Sahana Bajpaie- Shunya Khatar Gaan I Bengali Original Song I Debasmita I Aador Das

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 685

  • @shakibshah1106
    @shakibshah1106 3 ปีที่แล้ว +578

    মধ্যবিত্তের শার্ট আর সম্পর্ক, ছিঁড়ে গেলেও ফেলতে পারে না....

  • @Aurchicious
    @Aurchicious 3 ปีที่แล้ว +256

    সাহানাদি,যখন বুড়ো হয়ে যাবো তখন এক ভর সন্ধ্যেয় বারান্দায় চায়ের কাপটা হাতে নিয়ে বসে এসব গান শুনবো আর ছেলেপুলেদের বলবো,আমরা সাহানা বাজপেয়ীর সময়কার লোক রে।আহা! সে কি সুর,সে কি কন্ঠ,কি মায়ার টান। এপাড় বাংলা থেকে ভালোবাসা নিও দিদি🖤

    • @soutikbandhusarkar8616
      @soutikbandhusarkar8616 3 ปีที่แล้ว +4

      Ki sundor likhlen.

    • @afrozanasrin6661
      @afrozanasrin6661 3 ปีที่แล้ว +5

      মনের কথা বলেছেন আফসানা অর্চি💖
      শাহানা বাজপেয়ী অনেক অনেক ভালোবাসা &দোয়া রইলো🌷😘

    • @drawingsur
      @drawingsur 3 ปีที่แล้ว +3

      মনের কথা❤️

    • @SahanaBajpaieOfficial
      @SahanaBajpaieOfficial  3 ปีที่แล้ว +75

      That made me tear up a little bit. Big love.

    • @Nasif263
      @Nasif263 3 ปีที่แล้ว +1

      ভালোবাসা অবিরাম ❤️
      ❤️ সাহানা দিদি❤️

  • @aritronow
    @aritronow 4 ปีที่แล้ว +105

    When a hug becomes a song. Or perhaps it's the other way round.

    • @SahanaBajpaieOfficial
      @SahanaBajpaieOfficial  4 ปีที่แล้ว +38

      That’d be my favourite comment.

    • @dwaipayansen2966
      @dwaipayansen2966 4 ปีที่แล้ว +10

      এই দুর্দিনে এমন আদর কাহন,
      কথাটা শোনালো কোহেনের মতো গাঢ়
      অলিঙ্গনটা উচ্চারণের থেকেও
      করতে পারাটা খটমটো আজ আরো...

    • @swagataghosh1326
      @swagataghosh1326 4 ปีที่แล้ว +1

      Ei comment tar preme pore gelam ami.

    • @swiyadutta3948
      @swiyadutta3948 4 ปีที่แล้ว +2

      @@dwaipayansen2966 অপূর্ব লিখেছেন 🌻
      🙏

    • @dwaipayansen2966
      @dwaipayansen2966 4 ปีที่แล้ว

      @@swiyadutta3948 অনেক ধন্যবাদ!

  • @indiadone2395
    @indiadone2395 4 ปีที่แล้ว +118

    রাঙ্গামাটি থেকে শুনছি। রাঙ্গামাটি বাংলাদেশের পাহাড়ি লেক বিস্তৃত এক এলাকা। এখানকার পূর্ণিমা গানটার সাথে চমৎকার সামঞ্জস্য তৈরী করছে... ধন্যবাদ সাহানা দি

    • @aadordas
      @aadordas 4 ปีที่แล้ว +8

      Amader bhalobasha Rangamatike..

    • @hezz9190
      @hezz9190 3 ปีที่แล้ว +3

      I'm also from Rangamati💝

    • @hillbrothersltd4779
      @hillbrothersltd4779 3 ปีที่แล้ว

      I Am Also Khagrachhari 🖤🖤

    • @yasminfahmida1924
      @yasminfahmida1924 3 ปีที่แล้ว

      Amio rangamatir

    • @pronobshil3182
      @pronobshil3182 ปีที่แล้ว

      আর আমি চট্রগ্রাম থেকে।💝

  • @ananyarupa8697
    @ananyarupa8697 3 ปีที่แล้ว +7

    আমার বাংলাদেশের ভার্সিটি লাইফের কথা মনে পড়ে গেলো গানটা শুনতে শুনতে। সেই অল্প অল্প ভালো লাগা শুরু, রাতের পর রাত চ্যাট, আধো একটু কথা বার্তা..... বিভিন্ন কাজের ছুতোয় আরেকটু কিছুক্ষণ ক্যাম্পাসে থাকা, কাজ শেষ করে টং এ চা খাওয়া, রিক্সা না পাওয়ার ছুতোয় আরো কিছুক্ষণ একসাথে রাস্তায় হাঁটা, দলের সবার চোখ ফাঁকি দিয়ে আমাদের চোখের ইশারা, নদীর ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখা...... বড্ড মনে পড়ে দিনগুলো। তারপর হঠাৎ সবকিছু শেষ। সবাই নিজের মতো করে ভালো আছি(হয়তো)।
    এ শহর যান্ত্রিক, এখানে সবাই যন্ত্রের সাথে ছুটে,এ সমস্ত আবেগ ছুঁয়ে যাওয়ার আগেই নিহত হয়। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা শাহানা দি। ভালো থাকবেন এবং আমাদের মতো মানুষ কে ভালো রাখবেন। আপনার গানগুলো যন্ত্রে প্রাণ ফেরায়। ( আমেরিকা থেকে লিখছি)

  • @NotFound-ou6ll
    @NotFound-ou6ll 3 ปีที่แล้ว +30

    শীতের দুপুরে নদীর ধারে এক মন্দিরের বারান্দায় বসে শুনছি । উত্তরবঙ্গ এর জলপাইগুড়ি থেকে । নদীর জলের ছল ছল শব্দ , গানের কথা ও সুরে নেশাগ্রস্ত অবস্থা

    • @adritadeyghatak2969
      @adritadeyghatak2969 2 ปีที่แล้ว

      Death is the last performance. Rituporno dekhiyechen.

  • @sukanyabose6149
    @sukanyabose6149 4 ปีที่แล้ว +97

    নেশা ধরে গেছে। 🙂🙂
    অনেকদিন বাদে গানের কথা শুনতে গিয়ে সুরের প্রেমে পড়ছি আবার সুর শুনতে শুনতে কথাগুলোতে আটকে যাচ্ছি। ❤🌼

    • @dkdebasmita7255
      @dkdebasmita7255 4 ปีที่แล้ว +2

      Thank you ❤️

    • @indranilmondal.webdev
      @indranilmondal.webdev 4 ปีที่แล้ว +3

      @@dkdebasmita7255 বড় সুন্দর লিখেছেন। আহা।

    • @dkdebasmita7255
      @dkdebasmita7255 3 ปีที่แล้ว +2

      @@indranilmondal.webdev অনেক ভালোবাসা

    • @md.arifulislam5548
      @md.arifulislam5548 3 ปีที่แล้ว +1

      যতবার শুনি ততবারই শুনতে মন চায়।
      অসম্ভব সুন্দর।
      ❤️

  • @saifhasanrobin4226
    @saifhasanrobin4226 3 ปีที่แล้ว +7

    ২০৫০ সালের জন্য একটা কমেন্ট করে গেলাম।
    বেঁচে থাকলে ফিরে এসে দেখবো কতজন ভাই ও বোনের এই গানটা ভীষণ ভীষণ প্রিয় ছিলো। আর ভবিষ্যৎ প্রজন্মরা এসেও জানতে পারবে এই গানগুলো আমাদেরও ভীষণ ভীষণ প্রিয় ছিলো।
    লেখার তারিখ ৪/১/২০২১
    সিলেট মৌলভীবাজার শের পুর। লন্ডন প্রবাসী।

    • @abantisarker4826
      @abantisarker4826 3 หลายเดือนก่อน

      ২০৫০ এ পারমাণবিক যুদ্ধে সব শেষ হবে

  • @ayonbarua924
    @ayonbarua924 4 ปีที่แล้ว +8

    বছরের শেষ উপহার চমৎকার!!! সাহানা বাজপেয়ীর গান মানে শোনা ও দেখা, দুই-ই...
    ইংরেজী নতুন বছরের শুভকামনা আপনার, রোহিণী, রোহিণী'র পাপা, ভেলকি, স্মেলকি, হুলো, সর্দার, রাণী, বিলাইসুন্দরী সকলের জন্য।ভালো থাকবেন।

  • @iyanopipris705
    @iyanopipris705 3 ปีที่แล้ว +14

    "অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ
    আটকে আছে হিসেব ভরা ঠোঙায়"

  • @amritaroy
    @amritaroy 4 ปีที่แล้ว +16

    এই গানটা আমার নিস্তব্ধতার গান হয়ে থাকবে সারাজীবন। অনেকগুলো মনখারাপের রাতের সঙ্গী হবে। সত্যিই, এতো ভাল গানের কথা, সুর, অ্যারেঞ্জমেন্টস, সাথে আপনার অসাধারণ গায়কী, সব মিলিয়ে ব্যাপারটা সকল প্রশংসার উর্ধ্বে। আর, ভিডিওটাও খুব সুন্দর।
    প্রিয় আপা, আপনার গলায় ঐশ্বরিক কিছু একটা আছে। ভীষণ মন শান্ত করে দেয়। শুনলে মনেহয় শুনতেই থাকি।❤️
    অশেষ কৃতজ্ঞতা, বছরের শেষবেলায় এমন স্নিগ্ধ, সুন্দর উপহারের জন্যে।
    ভালবাসা ❤️❤️

  • @shahriarkhanrabbi5338
    @shahriarkhanrabbi5338 2 ปีที่แล้ว +6

    নিস্তব্ধতার মাঝে এক অতৃপ্ত আত্মার চলাচল! হিসেবের শূন্যতার খতিয়ান আজও অচল। সব টুকু শূন্যতা ঘিরে আজ তোমার আবহন আমার অস্তিত্ব জুড়ে

  • @amitsupal2845
    @amitsupal2845 3 ปีที่แล้ว +8

    এই গানের সাথে চরাচর ভরে যাওয়া জোছনায় হৃদয় বেদনার্ত হয়। রাত্রির নিস্তব্ধতা ভেঙে জেগে ওঠে অন্ধ আবেগ। কতবার এলেমেলো হয়ে যাই!
    চোখ দ্রবীভূত হয়। এই শীতল রাতের শৈত্যে একটা সুপ্ত যন্ত্রণা জেগে উঠছে। বেজে চলছে 'শূন্য খাতার গান' আর বিষাদ মেশানো নিঃশ্বাস বেরিয়ে আসছে!
    জর্জ বার্নার্ড শ' বলেছেন, মানুষ মুখে যা প্রকাশ করতে পারেনা তা প্রকাশ করে কবিতায়, আর কবিতায় যা পারেনা তা করে গানে।
    সাহানা, তুমি গান গাও কেন?

  • @railisengupta11
    @railisengupta11 2 ปีที่แล้ว +4

    নিস্তব্ধতায় কথার জাল,
    শব্দেরা হারায় আজকাল,
    আবেগী সব সুর যে ফিরে আসে,
    মুহূর্তরা ছবির মতোই ভাসে।..

  • @rajlaxmibanik3932
    @rajlaxmibanik3932 4 ปีที่แล้ว +86

    আজকে সারারাত চলবে। তারপরে আর না বলি ❣️

  • @manisadas2398
    @manisadas2398 3 ปีที่แล้ว +7

    যতই হিন্দি, ইংরেজি, কোরিয়ান গান শোনো , বাঙালির কাছে বাংলা গানের টান টাই আলাদা,

  • @mahimuhammad4314
    @mahimuhammad4314 3 ปีที่แล้ว +9

    কক্সবাজার সমুদ্রের বুকে দাঁড়িয়ে শুনছি। সন্ধ্যা, বিষন্নতা, অার অাপনার কন্ঠ সব কোথায় যেন মিলিয়ে যাচ্ছে।

  • @dwarocksyou
    @dwarocksyou 4 ปีที่แล้ว +21

    সাহানা দি, তুমি এই ভাবে স্নিগ্ধতার সাথে গানগুলো গাইলে তোমার শ্রোতারা তো সময়ের যাঁতাকলে আটকেই থেকে যাবে; অনেকটা ঠিক বাক্সবন্ধী হয়ে! এই বছরের শেষ উপহারের জন্যে অঢেল ভালোবাসা রইলো। আশা করি নতুন বছরে এই শূন্য খাতায় লেখা ফুঁটে উঠবে! ❤️

  • @abidasabrina6594
    @abidasabrina6594 ปีที่แล้ว +4

    বুক ভরা এতো মায়া নিয়ে, আবেগ দিয়ে আপনিই পারেন গাইতে। এক জন্মের ঋণ জমা রইলো গো দিদি। ভালোবাসা। ❤️❤️❤️

  • @arpitade2917
    @arpitade2917 4 ปีที่แล้ว +2

    ২০-২১ এর সন্ধিক্ষনে গান টা শুনলাম । একটির খাতা ফুরালো , অন্যটির সেই শূন্য প্রথম পাতার শুরু । কে , কোথায় , কখন , কেন যে আটকে পরি আমরা জানি না ! শুধু কিছু স্মৃতির মাশুল গুনি নীরবে , অগোচরে ।

  • @SimonMohaimin
    @SimonMohaimin 3 ปีที่แล้ว +2

    আমার ভালবাসার মানুষদের মাঝে এক বিশাল আটলান্টিক সাগর ঢেউ খেলে যায়। এখানে বসে একদম একাকী আমি ক্যালেন্ডারের পাতা উল্টাই। করোনার কারনে দেশের পথে উড়াল দিতে গিয়েও যেনো ডানাগুলো ভারী হয়ে থাকে। আবার সামনের মেডিক্যালের এক্সামটা আমার দেশে ফেরার ইচ্ছেটাতে ধুলোর আস্তর জমায়। এই নিয়ে দিব্বি চলে যাচ্ছে সময়। অযথা এতো এতো কথা বলার কারন আসলে, সময় পেলে গান শুনে কাটিয়ে দেয়ার কথাটা এমনিতেই জানান দেয়া। যে গানগুলো শুনলে মনটা সোদা মাটি হয়, তবুও ভাল লাগে।
    অনেক অনেক ভালবাসা জানবেন সাহানাদি। 🥰

  • @mosaddekgalib3411
    @mosaddekgalib3411 3 ปีที่แล้ว +2

    মনে হয় পাশে বসে গাইছেন, এই কণ্ঠের যে আবেগ নির্মল কোন ঝর্ণার জল পানের সমতুল্য।

  • @dhushorprachir9141
    @dhushorprachir9141 3 ปีที่แล้ว +5

    বুকের মধ্যে অবহেলিত হলদে পাতাটায় ফের প্রাণের সঞ্চার করলেন!
    মানুষের তরে মানুষের জন্য কঠিনতম কাজগুলোর একটিতে বেশ পটু আপনি!
    শেষ নিশ্বাস অবধি নিয়ম করে শুনে যাবো!

  • @shubhankarchakraborty3877
    @shubhankarchakraborty3877 4 ปีที่แล้ว +3

    সমস্ত ক্লান্তি, ঘৃণা, দুঃখ, রাগ, অভিমান এই সূরের কাছে পরাজিত। কতটা তৃপ্ত অনুভূতি তা লিখে বোঝানো যাবে না। এই সূর থাকুক লক্ষ বছর। পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলেও যেন এই সূরকে সঙ্গী হিসাবে পাই। সাহানা বাজপায়ী ❤️❤️

  • @slidewithsourav
    @slidewithsourav 4 ปีที่แล้ว +6

    সময় কে বেঁধে রাখতে পারার এক অদ্ভুত মোহময় ক্ষমতা আছে গানটির মধ্যে । মুগ্ধ আমি ।বাকরুদ্ধ 💐💐👌👌 ।

  • @alphabita3999
    @alphabita3999 3 ปีที่แล้ว +3

    এপার থেকে ওপার হাটে আলো
    মনের কথা কেবল অপচয়ে ..........

  • @humairaafia6354
    @humairaafia6354 4 ปีที่แล้ว +6

    আপনার গান আমার খুব ভালো লাগে। আপনার গান না শুনলে আমার দিন শেষ হয় না। কিন্তু এই গানটা সারাদিন ধরে চলবে। অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে ❤️

  • @shahinaislam7269
    @shahinaislam7269 3 ปีที่แล้ว +4

    এ ধরনের পোস্ট মর্ডাণ লিরিক আর সুরই আপনার গলাতে ভাল বসে, দারুণ গভীরে নিয়ে যায় আমাদের। খুবই শ্রুতিমধুর হয়েছে পুরো উপস্থাপনা।

  • @nipabarman2854
    @nipabarman2854 3 ปีที่แล้ว +2

    Ei Gaan ti ekti high power er ghumer osudh ..jeti toliea niea jaay atole Proti rate,!!!! 💜💙💛💚❤️💖

  • @shaswatamondaljana2546
    @shaswatamondaljana2546 4 ปีที่แล้ว +1

    সত্যিই কোথায় লুকিয়ে আছে
    আমাদের ছেলে বেলা
    মন খারাপ টাও যেন
    চায়ের কাপের ধোঁয়ার সাথে
    যাচ্ছে উড়ে...
    তোমার গানের সুরে

  • @sunjidashuchi7718
    @sunjidashuchi7718 4 ปีที่แล้ว +14

    টানা দুইদিন ধরে শুনছি। আর হারিয়ে যাচ্ছি গানটার মধ্যে৷

    • @saifhasanrobin4226
      @saifhasanrobin4226 3 ปีที่แล้ว +3

      ভীষণ ভীষণ সুন্দর গান।

    • @TarikulIslam-pd6ci
      @TarikulIslam-pd6ci 3 ปีที่แล้ว

      "সন্ধে তুমি বলতে পারো আমায়, কি রং তোমার বুঝতাম ছেঁড়া জামায়।" গীতিকা না কি?

  • @tamaliroy1710
    @tamaliroy1710 3 ปีที่แล้ว +8

    শীতের শেষ বিকেলগুলোতে যখন খুব অজান্তেই পুরোনো সম্পর্ক, হারিয়ে যাওয়া কিছু মানুষ মনে পরে আর একটা কেমন যেন মন খারাপ হয়, এই গানটা হলো সেই মনখারাপের ওষুধ ❤🌼

  • @promidebnath6283
    @promidebnath6283 3 ปีที่แล้ว +3

    প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সেই মানুষটাকে যে এমন হৃদয় ছোঁয়া শব্দ দিয়ে গানটা লিখেছে তারপরে ধন্যবাদ জানাচ্ছি তাকে, যার গায়কী গানটাকে হৃদয়ের গহীনে পৌঁছে দিয়েছে আর ধন্যবাদ জানাচ্ছি এ নিঃসঙ্গ সময়কে যার কারণে গানটা শোনা হচ্ছে।

  • @jarinsultana8481
    @jarinsultana8481 3 ปีที่แล้ว +4

    লিরিক্স টায় ভীষণ মাদকতা আছে। মনে হয় জীবন্ত, বার বার শুনতে মন চায়❤❤

  • @sreyasengupta6624
    @sreyasengupta6624 3 ปีที่แล้ว +1

    ভালোবাসার মানুষ যখন দূরে মুঠো ফোনে কোথা হয় "সাহানা"র গান সবসময় প্রেম পায়ে। 💓💓💓

  • @farhangaming7754
    @farhangaming7754 3 ปีที่แล้ว +2

    মন খারাপের বিকেলে কোন এক বারান্দায় গরম চা হাতে নিয়ে দাড়িয়ে গানটা শুনছি।আর বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে অবিরত মুখটা।যতোবার গানটা শুনছি ততবার আরো শুনতে মন চাচ্ছে। শুভকামনা রইলো

  • @manjistha3268
    @manjistha3268 4 ปีที่แล้ว +3

    পৃথিবীর সব ভালো, সমস্ত যা সুন্দর, অপরূপ, স্নিগ্ধ,পৃথিবীর সমস্ত শান্তি, পৃথিবীর আদিমতম সুখ, ভালোবাসার নরম পরশ, অতি কোমল, অতি গভীর এক সুখের উৎস লুকিয়ে আছে তোমার গানে, তোমার গলার আওয়াজে।🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤 এই জীবনে বৃথা তোমার গান ছাড়া ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Arka2627
    @Arka2627 4 ปีที่แล้ว +6

    খুব সুন্দর লাগল যে !! ❤️
    যেমন কথা, তেমন সুর আর তেমনই আয়োজন আর গায়কী নিয়ে বলার সাহস আমি রাখিনা। 🍃
    অনবদ্য !! ❤️

    • @dkdebasmita7255
      @dkdebasmita7255 4 ปีที่แล้ว +1

      :)

    • @sadialatif5500
      @sadialatif5500 4 ปีที่แล้ว +1

      কি যে সুন্দর হয়েছে.....
      অবশ্য কেদেছিও খুব🤎

    • @aadordas
      @aadordas 4 ปีที่แล้ว

      @@sadialatif5500 ❤

    • @aadordas
      @aadordas 4 ปีที่แล้ว +1

      Thanks Dipto

  • @shrestharudra6205
    @shrestharudra6205 4 ปีที่แล้ว +2

    Bhalobasa keo chowa jay, tar onubhuti keo gaye makha jay, tomar sure, tomar shanto snigdho chaway.. 😇😇

  • @shantachakraborty4618
    @shantachakraborty4618 4 ปีที่แล้ว +5

    শুনেই যাচ্ছি! তোমার সব গান শুনেই একটা ভালোলাগার মন খারাপ হয়ে যায় দিদি, এতো স্নিগ্ধ!

  • @shaharbanukorobi8240
    @shaharbanukorobi8240 4 ปีที่แล้ว +3

    Srishtykorta apnake aro ujjol korun ashirbaad diye... Apnar voice is a maze of magic... Mashallah.... Again and Again fall in love with ur voice mam...❤️....apnar gaan na thakle jiboner kichu muhurto oshadharon vabe upolobdhi kora jeto na shudhu etukui bolbo ..

  • @rintugupta8974
    @rintugupta8974 3 ปีที่แล้ว +1

    Gaan ar line gulo sob kichu elo melo kore diye chole gelo.. pichu taan gulo vabiea dilo...

  • @dipsikhamondal8582
    @dipsikhamondal8582 4 ปีที่แล้ว +3

    বড্ডো ভালো৷..... গানটা যেন মুক্তির গান....আর তোমার গলার মাদকতায় আরো....স্নিগধতর হয়ে উঠেছে। আমি তোমার খুদে ভক্ত । জানোত তোমাকে অনেক অনেক কিছু শোনাতে চাই....আমি নিতান্তই এক ছাত্রী ....হঠাৎ করে সব কিছু থমকে যাবে এভাবে কোনওদিন ই আশা করিনি....বছর টা বদ্ধ করে দিয়েছিল....ভাগ্গিস তুমি ছিলে....নইলে বোধহয় আমি বেঁচেও জড় বস্তুর মতো পরে থাকতাম....এভাবেই আমার background musician হয়ে সারা জীবন পাশে থেকো.....আর হ্যাঁ , আমি একটু করে তোমার কাছে গান ও শিখেছি....বড্ড ভালবাসি তোমায় আর চিরকাল বাসব🍂🍂🍂

  • @Rayprotibad
    @Rayprotibad 4 ปีที่แล้ว +3

    সাহানাদি,
    লোকসংগীতে তুমি অতুলনীয়...

  • @AnanyaMukherjee19
    @AnanyaMukherjee19 4 ปีที่แล้ว +2

    Apnader sokol ke dhanyabad borsho seshe eirokom ekta upohar deoar jonye.. Sahanadi ❤ ..Engreji notun bochhorer subhechha sokolke..

  • @dipankar-music
    @dipankar-music 4 ปีที่แล้ว +2

    Mon chhunye gelo... osadharon ektu gaan. Will stay with me for long time. Thank you so much, Sahana, Debasmita and Ador!

  • @sakuntalabasu1493
    @sakuntalabasu1493 3 ปีที่แล้ว +3

    কল্যাণীয়াসু,
    অন্য কিছু কাজ এসে গিয়েছিল বলে গান শোনা বন্ধ ছিল । ফিরে এসে দেখি তোমার নতুন গান আমার শোনার অপেক্ষায় ।
    কথা ও সুর দুই-ই অত্যন্ত আকর্ষণীয় আর তোমার গলায় তার যোগ্য রূপ প্রকাশ পেয়েছে । যথারীতি তুমি গানটি গেয়েছো তোমার স্বাভাবিক সূক্ষ্ম অনুভূতি নিয়ে , আর গ্রাফিক্সও কৌতূহলোদ্দীপক ।
    সব মিলিয়ে খুব ভালো লাগলো । তোমাদের সবার জন্য শুভাশিস রইলো, ভালো থেকো, শকুন্তলা বসু

  • @Opto_Absorver
    @Opto_Absorver 4 ปีที่แล้ว +4

    আমি এর আগে একটি কমেন্ট করেছিলাম , অদ্ভুত একটা মোহ আছে কণ্ঠে, ইন্সটাগ্রাম থেকে যখন ই পেলাম পোস্ট টা, youtube এ পেয়ে গেলাম গান টা, কয়েক মুহূর্তের জন্য জাস্ট থমকে যায় সব কিছু ❤️

  • @saifhasanrobin4226
    @saifhasanrobin4226 3 ปีที่แล้ว +5

    কোথায় যেনো লুকিয়ে আছে জীবন
    নিজের সাথেই নিজের কথোপকথন
    এক জীবন থেকে অন্য জীবনের সাথে
    সেতুর বন্ধন
    হাজার মাইল দূরে থাকলে আগুনে পুড়ে সারাক্ষণ!
    ৪/১/২০২১
    সিলেট মৌলভীবাজার শের পুর। লন্ডন প্রবাসী।

  • @touhidislamrobon7953
    @touhidislamrobon7953 3 ปีที่แล้ว +1

    এই গানটা আমি বহুদিন যাবত শুনেছি। ভীড়ের মাঝে। জ্যামের বাসে বসে। কখনো উদাস বিকেলে। কখনো এক দুই ফোঁটা চোখের জলও হয়তো ফেলেছি। কখনো প্রেমিকাকে শুনিয়েছি।
    যতবারই শুনেছি। মনে হচ্ছে প্রথমবার শুনছি। এতো মুগ্ধতা! ভালোবাসা নিও সাহানা দি। ❤️

  • @SiratimMustaquim
    @SiratimMustaquim 4 ปีที่แล้ว +3

    Listening sitting in snow... talks real close
    " কোথায় যেন লুকিয়ে আছে জীবন "

  • @anindyakundu8420
    @anindyakundu8420 4 ปีที่แล้ว +1

    Ei manus ta ondho noe kintu bondho hoe ache.. jibon er hiseb er modhe.. hiseb kivabe milbe jana nei.. kono ek atke thaka sondhe belae hothat kore hothat kore sei na mela hiseb gulo jodi mile jeto.. thank you @Sahana Di..

  • @manjeermajumder4729
    @manjeermajumder4729 4 ปีที่แล้ว +2

    Osomvob sundor.. Mon vore gelo.. Hoyto erokom i ekta gaan sonar opekkhay chhilam..

  • @riyasaha5867
    @riyasaha5867 3 ปีที่แล้ว +4

    কথার মাদকতায়,আর সুরের মায়ায় দাঁড়িয়ে গেলো সময়....বুকের ভিতরটা মুচড়ে উঠলো,চোখ থেকে
    কয়েক‌ ফোঁটা জল অজান্তেই গড়িয়ে পড়লো....
    এ কেমন নেশায় ডুবলো মন!!❤️

  • @sadiatasnim9629
    @sadiatasnim9629 3 ปีที่แล้ว +2

    সাহানা দি, তোমার গানের কথাগুলো সবসময়ই মন ছুঁয়ে যায়। ট্রেন্ডে না থাকুক বা বছরে অজস্র গান না হোক, বছরে এমন একটা করে গান উপহার দিও যা মন খারাপের সময়ে সঙ্গী হবে 💙

  • @theapplegaming3444
    @theapplegaming3444 4 ปีที่แล้ว +2

    এই গানটা বুঝিয়ে দিলো আমিও কোথাও যেন আটকে আছি... আমার মনখারাপ গুলো কাউকে মনে পরিয়ে দিচ্ছে...❤️ভালোবাসা অফুরান...❤️আগামীর শুভেচ্ছা....🌷❤️🌷

  • @srcreations1111
    @srcreations1111 4 ปีที่แล้ว +5

    খুবই ভাল লাগল
    বলার ভাষা নেই।।
    শুধু এই টুকু বলি
    এগিয়ে যাও।আরও
    শুভকামনা।।।
    দিদি।।।।

  • @adrijadas7083
    @adrijadas7083 4 ปีที่แล้ว +3

    Onek Bhalobasha Shahana Aunty..😘😘😘..Emon ganey ganey thheko sobsomoy. 😍😍❤❤

  • @suhasbhattacharya6989
    @suhasbhattacharya6989 4 ปีที่แล้ว +2

    আমি একজন প্রবাসী, কিছুদিন যাবত আপনার গান গুলী শুনছি/ উপভোগ করছি।
    গানের গলা প্রশংসনীয়, কেমন যেন অরিজিনাল মনে হয়, শুভেচ্ছা রইল।

  • @srijabiswas2150
    @srijabiswas2150 4 ปีที่แล้ว +4

    খুব সুন্দর লাগলো । রাতের অন্ধকারে একটা অনুভূতি তৈরি করলো এই গানটা।❤️

  • @prachetasamajdar
    @prachetasamajdar 4 ปีที่แล้ว +3

    কি ভাবে এ গান শোনা থামানো যায়? ❣️
    “তুমি কেমন করে গান হে গুণি.....আমি অবাক হয়ে শুনি.....কেবল শুনি......”
    ❣️

  • @SubhadeepBhattacharyaa
    @SubhadeepBhattacharyaa 4 ปีที่แล้ว +2

    শুনে খুব খুব শান্তি পেলাম দিদি।

  • @cia1894
    @cia1894 4 ปีที่แล้ว +2

    বছর শেষে বছরের সারাংশ পেলাম। আটকে থাকাদের গান, আর হয়তো এই গান আগামী দিনের আটকে থাকাকে অনেক টা অক্সিজেন দেবে। ❤️

  • @juimajumder2211
    @juimajumder2211 ปีที่แล้ว +1

    অপূর্ব ।। মন ছুঁয়ে গেলো প্রতিটি কথা

  • @theapplegaming3444
    @theapplegaming3444 4 ปีที่แล้ว +6

    গানটা সত্যিই সুন্দর.... আপনার গলাতে সুন্দর মানিয়েছে.... সুস্থ থাকুন.. গানে থাকুন.. প্রাণে থাকুন...♥️🌷♥️

  • @smritisaha932
    @smritisaha932 3 ปีที่แล้ว +1

    Sotii mon chuiye gel.. oo.😊😊😊...sur gulo protek ta line .kub unique ..

  • @tanzinaswarna9210
    @tanzinaswarna9210 3 ปีที่แล้ว +1

    তন্নতন্ন করে করে বহুকাল পর একটা বাংলা গান পেলাম, শুনবার মতন।একেকটা শব্দে একদম মুড়িয়ে গেছি। 💝

  • @takistattle3352
    @takistattle3352 3 ปีที่แล้ว +1

    ছোট্ট একটা জীবন! চার বছর ওর সাথে কথা হয়না। আটকে আছি, আটকে থাকা না মানালেও তাতে বড্ডো সুখ। ভালোবাসা বুঝি এমনি!

  • @krishnendukar6993
    @krishnendukar6993 3 ปีที่แล้ว +2

    আহা ! সন্ধ্যে বেলা এসব জিনিষ ভীষন দামি । ধন্যবাদ আপনাকে ❤️

  • @Âllaboutdìßhú
    @Âllaboutdìßhú 9 หลายเดือนก่อน

    আজ প্রথম এই গানটা শুনলাম কি জানি কেন হঠাৎ আপনা আপনি সব স্মৃতি মুহূর্ত গুলো একা একাই ভেসে আসছিল জানিনা কতবার আমি গানটা শুনেছি সেটা মনে নেই কিন্তু গানটা পছন্দের হয়ে উঠেছে❤😌🙃

  • @mohuyamanjarisunanda1360
    @mohuyamanjarisunanda1360 4 ปีที่แล้ว +8

    কেমন আচ্ছন্ন করে ফেললে দি..
    এমন হাজারো কথা তোমার কন্ঠে প্রাণ পাক..
    ভালোবাসি তোমাকে ❤️

    • @SahanaBajpaieOfficial
      @SahanaBajpaieOfficial  4 ปีที่แล้ว +4

      Aador. Amra aaj bagan shajachchi. Shondhebela barbecue korbo. Toke khub miss korchi, especially Ro. ❤️

    • @mohuyamanjarisunanda1360
      @mohuyamanjarisunanda1360 4 ปีที่แล้ว

      @@SahanaBajpaieOfficial 😘😘😘

  • @tuhinislamnur7590
    @tuhinislamnur7590 4 ปีที่แล้ว +9

    দারুণ হয়েছে, বিশেষ করে গানের কথা ও সুর আর আপনি গেয়েছেন তো চমৎকার ভাবে, ধন্যবাদ পুরো টিম কে।

  • @avijitdas8519
    @avijitdas8519 3 ปีที่แล้ว +1

    কথা আর সুর অনবদ্য।
    সাহানা দির গায়কী নিয়ে কিছু বলার যোগ্যতা তো নেই, শুধু মুগ্ধ হয়ে শোনার সুযোগ টুকু পাই ।।

  • @AritraM6
    @AritraM6 4 ปีที่แล้ว +2

    Moner kothao akta khub santi dai..didi tomar gaan..♡♡♡

  • @muradhossain632
    @muradhossain632 4 ปีที่แล้ว +1

    বরাবরই বুদ হয়ে থাকি এই কন্ঠে। ভালোবাসা ও শুভকামনা প্রিয় 'আপাদমস্তক শিল্প'।

  • @rajoshreebanik2656
    @rajoshreebanik2656 4 ปีที่แล้ว +4

    শূন্য খাতা এত্ত কেন ভাবায়.......... ❤️💙

  • @AquaticPetsWorld21
    @AquaticPetsWorld21 3 ปีที่แล้ว +1

    Sahana Di jokhon e tomar gan suni kothay jeno nijeke hariye feli , sotti Tumi one and only jar sob gangulo amar mon chuye jay ♥️

  • @shrabanibhattacherjee5944
    @shrabanibhattacherjee5944 4 ปีที่แล้ว +2

    Bes erpor eknagare sunei jabo,, @Sahana di take love

  • @Bhabnagar71
    @Bhabnagar71 3 ปีที่แล้ว +6

    আহা! কী স্নিগ্ধ আর নেশালু! এ গানের লুপের মধ্যে আটকে আছি। অনেক ভালবাসা তোমাদেরকে যারা গানটা বানালে! ❤️❤️❤️

  • @sharifsheak6366
    @sharifsheak6366 4 ปีที่แล้ว +9

    কলিজার টুকরা সাহানা আপু ভালোবাসা অবিরাম
    #বন্ধ_হয়ে_আন্ধ_কিছু_মানুষ 😢😥

  • @ananyaaorna9660
    @ananyaaorna9660 4 ปีที่แล้ว +3

    আমার রাতটাই আজ অপূর্ব হয়ে গেল। সাহানাময় রাত💜💜

  • @Shrayon_Chanda
    @Shrayon_Chanda 4 ปีที่แล้ว +1

    তোমার গান প্রায় রোজ শুনি। রাত্তিরে যখন সবকিছু থেমে যায়, তখন। ঘুম নেমে আসে, আর কী ভীষণ শান্তি!
    তোমার সাথে কাজ করার ইচ্ছে বহুদিনের। তোমার গান শুনে অনেককিছু শিখেছি, অজান্তেই যখন নিজে গান লিখতে বসি, গান বাঁধতে বসি, তোমার গলায় কিরম লাগবে সেটা আনকনশাসলি চলে আসে।
    ভালোবাসা নিও সাহানা দি! নতুন বছরে এরকম করেই অবাক করে যেও বারবার! ❤️

  • @nilamukherjee7895
    @nilamukherjee7895 3 ปีที่แล้ว +2

    বারবার শুনতে ইচ্ছে করছে যে ,আজ সারাদিন এ গানের রেশ থেকে যাবে । কি সুন্দর গানের কথা 💙💙

  • @shreyasiganguly6527
    @shreyasiganguly6527 4 ปีที่แล้ว +2

    মন ছুঁয়ে গেল দিদি। বছরের শেষে উপহার টা খুব সুন্দর।

  • @shrutiroydas160
    @shrutiroydas160 4 ปีที่แล้ว +2

    Khub valo laglo didi. Onek valobasa nio ❤️❤️❤️❤️❤️. Sustho theko.👍👍👍

  • @nishatmannan6918
    @nishatmannan6918 3 ปีที่แล้ว +3

    এত স্নিগ্ধ একটা গান!
    ভালো থেকো দিদি আর বন্ধ কিছু মানুষ যারা মনের কথা অপচয় করে কোথাও আটকে আছে ❤

  • @nahidrahman9215
    @nahidrahman9215 4 ปีที่แล้ว +2

    অপূর্ব । মনটা ভালো হয়ে গেছে । অাপনাকে খুব ভালো লাগে।

  • @arkasarkar857
    @arkasarkar857 3 ปีที่แล้ว

    মন ভালো ছিলো না, এক বান্ধবীর স্ট্যাটাস দেখে গানের নাম জিজ্ঞেস করি, এখন গানটা শুনছি। জানিনা এই মুহূর্তে আমি কেন কাঁদছি!
    লিরিক্স & মিউজিক & ভয়েস💝

  • @md.ashikurrahman1848
    @md.ashikurrahman1848 3 ปีที่แล้ว +1

    Onek shundor hoyeche Didi...Shotti osarharon

  • @adritamukhopadhyay2141
    @adritamukhopadhyay2141 3 ปีที่แล้ว +2

    Sunei jachhi bar bar! Emon gan bodh hoy tumi e paro didi!❣️❣️❣️

  • @ishratjahanshwapnil1944
    @ishratjahanshwapnil1944 3 ปีที่แล้ว +2

    নিস্তব্ধ সময়টাও সুন্দর হয় এইরকম সৃষ্টি গুলোতে।
    সে এবং তারা ভালো থাকুক।🌺

  • @dasshubham333
    @dasshubham333 3 ปีที่แล้ว +1

    Khub sundor gaan ti..besh valo laglo..

  • @kawsar6806
    @kawsar6806 3 ปีที่แล้ว +4

    আপনি কি ওইযে ডালিম গাছের সদ্য মৌমাছির চাক থেকে কাটা মধু গলাতে ঢেলে নেন গান গাওয়ার ঠিক আগ মুহুর্তে? এত সুন্দরভাবে হৃদয় ছুয়ে যান কিকরে? আপনাকে অনেক বেশি ধন্যবাদ দিদি। খুব বেশি ভালো থাকুন নিজেকে নিয়ে। ভালোবাসা জানবেন।

  • @talwarpankaj79
    @talwarpankaj79 4 ปีที่แล้ว +6

    Beautiful poetry beautifully Sung,
    Awesome work Sahana,
    the simplicity is profound..

  • @smritipatra5789
    @smritipatra5789 4 ปีที่แล้ว +4

    এক নিঃশ্বাসে শুনে গেলাম , গানটা তে যেন নিস্তব্ধতার মায়া আছে । খুব খুব ভালো লাগলো . ❤️❤️❤️❤️❤️❤️

  • @maryamful_
    @maryamful_ 3 ปีที่แล้ว +1

    এতো এতো ভালোবাসা, আবেগ দিয়ে কীভাবে গাও তুমি?নিজের কথাগুলো মনে হয় লাইন ধরে ধরে শুনিয়ে যাচ্ছো লাগহীনভাবে।ভালোবাসা তোমার জন্যে দিদি❤

  • @khanandfamily
    @khanandfamily 10 หลายเดือนก่อน

    কন্ঠে জাদু আছে আপনার।মন খারাপে গানগুলো অসাধারণ মোহের জগতে নিয়ে যায়।

  • @chaitalikundu3317
    @chaitalikundu3317 4 ปีที่แล้ว +1

    অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ
    আটকে আছে হিসাব ভরা ঠোঙায়!
    এই গানটা যতবার শুনছি কেমন জানো একটা স্বস্তি ফিরে পাচ্ছি। অন্যবদ্য শব্দচয়ন দিদি।😍 বার বার আপনার প্রেমে পড়ে যাচ্ছি দিদি।❤️🖤❤️

  • @md.al-amin6295
    @md.al-amin6295 4 ปีที่แล้ว +2

    অপূর্ব দিদি। আপনার কন্ঠ গানটিকে আরো মনোমুগ্ধ করেছে। অবিরাম শুভকামনা।

  • @r4zib
    @r4zib 3 ปีที่แล้ว +2

    Gaan 2020 bochhorer jonne lekha holeo eta amader jiboner gaan, omor gaan