চন্দননগরে খুলে গেল অত্যাধুনিকমানের গেস্ট হাউস | Super Guest House | ALO | WBTDCL | CHANDANNAGAR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 74

  • @sudeshnabhattacharya1285
    @sudeshnabhattacharya1285 2 หลายเดือนก่อน +1

    আপনার video দেখে গত বৃহস্পতিবার গিয়েছিলাম মা ও পিসতুতো দাদাবৌদিকে নিয়ে । সবাই খুব আনন্দ করেছি । অসাধারণ করেছে । খাবারও দারুণ। আলোর কর্মীদের ব্যবহার অপূর্ব। মন ভরে গেছে । আপনাকে অজস্র ধন্যবাদ 🙏🏻🙏🏻

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน +1

      খুব সুন্দর। অজস্র ধন্যবাদ। একজনার ও ভিডিওটা কাজে লেগেছে জেনে আমার ও শুনে খুব আনন্দ হচ্ছে।

    • @sudeshnabhattacharya1285
      @sudeshnabhattacharya1285 2 หลายเดือนก่อน

      @DILIPADHIKARY-kl8eg এটা একটা প্রশংসনীয় প্রয়াস। আমার ঠাকুর্দার বাড়ী ভদ্রেশ্বর । বাবা চন্দননগর কলেজে পড়েছেন । ছোটবেলা প্রতি রবিবার আমরা যেতাম। ঠাকুমা চলে যাওয়ার পর সব অনিয়মিত। গেলেও তাড়াতাড়ি কলকাতা ফিরতে হয় । এবার থেকে মাঝে মাঝেই যাব , আলোয় থাকব আর সব ঘুরব 😊 আমার বাবা সব শুনে খুব excited 😊 আমাদের মত আরো অনেক পরিবারের কাছে এটা সুবর্ণ সুযোগ 👍🙏🏻

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน +1

      @@sudeshnabhattacharya1285 ধন্যবাদ। চন্দননগরের পুজো পরিক্রমার ভিডিও গুলো দেখুন। আশা করি ভালো লাগবে।

  • @AshokManna-g6m
    @AshokManna-g6m หลายเดือนก่อน

    Very beautyfull

  • @dipankarghosh6642
    @dipankarghosh6642 หลายเดือนก่อน

    ক্যানভাস কানে ভ্যাসভ্যাস করছে.... তবে জায়গাটা খুব সুন্দর লাগছে।

  • @ashimchanda9890
    @ashimchanda9890 2 หลายเดือนก่อน

    Khub bhalo laglo. ALOr disha dekhabe .💥⚘️⚘️💥👍

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน

      রাস্তাঘাট, হোটেল ভালো না হলে পর্যটনের প্রসার হয় না। আশা করা যায় এই গেস্ট হাউস কিছুটা হলেও জনসাধারণের উপকার হবে। আর আমরা তো সবাই "আলোর দিশার খোজে" |

  • @spinerboldac1945
    @spinerboldac1945 2 หลายเดือนก่อน

    Thanks sir

  • @taraknathdas5951
    @taraknathdas5951 2 หลายเดือนก่อน

    Lac of information

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน

      কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ। আর ও তথ্য জানতে হলে ম্যানেজার বাবুকে ফোন করে জিজ্ঞেস করুন। ওনাকে বলা আছে উনি আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেবেন।

  • @dipakadhikari1481
    @dipakadhikari1481 2 หลายเดือนก่อน

    Excellent effort.

  • @avishek9903
    @avishek9903 2 หลายเดือนก่อน

    Kaku video valo laglo

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน +1

      ধন্যবাদ ভালো থেকো

    • @nirmalchatterjee1781
      @nirmalchatterjee1781 2 หลายเดือนก่อน

      kichhu prasna achhe.ekhane A.C/Non AC sab room e ki teakettle o tea arrangement deoa thake.ekhane spl thali system achhe ki.chek in time o check out time ki.

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน

      @@nirmalchatterjee1781 ভালো প্রশ্ন। দাদা একটু কষ্ট করে ফোন করুন না ম্যানেজার ইনচার্জ আয়ন ভট্টাচার্য কে। ওনার ফোন নাম্বার আমি ভিডিওতে বলেছি না বুঝতে পারলে আপনি ডিসক্রিপশন বক্সে দেখুন লেখা আছে আয়ন ভট্টাচার্যের ফোন নাম্বার।

  • @sumantasarkar9427
    @sumantasarkar9427 2 หลายเดือนก่อน +3

    বড়ো ফেনিয়েছেন নর্মাল ঘর কে দেখাবে 😊

  • @ritachowdhury2775
    @ritachowdhury2775 2 หลายเดือนก่อน

    Namaskar sir...khub valo hoeche video ti..
    Amar 1 Q plz rply..
    Chandannagar railway station theke koto dure ey alo property?

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน +1

      ভিডিওতে তো বলেছি, ১.৩ কিলোমিটার। একদম সোজা রাস্তায় হাঁটলে ১২ থেকে ১৫ মিনিট লাগতে আর অটো টোটো তে বা রিক্সায় ৫ মিনিট। ট্রেনে হাওড়া থেকে আসবার সময় এই পার্ক দেখা যায় KMDA/Wonderland পার্কের মধ্যে। পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তরের wbtdcl করেছে। পর্যটন দপ্তরের অন্যান্য আবাসস্থল এর মত একই রকম একই রেট

    • @ritachowdhury2775
      @ritachowdhury2775 2 หลายเดือนก่อน

      @@DILIPADHIKARY-kl8eg oshonko dhonnobad

  • @TapanMukherjee-xz6bz
    @TapanMukherjee-xz6bz 2 หลายเดือนก่อน +1

    অন্যতম ঘরগুলো দেখান ।

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน

      অনেক রকমের ঘর আছে তো মোটামুটি কিছু স্যাম্পেল ঘর দেখিয়ে দিয়েছি। দেখা যাক পরে আবার যদি ভিডিও করি, তাহলে অবশ্যই দেখাবো।

    • @prabirghoshdastider9688
      @prabirghoshdastider9688 2 หลายเดือนก่อน

      এক বছর পর আবার ভিডিও করবেন দেখব।

    • @LilyGhosh-l4w
      @LilyGhosh-l4w 2 หลายเดือนก่อน

      Very good

    • @LilyGhosh-l4w
      @LilyGhosh-l4w 2 หลายเดือนก่อน

      Can 3 family stay in a1 room they are senior citizen

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน

      @ Yes. Of course.

  • @Kumro83
    @Kumro83 2 หลายเดือนก่อน

    AC double bed room e ki mini fridge ache ?

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน +1

      হ্যাঁ সমস্ত এ সি ডাবল বেড রুমেও মিনি ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। আমি এইমাত্র ম্যানেজার ইন চার্জ অয়ন ভট্টাচার্য কে ফোন করেছিলাম তিনি কনফার্ম করলেন। আপনারা স্বচ্ছন্দে তাকে ফোন করতে পারেন ওনার ফোন নাম্বার ভিডিওতে বলা আছে।

    • @Kumro83
      @Kumro83 2 หลายเดือนก่อน

      @DILIPADHIKARY-kl8eg thx

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน +1

      @@Kumro83 কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @mitanandi9811
    @mitanandi9811 2 หลายเดือนก่อน

    ₹7400 aktu barabari holo na ??? Ata cgr ..ki korte asbe loke akhane ?? Bitebari vara dewa hoi ki ?

  • @bhaskarray2717
    @bhaskarray2717 หลายเดือนก่อน

    ভিডিওটা ১০/১২ মিনিটের মধ্যে রাখা যেতো।

  • @sudiptabhattacharya4549
    @sudiptabhattacharya4549 2 หลายเดือนก่อน

    Double bed ac room with western toilet এর room rent কত? আগামী বছর জগদ্ধাত্রী পুজোর সময় কত ভাড়া হবে?

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน

      AC Double bedded room Rs. 2,800/-per room per night for 2 adult plus 2 child. Discount available for Sr. citizen, cancer patient, single occupency from Monday to Thursday. No discount on weekends from Friday to Sunday and Govt. holidays. Now, 10% spl. discount on Menu Price at Restaurant of Alo Tourism Property to Inhouse guests of the Tourism Property. Please check WBTDCL website for details and instant booking your room. Contact No. of Alo Tourism Property : 6292327051

  • @jagodishpatra9038
    @jagodishpatra9038 2 หลายเดือนก่อน

    Jagadhatri pujor somoy bhalo booking hobe tarpor sara bachor ki korbe bogas investment

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน

      ভবিষ্যতেই বলবে এটা বোগাস ইনভেস্টমেন্ট কিনা। এই KMDA পার্কের মধ্যে দু তিনটে ব্যাংকয়েট হল আছে এগুলো বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয়। সে সময় ঘরগুলো বুক হবে নিশ্চয়ই। এছাড়া সারা বছর আমাদের চন্দননগরে বিভিন্ন জায়গা থেকে লাইটিং এর জন্য অর্ডার বুক করতে লোক বাইরে থেকে আসে। তাদের থাকার জায়গা ভীষণ অসুবিধা। তাদেরও খুব সুবিধা হবে। এছাড়া হাওড়া হাটে যারা ভোররাতে যায় কাটোয়া, আজিমগঞ্জ বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা ডাইরেক্ট হাওড়া হাটে যেতে খুব অসুবিধা হয়। ভোরবেলা এখান থেকে হাওড়া হাটে যেতে খুব সুবিধা হবে।এছাড়া পর্যটনের কথা না হয় ছেড়েই দিলাম। ফ্রান্স থেকে ইংল্যান্ড থেকে মাঝে মাঝেই এক দল করে লোক আসে তাদের থাকার জন্য এই সমস্ত উন্নত মানের ঘরের বুকিং হবে। আশা করি ফাঁকা থাকবে না।

  • @shyamalisengupta9240
    @shyamalisengupta9240 2 หลายเดือนก่อน +2

    Sob guest house er I একইরকম চেহারা।

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน

      ঠিক তাই। কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ।

    • @soumyajitbasulive
      @soumyajitbasulive 2 หลายเดือนก่อน

  • @LakshmiNarayanDatta-m8q
    @LakshmiNarayanDatta-m8q 2 หลายเดือนก่อน

    Bhalo video pelam na. Details a video Karun. Jene bideo karun. Aage low cost room dekhan.

  • @prasantaghosh8321
    @prasantaghosh8321 หลายเดือนก่อน

    একটা 1600/- room আছে +12%GST non
    Ac . 1400 takar room nei

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  หลายเดือนก่อน

      হ্যাঁ, টুইন বেডেড রুম নন এসি সেকেন্ড ফ্লোরে ১৪০০ টাকার একটা রুম আছে তো

  • @rajmohan3552
    @rajmohan3552 2 หลายเดือนก่อน

    বছরের বেশীরভাগ সময় খালি পড়ে থাকবে।

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน

      দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে চন্দননগরে হোটেলের খুব অভাব। এখানে সারা বছর বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে চন্দননগরের লাইটিং এর অর্ডার বুক করবার জন্য। তাদের থাকার জায়গার খুব অসুবিধা হয়। বিয়ে বাড়ির সময় এখানে অনেকগুলো ব্যাঙকোয়েট হল আছে, তখনো ফাঁকা থাকবে না। এছাড়া হাওড়ার মঙ্গলা হাটে ভোরবেলা যাওয়ার জন্য, নবদ্বীপ কাটোয়া আজিমগঞ্জ বর্ধমানের লোক যারা হাওড়া হাটে যায় বড় বাজারে যায় তাদের এখান থেকে যাতায়াতের সুবিধা হবে।

  • @DipakDe-o4i
    @DipakDe-o4i 2 หลายเดือนก่อน

    ছয় বেড রুমে তিনটি পায়খানা থাকা উচিত।

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน

      হ্যাঁ B1, এসি সিক্স বেটের রুম সেকেন্ড ফ্লোরে । এই রুমটা মোটামুটি ছয়জনের জন্য খুবই ভালো ব্যবস্থা। তবে ওয়াশরুম সম্ভবত দুটোই আছে।

  • @rumasen1133
    @rumasen1133 2 หลายเดือนก่อน

    Canvas canvas canvas 😢

  • @Savlife634
    @Savlife634 2 หลายเดือนก่อน

    নরমাল ঘরের rate কত l

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน

      Twin bedded NON-AC room 1400/-, AC Double beded room 2,600/-. AC-6 beded room 6,000/- and AC Suite with terrace 7,400/-(সাত আট জন এলে এই রুমটা নিলে খুব ভালো হয় বড় বড় দুটো রুম নিয়ে এ ওয়ান থার্ড ফ্লোরে। ,

  • @samirkumarbasak2992
    @samirkumarbasak2992 2 หลายเดือนก่อน +3

    হতাশ হলাম। একই কথা বার বার বলা হলো।আসল ঘর গুলোর বর্ণনা পেলাম না।

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน

      নিশ্চয়ই। পরে আবার চেষ্টা করব।

    • @debasishghosh673
      @debasishghosh673 2 หลายเดือนก่อน +1

      বেকার উদ্যোগ ! Overpriced !

    • @GoutamNandy-zo5zq
      @GoutamNandy-zo5zq 2 หลายเดือนก่อน

      চন্দননগরের মুকুটে আরো একটি নতুন পালক যুক্ত হলো। এমন সুন্দর অত্যাধুনিক গেষ্ট হাউজটি চন্দননগরের গর্ব হয়ে উঠবে।

    • @prodyotbairagi2931
      @prodyotbairagi2931 2 หลายเดือนก่อน

      সব ঘর গুলোই তো দেখালেন! আবার আসল ঘর কোন গুলো?

    • @bakulhalder3869
      @bakulhalder3869 2 หลายเดือนก่อน +1

      Wastage of public money. Another flop project.

  • @subirpaul6087
    @subirpaul6087 2 หลายเดือนก่อน

    A1 যরের tv টা ভুল placement 😊

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน

      ঠিক আছে মনে থাকবে। অসংখ্য ধন্যবাদ

  • @sudipnandi7849
    @sudipnandi7849 2 หลายเดือนก่อน

    Rate 7400!

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน

      হ্যাঁ বড় বড় দুটো ঘর আছে বড় লন আছে সেটাই সাত হাজার চারশো টাকা।

    • @LilyGhosh-l4w
      @LilyGhosh-l4w 2 หลายเดือนก่อน

      6 bed room is very good. Is there complimentary breakfast in 6 bedroom. Please reply

    • @DILIPADHIKARY-kl8eg
      @DILIPADHIKARY-kl8eg  2 หลายเดือนก่อน

      @@LilyGhosh-l4w না কোন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এর ব্যবস্থা এখনো হয়নি যা শুনলাম। তবে এটা খুবই করা দরকার ব্রেকফাস্ট টা ইনক্লুড থাকা উচিত, রেন্টের সঙ্গে।

  • @mohanbairagi8064
    @mohanbairagi8064 2 หลายเดือนก่อน

    Gundoooooooo😅😮😢
    Aloooooooo😮😢😅