হাতে কলমে নেটওয়ার্কিং শিক্ষা ১১: নেটওয়ার্ক টপোলজি কি? আইসিটি শিক্ষা ।। ICT networking shikkha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • কম্পিউটার নেটওয়ার্কে অনেক কম্পিউটারকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়। একটি কম্পিউটারের সঙ্গে আরেকটি কম্পিউটার জুড়ে দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। আর এ পদ্ধতিগুলোকেই বলা হয় নেটওয়ার্ক টপোলজি। নিচে কয়েক ধরনের টপোলজি সম্পর্কে সংক্ষেপে লেখা হলো। ♦ বাস টপোলজি : এই টপোলজিতে একটি মূল ব্যাকবোন বা মূল লাইনের সঙ্গে সব কম্পিউটার জুড়ে দেওয়া হয়। বাস টপোলজিতে কোনো একটি কম্পিউটার যদি অন্য সব কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করতে চায়, তবে সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছে যায়। ♦রিং টপোলজি : রিং টপোলজি হচ্ছে গোলাকার বৃত্তের মতো। এই টপোলজিতে প্রতিটি কম্পিউটার অন্য দুটি কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে। এই টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে। রিং টপোলজিতে সব সময়ই কম্পিউটারগুলোর মধ্যে বৃত্তাকার যোগাযোগ থাকে। ♦ ট্রি টপোলজি : ট্রি টপোলজি গাছের মতো। গাছে যেমন কাণ্ড থেকে ডাল, একটি ডাল থেকে আরেকটি ডাল এবং তা থেকে আরেকটি ডাল বের হয়, ট্রি টপোলজিও সে রকম। ট্রি টপোলজিতে অনেক স্টার টপোলজি একত্র করা হয়। ♦ মেশ টপোলজি : এই টপোলজিতে সরাসরি একাধিক কম্পিউটার একাধিক পথে যুক্ত থাকে। এই টপোলজিতে কম্পিউটারগুলো অন্য কম্পিউটার থেকে তথ্য নেওয়ার পাশাপাশি ওই নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মধ্যে বিতরণও করতে পারে। ♦ স্টার টপোলজি : কোনো নেটওয়ার্কের সব কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাবের সঙ্গে যুক্ত থাকে, তাকেই বলে স্টার টপোলজি। এটি একটি সহজ টপোলজি। এতে একটি কম্পিউটার নষ্ট হলে বাকি নেটওয়ার্ক সচল থাকে কিন্তু কোনোভাবে কেন্দ্রীয় হাব নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়বে।
    Facebook group: goo.gl/vRr8a5
    Blog Link: fyslcodes.blogs...
    For more: goo.gl/JfCzFL

ความคิดเห็น • 1