You've done a really fine job, dear girl, in bringing our folk music to the forefront in a new avatar. Because folk music is where it all starts. The incredible aspect of folk is people from anywhere can appreciate folk music from other much diverse countries. I have a faint memory of a time in the 60's when the late great Sri Nirmalendu Chowdhury came to sing in the Albert Hall and as my cousin sister told us excitedly, "the hall was absolutely full and they had to take down all the amplifying equipment because he filled the hall just with his own voice". This of course made us very proud because our own loksangeet was making such waves. The best aspect of your interpretation is the way you've used modern instruments to present this lovely song in a totally new way. Of course there are people who say, authenticity is lost, but for me if an art form doesn't evolve, it's as good as dead. We shall forever treasure the originals but there should always be room for innovation. So next up, we'll be hearing a bluegrass rendition of one of our traditional folk songs from you, right? Take care and thank you for sharing this wonderful song, Sakuntala Basu
কি ভালো লাগলো। সাহানা যাই গা'ন মনের ভেতর থেকে অনুভব করেই গা'ন নিশ্চয়ই, তাই এত টানে, এত আপন লাগে, এত ভালো লাগে। এই গানটা একটা পুরনো আঞ্চলিক গান হলেও নতুন করে আমাদের কাছে এনে দিয়েছিলো " বাংলা " ব্যান্ড। " কালা রে " মানেই যেন আনুশেহ আনাদিল। সেই ২০০০ এর কোন এক সাল থেকে এই গানটা হয়ত সহস্রবার শোনা হয়ে গিয়েছে আনুশেহ'র গলায়। আর শুধুমাত্র ভালোবাসা থেকেই এই গান কত মানুষের কন্ঠে গাওয়া হয়ে গিয়েছে, আমি নিজেও তার মাঝে একজন! সাহানা, আপনি খুব দারুণ গাইলেন। পুরো মিউজক টিমের জন্য অনেক অনেক সাধুবাদ, এই গানটা এইরকম শান্ত, সুদিং একটা কম্পোজিশানে অন্য রকম একটা মাত্রা পেলো। 👏
ভাষা এক অদ্ভুত মায়া, অদ্ভুত এক অনুভূতি। ভাষা ভেদে পৃথিবীর এক এক অঞ্চলের আবেগ অনুভূতির প্রকাশের ভিন্নতা লক্ষণীয়। আমাদের প্রাণের ভাষায় শত বছরের পুরানো লোকগীতিতে যে আবেগের ঢেউ, গভীরতা আর হাহাকার রয়েছে বোধকরি অন্য ভাষাতে তা প্রকাশ অসম্ভব। আধুনিকতার দমকা হাওয়ার ধাক্কায় এসব কালজয়ী গান কিছুটা কখনো কখনো নিভু নিভু প্রদীপের মত হয়ে আসলেও শাহানা বাজপেয়ী এবং তাঁর মত আরও কিছু সঙ্গীতশিল্পী অত্যন্ত মমতা দিয়ে সেই নিভু নিভু প্রদীপের আলোর মত জ্বলতে থাকা লোকগীতিগুলোকে স্বমহিমায় আবার জ্বালিয়ে ধরেছেন নতুন প্রজন্মের সামনে, বাঁচিয়ে রেখেছেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। যদি কোনদিন এসব গান হারিয়ে যায় বুঝবেন আমদের বাঙ্গালী সত্ত্বাও সেদিন থেকে হারিয়ে যাবে কালের গর্ভে। মন থেকে সাধুবাদ জানাই শাহানা বাজপেয়ী এবং আরও সকল লোকগীতির চর্চাকারীদের কে।
গান নাকি ভেতরে ধারণ করতে হয়। গান শুধু কণ্ঠ দিয়ে হৃদয় দিয়ে অনুধাবন করে গাইতে হয়। শাহানা বাজপেয়ী তার বড় প্রমাণ। সব ধরণের গানেই তাঁর সমান পারদর্শীতা আমাকে অসংখ্য অনুরাগীদের মত মুগ্ধ করে রাখে।
You just make them realise again and again that there is a very versatile difference between a singer and an accomplished artist of singing who pursue of this sense of understanding...
Ami die heart fan apnar didi🙏🙏🙏🙏pronam neben. Ato sundor sruti modhur aapnar golar sur. R gaan shunlei j karo bhab aste baddhyo.. Offfss. Ei gaan to shune amar chokher jol dhore rakhte parlamna. Hats off to you mam. Bhalo thakben. ❤❤❤❤❤❤❤❤❤❤❤
২০০০ অথবা ২০০৮ এ হয়ত অনেক ছোট্টোটি ছিলাম। কিন্তু এখন বুঝি তোমার মর্ম,, দিদি। তোমার গানে সেই সময়টায় ফিরে যেতে মন চায় বারবার..... অনেক ভালোবাসা নিও। আর আমাদের মাঝে বেচে থাক চিরকাল ❤❤❤
I should have listend this song month ago.Sahana mam you are amazing. I started listening this song about two days ago..still listening continuesly.Lucky to be a fan of you.Take love & respect 🙏
গানটা অনেক আগেই শুনেছি তবে আজকের মতো না। এতোটাই ভালো লাগলো যে, গানটা আবার নতুন রুপে ফিরে পেলাম। বাংলাদেশ থেকে কলিজার টুকরা সাহানা আপু ভালোবাসা অবিরাম 💜💜
Eto ador diye gaan gao je chokhe jol vore jai..onek bar samne dekheo sahos kore kotha bole hoye otheni.. Roj tomar gaan na sunle din kate na.. Onek ador valobasa😍😍😍😍
দিদি সত্যি তোমার গলা রবীন্দ্রসঙ্গীত প্রেমীদের কাছে আবেগ। তুমি সেই মেয়ে যে ধীর পায়েতে আমাদের মনে এক্কা দোক্কা খেলে।ভালো থেকো এই আবেগটা সারাজীবন ধরে রাখতে চাই।আমার প্রণাম নিও।। 🌼♥️
সে যে কার কুঞ্জেতে পোহায় নিশি কার কুঞ্জেতে পোহায় নিশি আমায় করে সে প্রবঞ্চনা, সে যেন আমার কুঞ্জে আসেনা। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসেনা।। সখি গো …. জ্বালাইয়া মোমের বাতি জাইগা রইলাম সারারাতি, বাসী হইল ফুলের বিছানা। আমি মরমে জ্বলিয়া মরি মরমে জ্বলিয়া মরি, নিঠুর শ্যাম কি জানে না? সে যেন আমার কুঞ্জে আসেনা। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসেনা।। সখি গো …. প্রেম করা রাখালের সনে সে কি প্রেমের মরম জানে? তোমরা কি তা জেনেও জানো না। সে যে বনে থাকে, ধেনু রাখে বনে থাকে, ধেনু রাখে, নারীর বেদন জানে না সে যেন আমার কুঞ্জে আসেনা। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসেনা ..
Kala re lyrics... সে যে কার কুঞ্জেতে পোহায় নিশি কার কুঞ্জেতে পোহায় নিশি আমায় করে সে প্রবঞ্চনা, সে যেন আমার কুঞ্জে আসেনা। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসেনা।। সখি গো .... জ্বালাইয়া মোমের বাতি জাইগা রইলাম সারারাতি, বাসী হইল ফুলের বিছানা। আমি মরমে জ্বলিয়া মরি মরমে জ্বলিয়া মরি, নিঠুর শ্যাম কি জানে না? সে যেন আমার কুঞ্জে আসেনা। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসেনা।। সখি গো .... প্রেম করা রাখালের সনে সে কি প্রেমের মরম জানে? তোমরা কি তা জেনেও জানো না। সে যে বনে থাকে, ধেনু রাখে বনে থাকে, ধেনু রাখে, নারীর বেদন জানে না সে যেন আমার কুঞ্জে আসেনা। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসেনা ....
Your voice has a depth I'm not very good at music and don’t know much about music But Everytime I hear your songs, these makes me think, makes me cry You are sooo much older than me so I beg pardon if my words are not appropriate... I really admire your songs,☺ Just loved it💜❤
আপনার এই গানের মধ্যে দিয়ে আমি শ্রীরাধারানীর সাথে এক অদ্ভুত সম্পর্ক খুঁজে পেলাম। কৃষ্ণপ্রেম। চোখে জল এসে গেছে কিন্তু হৃদয়ে অদ্ভুত শান্তি। আপনার কাছ থেকে 'কৃষ্ণপ্রেমে পোড়া দেহ' গানটি শোনার অপেক্ষায় রইলাম। অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।🙏
Sahana's is a refined and peaceful version while Anushe's is rustic, melancholic yet energetic with sense of urgency, along with a real Graam Bangla feel to it. Feels more true to the core. Strange how the same song can make me feel in two different ways. Sahana's interpretation is comforting and Anushe's, despite its faster beats, gives me the most unsettling discomfort. One rendition that you want to escape to. Another, a pitfall, that you cannot escape but will take pleasure in the suffering simultaneously. Anushe Anadil is the reason why I got introduced to this brilliant piece of music in the first place, so, that has a special nostalgic value to it. Nevertheless, won't be able to choose one over the other. Will listen to both depending on the mood. Two great singers with two great renditions. Just thankful! 🙏♥
ekta chele gaanta shunar por theke apnake amr khub bhalo lage.apnr facebook page a amr dewa message ta apni seen korechen tai ami khub khushi hoyechilam oidin.ei gaan ta shune ami apnar fan hoye gelam.Your peaceful voice attracts my mind 💫 {aaaaaailoveu,apnr ei meyetir bhalobasha niben}
You've done a really fine job, dear girl, in bringing our folk music to the forefront in a new avatar. Because folk music is where it all starts. The incredible aspect of folk is people from anywhere can appreciate folk music from other much diverse countries.
I have a faint memory of a time in the 60's when the late great Sri Nirmalendu Chowdhury came to sing in the Albert Hall and as my cousin sister told us excitedly, "the hall was absolutely full and they had to take down all the amplifying equipment because he filled the hall just with his own voice". This of course made us very proud because our own loksangeet was making such waves.
The best aspect of your interpretation is the way you've used modern instruments to present this lovely song in a totally new way. Of course there are people who say, authenticity is lost, but for me if an art form doesn't evolve, it's as good as dead. We shall forever treasure the originals but there should always be room for innovation.
So next up, we'll be hearing a bluegrass rendition of one of our traditional folk songs from you, right?
Take care and thank you for sharing this wonderful song, Sakuntala Basu
দৃঋঙ১@১?!১১
অসাধারণ
S things ##
L
😊😊😊😊😊😊p😊p
কি ভালো লাগলো। সাহানা যাই গা'ন মনের ভেতর থেকে অনুভব করেই গা'ন নিশ্চয়ই, তাই এত টানে, এত আপন লাগে, এত ভালো লাগে।
এই গানটা একটা পুরনো আঞ্চলিক গান হলেও নতুন করে আমাদের কাছে এনে দিয়েছিলো " বাংলা " ব্যান্ড। " কালা রে " মানেই যেন আনুশেহ আনাদিল। সেই ২০০০ এর কোন এক সাল থেকে এই গানটা হয়ত সহস্রবার শোনা হয়ে গিয়েছে আনুশেহ'র গলায়। আর শুধুমাত্র ভালোবাসা থেকেই এই গান কত মানুষের কন্ঠে গাওয়া হয়ে গিয়েছে, আমি নিজেও তার মাঝে একজন!
সাহানা, আপনি খুব দারুণ গাইলেন। পুরো মিউজক টিমের জন্য অনেক অনেক সাধুবাদ, এই গানটা এইরকম শান্ত, সুদিং একটা কম্পোজিশানে অন্য রকম একটা মাত্রা পেলো। 👏
ভাষা এক অদ্ভুত মায়া, অদ্ভুত এক অনুভূতি। ভাষা ভেদে পৃথিবীর এক এক অঞ্চলের আবেগ অনুভূতির প্রকাশের ভিন্নতা লক্ষণীয়। আমাদের প্রাণের ভাষায় শত বছরের পুরানো লোকগীতিতে যে আবেগের ঢেউ, গভীরতা আর হাহাকার রয়েছে বোধকরি অন্য ভাষাতে তা প্রকাশ অসম্ভব। আধুনিকতার দমকা হাওয়ার ধাক্কায় এসব কালজয়ী গান কিছুটা কখনো কখনো নিভু নিভু প্রদীপের মত হয়ে আসলেও শাহানা বাজপেয়ী এবং তাঁর মত আরও কিছু সঙ্গীতশিল্পী অত্যন্ত মমতা দিয়ে সেই নিভু নিভু প্রদীপের আলোর মত জ্বলতে থাকা লোকগীতিগুলোকে স্বমহিমায় আবার জ্বালিয়ে ধরেছেন নতুন প্রজন্মের সামনে, বাঁচিয়ে রেখেছেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। যদি কোনদিন এসব গান হারিয়ে যায় বুঝবেন আমদের বাঙ্গালী সত্ত্বাও সেদিন থেকে হারিয়ে যাবে কালের গর্ভে। মন থেকে সাধুবাদ জানাই শাহানা বাজপেয়ী এবং আরও সকল লোকগীতির চর্চাকারীদের কে।
আনুশেহর টা শুনে অভ্যস্ত! এইটা যে মেলোডি হতে পারে! হ্যাটস অফ শাহানা!
Organic ! Eto simple aar smooth rendition.. ki je shundor laagchhe shunte .. apurbo .. apurbo..
Mon chhuye gelo. Thanks for upload
গান নাকি ভেতরে ধারণ করতে হয়। গান শুধু কণ্ঠ দিয়ে হৃদয় দিয়ে অনুধাবন করে গাইতে হয়। শাহানা বাজপেয়ী তার বড় প্রমাণ। সব ধরণের গানেই তাঁর সমান পারদর্শীতা আমাকে অসংখ্য অনুরাগীদের মত মুগ্ধ করে রাখে।
You just make them realise again and again that there is a very versatile difference between a singer and an accomplished artist of singing who pursue of this sense of understanding...
সব গান সাহানা বাজপেয়ী র গায়াকি তে আলাদা মাত্রা পায়... কণ্ঠে র মাধুর্য্য
সে তো ভালো কথা, অপূর্ব ওর গান। কিন্তু কিছু মনে করবেন না, বাংলা কি-বোর্ড আপনার হাতে উঠে বাংলা ভাষাও যে আলাদা মাত্রা পেয়েছে তা কী খেয়াল করেছেন?
This song has a special place in my heart. With the release of the song, my world began to change. The song was all I listened to that time. ❤
শাহানা বাজপেয়ী ম্যাম'র কণ্ঠে কিছু উঠলেই মনে হয় আলাদা একটা দরদ লেগে গেছে।
সব ভালো ভালো গানগুলোর শাহানা ভার্সন হোক ❤
অপূর্ব !!!!তোমার গলায় গানগুলো যেন অন্য মাত্রা পায় সাহানা।খুব ভাল লাগে আমার।♥️♥️😍
Love this track. The production is so nice .
Thanks, Comrade!
thank u sunny ....much love
Good done....try to be the best.
-";_
Vs
Ahaaaaa apurbo...pran juriye gelo..
Ami die heart fan apnar didi🙏🙏🙏🙏pronam neben. Ato sundor sruti modhur aapnar golar sur. R gaan shunlei j karo bhab aste baddhyo.. Offfss. Ei gaan to shune amar chokher jol dhore rakhte parlamna. Hats off to you mam. Bhalo thakben. ❤❤❤❤❤❤❤❤❤❤❤
দিনে একবার হলেও গানটি আমি শুনি, ভালো লাগে জানিনা কেন ভালো লাগে, অনেক দরদ দিয়ে গানটি গেয়েছেন, শাহানা দি.
আপনার জন্য মন থেকে অহর্নিশ ভালোবাসা 💓💓
Hmmmm tai ni
২০০০ অথবা ২০০৮ এ হয়ত অনেক ছোট্টোটি ছিলাম। কিন্তু এখন বুঝি তোমার মর্ম,, দিদি। তোমার গানে সেই সময়টায় ফিরে যেতে মন চায় বারবার.....
অনেক ভালোবাসা নিও। আর আমাদের মাঝে বেচে থাক চিরকাল ❤❤❤
I just find peace in your soulful voice♥️ what a wonderful production! Your folk songs attract me most. I love you 💛
Aha ...
Hariye jabar jonyo jothestho... ei gaan, gayoki, composition.....
I should have listend this song month ago.Sahana mam you are amazing. I started listening this song about two days ago..still listening continuesly.Lucky to be a fan of you.Take love & respect 🙏
গানটা অনেক আগেই শুনেছি তবে আজকের মতো না। এতোটাই ভালো লাগলো যে, গানটা আবার নতুন রুপে ফিরে পেলাম। বাংলাদেশ থেকে কলিজার টুকরা সাহানা আপু ভালোবাসা অবিরাম 💜💜
তুমি শুধু একা না আপনার মতন আনেক ভক্ত আছে যারা শাহানা আপুর কন্ঠে নতুন গান শুনার জন্য আপেখায় থাকে
Eto ador diye gaan gao je chokhe jol vore jai..onek bar samne dekheo sahos kore kotha bole hoye otheni.. Roj tomar gaan na sunle din kate na.. Onek ador valobasa😍😍😍😍
অসাধারন। ভীষন প্রিয় একটা গান। প্রিয় শিল্পীর কন্ঠে দারুন লাগলো দিদি।
মধুরতায় ভরা এবং অভূতপূর্ব, প্রাণ ভরে গেলো শুনে, এত সুন্দর গানের তোমাদের জন্য সকল কে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর ধন্যবাদ ❤♥🌿🌿
অনবদ্য! মনটা ভরে গেলো শান্তি তে, শ্রদ্ধা আর ভালোবাসা 🙏🙏
সাহানা দি, তোমার কন্ঠের গান যেন একরাশ খোলা হাওয়ার মতো, এর মোহময়ী আবেশ নিমেষে মন ভরিয়ে, মনটা ভালো করে দেয়।। তুমি খুব খুব ভালো থেকো।।
অসাধারন বললেও কম বলা হয়। কয়েকবার শুনলাম।মন শান্ত হয়েগেল। সেরিব্রাল যাকে বলে।অসাধারন সঙ্গীত আয়োজন
বিকেলে ভোরের ফুল।
মগজে শুধু, শুধুই ১০ বছর আগে শোনা টাই ছিল। এই রেন্ডিশন টা অবাক করলো, ভাল লাগলো।
Goosebumps! অনেক সুন্দর অনেক!!!
আহা কি মায়া কি দরদ তোমার কন্ঠে_❤️
আজ রাতেই কতবার যে শুনলাম❤️❤️❤️❤️
Aha, Ki aar boli Sahana auntie tomaake!! Dodo da bhaalobasha roilo!! 💙
দিদি সত্যি তোমার গলা রবীন্দ্রসঙ্গীত প্রেমীদের কাছে আবেগ। তুমি সেই মেয়ে যে ধীর পায়েতে আমাদের মনে এক্কা দোক্কা খেলে।ভালো থেকো এই আবেগটা সারাজীবন ধরে রাখতে চাই।আমার প্রণাম নিও।। 🌼♥️
একদম ঠিক বলেছেন
অসাধারন সুন্দর...দারুন সুর-সঙ্গত।
আপনার কন্ঠে সত্যি এই গানের কথাগুলি মনে প্রবাহের সৃষ্টি করলো।❣️
Khub sundor! ♥️
Oh darun apurbo .....❤️👍
গানটি এত সুন্দর যে, কোনো শব্দে আপনার গলার স্বরের প্রশংসা করব বুঝতে পারছিনা। গানটা যতবার শুনি ততবারই মনে হয় কেউ কর্ণকুহরে অমৃতের বৃষ্টি করছে।
বাবা, সুরের সঙ্গে কী একাত্মতা... মুগ্ধ হয়ে শুনতে থাকি অনন্তকাল....
অনেকবার শুনলাম,গান শুনেই বেচে আছি।
শুভ কামনা রইলো
সে যে কার কুঞ্জেতে পোহায় নিশি
কার কুঞ্জেতে পোহায় নিশি
আমায় করে সে প্রবঞ্চনা,
সে যেন আমার কুঞ্জে আসেনা।
কালারে কইরো গো মানা
সে যেন আমার কুঞ্জে আসেনা।।
সখি গো ….
জ্বালাইয়া মোমের বাতি
জাইগা রইলাম সারারাতি,
বাসী হইল ফুলের বিছানা।
আমি মরমে জ্বলিয়া মরি
মরমে জ্বলিয়া মরি,
নিঠুর শ্যাম কি জানে না?
সে যেন আমার কুঞ্জে আসেনা।
কালারে কইরো গো মানা
সে যেন আমার কুঞ্জে আসেনা।।
সখি গো ….
প্রেম করা রাখালের সনে
সে কি প্রেমের মরম জানে?
তোমরা কি তা জেনেও জানো না।
সে যে বনে থাকে, ধেনু রাখে
বনে থাকে, ধেনু রাখে,
নারীর বেদন জানে না
সে যেন আমার কুঞ্জে আসেনা।
কালারে কইরো গো মানা
সে যেন আমার কুঞ্জে আসেনা ..
অনবদ্য, দিদি। অবিরাম শুভকামনা আপনার জন্য, যাতে এমন পরিবেশনা অবিরত উপহার দিতে পারেন।
প্রচন্ড মন খারাপ ইউটিউব আসলাম হাসার জন্য। প্রথম প্রস্তাবিত ভিডিও আপনার গানটা! মনটা কেমন ভার ভার হয়ে গেলো...
কিন্তু স্বীকার করতেই হয় আপনার কন্ঠের মাধুর্য অন্য রকমই!এই গানটাই টানা শুনে চলেছি অনেকক্ষণ ধরে। মনমোহনীয় পরিবেশনা!অনেক অনেক শুভেচ্ছা 💙
কি ভাল দিভাই...
মনে প্রাণে আটকে গেল তোমার সুর...!❤
সাহানা বাজপেয়ী র গায়াকি তে আলাদা মাত্রা পায়🎼🎵🎶🏝
অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, এতো মায়া দিয়ে গাইছেন আপনি❤❤❤
আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন আর আমাদের এইরকম আরো গান উপহার দিতে পারেন সেই কামনা করি।
কণ্ঠের দরদে আমার রাত পরিপূর্ণ হচ্ছে ধীরে ধীরে ♥ ভালোবাসা রইলো অনেক ♥♥♥♥
দারুণ গেয়েছেন। হৃদয়স্পর্শী। ভালোবাসা নিরন্তর। 🇧🇩 থেকে।
দিদি গো বড় মনের মত হয়েছে প্রতিবারের মতোই ভাবটা আবারো সজীব, অনেক ভালোবাসা দিলুম - এষণা ❤🌹
Soothing voice... Great work by musicians... Use best headphones you must love this music composition ❤️
সে যেন আমার কুঞ্জে আসে না🎶
কি অসাধারণ গলা তোমার। ভালোবাসা নিও বোন।
Kala re lyrics...
সে যে কার কুঞ্জেতে পোহায় নিশি
কার কুঞ্জেতে পোহায় নিশি
আমায় করে সে প্রবঞ্চনা,
সে যেন আমার কুঞ্জে আসেনা।
কালারে কইরো গো মানা
সে যেন আমার কুঞ্জে আসেনা।।
সখি গো ....
জ্বালাইয়া মোমের বাতি
জাইগা রইলাম সারারাতি,
বাসী হইল ফুলের বিছানা।
আমি মরমে জ্বলিয়া মরি
মরমে জ্বলিয়া মরি,
নিঠুর শ্যাম কি জানে না?
সে যেন আমার কুঞ্জে আসেনা।
কালারে কইরো গো মানা
সে যেন আমার কুঞ্জে আসেনা।।
সখি গো ....
প্রেম করা রাখালের সনে
সে কি প্রেমের মরম জানে?
তোমরা কি তা জেনেও জানো না।
সে যে বনে থাকে, ধেনু রাখে
বনে থাকে, ধেনু রাখে,
নারীর বেদন জানে না
সে যেন আমার কুঞ্জে আসেনা।
কালারে কইরো গো মানা
সে যেন আমার কুঞ্জে আসেনা ....
দিদি সত্যি তোমার গলা রবীন্দ্রসঙ্গীত প্রেমীদের কাছে আবেগ।দিনে একবার হলেও গানটি আমি শুনি, ভালো লাগে জানিনা কেন ভালো লাগে, অনেক দরদ দিয়ে গানটি গেয়েছেন, শাহানা দি.
কবে যে তোমাকে দেখবো সামনে থেকে! 😞😞😭😭😭😭বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা দিদি।😍
আহা গো সাহানা দি,,
কি যাদু তোমার কন্ঠে💙💙
Ki bolbo osadaron.gan tay ato maya Diya gaiso just awesome.tumi amn kore na gaile bojte partam na premer jala ki.
Didi Gaaner protita kotha hridoy chuye jawyar moto sotti e osadharon silo voice tao so Nice, Valobasha roilo didi onek dure agiye jaw❤️
Ki je valo laglo ....Mon vore uhlo
অসম্ভব সুন্দর গানটা । তার সাথে চমৎকার সুর । অন্য কোথাও হারিয়ে গেছিলাম । 🙂
দারুন । মন ছুয়ে গেল।
This song is a master piece "evergreen" both in lyrics and tune...j e gak na keno gaan ta valo lagbe mon chchuye jabe...
Your voice has a depth
I'm not very good at music and don’t know much about music
But Everytime I hear your songs, these makes me think, makes me cry
You are sooo much older than me so I beg pardon if my words are not appropriate... I really admire your songs,☺
Just loved it💜❤
আপনার সব গান আমার প্লে লিস্ট জুড়ে
একরাশ অফুরন্ত্ত ভালোবাসা ও দোয়া নিন বাংলাদেশ থেকে ❤️♥️🖤🤍
আপনার এই গানের মধ্যে দিয়ে আমি শ্রীরাধারানীর সাথে এক অদ্ভুত সম্পর্ক খুঁজে পেলাম। কৃষ্ণপ্রেম। চোখে জল এসে গেছে কিন্তু হৃদয়ে অদ্ভুত শান্তি।
আপনার কাছ থেকে 'কৃষ্ণপ্রেমে পোড়া দেহ' গানটি শোনার অপেক্ষায় রইলাম। অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।🙏
অসাধারণ..অদ্ভুত মাদকতা আছে আপনার কন্ঠে। ভালোবাসা নিবেন..বাংলাদেশ থেকে ❤️
আপনার গলা god gifted.... Mashallah 🤗
অসাধারণ এবং মুগ্ধকর গায়কী। 💙🙏
মনটা জুড়িয়ে গেলো দিদি 💙💙
শুনছি,শুনছি,শুনছি ❤❤
গানের কথা গুলি হৃদয় ছুয়ে যায় আর নিজের জীবন টাকে কল্পনা করায়💚
বেষ্ট অফ শাহানা দি।
মাঝে মাঝে মনে হয়, পৃথিবীর সমস্ত গান আপনি কেন গাইলেন না! যখন একদম একা মনে করি নিজেকে- আপনার গলায় গান শুনতে শুনতে আবার বেঁচে উঠেছি মনে হয়!❣️
আজ শুনিয়াছিলাম শুনেই তোমার কন্ঠের মায়ায় পড়লাম
শখা
চমৎকার💚
2 din dhore ektana ganta sunchi r ekjoner jonno opekkha korchi.
Ettttoo bhalobasa didi apnar jonno.❤️❤️❤️❤️
খুব ভালো লাগলো সাহানা দি!!❤
ahaa!! kii valo💫
এই জীবিনে একদিন সামনে বসে আপনার গান শুনতে চাই...
Ki sundor gaw tumi aunty...Tomar thekei onuprerona pai..Shekhar cheshta kori..Khub bhalo theko..Aro aro gaan gaw....
_Adrija_
Sahana's is a refined and peaceful version while Anushe's is rustic, melancholic yet energetic with sense of urgency, along with a real Graam Bangla feel to it. Feels more true to the core.
Strange how the same song can make me feel in two different ways. Sahana's interpretation is comforting and Anushe's, despite its faster beats, gives me the most unsettling discomfort. One rendition that you want to escape to. Another, a pitfall, that you cannot escape but will take pleasure in the suffering simultaneously.
Anushe Anadil is the reason why I got introduced to this brilliant piece of music in the first place, so, that has a special nostalgic value to it. Nevertheless, won't be able to choose one over the other. Will listen to both depending on the mood. Two great singers with two great renditions.
Just thankful! 🙏♥
Exactly. Anushe one of the reason i'm here.Glad to hear them both, lucky too
But most of these singer inspired by Anushe & add their singing style, which is good but Anushe showed the path. Her style is unique.
এত মায়াবী গলায় গাওয়া সুর বাতাসে ভেসে কানে অাসে। অাজ এই ভরাপূর্ণিমায় জোতস্নায় মন দোল খায়।
আহা কি অপুর্ব গাইলি।
Another lovely song , keep singing, stay blessed
Oshadharon...
আহা! অপূর্ব! ❤
আহা প্রাণটা জুড়িয়ে গেল 😘😍❣️
আহা! নেশা❤️
অসাধারণ দি🌻🌼
আহা আহা আহা 🌸🍀
আপনার গান শুনতে শুনতে কখন যে ঘুম চলে আসে আমি তা নিজেই জানিনা
আঃ !! নেশা যে.. 🥰❤️
Etodin ei gaan ta manei chilo "Bangla" ebong Anusheh Anadil. Aaj theke ei gaan tar aar ekta priyo version jog holo. Oshadharon didi. 😊
Saha Mon bhore gelo
Speechless.
Really outstanding.
Excellent!
Kalare koirogo mana se jano amar kunje ase na..... Like it
Asadharon
অপূর্ব লাগলো, এক অদ্ভুত মাদকতায় আচ্ছন্ন হয়ে রইলাম দীর্ঘ সময় । Awesome arrangements 💖❤
দারুণ।
Boro valobasi tomay r tomar gaan k 🙂❤🎼.. Ato anuvab ato abeg konthe.. Tai hyto bar bar tane tomar gaan..
Didi bhalobasa ❤⚘. Bhalo theko🌸
ekta chele gaanta shunar por theke apnake amr khub bhalo lage.apnr facebook page a amr dewa message ta apni seen korechen tai ami khub khushi hoyechilam oidin.ei gaan ta shune ami apnar fan hoye gelam.Your peaceful voice attracts my mind 💫
{aaaaaailoveu,apnr ei meyetir bhalobasha niben}
দিদি অসাধারণ!!!!
lovely Sahana Bajpai. big fan of you and your voice.