আমরা সবাই ভিখিরি হয়ে যাবো !"
    উফ ! অসাধারণ !!

    • @sukantapaul6980
      @sukantapaul6980 ปีที่แล้ว

      Amra gacher kachey carbon di oxide r janna paisa chhai tam,

  • @bhabanidasbose3119
    @bhabanidasbose3119 ปีที่แล้ว +2

    এইরকম বিজ্ঞান ভিত্তিক সত্য দর্শনের অনুষ্ঠান বিরল। অনেক ধন্যবাদ।

  • @mohammadhossain4460
    @mohammadhossain4460 ปีที่แล้ว +7

    মানুষ বুদ্ধিমান হচ্ছে, কিন্তু অবিবেচক হয়ে গেছে। অতএব ধ্বংস ঠেকানো প্রায় অসম্ভব যদি অলৌকিক না কিছু ঘটে।

  • @monidipanaskar300
    @monidipanaskar300 ปีที่แล้ว +41

    Sir এর মতো ভালো মানুষ আজকের দিনে কম আছেন।সশ্রদ্ধ প্রণাম।আজকের দিনে অত্যন্ত তাৎপূর্ণ এই আলোচনা,সমৃদ্ধ হলাম।

  • @suparnapal5009
    @suparnapal5009 ปีที่แล้ว +9

    অসাধারণ স‍্যার। আপনি যা বলেছেন তা বোঝার জন্য যে সচেতন বোধের দরকার তা আজ নেই। আপনার কথাই এতোদিন ধরে বলতে বলতে গলার সমস্যা এসে গেছে তবুও আশেপাশের লোকজন দের কোনো সচেতনতা বোধ জন্মায়না। আসলে বর্তমানে লোকজন এতো সংকীর্ণ স্বার্থে বাঁচে যে তারা নিজের ছাড়া আর কিছুই বোঝে না।

  • @chaitalibhowmick3434
    @chaitalibhowmick3434 ปีที่แล้ว +43

    অসাধারণ বিশ্লেষণ। অত্যাধুনিক, সুসভ্য, বিজ্ঞানমনস্ক মানুষ আর কবে সত্যিকারের উন্নত হবে ? আর কিছু না হোক, মানব সভ্যতাকে রক্ষা করার চেষ্টা করে মানুষ অন্তত নিজেদের অস্তিত্বকে সুরক্ষিত রাখুক।

    • @suvadeepbanerjee1863
      @suvadeepbanerjee1863 ปีที่แล้ว +1

      Madam, with due respect to you I must state that ancient people of Greece, Egypt, Mayan civilisation etc and specially ancient 10,000 years old indian civilisation were no less scientifically and educationally developed than so called civilised people of today. If we look into our ancient India, we find highly developed civilisation flourishing in science, technology, medical science, literature, astronomy, astrology, philosophy, politics , arts and others. If we read the great book "Chariots of the Gods" by Erich Von Daniken and associated others, it becomes clearer.

    • @dr.srikumarmukherjee4204
      @dr.srikumarmukherjee4204 ปีที่แล้ว

      @@suvadeepbanerjee1863 Better not to compare, but to find what they have conceived.... all of these civilisations originated from ancient Aryan civilisation, who migrated from North to different parts of the world, including Indian subcontinent before 'Ranayana' period, while Saraswati river was existing... and so they all were basically nature conscious, natire lover.
      ..

    • @suvadeepbanerjee1863
      @suvadeepbanerjee1863 ปีที่แล้ว +2

      @@dr.srikumarmukherjee4204 I agree. But my point is that those ancient people were rather truly developed with scientific and rational thoughts and sense of the need of protecting mother nature as the creation of God. We in this century, pretend to be the most developed and civilised but in reality we understand nothing except self destructive interests.

    • @dr.srikumarmukherjee4204
      @dr.srikumarmukherjee4204 ปีที่แล้ว +1

      @@suvadeepbanerjee1863 Yes, Ture

  • @RatanDas-ik4dj
    @RatanDas-ik4dj ปีที่แล้ว +15

    খুব সুন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। মানুষের সদ্বুদ্ধির উদয় হোক।

  • @educationshouldbefun3
    @educationshouldbefun3 ปีที่แล้ว +5

    এক কথায় অসাধারণ!
    এই ধরণের আলোচনার বহুল প্রচার হোক, আমাদের চেতনা সঠিক দিকনির্দেশনা লাভ করুক।

    • @jayantadas3192
      @jayantadas3192 ปีที่แล้ว

      Many inconsistencies :
      a) The size of the asteroid that killed Dinosaurs was 10 km, as per accepted theory, he said the size was of Arabian sea kind of area.
      b) He claimed that he can predict Earthquake, Science has some idea about earthquake, but no means is yet found to exactly predict time and place of the earthquake by science, one odd correct prediction is not science, it has to be consistent.
      c) Discharge of Solar flair or corona ejection, is normal and a continuous process for all stars.
      d) Dinosaurs died off because after the asteroid strike, the earth went into a winter age, means,
      earth was covered with dust and cloud for next few years, no sun light could reach the earth, that caused death knell to most living things, small land animals survived by hiding inside the caves etc.
      e) Regarding 1737 Bengal disaster, as per Wikipedia, from East India company sources, who were present here, it actually estimated to kill about 300,000 people but it was more from cyclone and sea surge, less from Earthquake and Tsunami.

  • @sujatakargupta5441
    @sujatakargupta5441 ปีที่แล้ว +17

    একদিন আপনার ছাত্রী ছিলাম সুজীব স্যার। ভাবতে গর্ব অনুভব করি 🙏

  • @sumitathakur3909
    @sumitathakur3909 ปีที่แล้ว +3

    অনেক অনেক সমৃদ্ধ হলাম, অবশ্যই প্রকৃতি মায়ের উপাসনা করতে হবে,

  • @suparnabhowmik2118
    @suparnabhowmik2118 ปีที่แล้ว +4

    ভীষণ ভালো লাগলো আলোচনা। আজকের দিনে মানুষকে প্রকৃতি সচেতন করতে এই ধরনের আলোচনা খুবই প্রয়োজন। কুনালবাবুর উদ্যোগকে সাধুবাদ জানাই। 🙏

  • @bharatibanerjee9799
    @bharatibanerjee9799 ปีที่แล้ว +2

    সুন্দর বিশ্লেষণ। বুঝতে কোনও অসুবিধা হচ্ছে না।🙏🙏🙏

  • @chaitalidas9105
    @chaitalidas9105 ปีที่แล้ว +12

    খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনায় প্রকৃতির বির্বতনের সকল বিষয়ে অনেক কিছু জানতে পারলাম Sir এর কাছ থেকে। এই রকম একটি, অনেক অজানা তথ্য বিষয়টিকে আলোচনা র বিষয় বস্তু উপস্থাপন করার জন্য কুনাল বাবুকে অসংখ্য ধন্যবাদ। দুজন কেই আমার 🙏🙏জানাই।

  • @seemitamondal8468
    @seemitamondal8468 ปีที่แล้ว +5

    বাঃ দাদা তুমি তো দারুন দারুন টপিক নিয়ে আসছো। এগিয়ে চলো🙏

  • @tamajitdas2861
    @tamajitdas2861 3 หลายเดือนก่อน +1

    আমি আপনার অনেক video দেখি। এই vedio টা দেখলাম। পরিবেশ গবেষকের কথাগুলো শুনে এখন ভাবছি যে আমরা পুঁথিগত বিদ্যা নিয়েছি তা দিয়ে আমরা কিছুই জানতে পারিনা। আমার 2012 cinema টা মনে পড়ে গেলো। সাধারন মানুষ আমরা এইসব জানতেই পারবো না। যে আমরা হঠাৎ শেষ হয়ে যাবো। কিন্তু যারা vip মানুষ তারা বাঁচবে। এই হলো আমাদের মানবতা। শ্রেষ্ঠ জীব মানুষ আমরা ভাবতে অবাক লাগে।

  • @dilipkumarmahapatra9863
    @dilipkumarmahapatra9863 ปีที่แล้ว +9

    সুজীব বাবুর বিশ্লেষণ, পর্যবেক্ষণ, গবেষণা যথাযথ ও সুদূরপ্রসারী। ধন্যবাদ।

  • @seemitamondal8468
    @seemitamondal8468 ปีที่แล้ว +15

    "খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো....... প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভূ নিরজনে খেলিছো।"

  • @soumodeep826
    @soumodeep826 หลายเดือนก่อน

    আপনার ক্লাস আমরা এখনো পাচ্ছি। গর্বিত আমরা। স্যার এভাবেই এগিয়ে যান ❤️🙏

  • @biswajitdas-uo9bm
    @biswajitdas-uo9bm ปีที่แล้ว +27

    আজ নয়তো কাল যেতে আমাদেরও হবে।সৃষ্টি হলেও ধ্বংস অনিবার্য।

  • @dr.srikumarmukherjee4204
    @dr.srikumarmukherjee4204 ปีที่แล้ว +2

    সহজ স্বচ্ছ প্রকৃতি প্রেম, নিজের অস্তিত্বের ওপরে দাঁড়িয়ে অনুভূতির ভিত্তিতে... প্রকৃতি আমি, আমিই প্রকৃতি.... এই অস্তি-বোধই তো নাকি ব্রহ্মানুভূতি, ঈশ্বরত্ব্ব

  • @bimalbhattacharya856
    @bimalbhattacharya856 ปีที่แล้ว +12

    আপনি আমাদের আলোকিত করছেন 🙏🏻

  • @satibhattacharjee2968
    @satibhattacharjee2968 ปีที่แล้ว +9

    নমস্কার স্যার । আপনার এই অসাধারণ বিশ্লেষণ শুনে খুব ভাল লাগল । মানুষ বিবেক বুদ্ধির অভাবের কারণেই স্বার্থপর হয়ে গেছে । প্রকৃতিকে ভালবাসা
    তো দূরের কথা , অথচ চাপ সৃষ্টি করে,নিজেদের সুখী করার স্বপ্ন দেখে । স্বপ্ন যে সাময়িক , সেটাই ভুলে গেছে ।
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    পরব্রহ্ম পরমেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর
    সৃষ্টি স্থিতি লয়, প্রকৃতিরই খেলা । 🙏

  • @raktimbanerjee2147
    @raktimbanerjee2147 ปีที่แล้ว +18

    Proud to be your student sujib sir when you were our geography teacher at our barisha high school back in 2002-2003...

  • @ashischakraborty5151
    @ashischakraborty5151 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর আলোচনা। অনবদ্য বিশ্লেষন। এইভাবেই আমাদের সচেতন করুন। অনেক ধন্যবাদ আপনাকে।

  • @atanudatta6328
    @atanudatta6328 ปีที่แล้ว +3

    এই ধরনের অনুষ্ঠান খুব জরুরী।। সচেতনতা মূলক অনুষ্ঠান এর আশায় থাকলাম।। আপনাদের উভয়কেই স্যালুট।

  • @chhabidutta-di7oo
    @chhabidutta-di7oo 7 หลายเดือนก่อน

    ‌অসাধারণ অনুষ্ঠান । একক প্রচেষ্টা নয় ,সংঘবদ্ধ প্রয়াস ।জনচেতনা জাগ্রত করার জন্য TH-cam বাইরেও এই জাতীয় অনুষ্ঠান কি হওয়া সম্ভব ? আমরা কি দু লক্ষ বছরের আয়ুষ্কাল নিয়ে নিশ্চেষ্ট হসে বসে থাকবো ! এই জাতীয় অনুষ্ঠানের জন্য l AM BOSE কে শ্রদ্ধা জ্ঞাপন করছি

  • @mohammadhossain4460
    @mohammadhossain4460 2 หลายเดือนก่อน

    মানুষ এই বিশ্বে অবশ্যই বুদ্ধিমান প্রাণি আজ পর্যন্ত, কিন্তু অসম্ভব স্বার্থপর আমরা ।

  • @himansubikasmajumdar7684
    @himansubikasmajumdar7684 ปีที่แล้ว +2

    চমৎকার!!! উচ্চ শিক্ষিত মানুষের জ্ঞান প্রাকৃতিক ধ্বংসের কারণ।

  • @tulshiroy2488
    @tulshiroy2488 ปีที่แล้ว +4

    খুব সুন্দর বিশ্লেষণ করেছেন স্যার

  • @bharatpathik9036
    @bharatpathik9036 ปีที่แล้ว +2

    সৃষ্টি, স্থিতি, লয়।
    আমাদের তথাকথিত আনপড় পূর্বপুরুষেরা এই শিক্ষা অনেক আগেই আমাদের দিয়ে গেছেন। আমরা মেকলে সাহেবের ছাত্ররা সেটা বুঝতে একটু দেরি করে ফেলেছি।

  • @simamukherjee8005
    @simamukherjee8005 ปีที่แล้ว +4

    Sir এর বোঝাবার কায়দা অসাধারণ অপূর্ব 👌

  • @pratibha_swapandutta947
    @pratibha_swapandutta947 ปีที่แล้ว +11

    আলোচনায় বোঝা গেল আমরা অত্যন্ত খারাপ অবস্থায় আছি৷ কিন্তু আমারা নিজেদের বাঁচাতে কিছুই করতে পারবো না।যদিও সেই শেষের দিন হয়তো আমরা দেখবো না।তবু ভয় লাগে।

    • @simasarkar1342
      @simasarkar1342 ปีที่แล้ว +1

      apurba

    • @dipakray9245
      @dipakray9245 ปีที่แล้ว +1

      Morey gele R voy ki Prativa !

    • @user-bs2sl2is9d
      @user-bs2sl2is9d ปีที่แล้ว

      মৃত্যুই চরম সত্য ...একে ভয় পেয়ে লাভ নেই তাই

  • @HareKrishnaEnterprise-hf3gz
    @HareKrishnaEnterprise-hf3gz ปีที่แล้ว +2

    কলকাতায় যখন নর্থ-সাউথ, ইস্ট-ওয়েস্ট করিডোর মেট্রোর জন্য সুরঙ্গ খোঁড়া হচ্ছে উনি অনেক আর্টিকেল লিখেছিলেন সেসবের প্রতিবন্ধকতা নিয়ে। ওনার কাছে এসব লেখার জন্য হুমকি ফোনও এসেছিলো।

  • @mrinmoybhattacharya4694
    @mrinmoybhattacharya4694 ปีที่แล้ว

    এতো ভালো এই ধরণের আলোচনা আগে কখনো শুনিনি, সমৃদ্ধ হলাম, অপেক্ষায় থাকলাম আরও আলোকিত হওয়ার জন‍্য।

  • @subhashsen1161
    @subhashsen1161 ปีที่แล้ว +3

    অসাধারণ আলোচনা

  • @mampibarman728
    @mampibarman728 ปีที่แล้ว +2

    খুব সুন্দর একটা বিজ্ঞানভিত্তিক আলোচনা ।

  • @tuhinnroy4339
    @tuhinnroy4339 ปีที่แล้ว

    ভীষন ভালো লাগল সত্যিই বলছি।এরকম আরো চাই।

  • @Sourabhislamjoy
    @Sourabhislamjoy ปีที่แล้ว +3

    কলকাতা তো তাও খানিকটা ভালো অবস্থানে আছে কিন্তু ঢাকা, চট্টগ্রাম , সিলেট সহ বাংলাদেশের অসংখ্য শহরের কি হবে তা এখনো কল্পণা করতেও ভয় করে। শহরগুলো সব অপরিকল্পিত এবং অত্যধিক জনসংখ্যা। যে হাড়ে মানুষ নিয়মের তোয়াক্কা না করে উচু দালান কোঠা বানাচ্ছে তাতে তাতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।

  • @samarjitroy3258
    @samarjitroy3258 ปีที่แล้ว +5

    মানুষ কি সত্যই সবচেয়ে বুদ্ধিমান প্রানী?
    না সবচেয়ে নির্বোধ প্রানী?

  • @papiyaghosh5446
    @papiyaghosh5446 ปีที่แล้ว

    খুবই মূল্যবান আলোচনা।শুনে সমৃদ্ধ হলাম।

  • @ranjitdhar2349
    @ranjitdhar2349 ปีที่แล้ว +1

    Excellent Sir! Congratulations. Namaskar. All Governments of the world countries should follow up with the proposal.

  • @ArkoSenVlogtainment
    @ArkoSenVlogtainment ปีที่แล้ว +15

    One of the best video and interview in the History of TH-cam and India..... each and every line so practical and true.... I hope we will understand and take the right decision to sustain our life...

    • @bimalbhattacharya856
      @bimalbhattacharya856 ปีที่แล้ว +2

      কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী।

    • @dipakray9245
      @dipakray9245 ปีที่แล้ว

      Bimal - Tumi ki chor !!!

    • @sukantaroy8078
      @sukantaroy8078 ปีที่แล้ว

      THANKS YOUR CONVERSATION, DADA JEI BHABEY WATER NIYE BUSINESS KORCHI SETA O DEKHA UCHIT

  • @tanmayghosh7964
    @tanmayghosh7964 ปีที่แล้ว +1

    অদৃশ্য কারণ corruption আর লালসা ,একদম যা বলেছেন ,আর ভয়।। শান্ত হতেই মানুষের ভয় ,,শান্ত থাকলে মানুষ মৃত্যু যন্ত্রণা পায়।

  • @dipa-7654
    @dipa-7654 ปีที่แล้ว

    অসাধারণ আলোচনা।। সত্যি যদি আমরা বুঝতে পারতাম? অনেক অনেক ধন্যবাদ

  • @keshabchandradey1999
    @keshabchandradey1999 ปีที่แล้ว +2

    সুন্দর একটা আলোচনা শুনলাম ধন্যবাদ কুনাল বাবু।

  • @suklabagchi4901
    @suklabagchi4901 ปีที่แล้ว +7

    Thanks for such excellent discussion. 🙏

  • @susmitasaha7306
    @susmitasaha7306 7 หลายเดือนก่อน

    খুব ভালো প্রচেষ্টা, go ahead 🎉🎉🎉

  • @arnabbhattacharjee9378
    @arnabbhattacharjee9378 ปีที่แล้ว +3

    আমাদের ভূগোল পড়াতেন স্কুলে।। আমরা ধন্য।। ভালো থাকবেন স্যার।।

  • @MrDEBAJITROY
    @MrDEBAJITROY 5 หลายเดือนก่อน

    খুব সুন্দর তথ্যনিষ্ট আলোচনা আগামী র জন্য.

  • @nemaichandghosh7589
    @nemaichandghosh7589 ปีที่แล้ว +6

    Very interesting Scientific analysis,nice natural learning document, hats off for great educational research content.

  • @tanushreemukherjee1982
    @tanushreemukherjee1982 ปีที่แล้ว +1

    খুব ভালো আলোচনা
    অনেক ধন্যবাদ স্যার 🙏🙏🙏

  • @joydevaditya2315
    @joydevaditya2315 ปีที่แล้ว

    একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপস্থাপন। অনেক অনেক ধন্যবাদ আর শ্রদ্ধা। গাঢ় অন্ধকারের মধ্যে কিছু আলোর রেখা। এও কম প্রাপ্তি নয়।

  • @abhirupdasbarman7378
    @abhirupdasbarman7378 ปีที่แล้ว +4

    Important and pertinent discussion. Thank you.

  • @biplobmajumder7155
    @biplobmajumder7155 8 หลายเดือนก่อน

    ভগবান বুদ্ধ এই পরিবর্তনের কথাই বলেছেন।

  • @nemaichandghosh7589
    @nemaichandghosh7589 ปีที่แล้ว +7

    Your podcast just touch our soul ,mind and this important for awareness to save nature.

  • @nemaichandghosh7589
    @nemaichandghosh7589 ปีที่แล้ว +5

    Very good logical discussion for protect our environment, please continue another informative conversation, still waiting .

  • @papaisaha5455
    @papaisaha5455 4 หลายเดือนก่อน

    Sir er student ami khub lucky ami onar sason onar valobasa R onar sikha aj o amader ontore nihito hoye royeche

  • @avasarkar8332
    @avasarkar8332 ปีที่แล้ว +1

    Darun alochona valo laglo

  • @laltukanrar166
    @laltukanrar166 ปีที่แล้ว +1

    শুধু একটা কথাই বলবো- অসাধারণ

  • @Dipankar1993
    @Dipankar1993 ปีที่แล้ว +1

    অতিব নিন্দেনীয় - কঠিন বাস্তব সম্মত সত্য কথা ।

  • @rupamukherjee868
    @rupamukherjee868 ปีที่แล้ว

    Khub valo লাগলো.....koto কিছু sunlum....
    কিছু ই jantum na....অসাধারন....onar kachhe janlum....alochona ta অবশ্যই sonar moto.....

  • @subratadas9035
    @subratadas9035 ปีที่แล้ว +1

    Khub valo laglo erokom ekta gyanmulok vdo dekhe.

  • @sangeetaduttabanik.
    @sangeetaduttabanik. ปีที่แล้ว +4

    অসাধারন সুন্দর আলোচনা হয়েছে...কিন্তু কিন্তু এই আলোচনার মূল্য আর কতজন দিতে পারে...???!!!...
    সবুজ উদ্ভিদ কে আমাদের র অবশ্যই অবশ্যই বাঁচানোর দরকার...সবুজ উদ্ভিদ র ভূমিকা অনস্বীকার্য...যেকোনো প্রাণী কুলকে বাঁচিয়ে রাখার জন্য সবুজ উদ্ভিদ কে বাঁচিয়ে রাখার অবশ্যই অবশ্যই প্রয়োজন...তার মূল কারণ হচ্ছে অক্সিজেন...!!
    সেই জন্যই খুব প্রচলিত এই কথাটি..."গাছ লাগান প্রাণ বাঁচান..."...প্রাণীকুল কে বাঁচিয়ে রাখার মূল কারিগর...।।...বনাঞ্চল,পুকুর,নদী সব ব কিছু কে ঠিক রাখার আমাদের অত্যন্ত অত্যন্ত প্রয়োজন...।।

    • @OmTatSatOm
      @OmTatSatOm ปีที่แล้ว +1

      (এপ্রিল থেকে জুনের মধ্যে) বঙ্গোপসাগরের তলদেশে এক ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে মারাত্মক সুনামী আসছে | ওড়িশার ৭ টি জেলা এবং পশ্চিমবঙ্গের ৫ টি জেলা সম্পূর্ণ জলের তলায় চলে যাবে | একজনের ফেসবুক পোস্ট থেকে এটা জানতে পেরেছিলাম | পরে জেনেছি একথা ভবিষ্যমালিকাতে বলা আছে | এই বছরের অক্ষয় তৃতীয়া তিথি থেকে যথার্থ ভক্তদিগের উদ্ধারকরণের প্রক্রিয়া পূর্ণমাত্রায় আরম্ভ হয়ে যাবে | এখন একমাত্র করণীয় মহাপুরুষদের প্রদর্শিত পথে চলা |
      ________জপো নাম অবিরাম_______

  • @anikmukherjee
    @anikmukherjee ปีที่แล้ว +2

    কুণাল দা এক মণ দিয়ে শুনছিলাম হটাৎ করে একটা হাফ গ্লোব এর সাউন্ড দিয়ে চলে আসলো আচমকা এটা কিন্তু খুব চাপ এর সাউন্ড ছিল । খেয়াল রেখো দাদা নেক্সট সময় এর জন্যে ।

  • @asitbarandas2819
    @asitbarandas2819 ปีที่แล้ว

    Khuby valo laglo kunal babu ..
    R O aamon dharoner aalochona chay
    NETAJI🙏🙏🙏 bade r sab aalochona sune Hapiye gechi
    Aamon aalochona chay .. Thanks👌💓❤️

  • @rebadas4565
    @rebadas4565 ปีที่แล้ว

    Ekdom perfect bolechn, amader protekei ei chetonai joto taratari somvob choriye dite hobe-r kono somoy pabe na ajker manushera !!!

  • @dipjana124
    @dipjana124 ปีที่แล้ว +1

    Knowledgeable( দারুন👌👌👌👌 )

  • @tapasmukherjee5363
    @tapasmukherjee5363 ปีที่แล้ว +2

    Darun laglo

  • @arkoq5
    @arkoq5 ปีที่แล้ว

    Dr. Sujib Kar er ar ekta dik tule dhora uchit...Abohawabid charao uni ekjon addhyattik manush...sob theke boro kotha ekjon manusher jibon dorshon...thank you Kunal da erokom video korar jonne

  • @bapi26820
    @bapi26820 ปีที่แล้ว +2

    সমৃদ্ধ হলাম

  • @jitenmandal2669
    @jitenmandal2669 ปีที่แล้ว +3

    Very good conversation we have to remember how nature protects us

  • @sonjadatta8429
    @sonjadatta8429 ปีที่แล้ว

    Khoob bhalo laglo. Simply excellent. Thank you

  • @madhumitasengupta7426
    @madhumitasengupta7426 ปีที่แล้ว

    Darun laglo. Erokom bisleson,ei bighyan mulak sustho alochona, sristi ke bnachanor uddessyo , manuser choke kule dewa aaj parjanto kew koreni.kunal ,tomake o sir ke janai Sato sahasro dhanyobad.

  • @ramkumarkumar7780
    @ramkumarkumar7780 ปีที่แล้ว +1

    Beautiful discussion on environment need more awareness for people of Bengal.

  • @sumitroy372
    @sumitroy372 ปีที่แล้ว

    Sujib babu apnar ei bisleshan o gyan er jonno ashnkhyo dhaynnobad

  • @hikaushik
    @hikaushik ปีที่แล้ว +4

    Destruction is inevitable, by nature. We, human beings, just expedited this by greed.

  • @victorganguly9365
    @victorganguly9365 ปีที่แล้ว +1

    Ottonto somoyopojogi alochona. Khub valo laaglo, kunal'da.

  • @rahulbiswas5016
    @rahulbiswas5016 ปีที่แล้ว +2

    Very Nice explanation sir.Hope One Day you will be awarded Noble prize.

  • @pradipmukopahyay3956
    @pradipmukopahyay3956 ปีที่แล้ว +1

    Anek anek Pranam sujib babu. Asadharan analysis. Eye opener. I will now Start planting more plants

  • @somnath702
    @somnath702 11 หลายเดือนก่อน

    খুব জরুরী ও ব্যাতিক্রমী বিষয়ে আলোচনা। এগুলোর বিরাট প্রচার দরকার। দম্ভ তো বটেই, আমাদের ভোগের লোভ ও সীমাহীন।

  • @techsavvy90
    @techsavvy90 ปีที่แล้ว

    মৃত্যু আসলে নতুনের সূচনা

  • @bimalbhattacharya856
    @bimalbhattacharya856 ปีที่แล้ว +3

    Grateful to you Kunal da 🙏🏻 Dr Sujib Kar 🙏🏻🙏🏻🙏🏻

    • @sankardebnath5474
      @sankardebnath5474 ปีที่แล้ว

      আমি কি সুজিব বাবুর নম্বরটা একটু পেতে পারি... যদি ব্যবস্থা করতে পারেন খুব কৃতজ্ঞ খাবো।

  • @sona7225
    @sona7225 ปีที่แล้ว +2

    Excellent discussion.

  • @archanabiswas5472
    @archanabiswas5472 ปีที่แล้ว

    স্যার খুব কাছ থেকে দেখেছি, খুব ভালো মানুষ

  • @banshibadanmukherjee9520
    @banshibadanmukherjee9520 ปีที่แล้ว +1

    জীবন নব নব রূপে, প্রাকৃতিক নিয়মে নিজেকে আরও উন্নত করছে, রুপান্তরিত করছে। আমাদের আধুনিক জীবনের প্রতি মোহগ্রস্ততা আরও সুখ আরও সাচ্ছন্দ পাওয়ার প্রতি দুর্নিবার আকর্ষণ ফলস্বরূপ, আমরা মানুষ প্রকৃতির প্রতি একটি চুরান্ত অবৈজ্ঞানিক মনোভাব পোষণ করে চলেছি। যেটা আমাদের সুখ সাচ্ছন্দের অন্তরায় সেটা আমরা একদমই স্বীকার করব না , কারণ আমরা এই গ্রহের সবথেকে বুদ্ধিমান জীব। এ ব্যাপারে পৃথিবীতে আমাদের কেউ প্রতিযোগি নেই। এত ধরণের প্রাণি রয়েছে কিন্ত নিয়মকে তাক্ লাগানোতে আমরা এই গ্রহে সম্পূর্ণ একলা। এটা কি বুদ্ধিমানতা না এক প্রকারের মূর্খামি! জ্ঞান গর্ভ আলোচনা। জয় হোক।

  • @sudeshnaroy6512
    @sudeshnaroy6512 ปีที่แล้ว +1

    Khub ee Informetive.....🙏👌

  • @abhijitkumarsarkar3850
    @abhijitkumarsarkar3850 ปีที่แล้ว

    আলোচনা টি দারুন ভালো লাগলো।
    একটু সমৃদ্ধ হলাম।

  • @drmanasnath770
    @drmanasnath770 ปีที่แล้ว +1

    Very good discussion

  • @labanga580
    @labanga580 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো👍👍👍

  • @asishdutta7349
    @asishdutta7349 ปีที่แล้ว

    This is a very knowledgeable conversation. ❤❤

  • @saikatroychowdhury4187
    @saikatroychowdhury4187 ปีที่แล้ว +1

    Onake anek pronam r tomae anek valobasa ato information deoar jnno thank you dada lvu joy hind

  • @dipenbanerjee8871
    @dipenbanerjee8871 ปีที่แล้ว

    ashadharon. Dhanyrabad Dr. Kar

  • @ranajitmitra5246
    @ranajitmitra5246 ปีที่แล้ว

    আমাদের পুরানে সৃষ্টি-স্থিতি-লয় এই চক্রের কথা বলা আছে। প্রশ্ন হচ্ছে অত আগে মানুষ কিভাবে এই চিন্তা করতে পেরেছিল? ওনারা তো ডাইনোসরের কথা জানতেন না!

  • @truthexplorer5577
    @truthexplorer5577 ปีที่แล้ว +1

    ধন্যবাদ এতো সুন্দর আলোচনার জন্য

  • @tanayabhattacharjee2056
    @tanayabhattacharjee2056 ปีที่แล้ว +3

    অসাধারণ আলোচনা কুনাল বাবু , এগিয়ে যান আমরা আপনার পাসে আছি।

  • @prahladdas3687
    @prahladdas3687 ปีที่แล้ว +1

    Syar vison valo laglo apnar alochona joy hind ♥️🙏

  • @mohitdasgupta7698
    @mohitdasgupta7698 ปีที่แล้ว +2

    These are the things aptly told vividly in Indian ancient literatures bit by bit and step by step. And in exact numbers and steps with precision timings. Mostly people think these as figment of imagination. But the problem is,
    those who know these, they don't know science. And those who know science, they simply ignore this due to their pride & prejudices. I mean, his narratives are exactly right and scientific also.
    Yes, we need to go for a simple living and broad thinking. And we must learn how to love, because we know lust is love, but forget that we are not animals. Nature created us to understand this. Tribal people understand this perfectly, because they are the cradle of civilisation. And rest we are the backlash of civilisation.

  • @koushik2513
    @koushik2513 ปีที่แล้ว

    অনেক কিছু জানতে পারলাম। সত্যিই ভাবনার নতুন দিক খুলে দিলো।

  • @asitpal7854
    @asitpal7854 ปีที่แล้ว +1

    Excellent topic and much more attractive was the discussion

  • @KakaliSinha
    @KakaliSinha ปีที่แล้ว +2

    Wonderful analysis. Thanks for creating this video.