"মেয়েটি যেই গভীর ভালোবাসায় আমার দিক হাতটি বাড়িয়েছিল, সেই ভালবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেয় না৷ " আজও মাঝে মাঝে এই নাটকটা দেখি এই ডায়লগটার জন্য৷ আমি যখন ক্লাস ৭-৮ এ পরি তখন কোনো এক ঈদের ৩-৪থ দিনে রাত ১০.৩০টায় নাটকটা বিটিবিতে দেখিয়েছিল। আজও মনে পড়ে সেই দিনের কথা। সেই অনুভব এর কথা। আসলেই হুমায়ুন আহমেদ এর গল্প এক একটা অন্যরকম৷ কেমন জানি ভালোবাসার গভীরতা তৈরি হয়ে যায় নিজের মধ্যে!
নাটকটা এতো বেশী ভালো লাগলো যে ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেক দিন পরে পর পর গত ৪/৫ দিন বাংলা নাটক দেখা শুরু করেছি। নাটকটি দেখে নিজের তারু্ণ্যের দিনগুলির কথা মনে পড়ছে, সত্যি চেখে জল এনে গেল মাহফুজ ভাইয়ের অসাধারণ অভিনয় শৈলী দেখে। প্রত্যেকের অভিনয়ের মধ্যেই অত্যন্ত কর্মকুশলতা এবং চমৎকারিত্ব ফুঠে উঠেছে। সকলকে অন্তরিক সালাম ও মুবারকবাদ। বাংলা নাটকগুলো যে অত্যন্ত অকর্ষণে ভরপুর এ নাটকটি তারই প্রকৃষ্ট উদাহরণ।
সেই ছোট বেলায় ,,বিটিভি তে প্রথম এই নাটক টি দেখছিলাম তখন থেকে ,,মনে গেতে ছিল ,,,,পড়ে নাম টি মনে নাই ,,অনেক খুঁজেছি ইউটিউব এ খুঁজে পায়নি ,,,আজকে ,,সামনে এসে হাজির ,,,বুঝতেই পারিনি আমার প্রিয় নাটক টি এইটাই ❤️❤️❤️❤️❤️
Sundor natok ti. Mahfuz Ahmed uni sotti ekjon boro maper Abhineta. onar kotha bolar bhongima, attitude just Awesome. Uni mone hoy sotti ekjon khub premik chilen . ki kore tale eto sundor valobasar natok guli fotate pare . India from West Bengal. Lot's of love .❤❤❤
কি বলব ভেবে পাচ্ছি না। দুঃখের কাহিনি না হলেও চোখ দিয়ে পানি ঝড়ছে।এককথায় অসাধারণ গল্পটা পড়ে এতো রোমান্টিক হয়নি। মাহফুজ আহমেদ অসাধারণ অভিনেতা করেছেন।ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যার
নাটকটি কেন শেষ হয়ে গেল বুঝলাম না।... এটার মাঝে এমন ভাবে ডুবে ছিলাম ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সত্যি মনোমুগদ্ধকর.....অসাধারণ। প্রকাশ করার মতো না
এ নাটক সম্পর্কে মন্তব্য করার মত ভাষা খুঁজে পাচ্ছি না। তুলনা হয়না। অসাধারণ রোমান্টিক একটি নাটক। মাহফুজ আহমেদ ছাড়া কোন রোমান্টিক নাটক হতে পারে না। চয়নিকা চৌধুরীর পরিচালনায় প্রতিটি নাটক আমাকে খুব স্পর্শ করে। সর্বাপরি এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।।
অদ্ভুত সুন্দর গল্প - অসাধারণ সৃষ্টি এবং যার সমস্ত কীর্তি হুমায়ন আহমেদের। নাটক নির্মাণ এবং শিল্প মান নিখুঁত নয়, সুক্ষ্ম ত্রুটি আছে যেমন, বাধনদের বাড়ির সামনে যেদিন মাহফুজ সেদিন সে একটিবারের জন্যও তোতলায়নি, দ্বিতীয়ত তাকে বারবার পান খেতে দেখা গেলেও তা সেভাবে চিবুতে দেখা যায় নি। আর সুক্ষ্ম একটি ভূল হল, যেদিন প্রভাকে সর্বপ্রথম দেখে সেদিনের সেন্ডেল ও বিশ বছর পরে স্টেশনে একই সেন্ডেল মাহফুজের।
খুব সুন্দর এক নাটক দেখলাম, চয়নিকা চৌধুরী র উপস্থাপনা অতি চমৎকার । গল্পটার মধ্যে নতুনত্ব আছে, আরো আরো ভালো নাটক দেখার অপেক্ষায় থাকলাম । ধন্যবাদ । নাটকের সঙ্গে যুক্ত যাদের কঠোর পরিশ্রমে এটি রূপান্তরিত হয়েছে তাদের অভিনন্দন । প্রভাষ চ্যাটার্জি কলকাতা
কি বলবো? ভাষা খুজে পাচ্ছিনা। এই জন্যই বাংলাদেশের নাটক দেখি। এখন ইন্ডিয়াতে আর এরকম নাটক হয়না তাই আপনাদের নাটক দেখি আর কল্পনায় নিজেকে হারিয়ে ফেলি। আর মাহফুজ আহমেদ এর অভিনয় তুলনাহীন। খুব ভালো লাগে ওর অভিনয়।❤❤❤
গল্পের সাথে মিল রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখালে ভালো হতো ! 'প্রিয়পদরেখা' বই এর 'রূপা' গল্প এটা। অনেক বছর আগে গল্পটা পড়েছিলাম। গল্প পড়া আর নাটক দেখার মাঝে দশ বছর চলে গেলো ! মাহফুজ আহমেদ এর অভিনয় অনবদ্য! বাংলা নাটকের ইতিহাসে উনার নাম প্রথম দিকেই থাকবে!
অদ্ভুত!!! জীবনে অনেক গল্প পড়েছি,এমন কি নিজেও টুকটাক লিখি ,কিন্তু গল্পের বিষয়বস্তু এতো রুমাঞ্চকর হতে পারে ভাবতেও পারিনি।এমনিতে হুমায়ুন সাহেবের লেখা আমি পড়েছি বহুবার।ধন্যবাদ।ভালো থাকবেন,সৃষ্টিতে থাকবেন।
Ami onek din age natok ta BTV te dekhesi,khub valo legesilo.natoker nam r chorittro knotai mone silo na,aj hotath play list a mahfuj er sei darano r pan khaoyer scenary dekhe kmn jeno valo laglo.wow ,is this.so nice...so beautiful.thanks a lot of for create this type of drama.
নাটিকটি সর্বপ্রথম বিটিভিতে দেখেছিলাম। নাটকটির নাম মনে ছিলো না তবে চরিত্রটির নাম মনে ছিল "রুপা"। আজকে রুপা লিখে সার্চ করে করে নাটকটি আবার দেখলাম ❤ নাটকটি আবার আমাকে সেই কৈশোরে নিয়ে গেল❤ Old is gold ❤ Love you #mahfuz sir and my one of the best actress #Badhon ❤
একমাত্র চয়নিকা চৌধুরীর ডিরেকশন এই এমন নাটকের আর্বিভাব সম্ভব। আর অভিনেতা মাহফুজ, বাধন তো জীবন্ত কিংবদন্তি ❤🎉 অনেকদিন পর স্নিগ্ধ একটা ভালোবাসার দৃশ্য উপভোগ করলাম
It is an amazing combination of power houses of talents. Story writer, Director and Actor are tied in single 🧵 thread. Standing ovation to Humaun Shaheb, Chayanika Madam and one of my heart throb Mahafooz bhai for presenting such a beautiful drama. Best & best wishes to all of.U ..This is DADA from Mumbai.
Old is gold.........তাহসান,অপূর্ব, সিয়াম......ওরা খুব ভাল অভিনয় করে সন্দেহ নাই.......এরা সময়ের সাথে সাথে যুগে যুগে আসবে.........কিন্তু মাহফুজ আহমেদ রা আসবে না একটা ই আছে একটা ই থাকবে
মাহফুজ আহমেদ অপূর্ব অভিনয় করলেন। মনে দাগ রেখে গেলেন। খুব বড় মাপের অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ অভিনেতা , খুব সুন্দর করে চরিত্র কে বাস্তব করে তোলেন আমার এই প্রিয় নায়ক, ❤🙏💐। কাহিনী কার কে সেলাম। সবপরি চয়নিকা দিদি কে আমার শুভেচ্ছা আর অভিনন্দন এত ভালো পরিচালনা করার জন্য । ওনার সব ছবি সফল সৃষ্টি নন্দন পরিচালনার জন্য। 💐🙏। কলকাতা থেকে।
Thanks for your beautiful comments.... We are the producer of this drama. I am doing job. When i was student i watched the drama in Television. & the story was in my mind. Suddenly by join in the Agency i got the drama and published it in TH-cam. Actually Alike you i also loved the Drama making, Story of Great Humayan Ahmed and Performer very much.
শুভ সকাল বন্ধুরা 🙏 , আপনাদের TV channel কে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা এত ভালো নাটক উপহার দেওয়ার জন্য ❤ । আরো ভালো নাটক দেখার অপেক্ষায় রইলাম। খুব ভালো থাকবেন। 💐 । কলকাতা থেকে।
Erokom shudhu udar moner manushrai korte pare mhafuz vai bastopei valo udaer moner manush tai erokom oshomvob natok korechen my favorite actor Mahfuz Ahmed.
অসাধারণ। এই রূপার মতোন আমারও এক রূপা আছে। সারাজীবনেও তাঁর যোগ্য হতে পারবনা। তাকে পাব না। তাকে ভালোবাসি এ কথাটিও বলতে পারব না কোনোদিন। জীবন থেমে থাকেনা। রূপারা তাদের জায়গায় ভালো থাকুক। সুখী হওক। না বলা কথা গল্প হয়ে থাকুক।
"মেয়েটি যেই গভীর ভালোবাসায় আমার দিক হাতটি বাড়িয়েছিল, সেই ভালবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেয় না৷ "
আজও মাঝে মাঝে এই নাটকটা দেখি এই ডায়লগটার জন্য৷ আমি যখন ক্লাস ৭-৮ এ পরি তখন কোনো এক ঈদের ৩-৪থ দিনে রাত ১০.৩০টায় নাটকটা বিটিবিতে দেখিয়েছিল। আজও মনে পড়ে সেই দিনের কথা। সেই অনুভব এর কথা। আসলেই হুমায়ুন আহমেদ এর গল্প এক একটা অন্যরকম৷ কেমন জানি ভালোবাসার গভীরতা তৈরি হয়ে যায় নিজের মধ্যে!
মাহফুজ আহমেদ আমার আইকন
উনার স্টাইল কথা বলার আর্ট অসাধারণ💕
আমারও ❤
নাটকটা এতো বেশী ভালো লাগলো যে ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেক দিন পরে পর পর গত ৪/৫ দিন বাংলা নাটক দেখা শুরু করেছি। নাটকটি দেখে নিজের তারু্ণ্যের দিনগুলির কথা মনে পড়ছে, সত্যি চেখে জল এনে গেল মাহফুজ ভাইয়ের অসাধারণ অভিনয় শৈলী দেখে। প্রত্যেকের অভিনয়ের মধ্যেই অত্যন্ত কর্মকুশলতা এবং চমৎকারিত্ব ফুঠে উঠেছে। সকলকে অন্তরিক সালাম ও মুবারকবাদ। বাংলা নাটকগুলো যে অত্যন্ত অকর্ষণে ভরপুর এ নাটকটি তারই প্রকৃষ্ট উদাহরণ।
অসাধারণ একটি নাটক,,,💝,,,
29 / 03 / 2022
সেই ছোট বেলায় ,,বিটিভি তে প্রথম এই নাটক টি দেখছিলাম তখন থেকে ,,মনে গেতে ছিল ,,,,পড়ে নাম টি মনে নাই ,,অনেক খুঁজেছি ইউটিউব এ খুঁজে পায়নি ,,,আজকে ,,সামনে এসে হাজির ,,,বুঝতেই পারিনি আমার প্রিয় নাটক টি এইটাই ❤️❤️❤️❤️❤️
গল্পটি র ঘটনা প্রবাহ সহজেই অনুমেয়। তা সত্ত্বেও যথেষ্ট ই উপভোগ্য। পরিচালনার গুণে এবং মাহফুজ সাহেবের অভিনয় দক্ষতায়। ধন্যবাদ।
মাহফুজ আহমেদ আমার কাছে সেরা অভিনেতা। মিস ইউ ❤❤❤❤
... unbelievable and very heart touching love story...! So excellent drama...
... love you Bangladesh from KOLKATA WEST-BENGAL INDIA ❤️❤️❤️...
স্যারের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া রইল।
অসাধারণ গল্প, অসাধারণ অভিনয়।মাহফুজ অলওয়েজ লিজেন্ড!!!
মাহাফুজ স্যার আপনি কোথায় হারিয়ে গেলেন খুব মিস করি,, অসাধারণ অভিনয় আপনার, আপনার চাল চলন বাচন ভংগি সব কিছুই বেষ্ট।
জীবন এক চলন্ত বাকা,,থেমে থাকা বড্ড দায়,,এই চলার বাকে রয়ে যায় কিছু কুয়াশা,, স্মৃতি,, যা কুড়ে কুড়ে পোড়ায় মানব অন্তর,,,যাহার জন্যই খুজে ফেরে মন,,,সেই নির্জন, নিরবে,,, ভাবনায় ফিরায়,,সেই বাস্তব জীবনে, এই পিছু ফেরা মনই মানুষকে, বাচার অনুপ্রেরণা যোগাতে সাহায্য করে।তাই সবাই বাচে,,,সেলিম চৌধুরী,,, সরনীকায়,,,
খুব সুন্দর একটা নাটক দেখে খুব ভালো লাগছে
অসাধারণ অসাধারণ!! প্রভার থেকে বাধন আপুকেই আমার বেশী ভাল লাগে ।।
অতি চমৎকার অভিনয় হয়েছে আপনাদের। বাংলা দেশের চলচ্চিত্র জগতে আপনাদের মতোই অভিনেতা অভিনেত্রী দরকার।
Congratulations
Sundor natok ti. Mahfuz Ahmed uni sotti ekjon boro maper Abhineta. onar kotha bolar bhongima, attitude just Awesome. Uni mone hoy sotti ekjon khub premik chilen . ki kore tale eto sundor valobasar natok guli fotate pare . India from West Bengal. Lot's of love .❤❤❤
চয়নিকা চৌধুরী অসাধারণ দারুন খুব ভালো লাগল 👌👌👌👌👌👌💗💗
কি বলব ভেবে পাচ্ছি না।
দুঃখের কাহিনি না হলেও চোখ দিয়ে পানি ঝড়ছে।এককথায় অসাধারণ
গল্পটা পড়ে এতো রোমান্টিক হয়নি।
মাহফুজ আহমেদ অসাধারণ অভিনেতা করেছেন।ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যার
রুপারা সব সময়ই এমন আড়ালেই থেকে যায় আর আনিসদের ঘর করতে হয় অন্য কোনো রুপাকে নিয়ে।অসাধারণ ❤
Eta asol rupa r Golpo na...purai kahini changes.. Ashol rupa porle matha ghure jabe.oita osadharon...
ঐটা কোন টা বলবেন প্লিজ ভাই
rupa niya humu sir er 2 ta ache ekta uponnash r ekta golpo ei natok ta oi golpo obolombone ar uponnash tar kono natok nai oitar boi porlei hobe
আমার এই জীবনে দেখা সবচেয়ে সুন্দর রোমান্টিক নাটক।ভবিষ্যৎ ও দেখিবো না মনে হয়।
অসম্ভব সুন্দর একটা নাটক দেখতে দেখতে কখন যে চোখে পানি চলে আসছে। 💜💜💜💜💜💜
Just amazing beautiful 👌
Sustho binodon👌
Asadharon. Mon bhore gelo. Very nice.
নাটকটি কেন শেষ হয়ে গেল বুঝলাম না।... এটার মাঝে এমন ভাবে ডুবে ছিলাম ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সত্যি মনোমুগদ্ধকর.....অসাধারণ। প্রকাশ করার মতো না
অসাধারণ
vai amio to vhabsilam aro ache
@@sabinasalehin3495 Thik tai😭
এই নাটকটি বারবার দেখতে ইচ্ছে করে
চোখে জল এসে গেলো নাটকটা দেখে...!!!
আগের সময়ের নাটকগুলোতে প্রান ছিলো আর এখনকার নাটকগুলো দেখলে মনে হয় কি বলো
❤ অনেক সুন্দর,,,
এ নাটক সম্পর্কে মন্তব্য করার মত ভাষা খুঁজে পাচ্ছি না। তুলনা হয়না। অসাধারণ রোমান্টিক একটি নাটক। মাহফুজ আহমেদ ছাড়া কোন রোমান্টিক নাটক হতে পারে না। চয়নিকা চৌধুরীর পরিচালনায় প্রতিটি নাটক আমাকে খুব স্পর্শ করে। সর্বাপরি এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।।
Thanks
ইয়াছিন
Faruk Akid by bi by cu
নিটোল প্রেমের গল্প।
হুমায়ুন আহমেদ মানেই অসাধারণ কিছু
রোমান্টিক হিরো তে মাহফুজ আহমেদ ই সেরা।।
সত্যিই গল্পটা অনেক সুন্দর।
Oshadharon , khub valo legeche natok ta
আমার দেখা সেরা ৫ টি নাটকের মধ্যে এটি একটি। কমপক্ষে ১৫ বার দেখেছি...মাহফুজ ইউ বিউটি...
অদ্ভুত সুন্দর গল্প - অসাধারণ সৃষ্টি এবং যার সমস্ত কীর্তি হুমায়ন আহমেদের।
নাটক নির্মাণ এবং শিল্প মান নিখুঁত নয়, সুক্ষ্ম ত্রুটি আছে যেমন, বাধনদের বাড়ির সামনে যেদিন মাহফুজ সেদিন সে একটিবারের জন্যও তোতলায়নি, দ্বিতীয়ত তাকে বারবার পান খেতে দেখা গেলেও তা সেভাবে চিবুতে দেখা যায় নি। আর সুক্ষ্ম একটি ভূল হল, যেদিন প্রভাকে সর্বপ্রথম দেখে সেদিনের সেন্ডেল ও বিশ বছর পরে স্টেশনে একই সেন্ডেল মাহফুজের।
Yes. You got it...❗
ভাই নাটকটা পরিচালনা কে করেছে সেটাও কিন্তু দেখার বিষয় অবশ্যই হুমায়ুন আহমেদ না
ওয়াও,,,, অসাধারণ ❤️❤️❤️
নিরন্তর ভালবাসা মাহফুজ আহমেদ 😍😍😍
I am from Kolkata, but really enjoyed the drama. Mahfuz bhai an excellent artist
বারবার দেখি তবুও ভাল লাগে! অসাধারণ গল্প!আর মাহফুজ আহমেদ এর দারুন অভিনয়!!
খুব সুন্দর এক নাটক দেখলাম, চয়নিকা চৌধুরী র উপস্থাপনা অতি চমৎকার ।
গল্পটার মধ্যে নতুনত্ব আছে, আরো আরো ভালো নাটক দেখার অপেক্ষায় থাকলাম । ধন্যবাদ । নাটকের সঙ্গে যুক্ত যাদের কঠোর পরিশ্রমে এটি রূপান্তরিত হয়েছে তাদের অভিনন্দন ।
প্রভাষ চ্যাটার্জি
কলকাতা
হৃদয়কে ছুঁয়ে দিয়ে গেল! কি অসাধারন !!
দেখার পর হারিয়ে গেলাম কোথায় যেনো।❤❤
অসাধারণ সুন্দর❤️🧡❤️🧡❤️🧡❤️🧡
Thank you
কিছুটা গল্প মিলে গেলো আমার জীবনের সাথে, ভালো লাগলো,
Ki je osadaron....😊😊😊😊😊🤗🤗🤗
সুন্দর তো💖
Osadharon❤️
Thanks
কি বলবো? ভাষা খুজে পাচ্ছিনা। এই জন্যই বাংলাদেশের নাটক দেখি। এখন ইন্ডিয়াতে আর এরকম নাটক হয়না তাই আপনাদের নাটক দেখি আর কল্পনায় নিজেকে হারিয়ে ফেলি। আর মাহফুজ আহমেদ এর অভিনয় তুলনাহীন। খুব ভালো লাগে ওর অভিনয়।❤❤❤
Oshadharon, khuv vlo laglo.
ঠিক এইরকম একটি নাটক ছোটবেলায় দেখেছিলাম। চঞ্চল চৌধুরী ও তাজিনের
Thank you
Khub sundor laglo
মাহফুজ সর্বকালের সেরা
Ki valo laglo... Monta vore gelo
Oshadaron natok!bar bar dekhte valo lage.second time dekhchi..Thank you Chayanica madam.Mahfuz Ahmed oshadaron.
সুনিপুণ রচনা শৈলী ,,অসাধারণ অভিনয় দখ্যতা সব মিলে মিশে একাকার👍👍👍👍
গল্পের সাথে মিল রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখালে ভালো হতো ! 'প্রিয়পদরেখা' বই এর 'রূপা' গল্প এটা। অনেক বছর আগে গল্পটা পড়েছিলাম। গল্প পড়া আর নাটক দেখার মাঝে দশ বছর চলে গেলো !
মাহফুজ আহমেদ এর অভিনয় অনবদ্য! বাংলা নাটকের ইতিহাসে উনার নাম প্রথম দিকেই থাকবে!
সংলাপে ঢাবির মুহসিন হলে হাটাহাটি।
আগে প্রেমে পড়ার ধরন টা এমনই ছিল।যা এখন কার যুগে নেই।
কথা সত্য...
th-cam.com/play/PLpIGNaw0O-Q0y5UpqtZcL1E2iT3oTuKsO.html
অসাধারণ
Khub valo laglo. Sotti jibon khub odvut
অদ্ভুত!!! জীবনে অনেক গল্প পড়েছি,এমন কি নিজেও টুকটাক লিখি ,কিন্তু গল্পের বিষয়বস্তু এতো রুমাঞ্চকর হতে পারে ভাবতেও পারিনি।এমনিতে হুমায়ুন সাহেবের লেখা আমি পড়েছি বহুবার।ধন্যবাদ।ভালো থাকবেন,সৃষ্টিতে থাকবেন।
thanks
মন খারাপ থাকলে এই নাটক দেখি
আমার প্রিয় নাটকগুলোর মধ্যে এটি একটি।
অসাধারণ.. এমন গল্প আর শুনিনি স্যালাম হুমায়ুন আহমেদ
হিরো দারুন পছন্দের আমার.. Love you
Wow natok ta dekhe mon vore gelo
Thanks
Amar deka best ekta natok....bar bar dekte iccha kore...
দারুণ লেগেছে আমার কাছে মিউজিকগুলোও চমৎকার ছিলো ❤❤❤
সত্য
Ami onek din age natok ta BTV te dekhesi,khub valo legesilo.natoker nam r chorittro knotai mone silo na,aj hotath play list a mahfuj er sei darano r pan khaoyer scenary dekhe kmn jeno valo laglo.wow ,is this.so nice...so beautiful.thanks a lot of for create this type of drama.
খুব মিস করি স্যার আপনাকে। যেখানেই থাকুন, ভালো থাকুন।
Mahfuz is the best for all time... Love u broo..
চমৎকার একটা নাটক প্রিয় লেখক হুমায়ূন আহমদের।
Ato sundor misty premer golpota lekhar jonno lekhok k sotokoti pronam janai.Apurbo sristy.-Jolly Maity ,India.
আমার ভাল লাগার প্রিয় বাংলার নাটকের অভিনেতা, মাহফুজ ভাই, জাহিদ হাসান,মীর সাব্বির,
👍
আমার সবচেয়ে প্রিয় একটা নাটক ধন্যবাদ হুমায়ুন স্যার কে
নাটিকটি সর্বপ্রথম বিটিভিতে দেখেছিলাম। নাটকটির নাম মনে ছিলো না তবে চরিত্রটির নাম মনে ছিল "রুপা"।
আজকে রুপা লিখে সার্চ করে করে নাটকটি আবার দেখলাম ❤ নাটকটি আবার আমাকে সেই কৈশোরে নিয়ে গেল❤ Old is gold ❤
Love you #mahfuz sir and my one of the best actress #Badhon ❤
এক কথায় অসাধারণ
Osadharon laglo,
Mahfuz bhai u are the great it's a nice story
একমাত্র চয়নিকা চৌধুরীর ডিরেকশন এই এমন নাটকের আর্বিভাব সম্ভব।
আর অভিনেতা মাহফুজ, বাধন তো জীবন্ত কিংবদন্তি ❤🎉
অনেকদিন পর স্নিগ্ধ একটা ভালোবাসার দৃশ্য উপভোগ করলাম
Mahfujke onk valo lage.. Jodio ami tader somoyer na.
অসাধারণ ❤️❤️
আসাধারন মাহফুজ কাকা।
It is an amazing combination of power houses of talents. Story writer, Director and Actor are tied in single 🧵 thread. Standing ovation to Humaun Shaheb, Chayanika Madam and one of my heart throb Mahafooz bhai for presenting such a beautiful drama. Best & best wishes to all of.U ..This is DADA from Mumbai.
Old is gold.........তাহসান,অপূর্ব, সিয়াম......ওরা খুব ভাল অভিনয় করে সন্দেহ নাই.......এরা সময়ের সাথে সাথে যুগে যুগে আসবে.........কিন্তু মাহফুজ আহমেদ রা আসবে না একটা ই আছে একটা ই থাকবে
Thanks subscribe our channel and facebook page Prionty Edit & Effects
Akdom right
@@MdSujon-qq5yk right
মাজফুজের অভিনয় একেবারে অসাধারণ
Yes,Mahfuz Ahmed only one.
Thanks Sir Humayan Ahmed for giving us such a wonderful natok.
অসাধারণ সুন্দর
প্রিয় প্রভা❤
মাহফুজ আহমেদ অপূর্ব অভিনয় করলেন। মনে দাগ রেখে গেলেন। খুব বড় মাপের অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ অভিনেতা , খুব সুন্দর করে চরিত্র কে বাস্তব করে তোলেন আমার এই প্রিয় নায়ক, ❤🙏💐। কাহিনী কার কে সেলাম। সবপরি চয়নিকা দিদি কে আমার শুভেচ্ছা আর অভিনন্দন এত ভালো পরিচালনা করার জন্য । ওনার সব ছবি সফল সৃষ্টি নন্দন পরিচালনার জন্য। 💐🙏। কলকাতা থেকে।
Thanks for your beautiful comments.... We are the producer of this drama. I am doing job. When i was student i watched the drama in Television. & the story was in my mind. Suddenly by join in the Agency i got the drama and published it in TH-cam. Actually Alike you i also loved the Drama making, Story of Great Humayan Ahmed and Performer very much.
শুভ সকাল বন্ধুরা 🙏 ,
আপনাদের TV channel কে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা এত ভালো নাটক উপহার দেওয়ার জন্য ❤ । আরো ভালো নাটক দেখার অপেক্ষায় রইলাম। খুব ভালো থাকবেন। 💐 । কলকাতা থেকে।
Lekhok galpo lekhe, sai lekhatake sarthak kore mahafuj vai er asadharan avinay👍
Mahfuz aar Tarin er aro anek sundar natok dekhte chai . darun bhalo lage.
এমন ভুল মানুষ জীবনে আসলে জীবনটাই সুন্দর হয়ে যায়।
অসাধারণ
Its Really nice Story...Romantic.sweets.sob cheya boro kotha holo ai natoke dorjhe Valobasar j shukher abon valo kichu pawa jay tari prokash peyache... nijher valobasa r nijer Ashtar prothi bishas rakha uchit...
Thanks subscribe our channel and facebook page Prionty Edit & Effects
অসম্ভব সুন্দর একটা নাটক
মাজফুজের অভিনয় একেবারে অসাধারণ
Erokom shudhu udar moner manushrai korte pare mhafuz vai bastopei valo udaer moner manush tai erokom oshomvob natok korechen my favorite actor Mahfuz Ahmed.
অনেক ভালো হয়েছে
Thank you
Old is gold...my fav Mahfuz 😍😍
গল্পটা পড়ে যতটা ভালো লেগেছিল, নাটকটা দেখেও ঠিক ততটাই ভালো লাগলো 😍😍
অনেক বছর পর আবারও নাটক টা দেখলাম।
সত্যি অনেক সুন্দর একটি নাটক দেখলেই চোখে জল এসে যায়
২য় বারের মতো দেখলাম ❤️
Thank you
অসাধারণ। এই রূপার মতোন আমারও এক রূপা আছে। সারাজীবনেও তাঁর যোগ্য হতে পারবনা। তাকে পাব না। তাকে ভালোবাসি এ কথাটিও বলতে পারব না কোনোদিন। জীবন থেমে থাকেনা। রূপারা তাদের জায়গায় ভালো থাকুক। সুখী হওক। না বলা কথা গল্প হয়ে থাকুক।
Thanks💖😍
অসাধারণ।।
এটি আমার কলেজ জিবনে পড়াকালীন নাটক আমার বেস্টফ্রেন্ড এর কাছ থেকে মেমোরিতে এনে দেখেছিলাম ১২ বছর পর আবার দেখলা চমৎকার একটি নাটক❤
অসাধারণ অভিনয় আপনার মাহফুজ আহমেদ আপনার নতুন নাটক খুজে পাই না তাই এক ই নাটক দুবার করে দেখি নুতন নাটক দেখতে চাই