হোমিওপ্যাথিতে একসাথে একটার বেশি ঔষধ দেওয়া হয় না কেন?
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- হোমিওপ্যাথিতে একসাথে একটার বেশি ঔষধ দেওয়া হয় না কেন?
আমাদের দেশের অনেক ডাক্তারকে একসাথে ৫থেকে ১০টা ঔষধ দিতে দেখা যায়, এমনকি আশ্চর্যজনকভাবে কিছু কিছু ডাক্তার আছেন যারা একসাথে ৫০ থেকে ১০০টি পর্যন্তও ঔষধ দিয়ে থাকেন। কিন্তু এটা সম্পূর্ণভাবে হোমিওপ্যাথির নীতি বিরুদ্ধ। হোমিওপ্যাথি আবিষ্কারক ডা. স্যামুয়েল হ্যানিম্যান দীর্ঘ বছর গবেষণা ও পর্যবেক্ষণ করে অর্গানন অব মেডিসিন বইয়ের ২৭৩ নাম্বার এফোরিজমে স্পষ্টভাবে একসাথে একাধিক ওষুধ প্রয়োগ করতে নিষেধ করেছেন। এক কথায় এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এখন যারা তার কথা অমান্য করে একসাথে ৫-১০টা বা ১০০টা ওষুধ দিচ্ছেন তাদের পক্ষে যুক্তিটা কোথায়? আসলে তাদের পক্ষে কোনো গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, প্রুভিং কোনোটিই নেই। তাদের অবস্থা- অন্ধের হাতি দেখার মতো। মূলত তারা হোমিওপ্যাথির ধারে-কাছেও নেই, তারা হোমিওপ্যাথির নামে অপ-হোমিওপ্যাথিতে লিপ্ত।__________________________________________________
👍 এলোপ্যাথি ও হোমিওপ্যাথি একসাথে খেলে কি হয়ঃ • এলোপ্যাথি ও হোমিওপ্যাথ...
👍মেটেরিয়া মেডিকা আয়ত্বের সহজ কৌশলঃ • মেটেরিয়া মেডিকা আয়ত্বে...
👍 কোন কোন রোগের হোমিওপ্যাথি চিকিৎসা নেইঃ • কোন কোন রোগের হোমিওপ্য...
👍 নরমাল ডেলিভারির হোমিও চিকিৎসাঃ • নরমাল ডেলিভারির হোমিও ...
👍 হ্যানিমানের জীবনী ডকুমেন্টারিঃ th-cam.com/users/li...
👍 আমাদের প্রশিক্ষণ কর্মসূচি: • প্রকৃতধারার হোমিওপ্যাথ...
__________________________________________________
Description
It is basically an educational TH-cam Channel for Homeopathic learners. The aims are to promote classical homeopathy in Bangladesh, serves an opportunity to know who want to know, and establish a community of skilled homeopaths who could be the true preservers of health.
We are a positive thinker. We believe in homeopath. We trust that real change is possible. However, it only happens with detailed knowledge, well understanding and just supportive which our practice demand. We do not doubt that together we can fulfill our dreams.
In order to adjust the challenging medical society. ‘Homeodigest’ is considered a valuable tool for homeopath to gather the significant with newest educations and information.
Homeodigest’ plays a very important role in the daily practices of a homeopath. In one hand, It re-introduce us about the classical writings of pioneers of homeopathy, on the other hands, provides updated knowledge through various features, articles, reviews etc. about Homeopathy.
আমাদের ওয়েবসাইট ও স্যোশাল মিডিয়া
-----------------------------------------------------------
ওয়েবসাইট: www.homeodigest.com
ফেসবুক: / homeodigestbd
টুইটার: / homeodigest
পিনটারেস্ট: / homeodigest
লিঙ্কডিন: / homeodigest
💓 যোগাযোগ 💓
--------------------------------------------
✔ House No. 116, Central Basabo, Sabujbag, Dhaka-1214
✔ Email: homeodigest@gmail.com
✔ Cell Number: +8801797-191852
✔ Thanks for watching this videos & don't forget to like, comment share with your friends and family also we are waiting for your feedback in video comments on our single videos when you watch and share your complete own perspective.
সুন্দর আলোচনা। ধন্যবাদ।
ধন্যবাদ ও শুভকামনা রইলো। ভিডিওটি শেয়ার করারও অনুরোধ রইলো।
Very nice. Thank you for your information.
Glad it was helpful!
ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য। ভিডিটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো।
সঠিক আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ ম্যাডাম।
আপনাকেও ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য।
আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু!আপু আমার একটি প্রশ্ন ছিল উত্তর দিলে উপকৃত হতাম! বাচ্চাদের কত পটেন্সির ঔষধ সুক্ষ মাত্রায় প্রয়োগ করা নিরাপদ উচ্চশক্তির ঔষধ সুক্ষ মাত্রায় প্রয়োগ করলে কি কোন ক্ষতি হবে? বৃদ্ধা মানুষদের জন্য কত পটেন্সির ওষুধ সুক্ষ মাত্রায় প্রয়োগ করা নিরাপদ।
Lot of respectful obiences.
thanks
❤❤❤❤
ধন্যবাদ ও শুভকামনা
All rights are you
ধন্যবাদ ও শুভকামনা রইলো
আপু তাহলে এতো শত শত ডক্টর কেন তৈরী হলো যারা সবাই অনেক ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করে,
শিক্ষাব্যবস্থার ত্রুটি। শিক্ষা ব্যবস্থাই একটি জাতিতে ধ্বংস করার জন্য যথেষ্ট। এ বিষয়ে আরো জানতে- ডা. শাহীন মাহমুদ স্যারের লেখা- হোমিওপ্যাথিক শিক্ষা সঙ্কট, শিক্ষার্থী ও নবীন চিকিৎসকদের উত্তরণের পথ- নামক বইটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।
Apu, thanks for your learning video. I am a first year student of DHMS. What year do you read in? It is helpful for students.
Thank you for watching our video. I am in old second year. We want freshers like you to gain a solid understanding of proper homeopathy right from the start.
আপু
আমার বাম সাইড অন্ডকোষে হাইড্রোসিল হয়েছে, দী্র্ঘদিন ১৫-১৭ বছর, বয়স ৪৮ বছর, দয়া করে - উপদেশ দিবেন- কোন ঔষধ, কত শক্তি, কত মাত্রায়,কতদিন সেবন করবো,দয়া করে জানালে খুবই কৃতজ্ঞ হতাম।
তার সর্বিক রোগ লক্ষণের সাথে মিললে সম্ভব। এছাড়া সম্ভব নয়।
+880 1749-168119 এই নম্বরে যোগাযোগ করুন।
মেম বলছিলাম আমার একটা কনিক রোগ হয়েছে অনেক দিনের আমার যে যে লখন ছিল তা হোমিও ঔষুধ খেয়ে আমার ওই সব লখন কিছুটা বেড়ে গেছে কিন্তু তার মধ্যে কিছুটা ভালো অনুভব করছি এটা কি ভালোর দিকে না খারাপের দিকে একটু বলেন
কিউর অব ডাইরেকশন অনুযায়ী ঠিক আছে। ভালো হবার লক্ষণ।
আসসালামুয়ালাইকুম আপু
অলাইকুম সালাম। শুভকামনা রইলো।
হোমিওডাইজেস্ট একাধিক ঔষধ দেই তো
হোমিওডাইজেস্টের কোনো চিকিৎসক একসাথে একাধিক ঔষধ দেন না। অনেক ক্ষেত্রে প্লাসিবো দেওয়া হতে পারে। ধন্যবাদ।
Homeopathy r Tasnim Jara
ধন্যবাদ ও শুভকামনা রাইলো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করারও অনুরোধ রইলো।
ঠিক আপু
ধন্যবাদ ও শুভকামনা
Homiopathy kaj kore na
,Ke bolce, kas kore.
ভালো ডক্টর এর ট্রিটমেন্ট নিলে , রেসাল্ট ভালো আসবেই কিন্ত আশেপাশে যে সব ডক্টর এদের থেকে আপনি কেন আমরাও ভালো ট্রিটমেন্ট পাই না আগে জানতে হবে ভালো ডক্টর কে
হোমিওপ্যাথি কাজ করে না তিন ক্ষেত্রে-
(১) রোগটি যদি আরোগ্যযোগ্য না হয়, এবং রোগীর হেলথ লেভেল D গ্রেডেরে একেবারে শেষের দিকে থাকে তাহলে।
(২) হোমিওপ্যাথির মূলনীতি অনুসরণ করে চিকিৎসা না করলে। এবং
(৩) ঔষধ যদি ভেজাল হয় সে ক্ষেত্রেে
এছাড়া হোমিওপ্যাথি কাজ করে না এমন কোনো নজির নেই।
হোমিওপক্ষী কি কাজ করে?
এ বিষয়ে ভিডিও আসছে