Neel Groha-নীল গ্রহ | Mahfuz Ahmed | Opi Karim | Bangla Eid Natok | 2018 | HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @riponahmed6060
    @riponahmed6060 ปีที่แล้ว +8

    অপি করিম কে ভীষণ ভালো লাগে। যদিও বর্তমান অপি করিমের বয়স চল্লিশের ওপর আর আমার পঁচিশ তবুও তাকে ভালো লাগে- তাহাকে পাওয়ার কোনো পথ থাকলে এখনো চেষ্টা করতাম।

  • @firoztitu
    @firoztitu 4 ปีที่แล้ว +13

    জাত অভিনেতা অভিনেত্রী... বয়ঃসন্ধি কালের আমার ক্রাস অপি করিম😋😋😋

  • @misbahuddin6409
    @misbahuddin6409 6 ปีที่แล้ว +18

    গল্প যাই হোক,,,মাহফুজ ভাই, অপি করিম আপুর অনবদ্য ন্যাচারাল অভিনয়, সত্যি চোখে পানি চলে আসছিলো,,,,আই লাভ বাংলা নাটক,,,এই ধরনের নাটক নির্মান খুব জরুরি,,,

  • @rohulaminalam7696
    @rohulaminalam7696 3 ปีที่แล้ว +119

    এতো ভালো নাটক তাও মিলিয়ন ভিউ হয় না। অথচ কত সস্তা প্রেমের বস্তাপচা নাটক হয়ে মিলিয়ন ভিউ হয়। সঠিক সংস্কৃতি চর্চার বড়ই অভাব এদেশে। আবার বাংলা নাটকের সেই সোনালি দিনগুলি ফিরে আসুক।

    • @shrabonidebnath7179
      @shrabonidebnath7179 ปีที่แล้ว +1

      Thik bolcen vai

    • @aalobhattacharya3183
      @aalobhattacharya3183 ปีที่แล้ว +2

      Hoye geche mama❤

    • @protikdhar620
      @protikdhar620 ปีที่แล้ว

      ভালো নাটকের সাথে ভিউ এর কোন সম্পর্ক নেই

    • @MhR-v8j
      @MhR-v8j ปีที่แล้ว

      Onk din por natok dheke monta bore gelo

    • @turtalha
      @turtalha ปีที่แล้ว

      Vlo natoker sondhan sobai pai na

  • @KM14003
    @KM14003 2 ปีที่แล้ว +28

    অপি করিম ম্যাডামের অভিনয় খুব ভালো লাগে l উনার সৌন্দর্য, ব্যক্তিত্ব ও অভিনয় নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে l

  • @ehsanulhoque5787
    @ehsanulhoque5787 2 ปีที่แล้ว +19

    এমন নাটক দেখার পর বর্তমানে তৈরী হওয়া অসামাজিক নাটক দেখতে গেলে বমি আসে!

  • @mobinurrahman4377
    @mobinurrahman4377 6 ปีที่แล้ว +42

    গল্পের প্রাচুর্য নাই।গভীরতা নাই।শুধু দুর্দান্ত দুজন অভিনয় শিল্পীর চমৎকার প্রয়াস

  • @sompamahmuda1803
    @sompamahmuda1803 6 ปีที่แล้ว +72

    তারাই অভিনেতা -অভিনেত্রী 💜💜

  • @sazzadbinkashem9800
    @sazzadbinkashem9800 3 ปีที่แล้ว +6

    এইভাবেও ভালবাসা বেঁচে থাকে.....।।।।
    এতো সুন্দর করে গল্পের লাইনগুলো তৈরি করা হয়েছে,প্রতিটি সংলাপ মন ছুয়ে গেছে.....অপি ও মাহফুজ এদের নিয়ে আলাদা বিশ্লেষণের প্রয়োজন নেই... ধন্যবাদ পরিচালককে

  • @mdamirhossain5937
    @mdamirhossain5937 6 ปีที่แล้ว +63

    এবারের ঈদের আমার দেখা বেস্ট নাটক এটি,,,জীবনের গল্প,ভালবাসার এক দাম্পত্য জীবনের বাস্তব কাহিনী।যা আমাদের জীবনে বাস্তবতা ফুটিয়ে তুলেছে,,,মাহফুজ ভাই এবং অপি করিম।

    • @জাইদুলহক-ঘ৮ঞ
      @জাইদুলহক-ঘ৮ঞ ปีที่แล้ว

      মাহফুজ অপি করিম আমার পিয় অবি নেতা ভালো লাগার আরেক নাম নাটক❤❤❤❤

  • @sakiburrahmananik69
    @sakiburrahmananik69 2 ปีที่แล้ว +2

    অসাধারন অনবদ্য খুব সাবলীল সংলাপ সু শৃঙ্খল উপাস্থাপনা।

  • @shuvomahmud7475
    @shuvomahmud7475 5 ปีที่แล้ว +8

    মাহফুজ আহমেদের নাটক মানেই অসাধারণ

  • @bulbulahmed1642
    @bulbulahmed1642 4 ปีที่แล้ว +9

    মাহফুজের অভিনয় দারুন হয়েছে। অপরদিকে অপি করিমের অভিনয় মাহফুজের থেকে ছাড়িয়ে গেছে। শুধু মাত্র ভালো গল্প পারে দর্শকের মনে দাগ কাটতে আর এখানে তো সোনায় সোহাগা। ভালো গল্পের পাশা পাশি শক্তিশালি দু'জন অভিনয় শিল্পীও আছেন।

  • @stechnicalgurupro6675
    @stechnicalgurupro6675 5 ปีที่แล้ว +8

    বাংলাদেশের নাটকের মত সুন্দর নাটক এই পৃথিবীর কোন রাষ্ট্রে তৈয়ারি করতে পারবে না।
    এত ভালো নাটক হয়েছে এটা কিছু বলে বুঝাতে পারবো না।
    জয় হোক বাংলাদেশের নাটকের।

  • @mdtarequzzaman3139
    @mdtarequzzaman3139 ปีที่แล้ว +1

    অদ্ভুত সুন্দর! অজান্তেই চোখ ভিজে গেলো।

  • @mariakhankumu6272
    @mariakhankumu6272 4 ปีที่แล้ว +30

    কলিজা লাগলো..ডায়লগটা "মেয়েরা বাপের বাড়ি সব কিছু নিতে পারে কিন্তু নিজের সংসার টা না..😞😖😖

    • @জাইদুলহক-ঘ৮ঞ
      @জাইদুলহক-ঘ৮ঞ ปีที่แล้ว

      হুমু আমি কি তূমাই ভালোবাসি বলতে পারি তূমার সাথে কি আম প্রাম নাটকের নাম থম থম এই সহরে খুব সুন্দর একটা নাটক রুপা সেথাও খুব সুন্দর

  • @fauzultanjed4164
    @fauzultanjed4164 2 ปีที่แล้ว +1

    Ahh! eto shundor natok💗
    Opi Karim best best best❤️

  • @ArifRaman-g3o
    @ArifRaman-g3o 7 หลายเดือนก่อน +2

    আমাদের দেশের নাটকের মত নাটক পৃথিবীর কোথাও হয় না। এটা আমাদের গর্ব।

  • @sumafatiha6246
    @sumafatiha6246 4 ปีที่แล้ว +13

    অপি করিম ত আমার খুব খুব খুব পছন্দের।।মাহফুজ সাহেব ও পারসোনালিটি সম্পন্ন একজন ব্যাক্তি

  • @chaya2023
    @chaya2023 3 หลายเดือนก่อน +1

    আমি তোমাকে ভালোবসি 🥺 আহ কি সুন্দর সংলাপ এ যেন বাংলা নাটকের এক অনন্য উদাহরণ ❤

  • @omarfaruk-mh6on
    @omarfaruk-mh6on 6 ปีที่แล้ว +8

    এই নাটক গুলো দেখলে চোখে পানি দরে রাখতে পারিনা
    সত্যিই মাহফুজ আর অপি করিমের পক্ষেই এইসব অভিনয় সম্বব
    এই অভিনেতা গুলো এখন হারিয়ে জাচ্ছে
    বর্তমানে হাসি আর ঠাট্টা নিয়ে জারা অভিনয় করে তারাই শ্রেষ্ঠ হয় জেমন মোসারফ করিম

  • @MdMustafa-u2l
    @MdMustafa-u2l 5 หลายเดือนก่อน +2

    আল্লাহ পাক পৃথিবীর সব স্বামী-স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা দান করুক আমিন

  • @muhammednajmulmuhammednajm3834
    @muhammednajmulmuhammednajm3834 4 ปีที่แล้ว +4

    দুজনি আমার ভিষন প্রিয় তাদের নাটক খুব একটা দেখি না তার পরও ভালো,, স্পেশালি মাহফুজ ভাই,,, কি অভিনয় রে ভাই,, ❤❤❤

  • @ashishchakraborty6984
    @ashishchakraborty6984 ปีที่แล้ว +1

    অপূর্ব । দুজনেই দুজনের পরিপূরক

  • @fowziashabnam9243
    @fowziashabnam9243 6 ปีที่แล้ว +158

    অভিনয় যখন এত অসাধারণ হয় তখন নায়ক নায়িকার একগাদা মেকআপ এর প্রয়োজন হয় না।

  • @sankarprasadroy1880
    @sankarprasadroy1880 ปีที่แล้ว +2

    বাংলাদেশের নাটকগুলো খুব সুন্দর হয়। নায়িকা ও নায়ক সাথে প্বার্শ চরিত্রগুলো এত ভালো অভিনয় করে।
    প্রত্যেকটি নায়ক ও নায়িকা এত ভালো।
    তিসা,রিচি,অপি, মেহেজাবিন,তনিমা,রানু,
    সাথে মোশাররফ ভাই,
    আখম হাসান, শামীম, লাভলু,আরফান,ডায়েস, তৌকির,মেহেফুজ ও অন্যান্য অনেক নাম এখন মনে পড়ছেনা।
    আমি ভারত (পশ্চিম বাংলা) থেকে প্রতিদিনই নাটক দেখি।

  • @ashrafsonia2699
    @ashrafsonia2699 3 ปีที่แล้ว +13

    এরই নাম সংসার।। শত সমস্যা আসবে তবু কেউ কাউকে ছেড়ে যাবেনা।অদ্ভুত এক মায়া যেন এই সংসার

    • @Kanakrahman4892
      @Kanakrahman4892 ปีที่แล้ว +1

      সবাই মনের সংসার করেনা অনেকে অভিনয়ের সংসার ও করে এবং সংসার ছেড়েও সহজে চলে যায় !

  • @mrnahid102
    @mrnahid102 ปีที่แล้ว +1

    সত্যি একটা মন্তব্য না করে পারলাম না। দুই জন শিল্পী অভিনয় করে যে এতো সুন্দর একটা নাটক হতে পারে এই প্রথমবার দেখলাম। আর এটা সম্ভব হয়েছে মাহফুজ আহমেদ আর অপি করিম এর মতো শিল্পী অভিনয় করাতে। সত্যি অসাধারণ অভিনয়। হাসব্যান্ড এবং ওয়াইফ এর মধ্যে সংসার করতে গেলে ভুল বোঝা বোজি হবে মান অভিমান হবে ঝগড়া ঝাটি হবে এবং দিন শেষে একজনের প্রতি আরেক জনের ভালোবাসা থাকবে এটাই হচ্ছে সংসার। সত্যি নাটকটি অনেক ইমোশনাল ছিল।

  • @Achine.2776
    @Achine.2776 4 ปีที่แล้ว +3

    নাটকের কাহিনী সত্যি চমৎকার। অভিনেতা, অভিনেত্রীর অভিনয় চমৎকার, তাই আবার দেখলাম।ধন্যবাদ নাট্যকার ও পরিচালককে।

  • @MuslimBhai-pl8jm
    @MuslimBhai-pl8jm 3 หลายเดือนก่อน +1

    মান অভিমান, যতই থাকুক, ভালোবাসা চিরন্তন। খুব সুন্দর একটি নাটক।

  • @samratsamrat4818
    @samratsamrat4818 6 ปีที่แล้ว +85

    অপেক্ষার ছিলাম কবে মাহফুজ আহমেদের নাটক দেখব অসম্ভব সুন্দর একটা নাটক মাহফুজ আহমেদের নাটক সবসময়ই ভালো লাগে আরো দেখতে চাই

  • @আহসানহাবীবতুহিন
    @আহসানহাবীবতুহিন 4 ปีที่แล้ว +3

    নাটক সম্পর্কিত বলার কিছু নেই কজ অপি করিম আমার সবচেয়ে ফেভারিট একজন মানুষ আর মাহফুজ আহমেদ হচ্ছে জাত অভিনেতা বস মানুষ,
    আর সাগর জাহান এর নাটক মানেই চোখে পানি এসে যায় যেনো অন্যরকম এক ভালো লাগায়,
    নাটক এর ব্যাকগ্রাউন্ড মিউজিক টাও দারুন ছিলো,
    কপি রাইট এর জন্য সাউন্ড মিউট এর সময় অধিক হয়ে গিয়েছে,
    বাট নাটক টি 👌👌
    অপি মাহফুজ 💜

  • @MdKhokon-dg5ps
    @MdKhokon-dg5ps 6 ปีที่แล้ว +7

    মাহফুজের বেশির ভাগ নাটক গুলো আমি দেখেছি,ওর অভিনয় আমার অনেক বেশি ভালো লাগে,অসাধারণ অভিনেতা

  • @KHANKHAN-wr1sl
    @KHANKHAN-wr1sl 4 ปีที่แล้ว +7

    অসাধারণ গল্প।। বেঁচে থাকুক ভালোবাসা প্রতিটি হৃদয়ের মাঝে।।। 👌.....

  • @ShahinurTalk
    @ShahinurTalk 2 ปีที่แล้ว +2

    অভিনয় ♥️ ছুঁয়ে যায় হৃদয়। আমার কমেন্ট এক সময় দীর্ঘ পুরানো হয়ে যাবে তবুও স্মৃতি থাকবে।

  • @sushantahalder8295
    @sushantahalder8295 3 ปีที่แล้ว +3

    অপি করিম, আমার দেখা বাংলা নাটকের শ্রেষ্ঠ অভিনেত্রী।

  • @tumpaislam4468
    @tumpaislam4468 2 ปีที่แล้ว +2

    সাধারণে অসাধারণ 💜🧡🖤❤️🤎
    মন ছুঁয়ে যাওয়া দারুণ অভিনয়।

  • @takbirhasanjoy511
    @takbirhasanjoy511 2 ปีที่แล้ว +4

    এই নাটক টায় অন্তত ৫০ মিলিয়ন ভিউ পড়া উচিত ছিল
    দেখার মত একটা নাটক আমার কাছে খুব ভালো লাগছে

  • @mallika6401
    @mallika6401 3 หลายเดือนก่อน +1

    Khub valo laglo natok ti. Asadharon chilo Mahfuz sir Api madam er Abhinoy. Dujonei khub valo actress'. From India lot's of love ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @aklimanwar147
    @aklimanwar147 3 ปีที่แล้ว +3

    এতোটা সুন্দর নাটক আর সুন্দর অভিনয় পলকহীন ভাবে দেখলাম। ভীষন ভালো লেগেছে।

  • @mdzahidhasanzahid6321
    @mdzahidhasanzahid6321 2 ปีที่แล้ว +4

    মাঝে মাঝে সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যায় কেন এক দিনে অনেক বার দেখছি কান্না করছি মনে হয় বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা।

  • @sadipbrothers5897
    @sadipbrothers5897 3 ปีที่แล้ว +3

    একান্নবর্তীর সেই প্রিয় জুটি😍😍😍

  • @kallolnag2063
    @kallolnag2063 4 ปีที่แล้ว +2

    I am from Kolkata,
    I feel the best actor & actress
    Are Mafuz bha & Api Karim madam....
    Great acting...!!! basotob choritra futye tulechhen....
    Aapnader Subhechha roilo

  • @BhuBonK
    @BhuBonK 6 ปีที่แล้ว +33

    অপির চোখের পানি দেখে,,,নিজের চোখের পানি আটকাতে পারলাম না।

  • @AbdulHannan-dv6bh
    @AbdulHannan-dv6bh ปีที่แล้ว +2

    অনেকদিন পর দেখলাম। আবেগ, মায়া, প্রেম- ভালবাসা আর নিদারুন টক- ঝাল অনুভূতি যেখানে শুভ্র মেঘের ভেলায় ভেসে বেড়ায়। জাস্ট..... 🥰

  • @akhealmgrfollvdo4475
    @akhealmgrfollvdo4475 6 ปีที่แล้ว +3

    এইরকম একটা ভাল নাটক অনেকদিন হয় দেখিনা, দন্যবাদ পরিচালক এবং মাহফুজ ভাই ও অপিকরিম আপুকে।

  • @mdamirulislam8839
    @mdamirulislam8839 5 ปีที่แล้ว +2

    এক কথায় অসাধারণ,, এই ধরনের নাটক ফ‌্যামেলির সকলে মিলে দেখার মত একটা নাটক,

  • @ajmirontheway9475
    @ajmirontheway9475 3 ปีที่แล้ว +4

    এতো জীবন্ত অভিনয় আমার দেখা সেরা নাটক যা চোখে পানি আনিয়ে ছেড়েছে

  • @rashedkhanshimul5268
    @rashedkhanshimul5268 2 ปีที่แล้ว +2

    সব অভিনয় নয়। কারো কারো জীবনের প্রতি টা মুহূর্ত এক একটা নাটক।।

  • @kabirhossain621
    @kabirhossain621 4 ปีที่แล้ว +3

    মাহফুজ ভাই ও অপি আপু অসাধারণ অভিনয় করেছেন,,খুবই চমৎকার হাসি অপির।

  • @khokonali3476
    @khokonali3476 ปีที่แล้ว +2

    মাহফুজ আহমেদ । মানে দুর্দান্ত অভিনয় দুর্দান্ত নাটক।

  • @abdulmotin9244
    @abdulmotin9244 3 ปีที่แล้ว +3

    অপি করিম সত্যিই অসাধারণ।একেবারে বাস্তবের কাছাকাছি। মাঝে মাঝে মনে হয় সত্যজিৎ রায় বেঁচে থাকলে হয়তো এদেশ থেকে আবার কাউকে নিতেন।

  • @Rajuahmed-gp2fr
    @Rajuahmed-gp2fr 2 ปีที่แล้ว +2

    প্রান বলে যায় দেকে তুমার হাসির এক জলক আমার প্রিয় নাটক প্রিয় অপি

  • @mdamirulislam8839
    @mdamirulislam8839 5 ปีที่แล้ว +3

    এত সুন্দর সামাজিক ও পরিবেশ বান্ধব নাটক নাটকের অভিনয় ,, আমার জীবনে অপি করিমদের মত অভিনেত্রীর নাটক গুলো এক কথায় অসাধারণ,,

  • @mohammadhanif2445
    @mohammadhanif2445 6 ปีที่แล้ว +4

    কি আর বলবো!
    মাহফুজ ভাই & অপি অাপু'র অভিনয়ে আমি এতটাই মুগ্ধ যে, বলার কোন ভাষা নেই...!!!

  • @chinmoy.acharjee
    @chinmoy.acharjee ปีที่แล้ว +3

    আমি মনে হয় আধুনিক হতে পারলাম না। তাই এই সকল নাটকের মায়ায় জড়িয়ে আছি।

  • @muhannaduzzal2431
    @muhannaduzzal2431 5 ปีที่แล้ว +3

    অপি করিম মাহফুজ স্যারের নাটক সত্যি অতুলনীয়

  • @anamulhuq4547
    @anamulhuq4547 2 ปีที่แล้ว +4

    সত্যি বলতে আমার মন ছুঁয়েছে,,,,,সবার অভিনয় মনে ধরে না,,,,,দুজনই নিখুঁত,,,,, আর মাহফুজ মানেই অসাধারণ কিছু,,,, মাহফুজ ভাইয়ের পরবর্তী নাটক দেখার অপেক্ষায় থাকলাম,,,,,,

  • @shahinislam100bd7
    @shahinislam100bd7 ปีที่แล้ว +2

    What a Acting ❤❤❤

  • @learnwithprime
    @learnwithprime 2 ปีที่แล้ว +3

    এত সুন্দর অভিনয় করেছেন দু'জনে! অনেকদিন পর সুন্দর একটা নাটক দেখলাম। সাগর জাহান বরাবরের মতোই একজন সেরা নির্মাতার পরিচয় দিয়েছেন।

  • @sattyasattya8497
    @sattyasattya8497 3 ปีที่แล้ว +2

    এত সুন্দর নাটক রেখে আমরা কি নিয়ে পরে থাকি,অসাধারণ ছিল?

  • @sorifkhan8947
    @sorifkhan8947 3 ปีที่แล้ว +3

    মাহফুজ আহামেদ এবং অপি করিম তাদের অভিনয় অসাধারণ

  • @jahnara8793
    @jahnara8793 3 ปีที่แล้ว +2

    কি বলবো কিচ্ছু বলার নেই। এক কথায় অসাধারণ অসাধারণ।

  • @newchannel8932
    @newchannel8932 3 ปีที่แล้ว +5

    অপি আপু আর মাহফুজ ভাইয়ার অভিনয় অসাধারণ হয়েছে অভিনয়ের মাধ্যমে মানুষ কে সারা জীবন মনে রাখা যায় আর এটা হচ্ছে সেই অভিনয় যা ভুলা যাবে না

  • @md.khokonemployee1393
    @md.khokonemployee1393 4 ปีที่แล้ว +14

    গল্পটা যেমন তেমন অভিনয়টা অসাধারণ হয়েছে তাই অনেক অনেক ধন্যবাদ জানাই মাহফুজ ভাইকেও অপি করিমকে

  • @kamolbonik4363
    @kamolbonik4363 2 ปีที่แล้ว +2

    মাহফুজ ভাই অসাধারণ অভিনেতা

  • @babulaktar9678
    @babulaktar9678 6 ปีที่แล้ว +5

    মাহফুজ ভাই নাটকে খুব কম দেখা যায় বর্তমানে... খুব মিস করি তার অভিনয়...
    কাহিনীর থেকে অভিনয় অসাধারন তাই দেখলাম.............
    এতো কাজের ভীড়ে ভালো একটা কাজ পেলাম।

  • @pratimachatterjee5354
    @pratimachatterjee5354 3 ปีที่แล้ว +3

    অসাধারণ অভিনয় প্রতিভা অসাধারণ নায়ক-নায়িকা যেন কত বাস্তবিক এসব অসাধারণ অভিনয় দেখে প্রাণ ভরে যায় মুগ্ধ হতে হয়

  • @md.mahdihasan8759
    @md.mahdihasan8759 3 ปีที่แล้ว +3

    এরই নাম"""ভালোবাসা,,, এরই নাম সংসার। আসলে বাস্তব জীবনে র কাহিনী তুলে ধরা হয়েছে। হটাত ডিপোজের ডিসিশন না নিয়ে সেপারেশনে থাকলে,দুজন দুজন কে খুব মিছ করবে তারপর ইনশাআল্লাহ একসাথে সংসার করবে।একমত হলে কমেন্ট করবেন।

  • @রংবেরঙেরদুনিয়া
    @রংবেরঙেরদুনিয়া 6 ปีที่แล้ว +4

    গান গুলো মিউট করে দিলে শরীরের রক্ত টগবগিয়ে উঠে, সহ্য করে ছিলাম শুধুমাত্র প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী বলে।।

  • @labonnowentertainment972
    @labonnowentertainment972 3 ปีที่แล้ว +5

    জাগর জাহানের ডিরেকশন
    অপি করিম এবং মাহফুজুর রহমানের অভিনয়
    সবকিছু মিলিয়ে অসাধারণ নাটক।

  • @arzinakhan-zc6ro
    @arzinakhan-zc6ro 2 หลายเดือนก่อน

    কতো মধুর একটা বাণী,,,,
    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ❤❤
    ১৪/১০/২০২৪
    সোমবার

  • @payelmojumdar6548
    @payelmojumdar6548 2 ปีที่แล้ว +3

    হৃদয় ছুঁয়ে গেল, সত্যিই অসাধারণ।

  • @kawosarkawosar9024
    @kawosarkawosar9024 2 ปีที่แล้ว +4

    আগেকার নাটক গুলো কতটা সুন্দর ও কত সুন্দর অভিনয় করেছেন তারা।

  • @Samirkhanbangladesh
    @Samirkhanbangladesh 4 ปีที่แล้ว +5

    এগুলোই ভালোবাসা নাটক..❤❤❤
    সত্যি অনেক ভালো লাগলো❤

  • @anitaqshikder3142
    @anitaqshikder3142 2 ปีที่แล้ว

    নাটক চালিয়ে আমার মত কে কে কমেন্ট পড়েন 🥰🥰

  • @evasen219
    @evasen219 6 ปีที่แล้ว +9

    অসম্ভব ভালো লাগার এক জুটি, অনেক দিন পর... বাংলা নাটক চিরকাল বেচে থাকুক আপনাদের সুন্দর মায়াময় অভিনয়ে।

  • @msnorin8909
    @msnorin8909 2 ปีที่แล้ว +2

    মাহফুজ ভালো বাসা অভিরাম ❤❤❤❤❤

  • @BillalHossain-pt4ls
    @BillalHossain-pt4ls 3 ปีที่แล้ว +7

    এতো ভালো অভিনয়ও হয়! আমি সত্যিই মুগ্ধ।

  • @প্রিয়বাংলা-ট৩ন
    @প্রিয়বাংলা-ট৩ন 6 ปีที่แล้ว +18

    নাটকটি অসাধারণ। এরকম ভালো গল্পের নাটকগুলি বারবার দেখতেও আপত্তি নেই 😊
    নায়ক নায়িকা দুজনেই আমার প্রিয়, তবে অপি করিম একটু বেশিই প্রিয় 😍

  • @mdkhaledun994
    @mdkhaledun994 6 ปีที่แล้ว +7

    নাটকের গল্প চমৎকার।
    এমন নাটক বেশী বেশী নির্মান হওয়া উচিত। মাহফুজ অপি জুটির নাটক বরাবরই উপভোগ করি।

  • @peterphuti3774
    @peterphuti3774 6 ปีที่แล้ว +4

    মিস করি মাহফুজ ভাই লিটু আনাম অপি করিম।দের মত ভাল সেলেব্রেটিদের

  • @sayemmoon1939
    @sayemmoon1939 4 ปีที่แล้ว +3

    প্রিয় দুই আর্টিস্ট এর অভিনয়ে একটি সিম্পল প্লটের নাটক অসাধারণ হয়েছে। পরিচালক সাগর জাহানকে আন্তরিক ধন্যবাদ। পরিশেষে একটি কথা না বললেই নয়, গুরুত্বপূর্ণ সময়ে সাউন্ড মিউট করাটা খুব বাজে কাজ হয়েছে, মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল।

  • @ahmilon1936
    @ahmilon1936 6 ปีที่แล้ว +2

    আমি প্রথম সারির বড় ফ্যান।
    মাহফুজ ভাইয়ের।
    ওনার নাটক btv তে অনেক দেখেছি।

  • @jasminkwasr8214
    @jasminkwasr8214 5 ปีที่แล้ว +14

    এতো সুন্দর নাটক,, কি বলবো,, ❤❤,,, আসলে ওনারা দুজনি আমার খুব পছন্দের 💜💜

    • @salmanasrin9503
      @salmanasrin9503 5 ปีที่แล้ว +1

      Ok but it doesn't matter how you get the right to go on and on that day you will 89999feet the day after your trip is in a very nice area for your home but it's just the way it can get a bit out and it doesn't matter how many of them you do it all you can get in your life is to make it doesn't 9899feet a little too long for 7AM but it's just not that good to go with you to get your money to get your job

  • @mdalaminopu280
    @mdalaminopu280 4 ปีที่แล้ว +4

    নাটকটি খুব সুন্দর, রিদয় ছোঁয়া অভিনয়, এক কথায় অসাধারন।।(তবে কিছু জায়গায় সাউন্ট এর সমস্যা আছে)।

    • @sabujdas7552
      @sabujdas7552 2 ปีที่แล้ว

      আমি তাকে হয়তো ভালোবাসিনী তাই সে চলে গেছে। আর আমি আজ চরিত্রহীন।

  • @binakar6174
    @binakar6174 10 หลายเดือนก่อน

    মন ভরে যায় এইরকম নাটক গুলো দেখে ।
    লেখকের লেখা ও অভিনেতা অভিনেত্রীদের অভিনয় একদম বাস্তব মনে হয় ।
    মেহফুজের আমি এক মস্ত ফ্যান ।
    ওর মিষ্টি হাসি আমার মতো বৃদ্ধার মনে ও ভালোবাসার জন্ম দেয়
    আশীর্বাদ করি জীবনে ও সাফল্যের চরম শিখরে অবস্থান করুক ।

  • @dewdrops5969
    @dewdrops5969 2 ปีที่แล้ว +5

    ন্যাকামি নেই , কৃত্রিমতা নেই, ষড়যন্ত্র নেই, গ্রুপিং নেই, দৃষ্টিকটু উৎকট সাজগোজ নেই। সবকিছু সহজ ,সরল আর সাবলীল।

  • @MuriamTanjim22
    @MuriamTanjim22 2 หลายเดือนก่อน

    প্রিয় মানুষ টার কথায় নাটক টি দেখতে আসা❤
    অজান্তেই চোখে পানি চলে এলো🌸

  • @mdjuiel4416
    @mdjuiel4416 6 ปีที่แล้ว +3

    ভালোবাসি মাহফুজ ভাইকে অনেক,,ভাই নতুন নতুন নাটক করেন আমরা নিয়মিত দেখতে চাই আপনাকে।

  • @ekramulhaque7037
    @ekramulhaque7037 3 ปีที่แล้ว +2

    অসাধারন অভিনয় গুরু মাহফুজের

  • @samsabbir5340
    @samsabbir5340 6 ปีที่แล้ว +44

    ভীষণ প্রিয় অপি আপা ও মাহফুজ ভাইয়ের অনবদ্য অভিনয়ের প্রসংশা করার বাকি কিছু রাখে না।

    • @sadhinatir3648
      @sadhinatir3648 6 ปีที่แล้ว +1

      মন ছুয়ে গেল।

    • @gmfarid5173
      @gmfarid5173 4 ปีที่แล้ว

      Feelings like real fact, amazing.

  • @sunitabanerjee2120
    @sunitabanerjee2120 3 ปีที่แล้ว +4

    শেষ তা দেখে আমি নি যেই কেঁদে ফেলে ছি. দারুন নাটক...

  • @reselahamed2322
    @reselahamed2322 4 ปีที่แล้ว +4

    অভিনেত্রী অভিনেতার বয়স হয়ে গেছে কিন্তু তাদের অভিনয়ে বয়স হয়নি,অনেক অসাধারন!

  • @razukhan8764
    @razukhan8764 6 ปีที่แล้ว +2

    এক কথায় অসাধারণ ধন্যবাদ মাহফুজ আহমেদ ও অপি করিম সাগর জাহান আমাদেরকে এরকম একটা নাটক উপহার দেয়ার জন্য old is gold

  • @kushalbhaskar4401
    @kushalbhaskar4401 3 ปีที่แล้ว +3

    Excellent and heart touching acting by both Api Kareem & Mahfuj Ahmed.....

  • @RIPONAHMED-90461
    @RIPONAHMED-90461 3 ปีที่แล้ว +4

    অসম্ভব সুন্দর নাটক 🥰🥰🥰 ❤❤️
    সত্যি অসাধারণ 👉 👉 👉 👍👍

  • @khalilurrahman5709
    @khalilurrahman5709 6 ปีที่แล้ว +5

    অনেক দিন পর মাহফুজ অপির অভিনয়ে অসাধারণ 1টা নাটক দেখলাম

  • @shawontaluqder1999
    @shawontaluqder1999 ปีที่แล้ว +1

    #অপি তার মিষ্টি হাসি দিয়েই পাগল করে দিয়েছিলো সেই কোন ছেলেবেলায়। 😘😍 অভিনয়ের কথা আর কি বলবো। এককথায় মুগ্ধ তার মাঝে ❤️‍🩹

  • @dhdfcddf9233
    @dhdfcddf9233 6 ปีที่แล้ว +65

    অভিনয় জগতের সব ভাল পিহর হাসি ভাল লাগে একমাএ অপি করিমের হাসিটা, এই হাসিটা আজও কোন অভিনেএীর মুুখে দেখিনি

    • @uzzalsingh8937
      @uzzalsingh8937 4 ปีที่แล้ว

      হাসির জন্য বিখ্যাত অভিনেএী মোনালিসা

    • @জাইদুলহক-ঘ৮ঞ
      @জাইদুলহক-ঘ৮ঞ ปีที่แล้ว

      হুম মাহফুজ কিন্তূ ভালো হাসি দিতে পারে