Sukh - Ravindranath Tagore | সুখ | রবীন্দ্রনাথ ঠাকুর |Exaplation by Indrajit Pandit | JGGLCCE |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • কবিতা - সুখ
    কাব্যগ্রন্থ - চিত্রা
    কবি - রবীন্দ্রনাথ ঠাকুর
    কথা / লিরিক্স :-
    আজি মেঘমুক্ত দিন; প্রসন্ন আকাশ
    হাসিছে বন্ধুর মতো; সুন্দর বাতাস
    মুখে চক্ষে বক্ষে আসি লাগিছে মধুর-
    অদৃশ্য অঞ্চল যেন সুপ্ত দিগ্‌বধূর
    উড়িয়া পড়িছে গায়ে। ভেসে যায় তরী
    প্রশান্ত পদ্মার স্থির বক্ষের উপরি
    তরল কল্লোলে। অর্ধমগ্ন বালুচর
    দূরে আছে পড়ি, যেন দীর্ঘ জলচর
    রৌদ্র পোহাইছে শুয়ে। ভাঙা উচ্চতীর;
    ঘনচ্ছায়াপূর্ণ তরু; প্রচ্ছন্ন কুটির;
    বক্র শীর্ণ পথখানি দূর গ্রাম হতে
    শস্যক্ষেত্র পার হয়ে নামিয়াছে স্রোতে
    তৃষার্ত জিহ্বার মতো। গ্রামবধূগণ
    অঞ্চল ভাসায়ে জলে আকণ্ঠমগন
    করিছে কৌতুকালাপ। উচ্চ মিষ্ট হাসি
    জলকলস্বরে মিশি পশিতেছে আসি
    কর্ণে মোর। বসি এক বাঁকা নৌকা- 'পরি
    বৃদ্ধ জেলে গাঁথে জাল নতশির করি
    রৌদ্রে পিঠ দিয়া। উলঙ্গ বালক তার
    আনন্দে ঝাঁপায়ে জলে পড়ে বারম্বার
    কলহাস্যে; ধৈর্যময়ী মাতার মতন
    পদ্মা সহিতেছে তার স্নেহ- জ্বালাতন।
    তরী হতে সম্মুখেতে দেখি দুই পার-
    স্বচ্ছতম নীলাভ্রের নির্মল বিস্তার;
    মধ্যাহ্ন- আলোকপ্লাবে জলে স্থলে বনে
    বিচিত্র বর্ণের রেখা; আতপ্ত পবনে
    তীর উপবন হতে কভু আসে বহি
    আম্রমুকুলের গন্ধ, কভু রহি রহি
    বিহঙ্গের শ্রান্ত স্বর।
    আজি বহিতেছে
    প্রাণে মোর শান্তিধারা- মনে হইতেছে
    সুখ অতি সহজ সরল, কাননের
    প্রস্ফুট ফুলের মতো, শিশু- আননের
    হাসির মতন, পরিব্যাপ্ত বিকশিত-
    উন্মুখ অধরে ধরি চুম্বন- অমৃত
    চেয়ে আছে সকলের পানে বাক্যহীন
    শৈশববিশ্বাসে চিররাত্রি চিরদিন।
    বিশ্ববীণা হতে উঠি গানের মতন
    রেখেছে নিমগ্ন করি নিথর গগন।
    সে সংগীত কী ছন্দে গাঁথিব, কী করিয়া
    শুনাইব, কী সহজ ভাষায় ধরিয়া
    দিব তারে উপহার ভালোবাসি যারে,
    রেখে দিব ফুটাইয়া কী হাসি আকারে
    নয়নে অধরে, কী প্রেমে জীবনে তারে
    করিব বিকাশ। সহজ আনন্দখানি
    কেমনে সহজে তারে তুলে ঘরে আনি
    প্রফুল্ল সরস। কঠিন আগ্রহভরে
    ধরি তারে প্রাণপণে- মুঠির ভিতরে
    টুটি যায়। হেরি তারে তীব্রগতি ধাই-
    অন্ধবেগে বহুদূরে লঙ্ঘি চলি যাই,
    আর তার না পাই উদ্দেশ।
    চারি দিকে
    দেখে আজি পূর্ণপ্রাণে মুগ্ধ অনিমিখে
    এই স্তব্ধ নীলাম্বর স্থির শান্ত জল,
    মনে হল সুখ অতি সহজ সরল।
    ধন্যবাদান্তে
    ইন্দ্রজিৎ পণ্ডিত
    ত্রুটি মার্জনীয়।
    প্লিজ সকল JSSC ক্যান্ডিডেট এর কাছে এই ভিডিও ছড়িয়ে দিন।
    লাইক, কমেন্ট সাবস্ক্রাইব করবেন।

ความคิดเห็น • 86

  • @PritamSarkar-q3s
    @PritamSarkar-q3s ปีที่แล้ว

    হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতার হৃদয় ছোঁয়া ব্যাখ্যার জন্য ধন্যবাদ !!

  • @priyankabarman6134
    @priyankabarman6134 6 หลายเดือนก่อน

    খুব ভালো।

  • @astikmandal1451
    @astikmandal1451 2 ปีที่แล้ว

    Khub sundor 👌 sir

  • @byazedbostami136
    @byazedbostami136 ปีที่แล้ว

    স্যার, আমি বাংলাদেশের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @mukeshmaji5011
    @mukeshmaji5011 2 ปีที่แล้ว

    Khub sundor hoye6e

  • @babasahebtutorials6660
    @babasahebtutorials6660 ปีที่แล้ว

    Thanks sir..

  • @noni6375
    @noni6375 2 ปีที่แล้ว

    খুবই ভাল লাগল

  • @durgamaity7303
    @durgamaity7303 2 ปีที่แล้ว

    Khub valo sir

  • @rajkumbhakarvlogs9682
    @rajkumbhakarvlogs9682 2 ปีที่แล้ว

    thank you so much Sir khub bhalo laglo

  • @jagannathpaul4721
    @jagannathpaul4721 2 ปีที่แล้ว

    Khub valo hoye6e sir...
    Apnar mon ta ato poriskar sotti apnake anek anek dhnnobad janai ...

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว +1

      যার চোথ যেমন সে অন্য মানুষকে তেমন ভাবে দেখে ' .🙏🙏🙏🙏🙏

  • @paulscrazyvideos1879
    @paulscrazyvideos1879 2 ปีที่แล้ว

    dhanyawad sir

  • @DineshKumar-vw2cm
    @DineshKumar-vw2cm 2 ปีที่แล้ว

    Very nice

  • @sudeshnag51
    @sudeshnag51 2 ปีที่แล้ว

    धन्यवाद सर

  • @LaxmanKumar-fz3hr
    @LaxmanKumar-fz3hr 2 ปีที่แล้ว

    Nice sir

  • @rupalimahato8910
    @rupalimahato8910 2 ปีที่แล้ว

    Sir apni anek sundar bhabe bekhya krechhen .

  • @runuroy538
    @runuroy538 2 ปีที่แล้ว

    Wow sir.... Aapni khub sundor bujiye bolar jann.... Thank you very much😊

  • @soumitradas307
    @soumitradas307 2 ปีที่แล้ว

    খুব সুন্দর explanation
    খুব ভাল লাগল স্যার
    ধন্যবাদ sir 🙏🙏🙏

  • @bikashchakulia
    @bikashchakulia 2 ปีที่แล้ว

    Khub bhalo byakhya hoyechhe sir

  • @GM-uq7zc
    @GM-uq7zc 2 ปีที่แล้ว

    Johar sir best explaination

  • @akshaykumarmahato3826
    @akshaykumarmahato3826 2 ปีที่แล้ว +1

    👌

  • @arupkundumodak750
    @arupkundumodak750 2 ปีที่แล้ว

    Khub sunder sir

  • @maamansaofficials
    @maamansaofficials 2 ปีที่แล้ว +1

    Sir apne bahut he achche se explain kar diya h thank you sir

  • @jasim3398
    @jasim3398 2 ปีที่แล้ว

    well discuss ......nd explain

  • @bimalgorai7513
    @bimalgorai7513 2 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ স্যার

  • @Bgsdtyhddftg
    @Bgsdtyhddftg 2 ปีที่แล้ว

    Darun

  • @PranobOfficialMusics
    @PranobOfficialMusics 2 ปีที่แล้ว

    Khub sundr bekhha sir..🙏🙏

  • @samirkumar001
    @samirkumar001 2 ปีที่แล้ว

    Khubai sundar hayeche sir 🙏

  • @uttamkrgope
    @uttamkrgope 2 ปีที่แล้ว

    Sir 🙏🙏🙏🙏🙏chitra aar madhukari dutaarei kabita gulor video baniye daao plzz sir🙏🙏🙏many many thanks aapna ke sir

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว

      আমার playlists একটু খুঁজে দেখেন।
      মাধুকরী থেকে সবগুলো কবিতার ব্যাখ্যা করা হয়েছে।
      চিত্রা ' থেকে আর তিনটি কবিতা বাকি আছে।

  • @sadaylet2523
    @sadaylet2523 2 ปีที่แล้ว +1

    আপনার এই ব্যাখা গুলি শুধু জেএসএস সি সিজিয়েল এর ছাত্রদের জন্য নয়, এগুলো থেকে ভবিষ্যতে আরও অনেক। ছাত্র উপকৃত হবে। ধন্যবাদ স্যার

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว

      আপনার এই মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ!!!

    • @sadaylet2523
      @sadaylet2523 2 ปีที่แล้ว +1

      আপনার বাড়ি পাকুরে কোথায় স্যার?

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว

      @@sadaylet2523 ঝিকরহাটি

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว

      ঝিকরহাটির পাশের গ্রাম কদমসাইর

  • @dhananjaybauri2496
    @dhananjaybauri2496 2 ปีที่แล้ว

    Very nice sir 👍👍👍
    Thank you so much for this video 🙏

  • @sushantakumarmandal1080
    @sushantakumarmandal1080 2 ปีที่แล้ว +1

    Aapna ke ashesh dhanyabad.sir apni sahityer rip O rotor video banan tahale amra upakrita hobo. Aamra sabai bangali JGGLCCE te anek gulo post pete pari jadi apni sahayata karen

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว

      অবশ্যই আপনারা এভাবে পাশে থাকুন।
      নেক্সট ভিডিও আসবে। বাকি তিনটি কবিতা নিয়ে এবং সাহিত্যের রূপ ও রীতি নিয়ে।

  • @bhutnathpaul9409
    @bhutnathpaul9409 2 ปีที่แล้ว

    ঝাড়খন্ড এর জোহার স্যার , আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @ismailshaikh6146
    @ismailshaikh6146 2 ปีที่แล้ว

    Perfect explanation

  • @shyamalkumarnath2638
    @shyamalkumarnath2638 2 ปีที่แล้ว

    Sir Sahiter rup riti নিয়ে এসো স্যার

  • @paulscrazyvideos1879
    @paulscrazyvideos1879 2 ปีที่แล้ว

    plse sir sab chapter gulo video te cover karun ....r MCQ video niye asun

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว +1

      কবিতার সবগুলো অধ্যায় playlists এ পেয়ে যাবেন।।

  • @shyamalkumarnath2638
    @shyamalkumarnath2638 2 ปีที่แล้ว +1

    অনেক অনেক ভালো লাগলো আপনার ব্যাখ্যাটী ৷এবার সাহিত্যের রুপ ও রিতি নিয়ে আসুন স্যার৷

  • @Suc167
    @Suc167 2 ปีที่แล้ว

    🙏🙏🙏guru ji 🙏🙏🙏

  • @khurshidanwar609
    @khurshidanwar609 2 ปีที่แล้ว

    Sir pls apni akta apnar telegram channel khulun okhne MCQ practice korano ta bhalo hobe

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว

      টেলিগ্রাম এ সার্চ কর ...
      Kavitayen Aur Bahut Kuch

  • @laxmiranimahato5495
    @laxmiranimahato5495 2 ปีที่แล้ว

    Sir MCQ question

  • @41-bashistagope34
    @41-bashistagope34 2 ปีที่แล้ว

    Thank you sir..
    Kalapahar kobita video upload karun sir

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว +1

      নেক্সট কবিতা ' কালাপাহাড় ' আসবে। সঙ্গে থাকুন।

  • @mukeshmaji5011
    @mukeshmaji5011 2 ปีที่แล้ว

    Sir ki6u mcq er video practice koran

  • @learningexpressbbb6628
    @learningexpressbbb6628 2 ปีที่แล้ว

    Thank u very much...full syllabus complete koran plz🙏

  • @amitkumardey3009
    @amitkumardey3009 ปีที่แล้ว

    সার আপনি বাংলা jssc cgl এর পরশন ডেকে 100 প্রশ্নের নম্বর MCQ বানান এতে আমরা অনকে উপকৃত হবো

  • @MDALAUDDIN-rf1sw
    @MDALAUDDIN-rf1sw 2 ปีที่แล้ว

    খুবই ভাল লাগল স্যার আপনার ব্যাখ্যা করা কবিতা আপনি এই ধরনের কবিতা গুলো ব্যাখ্যা করেন এবং আমাদের সহজ করে দেন

  • @jagannathpaul4721
    @jagannathpaul4721 2 ปีที่แล้ว

    কালপাহাড় টা করান স্যার

  • @anarulsislam8162
    @anarulsislam8162 2 ปีที่แล้ว

    Sir apnar ghar kothai... Ami to Pakur district er,..

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว

      পাকুড় থেকে 6 কিমি দূরে
      ঝিকরহাটি গ্রামের পাশে ... কদমসার গ্রাম

  • @pradeeppandey-xz8wf
    @pradeeppandey-xz8wf ปีที่แล้ว

    Sir
    J p s c bengalir syllabus ta ek bar dekhun n plz

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  ปีที่แล้ว

      আপনার কাছে থাকলে পিডিএফ লিংক শেয়ার করবেন ।

  • @RAJU-pq5mi
    @RAJU-pq5mi 2 ปีที่แล้ว

    Kalapahar Kobita upload korun

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว

      নেক্সট ' কালাপাহাড় ' কবিতায় আপলোড করা হবে । প্লিজ আর কিছু দিন অপেক্ষা করুন।

  • @hackerjsr5585
    @hackerjsr5585 ปีที่แล้ว

    Sir cgl natun syllabus ti covar korun syllabus change hoyechea❤❤❤❤

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  ปีที่แล้ว

      শুরু হয়ে গেছে
      th-cam.com/video/KVKiLcY2KZ4/w-d-xo.html

  • @polashrajbanshi4610
    @polashrajbanshi4610 2 ปีที่แล้ว

    Sir apnr bari kothay?
    Amar bari pakur

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว

      ঝিকরহাটির পাশের গ্রাম কদমসার

    • @abdurrajjak6215
      @abdurrajjak6215 2 ปีที่แล้ว

      @@KavyaCharchaByIndrajit Sir, Amar bari Sitarampur, panchayat-Jhikarhati(E)........ Ek din dekha korbo aponar sathe

  • @abarddin6900
    @abarddin6900 2 ปีที่แล้ว

    Fast View

  • @musleuddinsk9750
    @musleuddinsk9750 2 ปีที่แล้ว

    JSSC জন্য কথাই বই পাওয়া যাবে একটু দয়া করে বলুন

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว

      অনলাইন অর্ডার করুন কিংবা WB এর যে কোন শহরের বইয়ের দোকানে যোগাযোগ করুন!!

  • @KGFDevganYT
    @KGFDevganYT 2 ปีที่แล้ว

    Op

  • @archanprakashmandal3594
    @archanprakashmandal3594 2 ปีที่แล้ว

    Apnar explanation darun. Ami JAMSHEDPUR (Purbi Singhbhum) theke. Ekhane Coaching e bangla online porano hochhe kintu apnar explanation er sathe kono tulona nei. Thank you, once again.
    Apni kotha theke video banachhen ?

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว +1

      আমার ভিডিও পছন্দ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ!!
      আমি বাড়ি পাকুড় জেলায়।

    • @shantanu6282
      @shantanu6282 2 ปีที่แล้ว

      Kon coaching e bangla parano hachchhe

  • @KavyaCharchaByIndrajit
    @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว

    এই ভিডিওতে কিছু টেকনিকাল কারণে অডিও ততটা ক্লিয়ার হয়নি।
    আপনাদের কাছে অনুরোধ একটু মনোযোগ সহকারে এবং পারলে ইয়ারফোন ব্যবহার করে ধ্যান দিয়ে শুনবেন।

  • @aowlhossain4244
    @aowlhossain4244 2 ปีที่แล้ว

    Sir 🙏🙏🙏 Apnar ph no

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว

      কোথায় বাড়ি আপনার..?

    • @aowlhossain4244
      @aowlhossain4244 2 ปีที่แล้ว

      @@KavyaCharchaByIndrajit
      Mahesh pur Jharkhand
      Sir apnar explain amake 💯% nokri ene debe
      Sir apnar video dekhe aar amake parte hai na

    • @aowlhossain4244
      @aowlhossain4244 2 ปีที่แล้ว

      @@KavyaCharchaByIndrajit sir aponar ashiwade ami 100 questions sahi kare asbo 🙏

  • @আবৃত্তিআসর-ন৭ব
    @আবৃত্তিআসর-ন৭ব 6 หลายเดือนก่อน

    অনেক ভুুল উচ্চারন করেছেন,,, উচ্চারন ও বানানের দিকে নজর দিলে ভালো হয়

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  6 หลายเดือนก่อน +1

      ক্ষমাপ্রার্থী !!!
      আসলে আমার বাড়ি ঝাড়খণ্ডে। আমার বাংলা ভাষায় আঞ্চলিকতার উচ্চারণ চলে আসে।
      তবু আমি কোনো চিন্তা না করেই বলে ফেলি।
      পারলে ক্ষমা করবেন!!

  • @sagar..648
    @sagar..648 2 ปีที่แล้ว

    সুমন্দ বাতাস। সুন্দর না sir ... 2 nd line ta

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  2 ปีที่แล้ว

      দুঃখিত একটু উচ্চারণের ভুল হওয়ার জন্য।

  • @sanjaychaterjee6248
    @sanjaychaterjee6248 2 ปีที่แล้ว

    Khub bhalo sir