আমি এই লতা প্রথম দেখলাম ,আপনাদের চ্যানেলে আমি অসংখ্য নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হয়েছি , ঠাকুমা কাকিমার থেকে কত রকমের পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না জানতে শিখতে পেরেছি । আরো না জানি কত কিছু জানতে শিখতে পারি প্রতিনিয়ত এখানে। দাদা আপনারা সত্যিই খুব ভাগ্যবান যে এত সুন্দর জঙ্গল প্রকৃতির সান্নিধ্য লাভ করতে পারেন , আসল জীবন তো আপনারাই উপভোগ করছেন, সত্যিই চোখ জুড়িয়ে যায় এত সবুজ দেখে কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না, মাঝে মাঝে মনে হয় এই শহর থেকে দূরে এরকম সবুজ প্রকৃতির মাঝে চলে যাই শান্তির খোঁজে । ঠাকুমা আপনি খুব ভালো থাকবেন আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন এই গরমে , পুচকুটার জন্য অনেক অনেক আদর আর ভালোবাসা রইলো পুরুলিয়া থেকে ❤️❤️💝💝
এত ভালো একটা রেসিপি বানালে ঠাকুমা 👍👍👍যে কি বলবো আর আমি কোনোদিন এই লতাটা দেখেনি এই প্রথম দেখলাম 👍👍👍👍আমাদের শহরে এই সব পাবো কোথায় 😊😊আর আমার পুচুকু সোনা বাবা তো এখন তোমাদের চেনেলের এক নম্বর মেম্বার হয়েছে 😘😘😘😘কি সুন্দর মুখটা 👌👌👌👌এত ভালো লাগে যে কিছু বলার নেই 🤣🤣🤣🤣
Ami apnader cheneler niyomito dorshok amar khub valo lage apnader sokol vedio avabey agye jao tomra Dada boudi MAa thkuma ami vogobaner kache parthona kori
আমি একটু খাদ্য রসীক আপনারা যাযা রান্না দেখান দেখে জিভ দিয়ে জল চলে আসে কিন্তু কিছু কিছু রান্না দেখান তা পাবো কোথা থেকে এই যেমন কমললতা এতো সুন্দর করে কাকীমা রান্না করলেন তা দেখে জিভের জলকে আটকানো খুব মুশকিল 👌😊এই ভাবেই আমাদের শেখান তার জন্যে আপনাদের অনেক ভালোবাসা ও ধন্যবাদ ❤️
দাদা ভিডিওর শুরুতে এতো সুন্দর প্রাকৃতিক পরিবেশ দিয়ে শুরু করলে মন ও চোখ ভরে গেল 🤗কোমল লতা নাম শুনেছি কিন্তু কোনো দিন দেখিনি ও খাইনি দাদা তোমাদের ভিডিও র মাধ্যমে এই এতো সুন্দর জিনিস দেখবার সুযোগ হলো🤗❤️আর এতো সুন্দর একটা রেসিপি দেখে ও দারুন লাগলো 🤗❤️Thanks for sharing dada 🤗 🤗
ঠাকুমা আর তাঁর নাতির এই নিবিড় ভালোবাসার সম্পর্ক, এক থালায় ভাত মেখে খাওয়া এইগুলো দেখলে সত্যি হৃদয় জুড়িয়ে যায়..... আপনাদের পরিবার সত্যি দেখার মতন একটি সুন্দর যৌথ পরিবার.... আমরা বাঙালিরা যখন বোধহয় এইরকম একটা যৌথ পরিবার ধীরে ধীরে হারিয়ে ফেলছি ঠিক সেইসময় আপনাদের এই পরিবার আমাদের স্মরণ করিয়ে দেয় যৌথ পরিবারের মাধুর্য্য, ভালোবাসা, আন্তরিকতা এবং সর্বোপরি আমাদের পূর্বপুরুষের ঐতিহ্যকে..... আবার ফিরে আসুক ঘরে ঘরে আপনাদের মতন যৌথ পরিবার আর বর্তমান প্রজন্ম ফিরে পাক ঠাকুরমা, ঠাকুর দাদা, জেঠু, জেঠিমা, কাকু কাকিমা, পিসি সব্বাই এর আদর ভালোবাসা....💞💞
সত্যি প্রকৃতির অনেক জিনিসই আমাদের কাছে অজানা হয়ে রয়ে যেত যদি প্রকৃতির এই সমস্ত জিনিস আপনারা না তুলে ধরতেন, আপনাদের রান্নর ভিডিও তে অনেক নতুন রান্না সেখার পাশাপাশি নতুন সব অজানা তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ, এই ভাবেই আপনারা এগিয়ে যান, রান্নাটা অসাধারণ লাগলো 👌👌👌👍👍.
যদি পারেন তো বর্ষার সময় জঙ্গলে কিছু চারাগাছ রোপন করুন, নইলে জঙ্গলের সাথে সাথে অনেক কিছু হারিয়ে যাবে। Thanks for sharing your unique recipe and cultural delicious food 💙
খুব ভালো লাগলো ঠাম্মার হাতে মাখা কোমল লতা ভাত আর একই থালায় নাতি ঠম্মা মিলে খাওয়া দেখে মন ভরে গেল😘❤🙏। দাদা এই প্রথম দেখলাম কোমল লতা, আর কাকিমা ঠাম্মার মিলে এই রান্নার রেসিপি দেখে খুব আগ্ৰহ হয়েছে খাওয়ার। দাদা তোমাদের কাছে অনুরোধ আরও নিত্যনতুন ধরনের রেসিপি দেখিয়ো।
দেখেই জিভে জল আসছে তবে এই লতা কোনোদিন দেখিনি বা খাইনি।দারুণ সুন্দর হয়েছে ।কাজল তোমাদের অতি যত্ন করে জঙ্গল থেকে তুলে আনা ও কাকিমা ঠাকুমা র রান্না ও তোমাদের খাওয়া দেখে মন ভরে গেল ।কৃশভের মিষ্টি হাসি তোমাদের প্রত্যেক টা ভিডিও কে আরও আকর্ষণীয় করে তোলে ।😘😘💖💖পরের ভিডিও র অপেক্ষায় রইলাম ।
দাদা ,এই গাছটি আমার পরিচিত ,কিন্তুু আজকের রেসিপিটি আমার কাছে নতুন। অনেক ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য। অবশ্যই এই ভাবে খেয়ে দেখবো । খুব ভালো লাগলো রেসিপিটি। বাংলাদেশ থেকে👍❤️❤️😋😋
ঠাম্মা ভেষজ গুণ আছে এমনই অনেক খাবার তোমার জানা আছে কারণ তুমি আমার বরিশালের মানুষ। তাই বলছি একদিন বেতের কচি ডগা কাচা ভর্তা বানিয়ে খান। কুচি করে লবন সরিষার তেল কাচা পেঁয়াজ মরিচ পোরা দিয়ে মাখিয়ে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে।একদিন গিমা শাক আলু দিয়ে ভাজি করে খান। গন্ধ পাদালির পাতার বরা৷ বানান। থানকুনি পাতার অনেক অনেক রেসিপি বানান। পটোল ডগা ভাজি ছোট মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। আমি ছোট বেলায় এমন অনেক খেয়েছি বরিশালে থাকতে। কেশব সোনাকে অনেক অনেক ভালোবাসি।
Aapnara ja khabar banan na puro Pithabi te kono doctor...ba ayurvedic te dekha jayna apnader jono aamra notun notun genius shikte pachi... Thanku so much 💐💐💐
এই বাটা রান্না টা প্রথম দেখছি, কোনোদিন খাই নাই, মনে হচ্ছে খুব টেষ্টি, বাটা দিয়েই বেশি ভাত খাওয়া যায়, অসাধারণ রান্না করেন কাকিমনি, ঠাকুমা দেখালেই খেতে ইচ্ছে করে, অনামিকা বলছি সাহেব ডাঙ্গা,
Khub sundor রেসিপি । আর তোমাদের সব ভিডিও চুপ চাপ মন দিয়ে দেখে s,une jete ইচ্ছে করে । কি বলবো সব গুলো তো ভালো লাগে , তার সাথে ছোট্ট সোনা কে সব মিলিয়ে দুর্দান্ত সব । লাইক করি sobsomoykintu কমেন্ট করি না । সব ভিডিও তে । শুধু তোমাদের সব কিছু মন দেয়া দেখি ।এই ভাবে সবাই ভালো থাকবেন
খুব সুন্দর রেসিপি দুর্দান্ত অসাধারণ ❤️❤️ কিন্তু আমি এই প্রথম দেখলাম এই কোমল লতা রান্না খুব সুন্দর ❤️❤️ কাকিমা বেশ নতুন নতুন রান্না জানে খুব ভালো লাগলো ❤️❤️ খুব সুন্দর ❤️❤️
Khub valo lage tomader video..sab video ami dekhi .....Kakima tomake jato dekhi tattoo valo lage...tomr hasi amar khub valo lage. hi friends ami Priya...ami without Any Auto-Tune gaan Kari..ami amar phon a gaan record Kari...amar kono external Mic nei ...amar channel name PRIYA KI DHOON...tomader sabaike amar channel a asar anuradh railo... Kavi gurur janmadin upolokkhe Ekla Cholo Re gaanti geyechi...ami asha Kari amar gaan tomader valo lagbe...amar channel a bengali playlist ta sunte paro...onek Bengali gaan o amar channel a ache...🙏
খুবই সুন্দর কোমল লতা রেসিপি, এর আগে কখনো দেখিনি শহরে এগুলো পাওয়া বা রেসিপি করা অসম্ভব আমরা তো জানি পযন্ত না।দাদিমা কে আমার সালাম জানাবেন। আমি আপনাদের অনেক পুরনো দর্শক, আগে কমেন্ট করলেও বহু দিন ধরে করা হয়না। মাসিমা কে সালাম আর একরাশ ভালোবাসা জানাবেন, কৃষভ সোনা কে আদর আর ডজনখানেক হামি।বাংলাদেশ থেকে 🇧🇩
Speechless.....👌. Jodi kokhuno odik ashi for sure shudhu apnader equest kore amon greenry dekhte jabo r apnar barir pukir eranondo nebo 🙏 apnar bacha ti khub sweet. God bless u all
রান্না খুব ভালো লাগলো আমার দাদীর কাছ থেকে আরো শুনেছিআগেকার দিনের মানুষ বাচ্চা হলে ঘরের সামনে ঝুলাই রাখত আপনাদের রান্নাটা খুব সুন্দর হয়েছে আমি ও আমার দাদি আপনাদের চ্যানেলটি দেখি কোমলতা পেলে আমরাও বাসায় ট্রাই করবো আপনারা সবাই ভাল থাকবে☺️☺️
জঙ্গল পোড়ানোর বিষয়টা দেখে খুব কষ্ট পেলাম যারা এটা করছে তারা নিজেদের হাতে প্রকৃতির সর্বনাশ করছে ... আপনাদের সব রেসিপি গুলো অসাধারণ ভীষণ ইচ্ছে করে গিয়ে খেয়ে আসি... যদিও জানি সেটা সম্ভব না
Aapka Grandma and aapka mummy bohot pyari hai mujhe aapki language samajh nahi ati .but dekh kr accha lagta hai .lots of love grandma and your all family. from Assam
কাজল ভাই জঙ্গলের সুন্দর দৃশ্য গুল দেখানর জন্য ধন্যবাদ।কোমল লতা নাম শুনেছি আজ প্রথম দেখলাম এই ভাবে সুন্দর করে বেঁটে টেস্টি করে খাওয়া যায👌👌👌👌কি অসাধারণ বাঁটে কাকিমা।ঠাকুমা তোমার বউমার অনেক গুন।❤❤❤👍👍👍👍কৃষভ সোনাকে দেখলেই চটকাতে ইচ্ছা করে।😙😙💖💖💖💖ভিডিওটা ভাল লাগল খুবই।সবাই ভালো থাকবেন💟💟💜💜
আমি এই লতা প্রথম দেখলাম ,আপনাদের চ্যানেলে আমি অসংখ্য নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হয়েছি , ঠাকুমা কাকিমার থেকে কত রকমের পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না জানতে শিখতে পেরেছি । আরো না জানি কত কিছু জানতে শিখতে পারি প্রতিনিয়ত এখানে। দাদা আপনারা সত্যিই খুব ভাগ্যবান যে এত সুন্দর জঙ্গল প্রকৃতির সান্নিধ্য লাভ করতে পারেন , আসল জীবন তো আপনারাই উপভোগ করছেন, সত্যিই চোখ জুড়িয়ে যায় এত সবুজ দেখে কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না, মাঝে মাঝে মনে হয় এই শহর থেকে দূরে এরকম সবুজ প্রকৃতির মাঝে চলে যাই শান্তির খোঁজে । ঠাকুমা আপনি খুব ভালো থাকবেন আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন এই গরমে , পুচকুটার জন্য অনেক অনেক আদর আর ভালোবাসা রইলো পুরুলিয়া থেকে ❤️❤️💝💝
এই প্রথম দেখলাম ও শুনলাম কোমলতা দুর্মূল্য আমাদের কাছে জানি কোন দিন চোখে ই দেখতে পাবো না খাওয়া তো অনেক দূরে র কথা অসাধারণ একটি রেসিপি মাসিমা কে প্রনাম
Sotti ami o kokhono agola dakhenai
এত ভালো একটা রেসিপি বানালে ঠাকুমা 👍👍👍যে কি বলবো আর আমি কোনোদিন এই লতাটা দেখেনি এই প্রথম দেখলাম 👍👍👍👍আমাদের শহরে এই সব পাবো কোথায় 😊😊আর আমার পুচুকু সোনা বাবা তো এখন তোমাদের চেনেলের এক নম্বর মেম্বার হয়েছে 😘😘😘😘কি সুন্দর মুখটা 👌👌👌👌এত ভালো লাগে যে কিছু বলার নেই 🤣🤣🤣🤣
Ami apnader cheneler niyomito dorshok amar khub valo lage apnader sokol vedio avabey agye jao tomra Dada boudi MAa thkuma ami vogobaner kache parthona kori
ঘড়োয়া পরিবেশ, বাহিরের মানুষের উপস্থিতি ছাড়া চমৎকার ভাললাগার ভিডিও ।❤❤❤❤
জাস্ট অন্য লেভেলের ভিডিও
আমি একটু খাদ্য রসীক আপনারা যাযা রান্না দেখান দেখে জিভ দিয়ে জল চলে আসে কিন্তু কিছু কিছু রান্না দেখান তা পাবো কোথা থেকে এই যেমন কমললতা এতো সুন্দর করে কাকীমা রান্না করলেন তা দেখে জিভের জলকে আটকানো খুব মুশকিল 👌😊এই ভাবেই আমাদের শেখান তার জন্যে আপনাদের অনেক ভালোবাসা ও ধন্যবাদ ❤️
Masimar ranna amer khub valo lage r masima k anek ta amer maer moto dekte
ইয়া আল্লাহ, এই লতা খাওয়া যায় আগে জানতাম না, ছোট বেলা কতো খেলছি। এখন খেতে খুব ইচ্ছে করছে।
হে শ্রী রাম , আয়ুর্বেদ আর ভারতীয় হিন্দু শাস্ত্র জানলে তবে ত জানবে ওটা খাওয়া যায়,কারণ হিন্দু শাস্ত্র তে এইগুলি লেখা আছে,, অন্য কিছু তে নেই 😀😀😀😀😀😀
😁😁😂😂😂
🤭😝😝😝😝😝😝👏👏👏😆😆😁😁
এই গাছের নীচে কোনো আলু হয় না
Er jonno e Chanel number 1. Ar always number 1 thakbe . Love you thakuma . PRONAM 🙏 neben
দাদা ভিডিওর শুরুতে এতো সুন্দর প্রাকৃতিক পরিবেশ দিয়ে শুরু করলে মন ও চোখ ভরে গেল 🤗কোমল লতা নাম শুনেছি কিন্তু কোনো দিন দেখিনি ও খাইনি দাদা তোমাদের ভিডিও র মাধ্যমে এই এতো সুন্দর জিনিস দেখবার সুযোগ হলো🤗❤️আর এতো সুন্দর একটা রেসিপি দেখে ও দারুন লাগলো 🤗❤️Thanks for sharing dada 🤗 🤗
😮😮😮😮😮😮😊
Kon to jaga hoi aponalok buhut dhoniya video verry nice
ঠাকুমা আর তাঁর নাতির এই নিবিড় ভালোবাসার সম্পর্ক, এক থালায় ভাত মেখে খাওয়া এইগুলো দেখলে সত্যি হৃদয় জুড়িয়ে যায়..... আপনাদের পরিবার সত্যি দেখার মতন একটি সুন্দর যৌথ পরিবার.... আমরা বাঙালিরা যখন বোধহয় এইরকম একটা যৌথ পরিবার ধীরে ধীরে হারিয়ে ফেলছি ঠিক সেইসময় আপনাদের এই পরিবার আমাদের স্মরণ করিয়ে দেয় যৌথ পরিবারের মাধুর্য্য, ভালোবাসা, আন্তরিকতা এবং সর্বোপরি আমাদের পূর্বপুরুষের ঐতিহ্যকে..... আবার ফিরে আসুক ঘরে ঘরে আপনাদের মতন যৌথ পরিবার আর বর্তমান প্রজন্ম ফিরে পাক ঠাকুরমা, ঠাকুর দাদা, জেঠু, জেঠিমা, কাকু কাকিমা, পিসি সব্বাই এর আদর ভালোবাসা....💞💞
Onkk onkkk valo laglo apnader dadu natir mile mise aki plete komol lota diye vat khaoya❤️❤️🥰😍😍
সত্যি প্রকৃতির অনেক জিনিসই আমাদের কাছে অজানা হয়ে রয়ে যেত যদি প্রকৃতির এই সমস্ত জিনিস আপনারা না তুলে ধরতেন, আপনাদের রান্নর ভিডিও তে অনেক নতুন রান্না সেখার পাশাপাশি নতুন সব অজানা তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ, এই ভাবেই আপনারা এগিয়ে যান, রান্নাটা অসাধারণ লাগলো 👌👌👌👍👍.
অসাধারণ হয়েছে অসাধারণ আমিও খুঁজে বেড়াবো এই কুমড়ো লতা
যদি পারেন তো বর্ষার সময় জঙ্গলে কিছু চারাগাছ রোপন করুন, নইলে জঙ্গলের সাথে সাথে অনেক কিছু হারিয়ে যাবে।
Thanks for sharing your unique recipe and cultural delicious food 💙
Ak kathai anoboddo RCP .....r sese sona baba k niye khela sobmiliye video jomegeche👌👌👌👌
receipe টা প্রথমবার দেখলাম....আমাদের এখানে তো এইসব পাওয়াই যায় না...খুব ভালো লাগলো....আমার তো দেখেই খিদে পেয়ে গেলো....☺☺☺
Khub khub bhalo Laglo video ta 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
খুব ভালো লাগলো ঠাম্মার হাতে মাখা কোমল লতা ভাত আর একই থালায় নাতি ঠম্মা মিলে খাওয়া দেখে মন ভরে গেল😘❤🙏। দাদা এই প্রথম দেখলাম কোমল লতা, আর কাকিমা ঠাম্মার মিলে এই রান্নার রেসিপি দেখে খুব আগ্ৰহ হয়েছে খাওয়ার। দাদা তোমাদের কাছে অনুরোধ আরও নিত্যনতুন ধরনের রেসিপি দেখিয়ো।
Y kk
*1
বাহ অনেক মজার একটি রেসিপি, আগে কখনো দেখিনি, কিন্তু অনেক মজার হবে দাদুর হাতে রান্না দেখে বুজেঝি
দেখেই জিভে জল আসছে তবে এই লতা কোনোদিন দেখিনি বা খাইনি।দারুণ সুন্দর হয়েছে ।কাজল তোমাদের অতি যত্ন করে জঙ্গল থেকে তুলে আনা ও কাকিমা ঠাকুমা র রান্না ও তোমাদের খাওয়া দেখে মন ভরে গেল ।কৃশভের মিষ্টি হাসি তোমাদের প্রত্যেক টা ভিডিও কে আরও আকর্ষণীয় করে তোলে ।😘😘💖💖পরের ভিডিও র অপেক্ষায় রইলাম ।
আমি জীবনের প্রথম দেখলাম এই লতা। বাংলাদেশ ঢাকা থেকে দেখলাম আপনার ভিডিও । ভালো লেগেছে, খেতেও ইচ্ছে করছে but পাবো কোথায় ?
অন্যরকম রান্না ।
খুব ভালো লাগলো ।
চেষ্টা করব এরকম নতুন কিছু রেসিপি বানানোর ।👍
Puchku ta khub cute akdom maaer moto dekhte hoyeche r apnader ranna gulo khub valo lage try koreo dekhi 💚💚💚💚💞💞💞💞
প্রথম দেখলাম দাদা খুব ভালো লাগল রেসিপি
Wowwww.Darun laglo.Amr tho jive jol chole alo.Kintu amder akhane pawa jay na.
কোন দিন দেখি নি,,নাম ও শুনি নি ..... কিন্তু রান্না টা দেখে জিভে জল চলে এল 😋😋
এই লতানো আলু গাছ আমি কখনো দেখিনি, এই প্রথম দেখলাম, খুব ভালো লাগল
আমি কখনও জঙ্গল দেখিনি খুব ভালো লাগলো।
Thakuma r nati r relation ta khub sunder, eto sunder kore thakuma bole dake, Mon vore jai. Tomader valobasha jeno sabsamoy erokom e thake.
খুব ভালো লেগেছে ভিডিও টা। দাদা বিড়ির পাতার গাছ দেখতে চাই ।
Ajker video ta khub bhalo laglo. ❤️
কাজল তুমি এত সুন্দর সুন্দর ইউনিক রান্নাগুলো তুমি দেখাও খুব ভালো লাগে তোমাদের মতন এত রান্না কেউ দেখাতে পারবে না
প্রথম দেখলাম আর পুচু সোনার জন্য অনেক আদর ভালবাসা আশীর্বাদ 😍😘
দাদা ,এই গাছটি আমার পরিচিত ,কিন্তুু আজকের রেসিপিটি আমার কাছে নতুন। অনেক ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য। অবশ্যই এই ভাবে খেয়ে দেখবো । খুব ভালো লাগলো রেসিপিটি। বাংলাদেশ থেকে👍❤️❤️😋😋
Bah Darun Sundar Hoyeche Ranna Ta Thakuma O Kaki Maa.. Eai Lota Ta Amio Kono Din Deki Ni Suni Ni First Deklam.. 😃😃🙂🙂👍👍✨✨😋😋😍😍😌😌💖💖
মাছ মাংস সবাই রান্না করতে পারে এই রকমের খাবার রান্না অসাধারণ
ঠাম্মা ভেষজ গুণ আছে এমনই অনেক খাবার তোমার জানা আছে কারণ তুমি আমার বরিশালের মানুষ। তাই বলছি একদিন বেতের কচি ডগা কাচা ভর্তা বানিয়ে খান। কুচি করে লবন সরিষার তেল কাচা পেঁয়াজ মরিচ পোরা দিয়ে মাখিয়ে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে।একদিন গিমা শাক আলু দিয়ে ভাজি করে খান। গন্ধ পাদালির পাতার বরা৷ বানান। থানকুনি পাতার অনেক অনেক রেসিপি বানান। পটোল ডগা ভাজি ছোট মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। আমি ছোট বেলায় এমন অনেক খেয়েছি বরিশালে থাকতে। কেশব সোনাকে অনেক অনেক ভালোবাসি।
Hello ami putul kakima bolchi. Tomader video amar khub bhalo lage. Saradin ami dekhi tomader video. Khub bhalo bhalo ranna koro tomra.
দাদা আমার খুব ইচ্ছা করতেছে খেতে তবে চিনিনা আর বিডিতে আছে কিনা জানিনা,,এই গাছটা আর পাতা গুলো ভালোকরে দেখান প্লিজ
Aapnara ja khabar banan na puro
Pithabi te kono doctor...ba ayurvedic te dekha jayna apnader jono aamra notun notun genius shikte pachi... Thanku so much 💐💐💐
এই লতা জিবনে দেখিনি আর সুনিনি।তবে খুব সুন্দর রান্না হয়েছে
Nice,,, expensive ayurvedic joributi,,,, 👌👌👌👌👪so natural@pure ,,, 👌👌
ঠাকুরমার বাড়ী কি বাংলাদেশের বরিশালে ছিলো? আমার পাশের শহর। তাই কথা বলার ভাষাটা খুব চিনি। এত সুন্দর রান্না শিখানোর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানালাম।
কোমল লতার কথা বই এ শুনেছি কিন্তু দেখি নি khono আজ তোমাদের জন্য দেখলাম খুব ভালো লাগলো নতুন ধরণের রান্না টা
এই বাটা রান্না টা প্রথম দেখছি, কোনোদিন খাই নাই, মনে হচ্ছে খুব টেষ্টি, বাটা দিয়েই বেশি ভাত খাওয়া যায়, অসাধারণ রান্না করেন কাকিমনি, ঠাকুমা দেখালেই খেতে ইচ্ছে করে, অনামিকা বলছি সাহেব ডাঙ্গা,
P
Khub sundor রেসিপি । আর তোমাদের সব ভিডিও চুপ চাপ মন দিয়ে দেখে s,une jete ইচ্ছে করে । কি বলবো সব গুলো তো ভালো লাগে , তার সাথে ছোট্ট সোনা কে সব মিলিয়ে দুর্দান্ত সব । লাইক করি sobsomoykintu কমেন্ট করি না । সব ভিডিও তে । শুধু তোমাদের সব কিছু মন দেয়া দেখি ।এই ভাবে সবাই ভালো থাকবেন
খুব সুন্দর রেসিপি দুর্দান্ত অসাধারণ ❤️❤️ কিন্তু আমি এই প্রথম দেখলাম এই কোমল লতা রান্না খুব সুন্দর ❤️❤️ কাকিমা বেশ নতুন নতুন রান্না জানে খুব ভালো লাগলো ❤️❤️ খুব সুন্দর ❤️❤️
Prothom daklam valo laglo
এই গাছ কোনো দিন দেখিনি খাই ও নি।দেখে খুব ভালো লাগলো।
SOTTI DARUN LAGLO VIDEO TA DADA BHAI.
কোমল লতা বই এ পড়েছি। আজ রান্না দেখলাম। খুব ভাল লাগল। 👌👌
Kon boi e porechen didi aktu bolben ..khb upokar hy bolle
Khub valo lage tomader video..sab video ami dekhi .....Kakima tomake jato dekhi tattoo valo lage...tomr hasi amar khub valo lage.
hi friends ami Priya...ami without Any Auto-Tune gaan Kari..ami amar phon a gaan record Kari...amar kono external Mic nei ...amar channel name PRIYA KI DHOON...tomader sabaike amar channel a asar anuradh railo... Kavi gurur janmadin upolokkhe Ekla Cholo Re gaanti geyechi...ami asha Kari amar gaan tomader valo lagbe...amar channel a bengali playlist ta sunte paro...onek Bengali gaan o amar channel a ache...🙏
Ha ha @@amdardunia1712
প্রথম দেখলাম। প্রতিদিন নুতন নুতন রেসিপি.... দারুণ লাগছে।
এটা চিনি না। কিন্তু ভর্তাটা দেখেই খুব খেতে ইচ্ছে করছে।
সত্যি আপনারা ভাগ্যবান এত সুন্দর পরিবেশ❤
Ei jungle ta dekhte khub valo laglo , gach pala e sobuj e bhora♥️♥️🌳🌲🌳🌳🌳🌳
দাদা আমি বাংলাদেশ থেকে সব সময় আপনাদের ভিডিও দেখি খুব ভালো লাগে ❤❤❤❤❤❤
প্রথম বার দেখলাম...নতুন কিছু শিখলাম....খুব ভালো লাগলো❤❤❤
Khob Valo laglo
Tasty recipe dekhei khete eche korche but erom khabar bideshe pawa jabena. Valolaglo video ta. From-> USA
ধন্যবাদ সুন্দর রেসিপি আর ঠাকুর মাকে🥰
এমন লতা খুজেঁও পাবোনা আর এই অসাধারন স্বাধ ও আর নেওয়া হবেনা !
এই শাক জীবনে ও দেখিনি ঠাকুমা!
আর খুঁজে ও পাবোনা আমরা!!
Khub khub vlo lglo
Egulo amra r
Khete
Parbona
Paboina
To
Khbo
Ki kore
আমরা কখনো দেখিনি দারুন লাগছে দেখতে বাটা খেতে ইচ্ছে করছে ঠাম্মা খুব ভালো থেকো চালিয়ে যাও ❤❤❤👌👌👌
Khub bhalo laglo ekdom notun ranna 👌👌👌
ঠাকুমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে! দোয়া রইল ঠাকুমার জন্য!
অনেক সুন্দর হয়েছে ভিডিওটি আমার খুব ভালো লাগে আপনাদের ভিডিওগুলো দেখতে ভালোবাসা রইলো আপনাদের জন্য💝💝
খুব খুব সুন্দর হয়েছে এ লতার রেসিপি টা কাকিমা কৃষভ কে অনেক অনেক আদর ও ভালোবাসা পাঠালাম সোনা বাবা।
দারুন লাগলো ঠাকুমা। আমাদের পাশে থেকে🙏।
কি সুন্দর জায়গাটা বর্ষায়❤️❤️
সবুজ চারদিক
vlo laglo.emon onno ki ki lota ba khabar ache segulu niye video korben.
খুব সুন্দর জায়গা. দেখেই যেতে ইচ্ছা করছে.
খুবই সুন্দর কোমল লতা রেসিপি, এর আগে কখনো দেখিনি শহরে এগুলো পাওয়া বা রেসিপি করা অসম্ভব আমরা তো জানি পযন্ত না।দাদিমা কে আমার সালাম জানাবেন। আমি আপনাদের অনেক পুরনো দর্শক, আগে কমেন্ট করলেও বহু দিন ধরে করা হয়না। মাসিমা কে সালাম আর একরাশ ভালোবাসা জানাবেন, কৃষভ সোনা কে আদর আর ডজনখানেক হামি।বাংলাদেশ থেকে 🇧🇩
দাদা আপনাদের বাগানে এনে লাগিয়ে নেন। তাহলে সবসময় পাবেন আর আমরা ও রেসিপি দেখতে পাবো
Khubbbbbbb sundar kakima..kamon acho tumi. Thamma khub valo theko
অনেক সুন্দর লাগলো ভিডিও টা,, আমি ও আপনাদের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করি,
Villfood dar recipe amar khub valo laga tomadar puchuku ta ka amar khub valo laga 😊😊
Speechless.....👌. Jodi kokhuno odik ashi for sure shudhu apnader equest kore amon greenry dekhte jabo r apnar barir pukir eranondo nebo 🙏 apnar bacha ti khub sweet. God bless u all
First time dekhlm👌
এমনই ইউনিক রেসিপি দিও দাদা। এগুলো ভালো লাগে।
দাদা নতুন একটা রেসিপি দেখলাম খুব ভালো লাগলো জিনিস টা জানতাম না লতা টাকে ঠিক ঠাক চিনতে পারলাম না দাদা
জীবনে এই প্রথম দেখলাম। রান্না করা দেখলাম, খুব খেতে ইচ্ছে করছে।
আমিও প্রথম শুনলাম এই গাছের নাম রান্না ও শিখে নিলাম ধন্যবাদ।
Awesome video..7:28 sec e je gaachta chilo sei gaach i guess mahua gaach..🥰
ঠাকুমার সাথে এক থালায় ভাত মেখে খাওয়া দেখে বোঝা যায় আপনাদের ছোটবেলাটা ঠাকুমার সাথে কত সুন্দরই না কেটেছে। সত্যি আপনারা অনেক লাকি 🙂🙂
,,,, 😅
Darun nutun jinis deklam , Sasuri Boumaar Mel bondhon kub misti. ❤️😀😀🙏🙏
খুব ভালো লাগলো ভিডিওটা দাদা.. অনেক ভালো থাকবে সবাই শুভঃ কামনা রইলো 🥰🥰🥰🥰
Khub sundor recipe ta aii gasta kokhoni dakhini
একেবারেই নতুনত্ব কাজল , খুব অদ্ভুত ব্যাপার 👌👌
কথার মধ্য আন্তরিকতা দেখেই subscribe করলাম।ভালোবাসা নিরন্তর।
এই ভাবে সবাই মিলে মিশে এক সাথে থেকো দাদা🤝 সত্যি আমার #ঠাম্মাটা আজ যদি থাকতো😭 Miss you ঠাম্মা
রান্না খুব ভালো লাগলো আমার দাদীর কাছ থেকে আরো শুনেছিআগেকার দিনের মানুষ বাচ্চা হলে ঘরের সামনে ঝুলাই রাখত আপনাদের রান্নাটা খুব সুন্দর হয়েছে আমি ও আমার দাদি আপনাদের চ্যানেলটি দেখি কোমলতা পেলে আমরাও বাসায় ট্রাই করবো আপনারা সবাই ভাল থাকবে☺️☺️
আল্লাহ সর্বশক্তিমান।
পরমেশ্বর সর্বশক্তিমান। আল্লা শয়তানের স্রষ্টা আর শয়তানকে না হারাতে পারা দুর্বল প্রাণী।
😅😂😂
জঙ্গল পোড়ানোর বিষয়টা দেখে খুব কষ্ট পেলাম যারা এটা করছে তারা নিজেদের হাতে প্রকৃতির সর্বনাশ করছে ... আপনাদের সব রেসিপি গুলো অসাধারণ ভীষণ ইচ্ছে করে গিয়ে খেয়ে আসি... যদিও জানি সেটা সম্ভব না
U
Awesome 💯👍 recipe 😋👍😋
Aapka Grandma and aapka mummy bohot pyari hai mujhe aapki language samajh nahi ati .but dekh kr accha lagta hai .lots of love grandma and your all family. from Assam
কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয়না মহিতে।আজ এই কবিতাটির অর্থ বুঝতে পারলাম পুরোপুরি।ঠাকুমা আসলেই জিনিয়াস।নমস্কার ঠাকুমা
এই খানে যেই কমল এর কথা কবি বলেছেন সেটা এই কোমল লতা না । সেটা হলো পদ্ম ।
ai komol ta to podmopul
Sotti ata ki jinis Jani na Tobe khub valo laglo ranna ta darun hoya6e😍😍❤❤👌👌
আমি কোনো দিন দেখিনি এই কমলতা খুব ভালো লাগল নতুন একটা রেসিপি ❤
Khub bhalo hobe khete mone hoy.
Dekhei testy laglo but amra pabo kothai....eai first time dekhlam jinishta😊
কাজল ভাই জঙ্গলের সুন্দর দৃশ্য গুল দেখানর জন্য ধন্যবাদ।কোমল লতা নাম শুনেছি আজ প্রথম দেখলাম এই ভাবে সুন্দর করে বেঁটে টেস্টি করে খাওয়া যায👌👌👌👌কি অসাধারণ বাঁটে কাকিমা।ঠাকুমা তোমার বউমার অনেক গুন।❤❤❤👍👍👍👍কৃষভ সোনাকে দেখলেই চটকাতে ইচ্ছা করে।😙😙💖💖💖💖ভিডিওটা ভাল লাগল খুবই।সবাই ভালো থাকবেন💟💟💜💜
Apurbo apnader jnyoi esab dekhte pai khub bhalo laglo